পূরবী জেনারেল ইন্স্যূরেন্সের ঋণমান প্রকাশ

purabi-smbdস্টকমার্কেটবিডি ডেস্ক :

শেয়ারবাজারে তালিকাভুক্ত বিমা খাতের প্রতিষ্ঠান পূরবী জেনারেল ইন্স্যূরেন্স লিমিটেডের দীর্ঘমেয়াদি ঋণমান ‘এ’ এবং স্বল্পমেয়াদের ঋণমাণ ‘এসটি-৩’। সম্প্রতি এই রেটিং প্রকাশ করেছে আলফা ক্রেডিট রেটিং লিমিটেড (আলফারেটিং)। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

২০১৯ সালের ৩১ ডিসেম্বর সমাপ্ত হিসাব বছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন ও চলতি বছরের ১৪ সেপ্টেম্বর পর্যন্ত হালনাগাদ অন্যান্য আর্থিক উপাত্তের ভিত্তিতে এ সিদ্ধান্তে উপনীত হয়েছে ক্রেডিট রেটিং এজেন্সি।

স্টকমার্কেটবিডি.কম/এইচ

ইবনে সিনা ফার্মার বাৎসরিক বোর্ড সভা আগামীকাল

ibnস্টকমার্কেটবিডি ডেস্ক :

শেয়ারবাজারে তালিকাভুক্ত রসায়ন ও ঔষধ খাতের কোম্পানি দ্যা ইবনে সিনা ফার্মাসিটিউক্যালস ইন্ডাস্ট্রিজ লিমিটেডের বোর্ড সভা আগামীকাল বৃহস্পতিবার আহ্বান করা হয়েছে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

এদিন বেলা সাড়ে তিনটায় রাজধানীতে প্রতিষ্ঠানটির নিজেদের প্রধান ভবনে এ বোর্ড সভা অনুষ্ঠিত হবে।

ঢাকা স্টক এক্সচেঞ্জ (লিস্টিং)আইন-২০১৫ অনুযায়ী, এ বোর্ড সভায় গত ৩০ জুন শেষ হওয়া অর্থবছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করবে কোম্পানিটির পরিচালনা বোর্ড।

এ সভায় শেয়ারহোল্ডারদের জন্য লভ্যাংশ ঘোষণা করবে কোম্পানিটি। গতবছর কোম্পানিটি ৩০ শতাংশ নগদ লভ্যাংশ প্রদান করেছিল।

স্টকমার্কেটবিডি.কম/এইচ/জেড

প্রাইম লাইফ ইন্স্যূরেন্সের বাৎসরিক বোর্ড সভা আহবান

PRIMELIFEস্টকমার্কেটবিডি ডেস্ক :

শেয়ারবাজারে তালিকাভুক্ত বিমা খাতের প্রতিষ্ঠান প্রাইম লাইফ ইন্সুরেন্স লিমিটেডের বাৎসরিক বোর্ড সভা আগামী ২৩ সেপ্টেম্বর আহবান করা হয়েছে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

এদিন বেলা ৩টায় রাজধানীর কারওয়ানবাজারে অবস্থিত নিজস্ব কার্যলয়ে এ বোর্ড সভা অনুষ্ঠিত হবে।

এ বোর্ড সভায় ৩০ ডিসেম্বর শেষ হওয়া ২০১৯ সালের নিরীক্ষীত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করা হবে।

এ সভায় লভ্যাংশ ঘোষণা আসতে পারে। এসভায় এজিএমের তারিখ ও রেকর্ড ডেট ঘোষণা করা হবে।

স্টকমার্কেটবিডি.কম/

  1. বেক্সিমকো ফার্মা
  2. ইউনাইটেড পাওয়ার জেনারেশন
  3. বেক্সিমকো লিমিটেড
  4. ব্র্যাক ব্যাংক
  5. সিটি ব্যাংক
  6. নিটল ইন্স্যূরেন্স
  7. কনফিডেন্স সিমেন্ট
  8. বিডি ফাইন্যান্স এন্ড ইনভেষ্টমেন্ট
  9. বিবিএস ক্যাবল
  10. বিএটিবিসি লিমিটেড।

