একনেকে ৩৩০৮ কোটি টাকার ৫ প্রকল্প অনুমোদন

স্টকমার্কেটবিডি ডেস্ক :

একনেক সভা গ্রামীণ এলাকায় নিরাপদ সুপেয় পানি সরবরাহ, স্যানিটেশন ও কোভিড-১৯ রোধে রানিং ওয়াটারসহ হাইজিন সুবিধা প্রদানের লক্ষ্যে জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি (একনেক) ১ হাজার ৮৮২ কোটি ৫৯ লাখ টাকার একটি প্রকল্প অনুমোদন করেছে।

মঙ্গলবার (২২ ডিসেম্বর) রাজধানীর শেরেবাংলানগরে এনইসি সভাকক্ষে একনেক চেয়ারপারসন ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে অনুষ্ঠিত একনেক সভায় এই প্রকল্পের অনুমোদন দেওয়া হয়।

প্রধানমন্ত্রী তার সরকারি বাসভবন গনভবন থেকে ভিওি কনফারেন্সের মাধ্যমে সভায় যুক্ত হন। সভা শেষে পরিকল্পনা মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মো. আসাদুল ইসলাম প্রেস ব্রিফিংয়ে জানান, চলতি অর্থবছরের ১৯তম একনেক সভায় ৩ হাজার ৩০৮ কোটি ৩৬ লাখ টাকা ব্যয়ে ৫টি প্রকল্পের অনুমোদন দেওয়া হয়েছে।

এর মধ্যে সরকারি অর্থায়ন ১ হাজার ২৪৫ কোটি ৩০ লাখ টাকা, সংস্থার নিজস্ব অর্থায়ন ২০ কোটি ৯৮ লাখ টাকা এবং বৈদেশিক উৎস হতে ঋণ সহায়তা পাওয়া যাবে ২ হাজার ৪২ কোটি ৮ লাখ টাকা। অনুমোদিত ৫ প্রকল্পের মধ্যে দুটি নতুন প্রকল্প এবং তিনটি সংশোধিত প্রকল্প রয়েছে।

পরিকল্পনা কমিশনের ভৌত অবকাঠামো বিভাগের সদস্য মামুন-আল-রশিদ বলেন, স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের জনস্বাস্থ্য প্রকৌশল অধিদফতর ২০২৫ সালের ডিসেম্বর মেয়াদে মানবসম্পদ উন্নয়নে গ্রামীণ পানি সরবরাহ, স্যানিটেশন ও স্বাস্থ্যবিধি প্রকল্পটি বাস্তবায়ন করবে। বিশ্বব্যাংক ও এআইআইবি থেকে প্রকল্প ব্যয়ের ১ হাজার ৮৩১ কোটি ৭৬ লাখ টাকার ঋণ সহায়তা পাওয়া যাবে। প্রকল্পটি ৮ বিভাগের ৩০ জেলার ৯৮ উপজেলায় বাস্তবায়ন হবে।

তিনি জানান, প্রকল্পটি বাস্তবায়ন হলে ৪৫ লাখ মানুষ সুপেয় পানি পাবে। প্রকল্পের আওতায় ৭৮টি লার্জ পাইপড ওয়াটার সাপ্লাই স্কিম, কমিউনিটি পর্যায়ে ৩ হাজার ৩৬৪টি পাইপড ওয়াটার সাপ্লাই স্কিম, ৩৫২টি পাবলিক স্যানিটেশন ও হাইজিন সুবিধা প্রদান, কমিউনিটি ক্লিনিকগুলোতে ৫০০ স্যানিটেশন ও হাইজিন সুবিধা, কমিউনিটি ক্লিনিকগুলোর টয়লেটে ৭৮০টি রানিং ওয়াটার প্রদান, অতি দরিদ্রদের জন্য ৩ লাখ ৫১ হাজার ২৭০ টয়লেট, কোভিড-১৯ রোধে পানি সুবিধাদিসহ হাত ধোয়ার ৮৮২টি স্টেশন নির্মাণ ও কোভিড-১৯ রোধে প্রয়োজনীয় উপকরণ সরবরাহ করা হবে। একনেকে ৭৯৫ কোটি ১৬ লাখ টাকা ব্যয়ে অনুমোদিত নরসিংদী জেলার পল্লী অবকাঠামো উন্নয়ন প্রকল্পটি স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের স্থানীয় সরকার প্রকৌশল অধিদফতর (এলজিইডি) জুলাই ২০২০ হতে জুন ২০২৩ নরসিংদী সদর, পলাশ, শিবপুর, মনোহরদী, বেলাবো ও রায়পুরা উপজেলায় বাস্তবায়ন করবে।

