লিন্ডে বাংলাদেশের বোর্ড সভা আহবান

স্টকমার্কেটবিডি ডেস্ক :

শেয়ারবাজারে তালিকাভুক্ত জ্বালানি ও বিদ্যুৎ খাতের কোম্পানি লিন্ডে বাংলাদেশ লিমিটেডের তৃতীয় প্রান্তিকের বোর্ড সভা আগামী ২২ অক্টোবর আহবান করা হয়েছে। ডিএসই’র ওয়েবসাইটে এ তথ্য জানা গেছে।

ঢাকা স্টক এক্সচেঞ্জ (লিস্টিং) রেজুলেশন ২০১৫ এর ১৬(১) ধারা অনুযায়ী, এই বোর্ড সভায় কোম্পানিটির ২০২০ সালের ৩০ সেপ্টেম্বর পর্যন্ত অনিরীক্ষিত এই আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করা হবে।

এদিন বেলা ৩টা ৩০ মিনিট রাজধানীতে অবস্থিত নিজস্ব অফিসে অনুষ্ঠিত এ সভায় কোম্পানিটির তৃতীয় প্রান্তিকের ইপিএস ও ন্যাভসহ অন্যান্য আর্থিক তথ্য শেয়ারহোল্ডারদের জানিয়ে দেওয়া হবে।

স্টকমার্কেটবিডি.কম/

  1. বাংলাদেশ সাবমেরিন ক্যাবল
  2. কন্টিনেন্টাল ইন্স্যুরেন্স
  3. এশিয়া প্যাসিফিক ইন্স্যুরেন্স
  4. বেক্সিমকো ফার্মা
  5. বাংলাদেশ জেনারেল ইন্স্যুরেন্স
  6. বাংলাদেশ এক্সপোর্ট ইম্পোর্ট
  7. নর্দান ইন্স্যুরেন্স
  8. রিপাবলিক ইন্স্যুরেন্স
  9. ওয়ালটন হাই-টেক
  10. ব্র্যাক ব্যাংক লিমিটেড।

ডিএসইতে ৬৫৭ ও সিএসইতে ২৬ কোটি টাকার লেনদেন

স্টকমার্কেটবিডি প্রতিবেদক :

দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেন আগের দিনের চেয়ে বেড়েছে। দিনশেষে সেখানে সূচকের মিশ্রাবস্থা দেখা গেছে। অন্যদিকে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জেও (সিএসই) লেনদেন বেড়েছে সূচকও বেড়েছে। ডিএসই ও সিএসই সূত্রে এ তথ্য জানা যায়

রবিবার লেনদেন শেষে ডিএসইতে প্রধান সূচক ডিএসইএক্স ৫.৩৫ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ৪৮৭৭ পয়েন্টে। আর ডিএসই শরীয়াহ সূচক ১.৭৪ পয়েন্ট কমে অবস্থান করছে ১১১১ পয়েন্টে এবং ডিএসই-৩০ সূচক ৫.০৯ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ১৬৭৫ পয়েন্টে।

এদিন ডিএসইতে লেনদেন হয়েছে ৬৫৭ কোটি ৩০ লাখ টাকা। গত বৃহস্পতিবার সেখানে লেনদেনের পরিমাণ ৫৪৮ কোটি ৭ লাখ টাকা।

ডিএসইতে আজ ৩৫৬টি কোম্পানি ও মিউচুয়াল ফান্ডের শেয়ারের লেনদেন হয়। এর মধ্যে ১১৩টির শেয়ারের দর বেড়েছে, কমেছে ১৯৬টির। আর দর অপরিবর্তিত আছে ৪৭টির।

এদিন ডিএসইতে লেনদেনে এগিয়ে থাকা ১০টি কোম্পানি হলো- বাংলাদেশ সাবমেরিন ক্যাবল কোম্পানি, কন্টিনেন্টাল ইন্স্যুরেন্স, এশিয়া প্যাসিফিক জেনারেল ইন্স্যুরেন্স, বেক্সিমকো ফার্মা, বাংলাদেশ জেনারেল ইন্স্যুরেন্স, বাংলাদেশ এক্সপোর্ট ইম্পোর্ট, নর্দান ইসলামি ইন্স্যুরেন্স, রিপাবলিক ইন্স্যুরেন্স, ওয়ালটন হাই-টেক ইন্ডাস্ট্রিজ ও ব্র্যাক ব্যাংক লিমিটেড।

অন্যদিকে দেশের অপর বাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) ব্রড ইনডেক্স ৫০.১৬ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ১৩ হাজার ৯৩৩ পয়েন্টে।

দিনভর লেনদেন হওয়া ২৬৩টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ৯৩টির, কমেছে ১২০টির ও দর অপরিবর্তিত রয়েছে ৫০টির।

এদিন সিএসইতে লেনদেন হয়েছে ২৬ কোটি ৬ লাখ টাকা। গত বৃহস্পতিবার সেখানে লেনদেন হয়েছে ১৫ কোটি ৩৯ লাখ টাকা।

