ঢাকার দুই সিটিতে ১০ টি গরুর হাট বসবে

Hatস্টকমার্কেটবিডি প্রতিবেদক :

কোভিড-১৯ বিষয়ক জাতীয় কারিগরি পরামর্শক কমিটি এবার মহামারীর মধ্যে রাজধানীতে কোরবানির পশুর হাট না বসানোর সুপারিশ করলেও ঢাকার দুই সিটি করপোরেশনে ১০টি অস্থায়ী হাট বসানোর সিদ্ধান্ত হয়েছে।

এর মধ্যে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন এলাকায় পাঁচটি এবং উত্তর সিটি করপোরেশন এলাকায় পাঁচটি হাট বসবে। এছাড়া দুই সিটি করপোরেশনের দুটি স্থায়ী হাটেও কোরবানির পশু কেনাবেচা হবে।

ঢাকা দক্ষিণ সিটির কমলাপুর লিটল ফ্রেন্ডস ক্লাব সংলগ্ন আশপাশের খালি জায়গা, আফতাবনগর ব্লক-ই, এফ, জি-এর সেকশনের ১ ও ২ নম্বর এলাকা, হাজারীবাগ লেদার টেকনোলজি কলেজ সংলগ্ন খালি জায়গা, উত্তর শাহজাহানপুর মৈত্রী সংঘের মাঠ সংলগ্ন খালি জায়গা এবং পোস্তগোলা শ্মশানঘাট সংলগ্ন খালি জায়গায় অস্থায়ী পশুর হাট বসানোর সিদ্ধান্ত হয়েছে।

এই সিটির প্রধান সম্পত্তি কর্মকর্তা মো. শামসুল আলম বলেন, ডেমরার সারুলিয়ায় একটি স্থায়ী গরুর হাট আছে। সেখানেও কোরবানির পশু বিক্রি হবে।

ঢাকা উত্তরের কাওলা-শিয়ালডাঙ্গা সংলগ্ন খালি জায়গা, উত্তরা ১৭ নম্বর সেক্টরের বৃন্দাবন থেকে উত্তর দিকে বিজিএমইএ পর্যন্ত খালি জায়গা, পূর্বাচলের বালু ব্রিজ সংলগ্ন মস্তুল ডুমনি বাজারমুখী রাস্তার উভয়পাশের খালি জায়গা, ভাটারা সাঈদনগর ও আব্দুল্লাহপুর এলাকায় বেঁড়িবাধ সংলগ্ন মৈয়নারটেক শহীদনগর এলাকায় এবার কোরবানির পশুর অস্থায়ী হাট বসবে।

এছাড়া গাবতলীর স্থায়ী হাটেও কোরবানির পশু কেনাকাটা হবে বলে জানিয়েছেন দক্ষিণের প্রধান সম্পত্তি কর্মকর্তা মো. মোজাম্মেল হক।

তিনি বলেন, নভেল করোনাভাইরাসের সংক্রমণ ঠেকাতে রাজধানীর বাইরে শহরতলী এলাকায় হাট বসানোর সিদ্ধান্ত নিয়েছেন তারা।

“বর্তমান প্রেক্ষাপটে রাজধানীর ভেতরে কোনো কোরবানির পশুর হাট না বসাতে স্বাস্থ্য অধিদপ্তরের সুপারিশ রয়েছে। সংক্রমণের ঝুঁকি এড়াতে আমরা শহরতলী এলাকায় হাট বসানোর সিদ্ধান্ত নিয়েছি।”

এর আগে রাজধানীতে দুটি স্থায়ী হাটের বাইরে আরও ২৪টি অস্থায়ী কোরবানির পশুর হাট বসানোর সিদ্ধান্ত হয়েছিল। এর মধ্যে উত্তরে ১০টি এবং দক্ষিণে ১৪টি হাটের ইজারার জন্য দুই দফা দরপত্র আহ্বান করেও কাঙ্ক্ষিত দর পাওয়া যায়নি। ফলে সব হাট ইজারা দেওয়া সম্ভব হয়নি।