প্রকল্পের আওতায় ৫৬৯ দশমিক ০৪ কিলোমিটার গ্রামীণ সড়ক, ২২ হাজার ৫৫৩ মিটার ড্রোন, ১২ হাজার মিটার স্লোপ প্রটেকশন, ৬৩৬টি ব্রিজ, ৬টি ঘাট ও ১৪টি মার্কেট নির্মাণ করা হবে। আসাদুল ইসলাম জানান, একনেক বৈঠকে প্রধানমন্ত্রী শেখ হাসিনা প্রতিটি উপজেলায় অবকাঠামো, মিনি স্টেডিয়াম ও জলাশয়গুলো যথাযথভাবে গড়ে তুলতে ‘মাস্টার প্ল্যান’ তৈরির ওপর জোর দিয়েছেন। একনেকে রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের অধিকতর উন্নয়ন (১ম সংশোধিত) প্রকল্পে অতিরিক্ত ২৫৯ কোটি ১৭ লাখ টাকা অনুমোদনের প্রসঙ্গ উল্লেখ করে পরিকল্পনা সচিব বলেন, প্রধানমন্ত্রী দেশের বিশ্ববিদ্যালয়গুলোর জবাবদিহি নিশ্চিতকল্পে আরও ভালো পন্থা বের করার নির্দেশ দেন সংশ্লিষ্টদের। বিশ্ববিদ্যালয়সহ অন্যান্য বড় শিক্ষাপ্রতিষ্ঠানের ক্যাম্পাসে যেন অপরিকল্পিত ভবন বা অবকাঠামো তৈরি না হয়, এজন্য তিনি এসব প্রতিষ্ঠানের উন্নয়ন কাজের জন্য ‘মাস্টার প্ল্যান’ তৈরির নির্দেশ প্রদান করেন।

তিনি আরও জানান, সরকারি কর্মকর্তারা বরাদ্দ পাওয়া সরকারি বাসায় না থাকলে প্রধানমন্ত্রী বাড়িভাড়া না দেওয়ার নির্দেশ দিয়েছেন।

তিনি বলেছেন, ‘যাদের নামে সরকারি বাসা বরাদ্দ হবে, তাদের সেই বাসাতেই থাকতে হবে। ’ তিনি বলেন, প্রধানমন্ত্রী বাড়ি ভাড়ার ‘রেট সিডিউল’ পরিবর্তনের ক্ষেত্রে অর্থ মন্ত্রণালয়ের অনুমোদন নেওয়ার কথা বলেছেন।

একনেকে অনুমোদিত অন্য প্রকল্পগুলো হলো- খুলনা জেলার পয়ঃনিষ্কাশন ব্যবস্থা নির্মাণের জন্য ভূমি অধিগ্রহণ প্রথম সংশোধনীর মাধ্যমে ১১৭ কোটি টাকা ব্যয় বাড়ানো হয়েছে। প্রকল্পটির মূল ব্যয় ছিল ৯৬ কোটি টকা। এ ছাড়া ৭৫৩ কোটি ৮৩ লাখ টাকা ব্যয়ে প্রিপেইড গ্যাস মিটার স্থাপন (২য় সংশোধিত) প্রকল্পের অনুমোদন দেয়। সূত্র: বাসস

স্টকমার্কেটবিডি.কম/এস

 

টেকসই ও নবায়নযোগ্য জ্বালানি খাতে বিনিয়োগে আগ্রহী পিএফএএন

স্টকমার্কেটবিডি ডেস্ক :

শিল্পখাতে পরিববেশ বান্ধব, টেকসই ও নবায়নযোগ্য জ্বালানি ব্যবস্থা প্রবর্তনে বাংলাদেশি ব্যবসায়িক প্রতিষ্ঠানের প্রকল্পসমূহে অর্থায়নে আগ্রহী প্রাইভেট ফিন্যান্সিং অ্যাডভাইজরি নেটওয়ার্ক (পিএফএএন)।

আজ মঙ্গলবার (২২ ডিসেম্বর) ঢাকা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি (ডিসিসিআই) এবং প্রাইভেট ফিন্যান্সিং অ্যাডভাইজরি নেটওয়ার্ক (পিএফএএন) যৌথভাবে আয়েজিত ‘পরিবেশ এবং নবায়নযোগ্য জ্বালানি খাতে বাংলাদেশে বিনিয়োগের সম্ভাবনা’ শীর্ষক ওয়েবিনারে আগ্রহের কথা ব্যক্ত করেন অংশগ্রহণকারীরা।

