সিএসই’র দুই ব্রোকার হাউজকে জরিমানা

স্টকমার্কেটবিডি প্রতিবেদক :

চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) দুই ব্রোকার হাউজকে আর্থিক জরিমানা করেছে শেয়ারবাজার নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ এন্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি) ।

বুধবার আগাঁরগায়ে অবস্থিত প্রধান অফিসে কমিশনের ৭৫২তম নিয়মিত সভায় এ জরিমানা করা হয়েছে।

সূত্রে জানা যায়, সিকিউরিটিজ সংক্রান্ত আইন ও বিধি বিধান ভঙ্গের দায়ে ইন্টারন্যাশনাল সিকিউরিটিজকে (সিএসই ট্রেক নং ৯৬) এবং নর্থ ওয়েস্ট সিকিউরিটিজকে (সিএসই নং ১৯) জরিমানা করা হয়েছে।

উভয় ব্রোকার হাউজকে ২ লাখ করে জরিমানা করার সিদ্ধান্ত নিয়েছে বিএসইসি।

স্টকমার্কেটবিডি.কম/জেড

ফার্ষ্ট সিকিউরিটিজ ইসলামী ব্যাংকের বন্ড অনুমোদন

স্টকমার্কেটবিডি প্রতিবেদক :

শেয়ারবাজার নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ এন্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি) তালিকাভুক্ত ফার্ষ্ট সিকিউরিটিজ ইসলামী ব্যাংককে ৬০০ কোটি টাকার মুদারাবা সাবর্ডিনেটেড বন্ড ছাড়ার অনুমোদন দিয়েছে।

বুধবার আগাঁরগায়ে অবস্থিত প্রধান অফিসে কমিশনের ৭৫২তম নিয়মিত সভায় এ অনুমোদন দেওয়া হয়েছে।

এটি একটি নন কনভার্টেবল, তালিকাভুক্ত হবে না, সম্পূর্ণ অবসায়ন যোগ্য, ফ্লটিং রেটেড, সাবওর্ডিনেটেড বন্ড। বন্ডটি ৭ বছর পরে সম্পূর্ণ অবসায়ন হবে।

এই বন্ডটি ইস্যুর মাধ্যমে উত্তোলিত অর্থ দিয়ে টায়ার টু ক্যাপিটাল বেইজের শর্ত পূরণ করা হবে।

স্থানীয় আর্থিক প্রতিষ্ঠান, করপোরেট প্রতিষ্ঠান, বিমা কোম্পানি, ফান্ড এবং যে কোনো প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারী এই বন্ডে বিনিয়োগ করতে পারবেন।

প্রিপার্চুয়াল এই বন্ডের কুপন হার ধরা হয়েছে ৬% হতে ১০ % হারে।

স্টকমার্কেটবিডি.কম/

সোনালী লাইফ ইন্স্যুরেন্সের আইপিও অনুমোদন

স্টকমার্কেটবিডি প্রতিবেদক :

সোনালী লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেডকে প্রাথমিক গণপ্রস্তাবের (আইপিও) মাধ্যমে শেয়ারবাজার থেকে অর্থ উত্তোলনের অনুমোদন দিয়েছে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)।

বুধবার আগাঁরগায়ে অবস্থিত প্রধান অফিসে কমিশনের ৭৫২তম নিয়মিত সভায় এ অনুমোদন দেওয়া হয়েছে।

সূত্রে জানা যায়, দেশ জেনারেল ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেডকে শেয়ারবাজারে ১.৯ কোটি সাধারণ শেয়ার ছেড়ে ১৯ কোটি টাকা উত্তোলন করবে। বিমানিটি ১০ টাকা ইস্যু মূল্যে শেয়ার ইস্যু করবে।

উত্তোলিত অর্থ দিয়ে কোম্পানিটি সরকারী ট্রেজারি বন্ড, ফিক্সড ডিপোজিট, শেয়ারবাজারে বিনিয়োগ ও আইপিও খরচ খাতে ব্যয় করবে।

