বাংলাদেশে বিনিয়োগকারী দেশগুলোর মধ্যে যুক্তরাষ্ট্র শীর্ষে

nurulস্টকমার্কেটবিডি প্রতিবেদক :

বাংলাদেশে বিনিয়োগকারী দেশগুলোর মধ্যে যুক্তরাষ্ট্র শীর্ষ স্থানে রয়েছে বলে জানিয়েছেন শিল্পমন্ত্রী নূরুল মজিদ মাহমুদ হুমায়ূন। তিনি বলেছেন, দেশে বৈদেশিক বিনিয়োগকে আকৃষ্ট করতে বাণিজ্য ব্যবস্থার উদারীকরণ করা হয়েছে এবং নন-শুল্ক বিধি নিষেধকে উল্লেখযোগ্যভাবে হ্রাস করা হয়েছে।

শিল্পমন্ত্রী হুমায়ূন আজ রাজধানীর প্যান প্যাসিফিক সোনারগাঁও হোটেলে আমেরিকান চেম্বার অব কমার্স (অ্যামচেম) এবং বাংলাদেশে মার্কিন দূতাবাসের যৌথ উদ্যোগে আয়োজিত ২৭তম ইউএস ট্রেড শো বাংলাদেশের উদ্বোধন কালে একথা বলেন।

ঢাকায় নিযুক্ত যুক্তরাষ্ট্রের চার্জ ডি অ্যাফায়ার্স জো এনি ওগানার অ্যামচেমের সভাপতি সৈয়দ এরশাদ আহমেদ, বিডা’র নির্বাহী পরিচালক মোঃ সিরাজুল ইসলাম অনুষ্ঠানে বক্তৃতা করেন।

শিল্পমন্ত্রী বলেন, শিল্পনীতি ২০১৬-এ দেশের সর্বত্র বিশেষত রপ্তানি প্রক্রিয়াকরণ অঞ্চলসমূহে বৈদেশিক বিনিয়োগ আকর্ষণের জন্য বিশেষ ইনসেন্টিভ ও সুবিধা নিশ্চিত করা হয়েছে। নীতিতে জ্বালানি, অবকাঠামো, যোগাযোগ, কৃষি ব্যবসা, আইসিটি, শিক্ষা, পর্যটন, রিয়েল এস্টেটসহ অন্যান্য ক্ষেত্রে প্রচুর সুযোগ নিশ্চিত করা হয়েছে।

শিল্পমন্ত্রী বলেন, বর্তমানে বাংলাদেশ যুক্তরাষ্ট্রের ৫২তম বৃহৎ বাণিজ্যিক অংশীদার। ২০১৯ সালে মোট বাণিজ্যের পরিমাণ ৯ বিলিয়ন মার্কিন ডলারের বেশি ছিল উল্লেখ করে শিল্পমন্ত্রী বলেন, যুক্তরাষ্ট্র ও বাংলাদেশের দ্বি-পাক্ষিক বাণিজ্যের পরিমাণ ক্রমশ বৃদ্ধি পাচ্ছে এবং বাণিজ্য ঘাটতি ধীরে ধীরে কমে আসছে।

শিল্পমন্ত্রী বলেন, বৈচিত্র্যময় শিল্পখাতে বিদ্যমান বিশাল সম্ভাবনার সন্ধানের জন্য সরকার ১০০টি অর্থনৈতিক অঞ্চল স্থাপনের কাজ চলমান রয়েছে। সে সঙ্গে রাসায়নিক, প্লাস্টিক, চামড়া, সিরামিক, অটোমোবাইল, খাদ্য এবং অন্যান্য অনেক শিল্প স্থাপনের কাজ চলমান রয়েছে। শিল্পমন্ত্রী দ্বি-পাক্ষিক বাণিজ্য ও বিনিয়োগ বাড়াতে দু’দেশের ব্যবসায়ী সম্প্রদায়ের মধ্য পারস্পরিক যোগাযোগ আরও বৃদ্ধি করার আহবান জানান।

