৩ দিন বন্ধ থাকবে শেয়ারবাজার

স্টকমার্কেটবিডি প্রতিবেদক:

দেশের উভয় শেয়ারবাজারে তিন দিন লেনদেন বন্ধ থাকবে। ব্যাংক হলিডে ও সাপ্তাহিক ছুটি মিলিয়ে আগামী ৩১ ডিসেম্বর,২০২০- ২ জানুয়ারি,২০২১ পর্যন্ত বাজার বন্ধ থাকবে। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ (সিএসই) সূত্রে এ তথ্য জানা যায়।

সূত্র মতে, আগামী বৃহস্পতিবার ( ৩১ ডিসেম্বর) ব্যাংক হলিডে উপলক্ষে ব্যাংক বন্ধ থাকবে। এবং ব্যাংকের সাথে শেয়ারবাজারের সম্পর্ক থাকায় সেদিন বাজারে লেনদেন বন্ধ থাকবে। এছাড়া পরের দু দিন শুক্রবার ও শনিবার যথানিয়মে সাপ্তাহিক ছুটি থাকার কারণে বন্ধ থাকবে। এতে টানা তিন দিন লেনদেন বন্ধ থাকবে শেয়ারবাজারে।

উল্লেখ্য, ব্যাংক হলিডে উপলক্ষে বৃহস্পতিবার শেয়ারবাজারে লেনদেন বন্ধ থাকলেও স্টক এক্সচেঞ্জে অফিস চালু থাকবে। এবং অফিসিয়াল কার্যক্রম পরিচালনা করা হবে। এছাড়া শুক্রবার ও শনিবার লেনদেন সহ স্টক এক্সচেঞ্জের অফিস বন্ধ থাকবে।

স্টকমার্কেটবিডি.কম/

স্টাইল ক্রাফটসের কারখানায় বেতনের দাবিতে শ্রমিক-বিক্ষোভ

স্টকমার্কেটবিডি প্রতিবেদক:

বকেয়া বেতন পরিশোধের দাবিতে গাজীপুর মহানগরের তিনসড়ক এলাকায় স্টাইল ক্রাফটস লিমিটেড নামের একটি তৈরি পোশাক কারখানার শ্রমিকরা আবারও বিক্ষোভ করেছে।

বিক্ষুব্ধ শ্রমিকরা গতকাল শুক্রবার সকালে জয়দেবপুর-ঢাকা সড়ক অবরোধ করে বিক্ষোভ করে। এতে কারখানার সামনের ঢাকা-জয়দেবপুর সড়কের চান্দনা চৌরাস্তা থেকে শিববাড়ী পর্যন্ত সড়কের উভয় দিকে দীর্ঘ যানজট সৃষ্টি হয়।

আন্দোলনরত শ্রমিক ও পুলিশ জানায়, ওই কারখানার শ্রমিকদের গত সেপ্টেম্বর ও অক্টোবরে ৬৫ শতাংশ বেতন দেওয়া হয়। গত নভেম্বরের বেতন দেওয়ার একাধিক তারিখ দিলেও কারখানা কর্তৃপক্ষ তা পরিশোধ করেনি। এ অবস্থায় বকেয়া পাওনা পরিশোধের দাবিতে শুক্রবার সকাল সাড়ে ৭টা থেকে শ্রমিকরা কারখানার সামনে অবস্থান নিয়ে বিক্ষোভ করে এবং সড়ক অবরোধ করে রাখে।

এ সময় রাস্তার উভয় পাশে দীর্ঘ যানজট সৃষ্টি হয়। এছাড়া শুক্রবার সকালে কারখানার ফটকে নভেম্বর মাসের বেতন আগামী ৭ জানুয়ারি প্রদানসহ তিন দিনের ছুটির ঘোষণার নোটিশ দেখে শ্রমিকরা উত্তেজিত হয়ে ওঠে। পরে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে নেয়। এর আগে বৃহস্পতিবার দুপুর থেকে রাত ৯টা পর্যন্ত বকেয়া বেতন পরিশোধের দাবিতে কারখানার শ্রমিকরা বিক্ষোভ ও সড়ক অবরোধ করে।