দিনশেষে সিএসইতে লেনদেনের শীর্ষে রয়েছে ডাচ-বাংলা ব্যাংক ও জনতা ইন্স্যুরেন্স লিমিটেড।

স্টকমার্কেটবিডি.কম/

বিমানের সিলেট-কক্সবাজার ফ্লাইট ১২ নভেম্বর

স্টকমার্কেটবিডি প্রতিবেদক :

সিলেট থেকে কক্মবাজারে সরাসরি ফ্লাইট পরিচালনা করতে যাচ্ছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স। বিমানের সংবাদ বিজ্ঞপ্তিতে এতথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, বিমান বাংলাদেশ এয়ারলাইনস আগামী ১২ নভেম্বর সিলেট-কক্সবাজার-সিলেট রুটে ফ্লাইট পরিচালনা শুরু করবে। বিমানের মোবাইল অ্যাপ, ওয়েবসাইট, কাউন্টার এবং ট্রাভেল এজেন্ট থেকে টিকিট কেনা যাবে।

বিস্তারিত তথ্য বিমানের ওয়েব সাইট www.biman-airlines.com-এ পাওয়া যাবে।

স্টকমার্কেটবিডি.কম/

ফরচুন সুজের বাৎসরিক বোর্ড সভা স্থগিত

স্টকমার্কেটবিডি ডেস্ক :

শেয়ারবাজারে তালিকাভুক্ত চামড়া শিল্প খাতের প্রতিষ্ঠান ফরচুন সুজ লিমিটেডের বাৎসরিক বোর্ড সভা স্থগিত করা হয়েছে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্র থেকে জানা যায়, আগামী ২২ অক্টোবর বেলা ৪টা ৩০ মিনিটে কোম্পানিটির প্রধান কার্যালয়ে বোর্ড সভাটি আহবান করা হয়েছিল।

আসন্ন বোর্ড সভায় ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) লিস্টিং রেগুলেশন ২০১৫ এর ১৯(১) অনুযায়ী গত বছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করা হবে।

এ সভায় কোম্পানিটি শেয়ারহোল্ডারদের জন্য লভ্যাংশ ঘোষণা করা হতে পারে। এছাড়া রেকর্ড ডেট ও এজিএমের দিন ঘোষণা করা হবে।

এর আগের বছর কোম্পানিটি ২ শতাংশ নগদ ও ১৮ শতাংশ বোনাস লভ্যাংশ প্রদান করেছিল।

স্টকমার্কেটবিডি.কম/বি

আনলিমা ইয়ার্ন ডাইংয়ের বাৎসরিক বোর্ড সভা ২৭ অক্টোবর

স্টকমার্কেটবিডি ডেস্ক :

শেয়ারবাজারে তালিকাভুক্ত বস্ত্র খাতের প্রতিষ্ঠান আনলিমা ইয়ার্ন ডাইং লিমিটেডের বাৎসরিক বোর্ড সভা আগামী ২৭ অক্টোবর আহবান করা হয়েছে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্র থেকে জানা যায়, সেদিন বেলা ৩ টায় ৩০ মিনিট কোম্পানিটির প্রধান কার্যালয়ে বোর্ড সভাটি অনুষ্ঠিত হবে।

আসন্ন বোর্ড সভায় ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) লিস্টিং রেগুলেশন ২০১৫ এর ১৯(১) অনুযায়ী গত বছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করা হবে।

এ সভায় কোম্পানিটি শেয়ারহোল্ডারদের জন্য লভ্যাংশ ঘোষণা করা হতে পারে। এছাড়া রেকর্ড ডেট ও এজিএমের দিন ঘোষণা করা হবে।

এর আগের বছর কোম্পানিটি ৫ শতাংশ নগদ লভ্যাংশ প্রদান করেছিল।

স্টকমার্কেটবিডি.কম/বি

রতনপুর স্টিলের বাৎসরিক বোর্ড সভা ২৭ অক্টোবর

স্টকমার্কেটবিডি ডেস্ক :

শেয়ারবাজারে তালিকাভুক্ত প্রকৌশল খাতের প্রতিষ্ঠান রতনপুর স্টিল রি-রোলিং মিলস্‌ লিমিটেডের বাৎসরিক বোর্ড সভা আগামী ২৭ অক্টোবর আহবান করা হয়েছে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্র থেকে জানা যায়, সেদিন বেলা ৬ টায় ৩০ মিনিট কোম্পানিটির প্রধান কার্যালয়ে বোর্ড সভাটি অনুষ্ঠিত হবে।

আসন্ন বোর্ড সভায় ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) লিস্টিং রেগুলেশন ২০১৫ এর ১৯(১) অনুযায়ী গত বছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করা হবে।

এ সভায় কোম্পানিটি শেয়ারহোল্ডারদের জন্য লভ্যাংশ ঘোষণা করা হতে পারে। এছাড়া রেকর্ড ডেট ও এজিএমের দিন ঘোষণা করা হবে।

