বিডি ফাইন্যান্সের বোর্ড সভার দিন পূণ:নির্ধারণ

bd-finaceস্টকমার্কেটবিডি ডেস্ক :

শেয়ারবাজারে তালিকাভুক্ত নন ব্যাংকিং খাতের কোম্পানি বিডি ফাইন্যান্স এন্ড ইনভেষ্টমেন্ট লিমিটেডের বোর্ড সভার দিন পূন:নির্ধারণ করা হয়েছে। ডিএসই’র ওয়েবসাইটে এ তথ্য জানা গেছে।

ঢাকা স্টক এক্সচেঞ্জ (লিস্টিং) রেজুলেশন ২০১৫ এর ১৬(১) ধারা অনুযায়ী, এই বোর্ড সভায় ২০২০ সালের প্রথম ও দ্বিতিয় প্রান্তিকের অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করা হবে।

কোম্পানিটি আজ ৩১ আগষ্ট সন্ধ্যা ৮ টায় মতিঝিলের নিজস্ব প্রধান কার্যালয়ে এই বোর্ড সভাটি করবে।

আগে ২৭ আগষ্ট কোম্পানিটি এই বোর্ড সভা আহবান করে পরে তা স্থগিত করে দেয়।

স্টকমার্কেটবিডি.কম/

সোনালী আঁশের ৩য় প্রান্তিকের প্রতিবেদন প্রকাশ

Sonali_Aanshস্টকমার্কেটবিডি ডেস্ক :

শেয়ারবাজারে তালিকাভুক্ত পাট শিল্প খাতের কোম্পানি সোনালী আঁশ লিমিটেডের চলতি বছরের তৃতীয় প্রান্তিকের আর্থিক প্রতিবেদন প্রকাশ করা হয়েছে। কোম্পানি সূত্রে তথ্য জানা গেছে।

আর্থিক প্রতিবেদন সূত্রে জানা যায়, এই প্রান্তিকে (জানু-মার্চ, ২০) কোম্পানিটির শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ০.১৩ টাকা। গত বছরের এ সময়ের কোম্পানিটির শেয়ার প্রতি আয় ছিল ০.৪১ টাকা।

আর (জুলাই ১৯-মার্চ, ২০) এ ৯ মাসে কোম্পানিটির শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ১.৩৬ টাকা। গত বছরের একই সময়ের কোম্পানিটির শেয়ার প্রতি আয় ছিল ০.৮১ টাকা।

এ সময়ে কোম্পানির শেয়ার প্রতি প্রকৃত সম্পদের মূল্য (এনএভি) দাঁড়িয়েছে ২২৭.২৭ টাকা। যা ২০১৯ সালের ৩১ ছিল ২২৬.৭১ টাকা।

স্টকমার্কেটবিডি.কম/

ওয়েষ্টার্ণ মেরিনের ৩য় প্রান্তিকের আয় কমেছে

weastaernস্টকমার্কেটবিডি ডেস্ক :

শেয়ারবাজারে তালিকাভুক্ত প্রকৌশল শিল্প খাতের কোম্পানি ওয়েষ্টার্ণ মেরিন শিপইয়ার্ড লিমিটেডের চলতি বছরের তৃতীয় প্রান্তিকের আর্থিক প্রতিবেদন প্রকাশ করা হয়েছে। কোম্পানি সূত্রে তথ্য জানা গেছে।

আর্থিক প্রতিবেদন সূত্রে জানা যায়, এই প্রান্তিকে (জানু-মার্চ, ২০) কোম্পানিটির শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ০.১৪ টাকা। গত বছরের এ সময়ের কোম্পানিটির শেয়ার প্রতি আয় ছিল ০.৬৫ টাকা।

আর (জুলাই ১৯-মার্চ, ২০) এ ৯ মাসে কোম্পানিটির শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ১.০৮ টাকা। গত বছরের একই সময়ের কোম্পানিটির শেয়ার প্রতি আয় ছিল ১.৯০ টাকা।

এ সময়ে কোম্পানির শেয়ার প্রতি প্রকৃত সম্পদের মূল্য (এনএভি) দাঁড়িয়েছে ২৪.২৮ টাকা। যা ২০১৯ সালের ৩১ ছিল ৩০.২৬ টাকা।

