সিভিও পেট্রোকেমিক্যালের কারখানা আপাতত খুলছে না

CVO_logo2স্টকমার্কেটবিডি ডেস্ক :

শেয়ারবাজারে তালিকাভুক্ত জ্বালানি ও বিদ্যুৎ খাতের কোম্পানি সিভিও পেট্রোকেমিক্যাল রিফাইনারি কনডেনসেট সরবরাহ স্থগিত থাকার কারণে কারখানাটি আপাতত খুলছে না বলে ঘোষণা দিয়েছে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা গেছে, কোম্পানির কনডেনসেট সরবরাহ চলতি বছরের জুলাই থেকে সেপ্টেম্বর পর্যন্ত বন্ধ ছিল। একারণে গত তিন মাস কোম্পানিটির উৎপাদনও বন্ধ ছিল। বর্তমানে বিদ্যুৎ, খনিজ মন্ত্রণালয়ের জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগ থেকে কনডেনসেট সরবরাহ চালুর জন্য কোনো নির্দেশনা দেওয়া হয়নি। যার কারণে কোম্পানিটি উৎপাদন চালু করতে পারছে না।

বিদ্যুৎ, খনিজ মন্ত্রণালয়ের জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগ থেকে এর আগে গত ২৭ জুন একটি আদেশ জারি করা হয়। আদেশ অনুসারে, পেট্রোবাংলা পরবর্তী তিন মাসের জন্য তার সমস্ত প্রাইভেট কনডেনসেট প্লান্ট থেকে কনডেনসেট সরবরাহ সাময়িকভাবে স্থগিত করেছে।

স্টকমার্কেটবিডি.কম/

বাংলাদেশে বিনিয়োগের জন্য কানাডার ব্যবসায়ীদের প্রতি আহ্বান

1601534283.canadaস্টকমার্কেটবিডি ডেস্ক :

বাংলাদেশে বিনিয়োগ করতে কানাডার ব্যবসায়ীদের প্রতি আহ্বান জানানো হয়েছে। কানাডার সাস্কাচুয়ান প্রদেশের সাস্কাটুন শহরে আয়োজিত এক সেমিনারে এ আহ্বান জানানো হয়।

কানাডায় নিযুক্ত বাংলাদেশ হাইকমিশন জানায়, গত মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) ‘বাংলাদেশ: বিনিয়োগ ও বাণিজ্যের গন্তব্য’ শীর্ষক এক সেমিনার অনুষ্ঠিত হয়। বাংলাদেশ হাইকমিশন, সাস্কাচুয়ান বিশ্ববিদ্যালয়ের (ইউসাস্ক) গ্লোবাল ইনস্টিটিউট ফর ফুড সিকিউরিটি এবং অ্যাগ্রি-ওয়েস্ট বায়ো ইনক-এর যৌথ উদ্যোগে এ সেমিনার অনুষ্ঠিত হয়।

বাংলাদেশের হাইকমিশনার মিজানুর রহমান, সাস্কাটুন পশ্চিমের সংসদ সদস্য ব্র্যাড রেডিকপ, সিটি অব সাস্কাটুনের মেয়র চার্লি ক্লার্ক, কানাডা ও বাংলাদেশের কৃষি, খাদ্য, শিল্প, গবেষণা ও সরকারি বিভিন্ন সংস্থার সদস্যরা সেমিনারে যোগ দেন।

সেমিনারটি দুই সেগমেন্টে বিভক্ত ছিল। প্রথম সেগমেন্টের আলোচনায় বেজার নির্বাহী চেয়ারম্যান পবন চৌধুরী, বিডার নির্বাহী চেয়ারম্যান সিরাজুল ইসলাম, ঢাকা বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের অধ্যাপক ড. সেলিম রায়হান, বিএআরসি’র কার্যনির্বাহী চেয়ারম্যান এস এম বখতিয়ার বাংলাদেশের প্যানেল সদস্য হিসেবে বক্তব্য রাখেন।

