‘ওয়ালটন স্মার্ট ফ্রিজ, স্মার্ট মেকার’ কনটেস্টে লাখ টাকা পুরস্কার

স্টকমার্কেটবিডি প্রতিবেদক :

ওয়ালটন রেফ্রিজারেটর নিয়ে এলো স্মার্ট ভিডিও কনটেস্ট। ‘স্মার্ট ফ্রিজ, স্মার্ট মেকার’ শীর্ষক অনলাইনভিত্তিক ওই প্রতিযোগিতায় যে কেউ অংশ নিতে পারবেন। সৃষ্টিশীল মানুষদের জন্য এটি একটি স্মার্ট প্লাটফর্ম। ওয়ালটন ফ্রিজ নিয়ে ক্রিয়েটিভ ভিডিও তৈরি করে জিতে নিতে পারেন লাখ টাকা পর্যন্ত পুরস্কার।

এ উপলক্ষ্যে সোমবার (৩০ নভেম্বর ২০২০) রাজধানীর বসুন্ধরায় ওয়ালটন করপোরেট অফিসে এক ডিক্লারেশন প্রোগ্রামের আয়োজন করা হয়।

এতে উপস্থিত ছিলেন জাতীয় চলচ্চিত্র পুরস্কারজয়ী নির্মাতা নার্গিস আক্তার, ওয়ালটন হাই-টেক ইন্ডাস্ট্রিজ লিমিটেডের ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর নজরুল ইসলাম সরকার, ইভা রিজওয়ানা নিলু ও এমদাদুল হক সরকার, এক্সিকিউটিভ ডিরেক্টর এস এম জাহিদ হাসান, হুমায়ূন কবীর, উদয় হাকিম, তানভীর রহমান, মো. রায়হান, ফিরোজ আলম, আনিসুর রহমান মল্লিক, মোস্তফা নাহিদ হোসেন, ড. সাখাওয়াৎ হোসেন ও আমিন খান, সিনিয়র ডেপুটি এক্সিকিউটিভ ডিরেক্টর শাহজাদা সেলিম, ডেপুটি এক্সিকিউটিভ ডিরেক্টর শাহজালাল লিমন, সিনিয়র অপারেটিভ ডিরেক্টর রবিউল আলম ভুঁইয়া, ডেপুটি অপারেটিভ ডিরেক্টর শহীদুজ্জামান রানা, ফার্স্ট সিনিয়র অ্যাডিশনাল ডিরেক্টর মোস্তাফিজুর রহমান ও মিল্টন আহমেদ প্রমুখ।

১ ডিসেম্বর অনলাইনে শুরু হচ্ছে ওই ভিডিও কনটেস্ট। চলবে পুরো ডিসেম্বর মাস জুড়ে। প্রতিযোগিতাটি হবে দুই রাউন্ডে। প্রথম রাউন্ডে যে কেউ অংশ নিতে পারবেন। ভিডিও নির্মাতাকে https://docs.google.com/forms/d/1LtgtHFstOILVSWrcdDnc3vEYfCo2BCARih3DkcMMpqA/edit এই লিংকে গিয়ে রেজিস্ট্রেশন করতে হবে। এরপর নিজস্ব স্ক্রিপ্টে ওয়ালটন ফ্রিজ নিয়ে সর্বোচ্চ ৯০ সেকেন্ডের একটি ভিডিও তৈরি করতে হবে। কোনো কপি বা স্টক ভিডিও ব্যবহার করা যাবে না। এরপর ভিডিওটি ওয়ালটন স্মার্ট ফ্রিজের ইমেইলে (smartfridgesmartmaker@gmail.com) পাঠাতে হবে। প্রতিযোগিতার বিস্তারিত ওয়ালটন রেফ্রিজারেটরের ভেরিফাইড ফেসবুক পেইজ থেকে জানা যাবে।