স্টকমার্কেটবিডি.কম/

রূপালী লাইফের লভ্যাংশ ঘোষণা

rupaliস্টকমার্কেটবিডি ডেস্ক :

শেয়ারবাজারে তালিকাভুক্ত বিমা খাতের কোম্পানি রূপালী লাইফ ইন্স্যুরেন্স লিমিটেড বিনিয়োগকারীদের জন্য লভ্যাংশ ঘোষণা করেছে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

সর্বশেষ ৩১ ডিসেম্বর ২০১৯ সালের জন্য ১২ শতাংশ নগদ ও ২ শতাংশ বোনাস লভ্যাংশ ঘোষণা করা হয়েছে। বৃহস্পতিবার কোম্পানিটির বোর্ড সভায় এই লভ্যাংশ ঘোষণা দেওয়া হয়।

আগামী ২৮ অক্টোবর কোম্পানিটির বার্ষিক সাধারণ সভা (এজিএম) অনুষ্ঠিত হবে। এ জন্য রেকর্ড ডেট নির্ধারণ করা হয়েছে আগামী ১ অক্টোবর।

স্টকমার্কেটবিডি.কম/এমএ

ই-ভ্যালির চেয়ারম্যান-এমডির ব্যাংক হিসাব জব্দ

EVALYস্টকমার্কেটবিডি প্রতিবেদক :

অনলাইনে পণ্য কেনাবেচার প্রতিষ্ঠান ইভ্যালি ডট কম লিমিটেড এবং এর চেয়ারম্যান শামীমা নাসরিন ও ব্যবস্থাপনা পরিচালক (এমডি) মোহাম্মদ রাসেলের ব্যাংক হিসাব জব্দ করা হয়েছে।

মানি লন্ডারিং প্রতিরোধ আইন অনুযায়ী বাংলাদেশ ফিন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট (বিএফআইইউ) গত বৃহস্পতিবার দেশের সব আর্থিক প্রতিষ্ঠানগুলোকে এ কথা জানিয়ে চিঠি পাঠিয়েছে। মানি লন্ডারিং ও সন্ত্রাসী অর্থায়ন বন্ধে দায়িত্বপ্রাপ্ত বাংলাদেশের কেন্দ্রীয় সংস্থা হচ্ছে বিএফআইইউ।

ই-ভ্যালির চেয়ারম্যান ও এমডির জাতীয় পরিচয়পত্রসহ (পুরাতন ও স্মার্টকার্ড) ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানগুলোকে চিঠি পাঠিয়ে বিএফআইইউ বলেছে,‘ই-ভ্যালি এবং এর চেয়ারম্যান ও এমডির ব্যাংক হিসাব ৩০ দিনের জন্য স্থগিত রাখার নির্দেশনা দেওয়া হলো।’

চিঠিতে ই-ভ্যালি এবং এর চেয়ারম্যান ও এমডির নামে পরিচালিত হিসাবগুলোর হিসাব খোলার ফরম, আপনার গ্রাহককে জানুন (কেওয়াইসি) ফরম, হিসাব খোলার শুরু থেকে হালনাগাদ লেনদেন বিবরণী জানতে চেয়েছে বিএফআইইউ।

ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানগুলোর উদ্দেশে সংস্থাটি আরও বলেছে, হিসাবগুলোতে ৫০ লাখ টাকা ও তার চেয়ে বেশি পরিমাণ টাকার জমা ও উত্তোলন সম্পর্কিত সব তথ্য যেমন-জমা ভাউচার, পে-অর্ডার, চেক এবং টাকার প্রেরক ও প্রাপকের হিসাবের তথ্য দাখিল করতে হবে। এ ছাড়া জমাকারী ও উত্তোলনকারী ব্যক্তির ছবিযুক্ত জাতীয় পরিচয়পত্র জমা দিতে হবে বিএফআইইউতে। সব তথ্যই দিতে হবে আগামী ৫ দিনের মধ্যে।

বাংলাদেশ প্রতিযোগিতা কমিশন গত মঙ্গলবার ই-কমার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ই-ক্যাব) এবং ই-ভ্যালিকে আলাদা চিঠি দিয়ে বিভিন্ন ধরনের তথ্য-উপাত্ত চেয়েছে। এ জন্য তাদের সময় দেওয়া হয়েছে ১৫ দিন।
বিজ্ঞাপন

