ব্যাংকের নতুন সময়সূচী : বন্ধ থাকবে রেড জোনে

bbস্টকমার্কেটবিডি প্রতিবেদক :

কোভিড-১৯ সংক্রমণ বেড়ে যাওয়ায় সংক্রমণ রোধে ব্যাংকের নতুন সময়সূচি ঘোষণা করেছে বাংলাদেশ ব্যাংক। সকাল ১০ টা থেকে ২টা পর্যন্ত ব্যাংকে লেনদেন করা যাবে। সরকার ঘোষিত তবে ‘রেড জোনে’ ব্যাংক বন্ধ থাকবে। তবে মতিঝিল, দিলকুশা, আগ্রাবাদ ও খাতুনগঞ্জ রেড জোনের আওতাভুক্ত থাকলেও সেখানে ব্যাংক খোলা থাকবে।

সোমবার বাংলাদেশ ব্যাংকের ডিপার্টমেন্ট অব অফ-সাইট সুপারভিশন থেকে এ সংক্রান্ত নির্দেশনা দিয়ে একটি সার্কুলার জারি করা হয়েছে।

করোনা সংক্রমণ মাত্রার ওপর ভিত্তি করে বিভিন্ন এলাকাকে সরকার লাল (রেড), হলুদ (ইয়েলো) ও সবুজ (গ্রিন) জোনে ভাগ করছে। লাল ও হলুদ জোনে সাধারণ ছুটি থাকবে ব‌লে ঘোষণা দি‌য়ে‌ছে সরকার। প‌রি‌প্রে‌ক্ষি‌তে ব্যাংক লেনদেনের সময়সূচিতে আবারও পরিবর্তন এনেছে কেন্দ্রীয় ব্যাংক।

নতুন নি‌র্দেশনা অনুযায়ী, দৈনিক লেনদেন সময়সূচী পরবর্তী নির্দেশনা না দেয়া পর্যন্ত সকাল ১০টা থেকে দুপুর আড়াইটা পর্যন্ত লেনদেন হবে। আর লেনদেন পরবর্তী ব্যাং‌কের আনুষঙ্গিক কার্যক্রম সম্পাদনের জন্য ব্যাং‌কের শাখা ৪টা পর্যন্ত খোলা রাখা যাবে।

স্টকমার্কেটবিডি.কম/

৮টি পণ্যেন লাইসেন্স বাতিল করল বিএসটিআই

bstiস্টকমার্কেটবিডি প্রতিবেদক :

লাইসেন্সের মেয়াদ উত্তীর্ণ হওয়ায় ৬টি প্রতিষ্ঠানের ৮টি পণ্যের অনুকূলে প্রদত্ত লাইসেন্স বাতিল করেছে পণ্যের মান প্রণয়ন ও নিয়ন্ত্রণকারী সংস্থা বাংলাদেশ স্ট্যান্ডার্ডস এন্ড টেস্টিং ইন্সটিটিউশন (বিএসটিআই)।

আজ মঙ্গলবার (১৬ জুন) এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে। বিএসটিআইয়ের সার্টিফিকেশন কমিটির সভায় বাংলাদেশ স্ট্যান্ডার্ডস এন্ড টেস্টিং ইন্সটিটিউশন আইন ২০১৮ এর ১৬(৫) ধারা এবং লাইসেন্সিং এগ্রিমেন্ট মোতাবেক লাইসেন্সসমূহ বাতিল করা হয়েছে।

লাইসেন্স বাতিল করা পণ্যগুলো হলো : রংপুরের কোতয়ালীর গ্রীণ অয়েল এন্ড পোল্ট্রি ফিড ইন্ডাষ্ট্রিজের ‘বাসমতি’ ব্র্যান্ডর ফর্টিফাইড এডিবল রাইস ব্রান অয়েল, সাভারের আশুলিয়ার ইফাদ মাল্টি প্রোডাক্টস লিমিটেডের ‘ইফাদ সলিড গোল্ড’ ব্র্যান্ডের ফর্টিফাইড এডিবল রাইস ব্রান অয়েল, ময়মনসিংহের শম্ভুগঞ্জের এগ্রোটেক ইন্টারন্যাশনাল লিমিটেডের ‘পিউরিভা’ ও ‘রাইপ’ ব্র্যান্ডের ফর্টিফাইড এডিবল রাইস ব্রান অয়েল, নরসিংদীর শিবপুরের গ্রিণ ট্রেড হাউজের ‘টেস্টি’ ব্র্যান্ডের ফর্টিফাইড পাম অলিন, চট্টগ্রামের চান্দগাঁওয়ের ‘ওকে’ ব্র্যান্ডের ফর্টিফাইড সয়াবিন তেল ও ফর্টিফাইড পাম অলিন এবং রংপুরের মিঠাপুকুরের ‘আরডি জুসিলা’ ও ‘আর ডি ফজলী’ ব্র্যান্ডের ম্যাংগো ফ্রুট ড্রিংকস।

