১২ ব্যাংকের মূলধন ঘাটতি ২৩ হাজার ৫৫৯ কোটি টাকা

bbস্টকমার্কেটবিডি প্রতিবেদক :

উচ্চ খেলাপিঋণের কারণে প্রয়োজনীয় ন্যূনতম মূলধন সংরক্ষণে (সিএআর) ব্যর্থ হয়েছে ১২ ব্যাংক। গত ডিসেম্বর প্রান্তিক শেষে এসব ব্যাংকের মূলধন ঘাটতি দাঁড়িয়েছে ২৩ হাজার ৫৫৯ কোটি ৫৫ লাখ টাকা। এর মধ্যে সরকারি ৫ ব্যাংকের ঘাটতিই ১০ হাজার ৭৭৭ কোটি টাকা।

এ সময়ে ব্যাংকিং খাতে সামগ্রিক মূলধন পর্যাপ্ততার হার (সিআরএআর) সামান্য হ্রাস পেয়ে দাঁড়িয়েছে ১১ দশমিক ৫৭ শতাংশ। আগের প্রান্তিক সেপ্টেম্বর শেষে ১২ ব্যাংকের মূলধন ঘাটতি ছিল ১৭ হাজার ৬৫৮ কোটি টাকা।

আগের প্রান্তিকে এবি ব্যাংকের মূলধন ঘাটতি থাকলেও এ প্রান্তিকে শ্রেণীকৃত ঋণের বিপরীতে প্রভিশন ঘাটতি মূলধনের সঙ্গে সমন্বয়ের বিষয়ে (রেগুলেটরি ফরবেয়ারেন্স) নিয়ন্ত্রক সহনশীলতার সুবিধা নিয়ে মূলধন সংরক্ষন করেছে।

খেলাপি ঋণ বাড়লে স্বাভাবিকভাবেই মূলধন ঘাটতি বাড়ে। কিন্তু এবছর খেলাপি কমলেও মূলধন ঘাটতি বেড়েছে। এবিষয়ে বিশ্বব্যাংক ঢাকা কার্যালয়ের সাবেক মুখ্য অর্থনীতিবিদ জাহিদ হোসেন বলেন, এবারের খেলাপি কমার কারণ হল ঋণের পুন:তফসিল।

সে কারণেই মূলধন ঘাটতি বেড়েছে। তাছাড়া মূলধনের পর্যাপ্ততা বাড়াতে হলে পরিচালন মুনাফা বাড়াতে হয় অথবা, নতুন আমানত বাড়াতে হয় অথবা লভ্যাংশ কমাতে হয়। এর কোনোটাই ঘটেনি। সুতরাং এই পরিস্থিতিতে মূলধন ঘাটতি বৃদ্ধি খুবই স্বাভাবিক।

স্টকমার্কেটবিডি.কম/

দৃশ্যমান হচ্ছে পদ্মা সেতুর ৩ হাজার ৯০০ মিটার

padma-bridge-spanস্টকমার্কেটবিডি প্রতিবেদক :

পদ্মা সেতুতে আগামীকাল মঙ্গলবার বসানো হবো ২৬তম স্প্যান, এর ফলে দৃশ্যমান হবে ৩ হাজার ৯০০ মিটার। ‘৩-এফ’ নামের স্প্যানটি শরীয়তপুরের জাজিরা প্রান্তে ২৮ ও ২৯ নম্বর পিলারের উপর বসানো হবে। ২৫ তম স্প্যান বসানোর ১৮ দিনের মাথায় ২৬ তম স্প্যানটি বসানো হবে।

পদ্মা সেতুর উপ-সহকারী প্রকৌশলী হুমায়ুন কবির জানান, মঙ্গলবার সকাল ১০টায় ১৫০ মিটার দীর্ঘ ও ৩ হাজার ১৪০ টন ওজনের ২৫ তম স্প্যানটিকে মঙ্গলবার বসানোর জন্য, ৩ হাজার ৬০০ টন ধারণ ক্ষমতার ‘তিয়ান-ই’ ভাসমান ক্রেনে করে মুন্সীগঞ্জের মাওয়া কুমারভোগ কন্সট্রাকশন ইয়ার্ড থেকে বহন করে জাজিরা প্রান্তে ২৮ ও ২৯ নং পিলারের কাছে লঙ্গর করে রাখার কথা রয়েছে। পদ্মা নদীতে চর পড়ে যাওয়ার কারণে একদিন আগে রওনা দিয়েছে জাজিরা প্রান্তে ২৮-২৯ নং পিলারের কাছে। সকালে উঠানোর জন্য ও পদ্মায় মাঝে চর পড়ার কারণে স্প্যান বসানোর জন্য পিলারের কাছে নিয়ে আসা হয়। এর পর মঙ্গলবার স্প্যানটিকে পিলারে উপরে স্থাপনের কার্যক্রম শুরু করা হবে।

