সপ্তাহের ব্যবধানে ডিএসইতে পিই ৪.০১ শতাংশ কমেছে

PE-300x197স্টকমার্কেটবিডি প্রতিবেদক :

বিদায়ী সপ্তাহে প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) সার্বিক মূল্য আয় অনুপাত (পিই রেশিও) ৪.০১ শতাংশ কমেছে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা গেছে, গত সপ্তাহের শুরুতে ডিএসইর পিই ছিল ১০.৯৬ পয়েন্টে। যা সপ্তাহ শেষে ১০.৫২ পয়েন্টে অবস্থান করছে। অর্থাৎ সপ্তাহের ব্যবধানে পিই রেশিও ০.৪৪ পয়েন্ট বা ৪.০১ শতাংশ কমেছে।

সপ্তাহ শেষে ব্যাংক খাতের পিই রেশিও অবস্থান করছে ৬.৩১ পয়েন্টে। এছাড়া তথ্যপ্রযুক্তি খাতের ১৭.৮৪ পয়েন্টে, বস্ত্র খাতের ১৪.৪৬ পয়েন্টে, ওষুধ ও রসায়ন খাতের ১৫.০৩ পয়েন্টে, প্রকৌশল খাতের ১৪.৭৫ পয়েন্টে, বীমা খাতের ১০.৪৬ পয়েন্টে, বিবিধ খাতের ২১.৫১ পয়েন্টে, খাদ্য খাতের ১৬.৬৮ পয়েন্টে, চামড়া খাতের ১৯.৭৬ পয়েন্টে, সিমেন্ট খাতের ৩১.৮৬ পয়েন্টে, বিদ্যুৎ ও জ্বালানি খাতের ৯.৭১ পয়েন্টে, আর্থিক খাতের ৪৩.৮৯ পয়েন্টে, ভ্রমণ ও অবকাশ খাতের ৩১.৫৪ পয়েন্টে, পেপার খাতের ৪৩.৪১ পয়েন্টে, টেলিযোগাযোগ খাতের ৯.৩৯ পয়েন্টে, সেবা ও আবাসন খাতের ১০.৬৭ পয়েন্টে, সিরামিক খাতের ২২.৪৯ পয়েন্টে এবং পাট খাতের পিই ৩৩.৬৩ পয়েন্টে অবস্থান করছে।

স্টকমার্কেটবিডি.কম/এস

সপ্তাহে বাজার মূলধন কমেছে সাড়ে ১০ হাজার কোটি টাকা

dseস্টকমার্কেটবিডি প্রতিবেদক :

করোনা ভাইরাস আতংকে বিদায়ী সপ্তাহও পতন হয়েছে শেয়ারবাজারে। সপ্তাহের তিন কার্যদিবস বড় বড় পতন হয়েছে। ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) বিদায়ী সপ্তাহে বাজার মূলধন সাড়ে ১০ হাজার কোটি টাকা কমেছে।

বিদায়ী সপ্তাহে ৪ কার্যদিবসে ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) ১ হাজার ২৫৮ কোটি ৪৮ লাখ ৮৫ হাজার ৯১৮ টাকার লেনদেন হয়েছে। যা আগের সপ্তাহ থেকে ৮৩০ কোটি ৫ লাখ ৯০ হাজার ৪০ টাকা বা ৩৯.৭৪ শতাংশ কম হয়েছে। আগের সপ্তাহে লেনদেন হয়েছিল ২ হাজার ৮৮ কোটি ৫৪ লাখ ৭৫ হাজার ৯৫৮ টাকার।

ডিএসইতে বিদায়ী সপ্তাহে গড় লেনদেন হয়েছে ৩১৪ কোটি ৬২ লাখ ২১ হাজার ৪৭৯ টাকার। আগের সপ্তাহে গড় লেনদেন হয়েছিল ৪১৭ কোটি ৭০ লাখ ৯৫ হাজার ১৯১ টাকার। অর্থাৎ সপ্তাহের ব্যবধানে ডিএসইতে গড় লেনদেন ১০৩ কোটি ৮ লাখ ৭৩ হাজার ৭১২ টাকা কম হয়েছে।

