পদ্মাসেতুর ৫ হাজার ২৫০ মিটার দৃশ্যমান

স্টকমার্কেটবিডি প্রতিবেদক :

মুন্সিগঞ্জের মাওয়া প্রান্তে পদ্মাসেতুর ৮ ও ৯ নম্বর পিলারের (খুঁটি) ওপর বসানো হয়েছে ৩৫তম ‘টু-বি’ স্প্যান। ফলে এর মাধ্যমে দৃশ্যমান হলো পদ্মারসেতুর ৫ হাজার ২৫০মিটার।
পুরো সেতুতে এখন ছয়টি স্প্যান বসানো বাকি থাকলো। ৩৪তম স্প্যান বসানোর সাত দিনের মাথায় বসানো হলো এই স্প্যানটি।

শনিবার (৩১ অক্টোবর) দুপুর ২টা ৪৩মিনিটের দিকে স্প্যান বসানো হয়েছে বলে নিশ্চিত করেছেন সেতুর নির্বাহী প্রকৌশলী ও প্রকল্প ব্যবস্থাপক (মূল সেতু) দেওয়ান মো. আবদুল কাদের।

এর আগে সকাল ৯টা ২৫মিনিটের দিকে মুন্সিগঞ্জের লৌহজংয়ের মাওয়ায় অবস্থিত কন্সট্রাকশন ইয়ার্ডের স্টিল ট্রাস জেটি থেকে স্প্যানটি বহন করে পৃথিবীর সবচেয়ে বড় ভাসমান ক্রেন তিয়ান-ই রওয়ানা দেয়। প্রায় ৩২মিনিট পর কাঙ্ক্ষিত খুঁটির কাছে পৌঁছায়। পরে ৩ হাজার ৬০০ টন সক্ষমতার ক্রেনটি সফলভাবে বসানো হয়।

সংশ্লিষ্ট প্রকৌশলীরা জানিয়েছেন, নাব্যতা সংকটের কারণে শুক্রবার (৩০ অক্টোবর) স্প্যানটি বসানো সম্ভব হয়নি। ভাসমান ক্রেনটির অবস্থান করার জন্য পর্যাপ্ত গভীরতা ছিলো না নির্ধারিত খুঁটির কাছে। তাই শুক্রবার ড্রেজিং করে নাব্যতা সংকট নিরসন করা হয়।

স্টকমার্কেটবিডি.কম/

রবিবার থেকে কলকাতায় বিমানের ফ্লাইট শুরু

স্টকমার্কেটবিডি প্রতিবেদক

এয়ার বাবল চুক্তির অধীনে রবিবার (১ নভেম্বর) থেকে কলকাতায় ফ্লাইট শুরু করতে যাচ্ছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স।

শনিবার (৩১ অক্টোবর) এ তথ্য জানিয়েছে সংস্থাটি।

বিমান জানায়, ভারতের কলকাতায় ১ নভেম্বর থেকে নিয়মিত ফ্লাইট চলবে বিমানের। ভারতে গমনের পর নিজ খরচে ১৪ দিন হোম কোয়ারেন্টিনে থাকতে হবে যাত্রীদের। এছাড়াও করোনা পরীক্ষা করে বাংলাদেশ থেকে যেতে হবে। করোনা পরীক্ষা ও ভ্রমণ সংক্রান্ত যাবতীয় তথ্য বিমানের ওয়েবসাইট www.biman-airlines.com এ পাওয়া যাবে।

মহামারি করোনার কারণে দীর্ঘ সাত মাসেরও বেশি সময় পর ভারতে যাচ্ছে বিমান। করোনা মহামারি দেখা দিলে গত ১২ মার্চ থেকে ভারতের সঙ্গে বিমানের ফ্লাইট চলাচল বন্ধ হয়ে যায়।

স্টকমার্কেটবিডি.কম/

রংপুর ডেইরী এন্ড ফুড প্রোডাক্টসের লভ্যাংশ ঘোষণা

স্টকমার্কেটবিডি ডেস্ক :

