‘পদ্মা সেতুতে যান চলাচল শুরু হতে আর ১ বছর’

স্টকমার্কেটবিডি ডেস্ক:

পদ্মা সেতুতে যানবাহন চলাচলের উপযোগী হতে আর এক বছর সময় লাগতে পারে বলে জানিয়েছেন সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদের।

সোমবার সচিবালয়ে মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে সমসাময়িক বিভিন্ন বিষয় নিয়ে সাংবাদিকদের ব্রিফিংকালে তিনি বলেন, ‘আগামী ১০ মাস থেকে ১ বছরের মধ্যে পদ্মা সেতুর কাজ শেষ হবে।’ খবর ইউএনবির

পদ্মা সেতুর সর্বশেষ স্প্যানটি আগামী ১০ ডিসেম্বরেরর মধ্যে বসবে জানিয়ে মন্ত্রী বলেন, ‘সেতুতে ঢালাইয়ের কাজ, সড়কের জন্য প্রস্তুত করা, রেলের জন্য প্রস্তুত করার কাজ বাকি আছে। এটা ডাবল ডেকার সেতু। এখানে রেলও চলবে, সড়কের যানবাহনও চলবে। কাজে ওটাকে সেভাবেই তো তৈরি করতে হবে।’

সেতুতে কবে নাগাদ যান চলাচল করতে পারে জানতে চাইলে কাদের বলেন, ‘কাজ শেষ হলে এরপর তো চালুই হয়ে যাবে। ১০ তারিখ যখন সব স্প্যান বসে যাবে তখন যে কাজ থাকবে তখন সেটা আমি ইঞ্জিনিয়ার, কনসালটেন্টদের সাথে আলাপ করে দেখেছি সেতু বিভাগে। তারা বলেছে ১০ মাস থেকেকে ১ বছরের মধ্যেই বাকি কাজ শেষষ হবে।তারপরই উন্মুক্ত হয়ে যাবে।’

গত ৪ ডিসেম্বর পদ্মা সেতুতে সর্বশেষ ৪০তম স্প্যানটি বসানো হয়। যদিও স্প্যান বাসানো ছাড়াও সেতুর অন্যান্য কাজও এগিয়ে চলছে।

সেতু বিভাগের তথ্য মতে, সেতুর সার্বিক অগ্রগতি সাড়ে ৮২ ভাগ, মূল সেতুর কাজের বাস্তবায়নের অগ্রগতি ৯১ ভাগ, আর্থিক অগ্রগতি ৮৮.৩৮ ভাগ এবং সংযোগসড়ক ও সার্ভিস এরিয়ার বাস্তবায়ন শত ভাগ এগিয়েছে।

দেশের সবচেয়ে বড় ৬.১৫ কিলোমিটার দীর্ঘ পদ্মা সেতুর স্প্যানের ওপরে যানবাহন চলবে। আর নিচে চলবে ট্রেন। স্প্যানের ওপরে সড়ক পথের জন্য ২ হাজার ৯১৭টি রোডওয়ে স্ল্যাব আর রেল চলার জন্য ২ হাজার ৯৫৯ রেলওয়ে স্ন্যাব বসবে। পুরোদমে চলছে এসব বসানোর কাজ। আর রেলওয়ে স্ল্যাবের সাথে ১ হাজার ৩১২টি লোহার গার্ডার বসছে।

স্টকমার্কেটবিডি.কম/

চতুর্থ শিল্প বিপ্লবের চ্যালেঞ্জ মোকাবিলায় টাস্কফোর্স গঠনের সিদ্ধান্ত

স্টকমার্কেটবিডি প্রতিবেদক:

চতুর্থ শিল্প বিপ্লবের চ্যালেঞ্জ মোকাবিলা ও নিত্য নতুন প্রযুক্তির সঙ্গে খাপ খাইয়ে নিতে একটি বড় টাস্কফোর্স গঠনের সিদ্ধান্ত নিয়েছে সরকার।

