শুল্কমুক্ত ফুয়েল বিক্রি করবে পদ্মা ওয়েল ও মেঘনা পেট্রো

padma1

megnaস্টকমার্কেটবিডি ডেস্ক :

শেয়ারবাজারে তালিকাভুক্ত পদ্মা অয়েল ও মেঘনা পেট্রোলিয়াম কোম্পানি লিমিটেড শুল্কমুক্ত মেরিন ফুয়েল (সামদ্রিক জ্বালানি) বিক্রির সিদ্ধান্ত নিয়েছে। আইএমও রেগুলেশন অনুযায়ী মেরিন ফুয়েল বিক্রি করবে কোম্পানি দুইটি। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছ

সূত্র জানায়, পদ্মা অয়েল কোম্পানিকে বাংলাদেশ পেট্রোলিয়াম কর্পোরেশন শুল্কমুক্ত মেরিন ফুয়েল বিক্রির জন্য দাম নির্ধারণ করে দিয়েছে। কোম্পানিটি চট্টগ্রাম এবং মংলা বন্দরে দেশি-বিদেশি জাহাজের জন্য মেরিন ফুয়েল সরবরাহ করবে।

অন্যদিকে মেঘনা পেট্রোলিয়াম বাংলাদেশের পানিতে দেশি এবং বিদেশি জাহাজের বাংকার হিসাবে শুল্কমুক্ত মেরিন ফুয়েল বিক্রি করবে।

কোম্পানি দুইটি প্রতি লিটার মেরিন ফুয়েল বিক্রি করে প্রতি লিটারে ৫৫ পয়সা করে নিবে।

স্টকমার্কেটবিডি.কম/বি

 

প্রাইম ব্যাংকের উদ্দোক্তা ৬ লাখ শেয়ার বিক্রি করবেন

primeস্টকমার্কেটবিডি ডেস্ক :

শেয়ারবাজারে তালিকাভুক্ত ব্যাংকিং খাতের প্রতিষ্ঠান প্রাইম ব্যাংক লিমিটেডের একজন উদ্দ্যোক্তা পরিচালক শেয়ার বিক্রয়ের ঘোষণা দিয়েছেন। ডিএসই সূত্রে এ তথ্য জানা যায়।

সূত্র জানায়, খোন্দকার মোহাম্মদ খালেদ নামে এই পরিচালক ৬ লাখ শেয়ার বিক্রয়ের ঘোষণা দিয়েছেন। তার হাতে ব্যাংকটির মোট ৭০,২৫,৮৬৫টি শেয়ার রয়েছে।

ঘোষণার পর ৩০ কার্যদিবসের মধ্যে ব্লক মার্কেটে এই উদ্যোক্তা পরিচালক উল্লেখিত পরিমাণ শেয়ার বিক্রয় করবেন।

স্টকমার্কেটবিডি.কম/বি

তুং হাইয়ের শেয়ার দর বাড়ার অপ্রকাশিত তথ্য নেই

Tung haiস্টকমার্কেটবিডি ডেস্ক :

শেয়ারবাজারে তালিকাভুক্ত বস্ত্র খাতের কোম্পানি তুংহাই নিটিং এন্ড ডায়িং লিমিটেডের শেয়ার দর সাম্প্রতিক সময়ে অস্বাভাবিক হারে বাড়ার কারণ জানতে চাইলে ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) কে কোনো ধরণের মূল্য সংবেদনশীল কোনো অপ্রকাশিত তথ্য নেই বলে জানিয়েছে কোম্পানিটি। ডিএসই’র ওয়েবসাইটে এ তথ্য জানা যায়।

শেয়ারটির সাম্প্রতিক দর বাড়াকে অস্বাভাবিক বলে মনে করছেন ডিএসই কর্তৃপক্ষ। এজন্য নোটিস করলে তুংহাই লিমিটেড জানায়, কোনো রকম মূল্য সংবেদনশীল তথ্য ছাড়াই শেয়ারটির দর বাড়ছে।

স্টকমার্কেটবিডি.কম/এসএম

ওয়ালটনের শেয়ার ৩৭৮ টাকায় লেনদেন

waltonস্টকমার্কেটবিডি ডেস্ক :

আইপিও পক্রিয়া শেষে দেশের উভয় শেয়ারবাজারে ওয়ালটন হাই-টেক ইন্ডাস্ট্রিজ লিমিটেডের শেয়ার লেনদেন আজ বুধবার হতে শুরু হয়েছে। প্রথম দিনেই শেয়ারটি ৩৭৮ টাকায় লেনদেন হতে দেখা গেছে।

