‘প্রধানমন্ত্রীর নির্দেশনায় আজ শেয়ারবাজার ঘুরে দাঁড়িয়েছে’

স্টকমার্কেটবিডি প্রতিবেদক :

আমরা শেয়ারবাজার নিয়ে দু বছর আগেও হতাশাগ্রস্থ ছিলাম। প্রধানমন্ত্রীর নির্দেশনায় আজ শেয়ারবাজার ঘুরে দাঁড়িয়েছে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ মার্চেন্ট ব্যাংকার্স অ্যাসোসিয়েশনের (বিএমবিএ) সভাপতি ছায়েদুর রহমান।

আজ মঙ্গলবার ঢাকা স্টক এক্সচেঞ্জের সামনে র‌্যালি আয়োজন করে বাংলাদেশ পূঁজিবাজার বিনিয়োগকারী ঐক্য পরিষদ। সেখানে একটি আলোচনার আয়োজনও করা হয়। এই আলোচনায় এসব কথা বলেন মো : ছায়েদুর রহমান।

এই আয়োজনে প্রধান অতিথি হিসাবে উপস্থিত থাকবেন ডিএসইর পরিচালক মো: রকিবুর রহমান।

“মুজিব বর্ষের অঙ্গিকার, উন্নয়ন-অর্থায়নের উৎস হবে পূঁজিবাজার” এই প্রতিবাদ্য সামনে নিয়ে এই র‌্যালি ও আলোচনা সভায় সকল বিনিয়োগকারীদের আহবান জানিয়েছেন সংগঠনের নেতৃবৃন্দরা।

সাইদুর রহমান বলেন, বাংলাদেশ ইতিমধ্যে বিশ্বে ২৫তম বৃহৎ অর্থনীতিতে চলে এসেছে। যে দেদেশের শেয়ারবাজার উন্নত সে দেশের অর্থনীতি তত উন্নত। দিবছর আগেও আমরা শেয়ারবাচজার নিয়ে হতাশাগ্রস্ত ছিলাম। প্রধানমন্ত্রীর নির্দেশনায় আর বিএসইসির তত্বাবধানে শেয়ারবাজার সব শঙ্কট কাটিয়ে আজ ঘুরে দাঁড়িয়েছে।

তিনি আরো বলেন, বঙ্গবন্ধু ছিল বলে আমরা আজ দেশকে পেয়েছি, আমরা এখানে কথা বলতে পারছি। সারাবিশ্বে বাঙ্গড়ালী জাতি হিসাবে আমরা পরিচিতি পেয়েছি। উনি না থাকলে আমরা পরিচয় দিতে পারতাম না।

তিনি আরো বলেন, বঙ্গযন্ধুর স্বপ্ন পূরণে কাজ করছে আমাদের সুযোগ্য প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

র‌্যালির পূর্বে খুজিস্তা নূর-ই- নাহরিন মুন্নি বলেন, আমরা সমস্ত বিনিয়োগকারীরা যখন হতাশায় ছিলাম তখন আমাদের প্রধানমন্ত্রী সাহাস্যের হাত বাড়িয়েছিল। প্রধানমন্ত্রীর নির্দেশনা হলো, দেখে শুনে বুঝে বিনিয়োগ করবেন।

আলোচনা সভায় আরো বক্তব্য রাখেন পুঁজিবাজার বিনিয়োগকারী ঐক্য পরিষদের সভাপতি এ কে এম মিজানুর রশীদ চৌধুরী, সাধারণ সম্পাদক কাজী আব্দুর রাজ্জাকসহ অন্যান্য নেতৃবৃন্দ।

স্টকমার্কেটবিডি.কম/

আইপিওর টাকা ব্যবহার করেছে এম এল ডায়িং

স্টকমার্কেটবিডি ডেস্ক :

শেয়ারবাজারে তালিকাভুক্ত কোম্পানি এম.এল ডাইং প্রাথমিক গণপ্রস্তাবের (আইপিও) মাধ্যমে উত্তোলিত অর্থ ব্যবহার শেষ করেছে।

আজ কোম্পানির ১৯তম বার্ষিক সাধারণ সভায় (এজিএম) শেয়ারহোল্ডাররা আইপিও’র অর্থ ব্যবহারের বিষয়ে সম্মতি জানিয়েছে।

ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্র জানায়, কোম্পানিটি ১৮ মাসের মধ্যে ৬ কোটি ৯৬ লাখ ২ হাজার ৪৮৮ টাকা ব্যবহার সম্পন্ন করেছে। এর আগে কোম্পানির ১৮তম এজিএমে আইপিওর অর্থ ব্যবহারে কিছু সংশোধনী অনুমোদন করে শেয়ারহোল্ডাররা।

