1. বেক্সিমকো ফার্মা
  2. রূপালী ইন্স্যুরেন্স
  3. বেক্সিমকো লিমিটেড
  4. সন্ধানী লাইফ ইন্স্যুরেন্স
  5. প্রগতি ইন্স্যুরেন্স
  6. নিটলস ইন্স্যুরেন্স
  7. নর্দার্ণ ইসলামি ইন্স্যুরেন্স
  8. এশিয়া ইন্স্যুরেন্স
  9. স্কয়ার ফার্মাসিউটিক্যালস
  10. ন্যাশনাল ফীড মিল লিমিটেড।

ডিএসইতে লেনদেন বাড়লেও স্থিতিশীল সিএসইতে

স্টকমার্কেটবিডি প্রতিবেদক :

দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) দিনের লেনদেন আগের দিনের তুলনায় বেড়েছে। এদিন সেখানে সূচক মিশ্রাবস্থায় ছিল। অন্যদিকে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জেও (সিএসই) লেনদেন বেড়েছে ও সূচক কমেছে। ডিএসই ও সিএসই সূত্রে এ তথ্য জানা যায়

সোমবার লেনদেন শেষে ডিএসইতে প্রধান সূচক ডিএসইএক্স ১৪.৯৭ পয়েন্ট কমে অবস্থান করছে ৪৮৬৬ পয়েন্টে। আর ডিএসই শরীয়াহ সূচক ৬.৯৪ পয়েন্ট কমে অবস্থান করছে ১১১৩ পয়েন্টে এবং ডিএসই-৩০ সূচক ১১.৩৯ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ১৬৮৭ পয়েন্টে।

এদিন ডিএসইতে লেনদেন হয়েছে ৮০৪ কোটি ২১ লাখ টাকা। গতকাল রবিবার সেখানে লেনদেনের পরিমাণ ৭৬৬ কোটি ২১ লাখ টাকা।

ডিএসইতে আজ ৩৪৯টি কোম্পানি ও মিউচুয়াল ফান্ডের শেয়ারের লেনদেন হয়। এর মধ্যে ৯৪টির শেয়ারের দর বেড়েছে, কমেছে ১৪৪টির। আর দর অপরিবর্তিত আছে ১১১টির।

এদিন ডিএসইতে লেনদেনে এগিয়ে থাকা ১০টি কোম্পানি হলো- বেক্সিমকো ফার্মা, রূপালী ইন্স্যুরেন্স, বেক্সিমকো লিমিটেড, সন্ধানী লাইফ ইন্স্যুরেন্স, প্রগতি ইন্স্যুরেন্স, নিটলস ইন্স্যুরেন্স, নর্দার্ণ ইসলামি ইন্স্যুরেন্স, এশিয়া ইন্স্যুরেন্স, স্কয়ার ফার্মাসিউটিক্যালস ও ন্যাশনাল ফীড মিল লিমিটেড।

অন্যদিকে দেশের অপর বাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) ব্রড ইনডেক্স ৪৬.৬৯ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ১৩ হাজার ৯৯১ পয়েন্টে।

দিনভর লেনদেন হওয়া ২৪৫টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ৭৮টির, কমেছে ১১৫টির ও দর অপরিবর্তিত রয়েছে ৫৬টির।

এদিন সিএসইতে লেনদেন হয়েছে ২৪ কোটি ৬৬ লাখ টাকা। গতকাল রবিবার সেখানে লেনদেন হয়েছে ২৪ কোটি ৬৫ লাখ টাকা।

দিনশেষে সিএসইতে লেনদেনের শীর্ষে রয়েছে জেনেক্স ইনফোসিস লিমিটেড ও এসকে ট্রিমস ইন্ডাস্ট্রিজ।

স্টকমার্কেটবিডি.কম/এসএস

ইউসিবি ইনভেস্টমেন্টের যাত্রা শুরু

স্টকমার্কেটবিডি প্রতিবেদক :

যাত্রা শুরু করেছে ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংকের (ইউসিবি) সহায়ক প্রতিষ্ঠান ইউসিবি ইনভেস্টমেন্ট লিমিটেড।

রবিবার (২৯ নভেম্বর) রাত সোয়া ৮টায় রাজধানীর একটি হোটেলে বর্ণাঢ্য আয়োজনে ইউসিবি ইনভেস্টমেন্ট লিমিটেডের উদ্বোধন করেন বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) চেয়ারম্যান অধ্যাপক শিবলী রুবাইয়াত উল ইসলাম।

