বাংলাদেশের ব্যক্তি ও প্রাতিষ্ঠানিক ঋণের তথ্য জানতে চায় সৌদি

স্টকমার্কেটবিডি ডেস্ক :

প্রকল্পে অর্থায়নের ক্ষেত্রে বাংলাদেশের ব্যক্তি ও প্রাতিষ্ঠানিক ঋণের তথ্য চায় সৌদি আরব। এ-সংক্রান্ত তথ্য বিনিময়ের জন্য কেন্দ্রীয় ব্যাংকের সঙ্গে ভবিষ্যতে একটি চুক্তির প্রস্তাবও দিয়েছে মধ্যপ্রাচ্যের প্রভাবশালী দেশটি। তবে এ বিষয়ে নেতিবাচক মত দিয়েছে বাংলাদেশ ব্যাংক। নিয়ন্ত্রক সংস্থাটি বলছে, কোনো রাষ্ট্রের কাছে এ ধরনের ঋণের তথ্য বিনিময়ের বিষয়টি বেআইনি।

সূত্র জানান, যোগাযোগ অবকাঠামো নির্মাণ, বিদ্যুৎ-জ্বালানিসহ বড় বড় প্রকল্পে সৌদি আরবের কাছে ৩৫ বিলিয়ন বা ৩ হাজার ৫০০ কোটি ডলারের ঋণ সহায়তা চেয়েছে বাংলাদেশ। এ ধরনের বড় প্রকল্পে অর্থায়নের আগে ওই প্রকল্পে যেসব ব্যক্তি বা প্রতিষ্ঠান যুক্ত থাকবে তাদের ঋণ সক্ষমতা সম্পর্কে তথ্য পেতে এ প্রস্তাব দেওয়া হয় সৌদি আরবের পক্ষ থেকে।

জানা গেছে, বাংলাদেশে বেশ কয়েকটি প্রকল্পে সৌদি উন্নয়ন তহবিলের অর্থায়ন আছে। নারায়ণগঞ্জের শীতলক্ষ্যা নদীর ওপর সেতু নির্মাণে ৩৩২ কোটি টাকার ঋণ সহায়তা দিয়েছে এসডিএফ। গাইবান্ধার সুন্দরগঞ্জে তিস্তা নদীর ওপর সেতু নির্মাণে ৫ কোটি ডলার দিয়েছে সৌদি আরব। শিকলবাহা ২২৫ মেগাওয়াট কম্বাইন্ড সাইকেল বিদ্যুৎ কেন্দ্র নির্মিত হয়েছে সৌদি তহবিলে। তবে এসব প্রকল্পে সৌদি ঋণের পরিমাণ ছিল স্বল্প।

প্রতিষ্ঠানের ঋণের তথ্য দিতে হবে। সূত্রগুলো জানান, গত ফেব্রুয়ারিতে দুই দেশের প্রতিনিধিদের অংশগ্রহণে ঢাকায় অনুষ্ঠিত যৌথ অর্থনৈতিক কমিশনের (জেইসি) সভায় সৌদি আরব ঋণসংক্রান্ত তথ্য বিনিময়ের ইস্যুটি গুরুত্বের সঙ্গে তুলে ধরে। এরপর বিষয়টি নিয়ে বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষের (বিডা) পক্ষ থেকেও সুপারিশ জানানো হয় বিদেশি বিনিয়োগের স্বার্থে যাতে গ্রাহক বা প্রাতিষ্ঠানিক পর্যায়ে ব্যাংক ঋণের তথ্য উন্মুক্ত করে দেওয়া হয়; এমনকি এ-সংক্রান্ত ব্যাংক কোম্পানি আইনের আর্টিক্যাল ৪৫(২) ও ৪৬ (৩) পরিবর্তনের বিষয়েও সুপারিশ জানায় বিডা।

