৬ শতাংশ সুদে ঋণ পাবেন এসএমই উদ্যোক্তারা

স্টকমার্কেটবিডি প্রতিবেদক :

মহামারি করোনা পরিস্থিতিতে ক্ষতিগ্রস্ত অর্থনীতিকে পুররুজ্জীবিত করতে সরকার ও এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংকের (এডিবি) পুনঃঅর্থায়ন তহ‌বি‌লের সুদহার ৩ শতাংশ কমা‌নো হ‌য়ে‌ছে।

সরকার এবং এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংকের অর্থায়িত সেকেন্ড স্মল অ্যান্ড মিডিয়াম সাইজড এন্টারপ্রাইজ ডেভেলপমেন্ট প্রজেক্টের (এসএমইডিপি-২) আওতায় পুনঃঅর্থায়ন তহ‌বি‌ল থেকে এখন কুটির, মাইক্রো, ক্ষুদ্র ও মাঝারি শিল্প উদ্যোক্তারা (সিএমএসএমই) ৬ শতাংশ সু‌দে ঋণ পা‌বেন। এত‌দিন এ ঋণের সুদহার ছিল ৯ শতাংশ।

আজ সোমবার (২৩ নভেম্বর) বাংলাদেশ ব্যাংক এ সংক্রান্ত একটি সার্কুলার জারি ক‌রে‌ছে।

এই সার্কুলারে বলা হয়েছে, করোনাভাইরাসের প্রাদুর্ভাবের কারণে ক্ষতিগ্রস্ত কুটির, মাইক্রো, ক্ষুদ্র ও মাঝারি শিল্প উদ্যোক্তাদের (সিএমএসএমই) সক্ষমতা অক্ষুণ্ণ রাখা এবং কর্মসংস্থান বৃদ্ধির নিমিত্তে সিএমএসএমই খাতে চলতি মূলধন ঋণের পাশাপাশি মেয়াদি ঋণপ্রবাহ বাড়া‌তে সরকার এবং এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংকের যৌথ অর্থায়নে পরিচালিত এসএমইডিপি-২ প্রকল্পের পুনঃঅর্থায়ন তহবিল বিষ‌য়ে ক‌য়েক‌টি সিদ্ধান্ত নেয়া হ‌য়ে‌ছে।

স্টকমার্কেটবিডি.কম/

ঢাকাতে বৈদ্যুতিক তার ৪ বছরের মধ্যে ভূগর্ভস্থ করা হবে

স্টকমার্কেটবিডি প্রতিবেদক :.

বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ বলেছেন, ঢাকা শহরের বৈদ্যুতিক তার আগামী চার বছরের মধ্যে ভূগর্ভস্থ করা হবে। ধানমণ্ডি এলাকায় তার ভূগর্ভস্থ করার কাজ চলমান রয়েছে। স্মার্ট গ্রিড, স্মার্ট মিটারসহ আধুনিক প্রযুক্তি বিদ্যুৎ ও জ্বালানি ব্যবস্থপনায় সংযুক্ত করে এ খাতের স্বচ্ছতা ও জবাবদিহিতা আরো দৃঢ় করা হবে।

