নয় কোম্পানির ১৭ জনের পরিচালক পদ বাতিল

bsecস্টকমার্কেটবিডি প্রতিবেদক :

দুই শতাংশ শেয়ার ধারণ না করায় শেয়ারবাজারে তালিকাভুক্ত ৯ কোম্পানির ১৭ পরিচালকের পদ বাতিল করার সিদ্ধান্ত নিয়েছে নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)। ডিএসই সূত্রে এ তথ্য জানা যায়।

ডিএসই জানায়, আগামী ৩০ কার্যদিবসের মধ্য এসব শূন্য পদে পরিচালক নির্বাচিত করবে এসব কোম্পানি।

যে ১৭ পরিচালকের পদ বাতিল হচ্ছে তারা হলেন – বাংলাদেশ জেনারেল ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেডের পরিচালক সোহাইল হুমায়ুন, ইস্টার্ন ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেডের প্রাতিষ্ঠানিক পরিচালক পাইওনিয়ার ড্রেসেস লিমিটেড, ফুয়াং সিরামিক ইন্ডাস্ট্রেজের পরিচালক হাসিনা ওপনেহ্যাপ। ইমাম বাটন ইন্ডাস্ট্রিজের পরিচালক মো. লোকমান চৌধুরী, ইনটেক অনলাইন লিমিটেডের পরিচালক এটিএম হাবিবুল আলম, সাদিকা মাহবুব, আনিসুজ্জামান, মেঘনা লাইফ ইন্স্যুরেন্সের পরিচালক শারমিন নাসির এবং দিলরুবা শারিমন। মার্কেন্টাইল ইন্স্যুরেন্সের পরিচালক শফিক আহেমদ, আজাদ মোস্তফা, আজিজ মোহাম্মদ এরশাদ উল্লাহ, ফারহানা ইসলাম সোনিয়া এবং সাদ কাদির বিন সোলাইমান, প্রভাতি ইন্স্যুরেন্সের পরিচালক হাবিব ই আলম চৌধুরী এবং বদলুর রহমান খান। পূরবী জেনারেল ইন্স্যুরেন্সের উদ্যোক্তা পরিচালক মোহাম্মদ ইকবাল, ইউনাইটেড এয়ারের পরিচালক শাহিনুর আলম।

এর আগে, নতুন কমিশন দায়িত্ব নেওয়ার পর গত ২ জুলাই ২ শতাংশ শেয়ার ধারণের বাধ্যবাদকতা নিয়ে সার্কুলার জারি করে। সময় দেওয়া হয় ৪৫ দিন। এই সময় শেষ হয়েছে গত রবিবার।

বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি) ২২টি কোম্পানির ৬১ জন পরিচালককে নূন্যতম শেয়ার ধারণ নিয়ে আল্টিমেটাম দেয়।

স্টকমার্কেটবিডি.কম/

জিএসপি ফাইন্যান্সের বোর্ড সভা আহবান

GSPFINANস্টকমার্কেটবিডি ডেস্ক :

শেয়ারবাজারে তালিকাভুক্ত আর্থিক খাতের কোম্পানি জিএসপি ফাইন্যান্স লিমিটেডের বোর্ড সভা ২৬ সেপ্টেম্বর অনুষ্ঠিত হবে । ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা গেছে, ওইদিন কোম্পানিটির বোর্ড সভা সকাল সাড়ে ১০ টায় অনুষ্ঠিত হবে।

সভায় ৩১ ডিসেম্বর, ২০১৯ সমাপ্ত অর্থবছরের নীরিক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনার পাশাপাশি বিনিয়োগকারীদের জন্য লভ্যাংশ ঘোষণা আসতে পারে।

একই সভায় ৩১ মার্চ, ২০২০ সমাপ্ত সময়ের প্রথম  এবং ৩০ জুন, ২০২০ সমাপ্ত সময়ের দ্বিতীয় প্রান্তিকের অনীরিক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনার পাশাপাশি বিনিয়োগকারীদের জন্য প্রকাশ করা হবে।

স্টকমার্কেটবিডি.কম/

প্রাইম ফাইন্যান্সের বাৎসরিক বোর্ড সভা আহবান

prime-smbdস্টকমার্কেটবিডি ডেস্ক :

শেয়ারবাজারে তালিকাভুক্ত আর্থিক খাতের কোম্পানি প্রাইম ফাইন্যান্স অ্যান্ড ইনভেস্টমেন্ট লিমিটেডের পরিচালনা পর্ষদের বোর্ড সভা ২৮ সেপ্টেম্বর অনুষ্ঠিত হবে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা গেছে, ওইদিন কোম্পানিটির বোর্ড সভা বিকেল ৪ টায় অনুষ্ঠিত হবে।

সভায় ৩১ ডিসেম্বর, ২০১৯ সমাপ্ত অর্থবছরের নীরিক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনার পাশাপাশি বিনিয়োগকারীদের জন্য লভ্যাংশ ঘোষণা আসতে পারে।