একই সঙ্গে চতুর্থ শিল্প বিপ্লবের টেকনোলজি ও সমস্যার মধ্যে সামঞ্জস্য বিধান করতে শিক্ষা কারিকুলাম পরিমার্জন ও ন্যাশনাল স্কিল ডেভেলপমেন্টের (এনএসডি) তত্ত্বাবধানে ব্যাপক কর্মসূচি গ্রহণ করা হবে।

প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে আজ সোমবার (৭ ডিসেম্বর) ভার্চ্যুয়াল মন্ত্রিসভা বৈঠকে চতুর্থ শিল্প বিপ্লব ও বাংলাদেশের সম্ভাবনা সম্পর্কিত বিষয়সমূহ মন্ত্রিসভাকে অবহিতকরণকালে এসব সিদ্ধান্ত হয়েছে।

বৈঠক শেষে সচিবালয়ে ব্রিফিংয়ে মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম এসব তথ্য জানান।

তিনি বলেন, আমরা এখন চতুর্থ শিল্প বিপ্লবের মধ্যে ঢুকে যাচ্ছি। মন্ত্রিসভা বৈঠকে আইসিটি বিভাগ থেকে অনেক বড় উপস্থাপনা দেওয়া হয়েছে। ভবিষ্যৎটা নির্ভর করছে কীভাবে চতুর্থ শিল্প বিপ্লবকে হ্যান্ডেল করবো। যদি আমরা এটাকে ঠিকভাবে হ্যান্ডেল করতে না পারি তাহলে আমাদের জন্য একটু অসুবিধা হবে। কারণ সব টেকনোলজি, উৎপাদন পদ্ধতি পরিবর্তন হয়ে যাচ্ছে। সেক্ষেত্রে কোথাও কোথাও ম্যানপাওয়ার কমে যাবে আবার অন্য জায়গায় লাগবে। এ শিফটিংগুলোও করতে হবে। আমাদের ওয়ার্ক ফোর্সকে সেভাবে ডেভেলপ করে নিয়ে আসতে হবে। এগুলো আমরা যদি না করতে পারি তাহলে ভবিষ্যতে আমরা আন্তর্জাতিক প্রতিযোগিতা বা অর্থনীতি বা টেকনোলজির সব দিক দিয়ে পিছিয়ে পড়ে যাবো।

চতুর্থ শিল্প বিপ্লবে ১০টি টেকনোলজিকে পয়েন্ট আউট করা হয়েছে জানিয়ে মন্ত্রিপরিষদ সচিব জানান, আগামী দিনে এ ১০টি টেকনোলজি সারা পৃথিবী বিট করবে। এ ১০টি টেকনোলজিকে আমাদের গুরুত্ব দিতে হবে। আমাদের বেশ কয়েকটা গার্মেন্টেস ও ফার্নিচার ইন্ডাস্ট্রিজ রোবট ব্যবহার শুরু করে দিয়েছে। অনেক গার্মেন্টস একটা খাত মেকানাইজড করে দিচ্ছে। সেক্ষেত্রে আমাদের ম্যানপাওয়ারকে শিফট করে দিতে হবে।

এ ১০টি টেকনোলজি হলো- অ্যাডভান্সড ম্যাটেরিয়ালস, ক্লাউড টেকনোলজি, অটোনোমাস ভেকেল, সিনথেটিক বায়োলজি, ভার্চ্যুয়াল অগমেন্টেড রিয়েলিটি, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, রোবট, ব্লাক চেইন, থ্রিডি প্রিন্টিং এবং ইন্টারনেট অব থিংকস বা আইওটি। এ ১০টি টেকনোলজি চতুর্থ শিল্প বিপ্লবকে লিড করবে। এ ১০টি টেকলোনজির সঙ্গে আমাদের ম্যাচ করতে হবে বলে জানান মন্ত্রিপরিষদ সচিব।