প্রতিমন্ত্রী বাংলাদেশ ইউনিভার্সিটি অব প্রফেশনাল (বিইউপি) আয়োজিত বিইউপি ক্যাম্পাসে পাঁচ কিলোওয়াট ভার্টিক্যাল উইন্ড টারবাইন ‘ওনুভা’ স্থাপনের উদ্বোধনী অনুষ্ঠানে এসব কথা বলেন।
তিনি বলেন, সরকার নবায়নযোগ্য জ্বালানির প্রসারে নানাভাবে প্রণোদনা দিচ্ছে। বায়ু থেকে বিদ্যুৎ উৎপাদনের জন্য দেশের ৯টি স্থানে ২০১৪ থেকে ২০১৭ সাল পর্যন্ত উইন্ড ম্যাপিং করা হয়েছে। বায়ুর বেগ ৫.৭৫ মিটার/ সেকেন্ড থেকে ৬.২৫ মিটার/সেকেন্ড বিবেচনায় ২০,০০০ মেগাওয়াট বিদ্যুৎ বায়ু থেকে পাওয়া যেতে পারে। ঢাকা উত্তর সিটি করপোরেশনে বর্জ্য থেকে ৪৫ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন প্রকল্প হাতে নেওয়া হয়েছে। নারায়ণগঞ্জে ৬ মেগাওয়াট ক্ষমতাসম্পন্ন বর্জ্য থেকে বিদ্যুৎ উৎপাদন প্রকল্পে বিদ্যুৎ ক্রয় প্রস্তাব সরকারি ক্রয়সংক্রান্ত মন্ত্রিসভা কমিটিতে প্রেরণ প্রক্রিয়াধীন আছে। সৌর বিদ্যুৎ থেকে ১৫৭০.৭৭ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদনের বিভিন্ন পর্যায় অনুমোদন পেয়েছে। নবায়নযোগ্য জ্বালানি থেকে বর্তমানে ৬৫০.৩২ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন করা হচ্ছে, যার মধ্যে সোলার ৪১৬.৩৯, বায়ু ২.৯ ও জলবিদ্যুৎ ২৩০ মেগাওয়াট উল্লেখযোগ্য। তিনি এ সময় আশা ব্যক্ত করে বলেন, ২০৫০ সালের মধ্যে বাংলাদেশ নাবায়নযোগ্য জ্বালানিতে লক্ষণীয় সাফল্য দেখাবে।

বিদ্যুৎ প্রতিমন্ত্রী বলেন, বাংলাদেশের অর্থনীতি প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে উত্তরোত্তর বড় হচ্ছে। বিদ্যুৎ ও জ্বালানি খাতে ইঞ্জিনিয়ার ও ব্যবস্থাপনায় কর্মসংস্থানের সুযোগ বাড়ছে এবং বাড়বে। বাংলাদেশ জ্বালানি ও বিদ্যুৎ গবেষণা কাউন্সিল গবেষণার জন্য প্রকল্পভিত্তিক অর্থায়ন করে। বিইউপি ক্যাম্পাসে ৫ কিলোওয়াট ভার্টিক্যাল উইন্ড টারবাইন স্থাপন বা এ ধরনের উদ্ভাবনমূলক প্রকল্প বাস্তবায়নের জন্য বাংলাদেশ জ্বালানি ও বিদ্যুৎ গবেষণা কাউন্সিলের সহযোগিতা চাওয়া যেতে পারে।

স্টকমার্কেটবিডি.কম/

‘অনলাইন এলডি ট্যাক্স সিস্টেম অর্থনীতিতে গুণগত পরিবর্তন আনবে’

স্টকমার্কেটবিডি প্রতিবেদক :

ভূমি অফিসে উপস্থিত হয়ে কর প্রদান না করতে হলে মানুষের এ সম্পর্কিত যাতায়াত কমে যাবে, ফলে জাতীয়ভাবে বিশাল কর্মঘন্টা রক্ষা পাবে; এতে দেশের সামগ্রিক জিডিপিতে ইতিবাচক প্রভাব পড়বে এবং অর্থনীতিতে গুণগত পরিবর্তন আনবে।

সোমবার ভূমি মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে ‘ডিজিটাল বাংলাদেশ বিনির্মাণে অনলাইনভিত্তিক ভূমি উন্নয়ন কর ব্যবস্থাপনা সফটওয়্যার বাস্তবায়নে চ্যালেঞ্জসমূহ ও উত্তরণের উপায়’ শীর্ষক এক কর্মশালায় মূল প্রবন্ধ উপস্থাপন করতে গিয়ে ভূমি সচিব মোঃ মাক্ছুদুর রহমান পাটওয়ারী এ কথা বলেন। কর্মশালায় সঞ্চালক হিসেবে উপস্থিত ছিলেন ভূমি সংস্কার বোর্ডের চেয়ারম্যান মোঃ ইয়াকুব আলী পাটোয়ারী।

মোঃ মাক্ছুদুর রহমান পাটওয়ারী বলেন, অনলাইন এলডি ট্যাক্স (ভূমি উন্নয়ন কর) সিস্টেমের মাধ্যমে নাগরিকগণ যেকোনো স্থান থেকেই স্বল্প ব্যয়ে ও স্বল্প সময়ে মোবাইল বা অনলাইন ব্যাংকিং বা অন্য যে কোনো ইলেক্ট্রনিক পদ্ধতিতে ভূমি উন্নয়ন করের অর্থ জমা প্রদান করতে পারবেন। এজন্য ভূমি কর প্রদানের জন্য মানুষের যাতায়াত কমে যাবে।

