চেয়ারম্যানের পুনর্নিয়োগ, পদত্যাগ করলেন পর্যবেক্ষক

স্টকমার্কেটবিডি ডেস্ক :

রাষ্ট্রমালিকানাধীন অগ্রণী ব্যাংকে নিযুক্ত বাংলাদেশ ব্যাংকের পর্যবেক্ষক লীলা রশিদ পদত্যাগ করেছেন। গত মঙ্গলবার তিনি পদত্যাগ করেন, পরদিনই গভর্নর ফজলে কবির তা অনুমোদন করেন। আর গত বৃহস্পতিবার ব্যাংকটিতে নতুন পর্যবেক্ষক নিয়োগ দেয় কেন্দ্রীয় ব্যাংক।

কেন্দ্রীয় ব্যাংকের কর্মকর্তারা বলছেন, কেন্দ্রীয় ব্যাংকের নির্বাহী পরিচালক ও পর্যবেক্ষক লীলা রশিদকে অগ্রণী ব্যাংকের পরিচালনা পর্ষদের সভায় ঠিকমতো দায়িত্ব পালন করতে দেওয়া হয় না। কথা বলার সময় তাঁকে আটকে দেওয়া হয় এবং তাঁর সঙ্গে আক্রমণাত্মক আচরণ করা হয়। ব্যাংকটির চেয়ারম্যান জায়েদ বখতের বিরুদ্ধে এমন অভিযোগ ওঠে। বাংলাদেশ ব্যাংকও তদন্ত করে অভিযোগের সত্যতা পায়। তবে কোনো ব্যবস্থা নেওয়া হয়নি। বিষয়টি অর্থ মন্ত্রণালয়কেও অবহিত করেনি কেন্দ্রীয় ব্যাংক।

এর মধ্যে গত সোমবার অগ্রণী ব্যাংকের চেয়ারম্যান পদে আবার জায়েদ বখতকে নিয়োগ চিঠি দেয় অর্থ মন্ত্রণালয়। আর্থিক প্রতিষ্ঠান বিভাগ তাঁকে নিয়োগের ব্যবস্থা করতে ব্যাংকটির এমডি বরাবর এই চিঠি দেয়। জায়েদ বখত ২০১৪ সাল থেকে তিন বছর করে দুই দফায় ব্যাংকটির চেয়ারম্যানের দায়িত্ব পালন করেন। এবারেরটিসহ তিনি ৩ দফায় ৯ বছরের জন্য চেয়ারম্যান হলেন। রাষ্ট্রমালিকানাধীন কোনো ব্যাংকের চেয়ারম্যান পদে টানা ৯ বছর দায়িত্ব পালন দেশের ব্যাংক ইতিহাসে বিরল ঘটনা।

কোনো ব্যবস্থা না নেওয়ায় ও পুনর্নিয়োগ পাওয়ার পরদিনই পদত্যাগ করেন লীলা রশিদ। ব্যক্তিগত কারণ দেখিয়ে ও চাকরির মেয়াদ শেষ হয়ে আসায় দায়িত্ব পালনে আগ্রহী না বলে পদত্যাগপত্রে উল্লেখ করেন।

লীলা রশিদকে অগ্রণী ব্যাংকের পরিচালনা পর্ষদের সভায় ঠিকমতো দায়িত্ব পালন করতে দেননি ব্যাংকটির চেয়ারম্যান। বাংলাদেশ ব্যাংকও তদন্ত করে এর সত্যতা পায়।

বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক ও মুখপাত্র সিরাজুল ইসলাম বলেন, অগ্রণী ব্যাংকে নতুন পর্যবেক্ষক নিয়োগ দেওয়া হয়েছে।