৩১ ডিসেম্বর ২০১৯ বছরের নিরীক্ষিত আর্থিক বিবরণী অনুযায়ী বিমাটির শেয়ার প্রতি সম্পদের পরিমাণ (এনএভিপিএস) দাঁড়িয়েছে ৯৫.৩৩ টাকা। এ সময় বীমাটির লাইফ ফান্ডের পরিমাণ দাঁড়িয়েছে ৯৫.৩৩ কোটি টাকা।

বিমাটির ইস্যু ম্যানেজার হিসেবে কাজ করছে আইসিবি ক্যাপিটাল ম্যানেজমেন্ট লিমিটেড ও অগ্রণী এক্যুইটি এন্ড ইনভেষ্টমেন্ট লিমিটেড।

স্টকমার্কেটবিডি.কম/জেড

ডিএসইতে এপিআই ইউএটি চালুর চুক্তি স্বাক্ষর

স্টকমার্কেটবিডি প্রতিবেদক:

বিশ্বের অন্যান্য স্টক এক্সচেঞ্জের সাথে সঙ্গতি রেখে ঢাকা স্টক এক্সচেঞ্জ এপিআই (অ্যাপ্লিকেশন প্রোগ্রাম ইন্টারফেস) চালুর উদ্যোগ গ্রহণ করে৷ এরই প্রেক্ষিতে ২৪টি ব্রোকারেজ হাউজ নাসডাক র ম্যাচিং ইঞ্জিনে এপিআই (অ্যাপ্লিকেশন প্রোগ্রাম ইন্টারফেস) সংযোগ নিয়ে নিজস্ব অর্ডার ম্যানেজমেন্ট সিস্টেমের মাধ্যমে লেনদেন করার জন্য ডিএসইতে আবেদন করে৷

আজ বুধবার (৯ ডিসেম্বর) প্রোডাক্ট এন্ড মার্কেট ডেভেলপমেন্ট বিভাগের প্রধান সৈয়দ আল আমিন রহমানের সার্বিক তত্ত্বাবধানে ইউনাইটেড ফাইন্যান্সিয়াল ট্রেডিং কোম্পানি লিমিটেড, ঢাকা স্টক এক্সচেঞ্জ লিঃ এবং কোয়ান্ট বাংলাদেশ লিমিটেড এর মধ্যে এপিআই ইউএটি চালুর জন্য ত্রিপাক্ষিক চুক্তি স্বাক্ষরিত হয়৷

ডিএসই’র প্রধান পরিচালন কর্মকর্তা এম. সাইফুর রহমান মজুমদার, ইউনাইটেড ফাইন্যান্সিয়াল ট্রেডিং কোম্পানি লিমিটেড এর চেয়ারম্যান আব্দুল আওয়াল এবং কোয়ান্ট বাংলাদেশ লিমিটেড এর ব্যবস্থাপনা পরিচালক নাতেক বি-নাজের ইবনে মিনার নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে চুক্তি স্বাক্ষর করেন৷

চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ডিএসই’র উপ মহাব্যবস্থাপক সৈয়দ আল আমিন রহমান ও মোঃ শফিকুর রহমান, ইউনাইটেড ফিনান্সিয়াল ট্রেডিং কোম্পানি লিমিটেড এর পরিচালক হাসান জাবেদ চৌধুরী এবং কোয়ান্ট বাংলাদেশ লিমিটেড এর পরিচালক আহসান উল্লাহ রাজু সহ উভয় প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ।

উল্লেখ্য যে, আরো কয়েকটি ব্রোকরেজ হাউজ এই চুক্তি স্বাক্ষরের প্রক্রিয়াধীন রয়েছে।

স্টকমার্কেটবিডি.কম/

বেশিরভাগ ব্যাংকের নেই সাইবার-আক্রমণ প্রতিরোধ ব্যবস্থা

স্টকমার্কেটবিডি ডেস্ক :

বড় সাইবার হামলা প্রতিরোধের জন্য বাংলাদেশ ব্যাংকের নির্দেশ থাকার পরও দেশের ৬০টি ব্যাংকের মধ্যে চারটি মাত্র ব্যাংক সাইবার সিকিউরিটি অপারেশন সেন্টার (এসওসি) স্থাপন করেছে। কার্যকর সাইবার নিরাপত্তা ব্যবস্থার অভাবে ঝুঁকিতে আছে দেশের ব্যাংকিং খাত।