বিদায়ী সপ্তাহে ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স ১৫৫ পয়েন্ট বা ৩.৭৫ শতাংশ কমে দাঁড়িয়েছে ৩ হাজার ৯৭৫ পয়েন্টে। অপর সূচকগুলোর মধ্যে শরিয়াহ সূচক ৩৮ পয়েন্ট বা ৪ শতাংশ, সিএসই-৩০ সূচক ৫৬ পয়েন্ট বা ৪.০৪ শতাংশ এবং সিডিএসইটি সূচক ৩০ পয়েন্ট বা ৩.৬৮ শতাংশ কমে দাঁড়িয়েছে ৯১৯, ১৩২৬ ও ৭৮৫ পয়েন্টে।

বিদায়ী সপ্তাহে ডিএসইতে মোট ৩৫৮টি প্রতিষ্ঠান শেয়ার ও ইউনিট লেনদেনে অংশ নিয়েছে। প্রতিষ্ঠানগুলোর মধ্যে দর বেড়েছে ৪৫টি বা ১৩ শতাংশের, কমেছে ৩০৪টির বা ৮৫ শতাংশের এবং অপরিবর্তিত রয়েছে ৯টির বা ২ শতাংশের শেয়ার ও ইউনিট দর।

ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) বিদায়ী সপ্তাহে বাজার মূলধন ১০ হাজার ৬২৯ কোটি ৫ লাখ ৪৪ হাজার টাকা বা ৩.৩১ শতাংশ কমেছে। সপ্তাহের শেষ কার্যদিবস লেনদেন শেষে বাজার মূলধন দাঁড়িয়েছে ৩ লাখ ১০ হাজার ৭৩৩ কোটি ৫১ লাখ ২৯ হাজার টাকায়। আগের সপ্তাহের শেষ কার্যদিবস বাজার মূলধন ছিল ৩ লাখ ২১ হাজার ৩৬২ কোটি ৫৬ লাখ ৮৩ হাজার।

স্টকমার্কেটবিডি.কম/এস

বাংলাদেশ জেনারেল ইন্স্যূরেন্সের লভ্যাংশ ঘোষণা

bgic-smbdস্টকমার্কেটবিডি ডেস্ক :

শেয়ারবাজারে তালিকাভুক্ত বিমা খাতের কোম্পানি বাংলাদেশ জেনারেল ইন্স্যুরেন্স কোম্পানি (বিজিআইসি) লিমিটেডের পরিচালনা বোর্ড শেয়ারহোল্ডারদের জন্য ১১ শতাংশ নগদ লভ্যাংশ ঘোষণা করেছে। বৃহস্পতিবার কোম্পানি সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্র জানায়, ৩১ ডিসেম্বর ২০১৯ পর্যন্ত সমাপ্ত অর্থবছরের আর্থিক প্রতিবেদন পর্যালোচনা শেষে এই লভ্যাংশ দিয়েছে বিমাটি।

এ বছর বিমাটির শেয়ার প্রতি আয় এসেছে ১ টাকা ৮ পয়সা। ৩১ ডিসেম্বর পর্যন্ত বিমাটির শেয়ার প্রতি সম্পদের পরিমাণ দাঁড়িয়েছে ১৮.৬৫ টাকা। এসময় বিমাটির শেয়ার প্রতি কার্যকর নগদ অর্থ প্রবাহ (এনওসিএফপিএস) হয়েছে ০.৯৪ টাকা।

আগামী ২২ এপ্রিল বিমার বার্ষিক সাধারণ সভা (এজিএম) অনুষ্ঠিত হবে। আর রেকর্ড ডেট নির্ধারণ হয়েছে ১৩ এপ্রিল।

স্টকমার্কেটবিডি.কম/এস