জানা গেছে, হলমার্ক কেলেঙ্কারির পর রাষ্ট্র খাতের ব্যাংকগুলোর পরিচালনা পর্ষদে পর্যবেক্ষক নিয়োগ দেওয়া শুরু করে বাংলাদেশ ব্যাংক। এসব পর্যবেক্ষকেরা পরিচালনা পর্ষদ, নির্বাহী কমিটি ও নিরীক্ষা কমিটির সভায় উপস্থিত থাকেন। একইভাবে বেসরকারি খাতের কয়েকটি ব্যাংকের পর্যবেক্ষক নিয়োগ দিয়েছে বাংলাদেশ ব্যাংক। তবে অনেক সময় ব্যাংকগুলোর অসহযোগিতার কারণে পর্যবেক্ষকেরা ঠিকমতো দায়িত্ব পালন করতে পারছেন না। ফলে ব্যাংকগুলোরও আর্থিক পরিস্থিতির উন্নতি হচ্ছে না। সূত্র : প্রথম আলো

স্টকমার্কেটবিডি.কম/

বাংলাদেশ-ভারত যৌথ কটন ফেস্টিভ্যাল অনুষ্ঠিত

স্টকমার্কেটবিডি প্রতিবেদক:

ঢাকায় বাংলাদেশ-ভারত যৌথ কটন ফেস্টিভ্যাল অনুষ্ঠিত হয়েছে।

আজ শনিবার বাংলাদেশ কটন অ্যাসোসিয়েশনের উদ্যোগে ঢাকায় বাংলাদেশ-ভারত যৌথ কটন ফেস্টিভ্যাল অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন প্রধানমন্ত্রীর বেসরকারি শিল্প ও বিনিয়োগ উপদেষ্টা সালমান এফ রহমান।

অনুষ্ঠানে বক্তব্য রাখেন পাট ও বস্ত্র মন্ত্রী গোলাম দস্তগীর গাজী, পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম, শেখ ফজলে ফাহিম, সভাপতি, এফবিসিসিআই, মোহাম্মদ আলী খোকন, সভাপতি, বিটিএমএ, আব্দুল মাতলুব আহমেদ, সভাপতি, আইবিসিসিআই, মাহেশ সারদা, সভাপতি, আইসিএএল, ইন্ডিয়া, সুলতান রিয়াজ চৌধুরী, সভাপতি, বিসিএ, মুহাম্মদ আইউব, সাবেক রোটারি গভর্নর ও চেয়ারম্যান, ফেস্টিভাল অরগানাইজিং কমিটি প্রমুখ।

এ মেলায় দু’ দেশের মধ্যে বাণিজ্যিক সম্পর্ক উন্নয়নের প্রতি গুরুত্বারোপ করা হয়।

স্টকমার্কেটবিডি.কম/

মতিঝিলে শীর্ষ ব্যবসায়ীদের মানববন্ধন

স্টকমার্কেটবিডি প্রতিবেদক:

রাজধানীর মতিঝিলে মানববন্ধন করছেন ব্যবসায়ীরা। ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন ফেডারেশন অব বাংলাদেশ চেম্বার্স অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির (এফবিসিসিআই) নেতৃত্বে এ মানববন্ধন আয়োজন করেন।

আজ শনিবার (১২ ডিসেম্বর) বেলা সাড়ে ১১টায় এফবিসিসিআই আইকন টাওয়ারের সামনে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের অবমাননার প্রতিবাদে মানববন্ধন করা হয়।

একই সময়ে এফবিসিসিআইয়ের সদস্য অ্যাসোসিয়েশন এবং সকল জেলা চেম্বারও তাদের স্ব স্ব জেলায় ব্যবসায়ীদের নিয়ে জেলার গুরুত্বপূর্ণ স্থানেও মানববন্ধন কর্মসূচি পালন করছেন।

মানববন্ধনে সভাপতিত্ব করছেন এফবিসিসিআই সভাপতি শেখ ফজলে ফাহিম।

এ মময় উপস্থিত ছিলেন পোশাকশিল্প মালিক ও রফতানিকারক সমিতি বিজিএমইএ প্রতিনিধি, রিয়েল এস্টেট অ্যান্ড হাউজিং অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (রিহ্যাব), বাংলাদেশ নিটওয়্যার ম্যানুফচাকচারার্স এক্সপার্ট অ্যাসোসিয়েশন (বিকেএমইএ), মেট্রোপলিটন চেম্বার অব কমার্স (এমসিসিআই), ঢাকা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্টি (ডিসিসিআই), বিজিএপিএমইএ, ডাইড ইয়ার্ন এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশনসহ সকল ব্যবসায়ী সংগঠন এবং শীর্ষ ব্যবসায়ীরা।

