৯ দিনব্যাপী এসএমই পণ্যমেলার উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

pmস্টকমার্কেটবিডি প্রতিবেদক :

এসএমই পণ্যের প্রচার এবং স্থানীয় ক্ষুদ্র ও মাঝারি শিল্পোদ্যোক্তাদের এক ছাদের নিচে নিয়ে আসার লক্ষ্যে রাজধানীতে ৮ম জাতীয় এসএমই পণ্য মেলা শুরু হয়েছে।

প্রধানমন্ত্রী শেখ হাসিনা আজ সকালে এক অনুষ্ঠানের মাধ্যমে ফার্মগেটস্থ বাংলাদেশ কৃষিবিদ ইনস্টিটিউশন মিলনায়নে (কেআইবি) এই মেলার উদ্বোধন করেন।

রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে (বিআইসিসি) শিল্প মন্ত্রণালয়ের উদ্যোগে ৯ দিনব্যাপী এই মেলা অনুষ্ঠিত হচ্ছে।

শিল্পমন্ত্রী নুরুল মজিদ মাহমুদ হুমায়ুন অনুষ্ঠানে সভাপতিত্ব করেন। শিল্প মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির চেয়ারম্যান আমির হোসেন আমু অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তৃতা করেন।

শিল্প সচিব মো. আব্দুল হালিম এবং এসএমই ফাউন্ডেশনের ব্যবস্থাপনা পরিচালক মো. সফিকুল ইসলাম অনুষ্ঠানে বক্তৃতা করেন। শিল্প প্রতিমন্ত্রী কামাল আহমেদ মজুমদার এ সময় মঞ্চে উপস্থিত ছিলেন।

মন্ত্রিপরিষদ সদস্যবৃন্দ, প্রধানমন্ত্রীর উপদেষ্টাবৃন্দ, সংসদ সদস্যবৃন্দ, উচ্চ পদস্থ বেসামরিক এবং সামরিক কর্মকর্তাবৃন্দ, বিদেশি কূটনীতিক, বিভিন্ন আন্তর্জাতিক সংস্থা এবং উন্নয়ন সহযোগী প্রতিষ্ঠানের কর্মকর্তাবৃন্দ, ব্যবসায়ী নেতৃবৃন্দ, উদ্যোক্তাসহ আমন্ত্রিত অতিথিবৃন্দ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে প্রধানমন্ত্রী ৫ জন শিল্প উদ্যোক্তার মাঝে ‘এসএমই উদ্যোক্তা পুরস্কার-২০২০’ প্রদান করেন।

পুরস্কার বিজয়ীরা প্রত্যেকে এক লাখ টাকা পুরস্কারের অর্থের চেক, ট্রফি এবং সনদপত্র লাভ করেন।

এবারের শিল্প মেলায় ২৯৬ জন এসএমই উদ্যোক্তা (যার মধ্যে ১৯৫ নারী উদ্যোক্তা রয়েছেন) তাঁদের পণ্য প্রদর্শন করবেন। যার মধ্যে রয়েছে- পাটজাত পণ্য, কৃষি ও চামড়াজাত পণ্য, ইলেকট্রিক্যাল সামগ্রি, হাল্কা প্রকৌশল শিল্প পণ্য, হস্ত ও কুটির শিল্প, প্লাষ্টিক এবং সিনথেটিকজাত পণ্য।

এই মেলা উপলক্ষে গত সোমবার অনুষ্ঠিত এক সংবাদ সম্মেলনে শিল্পমন্ত্রী নুরুল মজিদ মাহমুদ হুমায়ুন জানান, এবারের মেলায় কোন বিদেশি পণ্য স্থান পাবেনা।

মেলায় এসএমই শিল্পের বিভিন্ন বিষয়ে ৫টি সেমিনার অনুষ্ঠিত হবে বলেও সংশ্লিষ্ট উদ্যোক্তারা জানিয়েছেন এবং মেলা প্রতিদিন সকাল ১০টা থেকে রাত ৮টা পর্যন্ত সকলের জন্য উন্মুক্ত থাকবে, কোন প্রবেশমূল্য লাগবেনা। বাসস

স্টকমার্কেটবিডি.কম/

গ্রাহকদের উন্নত সেবা দিন : সোনালী ব্যাংকের কর্তাদের অর্থমন্ত্রী

kamalস্টকমার্কেটবিডি প্রতিবেদক :

অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল গ্রাহকদের আরো উন্নতমানের সেবা প্রদানের জন্য রাষ্ট্রীয় মালিকানাধীন সোনালী ব্যাংকের কর্মকর্তাদের নির্দেশ দিয়েছেন। একইসাথে তিনি ব্যাংককে সামনের দিকে এগিয়ে নিতে বিদ্যমান সম্ভাবনাকে কাজে লাগানোর নির্দেশ দেন।