গাজীপুর মেট্রোপলিটন পুলিশের (জিএমপি) সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা রফিকুল ইসলাম চৌধুরী জানান, কারখানা কর্তৃপক্ষ নভেম্বর মাসের বকেয়া বেতন আগামী ২৮ ডিসেম্বর অর্ধেক ও ৭ জানুয়ারি বাকি অর্ধেক এবং ডিসেম্বর মাসের বেতন আগামী ২৭ জানুয়ারি পরিশোধ করবে বলে প্রতিশ্রুতি দিলে শ্রমিকরা বিকেল সোয়া ৫টার দিকে সড়ক অবরোধ তুলে নেয়। পরে ওই সড়কে যানবাহন চলাচল স্বাভাবিক হয়।

স্টকমার্কেটবিডি.কম/

বড়দিনেও ব্রেক্সিট পরবর্তী চুক্তির আলোচনায় ইইউ প্রতিনিধিরা

স্টকমার্কেটবিডি ডেস্ক:

“তাই আমি সকল ইউরোপিয়ানদের বলতে চাই, ব্রেক্সিটকে পেছনে ফেলে সামনে এগিয়ে যাওয়ার সময় এসেছে। আমাদের ভবিষ্যৎ ইউরোপেই লেখা আছে।”

পরিবারের সাথে সময় কাটানো, একসাথে টার্কির মাংস খাওয়া বা উপহারের মোড়ক খোলার বদলে যুক্তরাজ্যের সাথে ব্রেক্সিট পরবর্তী চুক্তির পর্যালোচনা করেই বড়দিন কাটাচ্ছেন ইউরোপীয় ইউনিয়নের প্রতিনিধিরা।

গত বৃহস্পতিবার চূড়ান্ত হওয়া চুক্তি নিয়ে ইউরোপীয় ইউনিয়নভুক্ত জাতিগুলো নিয়ে গঠিত পার্মানেন্ট রিপ্রেজেনটেটিভ কমিটিতে আলোচনা করবেন ইউরোপীয় ইউনিয়ন পক্ষের প্রধান আলোচক মাইকেল বার্নিয়ার।

বিগত মাসগুলোতে একাধিকবার আলোচনা ও মতবিরোধের পর আসন্ন ৩১ ডিসেম্বরে সময় শেষ হওয়ার কিছুদিন আগেই চূড়ান্ত হলো ব্রেক্সিট পরবর্তী বাণিজ্য চুক্তি।

এখন শুধু ইউরোপীয় ইউনিয়নের নেতা, ইউরোপিয়ান পার্লামেন্ট ও যুক্তরাজ্যের পার্লামেন্টে চুক্তি স্বাক্ষর হওয়া বাকি।

আগামী ৩০ ডিসেম্বর এনিয়ে আলোচনায় বসবেন ব্রিটিশ আইনপ্রণেতারা।

ইইউ’র সবগুলো সদস্য দেশের চুক্তি স্বাক্ষরের পর চুক্তির আনুষ্ঠানিক অনুমোদনের ব্যাপারে ভোটগ্রহণ হবে ইউরোপিয়ান পার্লামেন্টে।

৩১ ডিসেম্বরের আগে জরুরি ভিত্তিতে ভোটগ্রহণ প্রক্রিয়া গ্রহণের সময় নেই বলে জানিয়েছে ইউরোপিয়ান পার্লামেন্ট।

এর পরিবর্তে ইইউ-যুক্তরাজ্যের চুক্তি অস্থায়ী অনুমোদন দিয়ে পরবর্তীতে নতুন বর্ষে ইউরোপিয়ান পার্লামেন্টের সদস্যদের মাধ্যমে চুক্তির আনুষ্ঠানিক অনুমোদন দেয়া হবে বলে জানিয়েছে ইউরোপিয়ান পার্লামেন্ট।