মোঃ মাক্ছুদুর রহমান পাটওয়ারী আরও বলেন, সততা মানব আচরণের সহজাত একটি বিষয় হওয়া উচিত – একে আলাদাভাবে দেখার কিছু নেই। তেমনি দক্ষ, স্বচ্ছ, জবাবদিহি ও জনবান্ধব ভূমি সেবা প্রদানও গণকর্মচারি হিসেবে আমাদের সহজাত দায়িত্ব। মাননীয় ভূমিমন্ত্রীর নেতৃত্বে আমরা এ আদর্শ ধারণ করেই কাজ করে যাচ্ছি।

মোঃ ইয়াকুব আলী পাটোয়ারী এ সময় জানান, এ বছরের ডিসেম্বর মাসের ১০ তারিখের মধ্যেই অনলাইন ভূমি উন্নয়ন কর সিস্টেমের উপর মাঠ পর্যায়ের প্রশিক্ষুণ শেষ হয়ে যাবে। মাঠ পর্যায়ের পুনর্নিবেশ অনুযায়ী পরীক্ষা ও পুনঃমূল্যায়ন করে আগামী বছরের মার্চ মাস নাগাদ দেশব্যাপী পুরোদমে এ সিস্টেম চালু হয়ে যাবে।

ভূমি সংস্কার বোর্ডের সদস্য বেগম যাহিদা খানম ও মোঃ জয়নাল আবেদীন, ভূমি মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মো: মাসুদ করিম, মোঃ ইসমাইল হোসেন এনডিসি, প্রদীপ কুমার দাস, মুহাম্মদ সালেহউদ্দীন, তপন কুমার কর্মকার সহ ভূমি মন্ত্রণালয় ও ভূমি সংস্কার বোর্ডের সংশ্লিষ্ট কর্মকর্তাগণ কর্মশালায় উপস্থিত ছিলেন। কর্মশালায় উপস্থিত কর্মকর্তাগণ প্রয়োজনীয় পরামর্শ ও মতামত দেন যা থেকে বেশ কিছু সুপারিশমালা গ্রহণ করা হয়।

উল্লেখ্য, ভূমি উন্নয়ন কর ব্যবস্থাপনা সফটওয়্যারের পাইলটিং এর জন্য প্রথম পর্যায়ে ৮টি জেলার ৯টি উপজেলাধীন ৯টি পৌর/ইউনিয়ন ভূমি অফিসের অন্তর্গত নির্বাচিত ১৯টি মৌজায় এ পর্যন্ত ৬২ হাজার ১০৫টি হোল্ডিং আপডেট করা হয়েছে। সারা দেশে হোল্ডিং সংখ্যা মোট প্রায় সাড়ে ৩ কোটি।

স্টকমার্কেটবিডি.কম/

ভালুকায় হচ্ছে রানারের বাজাজ-থ্রি-হুইলার কারখানা

স্টকমার্কেটবিডি প্রতিবেদক :

দেশের শেয়ারবাজারের তালিকাভুক্ত প্রকৌশল খাতের কোম্পানি রানার অটোমোবাইলস লিমিটেড শীঘ্রই বাজাজ অটো লিমিটেডের মোটরসাইকেল উৎপাদন, বিপনণ ও রপ্তানি কার্যক্রম শুরু করতে যাচ্ছে। ময়মনসিং জেলার ভালুকায় তৈরি করা হচ্ছে এর কারখানা।

সম্প্রতি ভারতের পুনেতে অবস্থিত বাজাজ অটোর প্রধান কার্যালয়ে বাংলাদেশের রানার অটোর সাথে এই RE 4S থ্রি-হুইলার উৎপাদন ও ডিস্ট্রিবিউশনের জন্য একটি চুক্তি স্বাক্ষর করেছে।