বৈধ লাইসেন্স গ্রহণ ব্যতিরেকে এসকল পণ্য বিক্রয়-বিতরণ ও বাণিজ্যিক বিজ্ঞাপন প্রচার হতে বিরত থাকার জন্য সংশ্লিষ্ট প্রতিষ্ঠানসমূহকে নির্দেশনা প্রদান করেছে বিএসটিআই।

একইসাথে ক্রেতাসাধারণকে এসকল ব্র্যান্ডের পণ্য ক্রয় করা হতে বিরত থাকারও অনুরোধ জানানো হয়।

স্টকমার্কেটবিডি.কম/

ইস্টার্ন লুব্রিকেন্টের আর্থিক প্রতিবেদন প্রকাশ

easterস্টকমার্কেটবিডি ডেস্ক :

শেয়ারবাজারের তালিকাভুক্ত জালানি ও শক্তি খাতের কোম্পানি ইস্টার্ন লুব্রিকেন্ট লিমিটেড চলতি বছরের তৃতীয় প্রান্তিকের আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে। ডিএসই সূত্রে তথ্য জানা গেছে।

আর্থিক প্রতিবেদন সূত্রে জানা যায়, এই প্রান্তিকে (জানু-মার্চ, ২০) কোম্পানিটির শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ৩.৭১ টাকা। গত বছরের এ সময়ের কোম্পানিটির শেয়ার প্রতি লোকসান ছিল ০.৯১ টাকা।

আর (জুলাই ১৯-মার্চ, ২০) এ ৯ মাসে কোম্পানিটির শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ৬.০৯ টাকা। গত বছরের এ সময়ের কোম্পানিটির শেয়ার প্রতি আয় ছিল ২.০৮ টাকা।

এ সময়ে কোম্পানির শেয়ার প্রতি প্রকৃত সম্পদের মূল্য (এনএভি) দাঁড়িয়েছে ১৭৮.৮৫ টাকা। যা ২০১৯ সালের ৩০ জুন ছিল ১৮২.৭৬ টাকা।

স্টকমার্কেটবিডি.কম/

তিন মাস ব্ন্ধ থাকার পর আন্তর্জাতিক রুটে ফ্লাইট চালু

bimanস্টকমার্কেটবিডি প্রতিবেদক :

প্রাণঘাতী করোনা ভাইরাস মহামারীতে তিন মাস ব্ন্ধ থাকার পর বাংলাদেশ থেকে আন্তর্জাতিক রুটে নিয়মিত যাত্রীবাহী ফ্লাইট চলাচল শুরু হয়েছে।

ঢাকার শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের পরিচালক এএইচএম তৌহিদ উল আহসান জানান, মঙ্গলবার প্রথম প্রহরে রাত ২টা ১০ মিনিটে কাতার এয়ারওয়েজের একটি ফ্লাইট ৩৩ জন যাত্রী নিয়ে ঢাকায় আসে।

এরপর রাত ৩টা ১০ মিনিটে ঢাকা থেকে ২৭৪ জন যাত্রী নিয়ে দোহার উদ্দেশ্যে ছেড়ে যায় কাতার এয়ারওয়েজের উড়োজাহাজ।

তৌহিদ বলেন, কাতার এয়ারওয়েজ আপাতত এভাবে সপ্তাহে তিনটি ফ্লাইট পরিচালনা করবে। ২১ শে জুন থেকে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স লন্ডন রুটে ফ্লাইট চালাবে।