চুক্তির মূল বিষয়

শুল্ক ও কোটা মুক্ত বাণিজ্য
মুক্ত চলাচলের অধিকার থাকছে না। ভিসা ছাড়া যুক্তরাজ্যের নাগরিকদের ইউরোপীয় ইউনিয়নের দেশগুলোতে বসবাস, পড়াশোনা, কাজ করার ও ব্যবসা করার সুযোগ থাকছে না।
যুক্তরাজ্য ও ইউরোপীয় ইউনিয়নের দেশগুলোর মধ্যে সীমান্তে চেকিং চালু হবে।
আয়ারল্যান্ড দ্বীপে প্রজাতন্ত্রী আয়ারল্যান্ড ও নর্দার্ন আয়ারল্যান্ডের মধ্যে কোনো কড়াকড়ি সীমান্ত ব্যবস্থা থাকবে না।
আগামী পাঁচ – সাড়ে পাঁচ বছরের মধ্যে মৎস্যশিকার নীতিতে পরিবর্তন আনতে পারবে যুক্তরাজ্য। আগামী পাঁচ বছর যুক্তরাজ্যের জলসীমায় ইউরোপীয় ইউনিয়নের শিকার করা মাছের ২৫ শতাংশ পাবে যুক্তরাজ্য।
পরিবেশ রক্ষায় ও জলবায়ু পরিবর্তনের বিরুদ্ধে ও কার্বন প্রাইসিং এর ক্ষেত্রে যৌথ অঙ্গীকার।
সামাজিক ও শ্রমিক অধিকার রক্ষায় যৌথ অঙ্গীকার।
শুল্কের স্বচ্ছতার মান বজায় রাখা।
পরিবহন ক্ষেত্রে যাত্রী ও শ্রমিক অধিকার রক্ষা।
হরাইজন ইউরোপ সহ ইউরোপীয় ইউনিয়নের কিছু প্রকল্পে ২০২৭ সাল পর্যন্ত যুক্তরাজ্যের অংশগ্রহণ থাকবে।

যুক্তরাজ্য সরকারের ওয়েবসাইটে ইতোমধ্যেই চুক্তির সারসংক্ষেপ প্রকাশিত হয়েছে।

চুক্তির ঘোষণার পরই যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী বরিস জনসন জানান সম্পূর্ণ ইউরোপের জন্যই এ চুক্তি মঙ্গলজনক এবং সংঘাতপূর্ণ সম্পর্কের ক্ষেত্রে স্থিতিশীলতা ও নিশ্চয়তার মাধ্যমে নতুন মাত্রা এনে দেবে এ চুক্তি।

“আমাদের আইন ও ভবিষ্যতের পূর্ণ নিয়ন্ত্রণ ফিরে পেয়েছি আমরা। ১ জানুয়ারি থেকেই কাস্টমস ইউনিয়ন ও একক বাজারের অধীনে থাকবে না যুক্তরাজ্য। ব্রিটিশ পার্লামেন্টেই ব্রিটিশ আইন প্রণয়ন হবে। ইউরোপিয়ান কোর্ট অব জাস্টিসের এখতিয়ারও শেষ হবে।” বলেন তিনি।

যুক্তরাজ্য কানাডার মতো ৬৬০ বিলিয়ন পাউন্ড (৮৯৩ বিলিয়ন ডলার) সমমূল্যের বাণিজ্যিক চুক্তি অর্জন করেছে এবং মৎস্য শিকার চুক্তির কথা উল্লেখ করে যুক্তরাজ্য নিজস্ব জলসীমার নিয়ন্ত্রণ ফিরে পেয়েছে এমন দাবিও করেন বরিস জনসন।

ইউরোপিয়ান কমিশনের আরসুলা ভনডার লিউন জানান, ইইউ ন্যায্য ও ভারসাম্যপূর্ণ বাণিজ্য চুক্তি স্বাক্ষর করেছে, তবে আপস-আলোচনায় ইউরোপীয় ইউনিয়ন এগিয়ে ছিল এমন ইঙ্গিতও দেন তিনি।

“যদি কোনোভাবে ব্রেক্সিট পরবর্তী বাণিজ্য চুক্তি সমস্যার সম্মুখীন হতো তা উভয়পক্ষের জন্যই ক্ষতিকর হতো। তবে ইউরোপীয় ইউনিয়নের চেয়ে যুক্তরাজ্যই বেশি ক্ষতিগ্রস্ত হতো। একারণেই সুবিধাজনক অবস্থানে থাকার সাপেক্ষে উভয়পক্ষের জন্য মঙ্গলজনক এমন চুক্তিতে পৌঁছাতে পেরেছি।” বৃহস্পতিবার এক সংবাদ সম্মেলনে এসব কথা বলেন তিনি।