ওয়েবিনারের স্বাগত বক্তব্যে ঢাকা চেম্বারের ভারপ্রাপ্ত সভাপতি এন কে এ মবিন বলেন, বাংলাদেশের আর্থ-সামাজিক উন্নয়নে দেশের বেসরকারি খাত গুরুত্বপূর্ণ অবদান রেখে চলেছে, তবে জলবায়ু পরিবর্তনের ফলে পরিবর্তিত পরিস্থিতি মোকাবিলায় বেসকারি খাতকে এখনই প্রস্তুতি গ্রহণ করতে হবে।

তিনি শিল্পখাতে জ্বালানির জন্য ফসিল ফুয়েল উপর নির্ভরতা কমিয়ে জ্বালানির অন্যান্য উৎস খুঁজে বের করার আহ্বান জানান।

তিনি নবায়নযোগ্য জ্বালানির উৎসসমূহের উপর বেশি হারে গুরুত্ব প্রদানের জন্য উদ্যোক্তাদের প্রতি আহ্বান জানান এবং সে মোতাবেক পরিকল্পনা প্রণয়নের উপর গুরুত্বারোপ করেন।

প্রাইভেট ফিন্যান্সিং অ্যাডভাইজরি নেটওয়ার্ক (পিএফএএন)-এর এশিয়া অঞ্চলের প্রধান ড. পিটার ডু পন্ট বলেন, উন্নয়নশীল দেশগুলোতে কার্বন গ্যাসের স্বল্প নিঃসরণ এবং জলবায়ু পরিবর্তনের চ্যালেঞ্চ মোকাবিলায় আগ্রহী উদ্যোক্তাদের ব্যবসায়িক কর্মকাণ্ডের আর্থিক সহায়তা প্রদানে প্রাইভেট ফিন্যান্সিং অ্যাডভাইজরি নেটওয়ার্ক কাজ করে যাচ্ছে।

তিনি জানান, প্রতিষ্ঠানটি ২০০৮ সাল হতে এ পর্যন্ত এ ধরনের ৬৭৫টি প্রকল্পে ১.৮ বিলিয়ন মার্কিন ডলার অর্থায়ন করেছে এবং ২০২০ সালের ডিসেম্বের পর্যন্ত এশিয়া অঞ্চলে আরো ৯৪টি প্রকল্পে অর্থায়নের কার্যক্রম চলমান রয়েছে।

প্রাইভেট ফিন্যান্সিং অ্যাডভাইজরি নেটওয়ার্ক (পিএফএএন)-এর থাইল্যান্ড ভিত্তিক উপদেষ্টা জেমোন টোন হোনসিরি বলেন, বাংলাদেশের নবায়নযোগ্য জ্বালানির সক্ষমতা বৃদ্ধি, পর্যটন, স্বাস্থ্য এবং কৃষি খাতে থাইল্যান্ডের বিনিয়োগের প্রচুর সম্ভাবনা রয়েছে।

তিনি বলেন, বাংলাদেশ থাই বিনিয়োগ তেমন একটা নেই, তবে পরিবেশ বান্ধব প্রকল্পসমূহে আরও থাই প্রতিষ্ঠান যাতে বিনিয়োগে আকর্ষিত হয়, সেজন্য পিএফএএন-থাইল্যান্ড কাজ করে যাবে।

প্রাইভেট ফিন্যান্সিং অ্যাডভাইজরি নেটওয়ার্ক (পিএফএএন)-এর বাংলাদেশ আবাসিক প্রতিনিধি শ্যামল বর্মণ বলেন, বিএফএএন-এর বাংলাদেশের চিংড়ি রপ্তানি খাতে বিনিয়োগের প্রচুর সম্ভাবনা রয়েছে। তিনি বলেন, বাংলাদেশে সৌর বিদ্যুৎভিত্তিক প্রকল্প সমূহ বেশ সম্ভাবনাময়, যেগুলোতে দীর্ঘমেয়াদী অর্থায়ন প্রয়োজন এবং পিএফএএন এ ধরনের দীর্ঘমেয়াদী প্রকল্পে অর্থায়নে আগ্রহী।

এসিআই এগ্রো লিংক লিমিটেড-এর হেড অব বিজনেস মোহাম্মদ সাইফুল্লাহ, ওমেগা রিনিউইয়েবল এনার্জি লিমিটেড-এর প্রধান নির্বাহী কর্মকর্তা মাসুদুর রহিম এবং প্রাইভেট ফিন্যান্সিং অ্যাডভাইজরি নেটওয়ার্ক (পিএফএএন)-এর ব্যবস্থাপনক ন্যান্সি গুয়েন অনুষ্ঠানে যোগদান করেন।

স্টকমার্কেটবিডি.কম

মার্কিন কংগ্রেসে ৮৯২ বিলিয়ন ডলারের করোনা প্রণোদনা বিল পাস

স্টকমার্কেটবিডি ডেস্ক :