করোনা ভাইরাসের প্রকোপ বাড়তে থাকায় গত ১৬ মার্চ থেকে যুক্তরাজ্য ছাড়া ইউরোপের অন্য সব দেশের সঙ্গে বাংলাদেশের নিয়মিত ফ্লাইট চলাচল বন্ধ হয়ে যায়। পরে অন্যান্য দেশের সঙ্গেও ফ্লাইট বন্ধ রাখা হয়।

বাংলাদেশের সঙ্গে ফ্লাইট চলাচল হয় এমন ১৭টি দেশের মধ্যে কেবল চীনের সঙ্গেই প্যাসেঞ্জার ফ্লাইট চালু রাখা হয় সীমিত পরিসরে।

কয়েক ধাপে আন্তর্জাতিক ও অভ্যন্তরীণ গন্তব্যে যাত্রীবাহী বিমান চলাচলে নিষেধাজ্ঞার মেয়াদ বাড়ানোর পর ১ জুন থেকে দেশের ভেতরে উড়ান শুরু হয়। তবে আন্তর্জাতিক রুটে নিয়মিত ফ্লাইট চলাচলে ১৫ জুন পর্যন্ত নিষেধাজ্ঞা থাকে।

এখন আন্তর্জাতিক রুটে নিয়মিত যাত্রীবাহী ফ্লাইট চলাচল শুরু হলেও বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের (বেবিচক) বেঁধে দেওয়া স্বাস্থ্য সুরক্ষার নিয়ম মেনেই কাজ চালাতে হবে এয়ারলাইন্সগুলোকে।

বেবিচক বলেছে, ফ্লাইট পরিচালনার ক্ষেত্রে সব এয়ারলাইন্স ও যাত্রীদের শারীরিক দূরত্ব ও পরিচ্ছন্নতার বিধি মেনে চলতে হবে। এয়ারক্রাফটের ধারণক্ষমতার ৭৫ শতাংশের বেশি যাত্রী নেওয়া যাবে না। যাত্রীদের বসার ক্ষেত্রে দূরত্ব নিশ্চিত করতে হবে। যাত্রীদের মাস্ক ও হ্যান্ড গ্লাভস দিতে হবে।

স্টকমার্কেটবিডি.কম/

এস আলম স্টিলসের বোর্ড সভা আহবান

s alomস্টকমার্কেটবিডি ডেস্ক :

শেয়ারবাজারে তালিকাভুক্ত প্রকৌশল খাতের কোম্পানি এস আলম স্টিলস কোল্ড রি-রোলিং লিমিটেডের চলতি বছরের তৃতীয় প্রান্তিকের বোর্ড সভা আগামী ২৩ জুন আহবান করা হয়েছে। ডিএসই’র ওয়েবসাইটে এ তথ্য জানা গেছে।

ঢাকা স্টক এক্সচেঞ্জ (লিস্টিং) রেজুলেশন ২০১৫ এর ১৬(১) ধারা অনুযায়ী, এই বোর্ড সভায় কোম্পানিটির ৩১ মার্চ ২০২০ সালের ৩য় প্রান্তিকের অনিরীক্ষিত এই আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করা হবে।

এদিন বেলা ৩ টায় চট্টগ্রামে কোম্পানির নিজস্ব অফিসে অনুষ্ঠিত এ সভায় কোম্পানিটির ৩য় প্রান্তিকের ইপিএস ও ন্যাভসহ অন্যান্য আর্থিক তথ্য শেয়ারহোল্ডারদের জানিয়ে দেওয়া হবে।

স্টকমার্কেটবিডি.কম/এমএম

দ্যা পেনিনসুলার বোর্ড সভা আহবান

the-peninsula-chittagongস্টকমার্কেটবিডি ডেস্ক :

শেয়ারবাজারে তালিকাভুক্ত ভ্রমণ ও প্রণোদণা খাতের কোম্পানি দ্যা পেনিনসুলা চিটাগং লিমিটেডের চলতি বছরের তৃতীয় প্রান্তিকের বোর্ড সভা আগামী ২৫ জুন আহবান করা হয়েছে। ডিএসই’র ওয়েবসাইটে এ তথ্য জানা গেছে।

ঢাকা স্টক এক্সচেঞ্জ (লিস্টিং) রেজুলেশন ২০১৫ এর ১৬(১) ধারা অনুযায়ী, এই বোর্ড সভায় কোম্পানিটির ৩১ মার্চ ২০২০ সালের ৩য় প্রান্তিকের অনিরীক্ষিত এই আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করা হবে।