স্টকমার্কেটবিডি.কম/

ফজলে কবিরকে ৩য় মেয়াদে গভর্ণর নিয়োগ

bbস্টকমার্কেটবিডি প্রতিবেদক :

আইন সংশোধন করে বয়সসীমার বাধা কাটিয়ে ফজলে কবিরকে তৃতীয় মেয়াদে বাংলাদেশ ব্যাংকের গভর্নর হিসেবে নিয়োগ দিয়েছে সরকার।

বয়স ৬৭ বছর পূর্ণ না হওয়া পর্যন্ত, অর্থ্যাৎ ২০২২ সালের ৩ জুলাই পর্যন্ত ফজলে কবির কেন্দ্রীয় ব্যাংকের গভর্নরের দায়িত্ব পালন করতে পারবেন।

অর্থমন্ত্রণালয়ে আর্থিক প্রতিষ্ঠান বিভাগ বুধবার এক প্রজ্ঞাপনে বলেছে, গভর্নর পদে থাকাকালে ফজলে কবির সরকারের সঙ্গে চুক্তির শর্ত অনুযায়ী বেতন-ভাতা ও অন্যান্য সুবিধা পাবেন।

এতদিন ধরে বলবৎ থাকা ১৯৭২ সালের বাংলাদেশ ব্যাংক অর্ডারে ৬৫ বছর বয়স পর্যন্ত বাংলাদেশ ব্যাংকের গভর্নর থাকার সুযোগ ছিল। গত ২ জুলাই ফজলে কবির সেই বয়সসীমায় পৌঁছান।

কিন্তু কোভিড-১৯ মহামারীর এই সময়ে ফজলে কবিরকে আরও দুই বছর রাখতে চায় সরকার। সে কারণে আইন সংশোধনের উদ্যোগ নেওয়া হয়।

সাতষট্টি বছর বয়স পর্যন্ত বাংলাদেশ ব্যাংকের গভর্নর পদে থাকার সুযোগ তৈরি করে গত ৯ জুলাই ‘বাংলাদেশ ব্যাংক (অ্যামেনডেন্ট) অ্যাক্ট, ২০২০’ জাতীয় সংসদে পাস হয়।

এমনিতে ফজলে কবিরের সঙ্গে সরকারের চুক্তির মেয়াদ শেষ হওয়ার কথা ছিল এ বছরের ১৯ মার্চ। কিন্তু গত ১৬ ফেব্রুয়ারি গভর্নর হিসেবে তার মেয়াদ ৬৫ বছর বয়স, অর্থাৎ ৩ মাস ১৩ দিনের জন্য বাড়িয়ে দেয় সরকার। এখন আইন সংশোধনের পর তাকে তৃতীয় দফা নিয়োগ দেওয়া হল।

স্টকমার্কেটবিডি.কম/

চট্টগ্রাম বন্দরে পণ্য রাখার শেডে আগুন

bandar_fireস্টকমার্কেটবিডি ডেস্ক :

চট্টগ্রাম বন্দরের ভেতরে পণ্য রাখার ৩ নম্বর শেডে আগুন লেগেছে। আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট কাজ করছে।

বুধবার বিকাল সোয়া ৪টার দিকে বন্দরের দুই নম্বর জেটি সংলগ্ন তিন নম্বর শেডে আগুন লাগে বলে জানান বন্দর সচিব ওমর ফারুক।

তিনি জানান, কীভাবে ওই শেডে আগুন লেগেছে তা প্রাথমিকভাবে বলা যাচ্ছে না। সেখানে বিভিন্ন ধরণের পণ্য রাখা ছিল। খবর পেয়ে ফায়ার সার্ভিসের তিনটি ইউনিটের আটটি গাড়ি সেখানে গিয়ে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করেছে।

তবে এ ঘটনায় এখনও হতাহতেরও কোনো খবর পাওয়া যায়নি।

স্টকমার্কেটবিডি.কম/

দেশে প্রথম হেলিপোর্ট তৈরি হচ্ছে : সচিব

received_161263584225110720200715160355স্টকমার্কেটবিডি প্রতিবেদক :