শিল্প বিপ্লবের ক্ষেত্রে তিনটি সমস্যা দেখা দেবে জানিয়ে তিনি বলেন, মেশিন বা রোবট অনেক মানুষকে রিপ্লেস করে ফেলবে। এজন্য যারা চাকরি হারাবে তাদের পরিকল্পনা করে অন্য জায়গায় চাকরি দিতে হবে। এটা নিয়ে ভয়ের কোনো কারণ নেই। কারণ জার্মানি হলো চতুর্থ শিল্প বিপ্লবে সব থেকে অ্যাডভান্স। কিন্তু সেখানে বেকারের সংখ্যা পৃথিবীর সব থেকে কম।

দ্বিতীয় সমস্যা হবে আমাদের বর্তমান শিক্ষা ব্যবস্থায় যে জ্ঞান আছে তা পরিপূর্ণভাবে ইক্যুপ্ট করতে পারবে না। সেজন্য আমাদের আরেকটু অ্যাডভান্স অ্যাডুকেশনে যেতে হবে। তৃতীয় বিষয় হলো- আমাদের ফিন্যান্সিয়াল বা ইকোনমিক পলিসিতে কিছু নতুন জিনিস আনতে হবে। কারণ প্রাথমিক বিনিয়োগটা বড় হবে। যার ফলে যারা ক্ষুদ্র ও মাঝারি উদ্যোক্তা আছে তাদের জন্য একটু অসুবিধা হতে পারে, নিজের টাকা দিয়ে ইক্যুপ্ট করা। সেজন্য রাষ্ট্র বা সরকার বা আর্থিক প্রতিষ্ঠানকে নতুন কর্মসূচি নিয়ে আসতে হবে যাতে এ জাতীয় উদ্যোক্তাদের ব্যাকআপ করা যায়।

মন্ত্রিপরিষদ সচিব বলেন, এজন্য প্রস্তাব এসেছে একটা বড় টাস্কফোর্স গঠন করে আলাপ-আলোচনা করে এখন থেকেই কীভাবে কো-অপ্ট করবো। লেবার শিফটিং হলে কীভাবে শিক্ষা দিয়ে দক্ষ করবো। বিশ্বব্যাপী যে দক্ষ শ্রমিকের চাহিদা তৈরি হচ্ছে সেখানে দক্ষ তৈরি করে পাঠানো। টাস্কফোর্স চতুর্থ শিল্প বিপ্লবের টেকনোলজি ও সমস্যার মধ্যে সামঞ্জস্য করে শিক্ষা ব্যবস্থায় নতুন কিছু ঢোকানো এবং ন্যাশনাল স্কিল ডেভেলপমেন্টের (এনএসডি) তত্ত্বাবধানে ম্যাসিভ কর্মসূচি গ্রহণ করা।

কারিকুলাম পরিবর্তনে প্রয়োজন হলে একটা স্টিয়ারিং কমিটি বা জাতীয় একটি কমিটি গঠন করে সুপারভাইজ করে পরামর্শ দেবে বলে জানান মন্ত্রিপরিষদ সচিব।

মন্ত্রিপরিষদ সচিব বলেন, চতুর্থ শিল্প বিপ্লবে তিনটি সেক্টর থাকবে- বায়োলজিক্যাল, ডিজিটাল ও ফিজিক্যাল। এ তিন সেক্টরেই আমাদের কাজ করতে হবে।

প্রথম চতুর্থ শিল্প বিপ্লব স্টিম ইঞ্জিন করতে দেড়শ বছর, টেলিফোন জনপ্রিয় করতে ৭৫ বছর, রেডিও ৩৮ বছর, টেলিভিশন ১৩ বছর লেগেছে ৫০ মিলিয়ন মানুষের কাছে পৌঁছাতে। এখন স্কাই টেকনোলজি বা স্যাটেলাইট টেকনোলজি ৫০ মিলিয়ন মানুষের কাছে পৌঁছেছে ৩৫ দিনের মধ্যে। মোবাইল ফোনের মধ্যে কয়েক সেকেন্ডের মধ্যে সবকিছু সবার কাছে পৌঁছে যাচ্ছে। এজন্য তিনটি সেক্টরেই আমাদের খেয়াল রাখতে হবে।

