রিজেন্ট টেক্সটাইলের ১ম প্রান্তিকের আর্থিক প্রতিবেদন প্রকাশ

স্টকমার্কেটবিডি ডেস্ক :

শেয়ারবাজারের তালিকাভুক্ত বস্ত্র শিল্প খাতের কোম্পানি রিজেন্ট টেক্সটাইল মিলস লিমিটেডের চলতি বছরের প্রথম প্রান্তিকের আর্থিক প্রতিবেদন প্রকাশ করা হয়েছে। কোম্পানি সূত্রে তথ্য জানা গেছে।

আর্থিক প্রতিবেদন সূত্রে জানা যায়, এই প্রান্তিকে (জুলাই-সেপ্টেম্বর, ২০) কোম্পানি শেয়ার প্রতি লোকসান (ইপিএস) হয়েছে ০.২২ টাকা। গত বছরের এ সময়ের কোম্পানিটির শেয়ার প্রতি আয় ছিল ০.১২ টাকা।

এ সময়ে কোম্পানিটির শেয়ার প্রতি প্রকৃত সম্পদের মূল্য (এনএভি) দাঁড়িয়েছে ২৮.২৪ টাকা। যা ২০২০ সালের ৩০ জুন ছিল ২৮.৪৬ টাকা।

স্টকমার্কেটবিডি.কম/এসএস

করোনার প্রভাবে গভীর মন্দায় ইউরোপের অর্থনীতি

স্টকমার্কেটবিডি ডেস্ক :

দেশে দেশে লকডাউনসহ নানা বিধিনিষেধ আরোপ করেও কোনোভাবে নিয়ন্ত্রণে আসছে না ইউরোপের করোনা সংক্রমণ পরিস্থিতি। অঞ্চলটির বিভিন্ন দেশে প্রতিদিনই বেড়ে চলছে আক্রান্ত রোগীর সংখ্যা। একই সঙ্গে বাড়ছে প্রাণহানিও। করোনা নিয়ন্ত্রণ করতে গিয়ে কোণঠাসা এখন ইউরোপের অর্থনীতি, আবারও মন্দার দিকে যাচ্ছে, বাড়ছে ঋণের পরিমাণও।

গত সোমবার আইএইচএস মার্কিট প্রকাশিত জরিপে দেখা যায়, গত নভেম্বরে ইউরোজোনের অর্থনৈতিক কর্মকাণ্ড ব্যাপকভাবে কমেছে। দেশে দেশে লকডাউনে বেশি ক্ষতিগ্রস্ত সেবা খাত। বলা হয়, ইউরোজোনের ১৯ দেশে নভেম্বরে পিএমআই সূচক কমে হয় ৪৫.১ পয়েন্ট, যা অক্টোবরে ছিল ৫০.০ পয়েন্ট। এই সূচক ৫০ পয়েন্টের ওপরে থাকলে প্রবৃদ্ধি ধরা হয়, আর নিচে থাকলে সংকোচন। প্রতিষ্ঠানটির মতে, এটি স্পষ্ট যে ইউরোজোনের দেশগুলোর অর্থনীতি চতুর্থ প্রান্তিকে আবারও মন্দায় নামছে। যদিও বছরের মাঝামাঝিতে কিছুটা প্রবৃদ্ধি দেখা গিয়েছিল।

আইএইচএস মার্কিটের প্রধান অর্থনীতিবিদ ক্রিস উইলিয়ামসন বলেন, ‘করোনার দ্বিতীয় দফা সংক্রমণ নিয়ন্ত্রণের নানা প্রচেষ্টার মধ্যেই ইউরোজোনের অর্থনীতি আবারও তলানিতে নেমেছে।’ তিনি বলেন, ‘অর্থনীতি নতুন করে নিম্নমুখী হওয়া এই অঞ্চলের জন্য বড় ধরনের আঘাত। বলার অপেক্ষা রাখে না পুনরুদ্ধার দীর্ঘায়িত হবে।’ সংস্থাটির পূর্বাভাস অনুযায়ী ২০২০ সালে ইউরোজোনের অর্থনীতি ইতিহাসের সর্বোচ্চ ৭.৪ শতাংশ সংকুচিত হবে। তবে ২০২১ সালে ৩.৭ শতাংশ পুনরুদ্ধারে ফিরবে।