একই সভায় ৩১ মার্চ, ২০২০ সমাপ্ত সময়ের প্রথম  এবং ৩০ জুন, ২০২০ সমাপ্ত সময়ের দ্বিতীয় প্রান্তিকের অনীরিক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনার পাশাপাশি বিনিয়োগকারীদের জন্য প্রকাশ করা হবে।

স্টকমার্কেটবিডি.কম/

বিদেশ ফেরত ৮৩ শ্রমিককে কেন মুক্তির নির্দেশ দেওয়া হবে না : হাইকোর্ট

courtস্টকমার্কেটবিডি প্রতিবেদক :

ভিয়েতনাম ও কাতার ফেরত ৮৩ শ্রমিককে কেন মুক্তির নির্দেশ দেওয়া হবে না, তা জানতে চেয়ে রুল জারি করেছেন হাইকোর্ট। দুই সপ্তাহের মধ্যে স্বরাষ্ট্র মন্ত্রণালয় সচিবসহ সংশ্লিষ্টদের এ রুলের জবাব দিতে বলা হয়েছে।

এক রিট আবেদনের প্রাথমিক শুনানি নিয়ে আজ সোমবার বিচারপতি জে বি এম হাসান ও বিচারপতি খায়রুল আলমের নেতৃত্বাধীন হাইকোর্ট বেঞ্চ এ রুল জারি করেন।

আদালতে রিটের পক্ষে শুনানি করেন অ্যাডভোকেট সালাউদ্দিন রিগ্যান। সঙ্গে ছিলেন অ্যাডভোকেট ইকবাল হোসেন।

এর আগে ১৩ সেপ্টেম্বর ভিয়েতনাম ফেরত ৮১ জন এবং কাতার ফেরত দু’জনসহ মোট ৮৩ শ্রমিকের মুক্তি চেয়ে হাইকোর্টে জনস্বার্থে রিট করেন আইনজীবী সালাউদ্দিন রিগ্যান।

প্রসঙ্গত, গত ১ সেপ্টেম্বর রাজধানীর উত্তরার দিয়াবাড়িতে প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টিন শেষে গ্রেফতার ভিয়েতনাম ফেরত ৮১ জন এবং কাতার ফেরত দু’জনসহ মোট ৮৩ শ্রমিককে কারাগারে পাঠানোর আদেশ দেন আদালত।

ঢাকা মহানগর হাকিম সত্যব্রত সিকদার তাদের কারাগারে পাঠানোর আদেশ দেন। মামলার তদন্ত শেষ না হওয়া পর্যন্ত তাদের কারাগারে আটক রাখার আবেদন করেন তদন্তকারী কর্মকর্তা। আবেদনের পরিপ্রেক্ষিতে বিচারক তাদের কারাগারে পাঠানোর আদেশ দেন।

ওইদিন সকালে প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টিন শেষে তাদের গ্রেফতার দেখায় পুলিশ। তুরাগ থানার ওসি নূরুল মোত্তাকীন বলেছিলেন, এসব প্রবাসীরা সংশ্লিষ্ট দেশগুলোতে গিয়ে অপরাধে জড়িয়েছিলেন। সেজন্য সেখানে তারা গ্রেফতার হন। করোনার কারণে তাদের বাংলাদেশে আটক অবস্থায় ফেরত পাঠানো হয়েছিল। এজন্য চাইলেই পুলিশ তাদের ছেড়ে দিতে পারে না। তাই ওই ৮৩ জনের কোয়ারেন্টিন শেষ হওয়ায় তাদের আটক দেখিয়ে আদালতে পাঠানো হয়েছে।

স্টকমার্কেটবিডি.কম/

ওয়ালটনের শেয়ার লেনদেন শুরু ২৩ সেপ্টেম্বর

waltonস্টকমার্কেটবিডি ডেস্ক :

শেয়ারবাজারে সদ্য আইপিও প্রক্রিয়া শেষ হওয়া ওয়ালটন হাই-টেক ইন্ডাস্ট্রিজ লিমিটেডের শেয়ার লেনদেন শুরু হবে আগামী ২৩ সেপ্টেম্বর থেকে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

এদিন দেশের উভয় শেয়ারবাজারে আনুষ্ঠানিকভাবে শুরু হবে এ কোম্পানির লেনদেন।

‘এন’ ক্যাটাগরির আওতায় লেনদেন শুরু করা কোম্পানিটির ট্রেডিং কোড- “WALTONHIL” এবং কোম্পানি কোড- ১৩২৪৮ নির্ধারণ হয়েছে ।

সম্প্রতি কোম্পানিটির আইপিও প্রক্রিয়া সম্পন্ন করেছে। ইতোমধ্যে বরাদ্দ পাওয়া আইপিও শেয়ার সেন্ট্রাল ডিপোজিটরি বাংলাদেশ লিমিটেডের (সিডিবিএল) মাধ্যমে বিনিয়োগকারীদের নিজ নিজ বিও হিসাবে জমা হয়েছে।

