ছয় মাস কিস্তি না দিলে সিএমএসএমই ঋণ খেলাপি

bbস্টকমার্কেটবিডি প্রতিবেদক :

কটেজ, মাইক্রো, ক্ষুদ্র ও মাঝারি উদ্যোক্তা (সিএমএসএমই) ঋণের কিস্তি ছয় মাস আদায় না হলেই নিম্নমানের খেলাপি হিসেবে বিবেচিত হবে। এসব ঋণ ১৮ মাস পার হলে সন্দেহজনক মান এবং ৩০ মাস পার হলে মন্দমানের ঋণের পরিণত হবে।

একই সঙ্গে সিএমএসএমই খাতের সকল ঋণের প্রভিশন সংরক্ষণের হার নির্ধারণ করে দিয়েছে বাংলাদেশ ব্যাংক।

মঙ্গলবার (২১ জুলাই) এসব বিষয়ে নির্দেশনা দিয়ে একটি প্রজ্ঞাপন জারি করে সকল তফসিলি ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) ও প্রধান নির্বাহী কর্মকর্তার কাছে পাঠিয়েছে কেন্দ্রীয় ব্যাংক।

এতে বলা হয়েছে, কটেজ, মাইক্রো, ক্ষুদ্র ও মাঝারি উদ্যোক্তা (সিএমএসএমই) ঋণের কিস্তি ছয় মাস আদায় না হলেই খেলাপি হিসেবে বিবেচিত হবে। ১৮ মাস পর্যন্ত এসব নিম্নমানের খেলাপি ঋণের জন্য ৫ শতাংশ হারে নিরাপত্তা সঞ্চিতি বা প্রভিশন সংরক্ষণ করতে হবে।

একইভাবে ১৮ মাস পার হলে এসব খেলাপি ঋণ সন্দেহজনক মানের হবে। ৩০ মাস পর্যন্ত এসব ঋণের জন্য ২০ শতাংশ প্রভিশন সংরক্ষণ করতে হবে। ৩০ মাস পর থেকে মন্দমানের খেলাপি ঋণের জন্য ১০০ শতাংশ হারে প্রভিশন সংরক্ষণ করতে হবে।

স্টকমার্কেটবিডি.কম/

এক হাজার টাকার নতুন নোট ছাড়ল বাংলাদেশ ব্যাংক

aHR0cHM6Ly93d3cuZGFpbHlqYW5ha2FudGhhLmNvbS9jbG91ZC11cGxvYWRzL2RlZmF1bHQvYXJ0aWNsZS1pbWFnZXMvMjAyMDA3LzE1OTUyNDk3NjNfODguanBnস্টকমার্কেটবিডি প্রতিবেদক :

বাংলাদেশ ব্যাংকের মতিঝিল অফিস থেকে সোমবার এক হাজার টাকার নতুন নোটটি ইস্যু করা হয়েছে। জালকরণ ঠেকাতে রঙ পরিবর্তনশীল হলোগ্রাফিযুক্ত এই ১০০০ টাকার নোট প্রচলন করলো কেন্দ্রীয় ব্যাংক। পরে কেন্দ্রীয় ব্যাংকের অন্যান্য অফিস থেকে এটি ইস্যু করা হবে।

কেন্দ্রীয় ব্যাংক এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে। এতে বলা হয়েছে, সর্বোচ্চ মূল্যমানের ব্যাংক নোট বিবেচনায় ১০০০ টাকা মূল্যমান নোটের নিরাপত্তা বৈশিষ্ট্য অধিকতর সুদৃঢ় করা এবং নোট জালকরণ প্রতিরোধ করার লক্ষ্যে রঙ পরিবর্তনশীল হলোগ্রাফিক নিরাপত্তা সুতা সংযোজনপূর্বক বঙ্গবন্ধুর প্রতিকৃতি সম্বলিত বিদ্যমান ডিজাইনে গভর্নর ফজলে কবির স্বাক্ষরিত ১৬০ মিলিমিটার (দৈর্ঘ্য) ও ৭০ মিলিমিটার (প্রস্থ) পরিমাপের নতুন নোট মুদ্রণ করা হয়েছে। নোটটি ২০ জুলাই বাংলাদেশ ব্যাংকের মতিঝিল অফিস থেকে ইস্যু করা হয়েছে এবং পরবর্তীতে বাংলাদেশ ব্যাংকের অন্যান্য অফিস থেকে এটি ইস্যু করা হবে।