ইউরোজোনের দ্বিতীয় বৃহৎ অর্থনৈতিক দেশ ফ্রান্স। করোনার দ্বিতীয় দফা সংক্রমণে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে এই দেশটি। নভেম্বরে দেশটির পিএমআই সূচক কমে হয়েছে ৩৯.৯ পয়েন্ট, যা অর্থনীতির ব্যাপক নিম্নমুখিতার প্রমাণ দিচ্ছে। যদিও তুলনামূলক কিছুটা স্বস্তিতে আছে এই অঞ্চলে সবচেয়ে বড় অর্থনৈতিক দেশ জার্মানি।

ইউরোপের অন্যতম বৃহৎ অর্থনৈতিক দেশ ব্রিটেনেরও পিএমআই সূচকও নভেম্বরে কমে হয়েছে ৪৭.৪ পয়েন্ট, যা অক্টোবরে ছিল ৫২.১ পয়েন্ট। এটি পাঁচ মাসে সর্বনিম্ন। করোনার নতুন ঢেউ আসায় দেশটির ব্যাবসায়িক কর্মকাণ্ড আবারও তলানিতে নেমেছে। এরই মধ্যে প্রধানমন্ত্রী বরিস জনসন চার সপ্তাহের লকডাউন ঘোষণা করেছেন। বিশ্লেষকরা বলছেন, চতুর্থ প্রান্তিকে সংকুচিত হবে ব্রিটেনের অর্থনীতি। বেসরকারি খাতে কর্মসংস্থানও বিপুলসংখ্যক কমেছে।

এদিকে ইনস্টিটিউট ফর ইন্টারন্যাশনাল ফিন্যান্সের (আইআইএফ) এক প্রতিবেদনে বলা হয়, করোনার আঘাতে ঋণের সুনামিতে প্লাবিত হতে যাচ্ছে বিশ্ব অর্থনীতি। মহামারির ধাক্কা সামাল দিতে সব দেশের সরকার আর কম্পানিগুলো কোটি কোটি ডলার খরচ করছে। সেপ্টেম্বরেই বিশ্বে মোট ঋণের পরিমাণ ছিল ২৭২ ট্রিলিয়ন ডলার। বছর শেষে তা পৌঁছাবে ২৭৭ ট্রিলিয়ন ডলারে। একই সময়ে ইউরোজোনের মোট ঋণ ১.৫ ট্রিলিয়ন ডলার বেড়ে সেপ্টেম্বরে ৫৩ ট্রিলিয়ন ডলারে পৌঁছেছে। তবে এ পরিমাণ ২০১৪ সালের মন্দায় হওয়া ৫৫ ট্রিলিয়ন ডলারের ঋণের চেয়ে কিছুটা কম।

করোনায় অর্থনীতি মন্দার দিকে যাওয়ায় ইউরোজোনের ব্যবসা-প্রতিষ্ঠানগুলো ঝুঁকিতে পড়েছে বলে এক প্রতিবেদনে জানিয়েছে ইউরোপীয় কেন্দ্রীয় ব্যাংক (ইসিপি)। সংস্থার মতে, সরকারি সহায়তার পাশাপাশি ইসিবি থেকে সহজ ঋণে প্রতিষ্ঠানগুলো এখনো টিকে আছে। ইউরো অঞ্চলে সভরেইন ঋণ সংকটের কারণে করপোরেট ঝুঁকি সর্বোচ্চ পর্যায়ে পৌঁছেছে। যদি সরকারি সহায়তা অব্যাহত না থাকে ও সহজ ঋণ না পায় তবে অনেক প্রতিষ্ঠানই দেউলিয়ার আবেদন জানাতে বাধ্য হবে বলে প্রতিবেদনে দাবি করা হয়।

আন্তর্জাতিক গণমাধ্যমগুলো বলছে, লকডাউন চলাকালীন ইউরোপের বিভিন্ন দেশের মানুষের মধ্যে স্বাস্থ্যবিধি ও সামাজিক দূরত্ব মেনে চলার বিষয়ে যে রকম সচেতনতা ছিল, লকডাউন শিথিলের পর তেমনটি আর দেখা যায়নি। এ ছাড়া গ্রীষ্মকালীন অবকাশকে কেন্দ্র করে সমুদ্রসৈকতসহ বিভিন্ন পর্যটনকেন্দ্রগুলোতে মানুষের সমাগম অধিক হারে বেড়ে যাওয়াকেও ইউরোপে দ্বিতীয় দফায় করোনার সংক্রমণ বৃদ্ধির আরো একটি প্রধান কারণ হিসেবে দেখছেন অনেকে।