নিউইয়র্কের ফেডারেল রিজার্ভে বাংলাদেশ ব্যাংকের অ্যাকাউন্ট থেকে ১০১ মিলিয়ন ডলার চুরির পর কেন্দ্রীয় ব্যাংকের ২০১৬ সালে এক নির্দেশনায় প্রতিটি ব্যাংককে দুই থেকে পাঁচ কোটি টাকা ব্যয়ে প্রযুক্তিগত নিরাপত্তা ব্যবস্থা নিশ্চিত করতে বলেছিল। বেশিরভাগ ব্যাংক হয় তা আংশিক বাস্তবায়ন করেছে কিংবা একদমই করেনি।

করোনা মহামারির কারণে ডিজিটাল ব্যাংকিং এর ওপর মানুষের নির্ভরতা সম্প্রতি বেড়েছে। অনেকেই এখন ব্যাংকে না গিয়ে ঘরে বসে অনলাইন ব্যাংকিং করতে স্বাচ্ছন্দ্য বোধ করছেন।

বাংলাদেশ ইউনিভার্সিটি অফ বিজনেস অ্যান্ড টেকনোলজি এর সহকারী অধ্যাপক ও তথ্য প্রযুক্তি বিশেষজ্ঞ তানভীর হাসান জোহা বলেন, ‘এ অবস্থায় ব্যাংকিং খাতে আগের চেয়ে আরও বেশি সাইবার ঝুঁকি তৈরি হয়েছে।’

২০১৬ সালের ফেব্রুয়ারিতে বাংলাদেশ ব্যাংকের অ্যাকাউন্টে সাইবার আক্রমণের পর, সে বছর ৩ মার্চ বাংলাদেশ ব্যাংক দেশের সব ব্যাংককে অবিলম্বে এসওসি স্থাপনের নির্দেশ দেয়।

জোহা বলেন, ব্যাংকগুলোর এর জন্য ব্যয়ের আগ্রহ না থাকায়, এসওসি স্থাপনের নির্দেশকে তারা অগ্রাহ্য করছে।

যোগাযোগ করা হলে কেন্দ্রীয় ব্যাংকের নির্বাহী পরিচালক দেবদুলাল রায় জানান, দেশের ৬০টি ব্যাংকের মধ্যে চারটি এসওসি স্থাপন করতে সক্ষম হয়েছে। তিনি বলেন, দক্ষ জনশক্তির অভাবে বেশিরভাগ ব্যাংক এই ব্যবস্থাটি নিতে পারেনি।

অনেক ব্যাংকের এসওসি স্থাপনে আর্থিক সক্ষমতা থাকলেও, এ জাতীয় সিস্টেম পরিচালনার জন্য তাদের প্রশিক্ষিত জনবল নেই বলে জানান তিনি।

কেন্দ্রীয় ব্যাংকের পাঁচ বছর পুরনো নির্দেশনার পরও বেশিরভাগ ব্যাংক কেন দক্ষ জনশক্তি তৈরি করতে পারেনি, জানতে চাইলে তিনি বলেন, বেশিরভাগ ব্যাংকের সেটি করার আগ্রহও নেই।

তিনি বলেন, ‘আমরা বিভিন্ন সময়ে ব্যাংকগুলোকে সাইবার নিরাপত্তা ব্যবস্থা স্থাপনের জন্য অনুরোধ করে চিঠি দিয়েছি। আমরা বিভিন্ন সভায় ব্যাংক কর্মকর্তাদের কাছেও এসব বলেছি।’

করোনা মহামারি নিয়ন্ত্রণে এলে, কেন্দ্রীয় ব্যাংক এসওসি স্থাপনের জন্য ব্যাংকগুলোকে সময়সীমা বেঁধে দেওয়ার কথা ভাবছে বলেও জানান তিনি।

দেবদুলাল বলেন, ব্যাংকিং খাতে তথ্য-প্রযুক্তিতে দক্ষ জনশক্তি তৈরিতে সরকারি তথ্য-প্রযুক্তি ইউনিটের সহায়তা করা উচিত।

‘সাইবার-আক্রমণ মোকাবিলায় পুলিশ ও র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের শাখা আছে। এ ধরণের সরকারি সংস্থাও ব্যাংকগুলোর আইটি কর্মকর্তাদের দক্ষতা বৃদ্ধিতে ইতিবাচক ভূমিকা নিতে পারে,’ যোগ করেন তিনি।