এদিন বেলা ১০টায় এই শেয়ার লেনদেন শুরু হয়। বেলা ১ টা ১৫ মিনিট পর্যন্ত ডিএসইতে এই শেয়ার সর্বোচ্চ ৩৭৮ টাকায় লেনদেন হয়। শুরু থেকে এখন পর্যন্ত শেয়ারটি ৩৭৮ টাকাতেই লেনদেন হয়েছে।

শেয়ারটির দর ১২৬ টাকা বা ৫০ শতাংশ বেড়ে সার্কিট ব্রেকারে অবস্থান করছে। এসময় পর্যন্ত কোম্পানিটি ২২ বারে ৩৪৮টি শেয়ার লেনদেন করেছে। যার আর্থিক মূল্য ১ লাখ ৩২ হাজার টাকা।

এর আগেই বরাদ্দকৃত শেয়ার বিনিয়োগকারীদের বেনিফিশিয়ারি ওনার্স (বিও) হিসেবে পাঠিয়েছে সেন্ট্রাল ডিপোজিটরি বাংলাদেশ লিমিটেড (সিডিবিএল)। আজ আনুষ্ঠানিকভাবে এই শেয়ারের লেনদেন শুরু হয়।

স্টকমার্কেটবিডি.কম/

জিপিএইচ ইস্পাতের কারখানায় আগুনে দগ্ধ ৭

210339Agun_kalerkantho_picস্টকমার্কেটবিডি ডেস্ক :

চট্টগ্রামের জিপিএইচ ইস্পাতের কারখানায় আগুনে সাতজন দগ্ধ হয়েছেন।

মঙ্গলবার বিকেলে সীতাকুণ্ড উপজেলার ছোট কুমিরায় এ ঘটনায় দগ্ধদের মধ্যে একজন ভারতীয় আছেন বলে পুলিশ জানিয়েছে।

এরা হলেন- শাহীন আলম (২৭), টিপু সুলতান (৩২), শহীদুল ইসলাম (২৭), নুরুজ্জামান (৪০), আমীর হোসেন (২৭), রবীন্দ্র (৪০) ও ভারতীয় নাগরিক কেওয়াল সিং চৌহান (৪৬)।

এদের মধ্যে টিপু সুলতান প্রাথমিক চিকিৎসা নিয়ে ফিরে গেছেন। বাকি ছয়জন চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালের বার্ন ইউনিটে ভর্তি আছেন।

হাসপাতাল পুলিশ ফাঁড়ির এএসআই আলাউদ্দিন তালুকদার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, কারখানায় লোহা গলানোর সময় গ্যাসের শিখা ছিটকে এসে এই সাত কর্মী দগ্ধ হন। তাদের বেশিরভাগই মুখ ও হাতে দগ্ধ হয়েছেন। আহতদের শরীরে দগ্ধ হওয়া অংশের পরিমাণ চার থেকে ১১ শতাংশ।

এ বিষয়ে বার্ন ইউনিটের বিভাগীয় প্রধান সহযোগী অধ্যাপক ডা. রফিক উদ্দিন আহমেদ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, সাতজন দগ্ধ রোগী এসেছিলেন। তাদের একজন প্রাথমিক চিকিৎসা নিয়ে চলে গেছেন।

“তাদের দগ্ধ হবার হার কম হলেও বাকি ছয়জনের সবরাই শ্বাসনালি ক্ষতিগ্রস্ত হয়েছে।” সূত্র : বিডি নিউজ২৪

স্টকমার্কেটবিডি.কম/

বাংলাদেশের সঙ্গে দ্বিপাক্ষিক ও বাণিজ্যিক সম্পর্ক বাড়াতে চায় রুয়ান্ডার

9999999999999স্টকমার্কেটবিডি প্রতিবেদক :

বাংলাদেশের সাথে দ্বিপাক্ষিক ও বাণিজ্যিক সম্পর্ক বাড়ানোর বিষয়ে রুয়ান্ডা আগ্রহী বলে জানিয়েছেন দেশটির পররাষ্ট্রমন্ত্রী ভিনসেন্ট বিরুটা। এছাড়া রোহিঙ্গাদের মিয়ানমারে প্রত্যাবাসনের বিষয়ে রুয়ান্ডার সহযোগিতা অব্যাহত রাখার প্রতিশ্রুতি ব্যক্ত করেন তিনি।

গতকাল পররাষ্ট্রমন্ত্রী ড. এ. কে. আব্দুল মোমেনের সাথে টেলিফোনে আলাপকালে রুয়ান্ডার পররাষ্ট্রমন্ত্রী এ আগ্রহ প্রকাশ করেন। এ সময় দ্বৈত কর পরিহারে বাংলাদেশের প্রস্তাবের বিষয়ে শীঘ্রই রুয়ান্ডার মাতামত জানানো হবে বলে জানান সে দেশের পররাষ্ট্রমন্ত্রী।