দেশের প্রথম হেলিপোর্ট তৈরির জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশনা অনুসারে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয় কাজ করছে বলে জানিয়েছেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মো. মহিবুল হক। হেলিপোর্টের জন্য উপযুক্ত স্থানও নির্ধারণ করা হয়েছে বলেও জানান তিনি।

বুধবার (১৫ জুলাই) বাংলাদেশ পর্যটন করপোরেশন, বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয় এবং ভ্রমণ ম্যাগাজিনের যৌথ উদ্যোগে আয়োজিত ‘ট্যুরিজম: এ পেনাল্টি শুট ফর দ্য ইকোনোমি অব বাংলাদেশ’ শীর্ষক জুম কনফারেন্সে প্রধান অতিথির বক্তব্যে একথা জানান সিনিয়র সচিব।

মহিবুল হক বলেন, হেলিপোর্ট তৈরির আনুষঙ্গিক কাজ সম্পাদনের লক্ষ্যে বাংলাদেশ বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ থেকে একটি কমিটি গঠন করে দেওয়া হয়েছে। যা দ্রুততম সময়ে একটি প্রতিবেদন পেশ করবে। গঠিত কমিটি প্রতিবেদন পেশ করার পর হেলিপোর্ট তৈরির নানা বিষয়ে আনুষ্ঠানিক ঘোষণা দেওয়া হবে।

সিনিয়র সচিব বলেন, বাংলাদেশের পর্যটনের উন্নয়নের জন্য একটি নীতিমালা তৈরির কাজ চলছে। এই নীতিমালায় পর্যটনের সঙ্গে জড়িত প্রত্যেক মন্ত্রণালয়ের দায়িত্ব সুনির্দিষ্ট করা হবে, যাতে তারা তাদের অংশের কাজটুকু সঠিকভাবে সম্পাদনের মাধ্যমে বাংলাদেশের পর্যটনের উন্নয়নে ভূমিকা রাখতে পারেন।

‘পর্যটনের উন্নয়ন ও পর্যটকদের সুবিধা নিশ্চিত করার জন্য জেলা প্রশাসকদের দৈনন্দিন কাজে পর্যটকদের সহায়তা করার বিষয়টি অন্তর্ভুক্ত করার কাজ চলছে। জেলার প্রশাসন যাতে পর্যটক সংগঠক হিসেবে কাজ করতে পারে এ লক্ষ্যেই এই প্রস্তাব মন্ত্রিপরিষদ বিভাগে ইতোমধ্যে পাঠানো হয়েছে।’

বাংলাদেশ পর্যটন করপোরেশনের চেয়ারম্যান রাম চন্দ্র দাসের সভাপতিত্বে ও ভ্রমণ ম্যাগাজিনের সম্পাদক আবু সুফিয়ানের সঞ্চালনায় জুম কনফারেন্সে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন বাংলাদেশ ট্যুরিজম বোর্ডের প্রধান নির্বাহী কর্মকর্তা জাবেদ আহমেদ, গ্লোবাল টেলিভিশনের প্রধান নির্বাহী কর্মকর্তা নওয়াজীশ আলী খান, টোয়াবের সভাপতি মুহাম্মদ রাফিউজ্জামান, এভিয়েশন অপারেটর অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের সাধারণ সম্পাদক মো. মফিজুর রহমান, বাংলাদেশ ট্যুরিস্ট পুলিশের এসপি মো. আরিফুর রহমান প্রমুখ।

স্টকমার্কেটবিডি.কম/

ইউনাইটেড হাসপাতালকে ৪ পরিবারকে ৩০ লাখ করে দেওয়ার নির্দেশ

courtস্টকমার্কেটবিডি প্রতিবেদক :

