বিএসইসি’তে দায়িত্ব শেষ করলেন ড. এম খায়রুল হোসেন

 

 

khairulস্টকমার্কেটবিডি প্রতিবেদক :

বাংলাদেশ শেয়ারবাজার নিয়ন্ত্রক সংস্থা বিএসইসির চেয়ারম্যান হিসেবে কার্যক্রম শেষ করলেন ড. এম খায়রুল হোসেন।

তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ে শিক্ষকতায় ফিরে যাচ্ছেন।

বৃহস্পতিবার বাংলাদেশ সিকিউরিটিজ এন্ড এক্সচেঞ্জ কমিশনে (বিএসইসি) খায়রুল হোসেনের শেষ কার্য দিবস ছিল বলে এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছেন সংস্থার মুখপাত্র ও নির্বাহী পরিচালক সাইফুর রহমান।

খায়রুল হোসেন ২০১১ সালের ১৫ মে বিএসইসি চেয়ারম্যান হিসেবে নিয়োগ পান। প্রথম ৩ বছর শেষে আবার তাকে ৪ বছরের জন্য নিয়োগ দেওয়া হয়। সর্বশেষ তাকে আরও ২ বছরের জন্য নিয়োগ দেওয়া হয়। অর্থাৎ তিনি এই পদে নয় বছর ছিলেন।

সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, দায়িত্ব পালনকালে সহযোগিতার জন্য প্রধানমন্ত্রী, বর্তমান এবং সাবেক অর্থমন্ত্রী, সাংবাদিক, বিনিয়োগকারী, স্টক এক্সচেঞ্জ কর্তৃপক্ষসহ সব অংশীদারদের ধন্যবাদ জানিয়েছেন খায়রুল হোসেন।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, অধ্যাপক খায়রুল হোসেন এখন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফিন্যান্স বিভাগে যোগদান করবেন।

বিএসইসি চেয়ারম্যান পদ পাওয়ার আগে তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ে অধ্যাপনায় ছিলেন।

স্টকমার্কেটবিডি.কম/

বেতন-বোনাস ২৫ রোজার মধ্যে পরিশোধের দাবি শ্রমিক নেতৃবৃন্দ

141257Untitled-1স্টকমার্কেটবিডি প্রতিবেদক :

পোশাক শ্রমিকদের সকল বকেয়া বেতন ও শতভাগ ঈদ বোনাস ঈদের আগে ২৫ রোজার মধ্যে পরিশোধের দাবি জানিয়েছে গার্মেন্ট শ্রমিক ফ্রন্ট।

সংগঠনের পক্ষ থেকে এই দাবি আদায়ে জাতীয় প্রেস ক্লাবের সামনে এবং একইসঙ্গে নারায়ণগঞ্জ, গাজীপুর, চট্টগ্রামসহ প্রতিটি পোশাক শিল্পাঞ্চলে প্রতীকী অবস্থান কর্মসূচি পালন করা হয়েছে।

আজ শনিবার (১৬ মে) এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। বিজ্ঞপ্তিতে বকেয়া বেতন-বোনাস পরিশোধ ছাড়াও সাধারণ ছুটি ও করোনা দুর্যোগের মধ্যে সরকারি নির্দেশনা অমান্য করে বে-আইনি শ্রমিক ছাঁটাই বন্ধ, ছাঁটাই শ্রমিকদের পুনর্বহাল, আইন ও প্রতিশ্রুতি ভঙ্গকারী মালিকের সম্পত্তি বাজেয়াপ্ত করে শ্রমিকদের প্রাপ্য পাওনা পরিশোধ, সকল শ্রমিকের স্বাস্থ্য সুরক্ষা নিশ্চিত, করোনা সংক্রমিত শ্রমিকের প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টিনের ব্যবস্থা, করোনায় ক্ষতিগ্রস্ত শ্রমিকের চিকিৎসা ব্যয় ও সর্বোচ্চ ক্ষতিপূরণ নিশ্চিত এবং মজুরি কর্তন ও শ্রমিক নির্যাতন বন্ধের দাবি জানানো হয়।