এদিকে আন্তর্জাতিক মুদ্রা তহবিল (আইএমএফ) বলছে, চলতি বছর বিশ্ব অর্থনীতি ৪.৪ শতাংশ সংকুচিত হবে, ১৯৩০ সালের পর যা সর্বোচ্চ। ২০২১ সালে অর্থনীতি সম্প্রসারিত হবে ৫ শতাংশের ওপরে। বিশ্বব্যাংক বলছে, বিশ্ব অর্থনীতি পরিস্থিতি করোনাপূর্ববর্তী অবস্থায় সহজে ফিরবে না। সূত্র : কালেরকন্ঠ

স্টকমার্কেটবিডি .কম/

রিজার্ভ ৪১ বিলিয়ন মার্কিন ডলার অতিক্রম করেছে

স্টকমার্কেটবিডি ডেস্ক :

রেমিটেন্সের উচ্চ প্রবৃদ্ধির কারণে বৈদেশিক মুদ্রার মজুদ আজ ৪১ বিলিয়ন মার্কিন ডলার অতিক্রম করেছে।

বৈদেশিক মুদ্রার মজুদ পূর্ববর্তী কর্মদিবসের ৪০.৯৯ বিলিয়ন মার্কিন ডলার থেকে বেড়ে আজ ৪১ বিলিয়ন ডলার অতিক্রম করেছে।
বাংলাদেশ ব্যাংকের এক সিনিয়র কর্মকর্তা বাসস’র সঙ্গে আলাপকালে বলেন, সাম্প্রতিক মাসগুলোতে আমদানি ব্যয় হ্রাস এবং দেশে বৈদেশিক মুদ্রার প্রবাহ বৃদ্ধি পাওয়ায় বৈদেশিক মুদ্রার মজুদ ৪১ বিলিয়ন ডলারের সীমা অতিক্রম করেছে।

তিনি বলেন, বাণিজ্যিক ব্যাংকগুলো অব্যাহতভাবে মার্কিন ডলার ক্রয় করায় এটি বৈদেশিক মুদ্রার মজুদ বৃদ্ধিতে সরাসরি ভূমিকা রেখেছে। সূত্র : বাসস

স্টকমার্কেটবিডি .কম/

শেয়ারবাজারে আসতে চায় আরও একটি ব্যাংক

স্টকমার্কেটবিডি প্রতিবেদক :

প্রাথমিক গণপ্রস্তাবের (আইপিও) মাধ্যমে শেয়ারবাজার থেকে ১০০ কোটি টাকা সংগ্রহের জন্য বাংলাদেশ ব্যাংকের সবুজ সংকেত পেয়েছে সাউথ বাংলা এগ্রিকালচার অ্যান্ড কমার্স (এসবিএসি) ব্যাংক লিমিটেড।

বুধবার বাংলাদেশ ব্যাংকের ব্যাংকিং প্রবিধি ও নীতি বিভাগ থেকে এসবিএসি ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালককে চিঠি দিয়ে অনুমোদনের বিষয়টি জানানো হয়।

এখন চূড়ান্ত অনুমোদনের জন্য শেয়ারবাজার নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনে (বিএসইসি) আবেদনের প্রস্তুতি নিচ্ছে এসবিএসি ব্যাংক।

আইপিওর জন্য ব্যাংকটির পক্ষে ইস্যু ম্যানেজার হিসেবে কাজ করছে ইনভেস্টমেন্ট করপোরেশন অব বাংলাদেশের (আইসিবি) অঙ্গপ্রতিষ্ঠান আইসিবি ক্যাপিটাল ম্যানেজমেন্ট লিামটেড।

কেন্দ্রীয় ব্যাংকের চিঠিতে বলা হয়েছে, এসবিএসি ব্যাংকের ৩০ সেপ্টেম্বর, ২০২০ পর্যন্ত আর্থিক বিবরণী বিবেচনা করে প্রাথমিক গণপ্রস্তাবের মাধ্যমে ১০০ কোটি টাকা মূলধন সংগ্রহের প্রস্তাব অনুমোদন করা হয়েছে।