জনবল ও প্রযুক্তি ব্যবহার করে এসওসি কেন্দ্রীয়ভাবে একটি প্রতিষ্ঠানের কর্মকাণ্ড পর্যবেক্ষণ করে। এর মাধ্যমে সাইবার হামলা প্রতিরোধ, শনাক্তকরণ ও বিশ্লেষণ করা হয়।

প্রতিষ্ঠানের আইটি অবকাঠামো, নেটওয়ার্ক, ডিভাইস, সরঞ্জাম এবং তথ্য ভাণ্ডারের টেলিমেট্রি নিয়ে এটি একটি কেন্দ্রীয় কমান্ডের মতো কাজ করে।

যেমন, যদি কেউ ব্যাংকের এটিএম বুথ থেকে টাকা চুরির চেষ্টা করে, তবে এসওসি ব্যাংকের কেন্দ্রীয় নিরাপত্তা ব্যবস্থায় সতর্ক বার্তা পাঠিয়ে দেবে এবং টাকা স্থানান্তর স্বয়ংক্রিয়ভাবে বন্ধ হয়ে যাবে।

তথ্য প্রযুক্তি বিশেষজ্ঞ জোহা বলেন, ব্যাংকগুলোর আইটি বিভাগ মূলত অবকাঠামো স্থাপন বা বিদ্যমান আইটি সংক্রান্ত সমস্যা সমাধান করে থাকে।

তিনি বলেন, ‘ডিজিটাল ব্যাংকিংয়ের সম্প্রসারণের ফলে, সামনের দিনগুলোতে ঝুঁকি আরও বাড়বে। ব্যাংকগুলোর অবিলম্বে ব্যবস্থা নেওয়া উচিত।’

বাংলাদেশ ব্যাংকের তথ্য অনুযায়ী, তিনটি বিশেষায়িত ব্যাংকের শাখা ছাড়া, প্রায় সব ব্যাংকের শাখাগুলোতে (৯৯.২১ শতাংশ) অনলাইন ব্যাংকিং সুবিধা আছে।

বিদেশি বাণিজ্যিক ব্যাংকগুলোর শতভাগের অনলাইন ব্যাংকিং সুবিধা আছে। এর পরেই আছে বেসরকারি বাণিজ্যিক ব্যাংক। তাদের ৯৯ দশমিক ৯৮ শতাংশের অনলাইন ব্যাংকিং আছে। রাষ্ট্রায়ত্ত বাণিজ্যিক ব্যাংকগুলোর ৯৮ দশমিক ১২ শতাংশের এই সুবিধা আছে।

চলতি বছরের সেপ্টেম্বর ও নভেম্বর মাসে বিভিন্ন স্থানীয় ও আন্তর্জাতিক সংস্থার কাছ থেকে তথ্য পেয়ে, কেন্দ্রীয় ব্যাংক ও অর্থ মন্ত্রণালয় ব্যাংকগুলোর জন্য সাইবার নিরাপত্তা সতর্কতা জারি করে।

সেপ্টেম্বরে বাংলাদেশ ব্যাংকের সতর্কতার পর, প্রায় সব ব্যাংক রাত ১২টা থেকে সকাল ৭টা পর্যন্ত তাদের এটিএম এবং পয়েন্ট অফ সেলস (পিওএস) বন্ধ রাখে।

এ বিষয়ে যোগাযোগ করা হলে, মিউচুয়াল ট্রাস্ট ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক সৈয়দ মাহবুবুর রহমান বলেন, ‘ব্যাংকিং খাতের সব স্টেকহোল্ডারদের আইটি নিরাপত্তা ব্যবস্থা জোরদার করতে সম্মিলিতভাবে এগিয়ে আসা উচিত।’

তিনি বলেন, ‘ব্যাংকগুলো ঋণ বিতরণ থেকে তাত্ক্ষণিক মুনাফা পায়। কিন্তু, আইটি নিরাপত্তায় বিনিয়োগ করে স্বল্পমেয়াদে কোনো লাভ দেখা যায় না।’