স্টকমার্কেটবিডি.কম/

সেরা ভ্যাটদাতা পুরস্কার পেল ১৪০ কোম্পানি

স্টকমার্কেটবিডি প্রতিবেদক :

চলতি বছর জাতীয় কোষাগারে সর্বোচ্চ মূল্য সংযোজন কর (ভ্যাট) প্রদান করার স্বীকৃতি স্বরূপ ‘সেরা ভ্যাটদাতা’ পুরস্কার জিতেছে জাতীয় পর্যায়ে ৯টি এবং জেলাপর্যায়ে ১৩১টি প্রতিষ্ঠান। ২০১৮-১৯ অর্থবছরের ভ্যাটদাতা হিসেবে এসব প্রতিষ্ঠানকে গত বৃহস্পতিবার (১০ ডিসেম্বর) ‘জাতীয় ভ্যাট দিবস ও ভ্যাট সপ্তাহের অনুষ্ঠানে সম্মাননা ক্রেস্ট দেওয়া হয়।

রাজধানীর সেগুনবাগিচায় এনবিআরের সম্মেলন কক্ষে প্রতিষ্ঠানগুলোর প্রতিনিধিদের হাতে পুরস্কার তুলে দেন সংস্থার চেয়ারম্যান আবু হেনা মো. রহমাতুল মুনিম। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে ভার্চুয়ালি সংযুক্ত ছিলেন অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল।

এবার জাতীয় পর্যায়ে উৎপাদন, ব্যবসা ও সেবা খাতে সম্মাননা পেয়েছে ৯ প্রতিষ্ঠান। উৎপাদন খাতে পপুলার ফার্মাসিউটিক্যালস, বার্জার পেইন্টস ও ফেয়ার ইলেকট্রনিক্স। ব্যবসা খাতে হ্যামকো করপোরেশন, সিমেন্স ও ইউনিমার্ট। সেবা খাতে সামিট কমিউনিকেশনস, কাতার এয়ারওয়েজ ও চিটাগাং ওয়্যার হাউজেস।

জেলা পর্যায়ে মোট ১৩১ প্রতিষ্ঠানকে উৎপাদন, ব্যবসা ও সেবা খাতে সম্মাননা দেওয়া হয়। ঢাকায় ল্যাবএইড ফার্মাসিউটিক্যালস, সিমেন্স হেলথ কেয়ার ও থাই এয়ারওয়েজ ইন্টারন্যাশনাল। গাজীপুরে ড্রাগ ইন্টারন্যাশনাল, নিলয় মোটরস ও হাতিল কমপ্লেক্স। কিশোরগঞ্জে স্বপন কেমিক্যাল ওয়ার্কস, মোহন মোটরস ও মদন গোপাইল সুইট কেবিন। শেরপুরে এগ্রো অর্গানিক, ময়মনসিংহে গোপাল পালের প্রসিদ্ধ মণ্ডার দোকান, মুন্সীগঞ্জে ইস্কোয়্যার হেভি ইন্ডাস্ট্রিজ ও বনশ্রী ফার্নিচার, নারায়ণগঞ্জে বসুন্ধরা ইন্ডাস্ট্রিয়াল কমপ্লেক্স। নরসিংদীতে আরএফএল ইলেকট্রনিক্স, কালাচাঁন দাস ও নেটস্কোপ। মানিকগঞ্জে আকিজ স্টিল, পদ্মা রিভারভিউ, টাঙ্গাইলে মাসাফি ব্রেড অ্যান্ড বিস্কুট, যমুনা ট্রেডার্স ও গোপাল মিষ্টান্ন ভান্ডার। জামালপুরে হিমালয়া ড্রাগ, হাবিবুর রহমান অ্যান্ড সন্স ও হোটেল রাইয়্যান। চট্টগ্রামে এক্সক্লুসিভ ক্যান ও চৌধুরী টি ওয়্যারহাউস। বান্দরবানে ভেনাস রিসোর্ট, খাগড়াছড়িতে ফোর স্টার, রাজশাহীতে মুসলিম কসমেটিক্স, সপুরা সিল্ক্ক ও হোটেল ডালাস।