উদ্যোক্তা মূলধনের অবশিষ্টাংশ পরবর্তীতে আরপিও (রিপিট পাবলিক অফারিং) ইস্যুর মাধ্যমে সংগ্রহের জন্য তাদের একটি সময়াবদ্ধ পরিকল্পনা করতে হবে।

এসবিএসি ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক তারিকুল ইসলাম চৌধুরী বলেন, “ব্যাংকের আর্থিক বিবরণী নিরীক্ষার কাজ শেষ পর্যায়ে রয়েছে। এই প্রক্রিয়া সম্পন্ন হলেই আইপিও নিবন্ধনের জন্য বিএসইসিতে আবেদন করা হবে। ডিসেম্বরের মধ্যেই তা আমরা করব।

তারিকুল ইসলাম চৌধুরী বলেন, আইপিওর মাধ্যমে যে ১০০ কোটি টাকা সংগ্রহ করা হবে, তার সিংহভাগই সরকারের বিভিন্ন সিকিউরিটিজ ও শেয়ারবাজারে বিনিয়োগ করা হবে।

১০০ কোটি টাকা সংগ্রহের জন্য ব্যাংকটি ১০ কোটি শেয়ার বাজারে ছাড়বে; প্রতি শেয়ারের দাম ১০ টাকা।

২০২০ সালের জুন শেষে ব্যাংকের মূলধন পর্যাপ্ততার হার দাঁড়িয়েছে ১৪ দশমিক ২৮ শতাংশ। চলতি বছরের জানুয়ারি-সেপ্টেম্বর সময়ে ইপিএস দাঁড়িয়েছে ৯৯ পয়সা; যা আগের বছরের একই সময়ের তুলনায় দশমিক শূন্য এক শতাংশ বেশি।

ব্যাংকের অনুমোদিত মূলধন এক হাজার কোটি টাকা এবং সেপ্টেম্বর শেষে ব্যাংকের পরিশোধিত মূলধন দাঁড়িয়েছে ৬৮৪ কোটি ৬৪ লাখ টাকা। কর পরবর্তী মুনাফা দাঁড়িয়েছে ৬৭ কোটি ৫১ লাখ টাকা।

দীর্ঘ ১২ বছর পর গত ১৮ নভেম্বর এনআরবি কমার্শিয়াল ব্যাংককে আইপিও ছেড়ে ১২০ কোটি তোলার চূড়ান্ত অনুমোদন দেয় শেয়ারবাজার নিয়ন্ত্রক সংস্থা বিএসইসি।

স্টকমার্কেটবিডি.কম/

করোনাভাইরাসে দেশে ক্ষয়-ক্ষতি কম হয়েছে : বাণিজ্যমন্ত্রী

স্টকমার্কেটবিডি প্রতিবেদক :

বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি বলেছেন, সরকারের সময়োপযোগী সিদ্ধান্ত এবং দক্ষ ব্যবস্থাপনার কারণে করোনাভাইরাসে দেশে ক্ষয়-ক্ষতি কম হয়েছে। আর ‘দক্ষতার সঙ্গে কোভিড-১৯ মোকাবিলা করে ঘুরে দাঁড়িয়েছে বাংলাদেশের অর্থনীতি। ব্যবসা-বাণিজ্য সচল রয়েছে। সরকারের প্রচেষ্টায় মানুষ সচেতন হচ্ছে, ফলে পরিস্থিতির উন্নতি হচ্ছে। কোভিড-১৯ পরিস্থিতি মোকাবিলায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে এবং সার্বিক তত্ত্বাবধানে বাংলাদেশ সফলভাবেই কাজ করে যাচ্ছে। দেশের ব্যবসা-বাণিজ্য সচল রাখতে সরকার অর্থনীতি পুনরুদ্ধার সংবলিত প্রায় এক লাখ ২২ হাজার কোটি টাকার ২১টি প্রণোদনা প্যাকেজ ঘোষণা করেছে। বাংলাদেশের দ্রুত বিকাশমান অর্থনীতির জন্য এ সকল পদক্ষেপ খুবই প্রয়োজন ছিল।’