যুক্তরাষ্ট্র কংগ্রেসের প্রতিনিধি পরিষদে দীর্ঘ প্রতীক্ষিত ৮৯২ বিলিয়ন ডলারের করোনার প্রণোদনা প্যাকেজ বিল পাস হয়েছে, যা বাংলাদেশি মুদ্রায় দাঁড়ায় ৭৫ লাখ কোটি টাকারও বেশি।

বিলটি এখন যুক্তরাষ্ট্রের পার্লামেন্টের উচ্চকক্ষ সিনেটে যাবে। আশা করা হচ্ছে, দ্রুতই বিলটি পাস হয়ে যাবে। খবর বিবিসির।

এই বিলে প্রণোদনা হিসেবে জনপ্রতি ৬০০ ডলার করে দেয়া হবে। ওই অর্থ থেকে ২০২১ সালের সেপ্টেম্বর মাস পর্যন্ত সরকারের তহবিলে অর্থ জোগান দেয়া হবে।

করোনাভাইরাস টিকা অতিদ্রুত সরবরাহ এবং করোনা মহামারীর কারণে যেসব ক্ষুদ্র ব্যবসাপ্রতিষ্ঠান ক্ষতিগ্রস্ত হয়েছে, মহামারীর কারণে অর্থনৈতিক শ্লথগতির জন্য যারা চাকরি হারিয়েছেন, তাদের এবং স্বাস্থ্যকর্মীদের কাছে সাহায্য শিগগিরই পৌঁছানোর অঙ্গীকার করা হয়েছে বিলে।

করোনার টিকাদান কর্মসূচির আওতায় ৭৫ বছর বা আরও বেশি বয়সীসহ জরুরি সেবাকর্মী যেমন দমকল বাহিনীর সদস্য, শিক্ষক এবং দোকানকর্মীদের ভ্যাকসিন দেয়া হবে। এ সুপারিশ করেছে যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় উপদেষ্টা পরিষদ।

আমেরিকায় করোনা মহামারী নিয়ন্ত্রণে আনার জন্য কাজ করার পাশাপাশি হাসপাতালগুলোতে এখন মডার্নার তৈরি দ্বিতীয় করোনা ভ্যাকসিন পাঠানোর কাজ শুরু হয়েছে।

এদিকে টেনেসি রাজ্যের গভর্নর বিল লি সামাজিক জমায়েতবিষয়ক নতুন কিছু নিষেধাজ্ঞা ঘোষণা করেছেন।

যদিও ওই রাজ্যে এখনও মাস্ক পরা বাধ্যতামূলক করা হয়নি। যুক্তরাষ্ট্রের মধ্যে টেনেসিতে করোনা রোগীদের সেবাদানকারী স্বাস্থ্যসেবাকর্মীরা সবচেয়ে বেশি আক্রান্ত হচ্ছেন।

স্টকমার্কেটবিডি.কম

আগামীকাল যে সব কোম্পানির এজিএম

স্টকমার্কেটবিডি প্রতিবেদক :

শেয়ারবাজারে তালিকাভুক্ত ১০টি কোম্পানির বার্ষিক সাধারণ সভা (এজিএম) আগামীকাল মঙ্গলবার (২৩ ডিসেম্বর) অনুষ্ঠিত হবে। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা যায়, আগামীকাল মঙ্গলবার বার্ষিক সাধারণ সভা (এজিএম) অনুষ্ঠিত হবে যে ১০টি কোম্পানির যেমন: বিডি সার্ভিসেসের ইন্টারকন্টিনেন্টাল রেস্তোরায় সন্ধ্যা ৬টায় এজিএম অনুষ্ঠিত হবে। ২০২০ সালের জুনে কোনো লভ্যাংশ ঘোষণা করেনি।

ফরচুন সুজের ডিজিটাল প্লাটফর্মে ১১টা ৩০ মিনিটে এজিএম অনুষ্ঠিত হবে। ২০২০ সালের জুনে ৫ শত্যাংশ নগদ ও ৫ শত্যাংশ বোনাস লভ্যাংশ শেয়ারহোল্ডাদের দেওয়া হয়।

বাংলাদেশ শিপিং কর্পোরেশনের ডিজিটাল প্লাটফর্মে বেলা ১১ টায় এজিএম অনুষ্ঠিত হবে। ২০২০ সালের জুনে ১০ শত্যাংশ নগদ লভ্যাংশ ঘোষণা করা হয়।

জিবিবি পাওয়ারের ডিজিটাল প্লাটফর্মে বেলা ১১ টায় এজিএম অনুষ্ঠিত হবে।

হা-ওয়েল টেক্সটাইলের ডিজিটাল প্লাটফর্মে বেলা ১০টা ৩০মিনিটে এজিএম অনুষ্ঠিত হবে। ২০২০ সালের জুনে ২০ শত্যাংশ নগদ লভ্যাংশ ঘোষণা করা হয়।