সিরাজগঞ্জে এমএ মাতিন কটন, শেফালী রহমান ও সুব্রত সুইটস, বগুড়ায় এ বি সিরামিকস ইন্ডাস্ট্রিজ, টাচ অ্যান্ড টেক ও এশিয়া সুইটমিট। পাবনায় স্কয়ার টয়লেট্রিজ, ফকির এন্টারপ্রাইজ ও বনলতা সুইটস। নাটোরে পিএসএস মেটাল, বিসমিল্লাহ মোটরস ও মৌচাক মিষ্টি ভান্ডার। নওগাঁয় মেঘলা এন্টারপ্রাইজ, জয়পুরহাটে রাসেল ট্রেডিং, চাঁপাইনবাবগঞ্জে আয়েশা এন্টারপ্রাইজ ও আলাউদ্দিন হোটেল। সিলেটে বঙ্গ বেকার্স ও গ্রিন লাইন, হবিগঞ্জে বঙ্গ বিল্ডিং মেটারিয়ালস, লুবনান ট্রেড কনসোর্টিয়াম ও আলম ফুড। সুনামগঞ্জে চৌধুরী লাইম ইন্ডাস্ট্রিজ, সুপ্রভা ইন্টারন্যাশনাল ও ইস্টার্ন মোটরস। মৌলভীবাজারে গ্রিন লিফ ইনোভেশন ও স্বাদ ব্রেড অ্যান্ড বিস্কুট।

কুমিল্লার শফিউল আলম স্টিল রি-রোলিং, লুবনান ট্রেড কনসোর্টিয়াম ইনফিনিটি ও বনফুল। লক্ষ্মীপুরে সিটি লুব ওয়েল ইন্ডাস্ট্রিজ, হরিণারায়ন মজুমদার অ্যান্ড সন্স ও হোটেল নুরজাহান। ব্রাহ্মণবাড়িয়ায় চৌধুরী রিফাইনারি, হোটেল উজানভাটি, ফেনীতে লিংক আপ স্টিল, মদিনা পলিমার ও হোটেল মিডনাইট। নোয়াখালীতে হুন্ডা গ্যালারি ও বিশ্বনাথ কর্মকার অ্যান্ড আদার্স, চাঁদপুরে চাঁদপুর লাইমস ও দি ক্যাফে ঝিল-২। খুলনায় আবদুল্লাহ ব্যাটারি ও টাইগার গার্ডেন। সাতক্ষীরায় চায়না বাংলা ফুডস ও শাহিন এন্টারপ্রাইজ। শরীয়তপুরে মনিকা কেমিক্যাল, এজি ট্রেডার্স ও চিত্ত ঘোষ মিষ্টান্ন। বাগেরহাটে এসকেএস এলপিজি, তারেক এন্টারপ্রাইজ ও হোটেল অভি। বরিশালে অলিম্পিক সিমেন্ট, নিউ পার্ক বাংলা ও হক মিষ্টান্ন। বরগুনার উজ্জল কেমিক্যাল ও রাব্বানী স্টোর, পিরোজপুরে তৌফিক ব্রাদার্স ডকইয়ার্ড, পটুয়াখালীর হাজি অ্যান্ড সন্স, মল্লিকা রেস্তোরাঁ, ঝালকাঠিতে সাবিহা কেমিক্যাল ও সারেং ফার্নিচার, যশোরে পানশাহী জর্দা, থ্রিআর অটো ও রুরাল রিকনস্ট্রাকশন ফাউন্ডেশন।