এই চুক্তির অধীনে বাজাজ অটো লিমিটেড রানার অটোমোবাইলসকে RE 4S থ্রিহুইলার সংযোজন, উদপাদন এবং যন্ত্রাংশ ও উপাদানগুলোর স্থানীয়করন এর জন্য প্রয়োজনীয় প্রযুক্তিগত সহযোগিতা প্রদান করবে। এর মাধ্যমে বাংলাদেশ প্রথম কোনো আন্তর্জাতিক থ্রিহুইলার ব্র্যান্ডের কারখানা হতে যাচ্ছে।

এক্ষেত্রে রানার অটোমোবাইলস প্রায় ৩০০ কোটি টাকা বিনিয়োগ করবে। যার একটি অংশ আইপিওর মাধ্যমে উত্তোলিত টাকা থেকে অর্থায়ন করা হবে। রানার অটোমোবাইসের এই নতুন কারখানাটি ময়মনসিংয়ের ভালুকায় তৈরি করা হবে।

রানার অটোমোবাইলস লিমিটেডের চেয়ারম্যান হাফিজুর রহমান খান বলেন,“এটি বাংলাদেশে অটোমোবাইল উদপাদন সক্ষমতা বাড়ানো এবং স্থানীয় পর্যায়ে দক্ষতার বিকাশের পথে একটি অত্যন্তগুরুত্ব পূর্ণ পদক্ষেপ। থ্রিহুইলার উৎপাদন ও বিপণনে বাজাজ বিশ্ববাজারে নেতৃত্ব দিচ্ছে এবং আমরা তাদের সাথে চুক্তিবদ্ধ হতে পেরে আনন্দিত। রানার অটোমোবাইলস লিমিটেডের এই উদ্যোগটি সরকারের হালকা প্রকৌশল খাতকে অগ্রাধিকার হিসাবে গড়ে তোলার সাথে ও সামঞ্জস্যপূর্ণ।”

স্টকমার্কেটবিডি.কম/এসএস/সি

ডিএসইতে এপিআই ইউএটি চালুর চুক্তি স্বাক্ষর

স্টকমার্কেটবিডি প্রতিবেদক:

বিশ্বের অন্যান্য স্টক এক্সচেঞ্জের সাথে সঙ্গতি রেখে ঢাকা স্টক এক্সচেঞ্জ এপিআই (অ্যাপ্লিকেশন প্রোগ্রাম ইন্টারফেস) চালুর উদ্যোগ গ্রহণ করে৷ এরই প্রেক্ষিতে ২৪টি ব্রোকারেজ হাউজ নাসডাক র ম্যাচিং ইঞ্জিনে এপিআই (অ্যাপ্লিকেশন প্রোগ্রাম ইন্টারফেস) সংযোগ নিয়ে নিজস্ব অর্ডার ম্যানেজমেন্ট সিস্টেমের মাধ্যমে লেনদেন করার জন্য ডিএসইতে আবেদন করে৷

আজ সোমবার (২৩ নভেম্বর) প্রোডাক্ট এন্ড মার্কেট ডেভেলপমেন্ট বিভাগের প্রধান সৈয়দ আল আমিন রহমানের সার্বিক তত্ত্বাবধানে প্রথম লঙ্কাবাংলা সিকিউরিটিজ লিমিটেড, ঢাকা স্টক এক্সচেঞ্জ লিঃ এবং ডিরেক্ট এফএন লিঃ এর সাথে এপিআই ইউএটি চালুর ত্রিপাক্ষিক একটি চুক্তি স্বাক্ষরিত হয়৷

ডিএসই’র প্রধান পরিচালন কর্মকর্তা এম. সাইফুর রহমান মজুমদার, এফসিএ, এফসিএমএ এবং লঙ্কাবাংলা সিকিউরিটিজের পরিচালক মোহাম্মদ নাসিরউদ্দিন চৌধুরী নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে চুক্তি স্বাক্ষর করেন৷ চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে ডিএসই’র ব্যবস্থাপনা পরিচালক কাজী ছানাউল হক বলেন, আজ আমরা অত্যন্ত আনন্দিত দীর্ঘ প্রতিক্ষিত এপিআই ইউএটি চালুর পদক্ষেপ হিসেবে কার্যক্রম সম্পাদনের নিমিত্তে প্রথম চুক্তি স্বাক্ষরিত হচ্ছে।

