প্রণোদনার টাকা জন্য চাপ দিচ্ছে এফবিসিসিআই

fbcciস্টকমার্কেটবিডি প্রতিবেদক :

সময়ের কথা বিবেচনায় নিয়ে ব্যাংকগুলোকে লাভ নয়; প্রণোদনার টাকা দ্রুত ছাড়ের উদ্যোগ নেওয়ার আহবান জানিয়েছেন দেশের শীর্ষ ব্যবসায়ীরা। তারা বলেন, ব্যাংক অনেক ব্যবসা করেছে। মানুষ বেঁচে থাকলে আবারও লাভ হবে। তাই সময়ের কথা বিবেচনায় নিয়ে সরকারের মতো ব্যাংকগুলোকেও মানবিক দৃষ্টিতে এগিয়ে পরামর্শ দিয়েছেন তারা। এছাড়া দেরি হলে প্রনোদনা টাকা কোনো কার্যকর ভূমিকা রাখতে পারবে না।

গতকাল ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন বাংলাদেশে শিল্প ও বণিক সমিতির ফেডারেশন এফবিসিসিআইয়ের ‘সরকারের ঘোষিত প্রণোদনা প্যাকেজ বাস্তবায়ন’ শীর্ষক ভার্চুয়াল সেমিনারে বক্তারা এসব দাবি করেন।

এফবিসিসিআই সভাপতি শেখ ফজলে ফাহিমের সভাপতিত্বে অনুষ্ঠিত এতে আরো উপস্থিত ছিলেন সংগঠনের জ্যেষ্ঠ সহসভাপতি মুনতাকিম আশরাফ, অনলাইনে যোগ দেন সংগঠনের সহ সভাপতি মো. সিদ্দিকুর রহমান।

ভার্চুয়াল সেমিনারে শেখ ফাহিম বলেন, দেশের অনেক কঠিন সময়ে আমরা বড় ধরনের মানবিকতার অনেক বড় দৃষ্টান্ত আমরা দেখিয়েছি। সমানেও আমাদের দেখাতে হবে। তিনি বলেন, গত প্রায় দুইমাস ধরে দেশের সাড়ে পাঁচ কোটি মানুষ লকডাউনে রয়েছে। আর এই সংকট থেকে উত্তোরণে সরকার যথাসময়ে প্রয়োজনীয় পদক্ষেপ নিয়েছে। ১৬ কোটি মানুষের পাশে প্রধানমন্ত্রী শেখ হাসিনা যে আন্তরিকতা নিয়ে পাশে দাঁড়িয়েছেন, তাঁর উদ্যেগের পাশে আমাদেরও দাঁড়াতে হবে।

ক্ষুদ্র উদ্যোক্তাদের ঋণ দেওয়া এবং ফেরত পাওয়ার বিষয়ে ব্যাংকগুলোর আংশকা থেকে বের হয়ে আসার আহবান জানিয়ে তিনি বলেন, ইতিমধ্যে অনেক উধাহরণ আছে ক্ষুদ্র উদ্যোক্তাদের ঋণ শতভাগ পরিশোধের। এই ঋণ প্রক্রিয়ায় এফবিসিসিআই ও অ্যাসোশিয়েশনগুলো সম্পৃক্ত থাকবে। যেন ব্যাংকের টাকার অনিশ্চয়তা তৈরি না হয়, উদ্যোক্তারা যেন সময় মতো দ্রুত ঋণ পায়। এছাড়া ব্যাংকগুলোও এফবিসিসিআইয়ের সদস্য। আমরাও চাই আমাদের কোনো অংশ ক্ষতিগ্রস্থ হোক।

এফবিসিসিআইয়ের সাবেক সভাপতি ও ঢাকা-১০ আসনের সদ্য নির্বাচিত সংসদ সদস্য শফিউল ইসলাম মহিউদ্দিন বলেন, মহামারির এই সময় ব্যাংকগুলো লাভের চিন্তা না করে; উদ্যোক্তাদের বাঁচাতে এগিয়ে আসতে হবে। দুর্যোগের এই মুহূর্তে দ্রুত ঋণ ছাড় করাই হবে সময়েপযোগী সিদ্ধান্ত হবে।