শেয়ারবাজারে তালিকাভুক্ত খাদ্য ও আনুষঙ্গিক কোম্পানি খাতের রংপুর ডেইরী এন্ড ফুড প্রোডাক্টস লিমিটেডের পরিচালনা বোর্ড সমাপ্ত অর্থবছরের জন্য ২ শতাংশ নগদ ও ২ শতাংশ বোনাস লভ্যাংশ ঘোষণা করেছে। কোম্পানি সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা গেছে, সমাপ্ত অর্থবছরের আর্থিক প্রতিবেদন অনুযায়ী কোম্পানিটির শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ০.৩১ টাকা। একই সময়ে কোম্পানিটির শেয়ারপ্রতি সম্পদের মূল্য (এনএভি) দাঁড়িয়েছে ১৪.৫০ টাকা।

কোম্পানিটির বার্ষিক সাধারণ সভা (এজিএম) আগামী ৯ জানুয়ারি অনুষ্ঠিত হবে। আর রেকর্ড ডেট নির্ধারণ করা হয়েছে ৯ ডিসেম্বর।

স্টকমার্কেটবিডি.কম/

শেয়ারবাজার উন্নয়নে আরেকটা ফান্ড আসছে : বিএসইসি চেয়ারম্যান

স্টকমার্কেটবিডি প্রতিবেদক :

শেয়ারবাজারে উন্নয়নে আরেকটা ফান্ড আসছে বলে জানিয়েছেন বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) চেয়ারম্যান অধ্যাপক শিবলী রুবাইয়াত-উল-ইসলাম।

তিনি বলেন, চলমান তহবিলটা নিয়ে আমরা কাজ করে যাচ্ছি। এছাড়া শেয়ারবাজারে উন্নয়নে আরেকটা ফান্ড আসছে। তবে এটাকে এখনি ডিসক্লোজ করতে চাচ্ছি না।

শনিবার (৩১ অক্টোবর) “টুওয়ার্ডস সাসটেইনেবল ডেভেলপম্যান্ট অব ক্যাপিটাল মার্কেট” শীর্ষক একটি ভার্চুয়াল সেমিনারে বিশেষ অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

শিবলী রুবাইয়াত-উল-ইসলাম বলেন, আইপিও অনুমোদন দেয়ার ক্ষেত্রে কোম্পানির বিগত বছরগুলোর ব্যবসা পর্যালোচনা করছি। বিশেষ করে কোম্পানিটির পেউডআপ ক্যাপিটাল কতো, ৫ বছরের ট্যাক্স রেকর্ড বিশ্লেষণ করছি।

তিনি বলেন, আইসিবিকে আরো শক্তিশালী করা জন্য চেষ্টা করে যাচ্ছি। বিনিয়োগকারীদের স্বার্থে আসিবিবির দেওয়া ঋণের সুদ হার কমানো হবে।

মার্চেন্ট ব্যাংকারদের উদ্দেশ্য বলেন, বাজারে উত্থান পতন থাকবেই। প্রতিদিন শেয়ারবাজার উত্থান থাকবে না। ই বিষয়টি মাথায় রেখে আপনারা দীর্ঘমেয়াদি বিনিয়োগ করুন। আর এই দীর্ঘমেয়াদি বিনিয়োগকে উৎসাহিত করুন।

বিএসইসি অধ্যাপক শিবলী রুবাইয়াত-উল-ইসলাম বলেন, মিউচ্যুয়াল ফান্ডকে আরও জনপ্রিয় করতে চাই। গত কয়েক বছরে অনেক ফান্ড বিনিয়োগকারীদের কোনো রিটার্ন দিচ্ছে না। এটা ঠিক না। এ সময়ে অনেক মিউচ্যুয়াল ফান্ড লভ্যাংশ দিলেও কিছু ফান্ড দিচ্ছে না।

সেমিনারে বিশেষ অতিথি হিসেবে যুক্ত ছিলেন এফবিসিসিআইয়ের প্রেসিডেন্ট শেখ ফজলে ফাহিম, ঢাকা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির (ডিসিসিআই) সভাপতি শামস মাহমুদ।

বাংলাদেশ মার্চেন্ট ব্যাংকার্স অ্যাসোসিয়েশন (বিএমবিএ) এবং ক্যাপিটাল মার্কেট জার্নালিজম ফোরাম (সিএমজেএফ) সেমিনারটি আয়োজন করে। এতে প্রধান অতিথি হিসেবে যুক্ত রয়েছেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা সালমান ফজলুর রহমান। মূল প্রবন্ধ উপস্থাপন করেন বিএমবিএ’র প্রথম ভাইস প্রেসিডেন্ট মো. মনিরুজ্জামান, এফসিএ।