রাজবাড়ীর বদরুন্নেসা কেমিক্যাল, আমিন বাজাজ ও হোটেল সালমা অ্যান্ড রেস্টুরেন্ট, মেহেরপুরে আল কাঈফ মোটরস ও বাসুদেব গ্র্যান্ড সন্স, মাগুরায় ভাই ভাই প্লাস্টিক, ডিউরেবল প্লাস্টিক ও হোটেল সোনার বাংলা। ফরিদপুরে রাজ্জাক ফুড অ্যান্ড বেভারেজ, তাজ ইন্টারন্যাশনাল ও হোটেল র‌্যাফেলস ইন। নড়াইলে নিরিবিলি পিকনিক স্পষ্ট। ঝিনাইদহে বিঅ্যান্ডটি মিটার ও ফসিয়ার মোটরসাইকেল সেন্টার, চুয়াডাঙ্গার বঙ্গ পিভিসি পাইপ ও তাজ মোটরস, গোপালগঞ্জে কাজী সৈয়দ আলী ও শরীফ ফার্নিচার, কুষ্টিয়ায় এম আর এস ইন্ডাস্ট্রিজ ও গ্রিন এন্টারপ্রাইজ।

রংপুরের মহুবর রহমান পার্টিকেল, লুবনান ট্রেড কনসোর্টিয়াম (রিচম্যান) ও বৈশাখী মিষ্টি মেলা। লালমনিরহাটে গোল্ডেন বিড়ি ফ্যাক্টরি, পঞ্চগড়ে কমলেশ ট্রেডার্স, সেন্ট্রাল গেস্ট হাউস, নীলফামারীতে ইকু পেপার মিলস ও শাকিল মোটরস, দিনাজপুরে আরবিপি ওভেন ইন্ডাস্ট্রিজ ও এস কে মোটরস। ঠাকুরগাঁওয়ে লায়ন সোপ ফ্যাক্টরি, করতোয়া কুরিয়ার পার্সেল অ্যান্ড সার্ভিস, গাইবান্ধা নিবারন চন্দ্র সাহা ও এসকেএস ইন, কুড়িগ্রামে বগুড়া দধি অ্যান্ড মিষ্টান্ন ভান্ডার।

স্টকমার্কেটবিডি.কম/এসএস

 

৪৩০ কর্মীকে কোটিপতি বানালেন যে ব্যবসায়ী!

স্টকমার্কেটবিডি ডেস্ক :

ছিলেন এক চিলতে ঘরে। আজ সেই ব্যক্তিই বিশ্বের বিজনেস টাইকুনদের মধ্যে একজন। তিনি ম্যাথু মোল্ডিং। ব্রিটেনের ম্যাঞ্চেস্টারের ‘দ্য হাট গ্রুপ’-এর প্রতিষ্ঠাতা।

একসময় একটি স্থানীয় রেস্তুরেন্টে বাসন ধোঁয়ার কাজ করতেন ম্যাথু। বাবা সামান্য ঠিকাদারের কাজ করতেন। মা ছিলেন গৃহিণী। চার ভাইবোন নিয়ে অভাবের সংসারে বেড়ে উঠেছেন তিনি।
পড়াশোনা খুব একটা পছন্দ ছিল না তার। স্কুলের গণ্ডি পেরিয়ে কলেজে গিয়েছিলেন। কিন্তু কলেজে ঘন ঘন অনুপস্থিতির জন্য বিতাড়িত করা হয়। তারপর একটা গাড়ির যন্ত্রাংশের কারখানায় কাজ নেন।

গণিত ও অর্থনীতিতে তুখোড় ছিলেন ম্যাথু। তার অর্থনীতির শিক্ষকই ম্যাথুর মধ্যে প্রতিভা দেখে কলেজে ফিরিয়ে আনেন। কলেজের গণ্ডি পেরিয়ে নটিংহ্যাম বিশ্ববিদ্যালয়ে অর্থনীতি নিয়ে পড়াশোনা করেন।