কোম্পানিটি আরও জানায়, বিশ্বব্যাপী মহামারী কোভিড-১৯ এর কারণে আইপিওর বাকী ১৩ কোটি ৩ লাখ ৯৭ হাজার ৫১২ টাকা সময়সীমা অতিক্রম করে ব্যবহার শেষ করা হয়েছে।

স্টকমার্কেটবিডি.কম/

ব্লক মার্কেটে লেনদেন ১১৩ কোটি টাকার

স্টকমার্কেটবিডি প্রতিবেদক :

সপ্তাহের তৃতীয় কার্যদিবস মঙ্গলবার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) ব্লক মার্কেটে ৩২টি কোম্পানির ১১৩ কোটি টাকার শেয়ার লেনদেন হয়েছে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা গেছে, কোম্পানিগুলোর ৩ কোটি ২৯ লাখ ৮৪ হাজার ৬৪৯টি শেয়ার ৮০ বার হাত বদল হয়েছে। এর মাধ্যমে কোম্পানিগুলোর ১১৩ কোটি ৫৭ লাখ ৮৬ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে।

কোম্পানিগুলোর মধ্যে সবচেয়ে বেশি অর্থাৎ ৫০ কোটি ৫২ লাখ ৩৯ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে বেক্সিমকোর। দ্বিতীয় সর্বোচ্চ ১৬ কোটি ৯০ লাখ ৫০ হাজার টাকার আইএফআইসির এবং তৃতীয় সর্বোচ্চ ১৪ কোটি ৭৬ লাখ ৪১ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে বিডি ফাইন্যান্সের।

এছাড়া আমান কটনের ২১ লাখ ১২ হাজার টাকার, অ্যাডভেন্ট ফার্মার ১০ লাখ ৬০ হাজার টাকার, আনোয়ার গ্যালভানাইজিংয়ের ৩৬ লাখ ৬০ হাজার টাকার, বৃটিশ আমেরিকান ট্যোবাকোর ২ কোটি ২৩ লাখ ৯০ হাজার টাকার, বিকন ফার্মার ৫ লাখ ৬১ হাজার টাকার, ব্র্যাক ব্যাংকের ৪৫ লাখ টাকার, বেক্সিমকো ফার্মার ১৩ কোটি ৮৬ লাখ ৩৮ হাজার টাকার, কনফিডেন্স সিমেন্টের ৮৫ লাখ ৪০ হাজার টাকার, কপারটেকের ১০ লাখ ৬৫ হাজার টাকার, ডিবিএইচের ৯৫ লাখ ৬৮ হাজার টাকার, ইস্টার্ন কেবলসের ২ কোটি ২০ লাখ ৫০ হাজার টাকার, ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংকের ৮২ লাখ ৮০ হাজার টাকার, গ্রীণডেল্টা মিউচ্যুয়াল ফান্ডের ৭৫ লাখ ৩ হাজার টাকার, ম্যাকসন্স স্পিনিংয়ের ২৫ লাখ ৫০ হাজার টাকার, মালেক স্পিনিংয়ের ৭ লাখ ৯৫ হাজার টাকার, মার্কেন্টাইল ইন্স্যুরেন্সের ৫০ লাখ ৪০ হাজার টাকার, ন্যাশনাল হাউজিং ফাইন্যান্সের ১৩ লাখ ২১ হাজার টাকার, ফার্মা এইডসের ১৩ লাখ ১০ হাজার টাকার, প্রগ্রেসিভ লাইফ ইন্স্যুরেন্সের ৯০ লাখ ৯০ হাজার টাকার, প্যারামাউন্ট টেক্সটাইলের ১ কোটি ৩৮ লাখ টাকার, রবির ২ কোটি ৯ লাখ ২৮ হাজার টাকার, সায়হাম কটনের ৫ লাখ ১৭ হাজার টাকার, সামিট এলায়েন্স পোর্টের ৬ লাখ ৬৪ হাজার টাকার, এসইএমএল লেকচার ইক্যুইটি ম্যানেজমেন্ট ফান্ডের ১২ লাখ ৮১ হাজার টাকার, এসকে ট্রিমসের ৪২ লাখ ৬৪ হাজার টাকার, সোনারবাংলা ইন্স্যুরেন্সের ৫ লাখ ৪০ হাজার টাকার, স্কয়ার ফার্মার ১ কোটি ৯৮ লাখ ২৩ হাজার টাকার, এসএস স্টিলের ৭ লাখ ২৮ হাজার টাকার এবং ট্রাস্ট ব্যাংক ফার্স্ট মিউচ্যুয়াল ফান্ডের ১২ লাখ ৮০ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে।