বাংলাদেশ মার্চেন্ট ব্যাংকার্স অ্যাসোসিয়েশনের (বিএমবিএ) সভাপতি মো. ছায়েদুর রহমান এবং ক্যাপিটাল মার্কেট জার্নালিজম ফোরামের (সিএমজেএফ) সভাপতি হাসান ইমাম রুবেল অনুষ্ঠান পরিচালনা করেন।

স্টকমার্কেটবিডি.কম/জেড/এম

ডিএসইতে বাজার মূলধন কমেছে ৫৩২৪ কোটি টাকা

স্টকমার্কেটবিডি প্রতিবেদক :

সর্বশেষ সপ্তাহে প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) বাজার মূলধন আগের সপ্তাহের চেয়ে কমেছে। এসময় গত সপ্তাহের তুলনায় সূচকও কমেছে। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা গেছে, বিদায়ী সপ্তাহে মোট ৪ কার্যদিবসে ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) মোট লেনদেন হয়েছে ৩৯৬২ কোটি ২৮ লাখ টাকার। যা আগের সপ্তাহের ৫ দিনে হয়েছিল ৪২৪০ কোটি ৭৯ লাখ টাকার। অর্থাৎ সপ্তাহের ব্যবধানে ডিএসইতে লেনদেন ৬.৫৭ শতাংশ কমেছে।

ডিএসইতে সর্বশেষ সপ্তাহে গড় লেনদেন ৯৯০ কোটি ৫৭ লাখ টাকার হয়েছে। যা আগের সপ্তাহ থেকে ৬.৫৭ শতাংশ কমেছে। আগের সপ্তাহে লেনদেন হয়েছিল ৮৪৮ কোটি ১৫ লাখ টাকার উপরে।

বিদায়ী সপ্তাহে ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স ৬৭.৯৩ পয়েন্ট কমে অবস্থান করছে ৪ হাজার ৮৪৬ পয়েন্টে। আর ডিএসই-৩০ সূচক ১২.৩১ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ১ হাজার ৬৮০ পয়েন্টে। আর শরিয়াহ সূচক ১৫.৩৭ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ১ হাজার ০৯৮ পয়েন্টে।

ডিএসইতে গত সপ্তাহে ৩৬৪টি প্রতিষ্ঠান লেনদেনে অংশ নিয়েছে। প্রতিষ্ঠানগুলোর মধ্যে শেয়ার দর বেড়েছে ১০৬টির, কমেছে ২১০টির এবং অপরিবর্তিত রয়েছে ৪৪টির শেয়ার ও ইউনিটের দর। আর ৪টি শেয়ারের কোনো লেনদেন হয়নি।

গত সপ্তাহের প্রথম দিন ডিএসইতে বাজার মূলধন ছিল ৩ লাখ ৯৬ হাজার ৫৭৫ কোটি টাকা। আর সপ্তাহের শেষ দিনে এই মূলধন দাঁড়িয়েছে ৩ লাখ ৯১ হাজার ২৫১ কোটি টাকা। এই হিসাবে গত সপ্তাহে ডিএসইতে বাজার মূলধন কমেছে ৫৩২৪ কোটি টাকা বা ১.৩৪ শতাংশ কম।

স্টকমার্কেটবিডি.কম/জেড/এম

ডিএসইতে পিই রেশিও ১.৩৫ শতাংশ কমেছে

স্টকমার্কেটবিডি প্রতিবেদক:

বিদায়ী সপ্তাহে প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) সার্বিক মূল্য আয় অনুপাত (পিই রেশিও) ১.৩৫ শতাংশ কমেছে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা গেছে, গত সপ্তাহের শুরুতে ডিএসইর পিই ছিল ১৩.৩৮ পয়েন্টে। যা সপ্তাহ শেষে ১৩.২০ পয়েন্টে অবস্থান করছে। অর্থাৎ সপ্তাহের ব্যবধানে পিই রেশিও ০.১৮ পয়েন্ট বা ১.৩৫ শতাংশ কমেছে।