অনুষ্ঠানে অন্যদের মধ্যে বক্তব্য দেন ইউসিবির পরিচালক অধ্যাপক ড. মো. জোনায়েদ শফিক, ব্যবস্থাপনা পরিচালক মোহম্মদ শওকত জামিল ও ইউসিবি ইনভেস্টমেন্ট লিমিটেডের সিইও তানজিম আলমগীর প্রমুখ।

স্টকমার্কেটবিডি.কম/

দেশে করদাতার সংখ্যা এক দশকে বেড়েছে ৩৫৭ শতাংশ

স্টকমার্কেটবিডি প্রতিবেদক :

দেশে করদাতার সংখ্যা গত এক দশকে ৩৫৭ শতাংশ বেড়েছে। একই সময়ে রিটার্ন দাখিলকারীর সংখ্যা বেড়েছে ১২৫ শতাংশ।

জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) সম্মেলন কক্ষে জাতীয় আয়কর দিবস উপলক্ষে আজ সোমবার ‘স্বচ্ছ ও আধুনিক কর সেবা প্রদানের মাধ্যমে করদাতা বান্ধব পরিবেশ নিশ্চিতকরণ’ শীর্ষক সেমিনারে এসব তথ্য জানান জাতীয় রাজস্ব বোর্ডের সদস্য (কর নীতি) মো. আলমগীর হোসেন।

সেমিনারে মূল প্রবন্ধ উপস্থাপন করে তিনি বলেন, ‘১ দশকে কর জনসংখ্যা করদাতা অনুপাত বেড়েছে ৩১৭ দশমিক ৫৬ শতাংশ, আয়কর খাতে প্রবৃদ্ধি ১৬ শতাংশের অধিক।’

সেমিনারে জাতীয় রাজস্ব বোর্ডের চেয়ারম্যান আবু হেনা মো. রহমাতুল মুনিম বলেন, ‘করবান্ধব পরিবেশ নিশ্চিত করতে আমরা কাজ করে যাচ্ছি। স্বচ্ছ পরিবেশ নিশিত হলে বাড়বে করদাতার সংখ্যা। করবান্ধব পরিবেশ নিশ্চিত করতে আমরা কর হার কমিয়েছি। বিভিন্ন অটোমেশনের মাধ্যমে রিটার্ন দাখিলের ব্যবস্থা করছি।

ভবিষ্যতে এমন অনেক কার্যক্রম থাকবে বলে জানান এনবিআর চেয়ারম্যান আবু হেনা মো. রহমাতুল মুনিম।

স্টকমার্কেটবিডি.কম/

করোনায় শীর্ষ ধনীদের সম্পদ আরও বেড়েছে

স্টকমার্কেটবিডি ডেস্ক :

কোভিড-১৯–এ সারা বিশ্ব পর্যুদস্ত হলেও শতকোটিপতিরা এরই মধ্যে তাঁদের সম্পদ বাড়িয়েই চলেছেন। মার্কিন যুক্তরাষ্ট্রভিত্তিক প্রতিষ্ঠান ইনস্টিটিউট অব স্টাডিজ নতুন এক প্রতিবেদন প্রকাশ করে বলেছে, গত মার্চ থেকে এ পর্যন্ত মার্কিন শতকোটিপতিদের সম্পদ বেড়েছে এক ট্রিলিয়ন ডলার (এক লাখ কোটিতে এক ট্রিলিয়ন)। সম্পদ বৃদ্ধির পরিমাণ ৩৪ শতাংশ।

অথচ ২০০৮ সালের অর্থনৈতিক মন্দার সময় পরিস্থিতি ছিল ভিন্ন। সে সময় ফোর্বস-৪০০–এর ধনীরা যে পরিমাণ সম্পদ হারিয়েছিল, তা উঠিয়ে আনতে তিনটি বছর লেগেছিল। প্রতিবেদন অনুযায়ী, বেশির ভাগ শীর্ষ ধনীর সম্পদ বাড়লেও কয়েকজনের সম্পদ বৃদ্ধি পেয়েছে যথেষ্ট বেশি। যেমন গত ১৭ মার্চ থেকে ২৪ নভেম্বর পর্যন্ত সময়ে আমাজনের জেফ বেজোসের সম্পদ বেড়েছে ৬৯ দশমিক ৪ বিলিয়ন মার্কিন ডলার। জেফ বেজোস এখন বিশ্বের শীর্ষ ধনী, যাঁর সম্পদের পরিমাণ ১৮২ দশমিক ৪ বিলিয়ন ডলার।

