১ এপ্রিল থেকে ঋণের সুদহার ৯ শতাংশ : বাংলাদেশ ব্যাংক

bbস্টকমার্কেটবিডি প্রতিবেদক :

অবশেষে বেঁধে দেওয়া হলো ঋণের সুদহার। আগামী ১ এপ্রিল থেকে ক্রেডিট কার্ড ব্যতীত সব ঋণের সর্বোচ্চ সুদহার হবে ৯ শতাংশ। তবে ঋণটি খেলাপি হলে অতিরিক্ত ২ শতাংশ দণ্ড সুদ আরোপ করতে পারবে ব্যাংকগুলো। এ ছাড়া প্রিশিপমেন্ট রপ্তানি ঋণের ক্ষেত্রে বিদ্যমান সর্বোচ্চ ৭ শতাংশ সুদহার অপরিবর্তিত থাকবে। গতকাল সোমবার বাংলাদেশ ব্যাংক থেকে এসংক্রান্ত সার্কুলার জারি করা হয়েছে। তবে ঋণের সুদহার বেঁধে দেওয়া হলেও ব্যক্তি আমানতের সুদহার নিয়ে সার্কুলারে কিছুই বলা হয়নি। ব্যাংক কম্পানি আইন-১৯৯১-এর ৪৫ ধারার ক্ষমতাবলে এ সার্কুলার জারি করল কেন্দ্রীয় ব্যাংক।

সার্কুলারে বলা হয়, লক্ষ করা গেছে যে বর্তমানে ব্যাংকের ঋণের উচ্চ সুদহার দেশের ক্ষুদ্র, মাঝারি ও বৃহৎ শিল্পসহ ব্যবসা ও সেবা খাতের বিকাশে প্রধান অন্তরায় হিসেবে দাঁড়িয়েছে। ব্যাংকের সুদহার উচ্চমাত্রায় হলে সংশ্লিষ্ট শিল্প, ব্যবসা ও সেবা খাতের প্রতিষ্ঠানগুলোর উৎপাদন খরচ বৃদ্ধি পায় এবং উৎপাদিত পণ্য বাজারজাতকরণে প্রতিযোগিতামূলক সুবিধা থেকে বঞ্চিত হয়। ঋণগ্রহীতারা যথাসময়ে ব্যাংকের ঋণ পরিশোধে সামর্থ্যও হারিয়ে ফেলে। ফলে ব্যাংকিং খাতে ঋণ শৃঙ্খলা বিঘ্নিত হয় এবং সার্বিকভাবে দেশের অর্থনৈতিক উন্নয়ন বাধাগ্রস্ত হয়। এমন প্রেক্ষাপটে ক্রেডিট কার্ড ব্যতীত অন্যান্য সব খাতে অশ্রেণীকৃত ঋণের ওপর সুদহার সর্বোচ্চ ৯ শতাংশ নির্ধারণ করা হলো।

আরো বলা হয়, কোনো ঋণের ওপর ৯ শতাংশ হারে সুদ ধার্য করার পরও যদি সংশ্লিষ্ট ঋণগ্রহীতা খেলাপি হিসেবে চিহ্নিত হয়, সে ক্ষেত্রে যে সময়কালের জন্য খেলাপি হবে অর্থাৎ মেয়াদি ঋণের ক্ষেত্রে খেলাপি কিস্তি এবং চলতি মূলধন ঋণের ক্ষেত্রে মোট খেলাপিঋণের ওপর সর্বোচ্চ ২ শতাংশ হারে দণ্ড সুদ আরোপ করা যাবে। চলতি বছর থেকে ব্যাংকের মোট ঋণ স্থিতির মধ্যে এসএমইর ম্যানুফ্যাকচারিং খাতসহ শিল্প খাতে দেওয়া সব ঋণ স্থিতি পূর্ববর্তী তিন বছরের চেয়ে কম হতে পারবে না।

অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল গত ৩০ ডিসেম্বর জানিয়েছিলেন, এপ্রিল থেকে ক্রেডিট কার্ড ব্যতীত সব ঋণের ক্ষেত্রে সর্বোচ্চ ৯ এবং আমানতের ক্ষেত্রে সর্বোচ্চ ৬ শতাংশ সুদহার কার্যকর করা হবে।

স্টকমার্কেটবিডি.কম/আর

গ্লাক্সোস্মিথ ক্লিনের ৫৩০ শতাংশ লভ্যাংশ ঘোষণা

glaxo-smbdস্টকমার্কেটবিডি ডেস্ক :

শেয়ারবাজারে তালিকাভুক্ত রসায়ন ও ঔষুধ শিল্প খাতের কোম্পানি গ্লাক্সোস্মিথ ক্লিন লিমিটেডের পরিচালনা বোর্ড বিনিয়োগকারীদের জন্য ৫৩০ শতাংশ নগদ লভ্যাংশ ঘোষণা করেছে। মঙ্গলবার ডিএসই সূত্রে এ তথ্য জানা যায়।

ডিএসই সূত্রে জানা গেছে, গত ৩১ ডিসেম্বর শেষ হওয়া ২০১৯ অর্থ বছরে কোম্পানিটির শেয়ার প্রতি আয় (ইপিএস) এসেছে ৮১ টাকা ৮৩ পয়সা। এ সময়ে কোম্পানির শেয়ার প্রতি প্রকৃত সম্পদ মূল্য (এনএভি) হয়েছে ১৩২ টাকা ১৪ পয়সা।

আগামী ১৬ এপ্রিল কোম্পানিটির এজিএমের ডেট নির্ধারণ করা হয়েছে। আর রেকর্ড ‌১৬ মার্চ করা হয়েছে।

স্টকমার্কেটবিডি.কম/এম

প্যারামাউন্ট ইন্স্যুরেন্সের বাৎসরিক বোর্ড সভা আহবান

paramu-smbdস্টকমার্কেটবিডি ডেস্ক :

শেয়ারবাজারে তালিকাভূক্ত বিমা খাতের কোম্পানি প্যারামাউন্ট ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেডের বোর্ড সভা আগামী ৩ মার্চ অনুষ্ঠিত হবে। এ বোর্ড সভায় কোম্পানিটি লভ্যাংশ ঘোষণা করতে পারে। মঙ্গলবার ডিএসই সূত্রে এ তথ্য জানা যায়।

জানা যায়, প্রতিষ্ঠানের পরিচালনা বোর্ডের সিদ্ধান্তে বেলা সাড়ে ৩ টায় বোর্ড সভাটি অনুষ্ঠিত হবে।

আসন্ন বোর্ড সভায় ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) লিস্টিং রেগুলেশন ১৯(১) ৩১ ডিসেম্বর ২০১৯ হিসাব বছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করা হবে।

এ সভা থেকে লভ্যাংশ, এজিএম ও রেকর্ড ডেটের সিদ্ধান্ত নিয়ে তা শেয়ারহোল্ডারদের জানানো হবে।

স্টকমার্কেটবিডি.কম/বি