মন্ত্রিপরিষদ সচিব বলেন, একটা সময় আসবে মানুষের শরীরে যদি একটা চিপস দেওয়া যায় তাহলে হাতের মুঠোয় শুধু কি-প্যাড থাকবে। ফোন লাগবে না। এ কি-প্যাড দিয়ে প্রয়োজনীয় কাজ অপারেট করা যাবে। টেকনোলজি ওই লেভেলে চলে যাবে, এজন্য আমাদের এগুলো ইক্যুপ্ট করতে হবে।

স্টকমার্কেটবিডি.কম/

রাষ্ট্রায়ত্ত ৯ চিনিকলে আখ মাড়ায়ের সিদ্ধান্ত

স্টকমার্কেটবিডি প্রতিবেদক:

শিল্প মন্ত্রণালয়ের আওতাধীন বাংলাদেশ চিনি ও খাদ্য শিল্প করপোরেশনের ১৫টি চিনিকলের মধ্যে চলতি আখ মাড়াই মৌসুমে ৯টি চিনিকলে আখ মাড়াই করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সিদ্ধান্তের আলোকে পরবর্তী কার্যক্রম নেওয়ার জন্য ইতোমধ্যে সংশ্লিষ্ট চিনিকলগুলোকে প্রয়োজনীয় নির্দেশনা দেওয়া হয়েছে।

আজ সোমবার(৭ ডিসেম্বর) শিল্প মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, গতকাল রবিবার (৬ ডিসেম্বর) ভার্চ্যুয়াল মাধ্যমে বাংলাদেশ চিনি ও খাদ্য শিল্প করপোরেশনের সার্বিক বিষয় পর্যালোচনার জন্য এক আন্তঃমন্ত্রণালয় সভা অনুষ্ঠিত হয়। সভায় কুষ্টিয়া চিনিকল, পাবনা চিনিকল, পঞ্চগড় চিনিকল, শ্যামপুর সুগার মিলস লিমিটেড, রংপুর চিনিকল ও সেতাবগঞ্জ চিনিকলের ক্যাচমেন্ট এলাকায় উৎপাদিত ও কৃষকের সরবরাহকৃত আখ কেনা হবে এবং এসব চিনিকলের কো্নো কর্মকর্তা, কর্মচারী ও শ্রমিককে ছাঁটাই করা হবে না, বরং সমন্বয় করা হবে মর্মে সভায় সিদ্ধান্ত নেওয়া হয়।

এছাড়া, সরকারের নির্দেশনার আলোকে অবশিষ্ট ৬টি চিনিকলে আখ মাড়াই না করে সেসব মিলের ক্যাচমেন্ট এলাকায় উৎপাদিত ও কৃষকের সরবরাহকৃত আখ কেনার সিদ্ধান্ত নিয়েছে শিল্প মন্ত্রণালয়। যেসব মিলে চলতি মৌসুমে আখ মাড়াই করা হবে সেগুলো হলো: কেরু অ্যান্ড কোং (বিডি) লিমিটেড, মোবারকগঞ্জ সুগার মিলস লিমিটেড, ফরিদপুর চিনিকল, রাজশাহী চিনিকল, নর্থ বেঙ্গল সুগার মিলস লিমিটেড, নাটোর সুগার মিলস লিমিটেড, ঠাকুরগাঁও সুগার মিলস লিমিটেড, জয়পুরহাট চিনিকল ও জিলবাংলা সুগার মিলস লিমিটেড।

সভায় আরও জানানো হয়, সংশ্লিষ্ট চিনিকলসহ রাষ্ট্রায়ত্ত সব চিনিকলের আধুনিকায়নের মাধ্যমে বহুমুখী খাদ্যপণ্য উৎপাদন করে এ ফ্যাক্টরিগুলোকে লাভজনক করার লক্ষ্যে শিল্প মন্ত্রণালয় কাজ করছে।

শিল্পমন্ত্রী নূরুল মজিদ মাহমুদ হুমায়ূনের সভাপতিত্বে সভায় স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান, শিল্প প্রতিমন্ত্রী কামাল আহমেদ মজুমদার, শ্রম ও কর্মসংস্থান প্রতিমন্ত্রী বেগম মন্নুজান সুফিয়ান এবং সংশ্লিষ্ট অঞ্চলের সংসদ সদস্যরা অংশ নেন।