২০০৪ সালে ম্যাথু তৈরি করেন ‘দ্য হাট গ্রুপ’। প্রথম দিকে অনলাইনে সিডি বিক্রি করতেন ম্যাথু। তারপর সেখান থেকে ধীরে ধীরে স্বাস্থ্য এবং সৌন্দর্য সংক্রান্ত দ্রব্য বিক্রির ওপর মনোনিবেশ করেন তিনি।

ম্যাথু এক সাক্ষাৎকারে বলেছেন, তার এই বিশাল সাম্রাজ্য গড়ে তোলার নেপথ্যে সংস্থার কর্মীদের বিশাল অবদান রয়েছে। তার সংস্থায় ৭৪ কর্মীই কোটিপতি। আর তাদের কোটিপতি করেছেন ম্যাথু নিজেই।

শুধু এই ৭৪ কর্মীই নয়, ম্যাথু জানিয়েছেন, গত ১০ বছরে ৪৩০ জন কর্মীকে তার সংস্থার শেয়ার উপহার হিসেবে দিয়েছেন। আজ তারা সকলেই কোটিপতি। এমনকি তার গাড়িচালককেও সংস্থার অংশীদার বানিয়েছেন ম্যাথু। তিনিও এখন ৪০ হাজার পাউন্ডের মালিক।

ম্যাথু জানিয়েছেন, আগামী দিনে তার সংস্থার আরও শেয়ার কর্মীদের উপহার হিসেবে দেবেন। বর্তমানে ম্যাথুর সংস্থার মোট সম্পত্তির মূল্য ৮৩ কোটি পাউন্ড।

স্টকমার্কেটবিডি.কম/এম

অফিসে গিয়ে কাজ করার কোনো বিকল্প নেই: অ্যাপলের সিইও

স্টকমার্কেটবিডি ডেস্ক :

করোনাভাইরাস (কোভিড-১৯) মহামারির কারণে বিশ্বের বিভিন্ন দেশের বিভিন্ন প্রতিষ্ঠান কর্মীদের বাড়ি থেকে কাজ করার সুযোগ করে দিয়েছিল। তবে ভাইরাসের প্রাদুর্ভাব কম শুরু করার পর অনেক প্রতিষ্ঠান কর্মীদের অফিসে ফিরিয়ে আনছে শুরু করেছে। যদিও এখন অনেক দেশেই করোনার দ্বিতীয় ঢেউ শুরু হয়েছে।

প্রযুক্তি জায়ান্ট অ্যাপল এবার আর কর্মীদের ঘরে বসে কাজের পথে হাঁটছে না। কর্মীদের ফিরতে হবে অফিসে! গত বৃহস্পতিবার কর্মীদের সঙ্গে ভার্চুয়াল সভায় অ্যাপলের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) টিম কুক অফিসে ফেরার নতুন পরিকল্পনার কথা জানান। যদিও বাস্তবতা মেনে নিয়ে আগামী বছরের জুনের আগে বেশির ভাগ কর্মী অফিসে ফিরতে পারবেন না বলেও মনে করেন তিনি।
টিম কুক বলেন, ‌‘২০২১ সালের জুনের আগে সম্ভবত বেশির ভাগ কর্মী ফিরে আসতে পারবে না।’

তিনি জানান, নভেল করোনাভাইরাস লকডাউনে কর্মীদের বাড়ি থেকে কাজের বিষয়ে সফলতা পাওয়া গেছে। এটি ভবিষ্যতে দূর থেকে কাজ করতে আরো সক্ষম করে তুলবে। তবুও কুক চূড়ান্তভাবে কর্মীদের অফিসে ফিরিয়ে আনার বিষয়ে অনড়।