নতুন নিরাপত্তা সুতাটি ইতিপূর্বে প্রচলনে থাকা নোটের নিরাপত্তা সুতা অপেক্ষা উন্নততর, যা নোট জাল প্রতিরোধে কার্যকর ভূমিকা রাখবে। নতুন এ নোটটিতে বিদ্যমান ১০০০ টাকা মূল্যমান ব্যাংক নোটের রঙ এবং ডিজাইন অপরিবর্তিত রেখে শুধু সম্মুখভাগে বাম পাশের নিরাপত্তা সুতাটি পরিবর্তন করা হয়েছে। নতুন এ নিরাপত্তা সুতাটি ৫ মিলিমিটার প্রশস্ত এবং নোটে নিরাপত্তা সুতার চারটি অংশ (উইন্ডো) দৃশ্যমান থাকবে। ৫ মিলিমিটার প্রশস্ত নতুন এ নিরাপত্তা সুতায় ‘বাংলাদেশ ব্যাংকের মনোগ্রাম’ এবং ‘১০০০ টাকা’ খচিত রয়েছে, যা কতিপয় ক্ষেত্রে নিরাপত্তা সুতার দৃশ্যমান অংশে সম্পূর্ণ ও আংশিক এবং কতিপয় ক্ষেত্রে নিরাপত্তা সুতার ভেতরে অবস্থান করবে।

স্টকমার্কেটবিডি.কম/

একনেক সভায় ১১৩৬ কোটি টাকার ৬ প্রকল্প অনুমোদন

ECNECস্টকমার্কেটবিডি ডেস্ক :

জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) সভায় ১ হাজার ১৩৬ কোটি ৮৪ লাখ টাকা ব্যয়ে ৬ প্রকল্পের অনুমোদন দেওয়া হয়েছে। এর মধ্যে সরকার দেবে ১ হাজার ২৮ কোটি ৫১ লাখ টাকা এবং বৈদেশিক ঋণ ও অনুদান ১০৮ কোটি ৩০ লাখ টাকা।

মঙ্গলবার (২১ জুলাই) প্রধানমন্ত্রী ও একনেকের চেয়ারপারসন শেখ হাসিনার সভাপতিত্বে প্রকল্পগুলোর অনুমোদন দেওয়া হয়।

রাজধানীর শেরেবাংলা নগরের এনইসি সম্মেলন কক্ষে সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের মন্ত্রী ও সচিবরা উপস্থিত ছিলেন এবং প্রধানমন্ত্রী ও পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান গণভবন থেকে ভিডিও কনফারেন্সিংয়ের মাধ্যমে একনেক সভায় যুক্ত হন।

অনুমোদিত প্রকল্পগুলোর মধ্যে ২৩৬ কোটি ৬৭ লাখ টাকা ব্যয়ে ‘চর ডেভেলপমেন্ট অ্যান্ড সেটেলমেন্ট প্রজেক্ট-ব্রিজিং’ প্রকল্পের অনুমোদন দেয়া হয়েছে। এ প্রকল্প এলাকায় প্রস্তাবিত ভৌত কাজসমূহ টেকসইকরণের লক্ষ্যে প্রাতিষ্ঠানিক দক্ষতা উন্নয়ন, উপকূলীয় চর উন্নয়ন বিষয়ক উপাত্ত সংগ্রহ ও উপকূলীয় চর এলাকার দরিদ্র জনগোষ্ঠীর নিরাপদ বসবাস স্থাপন ও তাদের জীবনযাত্রার মান উন্নয়নসহ অর্থনৈতিক ও সামাজিক অবস্থার উন্নয়ন সাধন করা হবে। প্রকল্পটি নোয়াখালীর সুবর্ণচর, হাতিয়া, কোম্পানীগঞ্জ ও কবিরহাটে বাস্তবায়িত হবে।

প্রকল্পের প্রধান কার্যক্রমসমূহ হলো ১৭১ কিলোমিটার খাল পুনঃখনন, বিকল্প বাঁধ নির্মাণ, নদী তীর প্রতিরক্ষা ও ২৯৩ হেক্টর ভূমি অধিগ্রহণ।