“তাই আমি সকল ইউরোপিয়ানদের বলতে চাই, ব্রেক্সিটকে পেছনে ফেলে সামনে এগিয়ে যাওয়ার সময় এসেছে। আমাদের ভবিষ্যৎ ইউরোপেই লেখা আছে।” সূত্র: সিএনএন

স্টকমার্কেটবিডি.কম/

রবিবার যে সব কোম্পানির এজিএম

স্টকমার্কেটবিডি ডেস্ক:

শেয়ারবাজারে তালিকাভুক্ত ৬টি কোম্পানির বার্ষিক সাধারণ সভা (এজিএম) আগামীকাল রবিবার (২৭ ডিসেম্বর) অনুষ্ঠিত হবে। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা যায়, আগামীকাল রবিবার বার্ষিক সাধারণ সভা (এজিএম) অনুষ্ঠিত হবে যে ৬টি কোম্পানির যেমন: দেশ গার্মেন্টসের এজিএম বেলা ১২টা ১৫ মিনিটে ডিজিটাল প্লাটফর্মে অনুষ্ঠিত হবে। এই কোম্পানিটি ২০২০ সালের ৩০শে জুন ৩ শত্যাংশ লভ্যাংশ ঘোষণা করেছে।

মোজাফফর হোসেন স্পিনিং মিলসের এজিএম বেলা ১১টায় ডিজিটাল প্লাটফর্মে অনুষ্ঠিত হবে। এই কোম্পানিটি ২০২০ সালের ৩০শে জুন হিসাব বছরে ১ শত্যাংশ নগদ লভ্যাংশ করেছে।

জাহিনটেক্সের এজিএম বেলা ৮টায় পুরাতন পুনর্বাসন কেন্দ্রে (গাজীপুর) অনুষ্ঠিত হবে। এই কোম্পানিটি ২০২০ সালের ৩০শে জুন হিসাব বছরে কোনো লভ্যাংশ ঘোষণা করেনি।

মেট্রো স্পিনিংয়ের এজিএম ১১টা ৩০ মিনিটে ডিজিটাল প্লাটফর্মে অনুষ্ঠিত হবে। এই কোম্পানিটি ২০২০ সালের ৩০শে জুন হিসাব বছরে ২ শত্যাংশ বোনাস লভ্যাংশ ঘোষণা করেছে।

নর্দার্ণ জুট মেনুফ্যাক্চারিং কোম্পানির এজিএম বেলা ১০টায় ডিজিটাল প্লাটফর্মে অনুষ্ঠিত হবে। এই কোম্পানিটি ২০২০ সালের ৩০শে জুন হিসাব বছরে ৫ শত্যাংশ নগদ লভ্যাংশ ঘোষণা করেছে।

এবং ড্রাগন সোয়টার এন্ড স্পিনিং লিমিটেডের এজিএম বেলা ১১টায় ডিজিটাল প্লাটফর্মে অনুষ্ঠিত হবে। এই কোম্পানিটি ২০২০ সালের ৩০ শে জুন হিসাব বছরে ১৫ শত্যাংশ বোনাস লভ্যাংশ করেছে।

স্টকমার্কেটবিডি.কম/এসএস

জুলাই-নভেম্বর মাসে কৃষি ঋণ বিতরণ বেড়েছে

স্টকমার্কেটবিডি প্রতিবেদক :

চলতি ২০২০-২০২১ অর্থবছরের জুলাই-নভেম্বর মাসে ব্যাংকগুলোর কৃষি ঋণ বিতরণের অংক আগের বছরের একই সময়ের তুলনায় ৭.৫৯ শতাংশ বা ৬৩০ কোটি ৭৬ লাখ টাকা বেশি।

করোনা মহামারির কারণে সৃষ্টি হওয়া অর্থনৈতিক ধাক্কা কাটিয়ে উঠতে কেন্দ্রীয় ব্যাংকের সম্প্রসারণমূলক আর্থিক নীতিমালা জারি করায় এটি সম্ভব হয়েছে। তবে চলতি অর্থবছরের জন্য কেন্দ্রীয় ব্যাংক নির্ধারিত কৃষি ঋণ বিতরণ লক্ষ্যমাত্রার তুলনায় এই বিতরণের অংক অনেক কম।