সপ্তাহ শেষে ব্যাংক খাতের পিই রেশিও অবস্থান করছে ৬.৯৮ পয়েন্টে। এছাড়া তথ্যপ্রযুক্তি খাতের ১৬.০১ পয়েন্টে, বস্ত্র খাতের ১৪.৭৮ পয়েন্টে, ওষুধ ও রসায়ন খাতের ১৯.৪৮ পয়েন্টে, প্রকৌশল খাতের ১২.০৬ পয়েন্টে, বীমা খাতের ২২.৩২ পয়েন্টে, বিবিধ খাতের ২২.৬৬ পয়েন্টে, খাদ্য খাতের ১৩.২৩ পয়েন্টে, বিদ্যুৎ ও জ্বালানি খাতের ১২.২৬ শতাংশ, চামড়া খাতের ১৭.৮৬ পয়েন্টে, সিমেন্ট খাতের ২৯.৭৫ পয়েন্টে, আর্থিক খাতের ৩০.৩৫ পয়েন্টে, ভ্রমণ ও অবকাশ খাতের ৩১.৭৪ পয়েন্টে, পেপার খাতের ৪৪.১১ পয়েন্টে, টেলিযোগাযোগ খাতের ১৩.৩৩ পয়েন্টে, সেবা ও আবাসন খাতের ১৩.৩৫ পয়েন্টে, সিরামিক খাতের ২২.৪৬ পয়েন্টে এবং পাট খাতের পিই ৩২.৬৩ পয়েন্টে অবস্থান করছে।

স্টকমার্কেটবিডি.কম/

শেয়ারবাজারের সার্বিক পরিস্থিতি নিয়ে ওয়েবিনার আজ

স্টকমার্কেটবিডি প্রতিবেদক :

শেয়ারবাজারের সার্বিক পরিস্থিতি নিয়ে বাংলাদেশ মার্চেন্ট ব্যাংকার্স অ্যাসোসিয়েশন (বিএমবিএ) এবং ক্যাপিটাল মার্কেট জার্নালিজম ফোরামের (সিএমজেএফ) ওয়েবিনার আজ শনিবার (৩১ অক্টোবর)।

আজ শনিবার (৩১ অক্টোবর) সকাল পৌনে ১১টায় ‘টোয়ার্ডস সাসটেইনেবল ডেভেলপমেন্ট অব ক্যাপিটাল মার্কেট’ শীর্ষক ওয়েবিনারটি অনুষ্ঠিত হবে। বিএমবিএ-সিএমজেএফ সূত্রে এ তথ্য জানা গেছে।

ওয়েবিনারে প্রধান অতিথি হিসেবে থাকবেন প্রধানমন্ত্রীর বেসরকারি শিল্প ও বিনিয়োগ উপদেষ্টা সালমান ফজলুর রহমান। বিশেষ অতিথি হিসেবে অংশ নেবেন বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) চেয়ারম্যান অধ্যাপক শিবলী রুবাইয়াত-উল-ইসলাম, এফবিসিসিআইয়ের প্রেসিডেন্ট শেখ ফজলে ফাহিম ও ঢাকা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির (ডিসিসিআই) প্রেসিডেন্ট শামস মাহমুদ।

অনুষ্ঠানে মূল প্রবন্ধ উপস্থাপন করবেন বাংলাদেশ মার্চেন্ট ব্যাংকার্স অ্যাসোসিয়েশনের (বিএমবিএ) প্রথম ভাইস প্রেসিডেন্ট ও আইডিএলসি ইনভেস্টমেন্টের ব্যবস্থাপনা পরিচালক মনিরুজ্জামান।

স্টকমার্কেটবিডি.কম/

ফার্স্ট ফাইন্যান্সের এমডিকে দুদকে তলব

স্টকমার্কেটবিডি ডেস্ক :

ফার্স্ট ফাইন্যান্স লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক তুহিন রেজা জিজ্ঞাসাবাদের জন্য তলব করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

বৃহস্পতিবার (২৯ অক্টোবর) দুদকের প্রধান কার্যালয়ের উপপরিচালক গুলশান আনোয়ার স্বাক্ষরিত এক চিঠিতে তুহিন রেজাকে জিজ্ঞাসাবাদের জন্য ৫ নভেম্বর দুদকে হাজির হতে বলা হয়েছে।

বাংলাদেশ ব্যাংকে সার্ভিস রুল ভঙ্গ করে চাকরিসহ বিভিন্ন দুর্নীতির অভিযোগে তাকে দুদক তলব করেছে।

স্টকমার্কেটবিডি.কম/

বড় শিল্প ও সেবা খাতে প্রণোদনা তহবিলের আকার বাড়ল

স্টকমার্কেটবিডি প্রতিবেদক :