এফবিসিসিআইকে একটি হেলপ ডেস্ক করার পরামর্শ দিয়ে তিনি বলেন, অনেক ক্ষুদ্র ব্যবসায়ী জানে না ব্যাংক থেকে কিভাবে প্রনোদণার ঋণ পাবে। আমার বিশ্বাস ব্যাংক, জাতীয় রাজস্ব বোর্ড এনবিআর এবং এফবিসিসিআইকে একযোগে কাজ করলে সংকট উত্তোরণ সহজ হবে। তবে আমরা চাই না; আর ঋণ খেলাপী আরো বেড়ে যাক। অনেকে ইচ্ছে করে খেলাপি হয়েছে। এটা আর করা যাবে না।

এই বছর ব্যবসার জন্য নয়, বেঁচে থাকার জন্য চীনা ব্যবসায়ী জ্যাক মা’র উদ্ধুতি দিয়ে এফবিসিসিআই সহসভাপতি মো. সিদ্দিকুর রহমান বলেন, ব্যবসা চালু থাকলে ব্যাংক চালু থাকবে। আর ব্যবসা মরে গেলে ব্যাংকও ক্ষতিগ্রস্ত হবে। তাই দ্রুত প্যাকেজ ছাড় করার উদ্যোগ নেওয়া সময়োপযোগী সিদ্ধান্ত হবে।

অ্যাসোশিয়েশন অব ব্যাংকার্স, বাংলাদেশের (এবিবি) চেয়ারম্যান আলী রেজা ইফতেখার বলেন, প্রণোদনা প্যাকেজের টাকা দ্রুত সময়ে কিভাবে ভোক্তাদের কাছে পৌঁছানো যায় বিষয়টি নিয়ে আমরা আমাদের সদস্যদের সঙ্গে আলোচানা করবো। তবে এখানে স্বচ্ছতার বিষয়টিও নিশ্চিত করার ওপর আমাদের গুরুত্ব দিতে হবে। কেননা ইতোমধ্যে দেশের ব্যাংক খাতে ১৬ হাজার কোটি টাকার বেশী খেলাপী ঋণ হয়ে গেছে।

সেমিনারে অন্যদের মধ্যে আলোচনায় অংশ নেন এফবিসিসিআইয়ের সাবেক সভাপতি মীর নাসির হোসেন, কাজী আকরাম উদ্দীন আহাম্মেদ, আব্দুল মাতলুব আহমাদ, সাবেক সহসভাপতি জসিম উদ্দিন, বিশ্বব্যাংকের সাবেক জ্যেষ্ঠ অর্থনীতিবিদ ও পলিসি এক্সচেঞ্জের চেয়ারম্যান ড. এম মাসরুর রিয়াজ প্রমুখ।

স্টকমার্কেটবিডি.কম/

বসুন্ধরা শপিং মল খুলছে না ঈদের আগে

1161415_1_originalস্টকমার্কেটবিডি প্রতিবেদক :

ঢাকায় কেনাকাটার জনপ্রিয় বিপণিবিতান বসুন্ধরা সিটি শপিং কমপ্লেক্স পবিত্র ঈদুল ফিতরের আগে খুলছে না। বসুন্ধরা সিটি কর্তৃপক্ষ ও দোকান মালিক সমিতি এ সিদ্ধান্ত নিয়েছে।

বসুন্ধরা সিটির দোকান মালিক সমিতির সভাপতি এম এ হান্নান আজাদ বলেন,‘করোনাভাইরাস ছড়িয়ে পড়া ঠেকাতে আমরা যৌথভাবে এ সিদ্ধান্ত নিয়েছি। ঈদের আগে বসুন্ধরা সিটি খুলছে না।’

করোনাভাইরাসের কারণে গত ২৬ মার্চ থেকে শুরু হওয়া সাধারণ ছুটিতে দোকানপাট ও বিপণিবিতান বন্ধ রয়েছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা গত সোমবার ঈদের কেনাকাটার জন্য স্বাস্থ্যবিধি মেনে সীমিতভাবে দোকানপাট খোলা হবে বলে জানান।

এরপর ১০ মে থেকে বিপণিবিতান খুলে দেওয়ার আনুষ্ঠানিক নির্দেশনা দেওয়া হয়। এ নিয়ে বিতর্কও হচ্ছিল। সূত্র : প্রথম আলো