সৌদি আরবের এ প্রস্তাবের বিষয়ে সম্প্রতি অর্থ মন্ত্রণালয়ে পাঠানো মতামতে কেন্দ্রীয় ব্যাংক জানায়, ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানের গ্রাহকের তথ্য সংরক্ষণের গোপনীয়তার বিধান আইন দ্বারা নিয়ন্ত্রিত। আইনের বাইরে কোনোভাবেই এ ধরনের তথ্য বিনিময়ের সুযোগ নেই। মতামতে আরও বলা হয়, বাংলাদেশের উন্নয়নে এ দেশের প্রকল্পগুলোয় সৌদি উন্নয়ন তহবিলের অর্থ সহায়তার বিষয়টি খুবই গুরুত্বপূর্ণ। এ পরিপ্রেক্ষিতে সৌদি অর্থায়নে গৃহীত কোনো প্রকল্পে যুক্ত ব্যক্তি বা প্রতিষ্ঠানের ঋণের তথ্য জাতীয় স্বার্থে দেশের ভিতরে আলোচনা করা যেতে পারে। কিন্তু সীমান্তের বাইরে ঋণের তথ্য বিনিময় করা বেআইনি।

এ বিষয়ে জানতে চাইলে বাংলাদেশ ব্যাংকের বৈদেশিক মুদ্রা বিনিয়োগ বিভাগের মহাব্যবস্থাপক জগন্নাথ চন্দ্র ঘোষ বলেন, ‘ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানগুলোকে কেস টু কেস ভিত্তিতে ঋণের তথ্য চাইলে দেওয়া হয়। এর বাইরে আর কাউকে গ্রাহকের ঋণসংক্রান্ত তথ্য দেওয়ার বিষয়টি কেন্দ্রীয় ব্যাংকের আইন সাপোর্ট করে না। অবশ্য তারা (সৌদি) যদি প্রতিষ্ঠানগুলোর ঋণ প্রদানসংক্রান্ত কোনো তথ্য চায় সে বিষয়ে বাংলাদেশ ব্যাংকের ইন্টারনাল ক্রেডিট রিস্ক বেইজড ইনফরমেশন রয়েছে। সেখান থেকে তথ্য নিতে পারে। কিন্তু এর বাইরে গ্রাহকের বা প্রতিষ্ঠানের ঋণের তথ্য দেওয়ার সুযোগ নেই।’ বাংলাদেশি প্রকল্পে সৌদি বিনিয়োগের বিষয়টি সমন্বয় করছে অর্থনৈতিক সম্পর্ক বিভাগ (ইআরডি)।

সংশ্লিষ্ট বিভাগের যুগ্মসচিব (মধ্যপ্রাচ্য) এ কে এম শাহাবুদ্দিন এ বিষয়ে বাংলাদেশ প্রতিদিনকে বলেন, ‘সৌদি আরব আসলে গ্রাহকের ঋণবিষয়ক তথ্য নয়, তারা বাংলাদেশ ব্যাংক থেকে এ দেশের ঋণ প্রদান প্রক্রিয়া সম্পর্কে অভিজ্ঞতা নিতে চায়। সূত্র : বিডি প্রতিদিন

স্টকমার্কেটবিডি.কম/বিএ

ইউসিবি এএমএল ফান্ডের খসড়া প্রসপেক্টাস অনুমোদন

স্টকমার্কেটবিডি প্রতিবেদক :

শেয়ারবাজার নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ এন্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি) ইউসিবি এএমএল ফাস্ট মিউচ্যুয়াল ফান্ডের বে-মেয়াদি খসড়া প্রসপেক্টাস অনুমোদন দিয়েছে।

বুধবার বিএসইসির চেয়ারম্যান শিবলী রূবাইয়াত-উল -ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত ৭৫১ তম কমিশন সভায় এসব বন্ডের প্রস্তাব অনুমোদন দেওয়া হয়।

ফান্ডের প্রাথমিক লক্ষমাত্রা ধরা হয়েছে ২০কোটি টাকা। এর মধ্যে উদ্যোক্তা ইউসিবি ম্যানেজমেন্ট লিমিটেড ২ কোটি টাকা প্রদান করবে এবং বাকি ১৮ কোটি টাকা সাধারণ বিনিয়োগকারীগণের জন্য উন্মুক্ত থাকবে। ফান্ডটির প্রতি ইউনিটের অভিহিত মূল্য ১০ টাকা।

এই ফান্ডের সম্পদ ব্যবস্থাপক, ট্রাস্টি এবং কাস্টডিয়ান হিসিবে কাজ করছে যথাক্রমে ইউসিবি ম‌্যানেজমেন্ট লিমিটেড, সন্ধানী লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড এবং ব্র্যাক ব্যাংক লিমিটেড।