জাতীয় প্রেস ক্লাবের সামনে অবস্থান কর্মসূচি চলাকালে অনুষ্ঠিত সমাবেশে সভাপতিত্ব করেন গার্মেন্টস শ্রমিক ফ্রন্টের সভাপতি আহসান হাবিব বুলবুল। বক্তব্য দেন সংগঠনের কোষাধ্যক্ষ জুলফিকার আলী, সহ-সভাপতি খালেকুজ্জামান লিপন এবং সংগঠক মনির হোসেন মলি, নবী হোসেন, মোহাম্মদ সেলিম, হাবিবুর রহমান হাবিব ও বাবু হাসান।

বিভিন্ন স্থানে বকেয়া মজুরি পরিশোধের দাবিতে আন্দোলনরত শ্রমিকদের ওপর পুলিশি নির্যাতনের নিন্দা জানিয়ে বক্তারা বলেন, অভুক্ত শ্রমিকের ওপর লাঠি-গুলি-টিয়ার গ্যাস চালিয়ে তাদেরকে মৃত্যুর দিকে ঠেলে দেওয়া হচ্ছে। এর মাধ্যমে অপরাধ প্রবণতাকে উৎসাহিত করা হচ্ছে। এটি বন্ধ করে শ্রমিকদের মজুরি আত্মসাতের চেষ্টাকারী মালিকের সম্পত্তি বাজেয়াপ্ত করে শ্রমিকের পাওনা পরিশোধের ব্যবস্থা করে ন্যায় প্রতিষ্ঠার দাবি জানান তাঁরা।

স্টকমার্কেটবিডি.কম/

শেয়ারবাজারের লেনদেন ৩০ মে পর্যন্ত বন্ধ থাকবে

DSE_CSE-smbdস্টকমার্কেটবিডি প্রতিবদক :

দেশের দুই শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই’র লেনদেন আগামী ৩০ মে পর্যন্ত বন্ধ থাকবে। করোনা পরিস্থিতির জন্য সরকার সাধারণ ছুটি বাড়ানোয় এই সিদ্ধান্ত নিয়েছে ডিএসই ও সিএসই। সংশ্লিষ্ট সূত্রে এ তথ্য জানা যায়।

গত ১৪ মে জারিকৃত প্রজ্ঞাপনের মাধ্যমে দেশে করোনাভাইরাস পরিস্থিতি মোকাবিলায় গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার সাধারণ ছুটির মেয়াদ ৩০ মে পর্যন্ত বাড়িয়েছে৷

সরকারের এই সিদ্ধান্তের সঙ্গে পূর্বের মতো সঙ্গতি রেখে ৩০ মে পর্যন্ত ডিএসই ও সিএসই’র ট্রেডিং, সেটেলমেন্ট কার্যক্রমসহ সকল দাপ্তরিক কাজ বন্ধ থাকবে৷

তবে উভয় এক্সচেঞ্জের কর্মকতারা স্টকমার্কেটবিডিকে বলেন, যদি বিএসইসি (বাংলাদেশ সিকিউরিটিস এন্ড এক্সচেঞ্জ কমিশন ) শেয়ার বাজার চালু করার কোনো নির্দেশনা প্রদান করে তবে সে অনুযায়ী ডিএসই ও সিএসই তার স্বাভাবিক কার্যক্রম পরিচালনা করার জন্য প্রস্তুত আছে |

স্টকমার্কেটবিডি.কম/আর

সামিট পাওয়ার প্রকল্পে ১,১৯০ কোটি টাকার বিদেশি বিনিয়োগ

SUMMIT_POWERস্টকমার্কেটবিডি প্রতিবেদক :

সামিট গ্রুপের অঙ্গপ্রতিষ্ঠান সামিট গাজীপুর-২ পাওয়ার লিমিটেড সিঙ্গাপুরের ক্লিফোর্ড ক্যাপিটাল ও জাপানের দ্বিতীয় বৃহত্তম ব্যাংক সুমিতোমো মিতসুই ব্যাংকিং করপোরেশন (এসএমবিসি) থেকে ১৪ কোটি মার্কিন ডলারের দীর্ঘমেয়াদী প্রকল্প অর্থায়ন পেয়েছে। এই অর্থ বাংলাদেশের প্রায় ১ হাজার ১৯০ কোটি টাকার সমান।

সামিট, ক্লিফোর্ড ও এসএমবিসি গতকাল শুক্রবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানিয়েছে।