চলচ্চিত্র পরিচালক নার্গিস আক্তার, চিত্রনায়ক আমিন খান এবং ওয়ালটনের নির্বাহী পরিচালক ও ব্র্যান্ড ডেভেলপমেন্ট কো-অর্ডিনেটর ফিরোজ আলমের সমন্বয়ে গঠিত ৩ সদস্যের বিচারক প্যানেল গ্রহণযোগ্য ভিডিও নির্বাচন করবেন। এরপর #SmartFridgeSmartMaker হ্যাশট্যাগ দিয়ে নির্বাচিত ভিডিওগুলো নির্মাতাদের সোশ্যাল মিডিয়াতে প্রকাশ করতে হবে।

প্রকাশিত ভিডিওগুলোর মধ্যে গল্পে ২৫, নির্মাণশৈলীতে ৫০ এবং সোশ্যাল মিডিয়া একটিভিটিতে ২৫ নম্বরের মধ্যে যারা বেশি পাবেন, এমন ১০ জনের ভিডিও নির্বাচন করা হবে। এই ১০ জন ভিডিও মেকারকে নিয়ে হবে দ্বিতীয় রাউন্ড। তাদের আরেকটি ভিডিও তৈরির জন্য স্ক্রিপ্ট এবং ২০ হাজার টাকা করে দেওয়া হবে। ওই ভিডিওগুলোর নির্মাণশৈলীতে ৫০ এবং সোশ্যাল মিডিয়া একটিভিটিতে ৫০ নম্বর দেওয়া হবে।

দ্বিতীয় পর্বের প্রতিযোগিদের মধ্যে যারা প্রথম, দ্বিতীয় ও তৃতীয় হবেন, তাদের যথাক্রমে ১ লাখ, ৫০ হাজার এবং ৩০ হাজার টাকা পুরস্কার দেওয়া হবে। বাকি প্রতিযোগিদের জন্য থাকছে ওয়ালটন রেফ্রিজারেটরের সৌজন্যে আকর্ষণীয় গিফট হ্যাম্পার।

স্টকমার্কেটবিডি.কম/

হাক্কানী পাল্পের ১ম প্রান্তিক প্রতিবেদন প্রকাশ

স্টকমার্কেটবিডি ডেস্ক :

শেয়ারবাজারের তালিকাভুক্ত মুদ্রন ও কাগজ খাতের কোম্পানি হাক্কানী পাল্প এন্ড পেপার মিলস লিমিটেডের কোম্পানি চলতি বছরের প্রথম প্রান্তিকের আর্থিক প্রতিবেদন প্রকাশ করা হয়েছে। কোম্পানি সূত্রে এ তথ্য জানা গেছে।

আর্থিক প্রতিবেদন সূত্রে জানা যায়, এই প্রান্তিকে (জুলাই-সেপ্টেম্বর, ২০) কোম্পানি শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ০.০২২ টাকা। গত বছরের এ সময়ের কোম্পানিটির শেয়ার প্রতি আয় ছিল ০.২২৪’টাকা।

এ সময়ে কোম্পানিটির শেয়ার প্রতি প্রকৃত সম্পদের মূল্য (এনএভি) দাঁড়িয়েছে ১১.৫৬ টাকা। যা ২০২০ সালের ৩০ জুন ছিল ১০.৭৩ টাকা।

স্টকমার্কেটবিডি.কম/এসএস

ইউনিক গ্রুপের নূর আলী ও স্ত্রীর বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা

স্টকমার্কেটবিডি ডেস্ক :

জালিয়াতি ও অর্থ আত্মসাতের অভিযোগে এক মামলায় ইউনিক গ্রুপেরও ব্যবস্থাপনা পরিচালক নূর আলী এবং তার স্ত্রী সেলিনা আলীর বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারির আদেশ দিয়েছে আদালত।

আদালতের সমনে হাজির না হওয়ায় ঢাকার অতিরিক্ত মুখ্য মহানগর হাকিম আসাদুজ্জামান নূর সোমবার পরোয়ানা জারির এ আদেশ দেন বলে বাদীর আইনজীবী অ্যাডভোকেট ফারুকুর রহমান জানান।

