ওয়ালটন হাইটেক ইন্ডাস্ট্রিজ পেল ডলবির স্বীকৃতি

waltonস্টকমার্কেটবিডি ডেস্ক :

শব্দ প্রকৌশল নিয়ে কাজ করা আমেরিকান প্রতিষ্ঠান ‘ডলবি’-এর ‘লাইসেন্সড ম্যানুফ্যাকচারার’ হিসেবে অন্তর্ভুক্ত হয়েছে ইলেকট্রনিকস ও প্রযুক্তিপণ্য প্রতিষ্ঠান ওয়ালটন হাইটেক ইন্ডাস্ট্রিজ । এ কোম্পানিটি বাংলাদেশের শেয়ারবাজারে তালিকাভূক্তির অপেক্ষায় রয়েছে।

এক বিজ্ঞপ্তিতে বলা হয়, প্রথম ও একমাত্র বাংলাদেশি টিভি উৎপাদনকারী প্রতিষ্ঠান হিসেবে এ গৌরব অর্জন করছে ওয়ালটন হাই-টেক ইন্ডাস্ট্রিজ লিমিটেড। ডলবি ল্যাবরেটরিজ আমেরিকাভিত্তিক একটি কোম্পানি, যারা শব্দ বা অডিওর বিভিন্ন প্রযুক্তি নিয়ে কাজ করে। ডলবি শুধু লাইসেন্সধারী উৎপাদনকারীদের তার প্রযুক্তিগুলো ব্যবহারের অনুমতি দেয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, গত জানুয়ারিতে যুক্তরাষ্ট্রের সান ফ্রান্সিসকোয় ডলবির প্রধান কার্যালয়ে প্রতিষ্ঠানটির ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে বৈঠক করেন ওয়ালটন টেলিভিশনের প্রধান নির্বাহী কর্মকর্তা মোস্তফা নাহিদ হোসেন। ওই বৈঠকে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন ডলবি ল্যাবরেটরিজের সিনিয়র ডিরেক্টর ভিভিয়ান ই ভাসাল্লো। সম্প্রতি ‘ডলবি’র ‘লাইসেন্সড ম্যানুফ্যাকচারার’ হিসেবে স্বীকৃতি লাভ করে ওয়ালটন হাই-টেক ইন্ডাস্ট্রিজ লিমিটেড। ইতিমধ্যেই ডলবি তার নিজস্ব ওয়েবসাইটে ‘লাইসেন্সড ডলবি ম্যানুফ্যাকচারার’ তালিকায় ওয়ালটন হাই-টেক ইন্ডাস্ট্রিজের নাম অন্তর্ভুক্ত করেছে।

স্টকমার্কেটবিডি.কম/

১৬ জুন থেকে আন্তর্জাতিক রুটে উড়বে বিমান

Bimanস্টকমার্কেটবিডি ডেস্ক :

আগামী মঙ্গলবার (১৬ জুন) থেকে আন্তর্জাতিক দুই রুট যুক্তরাজ্য ও কাতারে ফ্লাইট চলাচলে নিষেধাজ্ঞা উঠছে।

ফলে ফের বিমান বাংলাদেশ এয়ারলাইন্স লন্ডনে সরাসরি ফ্লাইট চালু করবে। তবে কাতারে বাংলাদেশি যাত্রী প্রবেশের অনুমতি না থাকায় আপাতত শুধু ট্রানজিট ফ্লাইটের যাত্রী বহন করতে পারবে কাতার এয়ারওয়েজ।

জানা গেছে, নিষেধাজ্ঞা উঠলেও ১৬ জুনই ঢাকা-লন্ডন রুটে ফ্লাইট চালাবে না বিমান বাংলাদেশ এয়ারলাইন্স।

আগামী ২১ জুন এ রুটে ফ্লাইট চালানোর কথা রয়েছে বিমানের।

২১ জুনের টিকিট বিক্রি করছে বিমান। আর কাতার এয়ারওয়েজ দোহা-ঢাকা-দোহা রুটে শুধু ট্রানজিট যাত্রী পরিবহন করতে পারবে। তবে কাতারে এ মুহূর্তে কোনো বাংলাদেশি এয়ারলাইন্স ফ্লাইট চালাতে পারবে না।