ইউএস ট্রেড শো দু’দেশের অর্থনৈতিক সম্ভাবনা এবং সুযোগগুলোকে কাজে লাগিয়ে বিদ্যমান বাণিজ্যিক সম্পর্ক সম্প্রসারণে ভূমিকা রাখবে বলে আশাবাদ ব্যক্ত করেন।

স্টকমার্কেটবিডি.কম/

মার্চ থেকে বাড়ছে বিদ্যুতের দাম : এনার্জি রেগুলেটরি

electicic-smbdস্টকমার্কেটবিডি প্রতিবেদক :

আগামী মার্চ মাস থেকে আরেক দফা বাড়ছে বিদ্যুতের দাম। বৃহস্পতিবার বিকাল ৪টায় এক সংবাদ সম্মেলনে আনুষ্ঠানিকভাবে এই ঘোষণা দেয় বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি)।

খুচরা পর্যায়ে বিদ্যুতের দাম গড়ে ৫.৩% বাড়িয়ে ৭ টাকা ১৩ পয়সা করা হয়েছে। আর এই দাম আগামী ১ মার্চ থেকে কার্যকর করা হবে বলে জানিয়েছে সংস্থাটি।

স্টকমার্কেটবিডি.কম/এম

আইএসপি লাইসেন্স নবায়ন নিয়ে বিটিআরসির সতর্কতা

btrcস্টকমার্কেটবিডি প্রতিবেদক :

বিটিআরসিবিটিআরসিইন্টারনেট সেবাদাতা প্রতিষ্ঠানের (আইএসপি) লাইসেন্স নবায়নের ক্ষেত্রে লাইসেন্সের মেয়াদ উত্তীর্ণ হওয়ার পর কোনো আইএসপি লাইসেন্সধারী প্রতিষ্ঠান কমিশন বরাবর আবেদন দাখিল করলে কোনোভাবেই তা গ্রহণযোগ্য হবে না বলে জানিয়েছে বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (বিটিআরসি)। গত মঙ্গলবার এ বিষয়ে একটি বিজ্ঞপ্তি প্রকাশ করেছে সংস্থাটি।

বিটিআরসির ওই বিজ্ঞপ্তিতে বলা হয়, আইএসপি (ক্যাটাগরি-সি) লাইসেন্সের শর্তানুযায়ী, লাইসেন্সধারী প্রতিষ্ঠানের অনুকূলে ইস্যুকৃত লাইসেন্সের মেয়াদ পাঁচ বছর উত্তীর্ণ হওয়ার ১৮০ দিন আগেই পরবর্তী মেয়াদের জন্য নবায়নের জন্য আবেদন করতে হয়। এ ক্ষেত্রে যে সব প্রতিষ্ঠান তাদের লাইসেন্স নবায়নের জন্য আবেদন করেনি, সে সব প্রতিষ্ঠান অবৈধ ও অকার্যকর। ফলে মেয়াদ উত্তীর্ণ আইএসপি লাইসেন্সের অধীনে যে কোনো প্রকার কার্যক্রম সম্পাদন করলে তা অবৈধ এবং বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ আইন, ২০০১ এর অধীনে শাস্তিযোগ্য অপরাধ।

এই আইন অনুযায়ী মেয়াদ উত্তীর্ণ লাইসেন্সের অধীনে সব কার্যক্রম পরিচালনা মেয়াদ উত্তীর্ণ হওয়ার তারিখ থেকে বন্ধ রাখার নির্দেশ দিয়েছে বিটিআরসি।

এর আগে গত ১৭ ফেব্রুয়ারি ৩০টি ইন্টারনেট সেবাদাতা প্রতিষ্ঠানের (আইএসপি) লাইসেন্স বাতিল করে বিটিআরসি। এদের মধ্যে কিছু প্রতিষ্ঠানের লাইসেন্স বাতিল করা হয় লাইসেন্স নবায়ন না করায়। কিছু ক্ষেত্রে এক শ্রেণি থেকে অন্য শ্রেণিতে লাইসেন্স পাওয়ায় আগেরটি বাতিল হয়।