২৫৯ কোটি টাকা ব্যয়ে ‘খুলনা শিপইয়ার্ড সড়ক প্রশস্তকরণ ও উন্নয়ন (১ম সংশোধিত) প্রকল্পের অনুমোদন দেওয়া হয়েছে। বিদ্যমান অপ্রশস্ত সড়ক প্রশস্তকরণ ও উন্নয়ন, রূপসা ব্রিজ অ্যাপ্রোচ সড়ক থেকে খুলনা শহরে প্রবেশের জন্য স্বল্পতম দূরত্বের সড়ক নির্মাণ এবং যোগাযোগ ব্যবস্থার উন্নয়ন ও যানজট হ্রাস করা হবে।

২৬০ কোটি টাকা ব্যয়ে ‘লাঙ্গলবন্দ-কাইকারটেক-নবীগঞ্জ জেলা মহাসড়কের লাঙ্গলবন্দ হতে মিনারবাড়ী পর্যন্ত সড়ক প্রশস্তকরণ প্রকল্পের অনুমোদন দেওয়া হয়েছে।

এ প্রকল্পের আওতায় লাঙ্গলবন্দ-কাইকারটেক-নবীগঞ্জ জেলা মহাসড়কের লাঙ্গলবন্দ হতে মিনারবাড়ী পর্যন্ত সড়ক প্রশস্তকরণের মাধ্যমে নিরাপদ, আরামদায়ক, সময় ও ব্যয় সাশ্রয়ী সড়ক যোগাযোগ প্রতিষ্ঠা করা হবে।

৭৬ কোটি টাকা ব্যয়ে ‘কুমিল্লা জেলার তিতাস ও হোমনা উপজেলায় তিতাস নদী (লোয়ার তিতাস) পুনঃখনন’ প্রকল্পের অনুমোদন দেওয়া হয়েছে। ভরাট হয়ে যাওয়া তিতাস নদী পুনঃখননের মাধ্যমে পানি নিষ্কাশন ব্যবস্থার উন্নয়নসহ জলাবদ্ধতা দূর করা হবে। এর পাশাপাশি অনাবাদী জমি আবাদযোগ্য করা, নৌ চলাচল সুবিধা সৃষ্টি, মৎস্য উৎপাদন বৃদ্ধি করে আর্থ-সামাজিক অবস্থার উন্নয়ন করা হবে।

৪০১ কোটি টাকা ব্যয়ে গাইবান্ধা জেলার সদর ও সুন্দরগঞ্জ উপজেলার গোঘাট ও খানাবাড়ীসহ পার্শ্ববর্তী এলাকা যমুনা নদীর ডান তীরের ভাঙন হতে রক্ষা প্রকল্পের অনুমোদন দেওয়া হয়েছে। প্রকল্পের আওতায় ব্রহ্মপুত্র নদের ভাঙন থেকে গাইবান্ধা জেলার সদর ও সুন্দরগঞ্জ উপজেলায় প্রকল্প এলাকায় অবস্থিত বসতবাড়ি, শিক্ষা প্রতিষ্ঠান, রাস্তাঘাট, বাজার, ফসলী জমিসহ সরকারি-বেসরকারি বিভিন্ন স্থাপনা রক্ষা হবে।

১২৩ কোটি টাকা ব্যয়ে ‘বৃহত্তর ময়মনসিংহ অঞ্চলের ফসলের নিবিড়তা বৃদ্ধিকরণ’ প্রকল্পের অনুমোদন দেওয়া হয়েছে। প্রকল্পের মাধ্যমে স্থায়ী ও মৌসুমী পতিত জমি চাষের আওতায় এনে প্রকল্প এলাকার শস্যের গড় নিবিড়তা ২০৮ শতাংশ থেকে ২১০ শতাংশ বৃদ্ধি করা হবে। বিদ্যমান শস্য বিন্যাসে বিভিন্ন ফসল আবাদের মাধ্যমে বহুমুখী শস্য আবাদ এলাকা গড়ে তোলা হবে।

স্টকমার্কেটবিডি.কম/কেএ

হাক্কানী পাল্পের ৩য় প্রান্তিকের প্রতিবেদন প্রকাশ

hakkaniস্টকমার্কেটবিডি ডেস্ক :

শেয়ারবাজারে তালিকাভুক্ত কাগজ ও প্রকাশনা খাতের কোম্পানি হাক্কানী পাল্প এন্ড পেপার মিলস লিমিটেডের চলতি বছরের তৃতীয় প্রান্তিকের আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে। কোম্পানি সূত্রে তথ্য জানা গেছে।