স্টকমার্কেটবিডি.কম/

মবিল যমুনা ট্যাংকার বিক্রি করবে

mjl-smbdস্টকমার্কেটবিডি ডেস্ক :

শেয়ারবাজারে তালিকাভুক্ত জ্বালানী ও শক্তি খাতের কোম্পানি মবিল যমুনা বিডি লিমিটেড একটি পুরাতন ট্যাংকার বিক্রি করবে। পাশাপাশি একটি নতুন ট্যাংকার ক্রয় করার সিদ্ধান্ত নিয়েছে এই কোম্পানি। ডিএসই সূত্রে এ তথ্য জানা যায়।

সম্প্রতি অনুষ্ঠিত কোম্পানিটির বোর্ড সভায় এই সিদ্ধান্ত নিয়েছে পরিচালকরা।

কোম্পানিটি তাদের ব্যবহার করা এ্যাফ্রাম্যাক্স ট্যাংকার ওমেরা কুইন বিক্রি করবে। এই ট্যাংকারের বিক্রয় মূল্য নির্ধারণ করা হয়েছে ৮.০৮ মিলিয়ন মার্কিন ডলার।

এই ট্যাংকারটি ৯ বছর যাবৎ ব্যবহার করে আসছে মবিল যমুনা। বাংলাদেশের পতাকাবাহী এই জাহাজটি বিশ্বের বিভিন্ন রুটে ১০২ বার মাল পরিবহন করেছে।

এই ট্যাংকারটি বিক্রি করে মবিল যমুনা নিজস্ব অর্থায়নে ২ কোটি ২০ লাখ ডলার দিয়ে আরেকটি নতুন জাহাজ কিনবে। এই জাহাজের ধারণ ক্ষমতা হবে ১ লাখ থেকে ১.১৫ লাখ মেট্রিক টন।

স্টকমার্কেটবিডি.কম/

বাংলাদেশের সঙ্কট নিরসনে পেঁয়াজ পাঠাতে চায় তুরস্ক

521219c027d95-onionস্টকমার্কেটবিডি ডেস্ক :

বাংলাদেশের সঙ্কট নিরসনে পেঁয়াজ পাঠাতে চায় তুরস্ক। তুরস্কের বাংলাদেশ মিশন থেকে এ প্রস্তাবনা বাণিজ্য মন্ত্রণালয়কে জানানো হয়েছে।

জানা গেছে, উন্মুক্ত দরপত্রের মাধ্যমে তুরস্ক থেকে পেঁয়াজ কিনে ঢাকায় আনতে পরিবহন খরচসহ প্রতি কেজি পেঁয়াজের দাম ২০ থেকে ২৫ টাকা পড়বে।

সম্প্রতি তুরস্ক সফর শেষে পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আবদুল মোমেন বলেন, তুরস্ক সফরকালে পেঁয়াজের সমস্যার কথা জেনে বাণিজ্যমন্ত্রীকে ফোন করি, তার সম্মতিতে বাংলাদেশ মিশনকে দায়িত্ব দেই স্থানীয় ব্যবসায়ীদের সঙ্গে আলোচনা করতে। সরকারিভাবে দুই দেশের মধ্যে না হলেও বেসরকারিভাবে আলোচনা এগিয়েছে৷

তুরস্কের ব্যবসায়ীদের পেঁয়াজ রপ্তানির আগ্রহের কথা বাণিজ্য মন্ত্রণালয়কে অবহিত করা হয়েছে। অবশ্য বাংলাদেশের পক্ষ থেকে বেসরকারিভাবে তুরস্ক থেকে পেঁয়াজ আমদানির বিষয়ে এখনো কোনো সিদ্ধান্ত জানাতে পারেনি।

স্টকমার্কেটবিডি.কম/

এ্যাপেক্স ফুটওয়ারের বোর্ড সভা বিকালে

apex foot-smbdস্টকমার্কেটবিডি ডেস্ক :

শেয়ারবাজারে তালিকাভুক্ত চামড়া খাতের কোম্পানি এ্যাপেক্স ফুটওয়ার লিমিটেডের বোর্ড সভা আজ বিকালে আহ্বান করা হয়েছে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

আজ সোমবার বেলা চারটায় রাজধানীতে প্রতিষ্ঠানটির নিজেদের প্রধান ভবনে এ বোর্ড সভা অনুষ্ঠিত হবে।

ঢাকা স্টক এক্সচেঞ্জ (লিস্টিং)আইন-২০১৫ অনুযায়ী, এ বোর্ড সভায় গত ৩০ জুন শেষ হওয়া অর্থবছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করবে কোম্পানিটির পরিচালনা বোর্ড।

এই বোর্ড সভায় শেয়ারহোল্ডারদের জন্য লভ্যাংশ ঘোষণা করতে পারে কোম্পানিটি। এছাড়া আসতে পারে এজিএম সংক্রান্ত ঘোষণা।

গত বছর কোম্পানিটি শেয়ারহোল্ডারদের জন্য ৫৫ শতাংশ নগদ লভ্যাংশ ঘোষণা করেছিল।

স্টকমার্কেটবিডি.কম/