বাণিজ্য মন্ত্রণালয়ও গত বুধবার ই-ভ্যালির কার্যক্রম খতিয়ে দেখতে তিন সদস্যের কমিটি গঠন করেছে। আবার ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানগুলো গত মঙ্গলবারই ই-ভ্যালির পণ্য কার্ডে লেনদেন সাময়িকভাবে স্থগিত করেছে।

স্টকমার্কেটবিডি.কম/

চলতি বছরের চাষাবাদ সারের চাহিদা পুননির্ধারণ

govস্টকমার্কেটবিডি ডেস্ক :

নিবিড় ও সম্প্রসারিত চাষাবাদের প্রয়োজনে চলতি ২০২০-২১ অর্থবছরে রাসায়নিক সারের চাহিদা পুননির্ধারণ করা হয়েছে।
এ লক্ষ্যে অতিরিক্ত ১ লাখ মেট্রিক টন ইউরিয়া ও ১ লাখ মেট্রিক টন ডিএপি সার উন্মুক্ত প্রতিযোগিতার মাধ্যমে জরুরি ভিত্তিতে সংগ্রহ করা হবে।

কৃষি মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, এই অতিরিক্ত ইউরিয়া সার বাংলাদেশ কেমিক্যাল ইন্ডাস্ট্রিজ কর্পোরেশন (বিসিআইসি) এবং ডিএপি সার কৃষি মন্ত্রণালয় সংগ্রহ করবে। এ সার ফসল উৎপাদন ও খাদ্য নিরাপত্তা নিশ্চিত করতে সহায়ক ভূমিকা পালন করবে।

এতে বলা হয়, এর আগে ২০২০-২১ অর্থবছরে রাসায়নিক সারের চাহিদা নির্ধারণ করা হয়েছিল ইউরিয়া ২৪ লাখ ৫০ হাজার মেট্রিক টন এবং ডিএপি ১৩ লাখ মেট্রিক টন। এখন চাহিদা বেড়ে দাঁড়িয়েছে ইউরিয়া ২৫ লাখ ৫০ হাজার মেট্রিক টন এবং ডিএপি ১৪ লাখ মেট্রিক টন।

স্টকমার্কেটবিডি.কম/

ডিএসইতে পিই রেশিও ০.৪০ পয়েন্ট বেড়েছে

PE-300x197স্টকমার্কেটবিডি প্রতিবেদক :

বিদায়ী সপ্তাহে প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) সার্বিক মূল্য আয় অনুপাত (পিই রেশিও) ৩.১৬ শতাংশ বেড়েছে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা গেছে, গত সপ্তাহের শুরুতে ডিএসইর পিই ছিল ১২.৬৬ পয়েন্টে। যা সপ্তাহ শেষে ১৩.০৬ পয়েন্টে অবস্থান করছে। অর্থাৎ সপ্তাহের ব্যবধানে পিই রেশিওবা ৩.১৬ শতাংশ বেড়েছে।

সপ্তাহ শেষে ব্যাংক খাতের পিই রেশিও অবস্থান করছে ৬.৮৭ পয়েন্টে। এছাড়া তথ্যপ্রযুক্তি খাতের ১৬.৩৩ পয়েন্টে, বস্ত্র খাতের ১৪.৯১ পয়েন্টে, ওষুধ ও রসায়ন খাতের ২০.৩২ পয়েন্টে, প্রকৌশল খাতের ১৪.৭১ পয়েন্টে, বীমা খাতের ১৫.৮০ পয়েন্টে, বিবিধ খাতের ২৫.১৮ পয়েন্টে, খাদ্য খাতের ১৩.৪৯ পয়েন্টে, চামড়া খাতের ১৭.৩৯ পয়েন্টে, সিমেন্ট খাতের ৩০.১৫ পয়েন্টে, বিদ্যুৎ ও জ্বালানি খাতের ১২.২০ পয়েন্টে, আর্থিক খাতের ২৭.৮৪ পয়েন্টে, ভ্রমণ ও অবকাশ খাতের ৩১.১৯ পয়েন্টে, পেপার খাতের ৪৬.৮০ পয়েন্টে, টেলিযোগাযোগ খাতের ১২.২৭ পয়েন্টে, সেবা ও আবাসন খাতের ১৩.৩০ পয়েন্টে, সিরামিক খাতের ২৪.৫৬ পয়েন্টে এবং পাট খাতের পিই ৩৮.৯৩ পয়েন্টে অবস্থান করছে।