ঢাকার পরীবাগে নূর আলীর বোরাক রিয়েল এস্টেটের বানানো ইউনিক হাইটসের একটি ফ্ল্যাটের রেজিস্ট্রেশন নিয়ে বিরোধের জেরে গত বছর ২৪ ফেব্রুয়ারি ঢাকার মুখ্য মহানগর হাকিম আদালতে এ মামলা করেন জালাল আহমেদ স্পিনিং মিল ও শাহ ফতেউল্লাহ টেক্সটাইল মিলস লিমিটেডের চেয়ারম্যান সেলিম আহমেদ।

মামলার নথির বরাত দিয়ে ফারুকুর রহমান বলেন, “ফ্লোর স্পেস বিক্রি বাবদে বাদীর কাছ থেকে ২ কোটি ৯২ লাখ ৮২ হাজার টাকা গ্রহণ করেন আসামিরা। ২০১৫ সালে ওই ফ্ল্যাটটি রেজিস্ট্রেশন করে দেওয়ার কথা থাকলেও তা না দিয়ে বাদীকে বার বার ঘোরাতে থাকেন। এ কারণে মামলায় তাদের বিরুদ্ধে অর্থ আত্মসাতের অভিযোগ আনা হয়েছে।”

এই আইনজীবী বলেন, গতবছর যখন আদালতে মামলা করা হয়, তখন নূর আলী, তার স্ত্রীসহ ৭ জনকে আসামি করার আর্জি জানানো হয়েছিল।

“মামলা হওয়ার পর বিচারক পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনকে তদন্ত করতে দিয়েছিলেন। ৫ জনকে অব্যহাতি দিয়ে নূর আলী ও সেলিনার বিরুদ্ধে আদালতে তদন্ত প্রতিবেদন জমা পড়ে।”

গত ১৬ সেপ্টেম্বরে সে প্রতিবেদনের ওপর শুনানি নিয়ে বিচারক মামলাটি আমলে নেন এবং আদালতে হাজির হওয়ার জন্য আসামিদের নামে সমন পাঠান।

কিন্তু তারা হাজির না হলে গত ২৭ অক্টোবর সমন জারিকারকের উপস্থিতিতে শুনানির জন্য দিন রাখেন বিচারক।

সোমবার সমন জারিকারক মো.হানিফুর রহমান মজনুর উপস্থিতিতে শুনানির পর বিচারক আদেশে বলেন, “সমন বোরাক ভবনের প্রবেশ পথে জারি হয়েছে। আসামিরা আদালতে হাজির হন নাই। এ অবস্থায় বাদীপক্ষের আবেদন মঞ্জুর করা হল। আসামিদের গ্রেপ্তারে পরোয়ানা জারি করা হল।”

আসামিরা আদালতে হাজির না থাকলেও তাদের আইনজীবী ঢাকা বারের সাবেক সভাপতি গাজী মো. শাহ আলম উপস্থিত ছিলেন।

অভিযোগের বিষয়ে কথা বলতে নূর আলীর সঙ্গে যোগাযোগ করা হলে তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “এটা সাজানো মামলা‌। সরকারি জায়গা ইজারা নিয়ে ভবনটি করা হয়েছে। সরকারি নিয়ম অনুযায়ী, ইজারা নেওয়ার সময় থেকে ৩০ বছরের মধ্যে নিবন্ধন না করলে ৩০ শতাংশ বেশি টাকা দিতে হয়। এটা নিয়েই ঝামেলা তৈরি হয়েছে‌।

“তারা ফ্ল্যাটের পজিশন নিয়েছে, সেটা ভোগ করছে। কিন্তু সময় মত এর রেজিস্ট্রেশন করেনি। ওই প্রকল্পে আরো ফ্ল্যাট গ্রহীতা আছেন, তাদের ফ্ল্যাট সময়মতো নিবন্ধন করা হয়েছে। তারা তাড়াতাড়ি করেছেন বলেই অতিরিক্ত টাকা দিতে হচ্ছে। এই অতিরিক্ত টাকাটা তারা আমাদের দিতে বলছেন। কিন্তু রেজিস্ট্রেশনের টাকা তো আমার দেওয়ার কথা না।”

