ডিজিটাল প্লাটফর্মে ডিএসই’র স্মরণসভা ও দোয়া মাহফিল

received_324230965368541.jpegস্টকমার্কেটবিডি প্রতিবেদক :

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান-এর ৪৫তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে আজ শনিবার, ১৫ আগস্ট দুপুর ১২:৩০ মিনিটে ঢাকা স্টক এক্সচেঞ্জ লিমিটেড ভার্চুয়্যাল পদ্ধতিতে স্মরণসভা ও দোয়া মাহফিলের আয়োজন করে।

ডিএসই চেয়ারম্যান মোঃ ইউনুসুর রহমান-এর সভাপতিত্বে স্মরণসভা ও দোয়া মাহফিলে প্রধান অতিথি হিসেবে সংযুক্ত ছিলেন বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশেনের চেয়ারম্যান অধ্যাপক শিবলী রুবাইয়াত-উল-ইসলাম৷

স্মরণসভা ও দোয়া মাহফিলে অংশগ্রহণ করেন বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের কমিশনার ও ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ, ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) এর পরিচালনা পর্ষদের সদস্যবৃন্দ ও শেয়ারহোল্ডার প্রতিনিধিবৃন্দ, চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ লিমিটেড, ডিবিএ’র পরিচালনা পর্ষদ, নবগঠিত সেন্ট্রাল কাউন্টার পার্টি অব বাংলাদেশ (সিসিবিএল), ফিন্যান্সিয়াল রিপোর্টিং কাউন্সিল (এফআরসি), সেন্ট্রাল ডিপোজিটরি অব বাংলাদেশ(সিডিবিএল) এর পরিচালনা পর্ষদসহ, আইসিবির প্রতিনিধি, বাংলাদেশ মার্চেন্ট ব্যাংকার্স এ্যাসোসিয়েশনের নির্বাহী সদস্যবৃন্দ, বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব পাবলিকলি লিস্টেড কোম্পানিজের (বিএপিএলসি) নির্বাহী সদস্যবৃন্দ, তালিকাভুক্ত ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক, এ্যাসেট ম্যানেজমেন্ট কোম্পানির প্রতিনিধি, ডিএসই’র ব্যবস্থাপনা পরিচালকসহ ঊর্ধতন কর্মকর্তা এবং সাংবাদিকবৃন্দ।

উক্ত স্মরণসভায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান স্মরণে বক্তব্য রাখেন: বিএসইসি’র কমিশনার ড. শেখ শামসুদ্দিন আহমেদ, অধ্যাপক ড. মিজানুর রহমান, সংসদ সদস্য কাজী ফিরোজ রশীদ, ডিএসই’র পরিচালক অধ্যাপক ড. মাসুদুর রহমান, মোঃ রকিবুর রহমান, সিএসই’র চেয়ারম্যান আসিফ ইব্রাহীম, সিডিবিএ’র চেয়ারম্যান শেখ কবির হোসেন, ভাইস চেয়ারম্যান এ কে এম নূরুল ফজল বুলবুল, ডিবিএ’র প্রেসিডেন্ট শরীফ আনোয়ার হোসেন এবং ডিএসই’র সাবেক পরিচালক মনোয়ারা হাকীম আলী।

সবশেষে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও তার পরিবারের সদস্যবৃন্দ, যারা ১৯৭৫ সালের এই দিনে নির্মমভাবে শহীদ হন, তাদের আত্মার মাগফেরাত কামনা করে দোয়া করা হয়।

স্টকমার্কেটবিডি.কম/

ডিএসইতে পিই রেশিও ৬.৫ শতাংশ বেড়েছে

PE-300x197স্টকমার্কেটবিডি ডেস্ক :

বিদায়ী সপ্তাহে প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) সার্বিক মূল্য আয় অনুপাত (পিই রেশিও) ৬.৫০ শতাংশ বেড়েছে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা গেছে, গত সপ্তাহের শুরুতে ডিএসইর পিই ছিল ১১.৬৯ পয়েন্টে। যা সপ্তাহ শেষে ১২.৪৫ পয়েন্টে অবস্থান করছে। অর্থাৎ সপ্তাহের ব্যবধানে পিই রেশিও ০.৭৬ পয়েন্ট বা ৬.৫০ শতাংশ বেড়েছে।