স্টকমার্কেটবিডি.কম/

ডিসিসিআই’র ৫৯তম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত

 

 

স্টকমার্কেটবিডি প্রতিবেদক :

ইটিবিএল সিকিউরিটি অ্যান্ড এক্সচেঞ্জ লিমিটেড-এর ব্যবস্থাপনা পরিচালক রিজওয়ান রাহমান ২০২১ সালের জন্য ঢাকা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি (ডিসিসিআই)-এর সভাপতি নির্বাচিত হয়েছেন। একই সঙ্গে এন কে এ মবিন, এফসিএস, এফসিএ ঊর্ধ্বতন সহ-সভাপতি হিসেবে পুনঃনির্বাচিত হয়েছেন এবং মনোয়ার হোসেন সহ-সভাপতি হিসেবে নির্বাচিত হয়েছেন।

আজ মঙ্গলবার অনলাইনে (জুম-এর মাধ্যমে) অনুষ্ঠিত ডিসিসিআই’র ৫৯তম বার্ষিক সাধারণ সভায় তাঁকে আনুষ্ঠানিকভাবে সভাপতি হিসেবে ঘোষণা করা হয় এবং দায়িত্বভার প্রদান করা হয়।

ঢাকা চেম্বারের নবনির্বাচিত পরিচালকবৃন্দ হলেন ঃ গোলাম জিলানী, হোসেন এ সিকদার, খাইরুল মজিদ মাহমুদ, এম এ রশিদ শাহ্ সম্রাট এবং নাসিরউদ্দিন এ ফেরদৌস।

ঢাকা চেম্বারের নবনির্বাচিত সভাপতি রিজওয়ান রাহমানÑ তাঁর বহুমাত্রিক ব্যবসায়িক ক্যারিয়ারে ইটিবিএল হোল্ডিংস লিমিটেড-এর বিভিন্ন শাখার প্রধান হিসেবে দায়িত্ব পালন করছেন। ইটিবিএল হোল্ডিংস লিমিটেড অন্যতম বৃহৎ ব্যবসায়িক প্রতিষ্ঠান হিসেবে দেশে আর্থিক খাত, ড্রেজিং অবকাঠামো, হিমাগার, আসবাবপত্র, সংবাদপত্রসহ প্রভৃতি ব্যবসায় নিয়োজিত আছে। এছাড়াও তিনি ইস্টল্যান্ড ইন্স্যুরেন্স কোম্পানী লিমিটেড এবং দৈনিক ফিন্যান্সিয়াল এক্সপ্রেস-এর পরিচালক হিসেবে দায়িত্ব পালন করছেন। উল্লেখ্য, যুক্তরাজ্য হতে উচ্চতর ডিগ্রী গ্রহণ শেষে তিনি ২০০৬ সাল থেকে ঢাকা চেম্বারের সাথে সম্পৃক্ত থেকে বেসরকারী খাতের উন্নয়নে কাজ করে যাচ্ছেন। বিনিয়োগ এবং বহুমাত্রিক বাণিজ্য সম্প্রসারণের লক্ষ্যে তিনি বাংলাদেশ চেম্বার অব ইন্ডাস্ট্রিজ (বিসিআই), বাংলাদেশ ফিলিপাইন চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি-এর পরিচালক এবং ডাচ-বাংলা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি-এর সহ-সভাপতি হিসেবে দায়িত্ব পালন করেন।

