ইষ্টার্ণ হাউজিংয়ের বাৎসরিক বোর্ড সভা আহবান

 

ehl-smbdস্টকমার্কেটবিডি ডেস্ক :

শেয়ারবাজারে তালিকাভুক্ত সেবা ও আবাসন খাতের কোম্পানি ইষ্টার্ণ হাউজিং   লিমিটেডের বোর্ড সভা আগামী ১৫ সেপ্টেম্বর আহ্বান করা হয়েছে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

এদিন বেলা তিনটায় রাজধানীর বনানীতে প্রতিষ্ঠানটির নিজেদের প্রধান ভবনে এ বোর্ড সভা অনুষ্ঠিত হবে।

ঢাকা স্টক এক্সচেঞ্জ (লিস্টিং)আইন-২০১৫ অনুযায়ী, এ বোর্ড সভায় গত ৩০ জুন শেষ হওয়া ২০২০ অর্থবছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করবে কোম্পানিটির পরিচালনা বোর্ড।

এ সভায় শেয়ারহোল্ডারদের জন্য লভ্যাংশ ঘোষণা করবে কোম্পানিটি।

স্টকমার্কেটবিডি.কম/এইচ/জেড

দ্যা ইবনে সিনার বাৎসরিক বোর্ড সভা আহবান

ibnস্টকমার্কেটবিডি ডেস্ক :

শেয়ারবাজারে তালিকাভুক্ত রসায়ন ও ঔষধ খাতের কোম্পানি দ্যা ইবনে সিনা ফার্মাসিটিউক্যালস লিমিটেডের বোর্ড সভা আগামী ১৭ সেপ্টেম্বর আহ্বান করা হয়েছে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

এদিন বেলা সাড়ে তিনটায় রাজধানীতে প্রতিষ্ঠানটির নিজেদের প্রধান ভবনে এ বোর্ড সভা অনুষ্ঠিত হবে।

ঢাকা স্টক এক্সচেঞ্জ (লিস্টিং)আইন-২০১৫ অনুযায়ী, এ বোর্ড সভায় গত ৩০ জুন শেষ হওয়া অর্থবছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করবে কোম্পানিটির পরিচালনা বোর্ড।

এ সভায় শেয়ারহোল্ডারদের জন্য লভ্যাংশ ঘোষণা করবে কোম্পানিটি।

স্টকমার্কেটবিডি.কম/এইচ/জেড

ব্লক মার্কেটে ২২ কোম্পানির ৩৯ কোটি টাকার লেনদেন

block-mস্টকমার্কেটবিডি প্রতিবেদক :

ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সোমবার ব্লক মার্কেটে মোট ২২ কোম্পানির শেয়ার লেনদেন হয়েছে। কোম্পানিগুলোর মোট ১ কোটি ৩৫ লাখ ৮৭ হাজার ৪৭৩টি শেয়ার লেনদেন হয়েছে। যার আর্থিক মূল্য ৩৯ কোটি ৪২ লাখ টাকা।

ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

সোমবার ব্লক মার্কেটে সবচেয়ে বেশি টাকার লেনদেন হয়েছে ওরিয়ন ফার্মার শেয়ার। কোম্পানিটি ১০ কোটি ৪৩ লাখ টাকার শেয়ার লেনদেন করেছে।

ব্রাক ব্যাংক ৭ কোটি ২১ লাখ টাকার শেয়ার লেনদেন করে তালিকার দ্বিতীয় স্থানে রয়েছে।

এবি ব্যাংক ৪ কোটি ৯৩ লাখ টাকার শেয়ার লেনদেন করে তালিকার তৃতীয় স্থানে রয়েছে।–

ব্লকে লেনদেন করা অন্য কোম্পানিগুলো হচ্ছে- আলিফ ম্যানুফ্যাকচারিং, আনোয়ার গ্যালভানাইজিং, বেক্সিমকো, ড্যাফোডিল কম্পিউটার্স, ডিবিএইচ, ইস্টার্ন ইন্স্যুরেন্স, ফাইন ফুডস, জিকিউ বলপেন, মার্কেন্টাইল ইন্স্যুরেন্স, এমএল ডাইং, ন্যাশনাল হাউজিং ফিন্যান্স অ্যান্ড ইনভেস্টমেন্ট, ওয়াইম্যাক্স, ওরিয়ন ফার্মা, পাইওনিয়র ইন্স্যুরেন্স, প্যারামাউন্ট টেক্সটাইল, সী পার্ল বীচ, এসকে ট্রিমস, সোনার বাংলা ইন্স্যুরেন্স, সাউথইস্ট ব্যাংক ও স্ট্যান্ডার্ড ইন্স্যুরেন্স লিমিটেড।

দিনশেষে লেনদেন কমলেও বেড়েছে সূচক

DSE_CSE-smbdস্টকমার্কেটবিডি প্রতিবেদক :