স্টকমার্কেটবিডি.কম/বিএ

ইসলামী ব্যাংকের ৬০০ কোটি টাকার বন্ড অনুমোদন

স্টকমার্কেটবিডি প্রতিবেদক :

শেয়ারবাজার নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ এন্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি) তালিকাভুক্ত ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেড ৫০০ কোটি টাকার মুদারাবা সাবর্ডিনেটেড বন্ড প্রস্তাব অনুমোদন দিয়েছে।

বুধবার বিএসইসির চেয়ারম্যান শিবলী রূবাইয়াত-উল -ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত ৭৫১ তম কমিশন সভায় এসব বন্ডের প্রস্তাব অনুমোদন দেওয়া হয়।

এটি একটি নন কনভার্টেবল, তালিকাভুক্ত হবে না, সম্পূর্ণ অবসায়ন যোগ্য, ফ্লটিং রেটেড, সাবওর্ডিনেটেড বন্ড। বন্ডটি ৭ বছর পরে সম্পূর্ণ অবসায়ন হবে। এই বন্ডটি ইস্যুর মাধ্যমে উত্তোলিত অর্থ দিয়ে টায়ার টু ক্যাপিটাল বেইজের শর্ত পূরণ করা হবে।

স্থানীয় আর্থিক প্রতিষ্ঠান, করপোরেট প্রতিষ্ঠান, বিমা কোম্পানি, ফান্ড এবং যে কোনো প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারী এই বন্ডে বিনিয়োগ করতে পারবেন।

বন্ডটির ট্রাষ্টি হিসেবে কাজ করবে গ্রীন ডেল্টা ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড। বন্ডটির লিড অ্যারেঞ্জার হিসাবে রয়েছে স্টান্ডার্ড চাটার্ড ব্যাংক।

স্টকমার্কেটবিডি.কম/বিএ

দেশ ইস্যুরেন্সের ১৬ কোটি টাকার আইপিও অনুমোদন

স্টকমার্কেটবিডি প্রতিবেদক :

দেশ জেনারেল ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেডকে প্রাথমিক গণপ্রস্তাবের (আইপিও) মাধ্যমে শেয়ারবাজার থেকে অর্থ উত্তোলনের অনুমোদন দিয়েছে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)।

বুধবার আগাঁরগায়ে অবস্থিত প্রধান অফিসে কমিশনের ৭৫১তম নিয়মিত সভায় এ অনুমোদন দেওয়া হয়েছে।

সূত্রে জানা যায়, দেশ জেনারেল ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেডকে শেয়ারবাজারে ১.৬ কোটি সাধারণ শেয়ার ছেড়ে ১৬ কোটি টাকা উত্তোলন করবে। কোম্পানিটি ১০ টাকা ইস্যু মূল্যে শেয়ার ইস্যু করবে।

উত্তোলিত অর্থ দিয়ে কোম্পানিটি সরকারী ট্রেজারি বন্ড, ফিক্সড ডিপোজিট, শেয়ারবাজারে বিনিয়োগ ও আইপিও খরচ খাতে ব্যয় করবে।

৩১ ডিসেম্বর ২০১৯ বছরের নিরীক্ষিত আর্থিক বিবরণী অনুযায়ী কোম্পানিটির শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ১.৩৬ টাকা এবং শেয়ার প্রতি সম্পদের পরিমাণ (এনএভিপিএস) দাঁড়িয়েছে ১১.৬২ টাকায়।

কোম্পানিটির ইস্যু ম্যানেজার হিসেবে কাজ করছে প্রাইম ফাইন্যান্স ক্যাপিটাল ম্যানেজমেন্ট লিমিটেড।

স্টকমার্কেটবিডি.কম/জেড

রেলের ব্যয় নিয়ে সংসদীয় কমিটির অসন্তোষ প্রকাশ

স্টকমার্কেটবিডি প্রতিবেদক :

রেলপথ মন্ত্রণালয়ের বিভিন্ন উন্নয়ন প্রকল্পের প্রাক্কলন, বাস্তবায়নের মেয়াদ ও ব্যয়ের হিসাবের মধ্যে তারতম্য নিয়ে অসন্তোষ প্রকাশ করেছে অনুমিত হিসাব সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটি।