বাংলাদেশ ব্যাংকের তথ্য অনুযায়ী, ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানগুলো জুলাই-নভেম্বর মাসে ৮৯৩৫ কোটি ৮৯ লাখ টাকা বিতরণ করেছে, আগের বছরের একই সময়ে কৃষি ঋণ বিতরণ হয়েছিল ৮৩০৫ কোটি টাকা।

২০২০-২১ অর্থ বছরের জন্য কেন্দ্রীয় ব্যাংক ২৬,২৯২ কোটি টাকার কৃষি ঋণ বিতরণের লক্ষ্যমাত্রা বেঁধে দিয়েছিল। সেই বিবেচনায় ব্যাংকগুলোর গড়ে ২,১৯১ কোটি টাকা বিতরণ করার কথা। কিন্তু ব্যাংকগুলো কৃষকদের মধ্যে লক্ষ্যমাত্রার চেয়ে ১৮.৪৩ শতাংশ কম বিতরণ করেছে। ঋণ বিতরণের পরিমান প্রথম দুই মাস খুবই ভালো ছিল, যা আগের বছরের একই সময়ের তুলনায় ৭৫ শতাংশ বেশি। ঋণ বিতরণের প্রবৃদ্ধির হার ধীরে ধীরে সেপ্টেম্বর, অক্টোবর ও নভেম্বর মাসে কমেছে।

কেন্দ্রীয় ব্যাংকের কর্মকর্তারা বলেছেন, প্রথমবারের মতো ২০১৯-২০ অর্থবছরে ব্যাংকগুলো ২৪১২৪ কোটি টাকা কৃষি ঋণ বিতরণের লক্ষ্যমাত্রা অর্জনে ব্যর্থ হয়েছে। এ কারণে কেন্দ্রীয় ব্যাংক থেকে কৃষি ঋণ বিতরণ করতে ব্যাংকগুলোতে কঠোর নির্দেশনা পাঠানো হয়েছে।

কৃষিখাত যেহেতু দেশের অর্থনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে, তাই করোনা মহামারির প্রভাব কাটিয়ে উঠতে কৃষি প্রধান অর্থনীতিকে প্রাণবন্ত করতে কৃষি ঋণ বিতরণ গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে। বর্তমানে দেশের কর্মশক্তির ৪০ শতাংশের বেশি সরাসরি কৃষি কাজের সঙ্গে জড়িত।

জুনে সারাদেশে বন্যার ফলে কৃষিজমি ক্ষতিগ্রস্ত হয়েছে এবং বিশাল জনগোষ্ঠী প্রত্যক্ষ ও পরোক্ষভাবে কৃষিতে জড়িত বলে ব্যাংকগুলোকে খামার ঋণ বিতরণে নির্দেশনা দিয়েছে কেন্দ্রীয় ব্যাংক। কার্যক্রমের অংশ হিসেবে, বন্যাকবলিত খামারিদের জন্য ঝামেলামুক্ত এবং সময়োপযোগী ঋণ সুবিধা নিশ্চিত করতে বলা হয়েছিল।

এ বিষয়ে চলতি বছরের ২৩ জুলাই একটি সার্কুলার জারি করে কৃষকদের ঋণ সুবিধা দেওয়ার জন্য ব্যাংকগুলোকে বলা হয়েছিল। যাতে তারা হাঁস-মুরগি পালন ও গবাদি পশু পালন ও খাদ উত্পাদনের মত কার্যক্রম শুরু করতে পারে।

গত অর্থ বছরের ব্যাংক ঋণের চেয়ে ২০২০-২১ অর্থ বছরের কৃষি ও পল্লী ঋণ নীতিমালায় ঋণ বিতরণের লক্ষ্যমাত্রা ২ দশমিক ৫ শতাংশ থেকো কমিয়ে ২ শতাংশ কমানো হয়েছে। ব্যাংকগুলোকে কৃষকদের ঋণ প্রদানের ক্ষেত্রে ক্ষুদ্রঋণ প্রতিষ্ঠানের ওপর নির্ভরতা কমানোরও নির্দেশনা দেওয়া হয়েছিল। কারণ এনজিওর কাছ থেকে ঋণ নিতে কৃষককে ২০ শতাংশেরও বেশি সুদ দিতে হয়।