তবে সম্পদ বৃদ্ধির দিক থেকে সবাইকে ছাড়িয়ে গেছেন টেসলা ও স্পেস এক্সের প্রধান নির্বাহী কর্মকর্তা এলন মাস্ক। করোনাকালে তাঁর সম্পদ বেড়েছে ৪১৪ শতাংশ। আর এতে তাঁর সম্পদ ২৪ দশমিক ৬ বিলিয়ন ডলার থেকে এক লাফে বেড়ে হয়েছে ১২৬ দশমিক ২ বিলিয়ন ডলার। তিনি এখন বিল গেটসের সঙ্গে বিশ্বের দ্বিতীয় শীর্ষ ধনী।

টেসলার বাজারমূল্য এখন ৫০ হাজার কোটি ডলার। এ বছর টেসলার শেয়ারের দাম ৫২৪ শতাংশ বেড়েছে। মাস্কের সম্পদের তিন-চতুর্থাংশই টেসলার শেয়ারের বদৌলতে, যে শেয়ারের দাম তাঁর অন্য কোম্পানি স্পেস এক্সপ্লোরেশন টেকনোলজিসের (স্পেস এক্স) শেয়ারের চার গুণ। স্পেস এক্স সম্প্রতি নাসার সঙ্গে বড় ধরনের চুক্তি করেছে। একাধারে তিনি মাস্ক ফাউন্ডেশনেরও চেয়ারম্যান, যে প্রতিষ্ঠান নবায়নযোগ্য জ্বালানিবিষয়ক গবেষণায় তহবিল দিয়ে থাকে। সূত্র : প্রথমআলো

স্টকমার্কেটবিডি.কম/

জেএমআই চেয়ারম্যানের জামিন কেন বাতিল নয় : হাইকোর্টের রুল

স্টকমার্কেটবিডি প্রতিবেদক :

নকল ‘এন-৯৫’ মাস্ক সরবরাহ করার অভিযোগে দায়ের করা মামলায় জেএমআই হসপিটাল রিক্যুইজিট ম্যানুফ্যাকচারিং লিমিটেডের চেয়ারম্যান আবদুর রাজ্জাককে বিচারিক আদালতের দেওয়া জামিন কেন বাতিল করা হবে না তা জানতে চেয়ে রুল জারি করেছেন হাইকোর্ট।

দুর্নীতি দমনের কমিশনের (দুদক) আবেদনের পরিপ্রেক্ষিতে সোমবার বিচারপতি মো. নজরুল ইসলাম তালুকদার ও বিচারপতি আহমেদ সোহেলের হাইকোর্ট বেঞ্চ এ রুল জারি করেন।

দুদকের পক্ষে ছিলেন আইনজীবী মো. খুরশীদ আলম খান। রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল একেএম আমিন উদ্দিন মানিক।

গত ১৫ অক্টোবর ঢাকার মহানগর সিনিয়র স্পেশাল জজ কে এম ইমরুল কায়েশ তাকে জামিন দেন। গত ৮ অক্টোবর পাঁচদিনের রিমান্ড শেষে তাকে কারাগারে পাঠানো হয়েছিল।

নকল ‘এন-৯৫’ মাস্ক সরবরাহের অভিযোগে গত ২৯ সেপ্টেম্বর কেন্দ্রীয় ওষুধাগারের (সিএমএসডি) ৬ কর্মকর্তা ও জেএমআই হসপিটাল রিক্যুইজিট ম্যানুফ্যাকচারিং লিমিটেডের চেয়ারম্যান আব্দুর রাজ্জাকের বিরুদ্ধে দুদকের সমন্বিত জেলা কার্যালয় ঢাকা-১ এ সংস্থাটির উপ-পরিচালক মো. নূরুল হুদা বাদী হয়ে মামলা করেন।

মামলার অন্য আসামিরা হলেন-কেন্দ্রীয় ঔষাধাগারের উপ-পরিচালক ডা. জাকির হোসেন, সহকারী পরিচালক (স্টোরেজ অ্যান্ড ডিস্ট্রিবিউশন) ডা. শাহজাহান সরকার, চিফ কো-অর্ডিনেটর ও ডেস্ক অফিসার জিয়াউল হক, ডেস্ক অফিসার (বর্তমানে মেডিকেল অফিসার, জামালপুর) সাব্বির আহমেদ, স্টোর অফিসার (পিআরএল ভোগরত) কবির আহমেদ ও সিনিয়র স্টোর কিপার ইউসুফ ফকির।

মামলার পরপরই রাজধানীর সেগুনবাগিচা এলাকা থেকে দুদক পরিচালক মীর জয়নুল আবেদীন শিবলীর নেতৃত্বে একটি টিম জেএমআই গ্রুপের চেয়ারম্যানকে গ্রেফতার করে।

স্টকমার্কেটবিডি.কম/এসএস

৫ কোম্পানির লেনদেন বন্ধ আগামীকাল

স্টকমার্কেটবিডি ডেস্ক :