তিনি বলেন, আমি আশাবাদী যে আপনারা সঠিক ও যথার্থ কাজের মাধ্যমে ব্যাংককে সামনের দিকে এগিয়ে নিয়ে যাবেন। কোনোভাবেই এটি আর পেছনে ফিরে যেতে পারে না। আশা করি আপনারা অব্যশই সফল হবেন।

আজ বুধবার রাজধানীর শেরেবাংলানগর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে সোনালী ব্যাংক লিমিটেডের বার্ষিক সম্মেলন-২০২০ এর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বাংলাদেশ ব্যাংকের গভর্নর ফজলে কবির, অর্থ মন্ত্রণালয়ের ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান বিভাগের সচিব মো. আসাদুল ইসলাম, সোনালী ব্যাংকের চেয়ারম্যান মো. জিয়াউল হাসান সিদ্দিকী ও প্রধান নির্বাহী কর্মকর্তা মো. আতাউর রহমান বক্তব্য রাখেন।

অর্থমন্ত্রী সমাজের পিছিয়ে পড়া বা প্রান্তিক জনগোষ্ঠীর কল্যাণে কাজ করার জন্য সোনালী ব্যাংকের কর্মকর্তাদের নির্দেশ দেন। তিনি বলেন, যে সব মানুষ দেশের অর্থনীতির সঙ্গে সম্পৃক্ত নয়, তাদের অর্থনীতির সঙ্গে সম্পৃক্ত করতে কাজ করতে হবে।

তিনি সোনালী ব্যাংকের কর্মকর্তাদের উদ্দেশ্যে বলেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বপ্নের দেশ গঠতে সরকার যে কার্যক্রম হাতে নিয়েছে, আপনারা সেগুলোকে যথার্থভাবে সম্পন্ন করুন। বঙ্গবন্ধু এই ব্যাংকটির নামকরণ করেছিলেন, এটি মাথায় রেখে ব্যাংককে সামনের দিকে এগিয়ে নেওয়ার কাজ করতে হবে।

অনুষ্ঠানে বাংলাদেশ ব্যাংকের গভর্নর ফজলে কবির বলেন, খেলাপি ঋণ আদায়ের ক্ষেত্রে জোরালো ব্যবস্থা নিতে হবে। নতুন করে দেওয়া ঋণ যাতে কোনো খেলাপি না হয়, সেদিকে আমাদের সতর্ক থাকতে হবে। একইসাথে তিনি কোনো সংকোচ বা ভয়ভীতি না করে নিয়ম মেনে ঋণ দেওয়ার পরামর্শ দেন।

সভায় ব্যাংকের ২০২০ সালের বার্ষিক লক্ষ্যমাত্রা অর্জন এবং করণীয় বিষয়ে আলোচনা হয়।

স্টকমার্কেটবিডি.কম/

মৌসুমে পেঁয়াজ আমদানি বন্ধের বিষয়ে আলোচনা হচ্ছে

521219c027d95-onionস্টকমার্কেটবিডি প্রতিবেদক :

উৎপাদন এবং চহিদা যাচাই করে মৌসুমে দেশে পেঁয়াজ আমদানি বন্ধের বিষয় বিবেচনা করা হবে বলে জানিয়েছেন কৃষি মন্ত্রী ড. মো: আব্দুর রাজ্জাক।

বুধবার সচিবালয়ে মার্কিন রাষ্ট্রদূত আর্ল আর মিলারের নের্তৃত্বে এক প্রতিনিধি দলের সাথে বৈঠক শেষে কৃষি মন্ত্রী বলেন, দেশি পেঁয়াজ বাজারে আসা শুরু করলে পেয়াজের বাজার নিয়ন্ত্রনে আসবে। উৎপাদন মৌসুমে পেয়াজ আমদানি বন্ধ রাখা হবে কিনা এ প্রসঙ্গে মন্ত্রী বলেন, পেঁয়াজের মৌসুমে পেঁয়াজ আমদানি বন্ধের বিষয়ে আলোচনা হচ্ছে।

আগামী ১৫ দিন পর বাজারে নতুন পেঁয়াজ চলে আসবে উল্লেখ করে কৃষিমন্ত্রী ড. আব্দুর রাজ্জাক বলেছেন, ‘নতুন পেঁয়াজ আসলে দাম কমে যাবে, এ বছর অনেক এলাকাতে পেঁয়াজ উৎপাদন করা হয়েছে। পেঁয়াজের সমস্যা সমাধান হবে।’

