1. প্যারামাউন্ট টেক্সটাইল
  2. বেক্সিমকো লিমিটেড
  3. সন্ধানী লাইফ ইন্সুরেন্স
  4. এশিয়া প্যাসিফিক জেনারেল ইন্সুরেন্স
  5. বেক্সিমকো ফার্মা
  6. ব্র্যাক ব্যাংক
  7. পাইওনিয়ার ইন্সুরেন্স
  8. বিডি ফাইন্যান্স এন্ড ইনভেস্টমেন্ট
  9. রিপাবলিক ইন্সুরেন্স
  10. নিটল ইন্সুরেন্স লিমিটেড।

ডিএসইতে ৯১৪ ও সিএসইতে ৬০ কোটি টাকার লেনদেন

DSE_CSE-smbdস্টকমার্কেটবিডি প্রতিবেদক :

দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেন আগের দিনের চেয়ে বেড়েছে। তবে এদিন দিনশেষে সেখানে সূচক কমেছে। অন্যদিকে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জেও (সিএসই) লেনদেন বাড়লেও সূচক কমেছে। ডিএসই ও সিএসই সূত্রে এ তথ্য জানা যায়।

বুধবার লেনদেন শেষে ডিএসইতে প্রধান সূচক ডিএসইএক্স ১৯.০৮ পয়েন্ট কমে অবস্থান করছে ৪৯৬৩ পয়েন্টে। আর ডিএসই শরীয়াহ সূচক ৫.১৪ পয়েন্ট কমে অবস্থান করছে ১১২০ পয়েন্টে এবং ডিএসই-৩০ সূচক ৯.১৪ পয়েন্ট কমে অবস্থান করছে ১৬৯৫ পয়েন্টে।

এদিন ডিএসইতে লেনদেন হয়েছে ৯১৪ কোটি ৩৭ লাখ টাকা। গতকাল মঙ্গলবার লেনদেনের পরিমাণ ছিল ৮৫৩ কোটি টাকা।

ডিএসইতে আজ ৩৫৫টি কোম্পানি ও মিউচুয়াল ফান্ডের শেয়ারের লেনদেন হয়। এর মধ্যে ১৩২টির শেয়ারের দর বেড়েছে, কমেছে ১৯১টির। আর দর অপরিবর্তিত আছে ৩২টির।

এদিন ডিএসইতে লেনদেনে এগিয়ে থাকা ১০টি কোম্পানি হলো- প্যারামাউন্ট টেক্সটাইল লিমিটেড, বাংলাদেশ এক্সপোর্ট ইম্পোর্ট কোম্পানি, সন্ধানী লাইফ ইন্সুরেন্স কোম্পানি, এশিয়া প্যাসিফিক জেনারেল ইন্সুরেন্স কোম্পানি, বেক্সিমকো ফার্মা, ব্র্যাক ব্যাংক, পাইওনিয়ার ইন্সুরেন্স কোম্পানি, বিডি ফাইন্যান্স এন্ড ইনভেস্টমেন্ট কোম্পানি, রিপাবলিক ইন্সুরেন্স কোম্পানি ও নিটল ইন্সুরেন্স কোম্পানি লিমিটেড।

অন্যদিকে দেশের অপর বাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) ব্রড ইনডেক্স ৯৪.৪৭ পয়েন্ট কমে অবস্থান করছে ১৪ হাজার ১৬৭ পয়েন্টে।

দিনভর লেনদেন হওয়া ২৮১টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ৭৯টির, কমেছে ১৭৪টির ও দর অপরিবর্তিত রয়েছে ২৮টির।

এদিন সিএসইতে লেনদেন হয়েছে ৬০ কোটি ০৭ লাখ টাকা। গতকাল সোমবার সেখানে লেনদেন হয়েছিল ৬৩ কোটি ৪৯ লাখ টাকা।

দিনশেষে সিএসইতে লেনদেনের শীর্ষে রয়েছে বেক্সিমকো ফার্মা ও এশিয়া প্যাসিফিক জেনারেল ইন্সুরেন্স কোম্পানি।

স্টকমার্কেটবিডি.কম/বি

ব্যাংকের উদ্দ্যোক্তা ৪৬ লাখ শেয়ার হস্তান্থর করবে

mercantilস্টকমার্কেটবিডি ডেস্ক :