সপ্তাহের দ্বিতীয় কার্যদিবস সোমবার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সূচকের উত্থানে লেনদেন শেষ হয়েছে। এদিন উভয় শেয়ারবাজারের প্রধান প্রধান সূচক বেড়েছে। তবে টাকার পরিমাণে লেনদেন এবং বেশিরভাগ প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিট দর কমেছে।

ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা গেছে, দিনশেষে ডিএসই ব্রড ইনডেক্স আগের দিনের চেয়ে ১০ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ৪৯৫৯ পয়েন্টে। আর ডিএসই শরিয়াহ সূচক ১ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ১১৪২ পয়েন্টে এবং ডিএসই–৩০ সূচক ৭ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ১৭২২ পয়েন্টে।

দিনভর লেনদেন হওয়া ৩৫৭টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ১৩০টির, দর কমেছে ১৮২টির এবং দর অপরিবর্তিত রয়েছে ৪৫টির।

ডিএসইতে আজ টাকার পরিমাণে লেনদেন হয়েছে ৯৭৬ কোটি ১২ লাখ টাকার শেয়ার ও ইউনিট। যা আগের দিন থেকে ৪৯ কোটি ৮৭ লাখ টাকা বেশি। আগের দিন লেনদেন হয়েছিল ১ হাজার ২৫ কোটি ৯৯ লাখ টাকার।

অপরদিকে, চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সার্বিক সূচক সিএএসপিআই এদিন ৫৫.৫৩ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ১৪ হাজার ১৬৯.১৬ পয়েন্টে।

এদিন সিএসইতে হাত বদল হওয়া ২৬৯টি প্রতিষ্ঠানের মধ্যে শেয়ার দর বেড়েছে ১১১টির, কমেছে ১২২টির এবং অপরিবর্তিত রয়েছে ৩৬টির দর। আজ সিএসইতে ৩১ কোটি ২৪ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে।

সিএসইতে সিএসই-৫০ সূচকের সমন্বয়

CSE-Final-Logoস্টকমার্কেটবিডি ডেস্ক :

চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) তালিকাভুক্ত কোম্পানীগুলোর পারফরমেন্স পর্যালোচনার ভিত্তেতে সিএসই-৫০ ইনডেক্স সমন্বয় করা হয়েছে এবং নতুন ০৯ টি কোম্পানীকে যুক্ত করা হয়েছে এবং পূর্বের ০৯ টি কোম্পানীকে বাদ দেয়া হয়েছে। এটি কার্যকরী হবে ২০ সেপ্টেম্বর থেকে।

নতুন করে যুক্ত কোম্পানীগুলে হল- অরিয়ন ফার্মা লি:, কনফিডেন্স সিমেন্ট লিমিটেড, শাহজিবাজার পাওয়ার কো: লি:, স্ট্যান্ডার্ড ব্যাংক লিমিটেড, ডাচ-বাংলা ব্যাংক লিমিটিড, বারাকা পাওয়ার লিমিটেড, ডরিন পাওয়ার জেনারেশনস এন্ড সিস্টেমস লিমিটেড, আরএকে সিরামিকস (বাংলাদেশ) লি:, এবং বিডি শিপিং কর্পোরেশন।

ইনডেক্স থেকে বাদ যাওয়া কোম্পানীগুলো হল- একমি ল্যাবরেটরিজ লি:, ব্যাংক এশিয়া লিমিটেড, ইস্টার্ন ব্যাংক লিমিটেড, মেঘনা পেট্রোলিয়াম লিমিটেড, অলিম্পিক ইন্ড্রাস্টিজ লিমিটেড, প্রাইম ব্যাংক লিমিটেড, পুবালী ব্যাংক লিমিটেড, স্যোশাল ইসলামি ব্যাংক লিমিটেড এবং ইউনিক হোটেল এন্ড রিসোটর্স লি:।