এর আগের বছর কোম্পানিটি ১২ শতাংশ নগদ লভ্যাংশ প্রদান করেছিল।

স্টকমার্কেটবিডি.কম/বি

 

 

 

 

 

 

এডিএন টেলিকমের বাৎসরিক বোর্ড সভা আহবান

স্টকমার্কেটবিডি ডেস্ক :

শেয়ারবাজারে তালিকাভুক্ত তথ্যপ্রযুক্তি খাতের প্রতিষ্ঠান এডিএন টেলিকম লিমিটেডের বাৎসরিক বোর্ড সভা আগামী ২৭ অক্টোবর আহবান করা হয়েছে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্র থেকে জানা যায়, সেদিন বেলা ৪ টায় কোম্পানিটির প্রধান কার্যালয়ে বোর্ড সভাটি অনুষ্ঠিত হবে।

আসন্ন বোর্ড সভায় ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) লিস্টিং রেগুলেশন ২০১৫ এর ১৯(১) অনুযায়ী গত বছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করা হবে।

এ সভায় কোম্পানিটি শেয়ারহোল্ডারদের জন্য লভ্যাংশ ঘোষণা করা হতে পারে। এছাড়া রেকর্ড ডেট ও এজিএমের দিন ঘোষণা করা হবে।

গত বছর কোম্পানিটি শেয়ারবাজারে তালিকাভুক্ত হয়েছে।

স্টকমার্কেটবিডি.কম/বি

ডমিনেজ স্টিলের আইপিও আবেদন শুরু আগামীকাল

স্টকমার্কেটবিডি প্রতিবেদক :

প্রাথমিক গণপ্রস্তাবের (আইপিও) মাধ্যমে শেয়ারবাজার থেকে অর্থ উত্তোলনের অনুমোদন পাওয়া ডমিনেজ স্টিল বিল্ডিং সিস্টেমস লিমিটেডের আইপিও আবেদন আগামীকাল ১৯ অক্টোবর থেকে শুরু হবে। কোম্পানি সূত্রে এ তথ্য জানানো হয়েছে।

কোম্পানিটির আইপিও আবেদন ১৯ অক্টোবর সকাল ১০টা থেকে শুরু হবে। আগ্রহীরা ২৫ অক্টোবর বিকাল সাড়ে ৫টা পর্যন্ত আইপিওতে আবেদন করতে পারবেন।

আইপিও আবেদনকারীরা প্রতি লট শেয়ারের জন্য ৫০০০ টাকা করে জমা দিবে।

ভবন নির্মাণ, ইলেট্রিক্যাল ইনস্ট্রলেশন, প্লান্ট অ্যান্ড মেশিনারিজ ক্রয় ও আইপিও খরচ পরিচালনা করার জন্য নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি) ডমিনেজ স্টিল বিল্ডিংকে আইপিওর মাধ্যমে ৩০ কোটি টাকা উত্তোলনের অনুমোদন দিয়েছে।

কোম্পানিটি আইপিওতে অভিহিত মূল্যে বা ১০ টাকা করে শেয়ার ইস্যুর মাধ্যমে এই ৩০ কোটি টাকা সংগ্রহ করবে।

ডমিনেজ স্টিল বিল্ডিং সিস্টেমসের ২০১৮-১৯ অর্থবছরে শেয়ারপ্রতি মুনাফা (ইপিএস) হয়েছে ১.৮৩ টাকা। আর শেয়ারপ্রতি সম্পদ (এনএভিপিএস) রয়েছে ১৯.৮১ টাকা।

কোম্পানিটিকে শেয়ারবাজারে অনতে ইস্যু ম্যানেজার হিসেবে কাজ করছে শাহজালাল ইক্যুইটি ম্যানেজমেন্ট।

স্টকমার্কেটবিডি.কম/

ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংকের বোর্ড সভা আহবান

স্টকমার্কেটবিডি ডেস্ক :

শেয়ারবাজারে তালিকাভুক্ত ব্যাংকিং খাতের কোম্পানি ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক লিমিটেডের তৃতীয় প্রান্তিকের বোর্ড সভা আগামী ২১ অক্টোবর আহবান করা হয়েছে। ডিএসই’র ওয়েবসাইটে এ তথ্য জানা গেছে।

ঢাকা স্টক এক্সচেঞ্জ (লিস্টিং) রেজুলেশন ২০১৫ এর ১৬(১) ধারা অনুযায়ী, এই বোর্ড সভায় কোম্পানিটির ২০২০ সালের ৩০ সেপ্টেম্বর পর্যন্ত অনিরীক্ষিত এই আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করা হবে।

এদিন বেলা ৩টায় ৩০ মিনিট রাজধানীতে অবস্থিত নিজস্ব অফিসে অনুষ্ঠিত এ সভায় কোম্পানিটির তৃতীয় প্রান্তিকের ইপিএস ও ন্যাভসহ অন্যান্য আর্থিক তথ্য শেয়ারহোল্ডারদের জানিয়ে দেওয়া হবে।

স্টকমার্কেটবিডি.কম/