শেয়ারবাজারে তালিকাভুক্ত ব্যাংকিং খাতের মার্কেন্টাইল ব্যাংক লিমিটেডের একজন উদ্যোক্তা তার স্ত্রী ও পুত্রকে শেয়ার হস্তান্তরের ঘোষণা দিয়েছেন। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা গেছে, ব্যাংকটির উদ্যোক্তা সুব্রত নারায়ন রায় তার কাছে থাকা মোট ৪৬ লাখ ৬০ হাজার শেয়ার তার স্ত্রী ও পুত্রকে প্রদান করবেন।

তিনি স্ত্রী হেনা শ্রী রায় ও পুত্র সৌরভ রায় কে ২৩ লাখ লাখ ৩০ হাজার করে শেয়ার হস্তান্তর করবেন।

আগামী ২৯ অক্টোবরের মধ্যে ঘোষণাকৃত এসব শেয়ার উপহারস্বরূপ হস্তান্তর সম্পন্ন করবেন তিনি।

স্টকমার্কেটবিডি.কম/

মিউচ্যুয়াল ট্রাষ্ট ব্যাংকের নমিনী পরিচালকের শেয়ার ক্রয়

Mutual-Trust-Bank-Limited-Logo-Qস্টকমার্কেটবিডি ডেস্ক :

শেয়ারবাজারে তালিকাভুক্ত ব্যাংকিং খাতের প্রতিষ্ঠান মিউচ্যুয়াল ট্রাষ্ট ব্যাংকের একজন নমিনী পরিচালক শেয়ার ক্রয়ের ঘোষণা দিয়েছেন। ডিএসই সূত্রে এ তথ্য জানা যায়।

সূত্র জানায়, রাশেদ আহমেদ চৌধুরী নামে এই উদ্দ্যোক্তা পরিচালক প্রতিষ্ঠানটির দেড় লাখ শেয়ার ক্রয় করবেন।

ঘোষণার পর ২৯ অক্টোবরের মধ্যে পাবলিক মার্কেট হতে এই পরিচালক উল্লেখিত পরিমাণ শেয়ার ক্রয় করবেন।

স্টকমার্কেটবিডি.কম/

 

রূপালী লাইফ ইন্স্যূরেন্সের শেয়ার বিক্রির ঘোষণা

rupaliস্টকমার্কেটবিডি ডেস্ক :

শেয়ারবাজারে তালিকাভুক্ত বিমা খাতের প্রতিষ্ঠান রূপালী লাইফ ইন্স্যূরেন্স লিমিটেডের একজন পরিচালক ১ লাখ শেয়ার বিক্রয়ের ঘোষণা দিয়েছেন। ডিএসই সূত্রে এ তথ্য জানা যায়।

সূত্র জানায়, মো: মনিরুল হাসান খান নামে এই পরিচালক বিমাটির ১ লাখ শেয়ার বিক্রয় করবেন। তার হাতে মোট ৭,২৫,০৮৩ শেয়ার রয়েছে।

ঘোষণার পর ২৯ অক্টোবরের মধ্যে পাবলিক মার্কেটে এই পরিচালক উল্লেখিত পরিমাণ শেয়ার বিক্রয় করবেন।

স্টকমার্কেটবিডি.কম/বি

ঋণ বিতরণ না করায় ২৪ ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানকে শোকজ

bbস্টকমার্কেটবিডি প্রতিবেদক :

করোনার প্রভাব মোকাবেলায় কুটির, ক্ষুদ্র মাঝারি শিল্পের জন্য প্রণোদনার ঋণ বিতরণ না করায় ২৪টি ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানকে শোকজ করেছে কেন্দ্রীয় ব্যাংক। একইসঙ্গে স্বল্প পরিমাণে ঋণ বিতরণের দায়ে ২৫টি ব্যাংককে সতর্ক করে দেয়া হয়েছে।