ইন্ট্রাকো রিফুয়েলিংয়ের ডিজিটাল প্লাটফর্মে বেলা ১১টা ৩০ মিনিটে এজিএম অনুষ্ঠিত হবে। ২০২০ সালের জুনে সাধারণ শেয়ারহোল্ডাদের ৫ শত্যাংশ নগদ ও সকল শেয়ারহোল্ডাদের ৫ শত্যাংশ বোনাস লভ্যাংশ ঘোষণা করা হয়।

ওরিয়ন ইনফিউশনের ডিজিটাল প্লাটফর্মে বেলা ৩টায় এজিএম অনুষ্ঠিত হবে। ২০২০ সালের জুনে ১০ শত্যাংশ নগদ লভ্যাংশ ঘোষণা করা হয়।

ওরিয়ন ফার্মার ডিজিটাল প্লাটফর্মে বেলা ৪টায় এজিএম অনুষ্ঠিত হবে। ২০২০ সালের জুনে ১০ শত্যাংশ নগদ লভ্যাংশ ঘোষণা করা হয়।

সামিট এলায়েন্স পোর্ট লিমিটেডের ডিজিটাল প্লাটফর্মে বেলা ১১টায় এজিএম অনুষ্ঠিত হবে। ২০২০ সালের জুনে ৮ শত্যাংশ নগদ ও ২ শত্যাংশ বোনাস লভ্যাংশ ঘোষণা করা হয়।

এবং ওয়ালটন হাই-টেক ইন্ডাস্টিজ লিমিটেডের প্লাটফর্মে বেলা ১১টা ৩০ মিনিটে এজিএম অনুষ্ঠিত হবে। ২০২০ সালের জুনে ২০০ শত্যাংশ নগদ লভ্যাংশ সাধারণ শেয়ারহোল্ডাদের এবং পরিচালক ও উদ্যোক্তাদের জন্য ৭৫ শত্যাংশ নগদ লভ্যাংশ।

স্টকমার্কেটবিডি.কম/এসএস

রবি-বাংলালিংকের টিভ্যাস বন্ধের সিদ্ধান্ত আপাতত প্রত্যাহার

স্টকমার্কেটবিডি ডেস্ক :

টেলিকম অপারেটর রবি ও বাংলালিংকের নেটওয়ার্ক ব্যবহার করে কনটেন্ট প্রোভাইডারদের মাধ্যমে সব ধরনের টেলিকম ভ্যালু অ্যাডেড সার্ভিস (টিভ্যাস) বন্ধ রাখার নির্দেশনা অস্থায়ীভাবে প্রত্যাহার করে নিয়েছে নিয়ন্ত্রক সংস্থা বিটিআরসি।

গ্রাহকের অজান্তে সেবা চালু করে টাকা কেটে নেওয়ার অভিযোগে সোমবার এই সিদ্ধান্ত নিয়েছিল নিয়ন্ত্রক সংস্থা। তবে দুই অপারেটরের সঙ্গে আলোচনার পর একদিনের মধ্যে সিদ্ধান্ত বদলে যায়।

বিটিআরসির চেয়ারম্যান শ্যাম সুন্দর সিকদার মঙ্গলবার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “দুই অপারেটরদের সাথে সকালে বৈঠক হয়েছে। এ বিষয়ে তারা তাদের কিছু ভুল-ক্রটি স্বীকার করে সমাধানের নিশ্চয়তা দিয়েছে। দুই অপারেটরকে অস্থায়ী ভিত্তিতে এ নির্দেশনা প্রত্যাহারের সিদ্ধান্ত জানানো হয়েছে।”

রবি ও বাংলালিংকে কনটেন্ট সরবরাহকারী কোনো সমস্যা হবে না বলে জানান বিটিআরসি চেয়ারম্যান।

“যে কোনো সিদ্ধান্ত কমিশন বৈঠকে নিতে হলেও বিষয়টি গুরুত্বপূর্ণ, কারণ নিউজ অ্যালার্টসহ অন্যান্য সেবা এর মাধ্যমে দেওয়া হয়ে থাকে। আগামী কমিশন বৈঠক পর্যন্ত তাদের সময় দেওয়া হয়েছে। এর মধ্যে সমস্যাগুলো সমাধান করলে এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে।”

বিটিআরসি নির্দেশনার পর সোমবার মধ্য রাত থেকে টিভ্যাস বন্ধ করার জন্য কনটেন্ট প্রোভাইডারদের জানিয়েছিল দুই অপারেটরর।

