মেঘনা লাইফের বীমা তহবিল ১৮০৮ কোটি টাকা

megna-smbdস্টকমার্কেটবিডি ডেস্ক:

শেয়ারবাজারে তালিকাভুক্ত বীমা খাতের কোম্পানি মেঘনা লাইফ ইন্স্যুরেন্সের চলতি বছরের প্রথমার্ধে বিমা তহবিলের পরিমাণ দাঁড়িয়েছে ১ হাজার ৮০৮ কোটি ১৬ লাখ টাকা। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

বিমাটির উক্ত বছরের দ্বিতীয় প্রান্তিকে বিমা তহবিলের পরিমাণ দাঁড়িয়েছে ১ হাজার ৮০৮ কোটি ১৬ লাখ টাকা। আগের বছর একই সময় তহবিলের পরিমাণ ছিল ১ হাজার ৭১৬ কোটি ৭৩ লাখ টাকা।

এই প্রান্তিকে বিমাটি ১৭ কোটি ৩৯ লাখ টাকা প্রিমিয়াম আয় করেছে । আগের বছর একই সময় কোম্পানির প্রিমিয়াম আয় ছিল ২৯ কোটি ৯৯ লাখ টাকা।

সূত্র জানায়, (জানু-জুন-২০) এ সময় কোম্পানির বিমা প্রিমিয়ামের পরিমাণ পরিমাণ দাঁড়িয়েছে ২৮ কোটি ১৮ লাখ টাকা। আগের বছর যা ছিল ১০ কোটি ৩০ লাখ টাকা।

স্টকমার্কেটবিডি.কম/এমআর

এনার্জি প্যাকের সাথে পদ্মা ওয়েলের চুক্তি স্বাক্ষর

padma1স্টকমার্কেটবিডি প্রতিবেদক :

শেয়ারবাজারে তালিকাভুক্ত জ্বালানী ও শক্তি খাতের কোম্পানি পদ্মা ওয়েল লিমিটেডের সাথে এনার্জি প্যাক পাওয়ার জেনারেশনের একটি চুক্তি স্কাক্ষরিত হয়েছে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

এই চুক্তির আওতায়, পদ্মা ওয়েলের অনুমোদিত ফুয়েল স্টেশনগুলোতে এলপিজি গ্যাস বিক্রি করবে এনার্জি প্যাক। পাশাপাশি এলপিজি কনভারশেশন স্টেশন তৈরি করা হবে এসব তেল পাম্পগুলোতে।

এতে অবকাঠামো নির্মাণে যে ব্যয় হবে তা বহন করবে এনার্জি প্যাক। আর এসব স্টেশনে এলপিজি বিক্রির অর্ধেক টাকা পদ্মা ওয়েল নিবে।

স্টকমার্কেটবিডি.কম/সি