এ বিষয়ে কেন্দ্রীয় ব্যাংক থেকে সংশ্লিস্ট ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানগুলোর প্রধান নির্বাহীদের কাছে চিঠি দেয়া হয়েছে। এতে আগামী ৩১ অক্টোবরের মধ্যে বরাদ্দ অনুযায়ী প্রণোদনার শতভাগ ঋণ বিতরণ করার নির্দেশ দেয়া হয়েছে।

লক্ষ্যমাত্রা অনুযায়ী বিতরণে ব্যর্থ হলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেয়া হবে বলে সতর্ক করে দেয়া হয় চিঠিতে।

সূত্র জানায়, ১৬টি আর্থিক প্রতিষ্ঠান, দুটি বেসরকারি বাণিজ্যিক ব্যাংক, একটি সরকারি ব্যাংক ও ৫টি বিদেশি ব্যাংককে কারণ দর্শানোর এ নোটিশ দেয়া হয়। সতর্ক করা হয়েছে ২৫ ব্যাংককে।

এর মধ্যে সরকারি খাতের ৫টি ও বেসরকারি খাতের ২০টি ব্যাংক। এ খাতে কোনো আর্থিক প্রতিষ্ঠান নেই।

করোনার প্রভাব মোকাবেলায় ক্ষুদ্র, কুটির ও মাঝারি শিল্প খাতকে সহায়তা করতে গত এপ্রিলে কেন্দ্রীয় ব্যাংক ২০ হাজার কোটি টাকার প্রণোদনা প্যাকেজ ঘোষণা করে।

এ তহবিল থেকে উদ্যোক্তাদের ৪ শতাংশ সুদে চলতি মূলধনের জোগান দেয়ার কথা। সুদের বাকি ৫ শতাংশ সরকার ভর্তুকি হিসেবে দেবে। এ তহবিল থেকে ঋণ নিতে কেন্দ্রীয় ব্যাংক ১০ হাজার কোটি টাকার পুনঃঅর্থায়ন তহবিল গঠন করেছে।

অর্থাৎ ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানগুলো এ তহবিল থেকে যে পরিমাণ ঋণ দেবে তার বিপরীতে ৫০ শতাংশ পুনঃঅর্থায়ন করবে কেন্দ্রীয় ব্যাংক। এছাড়া প্রথমে প্রণীত নীতিমালা দফায় দফায় সংশোধনের মাধ্যমে শিথিল করেছে।

এরপরও ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানগুলো এ তহবিল থেকে ঋণ বিতরণ করছে না। ব্যাংকগুলোর পক্ষ থেকে বলা হয়েছে, কুটির, ক্ষুদ্র উদ্যোক্তাদের ঋণ দেয়াটা ঝুঁকিপূর্ণ।

তারা ব্যাংকিং ব্যবস্থায় নেই। ফলে তাদেরকে ঋণ বিতরণ করলে আদায় করা কঠিন হবে। এতে খেলাপি ঋণ বেড়ে যেতে পারে। যে কারণে এ তহবিল থেকে ঋণ বিতরণ করে ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানগুলো ঝুঁকি নিচ্ছে না।

এদিকে কেন্দ্রীয় ব্যাংক এ তহবিল থেকে ঋণ বিতরণ বাড়াতে ক্রেডিট গ্যারান্টি স্কিম হাতে নিয়েছে। অর্থাৎ কিছু ঋণের গ্যারান্টি দেবে কেন্দ্রীয় ব্যাংক। তারপরও ঋণ বিতরণ বাড়ছে না।

স্টকমার্কেটবিডি.কম/

মীর আকতার হোসেন লিমিটেডের বিডিং শুরু ৪ অক্টোবর

mir-akhter-150x150স্টকমার্কেটবিডি প্রতিবেদক :

মীর আকতার হোসেন লিমিটেড প্রাথমিক গণপ্রস্তাবের (আইপিও) মাধ্যমে শেয়ারবাজার থেকে অর্থ উত্তোলনের জন্য বুক বিল্ডিং পদ্ধতিতে ইলেক্ট্রনিক বিডিং আগামী ৪ অক্টোবর অনুষ্ঠিত হবে। এই বিডিং ৭২ ঘন্টা চলবে। কোম্পানি সূত্রে এ তথ্য জানা যায়।