রবি আজিয়াটা লিমিটেডের ঊর্ধ্বতন এক কর্মকর্তা বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “সোমবার এ ধরনের নির্দেশনা পাওয়ার পর কনটেন্ট প্রোভাইডারদের এ সংক্রান্ত নির্দেশনা জানানো হয় এবং বন্ধ প্রক্রিয়া শুরু করতে হয়েছিল। তবে মঙ্গলবার সকালে নিয়ন্ত্রক সংস্থার সাথে বৈঠকে তা অস্থায়ীভাবে প্রত্যাহারের সিদ্ধান্ত জানানো হয়েছে। তাই কনটেন্ট প্রোভাইডারদের কোনো সমস্যা থাকছে না।”

বিটিআরসির তথ্য অনুযায়ী, বর্তমানে নিবন্ধিত টিভ্যাস অপারেটর রয়েছে ১৮২টি।

দেশের ৪ অপারেটরের মাধ্যমে নিউজ অ্যালার্টসহ গান, ভিডিও, ওয়েলকাম টিউন ইত্যাদি সেবা দিয়ে থাকে টিভ্যাস প্রতিষ্ঠানগুলো।

গত ১২ নভেম্বর গ্রাহকের অজান্তে সেবা চালু করে টাকা কেটে নেওয়ার বিষয়ে টেলিকম অপারেটর রবি ও বাংলালিংকের কাছে ব্যাখ্যা চেয়েছিল নিয়ন্ত্রক সংস্থা। অভিযোগের ভিত্তিতে বাংলালিংক ও রবির সব টিভ্যাস কেন বন্ধ রাখা হবে না, সে বিষয়ে ৭ দিনের মধ্যে কমিশনকে অবহিত করার জন্য নির্দেশনা দিয়েছিল বিটিআরসি।

একই নোটিসে কনটেন্ট প্রোভাইডারদের মাধ্যমে সব টেলিকম ভ্যালু অ্যাডেড সার্ভিস (টিভ্যাস) বন্ধ রাখার নির্দেশনা দিয়েছিল বিটিআরসি।

তখন দুই অপারেটরের কর্মকর্তারা বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেছিলেন, এ বিষয়ে বিটিআরসির সঙ্গে আলোচনা করে সমাধান করা হয়েছে। সূত্র : বিডি নিউজ২৪

স্টকমার্কেটবিডি.কম/এম

তাওফিকা ফুডসের আইপিও আবেদন শুরু ৩ জানুয়ারি

স্টকমার্কেটবিডি প্রতিবেদক :

শেয়ারবাজার থেকে অর্থ উত্তোলনের অনুমোদন পাওয়া তাওফিকা ফুডস অ্যান্ড এ্যাগ্রো ইন্ডাস্ট্রিজের প্রাথমিক গণপ্রস্তাবে (আইপিও) আগামী ৩ জানুয়ারি থেকে আবেদন শুরু হবে। এই আবেদন জমা নেওয়া শেষ হবে ৭ জানুয়ারি। কোম্পানি সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা গেছে, কোম্পানিটির আইপিওতে ৫০০ শেয়ারের লটের জন্য ৫০০০ টাকা জমা দিবে আগ্রহী বিনিয়োগকারী।

গত ১৫ অক্টোবর কমিশনের ৭৪৪তম নিয়মিত সভায় এ আইপিওটি অনুমোদন দেওয়া হয়।

সূত্রে জানা যায়, তাওফিকা ফুডস এন্ড এগ্রো লিমিটেড শেয়ারবাজারে ৩ কোটি সাধারণ শেয়ার ছেড়ে ৩০ কোটি টাকা উত্তোলন করবে। কোম্পানিটি ১০ টাকা ইস্যু মূল্যে শেয়ার ইস্যু করবে।

উত্তোলিত অর্থ দিয়ে কোম্পানিটি মেশিন-পাতি ক্রয়, ফ্রিজ ক্রয়, যানবহন ক্রয়, ডিপোতে বিনিয়োগ, ব্যাংক ঋণ পরিশোধ এবং আইপিও খরচ খাতে ব্যয় করবে।

৩০ সেপ্টেম্বর ২০১৯ বছরের প্রথম প্রান্তিকের নিরীক্ষিত আর্থিক বিবরণী অনুযায়ী কোম্পানিটির শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ১.২০ টাকা এবং শেয়ার প্রতি সম্পদের পরিমাণ (এনএভিপিএস) দাঁড়িয়েছে ১২.১৭ টাকায়।

কোম্পানিটির ইস্যু ব্যবস্থাপনার দায়িত্বে নিয়োজিত রয়েছে বানকো ফাইন্যান্স অ্যান্ড ইনভেস্টমেন্ট ও সন্ধানী লাইফ ইনভেস্টমেন্ট লিমিটেড।