স্বাস্থ্যবিধি ও বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের (বেবিচক) নীতিমালা অনুসরণ করেই ১৬ জুন থেকে সীমিত পরিসরে আন্তর্জাতিক রুটে বিমান চলাচল শুরু হবে। এ বিষয়ে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের উপ-মহাব্যবস্থাপক (জনসংযোগ) তাহেরা খন্দকার সাংবাদিকদের বলেন, ‘২১ জুনের ঢাকা-লন্ডন রুটের ফ্লাইটের টিকিট বিক্রি করা হচ্ছে। তবে শিডিউল এখনো দেওয়া হয়নি। দু-একদিনের মধ্যেই শিডিউল জানানো হবে। ’

স্টকমার্কেটবিডি.কম/

রানার অটোসের বোর্ড সভা ২১ জুন

Runner logoস্টকমার্কেটবিডি ডেস্ক :

শেয়ারবাজারে তালিকাভুক্ত প্রকৌশল খাতের কোম্পানি রানার অটোস লিমিটেডের তৃতীয়  প্রান্তিকের বোর্ড সভা আগামী ২১ জুন আহবান করা হয়েছে। রবিবার ডিএসই’র ওয়েবসাইটে এ তথ্য জানা গেছে।

ঢাকা স্টক এক্সচেঞ্জ (লিস্টিং) রেজুলেশন ২০১৫ এর ১৬(১) ধারা অনুযায়ী, এই বোর্ড সভায় কোম্পানিটির ২০২০ সালের ৩১ মার্চ পর্যন্ত অনিরীক্ষিত এই আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করা হবে।

এদিন বেলা ২টা ৩৫ মিনিটে রাজধানীর  নিজস্ব অফিসে অনুষ্ঠিত এ সভায় কোম্পানিটির প্রথম প্রান্তিকের ইপিএস ও ন্যাভসহ অন্যান্য আর্থিক তথ্য শেয়ারহোল্ডারদের জানিয়ে দেওয়া হবে।

স্টকমার্কেটবিডি.কম/এমএইচ

  1. বেক্সিমকো ফার্মা
  2. বাংলাদেশ সাবমেরিন ক্যাবলস
  3. রেকিট বেনকাইজার
  4. সেন্টাল ফার্মা
  5. ইন্দো বাংলা ফার্মাসিটিউক্যালস
  6. লিন্ডে বিডি
  7. স্কয়ার ফার্মা
  8. বেক্সিমকো লিমিটেড
  9. যমুনা ব্যাংক
  10. গ্রামীনফোন লিমিটেড।

দিনশেষে সূচকের সামান্য পতনে বেড়েছে লেনদেন

DSE_CSE-smbdস্টকমার্কেটবিডি প্রতিবেদক :

দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) দিন শেষে সব ধরণের সূচক কমেছে। এদিন সেখানে লেনদেন বেড়েছে। আর চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জেও (সিএসই) সূচক ও লেনদেন দুটোই কমেছে। ডিএসই ও সিএসই সূত্রে এ তথ্য জানা যায়।

রবিবার লেনদেন শেষে ডিএসইতে প্রধান সূচক ডিএসইএক্স ৩.০২ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ৩৯৬৪ পয়েন্টে। আর ডিএসই শরিয়াহ সূচক ০.২২ পয়েন্ট কমে অবস্থান করছে ৯১৯ পয়েন্টে এবং ডিএস-৩০ সূচক ২.৭২ পয়েন্ট কমে অবস্থান করে ১৩২৯ পয়েন্টে।

এদিন লেনদেন হয়েছে ৫৩’কোটি ৮৮ লাখ টাকা। গত বৃহস্পতিবার লেনদেনের পরিমাণ ছিল ৫১ কোটি ১০ লাখ টাকা।

ডিএসইতে আজ ২৯৮টি কোম্পানি ও মিউচুয়াল ফান্ডের শেয়ারের লেনদেন হয়। এর মধ্যে ২৭টির শেয়ারের দর বেড়েছে, কমেছে ২৪টির। আর দর অপরিবর্তিত আছে ২৪৭টির।