নূর আলী বলেন, “আমরা আদালতের নির্দেশনা জেনেছি। এখন আদালতে জামিন নেব, বিষয়টি আইনগতভাবেই মোকাবেলা করব।”
সূত্র : বিডি নিউজ২৪

স্টকমার্কেটবিডি.কম/এম

ডিএসই’র শেয়ারহোল্ডারদের জন্য ৩% লভ্যাংশ ঘোষণা

স্টকমার্কেটবিডি ডেস্ক :

দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) পরিচালনা পর্ষদ ২০১৯-২০ অর্থবছরের আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করে শেয়ারহোল্ডারদের জন্য ৩% নগদ লভ্যাংশ দেয়ার সিদ্ধান্ত নিয়েছে।

আজ সোমবার ডিএসইর পরিচালনা পর্ষদ সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয়।

উল্লেখ্য, সর্বপ্রথম ২০১৪-১৫ অর্থবছরের ব্যবসায় ডিএসইর পর্ষদ ১০ শতাংশ নগদ লভ্যাংশ ঘোষনা করে। যা পরবর্তী ২ অর্থবছরও একই পরিমাণ ছিল। তবে ২০১৭-১৮ ও ২০১৮-১৯ অর্থবছরে লভ্যাংশের পরিমাণ ৫ শতাংশে নেমে আসে।

২০২০ সালের ৩০ জুন ডিএসইর শেয়ারপ্রতি নিট সম্পদ (এনএভিপিএস) দাড়িঁয়েছে ১০.৩০ টাকায়।

ঘোষিত লভ্যাংশ অনুমোদনের জন্য ডিএসইর বার্ষিক সাধারণ সভা (এজিএম) আগামী ২৪ ডিসেম্বর অনুষ্ঠিত হবে।

স্টকমার্কেটবিডি.কম/এম

 

এস্কয়ার নিট কম্পোজিটের ১ম প্রান্তিকের প্রতিবেদন প্রকাশ

স্টকমার্কেটবিডি ডেস্ক :

শেয়ারবাজারের তালিকাভুক্ত বস্ত্র খাতের কোম্পানি এস্কয়ার নিট কম্পোজিট লিমিটেডের কোম্পানি চলতি বছরের প্রথম প্রান্তিকের আর্থিক প্রতিবেদন প্রকাশ করা হয়েছে। কোম্পানি সূত্রে এ তথ্য জানা গেছে।

আর্থিক প্রতিবেদন সূত্রে জানা যায়, এই প্রান্তিকে (জুলাই-সেপ্টেম্বর, ২০) কোম্পানি শেয়ার প্রতি আয়(ইপিএস) হয়েছে ০.৫২ টাকা। গত বছরের এ সময়ের কোম্পানিটির শেয়ার প্রতি আয় ছিল ০.৬৬ টাকা।

এ সময়ে কোম্পানিটির শেয়ার প্রতি প্রকৃত সম্পদের মূল্য (এনএভি) দাঁড়িয়েছে ৫১.১৩ টাকা। যা ২০২০ সালের ৩০ জুন ছিল ৫০.৬১ টাকা।

স্টকমার্কেটবিডি.কম/এসএস

ডমিনেজ স্টিল বিল্ডিং সিস্টেমসের লভ্যাংশ ঘোষণা

স্টকমার্কেটবিডি ডেস্ক :

ডমিনেজ স্টিল বিল্ডিং সিস্টেমস লিমিটেডের পরিচালনা বোর্ড সমাপ্ত অর্থবছরের জন্য ২ শতাংশ নগদ ও ৮ শত্যাংশ বোনাস লভ্যাংশ ঘোষণা করেছে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা গেছে, সমাপ্ত অর্থবছরের আর্থিক প্রতিবেদন অনুযায়ী কোম্পানিটির শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ১.৪২ টাকা। একই সময়ে কোম্পানিটির শেয়ারপ্রতি সম্পদের মূল্য (এনএভি) দাঁড়িয়েছে ২১.২৩ টাকা।