এদিন বেলা ৩ টা ৩০ মিনিটে চট্টগ্রামে কোম্পানির নিজস্ব অফিসে অনুষ্ঠিত এ সভায় কোম্পানিটির ৩য় প্রান্তিকের ইপিএস ও ন্যাভসহ অন্যান্য আর্থিক তথ্য শেয়ারহোল্ডারদের জানিয়ে দেওয়া হবে।

স্টকমার্কেটবিডি.কম/এমএম

  1. বেক্সিমকো ফার্মা
  2. বেক্সিমকো লিমিটেড
  3. ন্যাশনাল ব্যাংক
  4. লিন্ডে বিডি
  5. রেকিট বেনকাইজার
  6. ইন্দো বাংলা ফার্মাসিটিউক্যালস
  7. সেন্টাল ফার্মা
  8. বাংলাদেশ সাবমেরিন ক্যাবলস
  9. এনসিসি ব্যাংক
  10. এক্সিম ব্যাংক লিমিটেড।

দিনশেষে বেড়েছে লেনদেন ও সূচক

DSE_CSE-smbdস্টকমার্কেটবিডি প্রতিবেদক :

দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) দিন শেষে সব ধরণের সূচক সামান্য বেড়েছে। এদিন সেখানে লেনদেনও বেড়েছে। আর চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জেও (সিএসই) সূচক ও লেনদেন কমেছে। ডিএসই ও সিএসই সূত্রে এ তথ্য জানা যায়।

মঙ্গলবার লেনদেন শেষে ডিএসইতে প্রধান সূচক ডিএসইএক্স ২.২৮ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ৩৯৬০ পয়েন্টে। আর ডিএসই শরিয়াহ সূচক ০.৬৭ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ৯১৮ পয়েন্টে এবং ডিএস-৩০ সূচক ০.৮৬ পয়েন্ট কমে অবস্থান করে ১৩২৫ পয়েন্টে।

এদিন লেনদেন হয়েছে ৬৫ কোটি ৩০ লাখ টাকা। গতকাল সোমবার লেনদেনের পরিমাণ ছিল ৬১ কোটি ৫৪ লাখ টাকা।

ডিএসইতে আজ ২৪৬টি কোম্পানি ও মিউচুয়াল ফান্ডের শেয়ারের লেনদেন হয়। এর মধ্যে ৭টির শেয়ারের দর বেড়েছে, কমেছে ৩৪টির। আর দর অপরিবর্তিত আছে ২২১টির।

এদিন ডিএসইতে লেনদেনে এগিয়ে থাকা ১০টি কোম্পানি হলো – বেক্সিমকো ফার্মা, বেক্সিমকো লিমিটেড, ন্যাশনাল ব্যাংক, লিন্ডে বিডি, রেকিট বেনকাইজার, ইন্দো বাংলা ফার্মাসিটিউক্যালস, সেন্টাল ফার্মা, বাংলাদেশ সাবমেরিন ক্যাবলস, এনসিসি ব্যাংক ও এক্সিম ব্যাংক লিমিটেড।

এদিকে দিনশেষে দেশের অপর বাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) ব্রড ইনডেক্স ৪.৪৫ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ১১ হাজার ২৪৩ পয়েন্টে।

দিনভর লেনদেন হওয়া ৮৮টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ১৬টির, কমেছে ১২টির ও দর অপরিবর্তিত রয়েছে ৬০টির।

এদিন সিএসইতে লেনদেন হয়েছে ১ কোটি ৭০ লাখ টাকা। গতকাল সোমবার লেনদেন হয়েছিল ১০ কোটি ৭০ লাখ টাকা।

দিনশেষে সিএসইতে লেনদেনের শীর্ষে রয়েছে বেক্সিমকো লিমিটেড ও খুলনা পাওয়ার কোম্পানি লিমিটেড।

স্টকমার্কেটবিডি.কম/এমএ

১৩২ কোম্পানি নিয়ে সিএসই শরিয়াহ্ ইনডেক্স : বেড়েছে ৬টি

cse-logo-sস্টকমার্কেটবিডি প্রতিবেদক :

চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) তালিকাভুক্ত কোম্পানীগুলোর পারফরমেন্স পর্যালোচনার ভিত্তিতে সিএসই শরিয়াহ্ ইনডেক্স চুড়ান্ত করা হয়েছে। নতুন ১৫ টি কোম্পানীকে যুক্ত করা হয়েছে এবং পূর্বের ০৯টি কেম্পানীকে বাদ দেওয়া হয়েছে। মোট ১৩২ টি কোম্পানীকে অর্ন্তভুক্ত করা হয়েছে। নতুন এই সূচক কার্যকরী হবে ২৮ জুন, ২০২০ থেকে।

নতুন করে যুক্ত (১৫টি) কোম্পানীগুলো হলোঃ-এসিআই ফরমুলেশনস লিমিটেড, এডিএন টেলিকম লিমিটেড, বাংলাদেশ স্টিল রি-রোলিং মিলস্ লিমিটেড, কপারটেক ইন্ডাসট্রিজ লি., জিকিউ বল পেন ইন্ডাসট্রিজ লিমিটেড, জেএমআই সিরিঞ্জ এন্ড মেডিকেল ডিভাইসেস লি., খুলনা প্রিন্টিং এন্ড প্যাকেজিং লিমিটেড, ওইমেক্স ইলেকট্রোড লিমিটেড, রংপুর ফাউন্ড্রি লিমিটেড,রিং সাইন টেক্সাইলস লি., রানার অটোমোবাইলস লিমেটেড, এস.এস. স্টীল লিমিটেড, সাইয়াম কটনমিলস্ লি., সিলকো ফামাসিউটিক্যালস্ লিমিটেড এবং সামিট এলায়েন্স পোট লিমিটেড।

বাদ যাওয়া (০৯) কোম্পানীগুলো হলো- ঢাকা ইলেকট্রিক সাপ্লাই কো. লি., ন্যাশনাল টি কেম্পানী লি:, বিডিকম অনলাইন লিমিটেড, সিনোবংলা ইন্ডাস্ট্রিজ লিমিটেড, স্কয়ার ফার্মাসিউটিক্যালস্ লি:, বাংলাদেশ সাবমেরিন কেবল কো: লি., আর এন স্পিনিং মিলস্ লিমিটেড, স্কয়ার টেক্সটাইলস্ লি: এবং শাশা ডেনিমস্ লিমিটেড।