বুধবার সংসদ ভবনে সংসদ সদস্য আব্দুস শহীদের সভাপতিত্বে কমিটির বৈঠকে রেলের গত ও চলতি অর্থবছরের প্রকল্প এবং আগের বৈঠকের সুপারিশের বাস্তবায়নের অগ্রগতি নিয়ে আলোচনা হয়।

রেলপথ মন্ত্রণালয়ের প্রতিবেদনের নথি থেকে জানা গেছে, দোহাজারী থেকে রামু হয়ে কক্সবাজার এবং রামু থেকে মিয়ানমারের নিকট ঘুনধুম পর্যন্ত সিঙ্গেল লাইন ডুয়েলগেজ ট্রাক নির্মাণ প্রকল্প অনুমোদিত হয় ২০১০ সালের জুলাই মাসে। ২০১৬ সালের জুন মাসে এই প্রকল্প শেষ হওয়ার কথা থাকলেও সময় বাড়িয়ে তা ২০২২ সালের জুন পর্যন্ত ধরা হয়েছে।

শুরুতে প্রকল্পের ব্যয় ধরা হয়েছিল এক হাজার ৮৫২ কোটি ৩৪ লাখ টাকা। পরে এটি বাড়িয়ে ১৮ হাজার ৩৪ কোটি ৩৭ লাখ ৫০ টাকা করা হয়েছে।

২০১০ সালের ৩১ ডিসেম্বর খুলনা থেকে মংলা বন্দর পর্যন্ত রেলপথ নির্মাণ প্রকল্প নেওয়া হয়, যা ২০১৮ সালের ৩০ জুনের মধ্যে বাস্তবায়নের কথা থাকলেও ২০২১ সালের ৩০ জুন পর্যন্ত মেয়াদ বাড়ানো হয়।

শুরুতে প্রকল্পটির ব্যয় ধরা হয়েছিল এক হাজার ৭২১ কোটি ৩৯ লাখ ৩৬ হাজার টাকা, যা পরে বাড়িয়ে ৩ হাজার ৮০১ কোটি ৬১ লাখ ৩৮ হাজার টাকা ধরা হয়।

এরকম আরও বেশকিছু প্রকল্প নিয়ে আলোচনা করে সংসদীয় কমিটি।

বিষয়টি নজরদারির জন্য সংসদীয় কমিটি পরিকল্পনা মন্ত্রণালয়ের বাস্তবায়ন, মূল্যায়ন ও পরিবীক্ষণ (আইএমইডি) বিভাগের যুগ্ম সচিব পর্যায়ের কর্মকর্তার নেতৃত্বে কমিটি গঠনের সুপারিশ করেছে বলে তিনি জানান।

এদিকে বৈঠকে ঢাকা থেকে মংলা পর্যন্ত রেললাইন তৈরির পরিকল্পনায় আন্ডার পাসগুলোতে ‘হাই কিউব কন্টেইনার’ পরিবহণের সুবিধা কেন রাখা হয় নি সে বিষয়ে মন্ত্রণালয়কে কমিটিতে ব্যাখ্যা দিরেত বলা হয়।

এছাড়া ২০০৮ সাল থেকে ২০২০ সাল পর্যন্ত রেললাইন, সিট, সিগনাল ব্যবস্থা এবং প্লাটফর্মসহ রেলওয়েতে যাত্রীসেবার উন্নয়নের একটি সার্বিক প্রতিবেদন কমিটির কাছে জমা দিতে মন্ত্রণালয়কে সুপারিশ করা হয়েছে।

সংসদীয় কমিটির এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, যথাসময়ে প্রকল্পের কাজ সম্পন্ন এবং খরচ হ্রাস করতে, একটি বড় প্রকল্পকে পৃথক করে জমি অধিগ্রহণ ও মাটি ভরাটকে একটি প্রকল্প এবং উন্নয়ন কাজগুলোর জন্য আরেকটি প্রকল্প গ্রহণের সুপারিশ করা হয়।

এছড়া সড়ক পথে রেল সিগনালের স্থানগুলোতে ওভারপাস তৈরি করে সড়ক দুর্ঘটনা রোধে পরিকল্পনা নেওয়ার সুপারিশ করা হয়।

আব্দুস শহীদের সভাপতিত্বে কমিটির সদস্য প্রধান হুইপ নূর-ই-আলম চৌধুরী, ইউসুফ আব্দুল্লাহ হারুন, এ বি তাজুল ইসলাম, ফজলে হোসেন বাদশা, আহসান আদেলুর রহমান, গোলাম মোহাম্মদ সিরাজ এবং খাদিজাতুল আনোয়ার বৈঠকে অংশ নেন।