গত ২৮ মে বুধবার রাজধানীর গুলশানের ইউনাইটেড হাসপাতালে আনুমানিক রাত সাড়ে ৯টার দিকে মূল ভবনের বাইরে হাসপাতাল সংলগ্ন করোনা আইসোলেশন ইউনিটে সম্ভবত বৈদ্যুতিক শর্টসার্কিটের অগ্নিকাণ্ডে মৃত্যুর ঘটনায় ক্ষতিগ্রস্ত চার পরিবারকে ১৫ দিনের মধ্যে ৩০ লাখ টাকা করে দেওয়ার নির্দেশ দিয়েছেন হাইকোর্ট।

আজ বুধবার বিচারপতি এম ইনায়েতুর রহিমের ভার্চুয়াল হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন।

আদালতে রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল অমিত তালুকদার। রিট আবেদনের পক্ষে ছিলেন ব্যারিস্টার অনীক আর হক, ব্যারিস্টার হাসান এম এস আজিম, ব্যারিস্টার মুনতাসির আহমেদ ও রিটকারী নিয়াজ মুহাম্মদ মাহবুব।

ইউনাইটেড হাসপাতালের পক্ষে ছিলেন ব্যারিস্টার রোকন উদ্দিন মাহমুদ, মোস্তাফিজুর রহমান খান।

স্টকমার্কেটবিডি.কম/

শ্রমিকদের বেতন-বোনাস ২০ জুলাইয়ের মধ্যে প্রদানের দাবি

 

garmetnsস্টকমার্কেটবিডি প্রতিবেদক :

রপ্তানিমুখী পোশাকশিল্পের শ্রমিকদের ২০ জুলাইয়ের মধ্যে ঈদ বোনাস দেওয়ার দাবি করেছে বাংলাদেশ গার্মেন্ট শ্রমিক সংহতি। একই সঙ্গে পবিত্র ঈদুল আজহার আগে চলতি জুলাই মাসের মজুরি দেওয়ার দাবি জানিয়েছে সংগঠনটি।

দাবি আদায়ে আজ বুধবার বেলায় ১১টায় জাতীয় প্রেসক্লাবের সামনে মানববন্ধন কর্মসূচি পালন করেন বাংলাদেশ গার্মেন্ট শ্রমিক সংহতির নেতা-কর্মীরা। এ সময় বক্তব্য দেন সংগঠনের সাধারণ সম্পাদক জুলহাসনাইন বাবু, অর্থ সম্পাদক প্রবীর সাহা, সমাজকল্যাণ সম্পাদক প্রদীপ রায় প্রমুখ।

শ্রমিকনেতারা বলেন, প্রতিবছরের মতো এবারও ঈদের আগে মজুরি ও বোনাস পাওয়া নিয়ে পোশাকশ্রমিকদের মধে উদ্বেগ ও উৎকণ্ঠা বাড়ছে। অন্যবারের চেয়ে বর্তমান পরিস্থিতি কিছুটা ভিন্ন। কারণ, করোনা শুরুর পর থেকেই পোশাক খাতের শ্রমিকেরা চরম অনিশ্চয়তা ও ছাঁটাইয়ের হুমকির মধ্যে আছেন। তাই ২০ জুলাইয়ের মধ্যে বোনাস দিতে হবে। আর ৩১ জুলাই বা ১ আগস্ট যেহেতু পবিত্র ঈদুল আজহা, তাই চলতি মাসের পূর্ণ মজুরি পাওয়া শ্রমিকদের ন্যায্য অধিকার।

করোনাকালে শ্রমিক ছাঁটাইয়ের বিষয়ে শ্রমিকনেতারা বলেন, অনেক শ্রমিক কাজ হারিয়ে দিশাহারা হয়ে পড়েছেন। বাসাভাড়া ও দোকানের বাকি পরিশোধ করতে পারছেন না। অনেকে গ্রামে ফিরে যাচ্ছেন। শ্রমিকদের টিকিয়ে রাখতে শিগগিরই শিল্পমালিক, বিদেশি ক্রেতা ও সরকারের উদ্যোগে জরুরি তহবিল গঠন করতে হবে।