ডিসিসিআই’র পুনঃনির্বাচিত ঊর্ধ্বতন সহ-সভাপতি এন কে এ মবিন, এফসিএস, এফসিএ ‘ইমারজিং ক্রেডিট রেটিং লিমিটেড’-এর ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা হিসেবে দায়িত্ব পালন করছেন। প্রতিষ্ঠানটি গত ২০০৯ সালে প্রতিষ্ঠার পর থেকে অত্যন্ত দক্ষতার সাথে ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান, ইন্স্যুরেন্স এবং কর্পোরেট বাণিজ্যিক প্রতিষ্ঠানসমূহের ক্রেডিট রেটিং করে আসছে। তিনি ঢাকা বিশ^বিদ্যালয়ের ফিন্যান্স বিভাগ হতে বিবিএ এবং এমবিএ ডিগ্রী অর্জন করেন। এছাড়াও, তিনি সুইডেনের স্টকহোম বিজনেস স্কুল, ন্যাশনাল ইউনির্ভাসিটি অব সিঙ্গাপুর এবং ফ্রান্সের ইনসিড হতে ট্রিপল এক্সিকিউটিভ এমবিএ ডিগ্রী লাভ করেন। বর্তমানে তিনি ইন্সটিটিউট অব চার্টার্ড একাউন্টেন্টস অব বাংলাদেশ (আইসিএবি) এবং ইন্সটিটিউট অব চার্টার্ড সেক্রেটারিজ বাংলাদেশ (আইসিএসবি)-এর একজন ফেলো মেম্বার। ২০১৬ সাল হতে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স লিমিটেড-এ সরকার মনোনীত পরিচালক হিসেবে দায়িত্ব পালন করছেন। এছাড়াও তিনি বাংলাদেশ সাবমেরিন ক্যাবল কোম্পানী লিমিটেড, মবিল যমুনা বাংলাদেশ লিমিটেড এবং শাশা ডেনিমস লিমিটেড-এর পর্ষদ সদস্য হিসেবে দায়িত্ব পালন করেছেন। উল্লেখ্য, ব্যবস্থাপনায় নেতৃত্ব, আর্থিক ব্যবস্থাপনা, প্রকল্প ব্যবস্থাপনা, ইআরপি সলুউশন এবং কোম্পানীর সাচিবিক প্রক্রিয়া তাঁর দক্ষতা রয়েছে।

ডিসিসিআই-এর নবনির্বাচিত সহ-সভাপতি মনোয়ার হেসেন, পুরোনো ঢাকায় অবস্থিত মেসার্স মনোয়ার ট্রেডিং-এর সত্ত্বাধিকারী, বিভিন্ন দেশের সাথে আমাদানি-রপ্তানি ব্যবসায় নিয়োজিত। এছাড়াও তাঁর প্রতিষ্ঠান জাপান থেকে রিকন্ডিশনড গাড়ী আমদানির কাজেও সম্পৃক্ত রয়েছে। উল্লেখ্য, ২০২০ সালে তিনি ঢাকা চেম্বারের পরিচালক হিসেবেও দায়িত্ব পালন করেন। জনাব মনোয়ার হোসেন বাণিজ্যে স্নাতক ডিগ্রী লাভ করেন। তিনি উত্তরা ক্লাবেরও একজন সক্রিয় সদস্য।

স্টকমার্কেটবিডি.কম/

কৃষি ঋণ বিতরণের সময়সীমা মার্চ মাস পর্যন্ত

স্টকমার্কেটবিডি প্রতিবেদক :

করোনাভাইরাসের কারণে ক্ষতিগ্রস্ত কৃষি খাতের জন্য ঘোষিত প্রণোদনা প্যাকেজের ঋণ গ্রাহক পর্যায়ে বিতরণের সময়সীমা ২০২১ সালের ৩১ মার্চ পর্যন্ত বাড়ানো হয়েছে।

মঙ্গলবার (২৯ ডিসেম্বর ) এ বিষয়ে একটি সার্কুলার জারি করে সব তফসিলি ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তার কাছে পাঠিয়েছে বাংলাদেশ ব্যাংক।

এতে বলা হয়েছে, কৃষি খাতে বিশেষ প্রণোদনামূলক পুনঃঅর্থায়ন স্কিম সুষ্ঠুভাবে বাস্তবায়নের জন্য ব্যাংক কর্তৃক গ্রাহক পর্যায়ে ঋণ বিতরণের সময়সীমা ২০২১ সালের ৩১ মার্চ পর্যন্ত নির্ধারণ করা হলো।

এর আগে ১৩ এপ্রিল একটি প্রজ্ঞাপন জারি করে কৃষি ঋণ বিতরণের সময়সীমা ৩০ সেপ্টেম্বর পর্যন্ত নির্ধারণ করা হয়েছিল।

কৃষি ঋণ বিতরণে ব্যাংকগুলো লক্ষ্যমাত্রা অর্জন করতে না পারায় নতুন করে ৩১ ডিসেম্বর পর্যন্ত সময়সীমা বৃদ্ধি করলো বাংলাদেশ ব্যাংক।

স্টকমার্কেটবিডি.কম/

গভীর সমুদ্রে বন্দরে এলো প্রথম বাণিজ্যিক জাহাজ

স্টকমার্কেটবিডি প্রতিবেদক :

চালু হলো কক্সবাজারের মহেশখালী উপজেলায় নির্মিতব্য দেশের প্রথম গভীর সমুদ্রবন্দরের চ্যানেল।