স্টকমার্কেটবিডি.কম/

পদ্মা সেতু রেল সংযোগ প্রকল্পের স্লিপার ফ্যাক্টরির উৎপাদন শুরু

স্টকমার্কেটবিডি প্রতিবেদক :

ভাঙ্গায় পদ্মা সেতু রেল সংযোগ প্রকল্পের স্লিপার ফ্যাক্টরির উৎপাদন শুরুর উদ্বোধন করলেন রেলপথ মন্ত্রী নুরুল ইসলাম সুজন।

আজ বুধবার দুপুরে সিআরআইসি’র তত্ত্বাবধানে নির্মাণাধীন বাংলাদেশের অন্যতম মেগা প্রকল্প পদ্মা সেতু রেল সংযোগ প্রকল্পে স্লিপার ম্যানুফ্যাকচারিং কারখানা পরিদর্শনকালে মন্ত্রীর সাথে উপস্থিত ছিলেন রেলপথ মন্ত্রণালয়ের সচিব মো. সেলিম রেজা, বাংলাদেশ রেলওয়ের পরিচালক শামসুজ্জামান, পিবিআরএলপির প্রকল্প পরিচালক ফখরুদ্দিন আহমেদ চৌধুরী, সিআরআইসি’র প্রকল্প পরিচালক ওয়াং কুন, ফরিদপুরের জেলা প্রশাসক অতুল সরকার, ভাঙ্গা উপজেলা নির্বাহী কর্মকর্তা রকিবুর রহমান খান প্রমুখ।

রেলপথ মন্ত্রী নুরুল ইসলাম সুজন বলেন, যেদিন থেকে পদ্মা সেতু চালু হবে সেদিন থেকেই ঢাকা থেকে পদ্মা সেতুর উপর দিয়ে ভাঙ্গা পর্যন্ত রেল চলবে। তিনি আন্তর্জাতিক ঠিকাদারি প্রতিষ্ঠান সিআরআইসি’র অসাধারণ অগ্রগতিতে সন্তোষ প্রকাশ করে বলেন, এ কোম্পানি মানসম্মতভাবে অটো মেশিনে আধুনিক প্রযুক্তির মাধ্যমে স্লিপার তৈরি করছে। ঢাকা থেকে যশোর পর্যন্ত ১৭২ কি. মি. রেলপথের স্লিপার এ কোম্পানি তৈরি করবে।

মন্ত্রী আরও বলেন, কেবল বর্ষা গেছে। অক্টোবর থেকে পদ্মা সেতু প্রকল্পের রেল পথের মাটি ভরাটসহ অন্যান্য কাজের অগ্রগতি হচ্ছে। শুকনা মৌসুমের ৬ মাস উল্লেখযোগ্য অগ্রগতি হবে।

স্টকমার্কেটবিডি.কম/

প্রিমিয়ার লিজিংয়ে প্রশাসক নিয়োগ করলো বাংলাদেশ ব্যাংক

স্টকমার্কেটবিডি ডেস্ক :

ব্যাংকবহির্ভূত কয়েকটি আর্থিক প্রতিষ্ঠান আমানতকারীদের অর্থ ফেরত দিতে না পারা নিয়ে ব্যাপক সমালোচনার মধ্যে এবার প্রিমিয়ার লিজিং অ্যান্ড ফাইন্যান্সে প্রশাসক নিয়োগ দিল বাংলাদেশ ব্যাংক। কোনো আর্থিক প্রতিষ্ঠানে প্রশাসক নিয়োগের ঘটনা এই প্রথম। বাংলাদেশ ব্যাংক সূত্রে এ তথ্য নিশ্চিত হওয়া গেছে।

জানা গেছে, উচ্চ আদালতের নির্দেশনার পরিপ্রেক্ষিতে কেন্দ্রীয় ব্যাংক প্রিমিয়ার লিজিংয়ে প্রশাসক নিয়োগের সিদ্ধান্ত নিয়েছে।