তিনটি ব্যাংকের আইটি বিভাগের একাধিক কর্মকর্তা জানান যে বেশ কয়েকটি ব্যাংকে এখন এসওসি স্থাপনের কাজ চলছে।

তারা জানান, ব্যাংকগুলোর পক্ষে এটি একটি কঠিন কাজ। কারণ, তাদের ডিজিটাল সিস্টেম আপগ্রেড করতে হয়। এজন্য বড় বিনিয়োগ করতে হয়।

এসওসি না থাকায় বর্তমানে ব্যাংকগুলো ম্যানুয়াল ও ডিজিটাল পদ্ধতি ব্যবহার করে সাইবার-আক্রমণের ঝুঁকি হ্রাস করার চেষ্টা করছেন বলে ব্যাংকের কর্মকর্তারা জানিয়েছেন।

অনেক ব্যাংক গ্রাহক পর্যায়ে লেনদেনের জন্য দুই ধাপে অথেনটিকেশন এবং এসএমএস সতর্কতার ব্যবস্থা করছে। কার্ডের প্রত্যেক লেনদেনের সীমা বেঁধে দেওয়া ঝুঁকি হ্রাসের আরেকটি বিকল্প বলে তারা মনে করছেন। তবে, তারা এটাও স্বীকার করছেন যে সাইবার-আক্রমণ ঠেকাতে সবচেয়ে কার্যকর উপায় এসওসি।

বেশিরভাগ ব্যাংকের এসওসি না থাকতে উদ্বেগ প্রকাশ করেছেন বাংলাদেশ অ্যাসোসিয়েশন অফ সফটওয়্যার অ্যান্ড ইনফরমেশন সার্ভিসেস (বেসিস) এর সভাপতি সৈয়দ আলমাস কবির।

তিনি বলেন, ‘সাইবার নিরাপত্তাকে উত্সাহ দেওয়া ও নিশ্চিত করতে সরকারের নীতিমালা থাকা দরকার। বর্তমানে, নিরাপত্তা বিষয়ক হার্ডওয়্যার আমদানিতে উচ্চ শুল্ক আছে এবং এটি এর জন্য প্রতিবন্ধকতা।’

তিনি বলেন, ‘আমরা আশা করি সরকার আমাদের শুল্ক কমানোর অনুরোধ রাখবে, যেন দেশ দীর্ঘ মেয়াদে লাভবান হয়।’

সূত্র : ডিইলি স্টার

স্টকমার্কেটবিডি.কম/এম

পি কে হালদারকে দেশে আনার অগ্রগিত জানতে চায় হাইকোর্ট

স্টকমার্কেটবিডি প্রতিবেদক:

ইন্টারপোলের মাধ্যমে বিদেশে পালিয়ে থাকা পি কে হালদারকে (প্রশান্ত কুমার হালদার) দেশে ফিরিয়ে আনার বিষয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয় কী ধরনের পদক্ষেপ গ্রহণ করেছে, তা জানতে চেয়েছেন হাইকোর্ট। এ বিষয়ে আগামী ১ জানুয়ারি অগ্রগতি প্রতিবেদন দাখিলের নির্দেশ দিয়েছেন আদালত। এ ছাড়া পি কে হালদারের মামলায় পক্ষভুক্ত হলেন দু’জন।

বুধবার বিচারপতি মো. নজরুল ইসলাম তালুকদার ও বিচারপতি আহমেদ সোহেলের সমন্বয়ে গঠিত ভার্চুয়াল বেঞ্চ এ আদেশ দেন। এ সময় আদালতে দুদকের পক্ষে শুনানিতে ছিলেন এ্যাডভোকেট মো. খুরশীদ আলম খান। অন্যদিকে রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি এ্যাটর্নি জেনারেল এ কে এম আমিন উদ্দিন মানিক।

পি কে হালদার বিভিন্ন আর্থিক প্রতিষ্ঠানের দায়িত্বে থেকে অন্তত সাড়ে তিন হাজার কোটি টাকা লোপাট করেছেন বলে অভিযোগ রয়েছে। পরে দুই বিনিয়োগকারী করা আবেদনের শুনানি নিয়ে গত ১৯ জানুয়ারি এক আদেশে পি কে হালদারসহ সংশ্ষ্টি ২০ জনের ব্যাংক হিসাব ও পাসপোর্ট জব্দের নির্দেশ দিয়েছিলেন হাইকোর্ট।