পোশাকশ্রমিকদের মজুরি-ভাতা পরিশোধের বিষয়টি নিয়ে কাল বৃহস্পতিবার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে একটি বৈঠক অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। সেটি উল্লেখ করে শ্রমিকনেতারা অভিযোগ করে বলেন, স্বরাষ্ট্র মন্ত্রণালয়, মানে সরকার পোশাকশ্রমিকদের আন্দোলন মোকাবিলা করতে চাইছে পুলিশি নির্যাতন ও হামলা–মামলার মাধ্যমে। কিন্তু পুলিশ দিয়ে শ্রমিকের সমস্যার সমাধান হবে না। শ্রমিকদের কর্মহীন না করে বর্তমান কঠিন সময় কীভাবে অতিক্রম করা যায়, সেটি অনুসন্ধান করতে হবে।

স্টকমার্কেটবিডি.কম/

ব্রিটিশ কোম্পানির বিরুদ্ধে মামলা করতে পারবে বাংলাদেশী বিধবা

093844Houses_of_Parliament_UK_umbrellaস্টকমার্কেটবিডি ডেস্ক :

যুক্তরাজ্যের হাইকোর্টের রায় অনুযায়ী একজন বাংলাদেশী বিধবা, তার স্বামী মোঃ খলিল মোল্লার অবহেলাজনিত মৃত্যুর জন্য ব্রিটিশ কোম্পানি মারানের বিরুদ্ধে ক্ষতিপূরণ চেয়ে যুক্তরাজ্যের আদালতে মামলা দায়ের করতে পারবে। লন্ডনের হাইকোর্ট শ্রমিকের মৃত্যুর ঘটনায় তার স্ত্রী ব্রিটিশ কোম্পানি মারান (ইউকে) লিমিটেডের বিরুদ্ধে মামলা করার অনুমতি দিয়েছে। মোঃ খলিল মোল্লা মারান কোম্পানির একটি সুপার ট্যাঙ্কার বাংলাদেশে অবস্থিত শিপইয়ার্ডে ভেঙ্গে ফেলার সময় ৮তলা সমান উচ্চতা থেকে পড়ে মৃত্যুবরণ করেন। ঝুঁকিপূর্ণ পরিবেশের কারণেই এই শ্রমিকের মৃত্যু হয়েছে যা মারান কোনভাবেই এড়াতে পারে না। এই রায়ের ফলে হামিদা বেগম এক লাখ পাউন্ড সমপরিমাণ ক্ষতিপূরণ পেতে পারেন। এই জাহাজগুলো অত্যন্ত বিষাক্ত, এ্যাসবেস্টস এবং রেডিও একটিভ পদার্থে পরিপূর্ণ। শিপইয়ার্ডগুলোতে জাহাজগুলো শ্রমিকদেরকে হাত দিয়ে ভাঙ্গতে হয়, জাহাজগুলো সমুদ্র তীরে নোঙ্গর করা থাকে, কোন ক্রেন দিয়ে আটকান থাকে না। দক্ষিণ এশিয়ার বিভিন্ন জায়গায় নিয়ন্ত্রিণহীনভাবে যে সমস্ত জাহাজ ভাঙ্গা হচ্ছে তাতে অর্থনীতিতে নেতিবাচক প্রভাব ফেলছে। যুক্তরাষ্ট্রের হাইকোর্টের রায়ে এই বিষয়গুলো উঠে এসেছে। এই বছরের শুরুর দিকে যুক্তরাজ্যের দি গার্ডিয়ান পত্রিকা খলিল মোল্লার মৃত্যুর বিষয়টি প্রকাশ করে। উল্লেখ্য, খলিল ‘ইকটা’ নামের একটি জাহাজ ভাঙ্গার কাজে চট্টগ্রামের শিপইয়ার্ডে নিয়োজিত ছিলেন। এ প্রসঙ্গে বাংলাদেশের শ্রম ও মানবাধিকার আইন বিশেষজ্ঞ ব্যারিস্টার তাপস কান্তি বল এই রায়কে স্বাগত জানিয়ে জনকণ্ঠকে বলেন, জাহাজ ভাঙ্গা শিল্প বাংলাদেশের একটি গুরুত্বপূর্ণ শিল্প। বাংলাদেশ সুপ্রীমকোর্টের একাধিক রায়ে এই শিল্পের কর্মপরিবেশ উন্নত করা, শ্রমিকদের নিরাপত্তা নিশ্চিত করা এবং ঝুঁকিপূর্ণ জাহাজ বাংলাদেশে ভাঙ্গার জন্য না নিয়ে আসতে নির্দেশনা প্রদান করেছেন। কিন্তু অত্যন্ত দুঃখজনক যে বেশিরভাগ জাহাজ ভাঙ্গা কোম্পানি এই নিয়ম এবং নির্দেশনা মানছেন না।