এতে বলা হয়, এটি বাংলাদেশে বৈদেশিক বিনিয়োগের ক্ষেত্রে একটি মাইলফলক। দেশের বেসরকারি খাতে সামিট প্রথম বিদ্যুৎ উৎপাদনকারী প্রতিষ্ঠান হিসেবে আন্তর্জাতিক বাণিজ্যিক ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান থেকে এই বিনিয়োগ পেয়েছে। আগে বিদ্যুৎ খাতে বিদেশি বিনিয়োগের পুরোটা বা অধিকাংশই ডিইজি, এফএমও, আইএফসি, এডিবি, আইএসডিবি, সিডিসি এসব আন্তর্জাতিক উন্নয়ন অর্থনৈতিক প্রতিষ্ঠানের কাছ থেকে আসত।

বিজ্ঞপ্তিতে বলা হয়, বাংলাদেশ ও সিঙ্গাপুর উভয় দেশে লকডাউনের পরিস্থিতিতে গত ২২ এপ্রিল এই অর্থায়ন প্রক্রিয়া সম্পন্ন হয়েছে। এই অর্থায়ন প্রক্রিয়া দ্রুুত ত্বরান্বিত করতে বাংলাদেশ ব্যাংক চলমান লকডাউনের মধ্যে প্রয়োজনীয় অনুমোদন প্রদান করে।

সামিট করপোরেশন ও সামিট পাওয়ার লিমিটেডের যৌথ মালিকানাধীন একটি প্রতিষ্ঠান সামিট গাজীপুর-২ পাওয়ার লিমিটেড। এই প্রকল্পটি ২০১৮ সালের ১০ মে বাণিজ্যিকভাবে বিদ্যুৎ উৎপাদন শুরু করে। তখন থেকেই এটি জাতীয় গ্রীডে বিদ্যুৎ সরবরাহ করে আসছে।

স্টকমার্কেটবিডি.কম/আর

জাতীয় গ্রিডে বিদ্যুৎ সরবরাহ শুরু পায়রা তাপবিদ্যুৎ কেন্দ্রের

electicic-smbdস্টকমার্কেটবিডি প্রতিবেদক :

সফলভাবে সকল পরীক্ষা-নিরীক্ষা সম্পন্ন করে বাংলাদেশ-চায়না পাওয়ার কোম্পানি লিমিটেড (বিসিপিসিএল) তথা দেশের সবচেয়ে বড় কয়লাভিত্তিক বিদ্যুৎ কেন্দ্রটির প্রথম ইউনিট থেকে বিদ্যুৎ সরবরাহ শুরু হয়েছে। বৃহস্পতিবার বিকাল সাড়ে ৫টা থেকে কেন্দ্রটি বাণিজ্যিকভাবে জাতীয় গ্রিডে ৬৬০ মেগাওয়াট বিদ্যুৎ সরবরাহ শুরু হয়।

বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ করোনার এই পরিস্থিতিতেও বিসিপিসিএল-এর কার্যক্রমকে স্বাগত জানিয়ে বলেন, উন্নয়নের গতিধারা অব্যাহত রাখা হবে। নির্ধারিত সময়ের মধ্যেই আমরা প্রতিশ্রুত কার্যক্রম বাস্তবায়ন করতে আন্তরিকভাবে কাজ করছি।

এসময় তিনি স্বাস্থ্যবিধি মেনে, যার যার ওপর অর্পিত দায়িত্ব যথাসময়ে সম্পন্ন করার অনুরোধ করেন।

নর্থ-ওয়েস্ট পাওয়ার জেনারেশন কোম্পানি লিমিটেড (বাংলাদেশ) ও সিএমসি (চীন) এর যৌথ উদ্যোগে গঠিত বাংলাদেশ-চায়না পাওয়ার কোম্পানি লিমিটেড (বিসিপিসিএল) পটুয়াখালীর পায়রায় ১৩২০ মেগাওয়াট (২ X ৬৬০) কয়লা চালিত তাপ বিদ্যুৎকেন্দ্র বাস্তবায়ন করছে। বাণিজ্যিক উদ্যোগে কয়লা চালিত আল্ট্রা সুপার ক্রিটিকাল থার্মাল পাওয়ার প্ল্যান্ট– এর মধ্যে এটিই প্রথম বাণিজ্যিকভাবে উৎপাদনে এসেছে।