তিনি বলেন, ‘পেঁয়াজের দাম কেন কমেনি আমরা তা পর্যবেক্ষণ করছি। আমাদের বড় সমস্যা হলো বাংলাদেশ প্রাকৃতিক দুর্যোগের দেশ। গতকাল ফরিদপুরে বৃষ্টি হয়েছে। এতে করে পেঁয়াজের ভালো ক্ষতি হয়েছে। ধানে আমরা যেমন স্বয়ংসম্পূর্ণ পেঁয়াজেও আমরা স্বয়ংসম্পূণ হবে। আগে প্রতি হেক্টরে ১০ থেকে ১১ টন হতো এখন নতুন জাতের পেঁয়াজে সেখানে ১৮ থেকে ১৯ টন হবে।’

স্টকমার্কেটবিডি.কম/

দিনশেষ লেনদেনের সাথে সূচকের বড় পতন

DSE_CSE-smbdস্টকমার্কেটবিডি প্রতিবেদক :

দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) দিন শেষে লেনদেনের পরিমাণ আগের দিনের চেয়ে কমেছে। এদিন সেখানে সূচকেরও বড় পতন হয়েছে। অন্যদিকে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জেও (সিএসই) লেনদেন ও সূচক কমেছে। ডিএসই ও সিএসই সূত্রে এ তথ্য জানা যায়।

বুধবার ডিএসইতে লেনদেন হয়েছে ৫১০ কোটি ৬৬ লাখ টাকা। গতকাল মঙ্গলবার ডিএসইতে লেনদেন হয় ৬০৯ কোটি ৬ লাখ টাকা। এ হিসাবে লেনদেন আগের দিনের চেয়ে আগের দিনের চেয়ে কমেছে।

এদিন লেনদেন শেষে ডিএসইতে প্রধান সূচক ডিএসইএক্স ৫৬.৪৫ পয়েন্ট কমে অবস্থান করছে ৪ হাজার ৪০৯ পয়েন্টে। আর ডিএসই সূচক ১৪.৪৮ পয়েন্ট কমে অবস্থান করছে ১০২৩ পয়েন্টে এবং ডিএস-৩০ সূচক ১৫.০৫ পয়েন্ট কমে অবস্থান করছে ১৪৭০ পয়েন্টে।

ডিএসইতে আজ ৩৫৬ কোম্পানি ও মিউচুয়াল ফান্ডের শেয়ারের লেনদেন হয়। এর মধ্যে ৮০টির শেয়ারের দর বেড়েছে, কমেছে ২৪৩টির। আর দর অপরিবর্তিত আছে ৩৩টির দর।

দিন শেষে ডিএসইতে লেনদেনের শীর্ষ তালিকায় রয়েছে – সিলভা ফার্মা, ওরিয়ন ফার্মা, এসকে ট্রিমস ইন্ডাস্ট্রিজ, ভিএফএস থ্রেডস, সায়হাম টেক্সটাইল, লাফার্জ হোলসিম সিমেন্ট, গ্লাক্সোস্মিথ ক্লিন, ফার কেমিক্যালস, স্কয়ার ফার্মা ও ওরিয়ন ইনফিউশন লিমিটেড।

এদিকে বুধবার দিনশেষে দেশের অপর বাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সিএসইর সার্বিক সূচক সিএএসপিআই ১৭৪ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ১৩ হাজার ৪৯১ পয়েন্টে।

সিএসইতে মোট লেনদেন হয়েছে ২৪৯ কোম্পানির শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ড। এর মধ্যে দর বেড়েছে ৫৯টির, কমেছে ১৬১টির এবং অপরিবর্তিত রয়েছে ২৯টির শেয়ার দর।

এদিন সিএসইতে লেনদেন হয়েছে ২০ কোটি ২২ লাখ টাকা। গতকাল মঙ্গলবার সিএসইতে লেনদেন হয়েছে ২৪ কোটি ৯ লাখ টাকা।

সেখানে লেনদেনের শীর্ষ রয়েছে জেনেক্স ইনফোসিস ও এ্যাডভেন্ট ফার্মা লিমিটেড।

স্টকমার্কেটবিডি.কম/বি/জেড

চট্টগ্রাম বন্দরে চীন থেকে পণ্য আসা শুরু

port-smbdস্টকমার্কেটবিডি প্রতিবেদক :

ভোগ্যপণ্যের মধ্যে চীন থেকে আমদানি হয় মূলত আদা ও রসুন। সংকটের সময় আসে আরেক ভোগ্যপণ্য পেঁয়াজ। করোনাভাইরাসের কারণে আমদানিতে সংকটের সৃষ্টি হবে—অজুহাতে ফেব্রুয়ারি মাসের শুরু থেকেই এ তিনটি পণ্যের দাম পাইকারিতে বেড়েছিল কেজিতে ৩০ থেকে ৫০ টাকা। তিন সপ্তাহ ধরে এ অবস্থা চলার পর শেষ সপ্তাহে এসে এই তিন পণ্যের দাম কমে আগের দামেই বিক্রি হচ্ছে।