শেয়ারবাজারে তালিকাভুক্ত ৫ কোম্পানি লেনদেন বন্ধ রাখবে আগামীকাল মঙ্গলবার (১ ডিসেম্বর)। কোম্পানিগুলো হলো- সিলভা ফার্মা, সিলকো ফার্মা, বিডি সার্ভিস, এসিআই ফরমুলেশন ও এসিআই লিমিটেড লিমিটেড। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা গেছে, আগামীকাল মঙ্গলবার (১ ডিসেম্বর) এসব কোম্পানির বার্ষিক সাধারণ সভা (এজিএম) সংক্রান্ত রেকর্ড ডেট। আর এ কারণে লেনদেন স্থগিত রাখবে কোম্পানিগুলো। আগামী বুধবার (২ ডিসেম্বর) এসব কোম্পানির লেনদেন স্বাভাবিক নিয়মে চলবে।

স্টকমার্কেটবিডি.কম/এসএস

আগামীকাল স্পট মার্কেটে যাচ্ছে ৭ কোম্পানি

স্টকমার্কেটবিডি ডেস্ক :

শেয়ারবাজারে তালিকাভুক্ত ৭ কোম্পানি আগামীকাল মঙ্গলবার (১ ডিসেম্বর) স্পট মার্কেটে যাচ্ছে । কোম্পানিগুলো হলো: শাহজিবাজার পাওয়ার, সোনালী আঁশ, আরএসআরএম স্টিল, হাক্কানি পাল্প, ড্রাগন সোয়েটার অ্যান্ড স্পিনিং মিলস, বাংলাদেশ শিপিং কর্পোরেশন ও আনোয়ার গ্যালভানাইজিং লিমিটেড। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা গেছে, আগামী বৃহস্পতিবার (৩ ডিসেম্বর) কোম্পানিগুলোর বার্ষিক সাধারণ সভা (এজিএম) সংক্রান্ত রেকর্ড ডেট। এর আগের ১ ও ২ ডিসেম্বর এই দুই কার্যদিবস স্পট মার্কেটে হবে এসব কোম্পানিগুলোর শেয়ার লেনদেন। আর রেকর্ড ডেটের কারণে আগামী বৃহস্পতিবার (৩ডিসেম্বর) লেনদেন স্থগিত রাখবে কোম্পানিগুলো।

স্টকমার্কেটবিডি .কম/এসএস

পদ্মা ব্যাংক সিকিউরিটিজের ২৫ লাখ ইউনিট মি. ফান্ড বিক্রি করবে

স্টকমার্কেটবিডি ডেস্ক :

শেয়ারবাজারে তালিকাভুক্ত মিউচুয়াল ফান্ড খাতের প্রতিষ্ঠান এসইএমএল এফবিএলএসএল গ্রোথ ফান্ডের এক করপোরেট পরিচালক ইউনিট বিক্রয় সম্পন্ন করেছেন। ডিএসই সূত্রে এ তথ্য জানা যায়।

সূত্র জানায়, পদ্মা ব্যাংক সিকিউরিটিজ নামে এই পরিচালক প্রতিষ্ঠানটির ২৫ লাখ ইউনিট বিক্রয় করলেন। তাদের হাতে মোট ১.৮৫ কোটির বেশি ইউনিট রয়েছে।

ঘোষণার পর ৩০ দিনের মধ্যে পাবলিক মার্কেটে এই পরিচালক উল্লেখিত পরিমাণ শেয়ার বিক্রয় সম্পন্ন করলেন।

স্টকমার্কেটবিডি.কম/এসএস

রূপালী ইন্স্যুরেন্স ঋণমান ‘এএ+’

স্টকমার্কেটবিডি ডেস্ক :

শেয়ারবাজারে তালিকাভুক্ত বীমা খাতের কোম্পানি রূপালী ইন্স্যুরেন্স লিমিটেডের ঋণমান এসেছে ‘এএ+’। ডিএসই সূত্রে এ তথ্য জানা যায়।

সম্প্রতি এই ঋণমান প্রকাশ করেছে ক্রেডিট রেটিং ইনফরমেশন অ্যান্ড সার্ভিসেস লিমিটেডের (সিআরআইএসএল)।

২০১৯ সমাপ্ত হিসাব বছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন ও ২০২০ সালের ৩০ সেপ্টেম্বর পর্যন্ত অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন এবং আর্থিক উপাত্তের ভিত্তিতে এ সিদ্ধান্তে উপনীত হয়েছে সিআরআইএসএল।

স্টকমার্কেটবিডি.কম/এসএস