কেন্দ্রীয় ব্যাংকের নির্বাহী পরিচালক একেএম মহিউদ্দিন আজাদকে প্রতিষ্ঠানটির প্রশাসক নিয়োগের আদেশে গতকাল সই করেন গভর্নর ফজলে কবির। আজ বুধবার থেকে তিনি আনুষ্ঠানিকভাবে প্রতিষ্ঠানটির প্রশাসক হিসেবে দায়িত্ব নেবেন।

পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত এই প্রতিষ্ঠানের প্রধান নির্বাহী হিসেবে সবকিছু দেখভালের দায়িত্বে থাকবেন তিনি। এর আগে ২০০৬ সালে তৎকালীন ওরিয়েন্টাল ব্যাংকে প্রশাসক নিয়োগ দিয়েছিল কেন্দ্রীয় ব্যাংক। পরে ব্যাংকটির মালিকানা বদল করে আইসিবি ইসলামিক ব্যাংকে রূপান্তর করা হয়। যদিও প্রতিষ্ঠানটি এখনও ধুঁকছে। সূত্র : সমকাল

স্টকমার্কেটবিডি.কম/

বিকাশে ১১ টাকা মোবাইল রিচার্জে ১৬ টাকা ক্যাশব্যাক

স্টকমার্কেটবিডি ডেস্ক :

বিজয়ের মাসে বিকাশ অ্যাপ দিয়ে যেকোনো নম্বরে ১১ টাকা মোবাইল রিচার্জ করলেই তাৎক্ষণিকভাবে ১৬ টাকা ক্যাশব্যাক পাবেন গ্রাহক। সীমিত সময়ের এই অফারে একজন গ্রাহক বিকাশ অ্যাপ থেকে একবারই ক্যাশব্যাক নিতে পারবেন।মোবাইল রিচার্জ করতে বিকাশ অ্যাপের মূল স্ক্রিন থেকে মোবাইল রিচার্জ অপশনটি ক্লিক করতে হবে। পরের ধাপে মোবাইল নম্বর নির্বাচন করতে হবে। এরপর ১১ টাকা টাইপ করে পিন নম্বর দিয়ে খুব সহজেই রিচার্জ করতে পারবেন এবং সঙ্গে সঙ্গেই বিকাশ অ্যাকাউন্টে ১৬ টাকা ক্যাশব্যাক পেয়ে যাবেন।

এয়ারটেল, বাংলালিংক, গ্রামীণফোন, রবি এবং টেলিটকের সব নম্বরের ক্ষেত্রেই অফারটি প্রযোজ্য হবে। তবে সীমিত সময়ের জন্য চলা এই অফার যেকোনো সময় শেষ হয়ে যেতে পারে।

যেকোনো সময় দেশের যেকোনো স্থান থেকে যেকোনো অংকের টাকা নিজের বা প্রিয়জনের মোবাইল রিচার্জের সুযোগ থাকায় বিকাশের এই সেবাটি গ্রাহকদের মধ্যে জনপ্রিয়তা পেয়েছে। দেশের মোট মোবাইল রিচার্জের ২৫ ভাগই এখন বিকাশের মাধ্যমে হয়ে থাকে।

স্টকমার্কেটবিডি.কম/

ইউনিক প্রপার্টিজের অর্থনৈতিক অঞ্চল নির্মাণ অবৈধ

স্টকমার্কেটবিডি ডেস্ক :

নারায়নগঞ্জ জেলার সোনারগাঁও উপজেলার ছয়টি মৌজার (পিরোজপুর, জৈনপুর, ছয়হিস্যা, চরভবনাথপুর, বাটিবান্ধা এবং রতনপুর) কৃষিজমি, জলাভূমি ও মেঘনা নদীর অংশ ভরাট করে ‘সোনারগাঁও রিসোর্ট সিটি’ এবং ‘সোনারগাঁও ইকোনমিক জোন’ নির্মাণ কার্যক্রমকে অবৈধ বলে রায় দিয়েছেন হাইকোর্ট। আদালত শিল্পপতি মো. নুর আলীর মালিকানাধীন এই দুটি প্রতিষ্ঠানসহ ওই এলাকায় আর যেসব প্রতিষ্ঠান কৃষি, নদীর জলাভূমি ও নীচু ভূমি ভরাট করেছে তাদের মাটি সরিয়ে ৬ মাসের মধ্যে পূর্বের অবস্থায় ফিরিয়ে নিতে নির্দেশ দিয়েছেন। একইসঙ্গে ক্ষতিগ্রস্ত কৃষকদের ক্ষতিপূরণ ধার্য করে তা মাটি ভরাটকারীর কাছ থেকে আদায় করে দিতে নির্দেশ দেওয়া হয়েছে।