স্টকমার্কেটবিডি.কম/এম

তেজগাঁয়ের জায়গা কিনবে ইফাদ অটোস

স্টকমার্কেটবিডি ডেস্ক :

শেয়ারবাজারে তালিকাভুক্ত কোম্পানি ইফাদ অটোস লিমিটেডের পরিচালনা বোর্ড জায়গা কেনার সিদ্ধান্ত নিয়েছে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্র জানায়, কোম্পানিটি রাজধানীর তেজগাঁ বাণিজ্যিক এলাকায় এক বিঘা বা ৩৩ কাঠার একটি জায়গা ভবন কিনবে।

এই বাণিজ্যিক জায়গা কিনতে কোম্পানিটিকে নিবন্ধন ফিসহ ১৯ কোটি ৮৪ লাখ টাকা ব্যয় করতে হবে। জায়গাটি কিনতে প্রয়োজনীয় খরচ কোম্পানির নিজস্ব তহবিল থেকে বহন করবে।

এই জমিটিতে কোম্পানিটি ভবিষ্যতে তাদের ব্যবসা বাড়াবে বলে কোম্পানির পক্ষ থেকে জানানো হয়েছে।

স্টকমার্কেটবিডি.কম/

ডমিনেজ স্টিল দর পতনের শীর্ষে

স্টকমার্কেটবিডি ডেস্ক:

ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সমাপ্ত সপ্তাহে দর পতনের শীর্ষে রয়েছে ডমিনেজ স্টিল বিল্ডিং সিস্টেমস লিমিটেডের। গত সপ্তাহে শেয়ারটির সর্বোচ্চ দর কমেছে ১৮.৭৮ শতাংশ। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

তথ্য অনুযায়ী, সপ্তাহজুড়ে ফান্ডটি মোট ৫৪ কোটি ২৫ লাখ ৬৫ হাজার টাকা লেনদেন হয়। যা গড়ে প্রতিদিন ১০ কোটি ৮৫ লাখ ১৩ হাজার টাকা।

দর পতনের দ্বিতীয় স্থানে রয়েছে ইউনিলভার কনজিউমার কেয়ার লিমিটেডের। গত সপ্তাহে শেয়ারটির সর্বোচ্চ দর কমেছে ১৫.৯৪ শতাংশ। সপ্তাহজুড়ে শেয়ারটি সর্বমোট ২৬ কোটি ৮৯ লাখ টাকা লেনদেন করে। যা গড়ে প্রতিদিন ৫ কোটি ৩৭ লাখ ৯৩ টাকা।

জিকিউ বলপেন রয়েছে তৃতীয় স্থানে । গত সপ্তাহে শেয়ারটি সর্বোচ্চ দর কমেছে ১৩.৪৩ শতাংশ। সপ্তাহজুড়ে শেয়ারটি সর্বমোট ৫ কোটি ২৩ লাখ ৪০ হাজার টাকা লেনদেন করে। যা গড়ে প্রতিদিন ১ কোটি ৪ লাখ ৬৮ হাজার টাকা।

তালিকায় থাকা আরও কোম্পানিগুলো হচ্ছে- ইনটেক লিমিটেডের ১০.৭৫ শতাংশ, বাংলাদেশ ল্যাম্পসের ১০.৫০ শতাংশ, সাভার রিফ্যাক্ট্ররিজের ৯.১০ শতাংশ , ইবিএল এনআরবি মিউচ্যুয়াল ফান্ডের ৮.৪৭ শতাংশ, অ্যারামিট লিমিটেডের ৭.৮৬ শতাংশ, আইসিবি এএমসিএল থার্ড এনআরবি মিউচ্যুয়াল ফান্ডের ৭.৮১ শতাংশ ও সেন্ট্রাল ফার্মাসিটিক্যালস লিমিটেড দর কমেছে ৭.৫২ শতাংশ।

স্টকমার্কেটবিডি.কম/এম

সাপ্তাহিক লেনদেন জুড়ে বেক্সিমকো

স্টকমার্কেটবিডি ডেস্ক:

গত সপ্তাহে ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেনের শীর্ষে ছিল বেক্সিমকো লিমিটেড। সপ্তাহজুড়ে কোম্পানিটির ১২ কোটি ৩৪ লাখ ৩৭ হাজার ১৬৫টি শেয়ার লেনদেন হয়েছে। যার বাজার মূল্য ৪৮০ কোটি ২০ লাখ ৮২ হাজার টাকা। ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই)এ তথ্য জানা গেছে।

তালিকার দ্বিতীয় স্থানে রয়েছে বেক্সিমকো ফার্মাসিউটিকেলস লিমিটেড। কোম্পানিটির ১ কোটি ৯৪ লাখ ১৩ হাজার ৭৪৭টি শেয়ার লেনদেন হয়েছে। যার বাজার মূল্য ৩২২ কোটি ৯ লাখ ৪৫ হাজার টাকা।

তালিকার তৃতীয় স্থানে আইএফআইসি ব্যাংক লিমিটেড। কোম্পানিটির ১৪ কোটি ৯৯ লাখ ১৫ হাজার ৯৬৬টি শেয়ার লেনদেন হয়েছে। যার বাজার মূল্য ১৯২ কোটি ৮৯ লাখ ১৪ হাজার টাকা।

এছাড়া চতুর্থ স্থানে থাকা লাফার্জহোলসিম বাংলাদেশ লিমিটেড ৩ কোটি ১৬ লাখ ৩০ হাজার টাকা, পঞ্চম স্থানে ওরিয়ন ইনফিউশন লিমিটেডের ২ কোটি ৪১ লাখ ১৮ হাজার টাকা,৬ষ্ঠ স্থানে রূপালী ইন্সুরেন্স কোম্পানি লিমিটেডের ২ কোটি ৬০ লাখ ২৪ হাজার টাকা, ৭ম স্থানে রিপাবলিক ইন্সুরেন্স কোম্পানি লিমিটেডের ১ কোটি ৯৫ লাখ ৩৯ হাজার টাকা,৮ম স্থানে বাংলাদেশ সাবমেরিন ক্যাবল কোম্পানি লিমিটেডের ৭৬ লাখ ১৪ হাজার টাকা, ৯ম স্থানে ফরচুন সুজ লিমিটেডের ৪ কোটি ৬৮ লাখ ২৮ হাজার টাকা এবং ১০ম স্থানে থাকা ওয়ালটন হাই-টেক ইন্ডাস্ট্রিজ লিমিটেডের লেনদেন হয়েছে ৯ লাখ ৮০ হাজার টাকার।

স্টকমার্কেটবিডি.কম/এম

ডিএসইতে পিই রেশিও বেড়েছে ২.৪৯ শতাংশ

স্টকমার্কেটবিডি ডেস্ক:

বিদায়ী সপ্তাহে ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) সার্বিক মূল্য আয় অনুপাত (পিই রেশিও) ২.৪৯ শতাংশ বেড়েছে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা গেছে, গত সপ্তাহের শুরুতে ডিএসইর পিই ছিল ১৪.০৪ পয়েন্টে। যা সপ্তাহ শেষে ১৪.৩৯ পয়েন্টে অবস্থান করছে। অর্থাৎ সপ্তাহের ব্যবধানে পিই রেশিও ০.৩৫ পয়েন্ট বা ২.৪৯ শতাংশ বেড়েছে।