দিনশেষে সূচকের মিশ্রাবস্থায় বেড়েছে লেনদেন

DSE_CSE-smbdস্টকমার্কেটবিডি প্রতিবেদক :

দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেন আগের দিনের চেয়ে বেড়েছে। তবে এদিন দিনশেষে সেখানে সূচক মিশ্রাবস্থায় ছিল। অন্যদিকে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জেও (সিএসই) সূচক ও লেনদেনের পরিমাণ বেড়েছে। ডিএসই ও সিএসই সূত্রে এ তথ্য জানা যায়।

বুধবার লেনদেন শেষে ডিএসইতে প্রধান সূচক ডিএসইএক্স ১৬.২৬ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ৫১১৬ পয়েন্টে। আর ডিএসই শরীয়াহ সূচক ১.৭২ পয়েন্ট কমে অবস্থান করছে ১১৬৮ পয়েন্টে এবং ডিএস-৩০ সূচক ২.৭৭ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ১৭৬৪ পয়েন্টে।

এদিন ডিএসইতে লেনদেন হয়েছে ১১৪৭ কোটি ৫৯ লাখ টাকা। গতকাল মঙ্গলবার লেনদেনের পরিমাণ ছিল ৯৯৫ কোটি ৫৯ লাখ টাকা।

ডিএসইতে আজ ৩৫৬টি কোম্পানি ও মিউচুয়াল ফান্ডের শেয়ারের লেনদেন হয়। এর মধ্যে ১৮৫টির শেয়ারের দর বেড়েছে, কমেছে ১২০টির। আর দর অপরিবর্তিত আছে ৫১টির।

এদিন ডিএসইতে লেনদেনে এগিয়ে থাকা ১০টি কোম্পানি হলো- বেক্সিমকো ফার্মা, ইউনাইটেড পাওয়ার জেনারেশন, বেক্সিমকো লিমিটেড, ব্র্যাক ব্যাংক, সিটি ব্যাংক, নিটল ইন্স্যূরেন্স, কনফিডেন্স সিমেন্ট, বিডি ফাইন্যান্স এন্ড ইনভেষ্টমেন্ট, বিবিএস ক্যাবল ও বিএটিবিসি লিমিটেড।

অন্যদিকে দেশের অপর বাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) ব্রড ইনডেক্স ৬০.২৯ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ১৪ হাজার ৫৮৭ পয়েন্টে।

দিনভর লেনদেন হওয়া ২৮২টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ১৪৪টির, কমেছে ৯০টির ও দর অপরিবর্তিত রয়েছে ৪৮টির।

এদিন সিএসইতে লেনদেন হয়েছে ৩৫ কোটি ১৮ লাখ টাকা। গতকাল মঙ্গলবার সেখানে লেনদেন হয়েছিল ২৬ কোটি ১২ লাখ টাকা।

দিনশেষে সিএসইতে লেনদেনের শীর্ষে রয়েছে বিএটিবিসি ও ইষ্টার্ণ ইন্স্যূরেন্স লিমিটেড।

স্টকমার্কেটবিডি.কম/বি

বিশ্ব বাজারে চাহিদা বাড়ছে ওয়ালটনের এসি’র

waltonস্টকমার্কেটবিডি প্রতিবেদক :

করোনা মহামারির প্রভাব কমতেই বিশ্বের অনেক দেশেই আমদানি-রপ্তানি তথা আন্তর্জাতিক বাণিজ্য শুরু হয়েছে। এরই প্রেক্ষিতে সম্প্রতি ইয়েমেন, নেপাল, পূর্ব তিমুর ও ভারতে রপ্তানি হয়েছে ওয়ালটনের তৈরি সর্বাধুনিক প্রযুক্তির ইনভার্টার এসি। শুধু এসি নয়, রপ্তানি হয়েছে ওয়ালটনের তৈরি টেলিভিশন, কম্প্রেসরসহ বিভিন্ন প্রযুক্তিপণ্য। করোনার ক্ষতি কাটিয়ে উঠার ক্ষেত্রে জাতীয় অর্থনীতিতে ওয়ালটনের রপ্তানি বাণিজ্য বিশেষ অবদান রাখবে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা।