আজ মঙ্গলবার (২৯ ডিসেম্বর) ইন্দোনেশিয়া থেকে আসা একটি জাহাজ প্রথমবারের মতো এই চ্যানেল অতিক্রম করে গভীর সমুদ্রবন্দর এলাকায় মাতারবাড়ি কয়লাভিত্তিক বিদ্যুৎকেন্দ্রের জন্য নির্মিত জেটিতে প্রবেশ করেছে। এর আগে চ্যানেল দিয়ে নিরাপদে জাহাজ প্রবেশ করানোর সব ধরনের প্রস্তুতি শেষ করে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ।

২০২৬ সালে মাতারবাড়ি গভীর সমুদ্রবন্দর চালুর সময়সীমা নির্ধারিত আছে। তবে এর আগেই কয়লাভিত্তিক বিদ্যুৎকেন্দ্রের নির্মাণসামগ্রী আনা-নেওয়ার মধ্য দিয়ে চালু হয়েছে সমুদ্রবন্দরের চ্যানেলটি।

মাতারবাড়ি গভীর সমুদ্রবন্দর প্রকল্পে যুক্ত থাকা সংশ্লিষ্টরা জানান, এমভি ভেনাস ট্রায়াম্প নামের পানামা পতাকাবাহী বাণিজ্যিক জাহাজটি সকাল ১০টায় প্রথমবারের মতো গভীর সমুদ্রবন্দরের চ্যানেল অতিক্রম করে জেটিতে আনা হয়েছে। ভোর সাড়ে ৫টার দিকে জাহাজটি চট্টগ্রাম বন্দরের বহির্নোঙরে আসে। জাহাজটি এসেছে ইন্দোনেশিয়া থেকে কয়লাবিদ্যুৎ কেন্দ্রের জন্য মালামাল নিয়ে। মালামালগুলো জাপানি প্রতিষ্ঠানের হলেও সেগুলো তৈরি হয়েছে ইন্দোনেশিয়ার একটি কারখানায়। সেজন্য জাহাজটি এসেছে ইন্দোনেশিয়া থেকে।

বন্দর সূত্র জানায়, এ জাহাজে ৩১৩ প্যাকেজে ৭৩৬ টন স্টিল স্ট্রাকটার আনা হয়েছে উন্নয়ন প্রকল্পের জন্য। এর মধ্যে রয়েছে বিম, কলাম, গার্ডার, টাওয়ার ইত্যাদি। জাহাজটির স্থানীয় এজেন্ট অ্যানসাইন্ট স্টিমশিপ কম্পানি লিমিটেড।

দেশে সাশ্রয়ী মূল্যে নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করার লক্ষ্যে সরকার ১২০০ মেগাওয়াট মাতারবাড়ি সুপার-ক্রিটিকেল কয়লা ভিত্তিক বিদ্যুৎ প্রকল্প নির্মাণ করছে। পরীক্ষামূলকভাবে উন্নত চ্যানেলের মাধ্যমে মাতারবাড়ি জেটিতে সরাসরি প্রথম মালবাহী মাদার ভেসেল নোঙর করা বাংলাদেশের জন্য একটি ‘বিশেষ মাইলফলক’।

গতকাল সোমবার (২৯ ডিসেম্বর) এ বিষয়ে জ্বালানি বিশেষজ্ঞ বলেছিলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বর্তমান সরকার বাংলাদেশকে একটি উন্নত দেশ হিসেবে গড়ে তুলতে বিভিন্ন বাস্তবানুগ পরিকল্পনা গ্রহণ করেছে। সরকার দেশে প্রায় শতভাগ বিদ্যুৎ সংযোগ নিশ্চিত করেছে, আর এ মাসের মধ্যে গ্রিড এলাকায় শতভাগ বিদ্যুৎ সংযোগ নিশ্চিত করার লক্ষ্য রয়েছে।

স্টকমার্কেটবিডি.কম/

দেশে আরও ইকোনমিক জোন করা হবে: প্রধানমন্ত্রী

স্টকমার্কেটবিডি প্রতিবেদক :

দেশে আরও ইকোনমিক জোন করা হবে বলে ঘোষণা দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

আজ মঙ্গলবার এনইসি সভায় অষ্টম পঞ্চম (২১-২৫) বার্ষিক পরিকল্পনা চূড়ান্ত অনুমোদন দেওয়া হয়। গণভবন থেকে ভার্চ্যুয়ালি এনইসি সভায় সভাপতিত্ব করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। পাঁচ বছর মেয়াদী পরিকল্পনা অনুমোদনের সময় প্রধানমন্ত্রী এ ঘোষণা দেন।