স্টকমার্কেটবিডি.কম/এম

রিন সাইন প্লেসমেন্ট শেয়ার বিক্রি করবে

Ring-shine-696x372স্টকমার্কেটবিডি ডেস্ক :

শেয়ারবাজারে তালিকাভুক্ত বস্ত্র খাতের প্রতিষ্ঠান রিন সাইন টেক্সটাইল লিমিটেডের একজন করপোরেট পরিচালক প্লেসমেন্ট শেয়ার বিক্রয়ের ঘোষণা দিয়েছেন। বৃহস্পতিবার ডিএসই সূত্রে এ তথ্য জানা যায়।

সূত্র জানায়, ইউনিভার্স নিটিং গার্মেন্টস নামে পরিচালক প্রতিষ্ঠানটির ৩৬ লাখ ৮৬ হাজার ৫৮৭টি শেয়ার বিক্রয় করবে। তার হাতে মোট ২ কোটি ৮২ লাখ ৬৩ হাজার ৮৩৭টি শেয়ার রয়েছে।

ঘোষণার পর ৩০ দিনের মধ্যে ব্লক মার্কেটে এই পরিচালক উল্লেখিত পরিমাণ শেয়ার বিক্রয় করবেন।

স্টকমার্কেটবিডি.কম/বি

সারাদেশে জাতীয় বিমা দিবস উদযাপন ১ মার্চ

idr-smbdস্টকমার্কেটবিডি ডেস্ক :

১ মার্চ (রবিবার) সারাদেশে জাতীয় বিমা দিবস উদযাপন করবে বিমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ (আইডিআর)।

বৃহস্পতিবার (২৭ ফেব্রুয়ারি) দুপুরে মতিঝিলের আইডিআর’র কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এ কথা বলেন সংস্থাটির চেয়ারম্যান শফিকুর রহমান পাটোয়ারী।

তিনি বলেন, আগামী ১ মার্চ প্রথমবারের মতো সারাদেশে জাতীয় বিমা দিবস উদযাপন করা হবে। ওইদিন বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে (বিআইসিসি) সকাল ১০টায় দিবসটির উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

আইডিআর’র চেয়ারম্যান শফিকুর রহমান বলেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ১ মার্চ ১৯৬০ সালে তৎকালীন আলফা ইন্স্যুরেন্স কোম্পানিতে যোগদান করেন। দিনটিকে স্মরণ করে গত ১৫ জানুয়ারি অনুষ্ঠিত মন্ত্রিপরিষদ সভায় সিদ্ধান্তের পরিপ্রেক্ষিতে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্মৃতি বিজড়িত ১ মার্চ জাতীয় বিমা দিবস হিসেবে ঘোষণা করা হয়। দিনটি উদযাপন করতে প্রস্তুতি নেওয়া হয়েছে।

দিবসটি উদযাপন উপলক্ষে ২৯ ফেব্রুয়ারি (শনিবার) শুধুমাত্র ঢাকায় র‌্যালি অনুষ্ঠিত হবে। র‌্যালিটি মানিক মিয়া অ্যাভিনিউ হয়ে সংসদ ভবনে গিয়ে শেষ হবে। এছাড়া দিবসটি উপলক্ষে ফ্যাকাল্টি অব বিজনেস স্টাডিজ ঢাকা বিশ্ববিদ্যালয় আয়োজিত একটি র‌্যালি আয়োজিত হবে। সেখানে প্রায় এক হাজার শিক্ষক ও শিক্ষার্থী অংশগ্রহণ করবেন।

স্টকমার্কেটবিডি.কম/এম

সিভিও পেট্রোর মূল্য সংবেদনশীল তথ্য নেই

CVO_logo2স্টকমার্কেটবিডি ডেস্ক :