রায়ে যুক্তরাজ্যের হাইকোর্টের বিচারক বলেন, মারান ইউকে লিমিটেডের দায়িত্ব ছিল জাহাজ ভাঙ্গার সময় মোঃ খলিল মোল্লার যথাযথ নিরাপত্তার ব্যবস্থা করা। খলিল ‘ইকটা’ নামের একটি জাহাজ ভাঙ্গার কাজে চট্টগ্রামের শিপইয়ার্ডে নিয়োজিত ছিলেন। জাহাজটির ওজন ছিল তিন লাখ টন। এ বছরের শুরুর দিকে যুক্তরাজ্যের দি গার্ডিয়ান পত্রিকা খলিল মোল্লার মৃত্যুর বিষয়টি প্রকাশ করে। মারান ইউকে গ্রিক একটি শিপিং গ্রুপের মালিকানাধীন একটি কোম্পানি। এই কোম্পানি ওই জাহাজটির মালিক কিংবা খলিল মোল্লার চাকরিদাতা নন। তবে তারা জাহাজটি বাংলাদেশের শিপইয়ার্ডে ভাঙ্গার কমিশন প্রদান করেন। গার্ডিয়ান পত্রিকার মতে বাংলাদেশের শিপিং ইয়ার্ডগুলোতে কাজের পরিবেশ অত্যন্ত ঝুঁকিপূর্ণ।

বিচারপতি তার রায়ে খলিল মোল্লার স্ত্রী হামিদা বেগমের অবহেলাজনিত মৃত্যুর ক্ষতিপূরণের দাবি নাকচ করেননি। বরং তিনি হামিদা বেগমের আইনজীবীর সঙ্গে একমত পোষণ করে বলেন, মারান ইচ্ছে করলে বাংলাদেশে জাহাজ ভাঙ্গতে না পাঠিয়ে অন্য কোন দেশে ভাঙ্গতে পাঠাতে পারতেন যেখানে কর্মপরিবেশ ঝুঁকিপূর্ণ নয়। কিন্তু বেশি লাভের আশায় ঝুঁকিপূর্ণ কর্মপরিবেশের কথা জানা সত্ত্বেও মারান জাহাজটিকে বাংলাদেশে পাঠায়। আর এই ঝুঁকিপূর্ণ পরিবেশের কারণেই এই শ্রমিকের মৃত্যু হয়েছে যা মারান কোনভাবেই এড়াতে পারে না। এই রায়ের ফলে হামিদা বেগম এক লাখ পাউন্ড সমপরিমাণ ক্ষতিপূরণ পেতে পারেন।