প্রথম সেগমেন্টে হাইকমিশনার বাংলাদেশকে উদীয়মান বৈশ্বিক বাণিজ্য ও বিনিয়োগের গন্তব্য হিসেবে তুলে ধরে বাংলাদেশে ব্যবসা ও বিনিয়োগ সংক্রান্ত নীতিমালা, দক্ষিণ এশিয়া এবং দক্ষিণ-পূর্ব এশিয়া অঞ্চলের বিস্তৃত আন্তঃসংযোগ, ক্রমবর্ধমান রপ্তানি, শক্তিশালী অভ্যন্তরীণ চাহিদা, অভ্যন্তরীণ অবকাঠামো সম্প্রসারণ এবং দক্ষ কর্মশক্তির বিষয়ে বক্তব্য রাখেন।

বাংলাদেশ হাইকমিশন এর আগে দ্বিপাক্ষিক বাণিজ্য ও বিনিয়োগের সম্পর্কের জন্য ক্যালগারি, ব্রিটিশ কলম্বিয়া, টরন্টো, উইন্ডসর সহ কানাডার অন্যান্য শহরে সেমিনারের আয়োজন করেছে বলে জানান হাইকমিশনার।

সেমিনারে বাংলাদেশের মূল অর্থনৈতিক ক্ষেত্রগুলিকে তুলে ধরা হয়েছিল যার মধ্যে রয়েছে জৈব-প্রযুক্তি, কৃষি উৎপাদন, কৃষি-খাদ্য প্রক্রিয়াকরণ, খামার সংক্রান্ত যন্ত্রপাতি, ফার্মাসিউটিক্যালস, তথ্য-প্রযুক্তি এবং সক্ষমতা বিকাশের ক্ষেত্রে বিনিয়োগের অবারিত সুযোগ রয়েছে বলে অন্যান্য বক্তারা মনে করেন।

প্রথম সেগমেন্টের আলোচনায় বাংলাদেশের উপরোল্লিখিত সংশ্লিষ্ট দপ্তরের, বিভাগের ও প্রতিষ্ঠানের ব্যক্তিরা বাংলাদেশের ব্যবসা, বাণিজ্য ও বিনিয়োগের অবারিত সুযোগের বিষয়ে কানাডার ব্যবসায়ী ও বিনিয়োগকারীদের প্রয়োজনীয় সহযোগিতা দেওয়ার কথা পুনর্ব্যক্ত করেন।

জিআইএফএস’র প্রধান নির্বাহী কর্মকর্তা স্টিভেন ওয়েব তার বক্তব্যে বলেন, বাংলাদেশের সাথে আমাদের টেকসই খাদ্য সুরক্ষা অংশীদারিত্ব এবং বাংলাদেশ, সাস্কাচুয়ান এবং কানাডার মধ্যকার দ্বিপাক্ষিক বাণিজ্য ও বিনিয়োগের সম্পর্ককে আরো উন্নত করার জন্য কাজ চালিয়ে যাচ্ছে।

সেমিনারে দ্বিতীয় সেগমেন্টে অংশ নেন, সাস্কাচুয়ান বিশ্ববিদ্যালয়ের সহযোগী অধ্যাপক ড. স্টুয়ার্ট স্মিথ, সাস্কাটুন ওয়েস্ট এর এমপি ব্র্যাড রেডিকপ, বোর্ড চেয়ার আল্লানা কোচ, জিআইএফএস প্রধান নির্বাহী কর্মকর্তা স্টিভেন ওয়েব সহ বাংলাদেশ হাইকমিশনের মিনিস্টার (রাজনৈতিক) ও দূতালয় প্রধান মিয়া মো. মাইনুল কবির এবং কাউন্সেলর (বাণিজ্যিক) মো. শাকিল মাহামুদ।

বক্তারা সাস্কাচুয়ান ও বাংলাদেশের মধ্যে বাণিজ্য ও প্রযুক্তির বহুমুখী সম্ভাবনার ওপর জোর দেন। সেমিনারে শীর্ষস্থানীয় কানাডিয়ান শিল্পের অনেক প্রধান নির্বাহী কর্মকর্তা, ব্যবসায়ী প্রতিনিধি এবং মিডিয়া প্রতিনিধি উপস্থিত ছিলেন।