স্টকমার্কেটবিডি.কম/জেড/এম

৫ দিনে ডিএসইতে বাজার মূলধন ৯,৮৬৭ কোটি টাকা বৃদ্ধি

dse1স্টকমার্কেটবিডি প্রতিবেদক :

সর্বশেষ সপ্তাহে প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) বাজার মূলধন ৯,৮৬৭ কোটি টাকা বেড়েছে। এসময় অধিকাংশ শেয়ারের দর বাড়ায় সূচকও বেড়েছে। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

গত সপ্তাহের প্রথম দিন ডিএসইতে বাজার মূলধন ছিল ৩ লাখ ৫৯ হাজার ৭৮৯ কোটি টাকা আর সপ্তাহের শেষ দিনে এই মূলধন দাঁড়িয়েছে ৩ লাখ ৬৯ হাজার ৬৫৬ কোটি টাকা। এই হিসাবে গত সপ্তাহে ডিএসইতে মূলধন বেড়েছে ৯,৮৬৭ কোটি টাকা বা ২.৭৪ শতাংশ।

জানা গেছে, বিদায়ী সপ্তাহে মোট ৫ কার্যদিবসে ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) মোট লেনদেন হয়েছে ৪,১৪৪ কোটি ২২ লাখ টাকার। আগের সপ্তাহের ৫ দিনে লেনদেন হয়েছিল ৫,৮৯৮ কোটি ৯৪ হাজার টাকার। অর্থাৎ সপ্তাহের ব্যবধানে ডিএসইতে লেনদেন ২৯.৭৪ শতাংশ কমেছে।

ডিএসইতে সর্বশেষ সপ্তাহে গড় লেনদেন হয়েছে ৮২৮ কোটি ৮৪ লাখ টাকার লেনদেন হয়েছে। যা আগের সপ্তাহ থেকে ২৯.৭৪ শতাংশ বেশি। আগের সপ্তাহে লেনদেন হয়েছিল ১,১৭৯ কোটি ৬০ লাখ টাকার উপরে।

বিদায়ী সপ্তাহে ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স ৭৯.১১ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ৪ হাজার ৮৭৩ য়েন্টে। আর ডিএসই-৩০ সূচক ৪৩.০৩ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ১৬৯০ পয়েন্টে। তবে শরিয়াহ সূচক ৩০.২৭ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ১১৩০ পয়েন্টে।

ডিএসইতে গত সপ্তাহে ৩৬০টি প্রতিষ্ঠান লেনদেনে অংশ নিয়েছে। প্রতিষ্ঠানগুলোর মধ্যে শেয়ার দর বেড়েছে ১৮১টির, কমেছে ১৫০টির এবং অপরিবর্তিত রয়েছে ২৯টির শেয়ার ও ইউনিট দর। আর ২টি শেয়ারের কোনো লেনদেন হয়নি।

স্টকমার্কেটবিডি.কম/জেড/এম

ব্রডব্যান্ড ইন্টারনেটে প্রত্যাহার হল অতিরিক্ত ৫ শতাংশ ভ্যাট

bsclস্টকমার্কেটবিডি প্রতিবেদক :

ব্রডব্যান্ড ইন্টারনেটের ক্ষেত্রে অতিরিক্ত ৫ শতাংশ মূল্য সংযোজন কর বা ভ্যাট প্রত্যাহার করেছে সরকার। এ লক্ষ্যে ২৫ আগস্ট আইটিসি, আইআইজি, এনটিটিএন সেবার ক্ষেত্রে ৫ শতাংশ অতিরিক্ত ভ্যাট থেকে অব্যাহতি দিয়ে একটি প্রজ্ঞাপন জারি করেছে অর্থ মন্ত্রণালয়ের অভ্যন্তরীণ সম্পদ বিভাগ।

ভ্যাটের চাপে ৩ কোটি গ্রাহকের ইন্টারনেট সেবা না পাওয়ার যে শঙ্কা তৈরি হয়েছিল তার অবসান ঘটল বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