এদিন ডিএসইতে লেনদেনে এগিয়ে থাকা ১০টি কোম্পানি হলো – বেক্সিমকো ফার্মা, বাংলাদেশ সাবমেরিন ক্যাবলস, রেকিট বেনকাইজার, সেন্টাল ফার্মা, ইন্দো বাংলা ফার্মাসিটিউক্যালস, লিন্ডে বিডি, স্কয়ার ফার্মা, বেক্সিমকো লিমিটেড, যমুনা ব্যাংক ও গ্রামীনফোন লিমিটেড।

এদিকে দিনশেষে দেশের অপর বাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) ব্রড ইনডেক্স ৭.৭১ পয়েন্ট কমে অবস্থান করছে ১১ হাজার ২৫৯ পয়েন্টে।

দিনভর লেনদেন হওয়া ১০১টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ১৬টির, কমেছে ২২টির ও দর অপরিবর্তিত রয়েছে ৬৯টির।

এদিন সিএসইতে লেনদেন হয়েছে ২ কোটি ৪৫ লাখ টাকা। গত বৃহস্পতিবার লেনদেন হয়েছিল ১২ কোটি ৫৪ লাখ টাকা।

দিনশেষে সিএসইতে লেনদেনের শীর্ষে রয়েছে ন্যাশনাল ব্যাংক ও বেক্সিমকো লিমিটেড।

স্টকমার্কেটবিডি.কম/এমএ

সিটি ব্যাংকের বাৎসরিক বোর্ড সভা আহবান

citi bankস্টকমার্কেটবিডি ডেস্ক :

শেয়ারবাজারে তালিকাভুক্ত ব্যাংকিং খাতের প্রতিষ্ঠান দ্যা সিটি ব্যাংক লিমিটেডের বোর্ড সভা আগামী ২২ জুন আহ্বান করা হয়েছে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

এদিন বেলা সাড়ে ৪টায় নিজস্ব কার্যলয়ে এ বোর্ড সভা অনুষ্ঠিত হবে।

এ বোর্ড সভায় ৩০ ডিসেম্বর শেষ হওয়া ২০১৯ সালের নিরীক্ষীত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করা হবে।

এ সভায় লভ্যাংশ ঘোষণা আসতে পারে। এসভায় এজিএমের তারিখ ঘোষণা করা হবে।

গত বছর ব্যাংকটি ৬ শতাংশ নগদ ও ৫ শতাংশ বোনাস  লভ্যাংশ ঘোষণা করেছিল।

স্টকমার্কেটবিডি.কম/

যমুনা ওয়েলের ৩য় প্রান্তিকের বোর্ড সভা আহবান

jamuna 1স্টকমার্কেটবিডি ডেস্ক :

শেয়ারবাজারে তালিকাভুক্ত জ্বালানী ও শক্তি খাতের কোম্পানি যমুনা ওয়েল কোম্পানি লিমিটেডের তৃতীয়  প্রান্তিকের বোর্ড সভা আগামী ১৭ জুন আহবান করা হয়েছে। রবিবার ডিএসই’র ওয়েবসাইটে এ তথ্য জানা গেছে।

ঢাকা স্টক এক্সচেঞ্জ (লিস্টিং) রেজুলেশন ২০১৫ এর ১৬(১) ধারা অনুযায়ী, এই বোর্ড সভায় কোম্পানিটির ২০২০ সালের ৩১ মার্চ পর্যন্ত অনিরীক্ষিত এই আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করা হবে।

এদিন বেলা ২ টায় চট্রগ্রাম নিজস্ব অফিসে অনুষ্ঠিত এ সভায় কোম্পানিটির প্রথম প্রান্তিকের ইপিএস ও ন্যাভসহ অন্যান্য আর্থিক তথ্য শেয়ারহোল্ডারদের জানিয়ে দেওয়া হবে।

স্টকমার্কেটবিডি.কম/এমএইচ

ফার্ষ্ট সিকিউরিটিজ ইসলামী ব্যাংকে বোর্ড সভা আহবান

FIRSTSBANKস্টকমার্কেটবিডি ডেস্ক :