অনুষ্ঠানে উপস্থিত কর্মীরা জানিয়েছেন, কুক বলেছেন- অফিসে সরাসরি কাজের কোনো বিকল্প নেই। তবে উৎপাদন কিংবা ফলাফলের কোনো হেরফের ছাড়াই অফিসের বাইরে থেকে কীভাবে আমরা কাজ শেষ করতে পারি, সে সম্পর্কে অনেক কিছু শিখেছি। এসব শিক্ষা গুরুত্বপূর্ণ। মহামারি শেষেও আমরা এ বছরের সেরা রূপান্তরগুলো বজায় রাখব। সূত্র : ব্লমবার্গ

স্টকমার্কেটবিডি.কম/এসএস

সাপ্তাহিক লেনদেনের শীর্ষে বেক্সিমকো লিমিটেড

স্টকমার্কেটবিডি ডেস্ক:

গত সপ্তাহে ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেনের শীর্ষে ছিল বেক্সিমকো লিমিটেড। সপ্তাহজুড়ে কোম্পানিটির ৮কোটি ৫০ লাখ ৫০ হাজার ৮৩৫টি শেয়ার লেনদেন হয়েছে। যার বাজার মূল্য ২৪৪ কোটি ৪ লাখ ৪৩ হাজার টাকা। ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই)এ তথ্য জানা গেছে।

তালিকার দ্বিতীয় স্থানে রয়েছে বেক্সিমকো ফার্মাসিউটিকেলস লিমিটেড। কোম্পানিটির ১ কোটি ৩৪ লাখ ৭৬ হাজার ২৮১টি শেয়ার লেনদেন হয়েছে। যার বাজার মূল্য ১৯২ কোটি ৩৪ লাখ ৫৪ হাজার টাকা।

তালিকার তৃতীয় স্থানে রিপাবলিক ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড। কোম্পানিটির ১০ কোটি ৮ লাখ ৪১৭টি শেয়ার লেনদেন হয়েছে। যার বাজার মূল্য ১৩৭ কোটি ৫৫ লাখ ৪০ হাজার টাকা।

এছাড়া চতুর্থ স্থানে থাকা আইএফআইসি ব্যাংকের ১১৭ কোটি ৭৪ লাখ ১২ হাজার টাকা, পঞ্চম স্থানে রূপালী ইন্স্যুরেন্স লিমিটেডের ১০৩ কোটি ৬৫ লাখ ৮৯ হাজার টাকা,
৬ষ্ঠ স্থানে ফরচুন সুজ লিমিটেডের ৯৬ কোটি ৭১ লাখ ৫০ হাজার টাকা, ৭ম স্থানে লংকাবাংলা ফাইন্যান্স লিমিটেডের ৬১ কোটি ৮৭ লাখ ৫৪ হাজার টাকা, ৮ম স্থানে ন্যাশনাল ফিড মিল লিমিটেডের ৫৫ কোটি ৫২ লাখ ৫১ হাজার টাকা, ৯ম স্থানে এসোসিয়েট অক্সিজেন লিমিটেডের ৫৪ কোটি ২৪ লাখ ৫১ হাজার টাকা এবং ১০ম স্থানে থাকা স্কর্য়ার ফার্মাসিউটিকেলস লিমিটেডের লেনদেন হয়েছে ৫২ কোটি ৪১ লাখ ৬ হাজার টাকার।

স্টকমার্কেটবিডি.কম/এসএস

এডিবির ৯ বিলিয়ন মার্কিন ডলারের তহবিল গঠন

স্টকমার্কেটবিডি প্রতিবেদক :

নয় বিলিয়ন মার্কিন ডলারের (৭৬ হাজার ৫০০ কোটি টাকা) একটি তহবিল গঠন করেছে এশীয় উন্নয়ন ব্যাংক (এডিবি)।

গতকাল শুক্রবার ফিলিপাইনের রাজধানী ম্যানিলার এডিবির প্রধান কার্যালয় থেকে এই তহবিল তৈরির ঘোষণা দেয়া হয়।

