স্ট্যান্ডার্ড ইন্স্যূরেন্সের ১০ শতাংশ লভ্যাংশ ঘোষণা

standard-smbdস্টকমার্কেটবিডি ডেস্ক :

শেয়ারবাজারে তালিকাভুক্ত বিমা খাতের কোম্পানি স্ট্যান্ডার্ড ইন্স্যূরেন্স কোম্পানি লিমিটেডের পরিচালনা বোর্ড শেয়ারহোল্ডারদের জন্য ১০ শতাংশ নগদ লভ্যাংশ ঘোষণা করেছে। কোম্পানি সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্র জানায়, ৩১ ডিসেম্বর ২০১৯ পর্যন্ত সমাপ্ত অর্থবছরের আর্থিক প্রতিবেদন পর্যালোচনা শেষে এই লভ্যাংশ দিয়েছে বিমাটি।

এ বছর বিমাটির শেয়ার প্রতি আয় করেছে ১.৮৮ টাকা। ৩১ ডিসেম্বর পর্যন্ত বিমাটির শেয়ার প্রতি সম্পদের পরিমাণ দাঁড়িয়েছে ১৮.০২ টাকা।

আগামী ৯ সেপ্টেম্বর বিমাটির বার্ষিক সাধারণ সভা (এজিএম) অনুষ্ঠিত হবে। আর রেকর্ড ডেট নির্ধারণ হয়েছে ২০ আগষ্ট।

স্টকমার্কেটবিডি.কম/ইএসএ

  1. বেক্সিমকো ফার্মা
  2. ব্রিটিশ আমেরিকান টোবাকো বাংলাদেশ
  3. পাইওনিয়ার ইন্সুরেন্স
  4. ফাইন ফুডস
  5. বাংলাদেশ এক্সপোর্ট ইম্পোর্ট
  6. ইস্টার্ণ ইন্সুরেন্স
  7. বারাকা পাওয়ার
  8. গ্রামীনফোন লিমিটেড
  9. বাংলাদেশ সাবমেরিন ক্যাবলস
  10. খুলনা পাওয়া লিমিটেড।

ডিএসইতে বাড়লেও সিএসইতে কমেছে লেনদেন

DSE_CSE-smbdস্টকমার্কেটবিডি প্রতিবেদক :

দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেন আগের দিনের তুলনায় বেড়েছে। এদিন সেখানে সূচকের মিশ্রাবস্থা দেখে গেছে। আর চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জেও (সিএসই) সূচক আগের দিনের তুলনায় বেড়েছে। ডিএসই ও সিএসই সূত্রে এ তথ্য জানা যায়।

মঙ্গলবার লেনদেন শেষে ডিএসইতে প্রধান সূচক ডিএসইএক্স ১১.১৬ পয়েন্ট বেড়ে অবস্থান বেড়ে ৪১৫৬ পয়েন্টে। আর ডিএসই শরিয়াহ সূচক ২.০৮ কমে বেড়ে অবস্থান করছে ৯৬৩ পয়েন্টে এবং ডিএস-৩০ সূচক ১.৬৬ পয়েন্ট বেড়ে অবস্থান করে ১৪০২ পয়েন্টে।

এদিন লেনদেন হয়েছে ৪৪৪ কোটি ৬০ লাখ টাকা। গতকাল সোমবার লেনদেনের পরিমাণ ছিল ৪৩৭ কোটি ১৮ লাখ টাকা।

ডিএসইতে আজ ৩৫০টি কোম্পানি ও মিউচুয়াল ফান্ডের শেয়ারের লেনদেন হয়। এর মধ্যে ১১৫টির শেয়ারের দর বেড়েছে, কমেছে ৫৭টির। আর দর অপরিবর্তিত আছে ১৭৮টির।

এদিন ডিএসইতে লেনদেনে এগিয়ে থাকা ১০টি কোম্পানি হলো- বেক্সিমকো ফার্মা, ব্রিটিশ আমেরিকান টোবাকো বাংলাদেশ, পাইওনিয়ার ইন্সুরেন্স, ফাইন ফুডস, বাংলাদেশ এক্সপোর্ট ইম্পোর্ট, ইস্টার্ণ ইন্সুরেন্স, বারাকা পাওয়ার, গ্রামীনফোন লিমিটেড, বাংলাদেশ সাবমেরিন ক্যাবলস ও খুলনা পাওয়া লিমিটেড।

অন্যদিকে দেশের অপর বাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) ব্রড ইনডেক্স ৩৭.৯৭ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ১১ হাজার ৮৩৪ পয়েন্টে।