যৌথ গবেষণা সহযোগিতা ও খাদ্য নিরাপত্তা ব্যবস্থাকে উন্নত করতে ২০২০ সালে বাংলাদেশ ও জিআইএফএস-এর মধ্যে অব্যাহত যৌথ বহুমুখী গবেষণা, প্রশিক্ষণ ও উন্নয়ন কর্মকাণ্ডের ধারাবাহিক কার্যক্রমের ফলশ্রুতিতে এ সেমিনারের আয়োজন করা হয়। কৃষি, খাদ্য ও জৈব-প্রযুক্তি বিষয়ে সাস্কাচুয়ানের অর্জিত বিশেষ উন্নত জ্ঞানকে কাজে লাগিয়ে বাংলাদেশের কৃষকের আয় বৃদ্ধি, জলবায়ুর বিরূপ প্রভাব মোকাবিলা, এসডিজি’র লক্ষ্য অর্জনসহ ক্ষুধামুক্ত ও নারীর ক্ষমতায়নকে জোরদার করাই এই যৌথ সহযোগিতার মূল উদ্দেশ্য। সূত্র : বাংলা নিউজ২৪

স্টকমার্কেটবিডি.কম/

প্রণোদনা প্যাকেজের ঋণ পাবে বেজা-বেপজা-হাইটেক পাকের্র শিল্প

bbস্টকমার্কেটবিডি প্রতিবেদক :

করোনা ভাইরাসের (কোভিড-১৯) প্রাদুর্ভাবের কারণে সরকার প্রদত্ত আর্থিক প্রণোদনা প্যাকেজের আওতায় বেজা-বেপজা-হাইটেক পাকের্র শিল্প প্রতিষ্ঠানসমূহ ঋণ পাবে।

বৃহস্পতিবার (০১ অক্টোবর) এ বিষয়ে একটি প্রজ্ঞাপন জারি করে সকল তফসিলি ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তার কাছে পাঠিয়েছে বাংলাদেশ ব্যাংক।

এতে বলা হয়েছে, করোনা ভাইরাসের (কভিড-১৯) কারণে রপ্তানি বাণিজ্যে জড়িত প্রতিষ্ঠানসহ সামগ্রিকভাবে দেশে কার্যরত শিল্প প্রতিষ্ঠানসমূহ ক্ষতিগ্রস্ত হওয়ার পরিপ্রেক্ষিতে দেশিয় মালিকানাধীন প্রতিষ্ঠানসমূহের পাশাপাশি বিদেশি মালিকানাধীন প্রতিষ্ঠানসমূহের আর্থিক সক্ষমতা বৃদ্ধির মাধ্যমে উক্ত প্রতিষ্ঠানসমূহের উৎপাদন ও কর্মসংস্থান অব্যাহত রাখার লক্ষ্যে এ মর্মে সিদ্ধান্ত গৃহীত হয়েছে যে, বিভিন্ন ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান কর্তৃক বাস্তবায়িত-বাস্তবায়নাধীন আর্থিক প্রণোদনা প্যাকেজের সুবিধাসমূহ বাংলাদেশ অর্থনৈতিক অঞ্চল কর্তৃপক্ষ (বেজা), বাংলাদেশ রপ্তানী প্রক্রিয়াকরণ অঞ্চল কর্তৃপক্ষ (বেপজা) এবং বাংলাদেশ হাই-টেক পার্ক কর্তৃপক্ষ-তে অবস্থিত ‘এ’, ‘বি’ ও ‘সি’ টাইপ শিল্প প্রতিষ্ঠানসমূহের ক্ষেত্রেও প্রযোজ্য হবে। এক্ষেত্রে প্রণোদনার অর্থ বেজা-বেপজা-হাই-টেক পার্কে অবস্থিত ‘এ’ টাইপ শিল্প প্রতিষ্ঠানের ঋণ হিসাবে আকলনের নিমিত্ত সাধারণ প্রাধিকার জ্ঞাপন করা হলো। আলোচ্য প্রণোদনা প্যাকেজসমূহের আওতায় সুবিধা প্রাপ্তির ক্ষেত্রে ইতোপূর্বে জারিকৃত এতদসংশ্লিষ্ট সব প্রজ্ঞাপনের নির্দেশনাসমূহ পরিপালনীয় হবে। এ নির্দেশনা অবিলম্বে কার্যকর হবে।