স্টকমার্কেটবিডি.কম/জেড

বিএটিবিসির বিরুদ্ধে আইন লঙ্ঘনের অভিযোগ

স্টকমার্কেটবিডি প্রতিবেদক :

শেয়ারবাজারে তালিকাভুক্ত কোম্পানি ব্রিটিশ আমেরিকান টোব্যাকো বাংলাদেশ কোম্পানির (বিএটিবিসি) বিরুদ্ধে ধূমপান প্রতিরোধ আইন লঙ্ঘনের অভিযোগ তুলেছে বেসরকারি গবেষণা ও অ্যাডভোকেসি সংগঠন ভয়েসেস ফর ইন্টার অ্যাক্টিভ চয়েস অ্যান্ড এম্পাওয়ারমেন্ট (ভয়েস)। একই সঙ্গে সংগঠনটি তামাক নিয়ন্ত্রণ কর্মসূচিতে কাজ করতে এবং মৃত্যু বিপণন বাজারিকরণ থেকে সরে আসার আহ্বান জানানো হয়েছে।

গতকাল গণমাধ্যমে ভয়েসের পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তি থেকে এ তথ্য জানা যায়।

জানা যায, বিএটিবির পৃষ্ঠপোষকতায় গত ১৫ ডিসেম্বর ঢাকায় ব্যাটল অব মাইন্ডস’ (বিওএম) ২০২০-এর গ্র্যান্ড ফাইনাল অনুষ্ঠিত হয়। ব্যাটল অব মাইন্ডসের মতো স্পনসরশিপ ইভেন্টের মাধ্যমে বিএটিবি যুবসমাজকে ধোঁয়াশার ফাঁদে ফেলে মৃত্যুর বিপণন করছে, যা জনস্বাস্থ্যের জন্য হুমকিস্বরূপ। এ ধরনের কর্মসূচি ধূমপান ও তামাকজাত পণ্য ব্যবহার (নিয়ন্ত্রণ) (সংশোধন) আইন লঙ্ঘন।

আরও জানা যায়, বিএটিবির হস্তক্ষেপ এবং আইন-ভঙ্গকারী মনোভাব জনস্বাস্থ্যের জন্য হুমকি এবং এসডিজি অর্জনের ক্ষেত্রে সরকারের প্রতিশ্রুতিগুলোর বিরুদ্ধে যায়। প্রধানমন্ত্রী শেখ হাসিনা ২০৪০ সালের মধ্যে বাংলাদেশকে তামাকমুক্ত করার ঘোষণা দিয়েছেন এবং ২০৩০ সালের মধ্যে এসডিজি অর্জনে প্রতিশ্রুতিবদ্ধ হওয়ায় এ ধরনের কার্যক্রম ও বক্তব্য প্রধানমন্ত্রীর ঘোষণা লঙ্ঘনের নামান্তর।

এ বিষয়ে ভয়েসের নির্বাহী পরিচালক আহমেদ স্বপন মাহমুদ জানান, বিভিন্ন ধরনের সিএসআর কার্যক্রমের মাধ্যমে তামাকজাত কোম্পানিগুলো প্রচার চালাচ্ছে, যা সুস্পষ্ট আইনের লঙ্ঘন।

একই সঙ্গে তিনি আইনপ্রণেতাদের বিষয়গুলো নিবিড়ভাবে পর্যবেক্ষণ করতে এবং তামাকজাত কোম্পানিগুলোর প্রচার ও প্রসারের বন্ধে ব্যবস্থা গ্রহণের আহ্বান জানান।

সংগঠনটির অভিযোগ, ধূমপান এবং তামাকজাত পণ্য ব্যবহার (নিয়ন্ত্রণ) আইনে তামাকের প্রচার বা বিজ্ঞাপনের জন্য সব ধরনের স্পনসর বা পুরস্কার নিষিদ্ধ।

স্টকমার্কেটবিডি.কম/

ঢাকা ব্যাংকের অফিসের ঠিকানা পরিবর্তন

স্টকমার্কেটবিডি ডেস্ক:

শেয়ারবাজারে তালিকাভুক্ত ব্যাংকিং খাতের প্রতিষ্ঠান ঢাকা ব্যাংক লিমিটেডের রেজিস্টার্ড অফিস ও শেয়ার অফিসের ঠিকানা পরিবর্তন করা হয়েছে। ডিএসই সূত্রে এসব তথ্য জানা যায়।

সূত্র জানায়, ব্যাংকটির রেজিস্টার্ড অফিস ও শেয়ার অফিস পূর্বের ঠিকানা হতে সরিয়ে গুলশানে একে খন্দকার রোডে অবস্থিত একটি ভবনে এ স্থানান্তর করা হয়েছে।