বিচারপতি মো. আশরাফুল কামাল ও বিচারপতি রাজিক-আল-জলিলের হাইকোর্ট বেঞ্চ বুধবার এ রায় দেন। বাংলাদেশ পরিবেশ আইনবিদ সমিতির (বেলা) করা এক রিট মামলায় এ রায় দিয়েছেন হাইকোর্ট।

আদালতে বেলা’র পক্ষে আইনজীবী ছিলেন ব্যারিস্টার ফিদা এম কামাল, অ্যাডভোকেট সৈয়দা রিজওয়ানা হাসান, মিনহাজুল হক চৌধুরী, আলী মুস্তফা খান ও সাঈদ আহমেদ কবীর। অপর পক্ষে মুরাদ রেজা, অ্যাডভোকেট আহসানুল করিম, আবু তালেব প্রমুখ।

আদালত বলেছেন, ইকোনমিক জোন করতে আগ্রহী প্রতিষ্ঠানগুলোকে বাংলাদেশ অর্থনৈতিক অঞ্চল কর্তৃপক্ষের কাছে আবেদন করার আগে নদী রক্ষা কমিশন থেকে অনাপত্তি এবং পরিবেশ অধিদপ্তর থেকে ছাড়পত্র গ্রহণ করতে হবে।

ইউনিক প্রপার্টিজ ডেভলাপমেন্ট লি: নারায়ণগঞ্জ জেলার সোনারগাঁও উপজেলার পিরোজপুর ইউনিয়নের পিরোজপুর, জৈনপুর, ছয়হিস্যা, চরভবনাথপুর, বাটিবান্ধা এবং রতনপুর মৌজার কৃষিজমি, জলাভূমি, মেঘনা নদীর অংশ ভরাট করে সোনারগাঁও রিসোর্ট সিটি প্রকল্প নির্মাণ করছিল। এই নির্মাণ কার্যক্রম অবৈধ ঘোষণার জন্য বেলা ২০১৪ সালে রিট আবেদন করে। এ আবেদনে ওইবছরের ২ মার্চ হাইকোর্ট প্রকল্প এলাকার মাটি বা বালি ভরাটের ওপর নিষেধাজ্ঞা জারি করেন। একইসঙ্গে ইতোমধ্যে ভরাটকৃত ভূমি হতে মাটি/বালি অপসারণের নির্দেশ দেন। পাশাপাশি রুল জারি করেন। এই আদেশের পর কিছু এলাকা থেকে মাটি ও বালি সরিয়ে জমি আগের অবস্থায় ফিরিয়ে আনা হয়। কিন্তু আদেশ পুরোপুরি বাস্তবায়ন না করে একই কম্পানি অর্থনৈতিক অঞ্চল প্রতিষ্ঠার উদ্যোগ নেয়। ওই এলাকায় সরকার মাটি ভরাটের অনুমতি দিয়েছে দাবি করে আগের আদেশ অকার্যকর ঘোষণা চেয়ে হাইকোর্টে ২০১৬ সালে আবেদন করে প্রতিষ্ঠানটির সহযোগী প্রতিষ্ঠান ইউনিক হোটেল এন্ড রিসোর্ট লি:। এ আবেদনে হাইকোর্ট ওই বছরের ২৫ অক্টোবর মাটি ভরাট কার্যক্রম পরিচালনার আদেশ দেন।