স্টকমার্কেটবিডি.কম/

শুল্ক ও ভ্যাটের সব কার্যালয় খোলা থাকবে

nrbস্টকমার্কেটবিডি প্রতিবেদক :

করোনাভাইরাসের কারণে সরকার ঘোষিত সাধারণ ছুটির সময়ও জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) শুল্ক ও ভ্যাট বিভাগের মাঠ পর্যায়ের সব কার্যালয় খোলা থাকবে।

মঙ্গলবার (৫ মে) জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) থেকে এ বিষয়ক একটি নির্দেশনা জারি করা হয়েছে।

নির্দেশনায় বলা হয়েছে, শুল্ক ও ভ্যাট বিভাগের অধীন বিভাগ বা দফতর, জেলা-উপজেলা পর্যায়ের কার্যালয়গুলো খোলা রাখা এবং একইসঙ্গে কর্মকর্তা-কর্মচারীদের প্রয়োজনীয় স্বাস্থ্যবিধি মেনে চলার পরামর্শ দেওয়া হয়েছে।

প্রসঙ্গত, ব্যবসা প্রতিষ্ঠানকে প্রতিমাসের ১৫ তারিখের মধ্যে ভ্যাট রিটার্ন জমা দিতে হয়। এ কারণ ছাড়াও আমদানি-রফতানি নিরবচ্ছিন্ন রাখার জন্যও করোনাভাইরাসের প্রাদুর্ভাবের মধ্যেই কিছু কাস্টমস হাউজ খোলা রাখা হয়। এখন শুল্ক ও ভ্যাট অফিসও খোলা থাকবে।

স্টকমার্কেটবিডি.কম/

চট্টগ্রাম বন্দরে কন্টেইনার ভাড়া মওকুফ ১৬ মে পর্যন্ত

port-smbdস্টকমার্কেটবিডি প্রতিবেদক :

করোনাভাইরাস সঙ্কটের কারণে সৃষ্ট জট কমাতে আমদানি করা কন্টেইনার ভাড়া মওকুফে দ্বিতীয় দফা সময় বাড়াল চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ।

মঙ্গলবার বন্দর পরিচালক (ট্রাফিক) এনামুল করিম স্বাক্ষরিত এক আদেশে বলা হয়, বন্দরে আসা কন্টেইনারের ভাড়া শতভাগ ছাড় আগামী ১৬ মে পর্যন্ত বাড়ানো হল।

গত ২৮ এপ্রিল বন্দর কর্তৃপক্ষ প্রথম দফায় সকল প্রকার কন্টেইনারের ভাড়া ৪ মে পর্যন্ত মওকুফের ঘোষণা দিয়েছিল।

আমদানিকারক ও তৈরি পোশাক শিল্প মালিকদের পুনরায় দাবি জানায় কন্টেইনারের ভাড়া মওকুফের সময়সীমা বাড়ানোর। সরকার সাধারণ ছুটির মেয়াদ বাড়ানোর ঘোষণার পর বন্দরের কন্টেইনার ভাড়া ছাড়ের সময়সীমাও বাড়ানো হল।

বন্দর কর্তৃপক্ষ বলছে, করোনাভাইরাস সঙ্কটে আমদানি-রপ্তানিকারকদের প্রণোদনা দেওয়ার উদ্দেশ্যে বন্দরে নামা কন্টেইনারগুলো ১৬ মের মধ্যে ডেলিভারি নিলে ভাড়া শতভাগ মওকুফ করা হবে।

সূত্র থেকে জানা যায়, জাহাজ থেকে চট্টগ্রাম বন্দরে নামা যেসব কন্টেইনার চারদিনের ফ্রি টাইম সরকার ঘোষিত ছুটি ২৬ মার্চ বা তার পরে শেষ হয়েছে, সেসব কন্টেইনার ১৬ মের মধ্যে ডেলিভারি নিলে ভাড়া মওকুফের বিষয়টি প্রযোজ্য হবে।

এতে চট্টগ্রাম বন্দরের ইয়ার্ড থেকে কন্টেইনার ডেলিভারি বাড়বে এবং চলমান কন্টেইনার জট কমবে বলে আশা প্রকাশ করেন তিনি।

মঙ্গলবার চট্টগ্রাম বন্দরে ৪৭ হাজারের কিছু বেশি কন্টেইনার ছিল, যা ধারণ ক্ষমতার কাছাকাছি।