সূত্রটি জানায়, এদিন বেলা ৫ টায় মীর আকতার হোসেন লিমিটেডের এই বিডিং শুরু হবে। পরবর্তী ৩ দিন এই বিডিং চলবে। বিডিং শেষ হবে ৭ অক্টোবর বেলা ৫টায়। বিডিং অংশ নেওয়া প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীরা সুবিধাজনক দরে ক্রয় প্রস্তাব দিতে পারবেন।

গত ১৩ আগষ্ট অনুষ্ঠিত বিএসইসির ৭৩৫ তম কমিশন সভায় কোম্পানিটিকে বিডিংয়ের অনুমোদন দেয় বাংলাদেশ সিকিউরিটিজ এন্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)।

জানা গেছে, আলোচ্য কোম্পানিটি বুকবিল্ডিং পদ্ধতিতে প্রাথমিক গণপ্রস্তাব (আইপিও) এর মাধ্যমে শেয়ারবাজার থেকে ১২৫ কোটি টাকা মূলধন সংগ্রহ করবে।

কোম্পানিটি ৩০ জুন ২০১৯ সমাপ্ত সমন্বিত আর্থিক প্রতিবেদন অনুযায়ী যথাক্রমে শেয়ার প্রতি নিট সম্পত্তি মূল্য (পুনর্মূল্যায়ন সঞ্চিতিসহ) ৩৪ টাকা ৭১ পয়সা।

কোম্পানির ইস্যু ম্যানেজার হিসেবে কাজ করছে আইডিএলসি ইনভেস্টমেন্টস লিমিটেড।

কোম্পানিটি গত ২০১৮ সালের ১৭ অক্টোবর রাজধানীর সোনারগাঁও হোটেলে একটি আইপিও রোড শো করে। সেখানে বিপুল সংখ্যক প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারী অংশগ্রহণ করে।

মীর আকতার হোসাইন লিমিটেড হলো মীর গ্রুপের একটি কোম্পানি। এই কোম্পানিটি দেশে বড় বড় ধরণের অবকাঠামো, যেমন: রাস্তা, ব্রিজ, উচ্চতল ভবন ইত্যাদি নির্মাণ করে থাকে।

স্টকমার্কেটবিডি.কম/আর

শেখ রাসেল শিশু কিশোর পরিষদকে ১০০ ল্যাপটপ দিবে সাইফ পাওয়ারটেক

SAIF-MDস্টকমার্কেটবিডি প্রতিবেদক :

শেখ রাসেল জাতীয় শিশু কিশোর পরিষদকে ১০০টি ল্যাপটপ দেয়ার ঘোষণা দিয়েছে সংগঠনটির উপদেষ্টা ও সাইফ পাওয়ারটেক লিমিটেড এর ব্যবস্থাপনা পরিচালক তরফদার মোহাম্মদ রুহুল আমিন।

মঙ্গলবার সকালে বঙ্গবন্ধু এভিনিউয়ে শেখ রাসেল জাতীয় শিশু-কিশোর পরিষদ আয়োজিত বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার জন্মদিন উপলক্ষে আলোচনা সভা ও বই বিতরণ অনুষ্ঠানে জুম এ্যাপের মাধ্যমে অংশ নিয়ে এই ঘোষণা দেন।

বিদেশে অবস্থানরত সাইফ পাওয়ারটেকের এমডি তরফদার রহুল আমিন জুম এ্যাপে যুক্ত হয়ে বলেন, সংগঠনের কর্মকর্তাদের ব্যবহারের জন্য আগামী ১৮ অক্টোবর শহীদ শেখ রাসেলের ৫৭তম জন্মদিন থেকে এসব ল্যাপটপ হস্তান্তর প্রক্রিয়া শুরু করা হবে বলে। অনুষ্ঠানের প্রধান অতিথি সড়ক ও সেতু মন্ত্রী ও বাংলাদেশ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরকে এই প্রতিশ্রুতির কথা জানান তিনি।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে তার সরকারি বাসভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে অনুষ্ঠানে যুক্ত হন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। এ সময় তিনি বলেন, সময়ের কষ্টিপাথরে পরীক্ষিত এক দূরদর্শী ও মানবিক নেতৃত্বের নাম শেখ হাসিনা। বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশের এগিয়ে চলার পথ অব্যাহত রাখতে ঐক্যবদ্ধ ভাবে কাজ করার আহ্বান জানিয়ে ওবায়দুল কাদের বলেন, শেখ রাসেল জাতীয় শিশু-কিশোর পরিষদের সকল সদস্যরা সমৃদ্ধ বাংলাদেশ নির্মাণের অগ্রযাত্রায় সম্পৃক্ত থাকবে। বঙ্গবন্ধু পরিবার মেধা, সাহস ও সততার প্রতিক, সরকার প্রধান হয়েও অতিসাধারণ জীবন যাপন তাঁকে করে তুলেছে অসাধারণ একজন মানুষ। সন্তানদের গড্ডালিকা প্রবাহে গা ভাসাতে দেননি জানিয়ে ওবায়দুল কাদের বলেন, সরকার প্রধানের সন্তান বলে কোনো প্রশ্রয় পাননি, সৃষ্টি করেনি হাওয়া ভবন।