আজ বৃহস্পতিবার (২৬ নভেম্বর) বেলা ১২টায় ওসমানী স্মৃতি মিলনায়তনে অর্থ মন্ত্রণালয়ের অর্থ বিভাগ আয়োজিত ‘কোভিড-১৯ মোকাবিলা এবং টেকসই ও অন্তর্ভুক্তিমূলক অর্থনৈতিক পুনরুদ্ধারে বাংলাদেশ সরকারের নেয়া প্রণোদনা প্যাকেজ’ বিষয়ে সিরিজ মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তৃতায় এসব কথা বলেন তিনি।

প্রথম সভার প্রতিপাদ্য নির্ধারণ করা হয়েছে ‘কর্মসংস্থান টিকিয়ে রাখা এবং অর্থনীতির সামগ্রিক চাহিদা ও সরবরাহ ব্যবস্থা স্বাভাবিক অবস্থায় ফিরিয়ে আনা’। অনুষ্ঠানে বিষয়ের ওপর মূল প্রবন্ধ উপস্থাপন করেন অর্থ বিভাগের সিনিয়র সচিব আব্দুর রউফ তালুকদার।

বাণিজ্যমন্ত্রী বলেন, ‘এ সময়ে দেশের নিত্যপ্রয়োজনীয় পণ্যের উৎপাদন, সরবরাহ এবং মূল্য স্বাভাবিক রাখতে সরকার সক্ষম হয়েছে। প্রয়োজনে টিসিবির (ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশ) মাধ্যমে সাশ্রয়ী মূল্যে খোলাবাজারে পণ্য বিক্রয় করা হয়েছে। ফলে কঠিন পরিস্থিতিতেও দেশে কোনো পণ্যের সংকট হয়নি বা মূল্য বৃদ্ধি ঘটেনি।’

তিনি বলেন, ‘চীনে কোভিড-১৯ শনাক্তের পর মার্চের ৮ তারিখ বাংলাদেশে প্রথম শনাক্ত হয়। দেশে ৬৬ দিন সরকারি ছুটি কার্যকর ছিল। প্রয়োজনে সরকার অনেক পদক্ষেপ গ্রহণ করেছে। অর্থনীতির ওপর এর ক্ষতিকর প্রভাব কাটিয়ে উঠতে নিতে হয়েছে অনেক পদক্ষেপ। সে কারণে দেশের অর্থনৈতিক কর্মকাণ্ড সচল রাখা সম্ভব হয়েছে।’

অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন- প্রধানমন্ত্রীর মুখ্য সচিব ড. আহমদ কায়কাউস। প্যানেল আলোচনায় অংশ নিয়ে বক্তব্য রাখেন- বাংলাদেশে নিযুক্ত জাপানের রাষ্ট্রদূত ইতো নাওকি, বাংলাদেশ ও ভুটানে নিযুক্ত বিশ্বব্যাংকের কান্ট্রি ডিরেক্টর মিস মার্সি মিয়াং টেমবোন, বিজিএমইএ-এর প্রেসিডেন্ট ড. রুবানা হক, সানেমের নির্বাহী পরিচালক ড. সেলিম রায়হান, বিআইডিএসের সিনিয়র রিসার্চ ফেলো ড. নাজনিন আহমেদ।

স্টকমার্কেটবিডি.কম/

ব্লক মার্কেটে ৮ কোটি টাকার লেনদেন

স্টকমার্কেটবিডি ডেস্ক:

ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) বৃহস্পতিবার ব্লক মার্কেটে মোট ১৮ কোম্পানির শেয়ার লেনদেন হয়েছে। কোম্পানিগুলোর মোট ১৭ লাখ ৩১ হাজার ৬৭২টি শেয়ার লেনদেন হয়েছে। যার আর্থিক মূল্য ৮ কোটি ১ লাখ টাকা। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

আজ বৃহস্পতিবার (২৬ নভেস্বর) ব্লক মার্কেটে সবচেয়ে বেশি টাকার লেনদেন হয়েছে গ্রীণডেল্টা ইন্স্যুরেন্স লিমিটেডের শেয়ার। কোম্পানিটি ৩ কোটি ৬৫ লাখ টাকার শেয়ার লেনদেন করেছে।