সিনিয়র সচিব আবু হেনা মো. রহমাতুল মুনিম স্বাক্ষরিত এ সংক্রান্ত প্রজ্ঞাপনে বলা হয়েছে, মূল্য সংযোজন কর ও সম্পূরক শুল্ক আইন, ২০১২ এর ১২৬ ধারার ১ নং উপধারার ক্ষমতাবলে সরকার ইন্টারন্যাশনাল টেরিস্টেরিয়াল ক্যাবল (আইটিসি), ইন্টারন্যাশনাল ইন্টারনেট গেটওয়ে (আইআইজি) ও ন্যাশনওয়াইড টেলিকমিউনিকেশন ট্র্যান্সমিশন নেটওয়ার্ক (এনিটিটিএন) সেবার ক্ষেত্রে ৫ শতাংশের অতিরিক্ত মূল্য সংযোজন করা থেকে অব্যাহতি দেয়া হলো।

সংশ্লিষ্টরা বলছেন, নতুন প্রজ্ঞাপনের ফলে ইন্টারনেটে ৫ শতাংশ ভ্যাট এবং ভ্যালু চেইনের অন্যান্য(আইটিসি, আইআইজি, এনটিটিএন) খাতে ১৫ শতাংশ ভ্যাট জটিলতার অবসান ঘটল।

স্টকমার্কেটবিডি.কম/

কৃষির সংগে শিল্প বিপ্লব ঘটাতে সরকার কাজ করে যাচ্ছে : রেলমন্ত্রী

nurulস্টকমার্কেটবিডি প্রতিবেদক :

রেলপথমন্ত্রী এ্যাডভোকেট নুরুল ইসলাম সুজন এমপি বলেছেন ইতিমধ্যে আমরা খাদ্যে স্বয়ংসম্পন্নতা অর্জন করেছি। জাতিসংঘ কর্তৃক নির্ধারিত মিলিনিয়াম ডেভলাপমেন্ট গোল্ডের যে ১৫টি সূচক ছিল তাও অর্জন করতে পেরেছি। বাংলাদেশ এখন আর তলাবিহীন ঝুড়ি নয়। একটি মধ্যম আয়ের দেশ হিসেবে বাংলাদেশ বিশ্বের দরবারে পরিচিতি লাভ করেছে। কৃষির সংগে শিল্প বিপ্লব ঘটাতে সরকার কাজ করে যাচ্ছে।

আজ বৃহস্পতিবার দুপুরে দেবীগঞ্জ উপজেলায় সদ্য চুক্তি সম্পাদিত অর্থনৈতিক অঞ্চল এলাকা পরিদর্শনকালে তিনি এসব কথা বলেন। মন্ত্রী আরও বলেন. এখনও আমরা পুরোপুরি কৃষির ওপরই নির্ভরশীল। এ থেকে আমরা ধিরে ধিরে শিল্পের দিকে এগিয়ে যাচ্ছি। বাংলাদেশকে উন্নত রাষ্ট্রে পরিণত করতে হলে আমাদের শিল্প বিপ্লব ঘটাতে হবে। এর প্রধান কারণ দেশের বিভিন্ন জায়গায় বিচ্ছিন্ন ও বিক্ষিপ্তভাবে শিল্প-কল কারখানা গড়ে উঠছে। কিন্তু জমির পরিমান একই আছে। এতে করে কৃষি জমির পরিমান কমে যাচ্ছে।

এভাবে বিক্ষিপ্তভাবে শিল্প-কলকারখানা গড়ে উঠলে কৃষি জমি কমে গিয়ে খাদ্য ঘাটতি দেখা দিতে পারে। এটা যাতে না হয় তার জন্য দেশের বিভিন্ন এলাকায় আলাদাভাবে অর্থনৈতিক অঞ্চল করা হচ্ছে।

পুলিশ সুপার মোহাম্মদ ইউসুফ আলী, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) আব্দুল মান্নান, দেবীগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার প্রত্যয় হাসান, উপজেলা পরিষদ চেয়ারম্যান আব্দুল মালেক চিশতি, উপজেলা আওয়ামীলীগের সভাপতি গিয়াস উদ্দীন চৌধুরী, সাধারণ সম্পাদক হাসনাত জামান চৌধুরী জজ উপস্থিত ছিলেন।

স্টকমার্কেটবিডি.কম/