এনইসি সভা শেষে পরিকল্পনামন্ত্রী এমএ মান্নান বলেন, অষ্টম পঞ্চম বার্ষিক পরিকল্পনা চূড়ান্ত অনুমোদন দেওয়া হয়েছে। এটা অনুমোদন দেওয়ার সময় প্রধানমন্ত্রী নতুন ইকোনমিক জোন করার ঘোষণা দিয়েছেন।

‘বর্তমানে একশটি ইকোনমিক জোন হচ্ছে। এর বাইরে আরও ইকোনমিক জোন করার নির্দেশনা দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

দেশে আরও কর্মসংস্থান সৃষ্টির জন্য প্রধানমন্ত্রী এ ঘোষণা দিয়েছেন।

স্টকমার্কেটবিডি.কম/

দিনশেষে বেড়েছে লেনদেন ও সূচক

স্টকমার্কেটবিডি প্রতিবেদক :

ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) মঙ্গলবার মূল্য সূচকের উত্থানে লেনদেন শেষ হয়েছে। তবে আজ ডিএসইতে লেনদেনে অংশ নেওয়া বেশিরভাগ শেয়ারের দর কমেছে। এদিন ডিএসইতে টাকার অংকে লেনদেনও বেড়েছে। অপর বাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সূচক বাড়লেও লেনদেন কমেছে।

ডিএসই ও সিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

ডিএসইতে আজ টাকার পরিমাণে লেনদেন হয়েছে এক হাজার ৩৮৩ কোটি ৮৯ লাখ টাকার শেয়ার ও ইউনিট। যা আগের দিন থেকে ৩৬ কোটি ৯১ লাখ টাকা বেশি। গতকাল লেনদেন হয়েছিল এক হাজার ৩৪৬ কোটি ৯৮ লাখ টাকার।

এদিন ডিএসই প্রধান মূল্য সূচক ডিএসইএক্স ১৪ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ৫ হাজার ৩৫৮ পয়েন্টে। অপর দুই সূচকের মধ্যে ডিএসই৩০ সূচক ১২ পয়েন্ট এবং ডিএসইএস বা শরীয়াহ সূচক ১ পয়েন্ট বেড়েছে।

মঙ্গলবার ডিএসইতে মোট ৩৬৩টি কোম্পানির শেয়ার লেনদেন হয়েছে। এর মধ্যে দর বেড়েছে ১৩০টির, দর কমেছে ১৬৮টির এবং দর অপরিবর্তিত রয়েছে ৬৫টি কোম্পানির।

অপর বাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সার্বিক সূচক সিএএসপিআই বেড়েছে ৬৩ পয়েন্ট। সিএসইতে লেনদেন হয়েছে ৪২ কোটি ৫৪ লাখ টাকার শেয়ার।

সিএসইতে মোট ২৮৫টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের শেয়ার লেনদেন হয়েছে। এর মধ্যে দর বেড়েছে ১০৭টির, দর কমেছে ১১৯টির এবং অপরিবর্তিত রয়েছে ৫৯টির।

স্টকমার্কেটবিডি.কম/

ডিএসইর ৫৯তম এজিএম অনুষ্ঠিত

স্টকমার্কেটবিডি ডেস্ক :

কোভিড-১৯ মহামারীর কারণে সকলের স্বাস্থ্যঝুঁকি ও নিরাপত্তার কথা চিন্তা করে সোমবার ঢাকা স্টক এক্সচেঞ্জ এর ৫৯তম বার্ষিক সাধারণ সভা ডিজিটাল প্লাটফর্মে অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন ডিএসই’র চেয়ারম্যান মোঃ ইউনুসুর রহমান৷

পবিত্র কোরআন তেলাওয়াতের মাধ্যমে সভার কার্যক্রম শুরু হয়। শুরুতেই ডিএসই শেয়ারহোল্ডার কোম্পানির যে সকল শেয়ারহোল্ডার/ট্রেকহোল্ডার প্রতিনিধি, কোম্পানির চেয়ারম্যান, সাবেক পরিচালক এবং শেয়ারহোল্ডার/ট্রেকহোল্ডার প্রতিনিধিবৃন্দের মা বাবা ভাই বোন ইন্তেকাল করেছেন তাদের পরিবারের প্রয়াত সদস্যদের বিদেহী আত্মার মাগফেরাত কামনা এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়ে মোনাজাত করা হয়।