অন্যান্য দেশের ন্যায় সকল ব্রোকারেজ হাউজ যদি পর্যায়ক্রমে এপিআই সংযোগের মাধ্যমে নিজস্ব ওএমএস চালু করে তাহলে গ্রাহক সেবার উন্নতি হবে। যা শেয়ারবাজার উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। তিনি আরো উল্লেখ করেন, বর্তমানে পুঁজিবাজরের যে আস্থা ফিরে এসেছে, তারই ফলশ্রুটিতে আগামীতে লেনদেন অনেকাংশে বৃদ্ধি পাবে বিধায় এধরনের পদক্ষেপ গ্রহণের ফলে ইতিবাচক ভূমিকা রাখবে। বাজারের গতিশীলতা বজায় রাখার স্বার্থে অন্যান্য ট্রেকহোল্ডারগণ

এপিআই চালুর জন্য এগিয়ে আসবেন বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন৷ লঙ্কাবাংলা সিকিউরিটিজ লিমিটেড পরিচালক মোহাম্মদ নাসিরউদ্দিন চৌধুরী বলেন, আমরা আশা করছি যে ডিএসই’র সহায়তায় আগামী ফেব্রুয়ারি নাগাদ বাস্তবিক এপিআই কার্যক্রম শুরু করতে পারব। আমরা আগামী দুই-এক দিনের মধ্যেই এপিআই ইউএটি’র কার্যক্রম শুরু করব এবং আগামী ফেব্রুয়ারী নাগাদ এপিআই কার্যক্রম চালু করতে পারব বলে আশাবাদ ব্যক্ত করেন। চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ডিএসই’র উপ মহাব্যবস্থাপক সৈয়দ আল-আমিন রহমান ও মোঃ শফিকুর রহমান এবং লঙ্কাবাংলা সিকিউরিটিজের প্রধান প্রযুক্তি কর্মকর্তা ও পরিচালক এসএআর মোঃ মইনুল ইসলাম, ডিরেক্ট এফ এন লিঃ এর প্রতিনিধি সাকিব আহমেদ এবং আরমান আজমেদ খানসহ উভয় প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তা বৃন্দ।

স্টকমার্কেটবিডি.কম/এসএস

ব্লক মার্কেটে লেনদেন ৯৬ কোটি টাকার

স্টকমার্কেটবিডি প্রতিবেদক :

সপ্তাহের দ্বিতীয় কার্যদিবস সোমবার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) ব্লক মার্কেটে ২৪টি কোম্পানির ৯৬ কোটি টাকার শেয়ার লেনদেন হয়েছে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা গেছে, কোম্পানিগুলোর ১ কোটি ৩৯ লাখ ২০ হাজার ৮২১টি শেয়ার ৮৪ বার হাত বদল হয়েছে। এর মাধ্যমে কোম্পানিগুলোর ৯৬ কোটি ১৮ লাখ ৮৩ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে।

কোম্পানিগুলোর মধ্যে সবচেয়ে বেশি অর্থাৎ ৬০ কোটি ৮০ লাখ ৭৫ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে বেক্সিমকো ফার্মার। দ্বিতীয় সর্বোচ্চ ১৫ কোটি ৬৭ লাখ ৮৮ হাজার টাকার ট্রাস্ট ব্যাংকের এবং তৃতীয় সর্বোচ্চ ৬ কোটি ৫৭ লাখ ২০ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে গ্রামীণফোনের।