মিয়ানমার থেকে বাস্তুচ্যুত ১১ লক্ষ রোহিঙ্গা জনগোষ্ঠীকে সেদেশে প্রত্যাবাসনের বিষয়ে রুয়ান্ডার সহযোগিতা অব্যাহত রাখার প্রতিশ্রুতি ব্যক্ত করেন ভিনসেন্ট বিরুটা।

উভয় দেশের মধ্যে বাণিজ্য বৃদ্ধির বিষয়ে উভয় দেশের পররাষ্ট্রমন্ত্রী আগ্রহ প্রকাশ করেন। এক্ষেত্রে বিপুল সম্ভাবনা রয়েছে বলে ড. মোমেন উল্লেখ করেন।

পররাষ্ট্রমন্ত্রী রুয়ান্ডাকে বাংলাদেশের ঔষধ, পিপিইসহ করোনা চিকিৎসা সামগ্রী, তৈরি পোশাক ও বাইসাইকেল আমদানির আহবান জানান। পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক প্রেস বিজ্ঞপ্তিতে বিষয়টি জানা গেছে।

এছাড়া দু’দেশের ব্যবসায়ী প্রতিনিধিদের পারস্পারিক সফর বিনিময়ের ওপর গুরুত্ব আরোপ করেন তাঁরা। সাম্প্রতিক বাংলাদেশের উন্নয়ন ও সম্ভাবনার বিষয়টি তুলে ধরেন ড. মোমেন। তিনি বলেন, বাংলাদেশের সরকার অত্যন্ত ব্যবসাবান্ধব। রুয়ান্ডাকে বাংলাদেশের অথনৈতিক অঞ্চলে বিনিয়োগের আহবান জানান বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী। এতে উভয় দেশ লাভবান হবে বলে উল্লেখ করেন তিনি।

সম্প্রতি কেনিয়ায় নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনারকে রুয়ান্ডায় বাংলাদেশের অনাবাসিক হাইকমিশনার হিসেবে সমবর্তী দায়িত্ব দেওয়া হয়েছে।

স্টকমার্কেটবিডি.কম/

 

বিমান টিকিটের দাবিতে আজও রাস্তায় সৌদিপ্রবাসীরা

113202Untitled-1স্টকমার্কেটবিডি প্রতিবেদক :

সৌদি আরবে যাওয়ার জন্য বিমান টিকিটের দাবিতে আজও বিক্ষোভ করছেন প্রবাসীরা। এরআগে গতকালও বিক্ষোভ করেছিলেন তারা। আজ বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে রাজধানীর কাওরান বাজারে অবস্থিত সৌদি এয়ারলাইন্সের সামনে বিক্ষোভ শুরু করেন তাঁরা।

প্রত্যক্ষদর্শীরা জানায়, সকালে কাওরান বাজারে অবস্থিত সৌদি এয়ারলাইন্সের সামনে জড়ো হতে থাকেন প্রবাসীরা। একপর্যায়ে তাঁরা বিক্ষোভ শুরু করেন। এর পর সকাল সাড়ে ৯টার দিকে তাঁরা দাবি-দাওয়া তুলে ধরার জন্য কাজী নজরুল ইসলাম এভিনিউ ধরে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়, পররাষ্ট্র মন্ত্রণালয় এবং জনকল্যাণ মন্ত্রণালয়ের উদ্দেশে যাত্রা শুরু করেন।

বিক্ষোভকারীরা জানান, তাঁদের প্রতিনিধি প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ে যান, কিন্তু সেখান থেকে কোনো সুরাহা আসেনি। একারণে আজ তাঁরা প্রবাসীকল্যাণ মন্ত্রণালয়ের উদ্দেশে রওনা হচ্ছেন। সেখানে কোনো ফয়সালা না হলে তাৎক্ষণিকভাবে সেখানেই অবস্থান নেবেন। প্রবাসীকল্যাণ মন্ত্রণালয় ছাড়াও তাঁরা পররাষ্ট্র মন্ত্রণালয় এবং জনকল্যাণ মন্ত্রণালয়ে দাবি তুলে ধরবেন বলে জানান বিক্ষোভকারীরা।

