ঢাকা ব্যাংকের আরো ১১ লাখ শেয়ার কেনার ঘোষণা

dhakaস্টকমার্কেটবিডি ডেস্ক :

শেয়ারবাজারে তালিকাভুক্ত ব্যাংকিং খাতের প্রতিষ্ঠান ঢাকা ব্যাংক লিমিটেডের একজন উদ্যোক্তা আরো ১১ লাখ ৭৭ লাখ শেয়ার ক্রয়ের ঘোষণা দিয়েছেন। ডিএসই সূত্রে এ তথ্য জানা যায়।

সূত্র জানায়, রাখী দাস গুপ্ত নামে এই উদ্দ্যোক্তা পরিচালক ১১ লাখ ৭৭ হাজার শেয়ার ক্রয়ের ঘোষণা দিয়েছেন।

ঘোষণার পর ৩০ কার্যদিবসের মধ্যে পাবলিক মার্কেট হতে এই উদ্যোক্তা পরিচালক উল্লেখিত পরিমাণ শেয়ার ক্রয় করবেন।

গতকাল বুধবার এই উদ্যোক্তা ১১ লাখ শেয়ার ক্রয়ের ঘোষণা দিয়েছেন।

স্টকমার্কেটবিডি.কম/বি

বাটা সুজের ১২৫ শতাংশ চূড়ান্ত লভ্যাংশ ঘোষণা

logo-bataস্টকমার্কেটবিডি ডেস্ক :

শেয়ারবাজারে তালিকাভুক্ত চামড়া খাতের কোম্পানি বাটা সুজ লিমিটেডের পরিচালনা পর্ষদ শেয়ারহোল্ডারদের জন্য ১২৫ শতাংশ নগদ চূড়ান্ত লভ্যাংশ ঘোষণা করেছে। ডিএসই পর্ষদ সভায় এ সিদ্ধান্ত হয়।

কোম্পানি সূত্রে জানা গেছে, এ বছরের আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করে এ লভ্যাংশ ঘোষণা করা হয়েছে। এবছর কোম্পানির শেয়ারপ্রতি আয় (ইপিএস) হয়েছে ৩ টাকা ৪৮ পয়সা।

এই বছর কোম্পানির ইপিএস হয়েছে ৩৬ টাকা ১১ পয়সা। আর শেয়ারপ্রতি প্রকৃত সম্পদমূল্য (এনএভি) হয়েছে ৩৬৪.৬৫ টাকা।

আগামী ১০ সেপ্টেম্বর কোম্পানির এজিএম অনুষ্ঠিত হবে। এজন্য রেকর্ড নির্ধারণ করা হয়েছে ২৯ জুলাই।

স্টকমার্কেটবিডি.কম/এমএ