স্টকমার্কেটবিডি.কম/

চেয়ারম্যান ও এক কমিশনারের দ্বায়িত্বে বিএসইসি

bsecস্টকমার্কেটবিডি প্রতিবেদক :

শেয়ারবাজার নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনে (বিএসইসি) চার কমিশনার পদের মধ্যে তিনটি ফাঁকা হলো; দায়িত্বে থাকলেন চেয়ারম্যানের সঙ্গে এখন মাত্র একজন কমিশনার।

বিএসইসি সূত্র জানা যায়, মো. হেলাল উদ্দিন নিজামী গত ৩ মে বিএসইসির কমিশনার পদ থেকে পদত্যাগ করেছেন।

নয় বছর বিএসইসির কমিশনার হিসেবে দায়িত্ব পালনের আগে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের অ্যাকাউন্টিং অ্যান্ড ইনফরমেশন বিভাগে অধ্যাপনা করতেন হেলাল উদ্দিন নিজামী।

তার আগে আরো দুইজন কমিশনার তাদের দায়িত্বকাল শেষ করেছেন।

কমিশনার অধ্যাপক স্বপন কুমার বালার চুক্তিভিত্তিক মেয়াদ শেষ হয় গত ১৮ এপ্রিল। আরেক কমিশনার আমজাদ হোসেনের চুক্তিভিত্তিক মেয়াদ শেষ হয় দুই বছর আগেই।

এর ফলে এখন চেয়ারম্যান খায়রুল ইসলামের সঙ্গে একমাত্র কমিশনার হিসেবে বিএসইসিতে দ্বায়িত্বে থাকলেন খন্দকার কামালুজ্জামান। ২০২১ সালের ১১ অক্টোবর তার মেয়াদ শেষ হবে।

নিয়ম অনুযায়ী,বিএসইসিতে চেয়ারম্যানের সঙ্গে চার জন কমিশনার থাকার কথা।

স্টকমার্কেটবিডি.কম/

রেমডেসিভির উৎপাদন করবে বাংলাদেশের ৬ ঔষুধ কোম্পানি

coronavirusস্টকমার্কেটবিডি প্রতিবেদক :

করোনাভাইরাস (কোভিড-১৯) চিকিৎসায় যুক্তরাষ্ট্রে অনুমোদিত অ্যান্টিভাইরাল ওষুধ ‘রেমডেসিভির’ দেশে উৎপাদনের অনুমতি পেয়েছে ছয় ওষুধ কোম্পানি। এর মধ্যে দুইটি কোম্পানি জানিয়েছে, তারা আগামী ২০ মে’র মধ্যেই উৎপাদনের প্রক্রিয়া শেষ করতে পারবে বলে আশাবাদী।

সোমবার (৪ মে) ওষুধ প্রশাসন অধিদফতরের মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মাহবুবুর রহমান গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন।

সূত্র থেকে জানা যায়, অ্যান্টিভাইরাল ওষুধ হিসেবে ভূমিকা রাখা রেমডেসিভির উৎপাদনের জন্য ছয়টি ওষুধ কোম্পানিকে অনুমতি দেওয়া হয়েছে। কোম্পানিগুলো হলো— বেক্সিমকো ফার্মাসিউটিক্যালস, বিকন ফার্মাসিউটিক্যালস, স্কয়ার ফার্মাসিউটিক্যালস, ইনসেপটা ফার্মাসিউটিক্যালস, এসকেএফ ফার্মাসিউটিক্যালস ও হেলথ কেয়ার ফার্মাসিউটিক্যালস।

স্টকমার্কেটবিডি.কম/

সরকারি ব্যাংকগুলোকে খরচ কমানোর নির্দেশ দিল কেন্দ্রীয় ব্যাংক

bbস্টকমার্কেটবিডি প্রতিবেদক :

করোনাভাইরাসের কারণে সারা দেশে অঘোষিত লকডাউন (অবরুদ্ধ অবস্থা) চলছে। অফিস-আদালত প্রায় বন্ধ। ঠিক এ সময় অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগ পানি, গ্যাস, বিদ্যুৎ প্রভৃতি ব্যবহারে সাশ্রয়ী হতে সরকারি ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানগুলোকে নির্দেশ দিয়েছে।