স্টকমার্কেটবিডি.কম/

পদ্মা সেতুতে বসতে যাচ্ছে সর্বশেষ স্প্যান

স্টকমার্কেটবিডি প্রতিবেদক:

বাংলাদেশের সবচেয়ে বড় চ্যালেঞ্জিং নির্মান প্রকল্প পদ্মা বহুমুখী সেতু। দেশের দক্ষিন-পশ্চিম অংশের সাথে উত্তর-পূর্ব অংশের সংযোগ ঘটবে সেতুটির মাধ্যমে। কোন রূপ জটিলতা দেখা না দিলে কাল ১০ ডিসেম্বর বৃহস্পতিবার সেতুর সর্বশেষ ৪১তম স্প্যানটি বসানোর পর বাংলাদেশের পদ্মা জয় দেখবে বিশ্বে। বিজয় দিবসের ৫দিন আগেই আরেকটি বিজয় বাংলার মানুষকে উপহার দিলেন বঙ্গবন্ধ শেখ মজিবুর রহমানের কন্যা শেখ হাসিনা। ১৯৭১ সালের ১৬ ডিসেম্বর বাংলার বিজয়ের নেতৃত্বে ছিলেন শেখ মজিবুর রহমান আর ১০ ডিসেম্বর পদ্মা বিজয় নেতৃত্ব তারই কন্যা।

মুন্সীগঞ্জের মাওয়া প্রান্তের মাঝ নদীতে ১২ থেকে ১৩নং পিয়ারের উপর ১০ ডিসেম্বর বৃহস্পতিবার পদ্মা সেতুর সর্বশেষ ৪১তম স্প্যান ‘২-এফ’ বসানো হবে। বুধবার সকাল ৯টা থেকে স্প্যানটি পিয়ারের নিকট নেওয়ার জন্য কর্মযজ্ঞ শুরু হয়। সেতুর পিয়ারের উপর স্প্যান বসানোর জন্য নিয়ে যেতে ক্রেনও অপেক্ষায় কিন্তু বাদ সেধেছে ঘন কুয়াশা তারপরও আশা করা যাচ্ছে বৃহস্পতিবার নাগাদ স্প্যান বসানো যাবে বলে দায়িত্বপ্রাপ্ত প্রকৌশলীরা জানান।

পদ্মা সেতু প্রকল্প পরিচালক মো. শফিকুল ইসলাম জানান, স্প্যান পিয়ারের উপর বসানোর যাবতীয় প্রস্তুতি শেষ যাত্রা শুরুর অপেক্ষা কুয়াশার কারনে কিছুই দেখা যাচ্ছে না। ফলে ১০ ডিসেম্বর শেষ স্প্যানটি বসানো যাবে কিনা নিশ্চিত নয়। তবে অপেক্ষা শুধু কুয়াশা কেটে যাওয়া।

নানামুখী চ্যালেঞ্জ পেরিয়ে সবগুলো স্প্যান বসানো যাচ্ছে। সর্বশেষ স্প্যান তাই স্প্যানের দুই পাশে বাংলাদেশ আর চীনের পতাকা সহ সঙ্গে দুই দেশের সম্পর্ক অটুট রাখার বার্তাও রয়েছে।

এর আগে গত ৪ ডিসেম্বর মুন্সীগঞ্জের মাওয়া প্রান্তের ১১ থেকে ১২ নং পিয়ারের উপর ৪০ তম স্প্যানটি বসানো হয়।

৪১তম স্প্যান বসানোর পর বাকি থাকবে আংশিক এপ্রোচ রোড, রোডওয়ে স্লাব ও রেলওয়ে স্লাব স্থাপনের কাজ। মোট ২৯১৭টি রোডওয়ে স্লাবের মধ্যে বসানো হয়েছে ১২৮৫টি আর রেলওয়ে স্লাব ২৯৬৫টির মধ্যে বসানো হয়েছে ১৯৫৯টি। তবে বাকি স্লাবগুলো স্থাপনের জন্য অধিকাংশই প্রস্তুত করে রাখা আছে।