দিনভর লেনদেন হওয়া ২২৯টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দরবেড়েছে ৭৯টির, কমেছে ৫৪টির ও দর অপরিবর্তিত রয়েছে ৯৬টির।

এদিন সিএসইতে লেনদেন হয়েছে ৭ কোটি ২২ লাখ টাকা। গতকাল সোমবার সেখানে লেনদেন হয়েছে ৯ কোটি ৫১ লাখ টাকা।

দিনশেষে সিএসইতে লেনদেনের শীর্ষে রয়েছে এডিএন টেলিকম ও খুলনা পাওয়ার কোম্পানি লিমিটেড।

স্টকমার্কেটবিডি.কম

এশিয়া প্যাসিফিক ইন্স্যূরেন্সের বোর্ড সভা আহবান

Asia-Pac-smbdস্টকমার্কেটবিডি ডেস্ক :

শেয়ারবাজারে তালিকাভুক্ত বিমা খাতের কোম্পানি এশিয়া প্যাসিফিক ইন্স্যূরেন্স কোম্পানি লিমিটেড দ্বিতীয় প্রান্তিক বোর্ড সভা আগামী ৩০ জুলাই আহবান করা হয়েছে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

ঢাকা স্টক এক্সচেঞ্জ (লিস্টিং) রেজুলেশন ২০১৫ এর ১৬(১) ধারা অনুযায়ী, এই বোর্ড সভায় বিমাটির ৩০ জুন শেষ হওয়া ২০২০ সালের ২য় প্রান্তিকের অনিরীক্ষিত এই আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করা হবে।

এদিন বেলা ৩টায় রাজধানীতে নিজস্ব অফিসে অনুষ্ঠিত এ সভায় বিমাটির ২য় প্রান্তিকের ইপিএস ও ন্যাভসহ অন্যান্য আর্থিক তথ্য শেয়ারহোল্ডারদের জানিয়ে দেওয়া হবে।

স্টকমার্কেটবিডি.কম/ইএস

ইষ্টার্ণ ব্যাংকের বোর্ড সভা ২৯ জুলাই

eblস্টকমার্কেটবিডি ডেস্ক :

শেয়ারবাজারে তালিকাভুক্ত ব্যাংকিং খাতের কোম্পানি ইষ্টার্ণ ব্যাংক লিমিটেডের দ্বিতীয় প্রান্তিক বোর্ড সভা আগামী ২৯ জুলাই পূন:আহবান করা হয়েছে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

ঢাকা স্টক এক্সচেঞ্জ (লিস্টিং) রেজুলেশন ২০১৫ এর ১৬(১) ধারা অনুযায়ী, এই বোর্ড সভায় ব্যাংকটি ৩০ জুন ২০২০ সালের ২য় প্রান্তিকের অনিরীক্ষিত এই আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করা হবে।

এদিন বেলা ৩টায় রাজধানীতে নিজস্ব অফিসে অনুষ্ঠিত এ সভায় ব্যাংকটির ২য় প্রান্তিকের ইপিএস ও ন্যাভসহ অন্যান্য আর্থিক তথ্য শেয়ারহোল্ডারদের জানিয়ে দেওয়া হবে।

স্টকমার্কেটবিডি.কম/ইএস

সন্ধানী ইন্স্যূরেন্সের বাৎসরিক বোর্ড সভা আহবান

sandani-smbdস্টকমার্কেটবিডি ডেস্ক :

শেয়ারবাজারে তালিকাভুক্ত বিমা খাতের প্রতিষ্ঠান সন্ধ্যানী লাইফ ইন্সুরেন্স লিমিটেডের বাৎসরিক বোর্ড সভা আগামী ৬ আগষ্ট আহবান করা হয়েছে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

এদিন বেলা ২ টা ৪৫ মিনিটে নিজস্ব কার্যলয়ে এ বোর্ড সভা অনুষ্ঠিত হবে।

এ বোর্ড সভায় ৩০ ডিসেম্বর শেষ হওয়া ২০১৯ সালের নিরীক্ষীত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করা হবে।

এ সভায় লভ্যাংশ ঘোষণা আসতে পারে। এসভায় এজিএমের তারিখ ঘোষণা করা হবে।

গত বছর এই বিমাটি ১৮ শতাংশ নগদ লভ্যাংশ ঘোাষণা করেছিল।

স্টকমার্কেটবিডি.কম/ইএসএ

মার্কেন্টাইল ব্যাংকের ২য় প্রান্তিকের আয় বেড়েছে

mercantilস্টকমার্কেটবিডি ডেস্ক :