এছাড়া আমান কটনের ৪৯ লাখ ৮৭ হাজার টাকার, এসিআইয়ের ৯ লাখ ৪৪ হাজার টাকার, এডিএন টেলিকমের ৩০ লাখ ১৪ হাজার টাকার, এশিয়া প্যাসিফিক জেনারেল ইন্স্যুরেন্সের ১৪ লাখ ৬৫ হাজার টাকার, এক্সিম ব্যাংকের ৩৪ লাখ ৮০ হাজার টাকার, জিকিউ বলপেনের ২০ লাখ ১৭ হাজার টাকার, আইএফআইসি ব্যাংকের ২ কোটি ৩২ লাখ টাকার, জনতা ইন্স্যুরেন্সের ৬ লাখ ৩ হাজার টাকার, খুলনা প্রিন্টিংয়ের ১৬ লাখ ৯৫ হাজার টাকার, এমএল ডাইংয়ের ৪৬ লাখ ৫৮ হাজার টাকার, নাহি অ্যালুমিনিয়ামের ৭ লাখ ২২ হাজার টাকার, এনসিসি ব্যাংক ফার্স্ট মিউচ্যুয়াল ফান্ডের ৯ লাখ ৫০ হাজার টাকার, নিটল ইন্স্যুরেন্সের ১০ লাখ ৭২ হাজার টাকার, নর্দার্ণ ইন্স্যুরেন্সের ৫ লাখ ৭০ হাজার টাকার, ফনিক্স ফাইন্যান্সের ৭৫ লাখ ৪২ হাজার টাকার, প্রগ্রেসিভ লাইফ ইন্স্যুরেন্সের ৩৫ লাখ ১৫ হাজার টাকার, প্রভাতী ইন্স্যুরেন্সের ৪ কোটি ৫১ লাখ ৯৫ হাজার টাকার, এসকে ট্রিমসের ২ কোটি ৪ লাখ ৯৩ হাজার টাকার, সোনালী আঁশের ১৯ লাখ ৯৫ হাজার টাকার, সোনারবাংলা ইন্স্যুরেন্সের ৫ লাখ ২৮ হাজার টাকার এবং স্কয়ার ফার্মার ২৬ লাখ ৫৪ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে।

স্টকমার্কেটবিডি.কম/

হ্যাকিংয়ের আশঙ্কায় সতর্ক অবস্থানে বাংলাদেশ ব্যাংক

স্টকমার্কেটবিডি প্রতিবেদক :

উত্তর কোরিয়াভিত্তিক হ্যাকার গ্রুপ ‘বিগল বয়েজ’ আবার বাংলাদেশের আর্থিক খাতে, বিশেষ করে ব্যাংকগুলোতে সাইবার হামলা করতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। তাই দেশের সব ব্যাংককে সতর্ক করেছে ব‌্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান বিভাগ।

গত বৃহস্পতিবার আর্থিক প্রতিষ্ঠান বিভাগ এ বিষয়ে ব্যাংকগুলোকে চিঠি দিয়েছে। চিঠিতে বলা হয়েছে, বিগল বয়েজ ২০১৬ সালে বাংলাদেশ ব্যাংকের রিজার্ভ থেকে অর্থ চুরির সঙ্গে জড়িত ছিল। তারা আবার বাংলাদেশের বিভিন্ন ব্যাংকের এটিএম বুথ থেকে টাকা উত্তোলন ও সুইফট নেটওয়ার্ক হ্যাক করতে পারে।

চিঠি পাওয়ার পর ব্যাংকগুলো অতিরিক্ত সতর্কতা অবলম্বন করছে। অনলাইন লেনদেন ব্যবস্থা ও এটিএম বুথে নজরদারি বাড়ানো হয়েছে। কোনো কোনো ব্যাংক রাতে তাদের এটিএম বুথ বন্ধ রাখছে। ইতোমধ্যে রূপালী ব্যাংক তাদে সব এটিএম বুথ রাত ১১টা থেকে সকাল ৭টা পর্যন্ত বন্ধ রাখার সিদ্ধান্ত কার্যকর করেছে।

স্টকমার্কেটবিডি.কম/এম

নতুন কমিশনের আইপিও অনুমোদনের তথ্য সংসদীয় কমিটিতে

স্টকমার্কেটবিডি প্রতিবেদক :

বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) বর্তমান কমিশন দায়িত্ব গ্রহণ করে গত মে মাসে। দায়িত্বগ্রহণের পর থেকে ভালো মৌলভিত্তি সম্পন্ন কোম্পানি শেয়ারবাজারে তালিকাভুক্তির মাধ্যমে বাজারের গভীরতা বাড়াতে চাইছে কমিশন। দায়িত্ব গ্রহণের পর থেকে এখন পর্যন্ত ১০ কোম্পানিকে প্রাথমিক গণপ্রস্তাবের (আইপিও) মাধ্যমে শেয়ারবাজার থেকে ১ হাজার ১৭৬ কোটি টাকা উত্তোলনের অনুমতি দেয়া হয়েছে। এর মধ্যে রবি, এনার্জিপ্যাক ও ওয়ালটনের মতো কোম্পানিও রয়েছে। এছাড়া ৫ হাজার ২৬০ কোটি টাকার বন্ড ইস্যুরও অনুমোদন দিয়েছে বর্তমান কমিশন।

সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন কর্তৃক তাত্ত্বিক দিক বিবেচনা করে শেয়ারবাজারের দ্রুত ওঠানামার ব্যাপারে কঠোর পদক্ষেপ গ্রহণের সুপারিশ করা হয় সরকারি প্রতিশ্রুতি সম্পর্কতি সংসদীয় কমিটির বৈঠকে। সেই সুপারিশের পরিপ্রেক্ষিতে বিএসইসি একটি প্রতিবেদন তৈরি করে সংসদীয় কমিটির বৈঠকে উপস্থাপন করে। প্রতিবেদনটিতে এসব তথ্য উল্লেখ করা হয়। শেয়ারবাজারে ভালো মৌলভিত্তি সম্পন্ন নতুন নতুন কোম্পানি তালিকাভুক্তি, তালিকাভুক্ত কোম্পানির সুশাসন এবং এক্সচেঞ্জের লেনদেনে স্বচ্ছতা ও জবাবদিহিতা কঠোরভাবে নিশ্চিত করতে বিএসইসির নেয়া বিভিন্ন পদক্ষেপও প্রতিবেদনে তুলে ধরা হয়েছ

বিএসইসির প্রতিবেদনে বলা হয়, চাহিদা ও জোগানের ভিত্তিতে শেয়ারবাজারে সিকিউরিটিজের মূল্য নির্ধারিত হয়; সার্বিকভাবে যা তালিকাভুক্ত সিকিউরিটিজের সূচকের মাধ্যমে প্রতিফলিত হয়। তালিকাভুক্ত সিকিউরিটিজের বাজারমূল্য বৃদ্ধি ও হ্রাসের ফলে ইনডেক্সের উত্থান-পতন হয়। ফলে শেয়ারবাজারের দ্রুত ওঠানামার ব্যাপারে কমিশনের নিয়ন্ত্রণের কোনো সুযোগ নেই। শেয়ারবাজারে সিকিউরিটিজের মূল্যর ওঠানামা তার স্বাভাবিক গতিতে হয়ে থাকে। তবে বাজারের লেনদেনে কোনো অস্বাভাবিকতা বা কারসাজি হচ্ছে কিনা তা নিয়মিত সার্ভিল্যান্স কার্যক্রমের মাধ্যমে পর্যবেক্ষণ করা হয়।

প্রতিবেদনে বলা হয়, আইপিও অনুমোদনের ক্ষেত্রে অধিকতর স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করার মাধ্যমে ভালো মৌলভিত্তি সম্পন্ন কোম্পানিগুলোকে দ্রুততার সঙ্গে অনুমোদন প্রদানের মাধ্যমে তালিকাভুক্তির প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হয়েছে, যা বাজারের গভীরতা বাড়াতে সহায়ক ভূমিকা পালন করেছে।

সেকেন্ডারি মার্কেটের লেনদেনে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করতে সার্ভিল্যান্স কার্যক্রম জোরদারের পাশাপাশি গোয়েন্দা কার্যক্রম চালু করা হয়েছে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়। এছাড়া ইনসাইডার ট্রেডিং নিয়ন্ত্রণের লক্ষ্যে তালিকাভুক্ত কোম্পানির পরিচালক, উদ্যোক্তা, ঊর্ধ্বতন কর্মকর্তাসহ অন্যান্য ইনসাইডারের তথ্যসংবলিত একটি ডাটাবেজ তৈরির উদ্যোগ নেয়া হয়েছে। বাজার মধ্যস্থতাকারী ও নিয়ন্ত্রণকারী প্রতিষ্ঠানের মধ্যে সমন্বয় বাড়ানোর উদ্যোগ গ্রহণ, বিভিন্ন সোস্যাল মিডিয়ায় গুজব বন্ধের বিষয়ে আদেশ জারির মাধ্যমে গুজব রটনাকারীদের বিরুদ্ধে আইনগত প্রয়োজনীয় ব্যবস্থার উদ্যোগ নেয়া হয়েছে।