মূল সেতু নির্মাণের জন্য কাজ করছে চীনের ঠিকাদারি প্রতিষ্ঠান চায়না মেজর ব্রিজ ইঞ্জিনিয়ারিং কোম্পানি (এমবিইসি), পদ্ম সেতু রেল সংযোগ প্রকল্পের কাজ করছে ঠিকাদার প্রতিষ্ঠান চায়না রেলওয়ে গ্রুপ লিমিটেড (সিআরইসি) আর নদীশাসনের কাজ করছে দেশটির আরেকটি প্রতিষ্ঠান সিনো হাইড্রো করপোরেশন। দুটি সংযোগ সড়ক ও অবকাঠামো নির্মাণ করেছে বাংলাদেশের আবদুল মোমেন লিমিটেড।

স্টকমার্কেটবিডি.কম/

রবির আইপিও লটারির ড্র বৃহস্পতিবার

স্টকমার্কেটবিডি প্রতিবেদক:

প্রাথমিক গণপ্রস্তাবে (আইপিও) আবেদনকারীদের মধ্যে শেয়ার বরাদ্দ দেয়ার জন্য রবি আজিয়াটার লটারির ড্র আগামীকাল বৃহস্পতিবার (১০ ডিসেম্বর) অনুষ্ঠিত হবে। কোম্পানি সূত্রে এ তথ্য জানা গেছে।

আগামীকাল সকাল সাড়ে ১০টায় রাজধানীতে অবস্থিত লেকশোর হোটেলে কোম্পানিটির লটারির ড্র অনুষ্ঠিত হবে।

এদিকে, রবি আজিয়াটার আইপিওতে আবেদন গ্রহণ শুরু হয় ১৭ নভেম্বর। যা চলে ২৩ নভেম্বর পর্যন্ত। এর আগে গত ২৩ সেপ্টেম্বর বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) ৭৪১তম কমিশন সভায় কোম্পানিটির আইপিও অনুমোদন দেওয়া হয়।

আইপিওতে কোম্পানিটির ইস্যু ম্যানেজার হিসেবে কাজ করছে মার্চেন্ট ব্যাংক আইডিএলসি ইনভেস্টমেন্টস লিমিটেড।

স্টকমার্কেটবিডি.কম/

৪ খাতের উন্নয়নে প্রকল্প উদ্বোধন করলেন বাণিজ্যমন্ত্রী

স্টকমার্কেটবিডি প্রতিবেদক :

বিশ্ব ব্যাংকের সহয়োগিতায় দেশের চার রপ্তানি পণ্য ও অবকাঠামো উন্নয়নে পাবলিক ইনভেস্টমেন্ট ফ্যাসিলিটি ফর ইনফ্রাস্ট্রাকচার কন্সট্রেইন্টস (পিআইএফআইসি) বড় ধরনের সহায়ক ভূমিকা রাখবে বলে মনে করেন বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি।

এছাড়া ভোক্তাকে সন্তোষজনক মূল্যবান পণ্য ও সেবা দিতে দেশে ভ্যালু চেইনে বিশ্বব্যাংকের এই প্রকল্প গুরুত্বপূর্ণ অবদান রাখবে বলেও মন্তব্য করেন তিনি।

আজ বুধবার (৯ ডিসেম্বর) ইসি৪জে প্রকল্পের অধীন রপ্তানি অবকাঠামো উন্নয়নে ৩৫০ কোটি টাকার প্রকল্প পিআইএফআইসি কর্মসূচির উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব মন্তব্য করেন বাণিজ্যমন্ত্রী। এসময় অন্যদের মধ্যে বক্তব্য দেন বাণিজ্য সচিব ড. জাফর উদ্দিন, প্রকল্প পরিচালক ওবায়াদুল আজম প্রমুখ।

উদ্বোধনী অনুষ্ঠানে বলা হয়, চামড়া ও চামড়াজাত পণ্য, পাদুকাসামগ্রী, প্লাস্টিক পণ্য এবং হালকা প্রকৌশল- এই চার খাতের রপ্তানি বাড়াতে অবাকাঠামোগত উন্নয়নে বিনিয়োগ করতে আবেদন নেওয়া হচ্ছে। এই বিনিয়োগের জন্য অনুদান এবং কারিগরি সহায়তার আকারে প্রায় ৪ কোটি ডলার বা সাড়ে ৩০০ কোটি টাকা বরাদ্দ রয়েছে। সারা দেশ থেকে ১৫ থেকে ২০টি অবকাঠামো প্রকল্পে এই অর্থের যোগান দেওয়া হবে বলে জানায় বাণিজ্য মন্ত্রণালয়ের কর্মকর্তারা।