শেয়ারবাজারে তালিকাভুক্ত জ্বালানী ও শক্তি খাতের সিভিও পেট্রো ক্যামিক্যাল রিফাইনারি লিমিটেডের সাম্প্রতিক সময়ে অস্বাভাবিক দর বাড়ার পেছনে কোনো মূল্য সংবেদনশীল তথ্য নেই। চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জকে (সিএসই) শেয়ারটির দর বাড়ার কারণ জানতে চাইলে কোম্পানির পক্ষ থেকে এ কথা জানানো হয়।

কোম্পানিটির শেয়ারের এই দর বাড়াকে অস্বাভাবিক বলে মনে করছে সিএসই।

এই দর বাড়ার পেছনে মূল্য সংবেদনশীল কোন তথ্য আছে কি না – তা জানতে চায় সিএসই। এ সময় সিভিও পেট্রোর পক্ষ থেকে জানানো হয়েছে, দর বৃদ্ধির পেছনে মূল্যসংবেদনশীল অপ্রকাশিত কোন তথ্য কোম্পানির কাছে নেই।

স্টকমার্কেটবিডি.কম/বি/এম

  1. ব্র্যাক ব্যাংক
  2. ভিএফএস থ্রেডস
  3. সেন্ট্রাল ফার্মা
  4. সিলভা ফার্মা
  5. ইন্দো বাংলা ফার্মা
  6. ওরিয়ন ফার্মা
  7. ন্যাশনাল পলিমার
  8. গ্রামীণফোন লিমিটেড
  9. ফার কেমিক্যালস
  10. লাফার্জ হোলসিম সিমেন্ট লিমিটেড।

দিনশেষে লেনদেনের সাথে সূচকের বড় পতন

DSE_CSE-smbdস্টকমার্কেটবিডি প্রতিবেদক :

দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) দিন শেষে লেনদেনের পরিমাণ আগের দিনের চেয়ে কমেছে। এদিন সেখানে সূচকেরও বড় পতন হয়েছে। অন্যদিকে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) লেনদেন কমেছে। ডিএসই ও সিএসই সূত্রে এ তথ্য জানা যায়।

বৃহস্পতিবার ডিএসইতে লেনদেন হয়েছে ৫৬১ কোটি ৪১ লাখ টাকা। গতকাল বুধবার ডিএসইতে লেনদেন হয় ৬২৭ কোটি ৩৪ লাখ টাকা। এ হিসাবে লেনদেন আগের দিনের চেয়ে আগের দিনের চেয়ে কমেছে।

এদিন লেনদেন শেষে ডিএসইতে প্রধান সূচক ডিএসইএক্স ৬৮.৮৮ পয়েন্ট কমে অবস্থান করছে ৪ হাজার ৪৮০ পয়েন্টে। আর ডিএসই সূচক ১৫.৪১ পয়েন্ট কমে অবস্থান করছে ১০৪৪ পয়েন্টে এবং ডিএস-৩০ সূচক ২৫.৩৩ পয়েন্ট কমে অবস্থান করছে ১৪৯২ পয়েন্টে।

ডিএসইতে আজ ৩৫৬ কোম্পানি ও মিউচুয়াল ফান্ডের শেয়ারের লেনদেন হয়। এর মধ্যে ৬০টির শেয়ারের দর বেড়েছে, কমেছে ২৫০টির। আর দর অপরিবর্তিত আছে ৪৬টির দর।

দিন শেষে ডিএসইতে লেনদেনের শীর্ষ তালিকায় রয়েছে – ব্র্যাক ব্যাংক, ভিএফএস থ্রেডস, সেন্ট্রাল ফার্মা, সিলভা ফার্মা, ইন্দো বাংলা ফার্মা, ওরিয়ন ফার্মা, ন্যাশনাল পলিমার, গ্রামীণফোন লিমিটেড, ফার কেমিক্যালস ও লাফার্জ হোলসিম সিমেন্ট লিমিটেড।