প্রতিবেদনে শেয়ারবাজার উন্নয়ন ও সক্ষমতা বৃদ্ধির জন্য প্রধানমন্ত্রী বেশকিছু নির্দেশনা দিয়েছেন। সেই নির্দেশনার আলোকে প্রয়োজনীয় কার্যক্রম নেয়া হচ্ছে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছ।

স্টকমার্কেটবিডি.কম/এম

ডিএসইতে লেনদেন বাড়লেও কমেছে সিএসইতে

স্টকমার্কেটবিডি প্রতিবেদক :

দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) দিনের লেনদেন আগের দিনের চেয়ে অনেকটা কমেছে। তবে এদিন সেখানে সব ধরণের সূচকই কমেছে। অন্যদিকে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জেও (সিএসই) লেনদেন ও সূচক দুটোই কমেছে। ডিএসই ও সিএসই সূত্রে এ তথ্য জানা যায়

সোমবার লেনদেন শেষে ডিএসইতে প্রধান সূচক ডিএসইএক্স ২৩.২৬ পয়েন্ট কমে অবস্থান করছে ৪৮১৭ পয়েন্টে। আর ডিএসই শরীয়াহ সূচক ১৩.০১ পয়েন্ট কমে অবস্থান করছে ১১০৭ পয়েন্টে এবং ডিএসই-৩০ সূচক ১৫.৪২ পয়েন্ট কমে অবস্থান করছে ১৬৬৯ পয়েন্টে।

এদিন ডিএসইতে লেনদেন হয়েছে ৬২১ কোটি ২৮ লাখ টাকা। গতকাল রবিবার সেখানে লেনদেনের পরিমাণ ৪৯৫ কোটি ৫৩ লাখ টাকা।

ডিএসইতে আজ ৩৪৪টি কোম্পানি ও মিউচুয়াল ফান্ডের শেয়ারের লেনদেন হয়। এর মধ্যে ৭০টির শেয়ারের দর বেড়েছে, কমেছে ১৯৬টির। আর দর অপরিবর্তিত আছে ৭৮টির।

এদিন ডিএসইতে লেনদেনে এগিয়ে থাকা ১০টি কোম্পানি হলো- বেক্সিমকো ফার্মা, স্কয়ার ফার্মা, ইষ্টার্ণ ইন্স্যুরেন্স, নিটল ইন্স্যুরেন্স, এশিয়া ইন্স্যুরেন্স, প্রভাতী ইন্সুরেন্স, ব্র্যাক ব্যাংক, এডিএন টেলিকম, নর্দার্ণ ইন্সুরেন্স ও পাইওনিয়ার ইন্স্যুরেন্স লিমিটেড ।

অন্যদিকে দেশের অপর বাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) ব্রড ইনডেক্স ৫৬.৭৫ পয়েন্ট কমে অবস্থান করছে ১৩ হাজার ৮০৭ পয়েন্টে।

দিনভর লেনদেন হওয়া ২৩৪টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ৭৭টির, কমেছে ৯৯টির ও দর অপরিবর্তিত রয়েছে ৫৮টির।

এদিন সিএসইতে লেনদেন হয়েছে ১৩ কোটি ১ লাখ টাকা। গতকাল রবিবার সেখানে লেনদেন হয়েছে ১৬ কোটি টাকা।

দিনশেষে সিএসইতে লেনদেনের শীর্ষে রয়েছে গ্রামীণফোন লিমিটেড ও স্কয়ার ফার্মা লিমিটেড।

স্টকমার্কেটবিডি.কম/

  1. বেক্সিমকো ফার্মা
  2. স্কয়ার ফার্মা
  3. ইষ্টার্ণ ইন্স্যুরেন্স
  4. নিটল ইন্স্যুরেন্স
  5. এশিয়া ইন্স্যুরেন্স
  6. প্রভাতী ইন্সুরেন্স
  7. ব্র্যাক ব্যাংক
  8. এডিএন টেলিকম
  9. নর্দার্ণ ইন্সুরেন্স
  10. পাইওনিয়ার ইন্স্যুরেন্স লিমিটেড ।