এর আগে গত মাসের ২১ তারিখে ২৯/৩০ নম্বর পিলারের উপর বসানো হয়েছিল ২৫ নম্বর স্প্যানটি। এই ধারাবাহিকতা অব্যাহত রেখে স্প্যান বসাতে পারলে চলতি বছরের জুলাই নাগাদ ৪১টি স্প্যান বসানো শেষ হবে। ৬ দশমিক ১৫ কিলোমিটার দৈর্ঘ্যের দ্বিতল সেতুটি কংক্রিট ও স্টিল দিয়ে নির্মাণ করা হচ্ছে। চীনের ঠিকাদারি প্রতিষ্ঠান চায়না রেলওয়ে মেজর ব্রিজ ইঞ্জিনিয়ারিং গ্রুপ কোম্পানি লিমিটেড মূল সেতু নির্মাণের কাজ করছে।

স্টকমার্কেটবিডি.কম/

ঢাকায় সিএসইর সচেতনতামূলক ট্রেনিং

cse-logo-sস্টকমার্কেটবিডি প্রতিবেদক :

চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ লিমিটেডের (সিএসই) ঢাকাস্থ ট্রেকদের কমপ্লায়েন্স অফিসারদের জন্য ”রিসেন্ট অ্যামেনমেন্ডস অব সিকিউরিটিজ রুলজ এন্ড রেগুলেশন ফর কমপ্লায়েন্স অফিসার” শীর্ষক সচেতনতামূলক ট্রেনিং প্রোগাম করেছে প্রতিষ্ঠানটি।

০৮ এবং ০৯ মার্চ সিএসইর ঢাকার কার্যালয়ের মিলনায়তনে প্রোগ্রামটি সম্পন্ন হয়েছে।

সিএসইর জিএম এবং ঢাকা অফিস ইনচার্জ মো: গোলাম ফারুক প্রশিক্ষণের শুরুতে স্বাগত বক্তব্য রাখেন। এছাড়াও বক্তব্য রাখেন সিএসই এর চিফ হেগুলেটরি অফিসার মোহাম্মদ শামসুর রহমান এবং এজিএম এবং ট্রেনিং হেড আরিফ আহমেদ ।

প্রথম ও দ্বিতীয় দিনের ট্রেনিং পরিচালনা করেন এম সাদেক আহমেদ, ডেপুটি ম্যানেজার এবং ইন-চার্জ, ইন্সপেকশন এন্ড এনফোর্সমেন্ট। ট্রেনিং দুটিতে যথাক্রমে ৪৫ এবং ৩৫ জন ট্রেনি অংশগ্রহন করেন। এছাড়াও সিএসই এর অন্যান্য কর্মকর্তাগণ এতে উপস্থিত ছিলেন।

স্টকমার্কেটবিডি.কম/

শেয়ারবাজার উন্নয়নে নৈতিকতার সংস্কৃতি গড়ে তুলতে হবে : এম খায়রুল হোসেন

khayrul-bsecস্টকমার্কেটবিডি প্রতিবেদক :

বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) চেয়ারম্যান অধ্যাপক ড. এম খায়রুল হোসেন বলেন, শেয়ারবাজার ও আর্থিক খাত আস্থার উপর নির্ভর করে। এই আস্থা তৈরীতে নৈতিকতার সংস্কৃতি গড়ে তোলা প্রয়োজন। এই সংস্কৃতি শেয়ারবাজারের বিনিয়োগকারীদের মধ্যে আস্থা তৈরী করে। এছাড়া বাজারকে ভাইব্রেন্ট করে।

সোমবার (০৯ মার্চ) ‘বাংলাদেশ ফাইন্যান্স অ্যান্ড ইনভেস্টমেন্ট সামিট-২০২০’ শীর্ষক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। এতে সভাপতিত্ব করেন বিএসইসির কমিশনার অধ্যাপক হেলাল উদ্দিন নিজামী। অনুষ্ঠানটি যৌথভাবে আয়োজন করে চার্টার্ড গ্লোবাল ইনভেস্টমেন্ট অ্যানালিস্ট (সিজিআইএ) এবং বাংলাদেশ ইন্সটিটিউট অব ক্যাপিটাল মার্কেট (বিআইসিএম)।

বিএসইসি চেয়ারম্যান বলেন, শেয়ারবাজারের উন্নয়নে গত কয়েক বছরে সরকার ও স্টেকহোল্ডারদের সহযোগিতায় আমরা অনেক সংস্কার করেছি। এছাড়া ২০০৭ সালে গঠন করা প্রাতিষ্ঠানিক সুশাসন নির্দেশনা (সিজিজি) ২০১২ সালে সংশোধনীর মাধ্যমে পরিপালনে বাধ্য করি। আর ২০১৮ সালে সংশোধনীর মাধ্যমে কার কি দায়িত্ব, তা উল্লেখ করে দিয়েছি।

তিনি বলেন, আমাদের দক্ষ জনবল দরকার। এর সাথে সাথে নৈতিকতার প্রয়োজন। অন্যথায় শুধুমাত্র দক্ষ জনবল দিয়ে উন্নয়নের ধারাবাহিকতা ধরে রাখা সম্ভব হবে না। আগামিতে শেয়ারবাজারের উন্নয়নে কর্মক্ষেত্রে নৈতিকতা স্থাপন করতে হবে।