আর্থিক প্রতিষ্ঠান বিভাগ গতকাল সোমবার এটিসহ অনাবশ্যক পরিচালন ব্যয় কমানোর ৯ দফা নির্দেশনা দিয়েছে। সোনালী, জনতা, কৃষি, কর্মসংস্থানসহ সরকারি ৬ ব্যাংক এবং বাংলাদেশ হাউস বিল্ডিং ফাইন্যান্স করপোরেশনসহ ৪ সংস্থার ক্ষেত্রে এ নির্দেশনা প্রযোজ্য।

বলা হয়েছে, সরকারি ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানগুলো অস্থাবর সম্পত্তি কেনা, অফিস স্পেস ভাড়া, সাজসজ্জা প্রভৃতি সাময়িকভাবে বন্ধ রাখতে হবে। আর এখন থেকে ব্যাংকের চেয়ারম্যান ও ব্যবস্থাপনা পরিচালকেরা (এমডি) অনাবশ্যক বিদেশ ভ্রমণ করতে পারবেন না।

ক্যালেন্ডার, ডায়েরি ও জাতীয় প্রচারমূলক ব্যয়ে অর্থ বরাদ্দ সীমিত রাখা এবং ভ্রমণ, যাতায়াত ভাতা, আপ্যায়ন খরচ, উন্নয়ন তহবিলসহ বিবিধ খরচের ক্ষেত্রে মিতব্যয়ী হওয়ার কথাও বলা হয়েছে। আর গাড়ি ব্যবহারে অনুসরণ করতে হবে বাংলাদেশ ব্যাংকের নির্দেশনা।

স্টকমার্কেটবিডি.কম/

১০ মে থেকে ব্যাংকের নতুন সময়সূচি

bbস্টকমার্কেটবিডি প্রতিবেদক :

ব্যাংক লেনদেনের নতুন সময়সূচি ঠিক করেছে বাংলাদেশ ব্যাংক। ১০ মে থেকে বাণিজ্যিক ব্যাংকের গ্রাহকেরা সকাল ১০টা থেকে বেলা আড়াইটা পর্যন্ত লেনদেন করতে পারবেন।

অবশ্য লেনদেনের বাইরে বাকি কাজের জন্য ব্যাংক খোলা থাকবে বেলা সাড়ে তিনটা পর্যন্ত।

মঙ্গলবার বাংলাদেশ ব্যাংক এ–সংক্রান্ত এক প্রজ্ঞাপন জারি করে।

এতে বলা হয়, সরকার সাধারণ ছুটির মেয়াদ বাড়ানোর পরিপ্রেক্ষিতে পবিত্র রমজান, ঈদুল ফিতর ও ব্যবসা-বাণিজ্যের সুবিধা বিবেচনায় অব্যাহতভাবে প্রয়োজনীয় ব্যাংকিং সেবা দিতে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

উল্লেখ্য, সরকার করোনাভাইরাস ছড়িয়ে পড়া ঠেকাতে সাধারণ ছুটির মেয়াদ বাড়িয়েছে ঠিকই, তবে ১০ মে থেকে সীমিত পর্যায়ে দোকানপাট খুলে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। সোমবার এ–সংক্রান্ত প্রজ্ঞাপনে বলা হয়, ব্যাংক খোলা রাখার বিষয়ে বাংলাদেশ ব্যাংক সিদ্ধান্ত জানাবে।

এরপর আজ বাংলাদেশ ব্যাংক প্রজ্ঞাপন জারি করল। এতে বলা হয়, ব্যাংকে সকাল ১০টা থেকে বেলা আড়াইটা পর্যন্ত লেনদেন হবে। তবে বেলা ১টা ১৫ মিনিট থেকে ১টা ৩০ মিনিট পর্যন্ত নামাজের বিরতি থাকবে।

বাংলাদেশ ব্যাংক বলছে, অনলাইন সুবিধা আছে এমন ব্যাংকগুলোর প্রতি উপজেলায় ও মহানগর এলাকার প্রতিটি থানায় অন্তত একটি শাখা খোলা রাখতে হবে। একাধিক শাখা খোলা রাখার বিষয়ে ব্যাংক সিদ্ধান্ত নেবে। যাদের অনলাইন সুবিধা নেই, তাদের সব শাখা প্রতি কার্যদিবসে খোলা রাখতে হবে।

স্টকমার্কেটবিডি.কম/