এদিকে বৃহস্পতিবার দিনশেষে দেশের অপর বাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সিএসইর সার্বিক সূচক সিএএসপিআই ১৯৮ পয়েন্ট কমে অবস্থান করছে ১৩ হাজার ৭৪২ পয়েন্টে।

সিএসইতে মোট লেনদেন হয়েছে ২৩৯ কোম্পানির শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ড। এর মধ্যে দর বেড়েছে ৫৩টির, কমেছে ১৬২টির এবং অপরিবর্তিত রয়েছে ২৪টির শেয়ার দর।

এদিন সিএসইতে লেনদেন হয়েছে ১৯ কোটি ৪২ লাখ টাকা। গতকাল বুধবার সেখানে লেনদেন হয়েছে ৩৩ কোটি ৪০ লাখ টাকা।

সেখানে লেনদেনের শীর্ষ রয়েছে সেন্ট্রাল ফার্মা ও কনফিডেন্স সিমেন্ট লিমিটেড।

স্টকমার্কেটবিডি.কম/বি/জেড

এস্কোয়ার নিট ‘এন’ থেকে ‘এ’ ক্যাটাগরিতে

esqureস্টকমার্কেটবিডি ডেস্ক :

শেয়ারবাজারে তালিকাভুক্ত কোম্পানি এস্কোয়ার নিট কম্পোজিট লিমিটেড ‘এন’ থেকে ‘এ’ ক্যাটাগরিতে উন্নীত হয়েছে। আগামী ১ মার্চ থেকে কোম্পানিটি ‘এ’ ক্যাটাগরিতে লেনদেন হবে। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা গেছে, কোম্পানিটি ৩০ জুন সমাপ্ত অর্থ বছরে শেয়ারহোল্ডারদের জন্য ১৫ শতাংশ নগদ লভ্যাংশ দিয়েছে। আর এই লভ্যাংশ দিয়ে কোম্পানিটি ‘এ’ ক্যাটাগরিতে উন্নীত হয়েছে।

উল্লেখ্য, সম্প্রতি কোম্পানিটি নগদ লভ্যাংশ বিনিয়োগকারীদের বিও (বেনিফিশিয়ারি ওনার্স) হিসাবে লভ্যাংশ পাঠিয়েছে।

স্টকমার্কেটবিডি.কম/এম/এএআর

পেঁয়াজ রপ্তানির নিষেধাজ্ঞা তুলে নিচ্ছে ভারত

piazস্টকমার্কেটবিডি প্রতিবেদক :

পেঁয়াজ রপ্তানির নিষেধাজ্ঞা তুলে নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে ভারত সরকার। বাম্পার ফলনের পরিপ্রেক্ষিতে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

দেশটির খাদ্য ও ভোক্তাবিষয়ক মন্ত্রী গতকাল বুধবার গণমাধ্যমকে জানান, গত বছরের তুলনায় মার্চে ৪০ লাখ টন বেশি পেঁয়াজ উৎপাদনের আশা করা হচ্ছে। এ অবস্থায় নিষেধাজ্ঞা তুলে দেওয়া হলে কৃষকেরা ভালো দাম পাবেন। টাইমস অব ইন্ডিয়ার এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

মন্ত্রী বলেন, দাম এখন স্থিতিশীল হয়েছে। ফসলের পরিমাণও প্রচুর। এখন পেঁয়াজের ওপর নিষেধাজ্ঞা থাকলে তা দামকে চাপে ফেলবে।

দেশটির বাণিজ্য মন্ত্রণালয়ের পক্ষ থেকে বলা হচ্ছে, বেশির ভাগ খুচরা বাজারে পেঁয়াজের দাম প্রতি কেজি ৩০ থেকে ৪০ রুপিতে নেমে এসেছে। বাম্পার ফলনের কারণে দাম আরও কমতে পারে। এ সময় রপ্তানি করলে কৃষকেরা ভালো দাম পাবেন।

স্টকমার্কেটবিডি.কম/