ডিএসই’র ৫৯তম বার্ষিক সাধারণ সভায় ডিএসই’র চেয়ারম্যান মোঃ ইউনুসুর রহমান স্বাগত বক্তব্য প্রদান করেন৷ স্বাগত বক্তব্যে তিনি বিজয়ের এই মহান মাসে স্বাধীনতার সুবর্ণজয়ন্তীর দ্বারপ্রান্তে দাঁড়িয়ে গভীর শ্রদ্ধা ও কৃতজ্ঞচিওে স্মরণ করেন শেখ মুজিবুর রহমান-কে এবং ১৯৭৫ সালের ১৫ আগস্টের কালরাএিতে শেখ মুজিবুর রহমানের পরিবারের সকল সদস্যবৃন্দকে৷ এছাড়া স্মরণ করেন জেলখানায় শহীদ জাতীয় চারনেতা এবং মহান মুক্তিযুদ্ধে জীবনদানকারী ত্রিশ লাখ শহীদ, অসংখ্য বীর মুক্তিযোদ্ধাকে, যাদের চরম আত্মত্যাগের বিনিময়ে স্বাধীন ও সার্বভৌম দেশের নাগরিকের মর্যাদায় আসীন৷ তিনি মহান আল্লাহ্ কাছে তাদের সকলের আত্মার মাগফেরাত কামনা করেন৷

তিনি আরো বলেন, স্টক এক্সচেঞ্জের সুদীর্ঘ পথ চলায় আমরা আমাদের পূর্বসুরীদের দেখানো পথ ও স্বপ্ন নিয়ে এগিয়ে যেতে চাই আগামীর পথে। যাদের অক্লান্ত পরিশ্রম ও সাধনায় স্টক এক্সচেঞ্জ আজ এই গৌরবময় অবস্থানে পৌঁছাতে পেরেছে, তাদেরকে আমরা স্বশ্রদ্ধ চিত্তে স্মরণ করছি৷ একই সাথে বৈশ্বিক মহামারী কোভিড-১৯ এ যারা প্রাণ হারিয়েছেন তাদের সকলের আত্মার মাগফেরাত কামনা করছি এবং তাদের পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করছি। আর যারা এখনো আক্রান্ত হয়ে চিকিত্সাধীণ আছেন তাদের আসু সুস্ততা কামনা করছি।

২০২০ সাল আমাদের জাতীয় জীবনে এক বিশেষ গুরুত্বপূর্ণ বছর। এ বছর উদযাপিত হচ্ছে শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী। আপনারা অবগত আছেন যে, করোনা মহামারী প্রাদুর্ভাবের কারণে তার জন্মশত বার্ষিকীর অনুষ্ঠানসমূহ পুনর্বিন্যাসের মাধ্যমে জনসমাগম এড়িয়ে ডিজিটাল পদ্ধতিতে উদযাপিত হচ্ছে। আসছে ২০২১ সালে স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী। সাধারণ মানুষের অর্থনৈতিক মুক্তি এবং তাদের জীবনমান উন্নয়নসহ সকলের মৌলিক অধিকার প্রতিষ্ঠা করতে আলোকবর্তিকা নিয়ে শেখ মুজিবুরের দেখানো পথে দেশের মানুষের জন্য অবিরাম কাজ করে যাচ্ছেন আমাদের প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তার প্রতি আমাদের অনেক অনেক কৃতজ্ঞতা।

মুজিববর্ষ উপলক্ষে ডিএসই বিভিন্ন কর্মসূচি গ্রহণ করেছে-ইতিমধ্যে আমরা মুজিববর্ষ উপলক্ষে বেশকিছু কর্মসূচি সফলভাবে সম্পন্ন করেছি এবং নিন্মোক্ত কর্মসূচিগুলো পালনের উদ্যোগ নিয়েছি। এর মধ্যে রয়েছে:-

১. নব নির্মিত ডিএসই টাওয়ারের লেভেল-১ এ শেখ মুজিবুরের প্রতিকৃতি স্থাপন;

২. আধুনিক ও তথ্য সমৃদ্ধ মুজিব কর্ণার স্থাপন;

৩. বিশ্বের বিভিন্ন স্টক এক্সচেঞ্জ এবং ফেডারেশন অব এক্সচেঞ্জ (ডব্লিউএফই)সহ পুঁজিবাজার সংশ্লিষ্ট বিভিন্ন আন্তর্জাতিক সংস্থার প্রতিনিধিগনের অংশগ্রহণে বিশ্ব দরবারে সোনার বাংলা গঠনে “পুঁজিবাজার ও শেখ মুজিবুর অর্থনৈতিক স্বপ্ন” শীর্ষক একটি ওয়েবিনার অনুষ্ঠানের আয়োজন;

৪. শেখ মুজিবুর, স্বাধীনতা ও মুক্তিযুদ্ধ বিষয়ক গবেষণা কর্ম, ইতিহাস এবং সাহিত্যে গুরুত্বপূর্ণ অবদানের জন্য জাতীয় পর্যায়ে ২০ জন বিশিষ্ট ব্যক্তিকে উত্তরীয় প্রদান;