এ সময় উপস্থিত ছিলেন সংগঠনের সভাপতি মাহমুদুস সামাদ চৌধুরী এমপি, সদস্য সচিব কে এম শহিদুল্লাহ, আওয়ামী লীগের উপদেষ্টামণ্ডলীর সদস্য মোজাফফর হোসেন পল্টু, দপ্তর সম্পাদক ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া।

স্টকমার্কেটবিডি.কম/

ফারইষ্ট লাইফ ইন্স্যুরেন্সের বোর্ড সভা আহবান

farest lifeস্টকমার্কেটবিডি ডেস্ক :

শেয়ারবাজারে তালিকাভুক্ত বিমা খাতের কোম্পানি ফারইষ্ট লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেডের প্রথম ও দ্বিতীয় প্রান্তিকের বোর্ড সভা আগামী ৪ অক্টোবর আহবান করা হয়েছে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

এদিন বেলা সাড়ে ৩টায় রাজধানীতে কোম্পানিটির নিজেদের প্রধান ভবনে এ বোর্ড সভা অনুষ্ঠিত হবে।

ঢাকা স্টক এক্সচেঞ্জ (লিস্টিং) আইন-২০১৫ এর ১৬/১ অনুযায়ী, এ বোর্ড সভায় গত ৩১ মার্চ শেষ হওয়া ২০২০ অর্থবছরের প্রথম প্রান্তিক ও ৩০ জুন শেষ হওয়া দ্বিতীয় প্রান্তিকের অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করবে বিমাটির পরিচালনা বোর্ড।

সভাশেষে বিমাটির প্রথম ও দ্বিতীয় প্রান্তিকের ইপিএস ও ন্যাভ শেয়ারহোল্ডারদের জানিয়ে দেওয়া হবে।

স্টকমার্কেটবিডি.কম/বি

নাহি এলুমিনাম কম্পোজিটের বোর্ড সভা আহবান

naheeস্টকমার্কেটবিডি ডেস্ক :

শেয়ারবাজারে তালিকাভুক্ত প্রকৌশল খাতের প্রতিষ্ঠান নাহি এলুমিনাম কম্পোজিট প্যানেল লিমিটেডের বাৎসরিক বোর্ড সভা আগামী ৭ অক্টোবর আহবান করা হয়েছে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্র থেকে জানা যায়, সেদিন বেলা সাড়ে ৪টায় রাজধানীতে কোম্পানিটির প্রধান কার্যালয়ে বোর্ড সভাটি অনুষ্ঠিত হবে।

আসন্ন বোর্ড সভায় ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) লিস্টিং রেগুলেশন ২০১৫ এর ১৯(১) অনুযায়ী ৩০ জুন শেষ হওয়া ২০২০ সালের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করা হবে।

এ সভায় কোম্পানিটি শেয়ারহোল্ডারদের জন্য লভ্যাংশ ঘোষণা করা হবে। এছাড়া রেকর্ড ডেট ও এজিএমের দিন ঘোষণা করা হবে।

গত বছর কোম্পানিটি ১০ শতাংশ বোনাস ও ৫ শতাংশ নগদ লভ্যাংশ প্রদান করেনি।

স্টকমার্কেটবিডি.কম/বি