চূড়ান্ত সিএসই শরিয়াহ্ ইনডেক্স এর ১২৬ কোম্পানীসমূহ হলো: আমরা নেটওর্য়াকস লি:, আমরা টেকনোলজিস লি:, এসআিই ফরমুলশেনস লিমিডে, অ্যাকটিভ ফাইন ক্যামিকালস্ লি., এডিএন টেলিকম লিমিটিডে, অ্যাডভেন্ট ফার্মা লিমিটেড, এএফসি এগ্রো বায়োটেক লি:, অগ্নি সিস্টেমস লিমিটেড, আল-আরাফাহ্ ইসলামী ব্যাংক লি:, আমান কটন ফাইবরাস লিমিটেড, আমান ফিড লিমিটেড, অ্যাম্বে ফার্মাসিউটিক্যালস্ লিমিটেড, আনোয়ার গ্যালভানাইজিং লিমিটেড, অ্যাপেক্স স্পিনিং এন্ড নিটিং মিলস্, অ্যাপোলো ইস্পাত কমপ্লে´ লিমিটেড, আরামিট সিমেন্ট লিমিটেড, আরামিট লিমিটেড, আর্গন ডেনিমস লিমিটেড, আজিজ পাইপস লিমিটেড, বঙ্গজ লিমিটেড, বাংলাদেশ বিল্ডিং সিস্টেমস্ লিমিটেড, বাংলাদেশ ল্যাম্পস লিমিটেড, বাংলাদশে স্টিল রি রোলিং মিলস, বাটা শু কোম্পানী (বিডি) লিমিটেড, বিবিএস ক্যাবলস্ লিমিটেড, বিডি ওয়েলন্ডিং ইলেকট্রোডস লি:, বিডি থাই অ্যালুমিনিয়াম লিমিটেড, বেঙ্গল উইন্ডসোর থার্মোপ্লাস্টিকস লিমিটেড, বার্জার পেইন্টস্ বাংলাদেশ লি:, বেক্সিমকো ফার্মাসিউটিক্যালস্ লি:, সেন্ট্রাল ফার্মাসিউটিক্যালস্ লি:, কপারটকে ইন্ডাসট্রজি লি., সিভিও প্যাট্রোক্যামিকাল রিফাইনারী লি:, ড্যাফোডিল কম্পিউটারস্ লিমিটেড, ডেল্টা স্পিনারস লিমিটেড, ডােরিন পাওয়ার জেনারেশসনস এন্ড সিস্টেমস্ লিমিটেড, ড্রাগন সোয়োটার এন্ড স্পিনিং লিমিটেড, ইস্টার্ণ কাবলস লিমিটেড, ইস্টার্ন হাউজিং লিমিটেড, এস্কয়ার নিট কম্পোজিট লিমিটেড, এক্সপোর্ট ইমপোর্ট ব্যাংক অব বিডি লি:, ফ্যামিলিট্যাক্স (বিডি) লিমিটেড, ফার ক্যামিকাল ইন্ডাস্ট্রিজ লিমিটেড, ফার ইস্ট নিটিং এন্ড ডাইং ইন্ডাস্ট্রিজ লিমিটেড, ফার ইস্ট ইসলামী লাইফ ইন্সুরেন্স কোম্পানী লি:, ফাইন ফুডস লিমিটেড, ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক লি:, ফরচুন সুজ লিমিটেড, ফু-ওয়াং সিরামিক ইন্ডাস্ট্রি লি:, ফু-ওয়াং ফুডস্ লিমিটেড, জেনারেশসনস্ নেক্সট ফ্যাশনস্ লিমিটেড, গ্লোবাল হ্যাভি ক্যামিকালস লিমিটেড, জকিউি বল পনে ইন্ডাসট্রজি লমিটিডে, গ্রামীনফোন লিমিটেড, এইচ. আর. টেক্সটাইলস্ মিলস্ লিমিটেড, হাক্কানী পাল্প এন্ড পেপার মিলস্ লিমিটেড, হামিদ ফ্যাব্রিক্স লিমিটেড, হেইডেলবার্গ সিমেন্ট বাংলাদেশ লি:, এইচডব্লিউএ ওয়েল টেক্সটাইলস (বিডি) লি:, ইমাম বাটন ইন্ডাস্ট্রিজ লি:, ইন্দো-বাংলা ফার্মাসিউটিক্যালস্ লিমিটেড, ইনফরমেশন সার্ভিসেস নেটওয়ার্ক লি:, ইনফরমেশন টেকনোলজি কনসালটেন্টস্ লিমিটেড, ইনটেক লি:, ইন্ট্রাকো রিফুলিং স্টেশন লিমিটেড, ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেড, ইসলামী ইন্সুরেন্স বাংলাদেশ লিমিটেড, ইসলামী ফাইনান্স এন্ড ইনভেস্টমেন্ট লি:, জেএমআই সিরিঞ্জ এন্ড ডিভাইস, কাট্টলি ট্যাক্সটাইল লি., কে এন্ড কিউ (বাংলাদেশ) লি., কেডিএস এক্সেসরিজ লিমিটেড, খান ব্রাদারস পিপি ওভেন ব্যাগ ইন্ডাসট্রিজ লিমিটেড, খুলনা পাওয়ার কো. লি., খুলনা প্রিন্টিং এন্ড প্যাকেজিং লিমিটেড, কোহিনুর ক্যামিকাল কো. (বিডি) লিমিটেড, লাফার্জ হলসমি বাংলাদেশ লিমিটেড, লিবরা ইনফিউশনস লিমিটেড, লিন্ডে বাংলাদেশ লিমিটেড, এম.এল. ডাইং লি., মালেক স্পিনিং মিলস্ লিমিটেড, ম্যারিকো বাংলাদেশ লিমিটেড, মতিন স্পিনিং মিলস্ লিমিটেড, মিরাকল ইন্ডাস্ট্রিজ লিমিটেড, মিথুন নিটিং এন্ড ডাইং এন্ড (সিইপিজেড) লি:, এমজেএল বাংলাদেশ লিমিটেড, মুন্নু সিরামিকস লি., মোজাফ্ফর হোসেন স্পিনিং মিলস্ লিমিটেড, নাহি আলুমনিয়িাম কম্পজিট প্যানলে লি., ন্যাশনাল ফিড মিল লিমিটেড, নাভানা সিএনজি লিমিটেড, ওইমক্সে ইলকেট্রোড, অলেম্পিক এক্সেসরিজ লিমিটেড, অলেম্পিক ইন্ডাসট্রিজ লি., প্যাসিফিক ডেনিমস্ লিমিটেড, পদ্মা ইসলামী লাইফ ইন্সুরেন্স লিমিটেড, প্রাইম ইসলামী লাইফ ইন্সুরেন্স লি:, কাশেম ইন্ডাসট্রিজ লিমিটেড, কুইন সাউথ টেক্সটাইল মিলস্ লিমিটেড, আর এ কে সিরামিকস্ (বিডি) লি:, রংপুর ডেইরি এন্ড ফুড প্রোডাক্টস লিমিটেড, রংপুর ফাউন্ড্রি লিমিটেড, রতনপুর স্টিল রি-রোলিং মিলস্ লি:, রেকিট বেনকিজার (বাংলাদেশ ) লিমিটেড, রিং সাইন টক্সোইলস লিমিটেড, রানার অটোমোবাইলস লমিটেডে, এস.এস. স্টীল লিমিটেড, সাইয়াম কটন মিলস লি., সাইহাম টেক্সটাইলস্ মিলস লি:, স্যালভো ক্যামিকাল ইন্ডাস্ট্রিজ লি:, শমরিতা হস্পিটাল লিমিটেড, শাহজালাল ইসলামী ব্যাংক বাংলাদেশ লি:, শাহজিবাজার পাওয়ার কো: লি:, শেফার্ড ইন্ডাস্ট্রিজ লিমিটেড, শাইনপুকুর সিরামিকস্ লিমিটেড, শুরিদ ইন্ডাসট্রিজ লি., সিলকো ফামাসউিটক্যিালস্ লিমিটেড, সিলভা ফার্মাসিউটিক্যালস্ লিমিটেড, সিমটেক্স ইন্ডাস্ট্রিজ লি:, সিঙ্গার বাংলাদেশ লিমিটেড, এসকে ট্রমিস এন্ড ইন্ডাস্ট্রিজ লি., স্যোশাল ইসলামী ব্যাংক লিমিটেড, স্ট্যান্ডার্ড সিরামিকস্ ইন্ডাস্ট্রিজ লিমিটেড, সামটি এলায়ন্সে পোট লিমিটেড, সামিট পাওয়ার লিমিটেড, তাকাফুল ইসলামী ইন্সুরেন্স লি:, দি ইবনে সিনা ফার্মাসিউটিক্যালস্, তিতাস গ্যাস ট্রান্স. এন্ড ডিস্ট্রি. কো. লি., উসমানিয়া গ্লাস শিট ফ্যাক্টরি লি., ভিএফএস থ্রেড ডাইং লিমিটেড ,ইয়াকিন পলিমার লিমিটেড এবং জাহনি স্পিনিং লিমিটেড ।
স্টকমার্কেটবিডি.কম/