হামিদা বেগমের সলিসিটর অলিভার হল্যান্ড এই রায় পাওয়ার পরে বলেন, এই রায়টি হামিদা বেগমের জন্য অনেক স্বস্তিদায়ক একটি রায়। হামিদা বেগম শুধু যে তার স্বামীকে হারিয়েছেন তা নয় তার জীবনে নিরাপত্তা এবং আয় রোজগারের পথও হারিয়েছেন। তিনি মনে করেন এই রায়ের ফলে যুক্তরাজ্যের জাহাজ কোম্পানিগুলো দক্ষিণ এশিয়ার ঝুঁকিপূর্ণ কর্মপরিবেশে জাহাজ ভাঙ্গতে পাঠানোর আগে দুবার ভাববে, কারণ এই রায়ের ফলে বাংলাদেশ বা ভারত বা পাকিস্তানে কোন শ্রমিক জাহাজ ভাঙ্গতে গিয়ে আহত হলে কিংবা মৃত্যুবরণ করলে তার দায় এই কোম্পানিগুলো এড়াতে পারবে না। এই জাহাজগুলো অত্যন্ত বিষাক্ত, এ্যাসবেস্টস এবং রেডিও একটিভ পদার্থে পরিপূর্ণ। শিপইয়ার্ডগুলোতে জাহাজগুলো শ্রমিকদেরকে হাত দিয়ে ভাঙ্গতে হয়, জাহাজগুলো সমুদ্র তীরে নোঙ্গর করা থাকে, কোন ক্রেন দিয়ে আটকানো থাকে না।

স্টকমার্কেটবিডি.কম/

নর্দার্ণ ইন্স্যূরেন্সের বাৎসরিক বোর্ড সভা আহবান

northern-smbdস্টকমার্কেটবিডি ডেস্ক :

শেয়ারবাজারে তালিকাভুক্ত বিমা খাতের প্রতিষ্ঠান নর্দার্ণ জেনারেল  ইন্সুরেন্স বাংলাদেশ লিমিটেডের বাৎসরিক বোর্ড সভা আগামী ২১ জুলাই আহবান করা হয়েছে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

এদিন বেলা ৫ টা ৩০ মিনিটে রাজধানীর মতিঝিলে অবস্থিত  নিজস্ব কার্যলয়ে এ বোর্ড সভা অনুষ্ঠিত হবে।

এ বোর্ড সভায় ৩০ ডিসেম্বর শেষ হওয়া ২০১৯ সালের নিরীক্ষীত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করা হবে।

এ সভায় লভ্যাংশ ঘোষণা আসতে পারে। এসভায় এজিএমের তারিখ ঘোষণা করা হবে।

গত বছর এই বিমাটি ১০ শতাংশ নগদ লভ্যাংশ ঘোাষণা করেছিল।

স্টকমার্কেটবিডি.কম/ইএসএ

দুই পরিচালকের ১০টি করে শেয়ার ক্রয়ের ঘোষণা

takaful-smbdস্টকমার্কেটবিডি ডেস্ক :

শেয়ারবাজারে তালিকাভুক্ত বিমা খাতের কোম্পানি তাকাফুল ইসলামী ইন্স্যূরেন্স লিমিটেডের দুইজন পরিচালক তাদের শেয়ার ক্রয়ের ঘোষণা দিয়েছেন। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

মো: আবুল হাসেম ও শামসুল আরেফিন খালেদ   নামে বিমাটির দুই পরিচালক ১০টি করে শেয়ার ক্রয়ের ক্রয়ের ঘোষণা দিয়েছেন।

ঘোষণার পর ৩০ দিনের মধ্যে উল্লেখিত পরিমাণ শেয়ার ক্রয় করা হবে বলে বিমাটির পক্ষ থেকে জানানো হয়।

এ পরিচালক এসব শেয়ার চলমান বাজার দরে পাবলিক মার্কেটে ক্রয় করেন।

স্টকমার্কেটবিডি.কম/এমএ

  1. বেক্সিমকো ফার্মা
  2. গ্রামীণফোন লিমিটেড
  3. বীকন ফার্মা
  4. ইন্দো বাংলা ফার্মাসিটিউক্যালস
  5. নাহী এলুমিনাম কম্পোজিট
  6. স্কয়ার ফার্মা
  7. প্যারামাউন্ট টেক্সটাইল
  8. জেনেক্স ইনফোসিস
  9. বাংলাদেশ সাবমেরিন ক্যাবল
  10. ওরিয়ন ফার্মা লিমিটেড।