স্টকমার্কেটবিডি.কম/

বিডি ল্যাম্পসের অফিস পরিবর্তন

স্টকমার্কেটবিডি ডেস্ক :

শেয়ারবাজারে তালিকাভুক্ত প্রকৌশল খাতের কোম্পানি বিডি ল্যাম্পস লিমিটেডের রেজিষ্টার্ড ও হেড অফিসের ঠিকানা পরিবর্তন করা হয়েছে। ডিএসই সূত্রে এসব তথ্য জানা যায়।

সূত্র জানায়, কোম্পানিটির রেজিষ্টার্ড ও হেড শেয়ার অফিস নরসিংদী জেলার ঘাসিরদিয়া এলাকায় স্থানান্তর করা হয়েছে।

এখন থেকে সকল শেয়ার ও ট্রেক হোল্ডারদের নতুন অফিসে যোগাযোগের করতে বলা হয়েছে।

স্টকমার্কেটবিডি.কম/এম

ব্রিটেন-ইইউ মধ্যে ব্রেক্সিট পরবর্তী বাণিজ্য চুক্তি চূড়ান্ত পর্যায়ে

স্টকমার্কেটবিডি ডেস্ক:

ব্রিটেন ও ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) মধ্যে ব্রেক্সিট পরবর্তী বাণিজ্য চুক্তি বিষয়ক আলোচনা চূড়ান্ত পর্যায়ে পৌঁছেছে। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

ওই প্রতিবেদনে আরো বলা হয়, রবিবার ব্রাসেলসে ব্রিটেনের প্রধান ব্রেক্সিট আলোচক রবার্ট ফ্রস্ট ইউরোপীয় ইউনিয়নের মাইকেল বার্নিয়ার সঙ্গে বৈঠক করেছেন।

যদিও এখন পর্যন্ত হওয়া আলোচনা আশাব্যঞ্জক নয়। তবে শেষ পর্যায়ে এসে উভয়পক্ষ যতদূর সম্ভব ছাড় আদায় করে নেওয়ার চেষ্টা চালিয়ে যাচ্ছে।

আলোচনা থেকে কোনো পক্ষই বড় ধরনের অগ্রগতি আশা না করলেও হাল ছাড়ছে না। গত শুক্রবার ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসন এবং ইউরোপিয়ান কমিশনের প্রধান উরসুলা ভন ডার লিয়েন এ ব্যাপারে আলোচনায় বসেছিলেন।

যদিও তাদের সেই আলোচনা ফলপ্রসূ না হওয়ায় গতকাল রবিবার উভয়পক্ষ আবার মুখোমুখি হয়। বরিস জনসন ও লিয়েন গত পরাশু অর্থাৎ শনিবার বলেছেন, জটিল কিছু ব্যাপারে ঐক্যে পৌঁছানো সম্ভব না হলেও কিছু অগ্রগতি হয়েছে। তাদের দুজনের মধ্যে আজ সোমবার আবারো বৈঠকের কথা রয়েছে।

সূত্র: বিবিসি

স্টকমার্কেটবিডি.কম/

ব্লক মার্কেটে ৩২ কোটি টাকার লেনদেন

স্টকমার্কেটবিডি প্রতিবেদক :

ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সোমবার ব্লক মার্কেটে মোট ২৫ কোম্পানির শেয়ার লেনদেন হয়েছে। কোম্পানিগুলোর মোট ৭৬ লাখ ৭৬ হাজার ৫৬৭টি শেয়ার লেনদেন হয়েছে। যার আর্থিক মূল্য ৩২ কোটি ২৮ লাখ টাকা।

ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

সোমবার ব্লক মার্কেটে সবচেয়ে বেশি টাকার লেনদেন হয়েছে ব্রিটিশ আমেরিকান টোব্যাকো কোম্পানি লিমিটেডের শেয়ার। কোম্পানিটি ১০ কোটি ৫৫ লাখ টাকার শেয়ার লেনদেন করেছে।