আর্থিক প্রতিবেদন সূত্রে জানা যায়, এই প্রান্তিকে (জানু-মার্চ, ২০) কোম্পানিটির শেয়ার প্রতি লোকসান (ইপিএস) হয়েছে ০.৩৪ টাকা। গত বছরের এ সময়ের কোম্পানিটির শেয়ার প্রতি লোকসান ছিল ০.৪২ টাকা।

আর (জুলাই ১৯-মার্চ, ২০) এ ৯ মাসে কোম্পানিটির শেয়ার প্রতি লোকসান (ইপিএস) হয়েছে ০.৮২ টাকা। গত বছরের একই সময়ের কোম্পানিটির শেয়ার প্রতি লোকসান ছিল ১.০৬ টাকা।

এ সময়ে কোম্পানির শেয়ার প্রতি প্রকৃত সম্পদের মূল্য (এনএভি) দাঁড়িয়েছে ২৪.৯১ টাকা। যা ২০১৯ সালের ৩০ জুন ছিল ২৬.০৭ টাকা।

স্টকমার্কেটবিডি.কম/কেএ

বিদেশি বিনিয়োগের লভ্যাংশ দেশে প্রেরণের প্রক্রিয়া সহজ হলো

bbস্টকমার্কেটবিডি প্রতিবেদক :

বিদেশি বিনিয়োগ হতে লভ্যাংশ বাবদ রেমিট্যান্স প্রেরণের প্রক্রিয়া সহজ করলো বাংলাদেশ ব্যাংক। এখন থেকে লভ্যাংশ বাবদ অর্থ নিজ দেশে প্রেরণের ক্ষেত্রে সংশ্লিষ্ট ডকুমেন্ট পরীক্ষা-নিরীক্ষার জন্য বাংলাদেশ ব্যাংকে প্রেরণ করতে হবে না। তবে লভ্যাংশ প্রেরণের সাধারণ নির্দেশনা অনুসরণ এবং সংশ্লিষ্ট তথ্য ও ডকুমেন্ট ব্যাংলাদেশ ব্যাংক ও অন্যান্য প্রতিষ্ঠান কর্তৃক পরিদর্শনের জন্য সংরক্ষণ করতে হবে।

আজ মঙ্গলবার বাংলাদেশ ব্যাংকের বৈদেশিক মুদ্রা নীতি বিভাগ থেকে এ সংক্রান্ত সার্কুলার জারি করা হয়েছে।

সংশ্লিষ্টরা জানান, বাংলাদেশ ব্যাংকের এ সিদ্ধান্ত লেনদেন সহজ এবং লেনদেনের ব্যয় কমাতে সহায়তা করাসহ বিদেশী বিনিয়োগ বৃদ্ধিতে সহায়তা করবে।

জানা যায়, কোম্পানির বোর্ড সভার সিদ্ধান্ত অনুসারে লভ্যাংশ ঘোষণা করা হয়। তালিকাভুক্ত প্রতিষ্ঠানের ক্ষেত্রে এ ধরণের পদ্ধতি না থাকলেও অতালিকাভুক্ত প্রতিষ্ঠানগুলোকে ঘটনাত্তোর পরীক্ষা ব্যবস্থার সম্মূখীন হতে হতো। যা অথরাইজড ডিলার ব্যাংক এবং রেমিট্যান্স সুবিধা প্রদানকারী প্রতিষ্ঠানের মধ্যে অস্বস্তি সৃষ্টি করে।

এ বিষয়ে বাংলাদেশ ব্যাংকের একজন কর্মকর্তা বলেন, রপ্তানি প্রক্রিয়াজাতকরণ অঞ্চল (ইপিজেড) অর্থনৈতিক অঞ্চল (ইজেড) এবং হাইটেক পার্কে (এইচটিপি) অবস্থিত প্রতিষ্ঠানের লভ্যাংশ ঘটনাত্তোর পরীক্ষা-নিরীক্ষা ছাড়াই প্রেরণ করা যায় । নতুন নির্দেশনার দ্বারা বিশেষায়িত অঞ্চল এবং দেশের অন্যান্য অঞ্চলগুলির মধ্যে বিদ্যমান অসমতা দূর করা হলো।

স্টকমার্কেটবিডি.কম

পূবালী ব্যাংকের ২য় প্রান্তিকের বোর্ড সভা ২৮ জুলাই

pubaliস্টকমার্কেটবিডি ডেস্ক :