জানা গেছে, বিমানের টিকিট না পেয়ে সময়মতো কর্মসংস্থলে পৌঁছানো নিয়ে মহাসংকটে পড়েছেন সৌদিপ্রবাসীরা। অন্তত ৩০ হাজার বাংলাদেশি সৌদি আরবে কর্মস্থলে ফেরার অপেক্ষায় আছেন। এঁদের বেশির ভাগের ভিসার মেয়াদ সেপ্টেম্বরে শেষ হয়ে যাবে। এ পরিস্থিতিতে দেশের অন্যতম এই শ্রমবাজারে অক্টোবরের ১ তারিখ থেকে বিমান বাংলাদেশ এয়ারলাইনস এবং সৌদি এয়ারলাইনস আজ বুধবার থেকে ফ্লাইট পরিচালনা শুরু করতে যাচ্ছে।

কিন্তু সংশ্লিষ্টরা বলছেন, সৌদি এয়ারলাইনস মাত্র দুটি ফ্লাইট চালাবে যা দিয়ে বিপুল পরিমাণ যাত্রীর চাপ সামাল দেওয়া কঠিন হবে। ফলে অনেকেই চাকরি হারানোর আশঙ্কায় বিক্ষোভে নেমেছেন। এর আগে গতকাল মঙ্গলবারও (২২ সেপ্টেম্বর) টিকিটের দাবিতে বিক্ষোভ করেন তাঁরা।

স্টকমার্কেটবিডি.কম/

কন্টিনেন্টাল ইন্স্যূরেন্সের দুই উদ্দ্যোক্তার শেয়ার হস্তান্থরের ঘোষণা

continental-smbdস্টকমার্কেটবিডি ডেস্ক :

শেয়ারবাজারে তালিকাভুক্ত বিমা খাতের কন্টিনেন্টাল ইন্স্যূরেন্স কোম্পানি লিমিটেডের দুইজন উদ্যোক্তা তাদের ছেলে মেয়েদের শেয়ার হস্তান্তরের ঘোষণা দিয়েছেন। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা গেছে, বিমাটির উদ্যোক্তা মো: এস এম আবু মহসিন তার কাছে থাকা মোট ১ লাখ শেয়ার তার পুত্র সাঈদ আদিব আশফাক উদ্দিন ও আরেক উদ্যোক্তা মো: ইয়াসিন আলী তার কাছে থাকা মোট ১ লাখ শেয়ার তার কন্যা সায়রা ইয়াসিনকে হস্তান্তর করবেন।

আগামী ৩০ কার্যদিবসের মধ্যে ঘোষণাকৃত এসব শেয়ার উপহারস্বরূপ হস্তান্তর সম্পন্ন করবেন তারা।

স্টকমার্কেটবিডি.কম/

প্রাইম লাইফ ইন্স্যূরেন্সের বাৎসরিক বোর্ড সভা বিকালে

PRIMELIFEস্টকমার্কেটবিডি ডেস্ক :

শেয়ারবাজারে তালিকাভুক্ত বিমা খাতের প্রতিষ্ঠান প্রাইম লাইফ ইন্সুরেন্স লিমিটেডের বাৎসরিক বোর্ড সভা আজ বিকালে আহবান করা হয়েছে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

এদিন বেলা ৩টায় রাজধানীর কারওয়ানবাজারে অবস্থিত নিজস্ব কার্যলয়ে এ বোর্ড সভাটি অনুষ্ঠিত হবে।

এ বোর্ড সভায় ৩০ ডিসেম্বর শেষ হওয়া ২০১৯ সালের নিরীক্ষীত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করা হবে।

এ সভায় বিমাটির লভ্যাংশ ঘোষণা আসতে পারে। এসভায় এজিএমের তারিখ ও রেকর্ড ডেট ঘোষণা করা হবে।

স্টকমার্কেটবিডি.কম/

কেয়া কসমেটিকসকে এজিএমের অনুমতি দিল হাইকোর্ট

keyaস্টকমার্কেটবিডি ডেস্ক :

শেয়ারবাজারে তালিকাভুক্ত রসায়ন ও ঔষুধ খাতের কোম্পানি কেয়া কসমেটিকস লিমিটেডকে বার্ষিক সাধারণ সভা (এজিএম) করার অনুমতি দিয়েছে হাইকোর্ট। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্র জানায়, হাইকোর্টের অনুমতি স্বাপেক্ষে কোম্পানিটি ৩০ জুন ২০১৮ বছরের ২২তম এজিএমটি করতে পারবে। তবে এই এজিএমের দিন ও সময় পরবর্তীতে নির্ধারণ করা হবে।

এর আগে কোম্পানির পরিচালনা বোর্ডের সভায় ২০১৯ সালের ২৬ জানুয়ারি এজিএমের তারিখ ঘোষণা করা হয়েছিল। পরে উচ্চ আদালতের আদেশে কোম্পানিটির এজিএম স্থগিত করা হয়।

উক্ত আদালত শুনানী শেষে এই এজিএমটি করা অনুমতি প্রদান করেছে।

স্টকমার্কেটবিডি.কম/এসএম