গত ২০ ডিসেম্বর থেকে ব্যাংকটি এই নতুন অফিসের কার্যক্রম শুরু করেছে।

স্টকমার্কেটবিডি.কম/এসএস

ব্লক মার্কেটে ৫৩ কোটি টাকার লেনদেন

স্টকমার্কেটবিডি প্রতিবেদক :

ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) মঙ্গলবার ব্লক মার্কেটে মোট ৩৭ কোম্পানির শেয়ার লেনদেন হয়েছে। কোম্পানিগুলোর মোট ১ কোটি ২৯ লাখ ৫৬ হাজার ১৫৮টি শেয়ার লেনদেন হয়েছে। যার আর্থিক মূল্য ৫৩ কোটি ২৯ লাখ টাকা। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

মঙ্গলবার ব্লক মার্কেটে সবচেয়ে বেশি টাকার লেনদেন হয়েছে ইফাদ অটোস লিমিটেডের শেয়ার। কোম্পানিটি ২৫ কোটি ৫০ লাখ টাকার শেয়ার লেনদেন করেছে।

বেক্সিমকো ফার্মা ৭ কোটি ৯৯ লাখ টাকার শেয়ার লেনদেন করে তালিকার দ্বিতীয় স্থানে রয়েছে।

বাংলাদেশ ন্যাশনাল ইন্স্যুরেন্স ৩ কোটি ৮৮ লাখ টাকার শেয়ার লেনদেন করে তালিকার তৃতীয় স্থানে রয়েছে।

ব্লক মার্কেটে লেনদেন করা অন্য কোম্পানিগুলো হচ্ছে- আমান কটন ফাইবার্স, একমি ল্যাব, অ্যাডভেন্ট ফার্মা, অগ্নি সিস্টেমস, বারাকা পাওয়ার, বিডি ফিন্যান্স, বেক্সিমকো, বিএসআরএম স্টিল লিমিটেড, বেক্সিমকো ফার্মা, কনফিডেন্স সিমেন্ট, ডিবিএইচ, ড্রাগন সোয়েটার, জেএমআই সিরিঞ্জ, এমএল ডাইং, মিউচ্যুয়াল ট্রাস্ট ব্যাংক, এনসিসি ব্যাংক, ওরিয়ন ফার্মা, পিপলস ইন্স্যুরেন্স, প্রাইম ইন্স্যুরেন্স, প্রগ্রেসিভ লাইফ ইন্স্যুরেন্স, প্রভাতি ইন্স্যুরেন্স, রহিম টেক্সটাইল, রিং শাইন, রূপালী ইন্স্যুরেন্স, সাইফ পাওয়ারটেক, এসকে ট্রিমস, শাহজিবাজার পাওয়ার, স্কয়ার ফার্মা, এসএস স্টিল, স্ট্যান্ডার্ড সিরামিকস, সানলাইফ ইন্স্যুরেন্স, ইউনাইটেড ফিন্যান্স, ইউনাইটেড পাওয়ার, ভিএফএস থ্রেড ডাইং ও ওয়ালটন হাইটেক ইন্ডাস্ট্রিজ লিমিটেড।

স্টকমার্কেটবিডি.কম/এম

লেনদেনের শীর্ষে বেক্সিমকো লিমিটেড

স্টকমার্কেটবিডি ডেস্ক:

দিন শেষে ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেনের শীর্ষ তালিকায় রয়েছে বেক্সিমকো লিমিটেড। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা যায়, আজ মঙ্গলবার কোম্পানিটির ৯০ কোটি টাকার শেয়ার লেনদেন হয়েছে। দ্বিতীয় স্থানে রয়েছে বেক্সিমকো ফার্মা যার শেয়ার লেনদেন হয়েছে ৫৮ কোটি ৫৬ লাখ টাকার।

তৃতীয় স্থানে রূপালী ইন্স্যুরেন্স শেয়ার লেনদেন হয়েছে ৩২ কোটি ১ লাখ টাকার।

লেনদেনের তালিকার কোম্পানিগুলো হচ্ছে- লাফার্জ হোলসিম বাংলাদেশ ২৯ কোটি ৭২ লাখ টাকা, ফরচুন সুজ ২৮ কোটি ৬৮ লাখ টাকার, ওরিয়ন ফার্মা ২৭ কোটি ২২ লাখ টাকার, বাংলাদেশ সাবমেরিন ক্যাবল ২৪ কোটি ৩৮ লাখ টাকা, আইএফআইসি ব্যাংক ২২ কোটি ৯৭ লাখ টাকা, রিপাবলিক ইন্স্যুরেন্স ২১ কোটি ১১ লাখ টাকার ও পিপলস ইন্স্যুরেন্স লিমিটেড লেনদেন হয় ১৯ কোটি ৬৪ লাখ টাকার।

স্টকমার্কেটবিডি.কম/এম