ট্রাস্ট ব্যাংক ৬ কোটি ৪৮ লাখ টাকার শেয়ার লেনদেন করে তালিকার দ্বিতীয় স্থানে রয়েছে।

সিঙ্গারবিডি ২ কোটি ৮৫ লাখ টাকার শেয়ার লেনদেন করে তালিকার তৃতীয় স্থানে রয়েছে।

ব্লক মার্কেটে লেনদেন করা অন্য কোম্পানিগুলো হচ্ছে- অ্যাডভেন্ট ফার্মা, ব্যাংক এশিয়া, বিডি ফিন্যান্স, বিকন ফার্মা, ব্রাক ব্যাংক, ডিবিএইচ, ডমিনেজ স্টিল, জেনেক্স, আইডিএলসি ফিন্যান্স, আইএফআইসি, ইনটেক, মালেক স্পিনিং, এনসিসি ব্যাংক, পাইওনিয়র ইন্স্যুরেন্স, প্রগতি লাইফ ইন্স্যুরেন্স, রিপাবলিক ইন্স্যুরেন্স, সায়হাম কটন, সায়হাম টেক্সটাইল, সামিট অ্যালায়েন্স পোর্ট, সী পার্ল বীচ, সিঙ্গারবিডি, এসকে ট্রিমস ও ইয়াকিন পলিমার লিমিটেড।

স্টকমার্কেটবিডি.কম/

স্যালভো ক্যামিকেল ইন্ডাস্ট্রিজের এজিএমের দিন পরিবর্তন

স্টকমার্কেটবিডি ডেস্ক :

শেয়ারবাজারে তালিকাভুক্ত ঔষধ ও রসায়ন খাতের কোম্পানি স্যালভো ক্যামিকেল ইন্ডাস্ট্রিজ লিমিটেডের বার্ষিক সাধারণ সভার (এজিএম) দিন পরিবর্তন করেছে। কোম্পানিটির এজিএম আগামী ৩০ ডিসেম্বর অনুষ্ঠিত হবে। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) ওয়েবসাইট সূত্রে এ তথ্য জানা গেছে।

পরিচালনা বোর্ডের সভায় ১৮ তম এই এজিএমটির অনিবার্যকারণ বশত দিন পরিবর্তন করা হয়। এজিএম অনলাইনে অনুষ্ঠিত হবে।

এর আগে এই এজিএম তারিখ নির্ধারণ করা হয় গত ২৪ ডিসেম্বর । তবে এজিএম সংক্রান্ত অন্যান্য বিষয় অপরিবর্তিত থাকবে।

স্টকমার্কেটবিডি.কম/

তাজরীন ফ্যাশনসের শ্রমিকদের উঠিয়ে দিল পুলিশ

স্টকমার্কেটবিডি প্রতিবেদক :

রাজধানীর জাতীয় প্রেসক্লাবের সামনে আন্দোলনরত তাজরীন ফ্যাশনসের শ্রমিকদের উঠিয়ে দিয়েছে পুলিশ।

আজ সোমবার ভোর পৌনে ৫টার দিকে তাদের উঠিয়ে দেওয়া হয় বলে জানান আন্দোলনকারীরা। তাদের ওপর লাঠিচার্জ করা হয় বলে অভিযোগ করেন আন্দোলনকারীরা।

শাহবাগ থানার ডিউটি অফিসার উপপরিদর্শক (এসআই) কামাল উদ্দীন মুন্সী বলেন, কর্তৃপক্ষের নির্দেশে জাতীয় প্রেসক্লাবের সামনে থেকে আন্দোলনরত ব্যক্তিদের সরিয়ে দেওয়া হয়েছে। এ ঘটনায় কাউকে আটক করা হয়নি।