সপ্তাহ শেষে ব্যাংক খাতের পিই রেশিও অবস্থান করছে ৬.৮১ পয়েন্টে। এছাড়া তথ্যপ্রযুক্তি খাতের ১৫.৭৪ পয়েন্টে, বস্ত্র খাতের ১৪.৬১ পয়েন্টে, ওষুধ ও রসায়ন খাতের ১৯.৩৫ পয়েন্টে, প্রকৌশল খাতের ১৪.৭৩ পয়েন্টে, বীমা খাতের ১৬.৯০ পয়েন্টে, বিবিধ খাতের ২২.৩১ পয়েন্টে, খাদ্য খাতের ১২.২৮ পয়েন্টে, চামড়া খাতের ১৬.৫৫ পয়েন্টে, সিমেন্ট খাতের ২৮.২৮ পয়েন্টে, বিদ্যুৎ ও জ্বালানি খাতের ১১.৪৮ পয়েন্টে, আর্থিক খাতের ২৬.৫৮ পয়েন্টে, ভ্রমণ ও অবকাশ খাতের ৩১.৯২ পয়েন্টে, পেপার খাতের ৪৬.৪১ পয়েন্টে, টেলিযোগাযোগ খাতের ১১.৩৩ পয়েন্টে, সেবা ও আবাসন খাতের ১২.৮৯ পয়েন্টে, সিরামিক খাতের ২৪.১৬ পয়েন্টে এবং পাট খাতের পিই ৩৫.৬৯ পয়েন্টে অবস্থান করছে।

স্টকমার্কেটবিডি.কম/এম

শেয়ারবাজারে নতুন বিনিয়োগ ২১ হাজার কোটি টাকা

index upস্টকমার্কেটবিডি প্রতিবেদক :

সর্বশেষ সপ্তাহে প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের বাজার মূলধন (ডিএসই) ২১ হাজার ৪০২ কোটি টাকা বেড়েছে। এসময় অধিকাংশ শেয়ারের দর বাড়ায় সূচকও বেড়েছে। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

গত সপ্তাহের প্রথম দিন ডিএসইতে বাজার মূলধন ছিল ৩ লাখ ৩৩ হাজার ৬৮৫ কোটি টাকা আর সপ্তাহের শেষ দিনে এই মূলধন দাঁড়িয়েছে ৩ লাখ ৫৫ হাজার ৮৭ কোটি টাকা। এই হিসাবে গত সপ্তাহে ডিএসইতে মূলধন বেড়েছে ২১,৪০২ কোটি টাকা বা ৬.৪২ শতাংশ।

জানা গেছে, বিদায়ী সপ্তাহে মোট ৪ কার্যদিবসে ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) মোট লেনদেন হয়েছে ৪,৫০৪ কোটি ৮৯ লাখ টাকার। আগের সপ্তাহের ৪ দিনের লেনদেন হয়েছিল ২৯০৩ কোটি ৯০ লাখ টাকার। অর্থাৎ সপ্তাহের ব্যবধানে ডিএসইতে লেনদেন ৫৫.১৩ শতাংশ বেড়েছে।

ডিএসইতে সর্বশেষ সপ্তাহে গড় লেনদেন হয়েছে ১১২৬ কোটি ২২ লাখ টাকার লেনদেন হয়েছে। যা আগের সপ্তাহ থেকে ৬২.৫০ শতাংশ বেশি। আগের সপ্তাহে লেনদেন হয়েছিল ৭২৫ কোটি ৯৭ লাখ টাকার উপরে।

বিদায়ী সপ্তাহে ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স ৩৩৮.৫৫ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ৪ হাজার ৭০৩ য়েন্টে। আর ডিএসই-৩০ সূচক ১১৮.৪৩ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ১৫৯৪ পয়েন্টে। তবে শরিয়াহ সূচক ৭৭.৩৬ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ১০৮৮ পয়েন্টে।

ডিএসইতে গত সপ্তাহে ৩৬১টি প্রতিষ্ঠান লেনদেনে অংশ নিয়েছে। প্রতিষ্ঠানগুলোর মধ্যে শেয়ার দর বেড়েছে ২৮২টির, কমেছে ৫৯টির এবং অপরিবর্তিত রয়েছে ১৮টির শেয়ার ও ইউনিট দর। আর ২টি শেয়ারের কোনো লেনদেন হয়নি।

স্টকমার্কেটবিডি.কম/জেড/এম