নতুনকরে যুক্ত ০৯ টি কোম্পানীসহ ৫০টি কোম্পানীর নামহল- এসিআই লি:, আল-আরাফাহ ইসলামি ব্যাংক লি:, বাংলাদেশ স্টিলরি-রোলিং মিলস লি:, বাংলাদেশ সাবমেরিন ক্যাবল কো: লি:, বারাকাহ পাওয়ার লিমিটেড, ব্রিাটশ অ্যামেরিকান ট্যোবাকো বাংলাদেশ কো: লি:, বিবিএস ক্যাবলস লি:, বিডি শিপিং কর্পোরেশন, বিকন ফার্মাসিটিক্যালস লি:, বেক্সিমকো লি:, বেক্সিমকো ফার্মাসিটিক্যালস লিমিটেড, ব্র্যাক ব্যাংক লি:, বিএসআরএম স্টিলস লি:, দি সিটি ব্যাংক লি:, কনফিডেন্স সিমেন্ট লিমিটেড, ঢাকা ব্যাংক লিমিটেড, ডরিন পাওয়ার জেনারেশনস এন্ড সিস্টেমস লিমিটেড, ডাচ-বাংলা ব্যাংক লিমিটিড, এক্সর্র্পোট-ইমপোর্ট ব্যাংক অব বিডি লি:, ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক লি:, জিপিএইচ ইস্পাত লি:, গ্রামীন ফোন লিমিটেড, ইফাদ অটোস লিমিটেড, আইএফআইসি ব্যাংক লি:, ইসলামী ব্যাংক লি:, যমুনা ব্যাংক লি:, যমুনা অয়েল কেম্পানী লিমিটেড, খুলনা পাওয়ার কোম্পানী লি:, লাফার্জ হোলসিম বাংলাদেশ লিমিটেড, লংকাবাংলা ফাইনান্স লি:, মার্কেন্টাইল ব্যাংক লিমিটেড, এমজেএল বাংলাদেশ লি:, ন্যাশনাল ব্যাংক লি:, ন্যাশনাল ক্রেডিট এন্ড কমার্স ব্যাংক লি:, ওয়ান ব্যাংক লিমিটেড, ওরিয়ন র্ফামা লি:, পদ্মা ওয়েল কেস্পানী লিমিটেড, আরএকে সিরামিকস (বাংলাদেশ) লি:, শাহজালাল ইসলামি ব্যাংক লি:,শাহজিবাজার পাওয়ার কো: লি:, সিঙ্গার বাংলাদেশ লিমিটেড, সাউথইষ্ট ব্যাংক লিমিটেড, স্কয়ার ফার্মাসিটিক্যালস লিমিটেড, স্ট্যান্ডার্ড ব্যাংক লিমিটেড, সামিট পাওয়ার লিমিটেড, দি প্রিমিয়ার ব্যাংক লিমিটেড, তিতাস গ্যাস ট্রান্সমিউশন এন্ড ডিস্ট্রিবিউশন কোম্পানী লি:, ইউনাইটেড কর্মাশিয়াল ব্যাংক লি:, ইউনাইটেড পাওয়ার জেনারেশন এন্ড ডিস্ট্রিবিউশন কো: লি: এবং উত্তরা ব্যাংক লিমিটেড।

স্টকমার্কেটবিডি.কম/

বেক্সিমকোর সাথে পদ্মা ওয়েলের চুক্তি

beximcoস্টকমার্কেটবিডি ডেস্ক :

শেয়ারবাজারে তালিকাভুক্ত জ্বালানি খাতের কোম্পানি পদ্মা অয়েল লিমিটেডের সাথে বেক্সিমকো এলপিজি ইউনিট-১ একটি চুক্তি সম্পন্ন করেছে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা গেছে, কোম্পানিটি ব্যবসা সম্প্রসারণের জন্য বেক্সিমকো এলপিজি ইউনিট-১ এর সাথে এ চুক্তি করেছে। কোম্পানিটি এলপিজি রিফুয়েলিং স্টেশন প্রতিষ্ঠা করে এলপিজি গ্যাস বিক্রি করবে। কোম্পানিটি প্রেট্রোলিয়াম অয়েল তরল পেট্রোলিয়াম গ্যাসে রূপান্তর করে নিবন্ধিত ফিলিং স্টেশনে বিক্রি করবে।

চুক্তি অনুসারে পদ্মা অয়েল প্রতি লিটার এলপিজিতে ৫০ পয়সা রয়্যালটি পাবে।

স্টকমার্কেটবিডি.কম/

ন্যাশনাল ব্যাংকের শেয়ার হস্তান্তরের সিদ্ধান্ত

 

nbl-smbdস্টকমার্কেটবিডি ডেস্ক :

শেয়ারবাজারে তালিকাভুক্ত ব্যাংক খাতের ন্যাশনাল ব্যাংকের এক উদ্যোক্তা ৭০ লাখ শেয়ার হস্তান্তরের ঘোষণা দিয়েছেন। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা গেছে, ব্যাংকটির উদ্যোক্তা মাহবুবুর রহমান তার কাছে থাকা ১ কোটি ৪৫ লাখ ৮৭ হাজার ২০৫টি শেয়ারের মধ্য থেকে ৭০ লাখ শেয়ার তার স্ত্রী মিসেস হামিদা রহমানের কাছে উপহার হিসাবে হস্তান্তর করবেন। আগামী ৩০ কার্যদিবসের মধ্যে ঘোষণাকৃত এসব শেয়ার হস্তান্তর সম্পন্ন করবেন উদ্যোক্তা মাহবুবুর রহমান।

স্টকমার্কেটবিডি.কম/