কোম্পানিটির বার্ষিক সাধারণ সভা (এজিএম) আগামী ৩১ ডিসেম্বর অনুষ্ঠিত হবে। আর রেকর্ড ডেট নির্ধারণ করা হয়েছে ১৫ ডিসেম্বর।
স্টকমার্কেটবিডি.কম/

ডমিনেজ স্টিলের লেনদেন শুরু ২ ডিসেম্বর

স্টকমার্কেটবিডি ডেস্ক :

শেয়ারবাজারে সদ্য তালিকাভূক্ত ডমিনেজ স্টিল বিল্ডিং সিস্টেমস লিমিটেডের শেয়ার লেনদেন শুরু হবে আগামী ২ ডিসেম্বর থেকে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

এদিন দেশের উভয় শেয়ারবাজারে আনুষ্ঠানিকভাবে শুরু হবে এ কোম্পানির লেনদেন।

‘এন’ ক্যাটাগরির আওতায় লেনদেন শুরু করা কোম্পানিটির ট্রেডিং কোড- “DOMINAGE” এবং সিএসইতে কোম্পানি কোড- ১৫৩৪৯ নির্ধারণ হয়েছে ।

সম্প্রতি কোম্পানিটির আইপিও প্রক্রিয়া সম্পন্ন করে। ইতোমধ্যে বরাদ্দ পাওয়া শেয়ার সেন্ট্রাল ডিপোজিটরি বাংলাদেশ লিমিটেডের (সিডিবিএল) মাধ্যমে বিনিয়োগকারীদের নিজ নিজ বিও হিসাবে জমা হয়েছে।

স্টকমার্কেটবিডি.কম/এম

রিটার্ন জমার সময় এক মাস বাড়ল রাজস্ব বোর্ড

স্টকমার্কেটবিডি প্রতিবেদক:

আয়কর রিটার্ন দাখিলের সময় বাড়ানো হয়েছে। আগামী ৩১ ডিসেম্বর পর্যন্ত এ বছরের আয়কর রিটার্ন দেওয়া যাবে। আজ সোমবার বিকেল সাড়ে ৩টার দিকে রাজধানীর সেগুনবাগিচায় এনবিআর কার্যালয়ে সাংবাদিকদের জানান এ কথা জানান এনবিআরের চেয়ারম্যান আবু হেনা মো. রহমাতুল মুনিম।

এর আগে গতকাল রবিবার এক সংবাদ সম্মেলনে এনবিআরের চেয়ারম্যান জানান, এ বছর আয়কর রিটার্ন জমা দেওয়ার সময় বাড়ছে না। রিটার্ন জমা দেওয়ার শেষ দিন ৩০ নভেম্বরই থাকছে। তিনি বলেন, অন্য সব কার্যক্রম যেখানে স্বাভাবিক, তাই এবার আয়কর রিটার্ন জমা দেওয়ার সময় বাড়ছে না।

আবু হেনা মো. রহমাতুল মুনিম বলেন, ‘করোনা পরিস্থিতির কারণে যে বিশেষ প্রতিবন্ধকতার সৃষ্টি হয়েছে, রিটার্ন জমা দেওয়ার (ক্ষেত্রে), সেটি অতটা মনে করছি না। তবে ক্ষেত্র বিশেষে যদি এ রকম হয়ে থাকে বা এ ধরনের যাঁরা কিছু কিছু… কিছু সংখ্যক ব্যক্তি সমস্যায় আছেন, তাঁদের মধ্যে আমাদের আলাদা একটা নিয়মই আছে যে তাঁরা কমিশনারের কাছে আবেদন করতে পারবেন, (এবং) কমিশনার টাইম এক্সটেন্ড (সময়সীমা বাড়ানো) করতে পারবেন। কমিশনারকে বলা আছে, যত আবেদন পাবেন, তাঁরা ওপেনলি সময় দিয়ে দেবেন।