ব্রাক ব্যাংক ২ কোটি ২৮ লাখ টাকার শেয়ার লেনদেন করে তালিকার দ্বিতীয় স্থানে রয়েছে।

আইসিবি সেকেন্ড মিউচ্যুয়াল ফান্ড ২৯ লাখ টাকার শেয়ার লেনদেন করে তালিকার তৃতীয় স্থানে রয়েছে।

ব্লক মার্কেটে লেনদেন করা অন্য কোম্পানিগুলো হচ্ছে- আমান ফিড, এশিয়া ইন্স্যুরেন্স, বিবিএস কেবলস, ডিবিএইচ, মেট্রো স্পিনিং, মুন্নু সিরামিক, নাহি অ্যালুমিনিয়াম কম্পোজিট, ওরিয়ন ইনফিউশন, পিপলস ইন্স্যুরেন্স, পাইওনিয়র ইন্স্যুরেন্স, প্রগতি লাইফ ইন্স্যুরেন্স, রিলায়েন্স ইন্স্যুরেন্স, রিপাবলিক ইন্স্যুরেন্স ও রূপালী ইন্স্যুরেন্স লিমিটেড।

স্টকমার্কেটবিডি.কম/এসএস

পিপলস লিজিংয়ের লেনদেন বন্ধের সময় ২৮ দফা বাড়লো

স্টকমার্কেটবিডি ডেস্ক :

শেয়ারবাজারে তালিকাভুক্ত আর্থিক খাতের কোম্পানি পিপলস লিজিং ফাইন্যান্স অ্যান্ড ইনভেস্টমেন্ট লিমিটেডের শেয়ার লেনদেন বন্ধ রাখার সময় আবারও বেড়েছে। কোম্পানিটিকে আগামীকাল ২৭ নভেম্বর থেকে ২৮ দফায় আরও ১৫ দিন শেয়ার লেনদেন বন্ধ রাখার আদেশ দিয়েছে ডিএসই। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এই তথ্য জানা গেছে।

জানা যায়, গত বছরের ১৪ জুলাই থেকে ১২ আগস্ট পর্যন্ত পিপলস লিজিংয়ের শেয়ার লেনদেন বন্ধের ঘোষণা করে ডিএসই। ঢাকা স্টক এক্সচেঞ্জের ৯৩২তম বোর্ড সভায় সেই স্থগিতাদেশই বর্ধিত করে গত ১৩ আগস্ট থেকে ২৭ আগস্ট করা হয়।

এরপর আবারো দ্বিতীয় দফায় ২৮ আগস্ট থেকে ১২ সেপ্টেম্বর পর্যন্ত এবং গত ১২ সেপ্টেম্বর থেকে ২৬ সেপ্টেম্বর পর্যন্ত, চতুর্থ দফায় ২৭ সেপ্টেম্বর থেকে ১৩ অক্টোবর, পঞ্চম দফায় ১৩ অক্টোবর থেকে ২৮ অক্টোবর, ৬ষ্ঠ দফায় ২৮ অক্টোবর থেকে ১০ নভেম্বর, সপ্তম দফায় ১১ নভেম্বর থেকে ২৫ নভেম্বর অষ্টম দফায় ২৬ নভেম্বর থেকে ১০ ডিসেম্বর, নবম দফায় ১১ ডিসেম্বর থেকে ২৪ ডিসেম্বর, দশম দফায় ২৬ ডিসেম্বর থেকে ৯ জানুয়ারি, ১১ দফায় ১২ জানুয়ারি থেকে ২৬ জানুয়ারি, ১২ দফায় ২৭ জানুয়ারি থেকে ১১ ফেব্রুয়ারি, ১৩ দফায় ১২ ফেব্রুয়ারি থেকে ২৬ ফেব্রুয়ারি, ১৪ দফায় ২৭ ফেব্রুয়ারি থেকে ১২ মার্চ, ১৫ দফায় ১৩ মার্চ থেকে ২৫ মার্চ, ১৬ দফায় ৩১ মে থেকে ১৪ জুন, ১৭ দফায় ১৫ জুন থেকে ২৯ জুন ১৮ দফায় ৩০ জুন থেকে ১৪ জুলাই, ১৯ দফায় ১৫ জুলাই থেকে ২৯ জুলাই, ২০ দফায় ৩০ জুলাই থেকে ১৩ আগস্ট, ২১ দফায় ১৪ আগস্ট থেকে ২৮ আগস্ট এবং ২২ দফায় ২৯ আগস্ট থেকে ১০ সেপ্টেম্বর, ২৩ দফায় ১৩ সেপ্টেম্বর হতে ২৭ সেপ্টেম্বর আর ২৪ দফায় ২৮ সেপ্টেম্বর হতে ১২ অক্টোবর আর ২৫ দফার ১৩ অক্টোবর থেকে ২৮ অক্টোবর, ২৬ দফায় ২৮ অক্টোবর হতে ১২ নভেম্বর, ২৭ দফায় ১৪ নভেম্বর হতে ২৬ নভেম্বর আর ২৮ দফায় আগামীকাল ২৭ নভেম্বর হতে ১৫ দিন পর্যন্ত লেনদেন বন্ধ রাখার ঘোষণা দেয় ডিএসই।