ভোগ্যপণ্য ছাড়াও চীন থেকে আসে বিপুল পরিমাণ আপেল, কমলা, জাম্বুরা, নাশপাতিসহ অন্যান্য ফল। এসব ফল আমদানিতে সরবরাহ সংকটের সৃষ্টি হয়নি, তাই বাজারে দামও বাড়েনি। তবে চীন থেকে আসা সব ধরনের ইলেকট্রিক ও ইলেকট্রনিক পণ্যের দাম বেড়েছে।

নভেল করোনাভাইরাসের আতঙ্ক কাটিয়ে ওঠার পর চালু হয়েছে চীনের বেশির ভাগ সমুদ্রবন্দর। পণ্য উৎপাদনকারী বেশির ভাগ কারখানাও সচল হয়েছে, যদিও সব কারখানায় এখনো পুরোদমে উৎপাদন শুরু হয়নি। এরই মধ্যে চীন থেকে তৈরি পোশাক শিল্পের কাঁচামাল, ক্যাপিটাল মেশিনারিজ এবং বিভিন্ন শিল্পপণ্য ও ভোগ্যপণ্যভর্তি জাহাজ দেশে আসতে শুরু করেছে। চীনের বন্দর চালু হওয়ার পর প্রথম জাহাজটি পণ্য নিয়ে চট্টগ্রাম বন্দর জেটিতে ভিড়ছে আজ মঙ্গলবার।

গত ১৬ ফেব্রুয়ারি চীনের সমুদ্রবন্দরগুলো চালু হওয়ার পর ১৭ ফেব্রুয়ারি সাংহাই বন্দর থেকে কনটেইনারে পণ্যভর্তি ‘কেপ ওরিয়েন্ট’ জাহাজ রওনা দিয়েছে। গত ২৯ ফেব্রুয়ারি জাহাজটি চট্টগ্রাম বন্দরের বহির্নোঙরে পৌঁছায়। জাহাজটি আজ বন্দর জেটিতে ভিড়ছে। এ জাহাজে তৈরি পোশাক শিল্পের বিভিন্ন ধরনের কাপড়, ক্যাপিটাল মেশিনারিজ ও রাসায়নিক পণ্য আছে।

স্টকমার্কেটবিডি.কম/

এসকে ট্রিমসের ২.৩ লাখ শেয়ার বিক্রির ঘোষণা

SK-Trims-স্টকমার্কেটবিডি ডেস্ক :

শেয়ারবাজারে তালিকাভুক্ত  এসকে ট্রিমস ইন্ডাস্ট্রিজ  লিমিটেডের একজন করপোরেট পরিচালক প্লেসমেন্ট শেয়ার বিক্রয়ের ঘোষণা দিয়েছেন। বুধবার ডিএসই সূত্রে এ তথ্য জানা যায়।

সূত্র জানায়, গ্লোবাল সুজ এন্ড ইন্ডাস্ট্রিজ  নামে পরিচালক প্রতিষ্ঠানটির ২ লাখ ৩০ হাজার ৫৬৯টি শেয়ার বিক্রয় করবে। তার হাতে মোট ২৫ লাখ ৩৬ হাজার ১৬০টি শেয়ার রয়েছে।

ঘোষণার পর ৩০ দিনের মধ্যে পাবলিক মার্কেটে এই পরিচালক উল্লেখিত পরিমাণ শেয়ার বিক্রয় করবেন।

স্টকমার্কেটবিডি.কম/বি

প্যারামাউন্ট ইন্স্যুরেন্সের লভ্যাংশ ঘোষণা

paramu-smbdস্টকমার্কেটবিডি ডেস্ক :

শেয়ারবাজারে তালিকাভুক্ত বিমা খাতের কোম্পানি প্যারামাউন্ট ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড শেয়ারহোল্ডারদের জন্য ২ শতাংশ বোনাস ও ২ শতাংশ নগদ লভ্যাংশ ঘোষণা করেছে। কোম্পানি সূত্রে এ তথ্য জানা গেছে।

মঙ্গলবার  অনুষ্ঠিত ৩১ ডিসেম্বর ২০১৯ সালের জন্য এ লভ্যাংশ ঘোষণা করে বিমাটির পরিচালনা বোর্ড।

এ বছরে কোম্পানিটির শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ১.১৭ টাকা। আর শেয়ার প্রতি সম্পদ দাঁড়িয়েছে ২১.৪৩ টাকা।

আগামী ৮ এপ্রিল কোম্পানিটি বার্ষিক সাধারণ সভা (এজিএম) অনুষ্ঠিত হবে। এ জন্য রেকর্ড ডেট নির্ধারণ করা হয়েছে আগামী ২৫ মার্চ।

স্টকমার্কেটবিডি.কম/এ