দ্বিতীয়বারের মতো বাড়ানো হলো বড় শিল্প ও সেবা খাতে ঘোষিত প্রণোদনা তহবিলের আকার। এবার সাত হাজার কোটি টাকা বাড়িয়ে ৪০ হাজার কোটি টাকায় উন্নীত করা হয়েছে এ তহবিলটি। বাড়তি এই ৭ হাজার কোটি টাকা বাংলাদেশ অর্থনৈতিক অঞ্চল কর্তৃপক্ষ (বেজা), বাংলাদেশ রপ্তানী প্রক্রিয়াকরণ অঞ্চল কর্তৃপক্ষ (বেপজা) এবং বাংলাদেশ হাই-টেক পার্ক কর্তৃপক্ষ-তে অবস্থিত ‘এ’, ‘বি’ ও ‘সি’ টাইপ শিল্প প্রতিষ্ঠানের চলতি মূলধন হিসেবে ঋণ সুবিধা প্রদানের জন্য বরাদ্দ দেওয়া হয়েছে।

আজ বৃহস্পতিবার বাংলাদেশ ব্যাংকের ব্যাংকিং প্রবিধি ও নীতি বিভাগ থেকে এ সংক্রান্ত একটি সার্কুলার জারি করা হয়েছে।

করোনাভাইরানের প্রাদুর্ভাবের কারণে বাংলাদেশে সম্ভাব্য অর্থনৈতিক প্রভাব মোকাবেলায় দেশের অর্থনৈতিক কর্মকাণ্ড পুনরুজ্জীবিতকরণ, শ্রমিক-কর্মচারীদের কাজে বহাল এবং উদ্যোক্তাদের প্রতিযোগিতার সক্ষমতা অক্ষুন্ন রাখার লক্ষ্যে স্বল্প সুদে ঋণ সুবিধা প্রদানের লক্ষ্যে গত ৫ এপ্রিল ক্ষতিগ্রস্ত বড় শিল্প ও সেবা খাতের প্রতিষ্ঠানগুলোর জন্য চলতি মূলধন ঋণ সুবিধা দিতে ৩০ হাজার কোটি টাকার আর্থিক সহায়তা প্যাকেজ ঘোষণা করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। পরবর্তীতে সচল রপ্তানীমূখী শিল্প-প্রতিষ্ঠানে কর্মরত শ্রমিক কর্মচারীদের জুলাই মাসের বেতন-ভাতা প্রদানের জন্য ৩০ হাজার কোটি টাকার আর্থিক সহায়তা প্যাকেজটি ৩ হাজার কোটি টাকা বৃদ্ধি করে ৩৩ হাজার কোটি টাকায় উন্নীত করা হয়। এখন আর্থিক সহায়তা প্যাকেজটি ৩৩ হাজার কোটি টাকা হতে বৃদ্ধি করে ৪০ হাজার কোটি টাকায় উন্নীত করা হয়েছে।

সার্কুলারে বলা হয়, করোনাভাইরাস (কভিড-১৯)-এর কারণে দেশীয় মালিকানাধীন শিল্প প্রতিষ্ঠানগুলোর পাশাপাশি সামগ্রিকভাবে দেশে কার্যরত বিদেশি মালিকানাধীন এবং যৌথ মালিকানাধীন শিল্প প্রতিষ্ঠানগুলো ক্ষতিগ্রস্ত হওয়ায় এ সকল প্রতিষ্ঠানের আর্থিক সক্ষমতা বৃদ্ধির মাধ্যমে উৎপাদন ও কর্মসংস্থান অব্যাহত রাখার লক্ষ্যে এ প্যাকেজের আওতায় বর্ধিত ৭ হাজার কোটি টাকা বাংলাদেশ অর্থনৈতিক অঞ্চল কর্তৃপক্ষ (বেজা), বাংলাদেশ রপ্তানী প্রক্রিয়াকরণ অঞ্চল কর্তৃপক্ষ (বেপজা) এবং বাংলাদেশ হাই-টেক পার্ক কর্তৃপক্ষ-তে অবস্থিত ‘এ’, ‘বি’ ও ‘সি’ টাইপ শিল্প প্রতিষ্ঠানের চলতি মূলধনব ঋণ সুবিধা প্রদানের জন্য প্রযোজ্য হবে। এ ঋণের সুদের হারও হবে ৯ শতাংশ, যার মধ্যে ৪.৫০ শতাংশ ভর্তুকি বাবদ প্রদান করবে সরকার।

স্টকমার্কেটবিডি.কম/