এশিয়া প্যাসিফিক অঞ্চলের ৬৮ দেশ বা অঞ্চল এডিবির সদস্য। তারা সবাই এর সুবিধা পাবে। এডিবির সদস্য হিসেবে বাংলাদেশও এখান থেকে করোনার টিকা কেনায় সহযোগিতা পাবে। করোনা ভাইরাসের টিকা কেনা ও এর যথাযথ ব্যবস্থাপনার জন্য এই তহবিল গঠন করা হয়েছে।

এডিবি বলছে, এশিয়া প্যাসিফিক অঞ্চলে ১৪ দশমিক ৩ মিলিয়নের বেশি মানুষ করোনায় আক্রান্ত হয়েছেন। এ অঞ্চলে করোনায় ২ লাখের বেশি মানুষ মৃত্যুবরণ করেছেন।

এ প্রসঙ্গে এডিবির প্রেসিডেন্ট মাসসাতুগু আসাকাওয়া বলেন, ‘এডিবির সদস্য দেশগুলো জনগণের জন্য করোনার টিকা দেয়ার প্রস্তুতি নিচ্ছে; তা কেনা ও যথাযথ ব্যবস্থাপনার জন্য অর্থের প্রয়োজন হবে। তারা যেন এ কাজ যথাযথভাবে করতে পারে সেজন্য এই তহবিল ঘোষণা করা হয়েছে।

স্টকমার্কেটবিডি.কম/

সিএপিএম আইবিবিএল মি. ফান্ড দর পতনের শীর্ষে

স্টকমার্কেটবিডি ডেস্ক:

ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সমাপ্ত সপ্তাহে দর পতনের শীর্ষে রয়েছে সিএপিএম আইবিবিএল ইসলামী মিউচুয়াল ফান্ড লিমিটেড। গত সপ্তাহে শেয়ারটির সর্বোচ্চ দর কমেছে ১৩.১৪ শতাংশ। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

তথ্য অনুযায়ী, সপ্তাহজুড়ে ফান্ডটি মোট ১৯ কোটি ৭০ লাখ ১৫ হাজার টাকা লেনদেন হয়। যা গড়ে প্রতিদিন ৩ কোটি ৯৪ লাখ ৩ হাজার টাকা।

দর পতনের দ্বিতীয় স্থানে রয়েছে বাংলাদেশ ল্যাম্পস লিমিটেড। গত সপ্তাহে শেয়ারটির সর্বোচ্চ দর কমেছে ৮ দশমিক ৬৮ শতাংশ। সপ্তাহজুড়ে শেয়ারটি সর্বমোট ১৭ কোটি ৫৮ লাখ ৬৮ হাজার টাকা লেনদেন হয়। যা গড়ে প্রতিদিন ৩ কোটি ৫১ লাখ ৭৩ হাজার ৬০০ টাকা।

সিএপিএম বিডিবিএল মিউচুয়াল ফান্ড রয়েছে তৃতীয় স্থানে । গত সপ্তাহে শেয়ারটি সর্বোচ্চ দর কমেছে ৮.৪৯ শতাংশ। সপ্তাহজুড়ে শেয়ারটি সর্বমোট ৫ কোটি ৩২ লাখ ৯৪ হাজার টাকা লেনদেন হয়। যা গড়ে প্রতিদিন ১ কোটি ৬ লাখ ৫৮ হাজার ৮০০ টাকা।

তালিকায় থাকা আরও কোম্পানিগুলো হচ্ছে- ইস্টার্ণ ইন্স্যুরেন্সের ৮.১৩ শতাংশ, আনোয়ার গালভানাইজিংয়ের ৭.৬৮ শতাংশ, প্রগতি ইন্স্যুরেন্সের ৭.২৯ শতাংশ , এশিয়া ইন্স্যুরেন্সের ৬.৮৮ শতাংশ, জিকিউ বল পেন ইন্ডাস্ট্রিজের ৬.৫৭ শতাংশ, নিটল ইন্স্যুরেন্সের ৬.৩৪ শতাংশ ও সেন্ট্রাল ইন্স্যুরেন্স লিমিটেডের দর কমেছে ৫.৯৩ শতাংশ।

স্টকমার্কেটবিডি.কম/