এ আদেশের বিরুদ্ধে বেলা আপিল করলে আপিল বিভাগ ওই বছরের ৩ নভেম্বর এক আদেশে হাইকোর্টের পূর্বের আদেশ (২০১৬ সালের ২৫ অক্টোবরের আদেশ) স্থগিত করেন। এরপরও ওই এলাকায় মাটি ভরাট কাজ অব্যাহত রাখা হলে বেলা গত বছরের ১৬ জানুয়ারি আদালত অবমাননার মামলা করে। নারায়ণগঞ্জের জেলা প্রশাসক হাইকোর্টে হাজির হয়ে অঙ্গীকার করেন যে মাটি ভরাট প্রতিহত করবেন। এরপর বন্ধ হয়ে যায় মাটি ভরাট। এরপর আবারো ইউনিক প্রপার্টিজ মাটি ভরাট কাজ শুরু করলে আবারো আদালত অবমাননার মামলা করা হয়। এরপরও সেখানে মাটি ভরাট অব্যাহত থাকলে বেলা ২০১৮ সালের ৩১ জুলাই হাইকোর্টে আবেদন করে। হাইকোর্ট আবেদনটি নথিভুক্ত করার আদেশ দিলে তার বিরুদ্ধে আপিল বিভাগে আবেদন করে বেলা। এ আবেদনে আপিল বিভাগ ২০১৮ সালের ১৪ আগষ্ট এক আদেশে মাটি ভরাট কাজ বন্ধ রাখার নির্দেশ দেন। এ আদেশ প্রতিপালন হয়েছে কিনা সে বিষয়ে নারায়ণগঞ্জের জেলা প্রশাসকের কাছে প্রতিবেদন চাওয়া হয়। জেলা প্রশাসক ওই বছরের ৮ নভেম্বর আপিল বিভাগে হাজির হয়ে জানান, সংশ্লিস্ট এলাকায় মাটি ভরাট কার্যক্রম বন্ধ রয়েছে। তার বক্তব্যের সমর্থনে তিনি কিছু ছবি দেখান। এ প্রেক্ষাপটে ওই বছরের ১৫ নভেম্বর আপিল বিভাগ বিষয়টি হাইকোর্টে দ্রুত নিষ্পত্তির নির্দেশ দেন। এ অবস্থায় হাইকোর্টে রুলের ওপর চূড়ান্ত শুনানি শেষে রায় দেওয়া হলো। সূত্র : কালেরকন্ঠ

স্টকমার্কেটবিডি.কম/এম

নিপ্রো-জেএমআই মার্কেটিং কোম্পানির যাত্রা

স্টকমার্কেটবিডি প্রতিবেদক:

করোনা মহামারীর মধ্যে চিকিৎসা সরঞ্জাম খাতে প্রায় ১২৮ কোটি টাকা বা ১৫ মিলিয়ন মার্কিন ডলার বিনিয়োগ করেছে জাপানের খ্যাতনামা বহুজাতিক শিল্পগোষ্ঠী নিপ্রো করপোরেশন। এ লক্ষ্যে নিপ্রো করপোরেশনের অঙ্গ প্রতিষ্ঠান নিপ্রো এশিয়া পিটিই লিমিটেড দেশীয় প্রতিষ্ঠান জেএমআই গ্রুপের অঙ্গ প্রতিষ্ঠান জেএমআই মার্কেটিং লিমিটেডের সঙ্গে মিলে নিপ্রো জেএমআই মার্কেটিং লিমিটেড নামে নতুন কোম্পানি গঠন করেছে।

গতকাল সকালে রাজধানীর বাংলামোটরে জেএমআই গ্রুপের প্রধান কার্যালয়ে দুই প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তাদের উপস্থিতিতে নতুন এ প্রতিষ্ঠানের আনুষ্ঠানিক ঘোষণা দেয়া হয়। এ সময় কেক কেটে নতুন প্রতিষ্ঠানের যাত্রা হয়।

অনুষ্ঠানে জানানো হয়, জেএমআই গ্রুপের বিভিন্ন কারখানায় উৎপাদিত চিকিৎসা যন্ত্রপাতি ও সরঞ্জাম দেশের বাজারে সরবরাহ করবে নিপ্রো জেএমআই মার্কেটিং লিমিটেড। পাশাপাশি আমদানি করা চিকিৎসা যন্ত্রপাতি ও সরঞ্জামের মান নিশ্চিত করে দেশ-বিদেশে বাজারজাত করবে নতুন এ প্রতিষ্ঠান।

অনুষ্ঠানে জেএমআই গ্রুপের প্রতিষ্ঠাতা এমডি আবদুর রাজ্জাক, নিপ্রো এশিয়া পিটিই লিমিটেডের ঊর্ধ্বতন কর্মকর্তা শিগেতমি হিসাও, জেএমআই গ্রুপের চেয়ারম্যান জাবেদ ইকবাল পাঠান, জেএমআই গ্রুপের বিজনেস ডেভেলপমেন্টের প্রধান অভিজিৎ পাল প্রমুখ বক্তব্য রাখেন।

স্টকমার্কেটবিডি.কম/এম