স্টকমার্কেটবিডি.কম/

দ্যা পেনিনসুলার ঋণমান প্রকাশ

স্টকমার্কেটবিডি ডেস্ক :

শেয়ারবাজারে তালিকাভুক্ত ভ্রমণ ও প্রণোদনা শিল্প খাতের কোম্পানি দ্যা পেনিনসুলা চিটাগাং লিমিটেডের ঋণমান এসেছে ‘এএ৩’। ডিএসই সূত্রে এ তথ্য জানা যায়।

সম্প্রতি এই ঋণমান প্রকাশ করেছে ক্রেডিট রেটিং এজেন্সি অফ বাংলাদেশ লিমিটেড (সিআরএবি)।

২০১৬ হতে ২০২০ পর্যন্ত সমাপ্ত হিসাব বছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন ও ২০২০ সালের ৩ মাসের অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন এবং আর্থিক উপাত্তের ভিত্তিতে এ সিদ্ধান্তে উপনীত হয়েছে সিআরএবি।

স্টকমার্কেটবিডি.কম/বি

ন্যাশনাল লাইফ ইন্স্যুরেন্সের শেয়ার হস্থান্তরের ঘোষণা

স্টকমার্কেটবিডি ডেস্ক :

শেয়ারবাজারে তালিকাভুক্ত বীমা খাতের ন্যাশনাল লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেডের একজন পরিচালক তার পুত্রকে শেয়ার হস্তান্তরের ঘোষণা দিয়েছেন। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা গেছে, কোম্পানিটির পরিচালক মো: আব্দুল মোনেম তার কাছে থাকা মোট ৩৭ লাখ ৭৫ হাজার ৭৪৯টি শেয়ার তার পুত্রকে প্রদান করবেন।

তিনি তার পুত্র মো: এ.এস.এম.মাইনুদ্দীন মোনেমকে শেয়ার হস্তান্তর করবেন।

আগামী ৩০ দিনের মধ্যে ঘোষণাকৃত এসব শেয়ার উপহারস্বরূপ হস্তান্তর সম্পন্ন করবেন তিনি।

স্টকমার্কেটবিডি.কম/এসএস

পদ্মা ব্যাংক সিকিউরিটিজের ১৫ লাখ ইউনিট মি. ফান্ড বিক্রি সম্পন্ন

স্টকমার্কেটবিডি ডেস্ক :

শেয়ারবাজারে তালিকাভুক্ত মিউচুয়াল ফান্ড খাতের প্রতিষ্ঠান এসইএমএল এফবিএলএসএল গ্রোথ ফান্ডের এক করপোরেট পরিচালক ইউনিট বিক্রয় সম্পন্ন করেছেন। ডিএসই সূত্রে এ তথ্য জানা যায়।

সূত্র জানায়, পদ্মা ব্যাংক সিকিউরিটিজ নামে এই পরিচালক প্রতিষ্ঠানটির ১৫ লাখ ইউনিট বিক্রয় করলেন। তাদের হাতে মোট ২.৫০ কোটি ইউনিট ইউনিট রয়েছে।

ঘোষণার পর ৩০ দিনের মধ্যে পাবলিক মার্কেটে এই পরিচালক উল্লেখিত পরিমাণ শেয়ার বিক্রয় সম্পন্ন করলেন।

স্টকমার্কেটবিডি.কম/এসএস