কী ধরনের প্রকল্পে অনুদান দেওয়া হবে- সে সম্পর্কে বলা হয়, শিল্পাঞ্চলে পানিশোধন স্থাপনা (ওয়াটার ট্রিটমেন্ট প্লান্ট), বর্জ্য রিসাইক্লিং ব্যবস্থা, বিশেয়ায়িত গুদাম (ওয়্যার হাউজ), লাস্ট মাইল বিদুৎ সরবরাহ, স্থানীয়ভাবে বর্ধিত বিদুৎ সংযোগের ব্যবস্থা ইত্যাদি। এই অনুদান দেওয়া হবে এক গুচছ শিল্প প্রতিষ্ঠান উপকৃত হবে এমন শিল্পাঞ্চলে।

প্রকল্প ব্যবস্থাপক ইসি৪জে মো. লুৎফুর রহমানের সঞ্চালনায় অনুষ্ঠানে আরো বক্তব্য দেন চামড়জাত পণ্য ও পাদুকা প্রস্তুত ও রপ্তানি খাতের সংগঠন এলএফএমইএবি সভাপতি মো. সাইফুল ইসলাম, প্লাস্টিক পণ্য প্রস্তত ও রপ্তানিকারকদের সংগঠন বিপিজিএমইএ সভাপতি মো. জসিম উদ্দিন, বাংলাদেশ হালকা প্রকৌশল শিল্প মালিক সমিতির সভাপতি মো. আবদুর রাজ্জাক প্রমুখ।

স্টকমার্কেটবিডি.কম/

আন্তর্জাতিক দরপত্রে ভারত থেকে চাল ক্রয়ের অনুমোদন

স্টকমার্কেটবিডি প্রতিবেদক :

আন্তর্জাতিক দরপত্রের মাধ্যমে ২০২০-২১ অর্থ-বছরের জন্য ভারতের মুম্বাই থেকে ৫০ হাজার মেট্রিক টন নন বাসমতি চাল ক্রয়ের অনুমোদন দিয়েছে সরকারি ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটি।

অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামালের অনুপস্থিতিতে আইনমন্ত্রী আনিসুল হকের সভাপতিত্বে বুধবার ভার্চুয়ালি অনুষ্ঠিত সরকারি ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির ৩৫তম বৈঠকে এই প্রস্তাবের অনুমোদন দেয়া হয়।

বৈঠক শেষে অনলাইনে মন্ত্রিপরিষদ বিভাগের অতিরিক্ত সচিব আবু সালেহ্ মোস্তফা কামাল সাংবাদিকদের বলেন, ‘আন্তর্জাতিক দরপত্রের মাধ্যমে ২০২০-২১ অর্থ-বছরের প্যাকেজ-২ এর আওতায় ৫০ হাজার মেট্রিক টন নন বাসমতি সিদ্ধ চাল ক্রয়ের প্রস্তাব উত্থাপিত হয়। এ প্রস্তাবটি সরকারি ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটি অনুমোদনের জন্য সুপারিশ করেছে।’

তিনি বলেন, এখানে প্রতি মেট্রিক টন চালের দাম ছিলে ৪০৪ দশমিক ৩৫ মার্কিন ডলার। টাকার অংকে ৩৪ দশমিক ২৮ টাকা। টোটাল ৫০ হাজার মেট্রিক টনের মূল্য হচ্ছে ২ কোটি ২ লাখ ১৭ হাজার ৫শ’ মার্কিন ডলার। যেটা বাংলাদেশি টাকায় ১৭১ কোটি ৪৪ লাখ ৪৪ হাজার টাকা। ভারতের মুম্বাইয়ের একটি কোম্পানি থেকে এম এস রিকা গ্লোবাল ইম্প্যাকটস লিমিটেড থেকে এই চাল আমদানি করা হবে।

স্টকমার্কেটবিডি.কম/