স্টকমার্কেটবিডি.কম/

পদ্মা ব্যাংক সিকিউরিটিজ ১০ লাখ ইউনিট মি. ফান্ড বিক্রি করবে

mutualস্টকমার্কেটবিডি ডেস্ক :

শেয়ারবাজারে তালিকাভুক্ত মিউচুয়াল ফান্ড খাতের প্রতিষ্ঠান এসইএমএল ফারমার্স ব্যাংক গ্রোথ ফান্ডের এক করপোরেট পরিচালক ইউনিট বিক্রয়ের ঘোষণা দিয়েছেন। ডিএসই সূত্রে এ তথ্য জানা যায়।

সূত্র জানায়, পদ্মা ব্যাংক সিকিউরিটিজ নামে এই পরিচালক প্রতিষ্ঠানটির ১০ লাখ ইউনিট বিক্রয় করবে। তাদের হাতে মোট ২.৫০ কোটি ইউনিট ইউনিট রয়েছে।

ঘোষণার পর ৩০ দিনের মধ্যে পাবলিক মার্কেটে এই পরিচালক উল্লেখিত পরিমাণ শেয়ার বিক্রয় করবে।

স্টকমার্কেটবিডি.কম/বি

একীভূতকরণ এজেন্ডায় সিঙ্গারের ইজিএম

singerস্টকমার্কেটবিডি ডেস্ক :

শেয়ারবাজারে তালিকাভুক্ত প্রকৌশল খাতের কোম্পানি সিঙ্গার বিডি লিমিটেড একটি বিশেষ সাধারণ সভা (ইজিএম) আহবান করেছে। ডিএসই সূত্রে এ তথ্য জানা যায়।

এই সভায় সিঙ্গার বিডি লিমিটেড ও সাবসিডিয়ারি কোম্পানি ইন্টারন্যাশনাল এপ্লিয়েন্স লিমিটেডের একীভৃতকণের জন্য শেয়ারহোল্ডারদের অনুমোদন নিবে।

ইজিএমটি আগামী ২৬ নভেম্বর বেলা ১২ টায় অনলাইনে অনুষ্ঠিত হবে। এজন্য কোম্পানিটি রেকর্ড ডেট নির্ধারণ করেছে আগামী ২২ অক্টোবর।

স্টকমার্কেটবিডি.কম/

বারাকা পাওয়ারে ইজিএম আহবান

baraka-smbdস্টকমার্কেটবিডি ডেস্ক :

শেয়ারবাজারে তালিকাভুক্ত জ্বালানী ও শক্তি খাতের কোম্পানি বারাকা পাওয়ার লিমিটেড একটি বিশেষ সাধারণ সভা (ইজিএম) আহবান করেছে। ডিএসই সূত্রে এ তথ্য জানা যায়।

এই সভায় বারাকা পাওয়ার লিমিটেডের সাবসিডিয়ারি কোম্পানি বারাকা পতেঙ্গা পাওয়ার লিমিটেডের আইপিও শেয়ার ফ্লাটের জন্য শেয়ারহোল্ডারদের অনুমোদন নিবে।

ইজিএমটি আগামী ১৯ নভেম্বর বেলা সাড়ে ১১ টায় সিলেট নগরীর সুবিদবাজারে অবস্থিত খান প্লেস কনভেনশন সেন্টারে অনুষ্ঠিত হবে।

এজন্য কোম্পানিটি রেকর্ড ডেট নির্ধারণ করেছে আগামী ২২ অক্টোবর।

স্টকমার্কেটবিডি.কম/

জেনেক্স ইনফোসিসের সাথে সোনালী ব্যাংকের চুক্তি

genexস্টকমার্কেটবিডি ডেস্ক :

শেয়ারবাজারে তালিকাভুক্ত আইটি খাতের কোম্পানি জেনেক্স ইনফোসিসের সাথে সরকারী ব্যাংক সোনালী ব্যাংকের একটি চুক্তি স্বাক্ষরিত হয়েছে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

এই চুক্তির আওতায় জেনেক্স ইনফোসিসের মাধ্যমে সোনালী ব্যাংকের আওতাধীন দেশের সকল শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা তাদের টিউশনি ফি অনলাইনে প্রদান করতে পারবে।