ওয়ালটনের নির্বাহী পরিচালক ও এসি বিভাগের প্রধান নির্বাহী কর্মকর্তা তানভীর রহমান জানান, দেশের মতো আন্তর্জাতিক বাজারেও ওয়ালটনের তৈরি সর্বাধুনিক প্রযুক্তির এসির চাহিদা বাড়ছে ব্যাপক। বিশেষ করে ওয়ালটনের তৈরি ইনভার্টার এসি বিশ্ববাজারেও ব্যাপক গ্রাহকপ্রিয়তা পাচ্ছে। তাই, করোনার প্রভাব কমতেই বিশ্বের বিভিন্ন দেশের খ্যাতনামা ব্র্যান্ডগুলো আমদানি করছে ওয়ালটনের তৈরি সর্বাধুনিক প্রযুক্তি ও ফিচার সমৃদ্ধ ইনভার্টার এসি। যা কিনা শুধু ওয়ালটনের জন্যই নয়; জাতীয় অর্থনীতির জন্যও সুখবর বলে মনে করছেন তিনি।

ওয়ালটন এসি গবেষণা ও উন্নয়ন (আরএনডি) বিভাগের প্রধান প্রকৌশলী সন্দ্বীপ বিশ্বাস জানান, গ্লোবাল স্ট্যান্ডার্ড ও টেস্টিং সনদ নিয়েই এশিয়া, মধ্যপ্রাচ্য, আফ্রিকাসহ বিশ্বের অনেক দেশে রপ্তানি হচ্ছে ওয়ালটন এসি। নিজস্ব কারখানায় ওইএম (অরিজিনাল ইক্যুইপমেন্ট ম্যানুফ্যাকচারার) পদ্ধতিতে অর্থাৎ বিভিন্ন দেশের খ্যাতানামা ব্র্যান্ডের দেয়া ডিজাইন, মান ও অন্যান্য শর্তানুযায়ী বা চাহিদা মোতাবেক এসি তৈরি করে দিচ্ছে ওয়ালটন।

ওয়ালটনের ইন্টারন্যাশনাল বিজনেস ইউনিটের (আইবিইউ) শাখার প্রধান এ্যাডওয়ার্ড কিম জানান, ওয়ালটনের টার্গেট বিশ্বের সেরা গ্লোবাল ব্র্যান্ডের তালিকায় স্থান করে নেয়া। সেজন্য নিজস্ব ব্র্যান্ডের পাশাপাশি ওইএম এর মাধ্যমে রপ্তানি বাজার সম্প্রসারণের প্রতি জোর দেয়া হয়েছে। বিশ্ব ক্রেতাদের হাতে সাশ্রয়ী মূল্যে পরিবেশবান্ধব ও ব্যাপক বিদ্যুৎ সাশ্রয়ী গ্লোবাল স্ট্যান্ডার্ড পণ্য তুলে দেয়া হচ্ছে। ফলে, প্রতিনিয়ত ওয়ালটন পণ্যের নতুন নতুন রপ্তানি বাজার তৈরি হচ্ছে।

ওয়ালটনের প্রতিটি এসি আন্তর্জাতিকমানের টেস্টিং ল্যাব নাসদাত-ইউনিভার্সাস টেস্টিং ল্যাব থেকে মান নিয়ন্ত্রণ সনদ পাওয়ার পরই বাজারে ছাড়া হয়। ফলে, স্থানীয় বাজারে গ্রাহকপ্রিয়তার শীর্ষে এখন ওয়ালটন এসি। শিগগিরই বিশ্ববাজারেও শক্তিশালী অবস্থানে তৈরি করে নিবে ওয়ালটন এসি।

স্টকমার্কেটবিডি.কম/

ফারইষ্ট ফাইন্যান্স কোনো লভ্যাংশ ঘোষণা করেনি

farestস্টকমার্কেটবিডি ডেস্ক :