এম আই সিমেন্টের বোর্ড সভা আহবান

mi cementস্টকমার্কেটবিডি ডেস্ক :

শেয়ারবাজারে তালিকাভুক্ত সিমেন্ট শিল্প খাতের কোম্পানি আই এম সিমেন্ট লিমিটেডের চলতি বছরের তৃতীয় প্রান্তিকের বোর্ড সভা আগামী ২০ জুন আহবান করা হয়েছে। ডিএসই’র ওয়েবসাইটে এ তথ্য জানা গেছে।

ঢাকা স্টক এক্সচেঞ্জ (লিস্টিং) রেজুলেশন ২০১৫ এর ১৬(১) ধারা অনুযায়ী, এই বোর্ড সভায় কোম্পানিটির ৩১ মার্চ ২০২০ সালের ৩য় প্রান্তিকের অনিরীক্ষিত এই আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করা হবে।

এদিন বেলা ১১টায় রাজধানীতে কোম্পানির নিজস্ব অফিসে অনুষ্ঠিত এ সভায় কোম্পানিটির ৩য় প্রান্তিকের ইপিএস ও ন্যাভসহ অন্যান্য আর্থিক তথ্য শেয়ারহোল্ডারদের জানিয়ে দেওয়া হবে।

স্টকমার্কেটবিডি.কম/এমএম