সপ্তাহ শেষে ব্যাংক খাতের পিই রেশিও অবস্থান করছে ৭.৯২ পয়েন্টে। এছাড়া তথ্যপ্রযুক্তি খাতের ২২.১২ পয়েন্টে, বস্ত্র খাতের ১৬.৯৬ পয়েন্টে, ওষুধ ও রসায়ন খাতের ১৬.৬১ পয়েন্টে, প্রকৌশল খাতের ১৭.৯৯ পয়েন্টে, বীমা খাতের ২০.৮৪ পয়েন্টে, বিবিধ খাতের ৪৩.৮৫ পয়েন্টে, খাদ্য খাতের ১৭.৯২ পয়েন্টে, বিদ্যুৎ ও জ্বালানি খাতের ১০.২০ শতাংশ, চামড়া খাতের ঋণাত্বক ১৩.৫৩ পয়েন্টে, সিমেন্ট খাতের ২৪.৮৪ পয়েন্টে, আর্থিক খাতের ৪৯.১৩ পয়েন্টে, ভ্রমণ ও অবকাশ খাতের ১৫৭.৬৯ পয়েন্টে, পেপার খাতের ৫৯.৩৩ পয়েন্টে, টেলিযোগাযোগ খাতের ১৩.১৩ পয়েন্টে, সেবা ও আবাসন খাতের ১৪.৪৬ পয়েন্টে, সিরামিক খাতের ১২৪.৬৩ পয়েন্টে এবং পাট খাতের পিই ঋণাত্বক ৪৩.২৬ পয়েন্টে অবস্থান করছে।

স্টকমার্কেটবিডি.কম/এম

ওয়ালটন এমপিএলে চ্যাম্পিয়ন ময়মনসিংহ রাইডার্স

স্টকমার্কেটবিডি প্রতিবেদক :

‘ওয়ালটন এমপিএলে (ময়মনসিংহ প্রিমিয়ার লিগ)’ চ্যাম্পিয়ন হয়েছে ময়মনসিংহ রাইডার্স। ময়মনসিংহ মাস্টার্স ক্রিকেট অ্যাসোসিয়েশনের উদ্যোগে আয়োজিত ১০০ বলের এই টুর্নামেন্টের ফাইনালে ময়মসিংহ থান্ডারকে ৮ উইকেটে হারিয়েছে ময়মনসিংহ রাইডার্স।

শুক্রবার সার্কিট হাউজ মাঠে টস হেরে ব্যাট করতে নামে ময়মনসিংহ থান্ডার। ৯ উইকেটে তোলে ১১৬ রান। ফাইনাল ম্যাচে ফরহাদ রেজা প্রথমবার খেলতে নেমে ১৩ বলে তোলেন ২৮ রান। তিনটি করে উইকেট নেন রনি ও স্বাধীন।

জবাবে খেলতে নেমে উড়ন্ত শুরু করেন রাইডার্সের দুই ওপেনার উত্তম ও মনির। ৫৫ রানের জুটি বাধেন দুজনে। ২ বলের ব্যবধানে দুজন আউট হলেও সাব্বির রহমান ও আল আমিন জুনিয়র মিলে ৮ বল বাকি থাকতেই দলকে জিতিয়ে মাঠ ছাড়েন। সাব্বির ৩৭ ও আল আমিন ২৩ রানে অপরাজিত ছিলেন।

ফাইনাল সেরা হয়েছেন চ্যাম্পিয়ন দলের রনি আর টুর্নামেন্ট সেরা থান্ডারের শুভাগত হোম। হাজার হাজার মানুষ এই ফাইনাল উপভোগ করেছেন। এ ছাড়াও ফাইনাল সরাসরি দেখানো হয়েছে টি-স্পোর্টসে।

প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ফাইনাল শেষে পুরস্কার বিতরণ করেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের সংস্কৃতি মন্ত্রণালয়ের মাননীয় প্রতিমন্ত্রী জনাব কে এম খালিদ এমপি। বিশেষ অতিথি ছিলেন ময়মনসিংহ সিটি করপোরেশনের মেয়র জনাব ইকরামুল হক টিটু।

আরও উপস্থিত ছিলেন পুলিশ সুপার জনাব মো. আহমার উজ্জামান বিপিএম-সেবা, অতিরিক্ত জেলা প্রশাসক জাহাঙ্গীর আলম, র‍্যাব-১৪ অধিনায়ক লে. কর্নেল ইফতেখার আহমেদ চৌধুরী, বাংলাদেশ ক্রিকেট বোর্ডের পরিচালক জনাব খালেদ মাহমুদ, ওয়ালটনের ফার্স্ট সিনিয়র অ্যাডিশনাল ডিরেক্টর মিল্টন আহমেদ, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মোয়াজ্জেম হোসেন বাবুল ও উপজেলা পরিষদ চেয়ারম্যান আশরাফ হোসাইন।

স্টকমার্কেটবিডি.কম/