কোম্পানিটি এসব শিক্ষা প্রতিষ্ঠান ও ছাত্র ছাত্রী-অভিবাভকদের একটি ডিটিজাল প্লাটফর্মে নিয়ে আসবে।

এই চুক্তির ফলে জেনেক্স ইনফোসিসের বাৎসরিক আয় ৩ থেকে ৫ কোটি টাকা বাড়বে বলে কোম্পানিটির পক্ষ থেকে জানানো হয়েছে।

স্টকমার্কেটবিডি.কম/

প্রাইম ফাইন্যান্সের লভ্যাংশ ঘোষণা

prime finস্টকমার্কেটবিডি ডেস্ক :

শেয়ারবাজারে তালিকাভুক্ত নন ব্যাংকিং আর্থিক খাতের কোম্পানি প্রাইম ফাইন্যান্স এন্ড ইনভেষ্টমেন্ট লিমিটেডের পরিচালনা বোর্ড শেয়ারহোল্ডারদের জন্য ২ শতাংশ নগদ লভ্যাংশ ঘোষণা করেছে। কোম্পানি সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্র জানায়, ৩১ ডিসেম্বর ২০১৯ পর্যন্ত সমাপ্ত অর্থবছরের আর্থিক প্রতিবেদন পর্যালোচনা শেষে এই লভ্যাংশ দিয়েছে কোম্পানিটি।

এ বছর কোম্পানিটির শেয়ার প্রতি আয় করেছে ০.১৯ টাকা। ৩১ ডিসেম্বর পর্যন্ত কোম্পানিটির শেয়ার প্রতি সম্পদের পরিমাণ দাঁড়িয়েছে ৮.৯৪ টাকা।

আগামী ২৬ নভেম্বর কোম্পানির বার্ষিক সাধারণ সভা (এজিএম) অনুষ্ঠিত হবে। আর রেকর্ড ডেট নির্ধারণ হয়েছে ২২ অক্টোবর।

স্টকমার্কেটবিডি.কম/বি

প্রবাসী আয়ে বন্ড কিনলে ২% প্রণোদনা নয়

bbস্টকমার্কেটবিডি প্রতিবেদক :

প্রবাসী আয় পাঠিয়ে কোনো প্রবাসী বন্ডে বিনিয়োগ করলে ২ শতাংশ নগদ প্রণোদনা পাওয়া যাবে না। তবে প্রবাসী আয় দিয়ে অন্য কোনো বিনিয়োগ করলে প্রণোদনার সুবিধা মিলবে। অর্থ মন্ত্রণালয়ের চিঠির পরিপ্রেক্ষিতে বাংলাদেশ ব্যাংক আজ বুধবার এ নিয়ে নতুন নির্দেশনা জারি করেছে।

সূত্র জানায়, অনেকে প্রবাসী আয় পাঠিয়ে সুবিধাভোগীর নামে উচ্চ সুদের বন্ড কিনছেন, আবার ২ শতাংশ প্রণোদনাও নিচ্ছেন। এখন কেন্দ্রীয় ব্যাংক বলছে, অন্য কোনো ব্যক্তির নামে কেনা ওয়েজ আর্নার্স ডেভেলপমেন্ট বন্ডের পাশাপাশি নিজ নামে কেনা ওয়েজ আর্নার্স ডেভেলপমেন্ট বন্ড, ইউএস ডলার ইনভেস্টমেন্ট বন্ড ও ইউএস ডলার প্রিমিয়াম বন্ডে বিনিয়োগের বিপরীতে নগদ প্রণোদনা প্রযোজ্য নয়।