শেয়ারবাজারে তালিকাভুক্ত ব্যাংকিং খাতের প্রতিষ্ঠান ফার্ষ্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক লিমিটেডের বোর্ড সভা আগামী ১৮ জুন আহ্বান করা হয়েছে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

এদিন বেলা সাড়ে ৩টায় নিজস্ব কার্যলয়ে এ বোর্ড সভা অনুষ্ঠিত হবে।

এ বোর্ড সভায় ৩০ ডিসেম্বর শেষ হওয়া ২০১৯ সালের নিরীক্ষীত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করা হবে। এ সভায় লভ্যাংশ ঘোষণা আসতে পারে। এসভায় এজিএমের তারিখ ঘোষণা করা হবে।

গত বছর ব্যাংকটি ১০ শতাংশ লভ্যাংশ ঘোষণা করেছিল।

স্টকমার্কেটবিডি.কম/

কে এন্ড কিউয়ের আর্থিক প্রতিবেদন প্রকাশ

knqস্টকমার্কেটবিডি ডেস্ক :

শেয়ারবাজারের তালিকাভুক্ত বস্ত্র খাতের কোম্পানি কে এন্ড কিউ লিমিটেড চলতি বছরের তৃতীয় প্রান্তিকের আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে। ডিএসই সূত্রে তথ্য জানা গেছে।

আর্থিক প্রতিবেদন সূত্রে জানা যায়, এই প্রান্তিকে (জানু-মার্চ, ২০) কোম্পানিটির শেয়ার প্রতি আয় (ইপিএস) ০.২৫ হয়েছে টাকা। গত বছরের এ সময়ের কোম্পানিটির শেয়ার প্রতি লোকসান ছিল ০.৩৪ টাকা।

আর (জুলাই ১৯-মার্চ, ২০) এ ৯ মাসে কোম্পানিটির শেয়ার প্রতি লোকসান (ইপিএস) হয়েছে ০.৫৮ টাকা। গত বছরের এ সময়ের কোম্পানিটির শেয়ার প্রতি লোকসান ছিল ০.৬৫ টাকা।

এ সময়ে কোম্পানির শেয়ার প্রতি প্রকৃত সম্পদের মূল্য (এনএভি) দাঁড়িয়েছে ৭৬.৮৪ টাকা। যা ২০১৯ সালের ৩০ জুন ছিল ৭৬.৯৮ টাকা।

স্টকমার্কেটবিডি.কম/

এনভয় টেক্সটাইলের প্রতিবেদন প্রকাশ

envoyস্টকমার্কেটবিডি ডেস্ক :

শেয়ারবাজারের তালিকাভুক্ত বস্ত্র খাতের কোম্পানি এনভয় টেক্সটাইল  লিমিটেড চলতি বছরের তৃতীয় প্রান্তিকের আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে। ডিএসই সূত্রে তথ্য জানা গেছে।

আর্থিক প্রতিবেদন সূত্রে জানা যায়, এই প্রান্তিকে (জানু-মার্চ, ২০) কোম্পানিটির শেয়ার প্রতি আয় (ইপিএস) ০.৯১ হয়েছে টাকা। গত বছরের এ সময়ের কোম্পানিটির শেয়ার প্রতি লোকসান ছিল ০.৮৮ টাকা।

আর (জুলাই ১৯-মার্চ, ২০) এ ৯ মাসে কোম্পানিটির শেয়ার প্রতি লোকসান (ইপিএস) হয়েছে ২.০৬ টাকা। গত বছরের এ সময়ের কোম্পানিটির শেয়ার প্রতি লোকসান ছিল ২.৬০ টাকা।

এ সময়ে কোম্পানির শেয়ার প্রতি প্রকৃত সম্পদের মূল্য (এনএভি) দাঁড়িয়েছে ৩৮.৮৬ টাকা। যা ২০১৯ সালের ৩০ জুন ছিল ৩.৮৫ টাকা।

স্টকমার্কেটবিডি.কম/