শেয়ারবাজারে তালিকাভুক্ত ব্যাংকিং খাতের কোম্পানি মার্কেন্টাইল ব্যাংক বাংলাদেশ লিমিটেড দ্বিতীয় প্রান্তিকের আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে। কোম্পানি সূত্রে তথ্য জানা গেছে।

আর্থিক প্রতিবেদন সূত্রে জানা যায়, এই প্রান্তিকে (এপিল-জুন, ২০) ব্যাংকটির শেয়ার প্রতি সম্বনিত আয় (ইপিএস) হয়েছে ০.৫০ টাকা। গত বছরের এ সময়ের কোম্পানিটির শেয়ার প্রতি আয় ছিল ১.২৪ টাকা।

আর (জানু-জুন, ২০) এ ৬ মাসে ব্যাংকটির শেয়ার প্রতি সম্বনিত আয় (ইপিএস) হয়েছে ১.০৭ টাকা। গত বছরের এ সময়ের কোম্পানিটির শেয়ার প্রতি আয় ছিল ১.৭৯ টাকা।

এ সময়ে ব্যাংকটির শেয়ার প্রতি প্রকৃত সম্পদের সম্বনিত মূল্য (এনএভি) দাঁড়িয়েছে ২৩.৫০ টাকা। যা ২০১৯ সালের ৩১ ডিসেম্বর ছিল ২১.৭১ টাকা।

স্টকমার্কেটবিডি.কম/কেএ

নিটল ইন্স্যূরেন্সের ইপিএস বেড়েছে

nitol-smbdস্টকমার্কেটবিডি ডেস্ক :

শেয়ারবাজারে তালিকাভুক্ত বিমা খাতের কোম্পানি নিটল ইন্স্যূরেন্স লিমিটেড দ্বিতীয় প্রান্তিকের আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে। কোম্পানি সূত্রে তথ্য জানা গেছে।

আর্থিক প্রতিবেদন সূত্রে জানা যায়, এই প্রান্তিকে (এপিল-জুন, ২০) বিমাটির শেয়ার প্রতি সম্বনিত আয় (ইপিএস) হয়েছে ১.২১ টাকা। গত বছরের এ সময়ের কোম্পানিটির শেয়ার প্রতি আয় ছিল ০.৭১ টাকা।

আর (জানু-জুন, ২০) এ ৬ মাসে বিমাটির শেয়ার প্রতি সম্বনিত আয় (ইপিএস) হয়েছে ১.৫৫ টাকা। গত বছরের এ সময়ের কোম্পানিটির শেয়ার প্রতি আয় ছিল ১.৫১ টাকা।

এ সময়ে বিমার শেয়ার প্রতি প্রকৃত সম্পদের সম্বনিত মূল্য (এনএভি) দাঁড়িয়েছে ২৭.৪৪ টাকা। যা ২০২০ সালের ৩১ ডিসেম্বর ছিল ২৪.১৮ টাকা।

স্টকমার্কেটবিডি.কম/কেএ

মিউচ্যুয়াল ট্রাষ্ট ব্যাংকের আয় বেড়েছে

Mutual-Trust-Bank-Limited-Logo-Qস্টকমার্কেটবিডি ডেস্ক :

শেয়ারবাজারে তালিকাভুক্ত ব্যাংকিং খাতের কোম্পানি মিউচ্যুয়াল ট্রাষ্ট ব্যাংক বাংলাদেশ লিমিটেড দ্বিতীয় প্রান্তিকের আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে। কোম্পানি সূত্রে তথ্য জানা গেছে।

আর্থিক প্রতিবেদন সূত্রে জানা যায়, এই প্রান্তিকে (এপিল-জুন, ২০) কোম্পানিটির শেয়ার প্রতি সম্বনিত আয় (ইপিএস) হয়েছে ০.৭৯ টাকা। গত বছরের এ সময়ের কোম্পানিটির শেয়ার প্রতি আয় ছিল ০.৬৮ টাকা।

আর (জানু-জুন, ২০) এ ৬ মাসে কোম্পানিটির শেয়ার প্রতি সম্বনিত আয় (ইপিএস) হয়েছে ১.৫৫ টাকা। গত বছরের এ সময়ের কোম্পানিটির শেয়ার প্রতি আয় ছিল ১.২৮ টাকা।

এ সময়ে কোম্পানির শেয়ার প্রতি প্রকৃত সম্পদের সম্বনিত মূল্য (এনএভি) দাঁড়িয়েছে ২৪.৫০ টাকা। যা ২০১৯ সালের ৩১ ডিসেম্বর ছিল ২৩.১৬ টাকা।

স্টকমার্কেটবিডি.কম/কেএ