শেয়ারবাজারে তালিকাভুক্ত নন ব্যাংকিং আর্থিক খাতের কোম্পানি ফারইষ্ট ফাইন্যান্স এন্ড ইনভেষ্টমেন্ট লিমিটেডের পরিচালনা বোর্ড শেয়ারহোল্ডারদের জন্য কোনো লভ্যাংশ ঘোষণা করেনি। ডিএসই সূত্রে এ তথ্য জানা যায়।

মঙ্গলবার অনুষ্ঠিত বোর্ড সভায় চলতি বছরের ডিসেম্বর মাসে শেষ হওয়া নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করে এই লভ্যাংশ ঘোষণা দিয়েছে কোম্পানিটি।

এসময় কোম্পানিটির শেয়ার প্রতি লোকসান (ইপিএস) হয়েছে ৪.৩৮ টাকা। এবছর কোম্পানিটির শেয়ার প্রতি প্রকৃত সম্পদমূল্য (এনএভি) দাঁড়িয়েছে ২.৮৫ টাকা।

আগামী ২৯ অক্টোবর কোম্পানিটি বার্ষিক সাধারণ সভার (এজিএম) দিন নির্ধারণ করেছে। আর রেকর্ড ডেট ৭ অক্টোবর।

স্টকমার্কেটবিডি.কম/বি

৪১৫ মে.ও বিদ্যুৎ কেন্দ্রের মালিকানা নিবে ইউনাইটেড পাওয়ার

UPGDস্টকমার্কেটবিডি প্রতিবেদক :

শেয়ারবাজারে তালিকাভুক্ত ইউনাইটেড পাওয়ার জেনারেশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড (ইউপিজিডিসিএল) ৪১৫ মেগাওয়াট ক্ষমতাসম্পন্ন দুটি বিদ্যুৎ উৎপাদন কেন্দ্রের মালিকানা অধিগ্রহন করবে। কোম্পানি সূত্রে এই তথ্য জানা গেছে।

মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) অনুষ্ঠিত কোম্পানির ৯৪তম বোর্ড সভায় এই অধিগ্রহণ সংক্রান্ত এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

ইউনাইটেড গ্রুপের মালিকানাধীন এই বিদ্যুৎ কেন্দ্র দুটি হচ্ছে- ৩শ মেগাওয়াট ক্ষমতাসম্পন্ন ইউনাইটেড আনোয়ারা পাওয়ার লিমিটেড ও ১১৫ মেগাওয়াট ক্ষমতাসম্পন্ন ইউনাইটেড জামালপুর পাওয়ার লিমিটেড।

দুটি বিদ্যুৎ কেন্দ্রেরই ৯৯% করে মালিকানা অধিগ্রহণ করবে ইউনাইটেড পাওয়ার জেনারেশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড (ইউপিজিডিসিএল)। চলতি বছরের ৩০ জুন পর্যন্ত বিদ্যুৎ কেন্দ্রগুলোর শেয়ার প্রতি নিট সম্পদ মূল্যের (এনএভিপিএস) ভিত্তিতে এই অধিগ্রহণ সম্পন্ন হবে। আর এটি কার্যকর হবে চলতি বছরের ১ জুলাই থেকেই।

এই অধিগ্রহণের মধ্য দিয়ে ইউনাইটেড পাওয়ারের বিদ্যুৎ উৎপাদন সক্ষমতা আরও ৪১৫ মেগাওয়াট বাড়লো। যা জাতীয় স্বার্থের পাশাপাশি লাভবান হবেন কোম্পানিটির শেয়ারহোল্ডাররাও।

এজন্য আগামী ২৮ অক্টোবর একটি বিশেষ সাধারণ সভা (ইজিএম) আহবান করেছে কোম্পানিটি। এর জন্য রেকর্ড তারিখ নির্ধারণ করা হয়েছে ৬ অক্টোবর।

উক্ত ইজিএমে শেয়ারহোল্ডারদের সম্মতি সাপেক্ষে অধিগ্রহণের এই সিদ্ধান্ত কার্যকর হবে জানায় কোম্পানিটি।

স্টকমার্কেটবিডি.কম/