অর্থনীতির সাথে সাথে প্রাতিষ্ঠানিক এরিয়া বাড়ছে উল্লেখ করে খায়রুল হোসেন বলেন, এখনো দক্ষ জনবলের অভাব রয়েছে। এই ঘাটতি পূরণে সিজিআইএ এবং বিআইসিএম কাজ করবে বলে মনে করেন তিনি।

স্টকমার্কেটবিডি.কম/

বাংলাদেশ জেনারেল ইন্স্যুরেন্সের বোর্ড সভা ১৯ মার্চ

bgic-smbdস্টকমার্কেটবিডি ডেস্ক :

শেয়ারবাজারে তালিকাভুক্ত বাংলাদেশ জেনারেল ইন্স্যুরেন্স কোম্পানি (বিজিআইসি) লিমিটেডের পরিচালনা বোর্ডের সভার তারিখ ঘোষণা করা হয়েছে। কোম্পানিটির পর্ষদ সভা আগামী ১৯ মার্চ, বিকাল সাড়ে ৩টায় অনুষ্ঠিত হবে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

কোম্পানিটির সভায় ৩১ ডিসেম্বর,২০১৯ সমাপ্ত সময়ের অর্থবছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা ও প্রকাশ করা হবে। এবং শেয়ারহোল্ডারদের জন্য লভ্যাংশ ঘোষণা আসতে পারে।

২০১৮ সালে কোম্পানিটি ১০ শতাংশ নগদ লভ্যাংশ দিয়েছিল।

স্টকমার্কেটবিডি.কম/বি

ব্যাংকের এমডিদের সাথে বসবে ডিএসই

dseস্টকমার্কেটবিডি প্রতিবেদক :

শেয়ারবাজারে বিনিয়োগের জন্য ব্যাংকগুলোকে অনুমোদন দেয়া বিশেষ ফান্ড গঠনের বিষয়ে আলোচনা করতে তালিকাভুক্ত সব ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) ও প্রধান নির্বাহী কর্মকর্তাদের (সিইও) সাথে ১০ মার্চ (মঙ্গলবার) বৈঠকে বসবে ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই)। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা গেছে, ডিএসইর চেয়ারম্যান মো: ইউনুসুর রহমানের সভাপতিত্বে ওই দিন বিকাল ৩টায়, রাজধানীর নিকুঞ্জে অবস্থিত ডিএসই টাওয়ারে বৈঠকটি অনুষ্ঠিত হবে।

বৈঠকে শেয়ারবাজারে বিনিয়োগের জন্য ব্যাংকগুলোর ২০০ কোটি টাকা করে ফান্ড গঠনের বিষয়ে এবং বাজারের সার্বিক বিষয় নিয়ে আলোচনা হবে।

স্টকমার্কেটবিডি.কম/বি

প্রাইম লাইফ ইন্স্যূরেন্সের রেজিষ্টার্ড অফিস পরিবর্তন

PRIMELIFEস্টকমার্কেটবিডি ডেস্ক :

শেয়ারবাজারে তালিকাভুক্ত বিমা খাতের কোম্পানি প্রাইম লাইফ ইন্স্যূরেন্স লিমিটেডের রেজিস্টার্ড অফিস পরিবর্তন করা হয়েছে। সোমবার ডিএসই সূত্রে এ তথ্য জানা যায়।

সূত্র জানায়, কোম্পানিটির রেজিস্টার্ড অফিস রাজধানীর মতিঝিলে গাউস পাক ভবনে স্থানান্তর করা হয়েছে।

সকল বিনিয়োগকারী ও স্টেক হোল্ডারদের এই অফিসে যোগাযোগ করতে বলা হয়েছে।

স্টকমার্কেটবিডি.কম/বিএ

ডাচ বাংলা ব্যাংকের বাৎসরিক বোর্ড সভা ১৫ মার্চ

dutch-smbdস্টকমার্কেটবিডি ডেস্ক :

শেয়ারবাজারে তালিকাভূক্ত ব্যাংকিং খাতের কোম্পানি ডাচ বাংলা ব্যাংক লিমিটেডের বোর্ড সভা আগামী ১৫ মার্চ অনুষ্ঠিত হবে। এ বোর্ড সভায় কোম্পানিটি লভ্যাংশ ঘোষণা করতে পারে। ডিএসই সূত্রে এ তথ্য জানা যায়।

জানা যায়, প্রতিষ্ঠানের পরিচালনা বোর্ডের সিদ্ধান্তে বেলা ৩ টায় বোর্ড সভাটি অনুষ্ঠিত হবে।

আসন্ন বোর্ড সভায় ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) লিস্টিং রেগুলেশন ১৯(১) ৩১ ডিসেম্বর ২০১৯ হিসাব বছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করা হবে।

এ সভা থেকে লভ্যাংশ, এজিএম ও রেকর্ড ডেটের সিদ্ধান্ত নিয়ে তা শেয়ারহোল্ডারদের জানানো হবে।

স্টকমার্কেটবিডি.কম/বি