প্রবাসীরা যাতে দেশে আয় পাঠাতে উদ্বুদ্ধ হন এবং এতে বৈদেশিক মুদ্রার রিজার্ভ বৃদ্ধি পায়, এমন লক্ষ্য নিয়ে সরকার প্রবাসীদের জন্য তিন ধরনের বন্ড চালু করে। ওয়েজ আর্নার্স ডেভেলপমেন্ট বন্ড, তিন বছর মেয়াদি ইউএস ডলার প্রিমিয়াম বন্ড ও ইউএস ডলার ইনভেস্টমেন্ট বন্ড। এর মধ্যে ওয়েজ আর্নার্স ডেভেলপমেন্ট বন্ডের মেয়াদ পাঁচ বছর। এ বন্ডে ২৫ হাজার টাকা থেকে সর্বোচ্চ ৫০ লাখ টাকা পর্যন্ত বিনিয়োগ করা যায়। মেয়াদ শেষে মুনাফা পাওয়া যায় ১২ শতাংশ। প্রতি ছয় মাস অন্তর মুনাফা তোলারও সুযোগ রয়েছে। কেউ যদি ছয় মাসে মুনাফা না তোলেন, তাহলে মেয়াদপূর্তিতে মূল অঙ্কের সঙ্গে ষাণ্মাসিক ভিত্তিতে ১২ শতাংশ চক্রবৃদ্ধি হারে মুনাফা দেওয়া হয়। আবার আট কোটি টাকা বা তার চেয়ে বেশি বিনিয়োগ করলে সিআইপি সুবিধা পাওয়া যায়।

এর আগে এক নির্দেশনায় প্রবাসে থাকা বাংলাদেশিদের মধ্যে কারা ওয়েজ আর্নার্স ডেভেলপমেন্ট বন্ডে বিনিয়োগ করতে পারবেন না, তা নির্দিষ্ট করে দেয় অর্থ মন্ত্রণালয়। তখন বলা হয়, যেসব প্রবাসী বাংলাদেশি বিদেশে চাকরির বিপরীতে বৈদেশিক মুদ্রায় পেনশন পান, অথবা প্রবাস থেকে পেনশন পান, কিন্তু বর্তমানে বাংলাদেশে থাকেন, তাঁরা এই বন্ড কিনতে পারবেন না।

ওয়েজ আর্নারের মৃত্যু-পরবর্তী চাকরির সুযোগ-সুবিধা বাবদ পাওয়া অর্থ দিয়েও এ বন্ড কেনা যাবে না। অর্থাৎ যাঁরা বিদেশে ছিলেন, কিন্তু এখন দেশে অবস্থান করছেন, তাঁদের কেউ এই বন্ড কিনতে পারবেন না। এ ছাড়া বাংলাদেশি মালিকানাধীন শিপিং বা এয়ারওয়েজ কোম্পানির বিদেশি অফিসে নিয়োগ পাওয়া এবং সেখান থেকে বিদেশি মুদ্রায় পাওয়া অর্থ দিয়েও মেরিনার, পাইলট বা কেবিন ক্রুরা ওয়েজ আর্নার্স ডেভেলপমেন্ট বন্ড কিনতে পারবেন না। অবশ্য বিদেশে অবস্থিতি বাংলাদেশের দূতাবাস ও মিশনে কাজ করা সরকারি কর্মকর্তাদের জন্য এই বন্ড কেনায় কোনো বাধা নেই।

বৈধ পথে প্রবাসী আয় বাড়াতে চলতি ২০১৯-২০ অর্থবছরের বাজেটে ২ শতাংশ হারে প্রণোদনা ঘোষণা করে সরকার। সে অনুযায়ী, গত বছরের ১ জুলাই থেকে প্রবাসীরা প্রতি ১০০ টাকার বিপরীতে ২ টাকা প্রণোদনা পাচ্ছেন। করোনা ভাইরাসের প্রাদুর্ভাবের কারণে প্রবাসী আয়ে (রেমিট্যান্স) মন্দা দূর করতে যাচাই ছাড়া আয় আনার পরিমাণ বাড়িয়ে দেয় বাংলাদেশ ব্যাংক। এর ফলে প্রবাসীদের পাঠানো ৫ হাজার ডলার বা ৫ লাখ টাকা আয় কোনো যাচাই-বাছাই ছাড়া ২ শতাংশ নগদ সহায়তা পাবে। আগে দেড় লাখ টাকা পর্যন্ত আয়ে কোনো যাচাই-বাছাই ছাড়া নগদ সহায়তা দিয়ে আসছিল সরকার। এর ফলে আয় বাড়ছে।

স্টকমার্কেটবিডি.কম/