পায়রা তাপবিদ্যুৎ কেন্দ্র থেকে পটুয়াখালী সদর হয়ে গোপালগঞ্জ জেলার মকসুদপুর উপজেলায় নবনির্মিত ৪০০/২৩০ কেভি গ্রিড উপকেন্দ্রে যুক্ত হয়ে জাতীয় গ্রিডে বিদ্যুৎ আসবে।

উল্লেখ্য, গত ১৩ জানুয়ারি পায়রা তাপ বিদ্যুৎকেন্দ্রের প্রথম ইউনিট পরীক্ষামূলকভাবে বিদ্যুৎ সরবরাহ শুরু করে।

স্টকমার্কেটবিডি.কম/আর

ট্রিলিয়নেয়ার হওয়ার দৌড়ে এশিয়ার শীর্ষ ধনী মুকেশ আম্বানি

mukeshস্টকমার্কেটবিডি প্রতিবেদক :

ব্যবসায়িক সাফল্যে দ্রুত সম্পদ বানাচ্ছেন ভারত ও এশিয়ার শীর্ষ ধনী মুকেশ আম্বানি। ২০৩৩ সাল নাগাদ বিশ্বের অন্যতম ট্রিলিয়নেয়ার হতে যাচ্ছেন তিনি। তখন তার বয়স হবে ৭৫ বছর। বর্তমানে তার সম্পদের পরিমাণ ৫৩.৭ বিলিয়ন ডলার।

ব্যবসা গবেষণা প্রতিষ্ঠান কমপারিসানের এক জরিপে এ তথ্য উঠে এসেছে। এক ট্রিলিয়ন মানে এক লাখ কোটি ডলার। যা বিশ্বের কোনও ব্যক্তি এখনও অর্জন করতে পারেনি।

ওই প্রতিবেদনে বলা হয়, বিশ্বের প্রথম ট্রিলিয়নেয়ার হতে যাচ্ছেন আমাজনের প্রতিষ্ঠাতা ও সিইও জেফ বেজস। আর এটি হবে ২০২৬ সালে। তখন তার বয়স হবে ৬২ বছর। যদিও স্ত্রীর সঙ্গে ডিভোর্সের কারণে ৩৮ বিলিয়ন ডলার তাকে খোয়াতে হয়েছে। তারপরও এখনও বিশ্বের শীর্ষ ধনী তিনি এবং তার সম্পদ গত পাঁচবছরে গড়ে বেড়েছে ৩৪ শতাংশ করে। বর্তমানে তার সম্পদ ১৪৫ বিলিয়ন ডলার।

ফেসবুকের প্রতিষ্ঠাতা মার্ক জাকারবার্গ বেজসের অন্তত এক দশক পর ট্রিলিয়নেয়ার হতে পারেন। তার বর্তমান অর্থনৈতিক প্রবৃদ্ধি বলেছে তিনি ৫১ বছর বয়সে ট্রিলিয়ন ডলারের মালিক হবেন। ২০২৭ সালে বিশ্বের দ্বিতীয় ট্রিলিয়নেয়ার হবেন চীনের আবাসন ব্যবসায়ী ঝু জিয়েন। এর পাশাপাশি ২০৩০ সালে ট্রিলিয়নেয়ার হতে পারেন আলিবাবার জ্যাক মা।

বিশ্বের ২৫ ধনীর ওপর জরিপ চালিয়ে কমপারিসান জানায়, এসব ব্যক্তিদের সম্পদ বৃদ্ধির যে হার, তাতে তাদের মধ্যে ১১ জন জীবদ্দশাতে ট্রিলিয়ন ডলারের মালিক হওয়ার সুযোগ রয়েছে। এ দৌড়ে থাকা অন্যদের মধ্যে রয়েছেন চীনের মা হুতেংগ, যুক্তরাষ্ট্রে বার্নার্ড আরনল্ট, মাইক্রোসফেটের সাবেক সিইও স্টেফ বলমার, ডেলের প্রতিষ্ঠাতা মাইকেল ডেল, গুগলের সহপ্রতিষ্ঠাতা ল্যারি পেজ ও সার্জে ব্রিয়েন। সূত্র: দ্য হিন্দু

স্টকমার্কেটবিডি.কম/