শেয়ারবাজারে তালিকাভুক্ত ব্যাংকিং শিল্প খাতের কোম্পানি পূবালী ব্যাংক লিমিটেডের দ্বিতীয় প্রান্তিক বোর্ড সভা আগামী ২৮ জুলাই আহবান করা হয়েছে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

ঢাকা স্টক এক্সচেঞ্জ (লিস্টিং) রেজুলেশন ২০১৫ এর ১৬(১) ধারা অনুযায়ী, এই বোর্ড সভায় ব্যাংকটি ৩০ জুন ২০২০ সালের ২য় প্রান্তিকের অনিরীক্ষিত এই আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করা হবে।

এদিন বেলা ৪টা রাজধানীতে নিজস্ব অফিসে অনুষ্ঠিত এ সভায় ব্যাংকটির ২য় প্রান্তিকের ইপিএস ও ন্যাভসহ অন্যান্য আর্থিক তথ্য শেয়ারহোল্ডারদের জানিয়ে দেওয়া হবে।

স্টকমার্কেটবিডি.কম/ইএস

ফিনিক্স ফাইন্যান্সের ২য় প্রান্তিকের বোর্ড সভা আহবান

boardস্টকমার্কেটবিডি ডেস্ক :

শেয়ারবাজারে তালিকাভুক্ত নন ব্যাংকিং আর্থিক প্রতিষ্ঠান খাতের কোম্পানি ফিনিক্স ফাইন্যান্স এন্ড ইনভেস্টমেন্টসের লিমিটেডের দ্বিতীয় প্রান্তিক বোর্ড সভা আগামী ২৭ জুলাই আহবান করা হয়েছে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

ঢাকা স্টক এক্সচেঞ্জ (লিস্টিং) রেজুলেশন ২০১৫ এর ১৬(১) ধারা অনুযায়ী, এই বোর্ড সভায় কোম্পানিটির ৩০ জুন ২০২০ সালের ২য় প্রান্তিকের অনিরীক্ষিত এই আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করা হবে।

এদিন বেলা ৩টা রাজধানীতে নিজস্ব অফিসে অনুষ্ঠিত এ সভায় কোম্পানিটির ২য় প্রান্তিকের ইপিএস ও ন্যাভসহ অন্যান্য আর্থিক তথ্য শেয়ারহোল্ডারদের জানিয়ে দেওয়া হবে।

স্টকমার্কেটবিডি.কম/ইএস

ডাচ বাংলা ব্যাংকের ২য় ব্যাংকের বোর্ড সভা ২৮ জুলাই

dutch-smbdস্টকমার্কেটবিডি ডেস্ক :

শেয়ারবাজারে তালিকাভুক্ত ব্যাংকিং খাতের কোম্পানি ডাচ বাংলা ব্যাংক লিমিটেডের দ্বিতীয় প্রান্তিক বোর্ড সভা আগামী ২৮ জুলাই আহবান করা হয়েছে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

ঢাকা স্টক এক্সচেঞ্জ (লিস্টিং) রেজুলেশন ২০১৫ এর ১৬(১) ধারা অনুযায়ী, এই বোর্ড সভায় কোম্পানিটির ৩০ জুন ২০২০ সালের ২য় প্রান্তিকের অনিরীক্ষিত এই আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করা হবে।

এদিন বেলা ৩টায় রাজধানীতে কোম্পানির নিজস্ব অফিসে অনুষ্ঠিত এ সভায় কোম্পানিটির ২য় প্রান্তিকের ইপিএস ও ন্যাভসহ অন্যান্য আর্থিক তথ্য শেয়ারহোল্ডারদের জানিয়ে দেওয়া হবে।

স্টকমার্কেটবিডি.কম/কেএ

  1. বেক্সিমকো ফার্মা
  2. স্কয়ার ফার্মা
  3. গ্রামীনফোন লিমিটেড
  4. পাইওনিয়ার ইন্সুরেন্স
  5. বাংলাদেশ শিপিং কর্পোরেশন
  6. বাংলাদেশ সাবমেরিন ক্যাবল
  7. গোল্ডেন হারভেস্ট এগ্রো
  8. মুন্নু সিরামিক ইন্ডাস্ট্রিজ
  9. বীকন ফার্মাসিউটিক্যালস
  10. ইন্দো-বাংলা ফার্মাসিউটিক্যালস।