৩০ নভেম্বরের পরে রিটার্ন দিতে আগ্রহী করদাতার আবেদন, সংশ্লিষ্ট কর কমিশনারের কাছে গ্রহণযোগ্য হতে হবে। এ ক্ষেত্রে ২ শতাংশ জরিমানা নেওয়া হবে কি হবে না, সে বিষয়েও সিদ্ধান্ত নেবেন কর কমিশনার। এ ছাড়া ইটিআইএনধারী যাঁরা এবার রিটার্ন জমা না দেবেন, তাঁদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে বলে জানান এনবিআরের চেয়ারম্যান। এ ছাড়া ৩০ নভেম্বর স্বাস্থ্যবিধি মেনে সীমিত পরিসরে আয়কর দিবস পালিত হবে বলেও গতকালের সংবাদ সম্মেলনে জানানো হয়।

তবে আজ এনবিআরের চেয়ারম্যান আবু হেনা মো. রহমাতুল মুনিম জানান, কোভিড পরিস্থিতির কারণে রিটার্ন জমা দেওয়ার সময় এক মাস বাড়ানো হলো।

স্টকমার্কেটবিডি.কম/

৩৫ কোম্পানির শেয়ার লেনদেন ব্লক মার্কেটে

স্টকমার্কেটবিডি ডেস্ক :

ডিএসইতে আজ সোমবার (৩০ নভেম্বর) ব্লক মার্কেটে মোট ৩৫ কোম্পানির শেয়ার লেনদেন হয়েছে। কোম্পানিগুলোর মোট ৪২ লাখ ৩৬ হাজার ৯টি শেয়ার লেনদেন হয়েছে। যার আর্থিক মূল্য ১৭ কোটি ৯ লাখ টাকা। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

আজ সোমবার ব্লক মার্কেটে সবচেয়ে বেশি টাকার লেনদেন হয়েছে ব্যাংক এশিয়া লিমিটেডের শেয়ার। কোম্পানিটি ২ কোটি ৫০ লাখ টাকার শেয়ার লেনদেন করেছে।

বার্জার পেইন্টস ২ কোটি ৪১ লাখ টাকার শেয়ার লেনদেন করে তালিকার দ্বিতীয় স্থানে রয়েছে।

লাফার্জহোলসিম ১ কোটি ৫৮ লাখ টাকার শেয়ার লেনদেন করে তালিকার তৃতীয় স্থানে রয়েছে।,

ব্লক মার্কেটে লেনদেন করা অন্য কোম্পানিগুলো হচ্ছে- এবি ব্যাংক, আমান ফিড, এপোলো ইস্পাত, এশিয়া ইন্স্যুরেন্স, বঙ্গজ, বিবিএস কেবলস, বেক্সিমকো ফার্মা, ডিবিএইচ, ডেল্টা লাইফ ইন্স্যুরেন্স, ইস্টার্ন ইন্স্যুরেন্স, ইবিএল এনআরবি মিউচ্যুয়াল ফান্ড, ইভিন্স টেক্সটাইল, গ্রামীণফোন, গ্রীণডেল্টা ইন্স্যুরেন্স, আইএফআইসি, জেএমআই সিরিঞ্জ, কেপিসিএল, মুন্নু সিরামিক, মিউচূয়্যাল ট্রাস্ট ব্যাংক, ন্যাশনাল ফিড মিলস, নিটল ইন্স্যুরেন্স, নর্দার্ণ ইন্স্যুরেন্স, অলিম্পিক ইন্ডাস্ট্রিজ, প্রিমিয়ার ব্যাংক, প্রগ্রেসিভ লাইফ ইন্স্যুরেন্স, প্যারামাউন্ট টেক্সটাইল, রিলায়েন্স ইন্স্যুরেন্স, রূপালী লাইফ ইন্স্যুরেন্স, এসকে ট্রিমস, স্কয়ার ফার্মা ও স্ট্যান্ডার্ড ইন্স্যুরেন্স লিমিটেড।

স্টকমার্কেটবিডি .কম/