২০১২ সালের ২৪ নভেম্বর ঢাকার আশুলিয়ায় তাজরীন ফ্যাশনসে অগ্নিকাণ্ডে শতাধিক শ্রমিক দগ্ধ হয়ে মারা যান। আহত হন অনেকে। শ্রম আইনের ক্ষতিপূরণের ধারা সংশোধন করে আহত শ্রমিকদের সম্মানজনক ক্ষতিপূরণ দেওয়াসহ কয়েকটি দাবিতে জাতীয় প্রেসক্লাবের সামনে অবস্থান কর্মসূচি পালন করে আসছিলেন তাজরীনে অগ্নিকাণ্ডে আহত বেশ কিছু শ্রমিক ও তাদের পরিবার।

সম্প্রতি ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) অনুমতি ছাড়া রাজধানীতে মিছিল-সভা-সমাবেশ করা যাবে না বলে বিজ্ঞপ্তি দিয়ে জানিয়ে দেয়।

স্টকমার্কেটবিডি.কম/

  1. বেক্সিমকো লিমিটেড
  2. বেক্সিমকো ফার্মা
  3. রিপাবলিক ইন্স্যুরেন্স
  4. আইএফআইসি ব্যাংক
  5. ফরচুন সুজ
  6. স্কয়ার ফার্মা
  7. ব্র্যাক ব্যাংক
  8. ইউনাইটেড পাওয়ার
  9. এসোসিয়েট অক্সিজেন
  10. ন্যাশনাল ফিড মিলস লিমিটেড।

ডিএসইতে ৮৪৮ ও সিএসইতে ৪৩ কোটি টাকার লেনদেন

স্টকমার্কেটবিডি প্রতিবেদক :

দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) দিনের শেষে লেনদেন ও সূচক বেড়েছে । অন্যদিকে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জেও (সিএসই) লেনদেন ও সূচক অনেকটাই বেড়েছে। ডিএসই ও সিএসই সূত্রে এ তথ্য জানা যায়

সোমবার দিন শেষে ডিএসইতে প্রধান সূচক ডিএসইএক্স ২৯.১০ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ৫০৫৩ পয়েন্টে। আর ডিএসই শরীয়াহ সূচক ৮.৮৩ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ১১৫৯ পয়েন্টে এবং ডিএসই-৩০ সূচক ১৪.৫৭ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ১৭৬৩ পয়েন্টে।

এদিন ডিএসইতে লেনদেন হয়েছে ৮৪৮ কোটি ১৪ লাখ টাকা। গতকাল রবিবার সেখানে লেনদেনের পরিমাণ ৮৪৩ কোটি ৮০ লাখ টাকা।

ডিএসইতে আজ ৩৫৩টি কোম্পানি ও মিউচুয়াল ফান্ডের শেয়ারের লেনদেন হয়। এর মধ্যে ১২৬টির শেয়ারের দর বেড়েছে, কমেছে ১৪০টির। আর দর অপরিবর্তিত আছে ৮৭ টির।

এদিন ডিএসইতে লেনদেনে এগিয়ে থাকা ১০টি কোম্পানি হলো- বেক্সিমকো লিমিটেড, বেক্সিমকো ফার্মা, রিপাবলিক ইন্স্যুরেন্স, আইএফআইসি ব্যাংক, ফরচুন সুজ, স্কয়ার ফার্মা, ব্র্যাক ব্যাংক, ইউনাইটেড পাওয়ার, এসোসিয়েট অক্সিজেন ও ন্যাশনাল ফিড মিলস লিমিটেড।

অন্যদিকে দেশের অপর বাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) ব্রড ইনডেক্স ৭২.৬৯ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ১৪ হাজার ৪৯৬ পয়েন্টে।

দিনভর লেনদেন হওয়া ২৫৯টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ৯৮টির, কমেছে ১১৫টির ও দর অপরিবর্তিত রয়েছে ৫৬টির।

এদিন সিএসইতে লেনদেন হয়েছে ৪৩ কোটি ৯১ লাখ টাকা। গতকাল রবিবার সেখানে লেনদেন হয়েছে ২৪ কোটি ৬১ লাখ টাকা।

দিনশেষে সিএসইতে লেনদেনের শীর্ষে রয়েছে আইএফআইসি ব্যাংক ও বীকন ফার্মা লিমিটেড।

স্টকমার্কেটবিডি.কম/