৫. একটি মূল্যবান সচিত্র গ্রন্থ প্রকাশ এবং

৬. দেশব্যাপী স্কুল ও কলেজ পর্যায়ের ছাত্র ছাত্রীদের জন্য চিত্রাংকন ও রচনা প্রতিযোগিতার আয়োজন৷

আমরা আশা করছি প্রধানমন্ত্রী কর্তৃক ডিএসই’র নব নির্মিত ভবন, শেখ মুজিবুর প্রতিকৃতি, মুজিব কর্ণার এবং আন্তর্জাতিক ওয়েবিনার উদ্বোধনের মধ্য দিয়ে আমরা মুজিব বর্ষ উদযাপনের কর্মসূচী সম্পন্ন করব৷ আপনাদের অংশগহণে মুজিববর্ষ উদযাপনের সকল কর্মসূচী প্রাণবন্ত এবং সফল হবে বলে ডিএসই বিশ্বাস করে৷

মুজিববর্ষ উদযাপনের লক্ষ্যে গৃহীত কর্মসূচিসমূহ কোভিড-১৯ বৈশ্বিক মহামারির কারণে নির্ধারিত সময়ে যথাযথভাবে সম্পন্ন না হওয়ায় সরকার মুজিববর্ষের সময়কাল ১৭ই মার্চ ২০২০ থেকে ১৬ই ডিসেম্বর ২০২১পর্যন্ত বধির্ত করেছেন। এর জন্য প্রধানমন্ত্রীর প্রতি আন্তরিক ধন্যবাদ জ্ঞাপন করছি।

অনেক উত্থান পতনের পর পুঁজিবাজার আজ আস্থা ও গতিশীল বাজারে পরিণত হয়েছে৷ এই গতিশীলতার পেছনে রয়েছে বর্তমান সরকারের পুঁজিবাজার বিষয়ক নীতি সহায়তা, সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের ইতিবাচক ভূমিকা, নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের সুদূর প্রসারী পরিকল্পনা, স্টক এক্সচেঞ্জের নিরলস প্রচেষ্টা, বাজার সংশ্লিষ্ট সকল পক্ষ সমূহের একাগ্রতা ও নিষ্ঠা এবং বিনিয়োগকারীদের ধৈর্য ও প্রজ্ঞা৷

এর ফলশ্রুতিতে ঢাকা স্টক এক্সচেঞ্জের লেনদেন ১ হাজার পাঁচশত কোটি টাকা অতিক্রম করেছে৷ অতীতের যে কোন সময়ের তুলনায় বর্তমানে বাংলাদেশের সার্বিক অর্থনীতির চিত্র ও পরিবেশ বিনিয়োগ বান্ধব, যার ফলে বাংলাদেশ আজ দেশের গণ্ডি পেরিয়ে বিদেশী বিনিয়োগকারীদের মনোযোগ আকর্ষণ করতে সক্ষম হয়েছে৷ দেশের বর্তমান অর্থনৈতিক প্রবৃদ্ধি ও পুঁজিবাজারের স্থিতিশীলতা বজায় থাকলে অদূর ভবিষ্যতে বিদেশী বিনিয়োগের পরিমাণ অনেক বৃদ্ধি পাবে বলে আশা করি।

বর্তমান বোর্ড দায়িত্ব নেয়ার পর পরই করোনাভাইরাস মহামারির প্রাদুর্ভাবে সারা বিশ্ব টালমাটাল হয়ে পড়ে। নিজ নিজ দেশের স্বাস্থ্যঝুঁকি এড়াতে দেশে দেশে চলে অবরুদ্ধ অবস্থা বা লকডাউন৷ বাংলাদেশও এর থেকে নিষ্কৃতি পায়নি৷ দেশের করোনাভাইরাস পরিস্থিতি মোকাবেলার অংশ হিসেবে সরকার ২৬ মার্চ ২০২০ থেকে ৩০ মে ২০২০ তারিখ পর্যন্ত দফায় দফায় সাধারণ ছুটি ঘোষণা করে৷ সরকারের এই সিদ্ধান্তের সাথে সঙ্গতি রেখে ঢাকা স্টক এক্সচেঞ্জ লিমিটেডও বন্ধ ঘোষনা করা হয়৷ এতে পুঁজিবাজারের সামগ্রিক চিত্রও পাল্টে যায়৷ তবে আমরা পুঁজিবাজার তথা বিনিয়োগকারীদের স্বার্থে ডিজিটাল প্লাটফর্মে কাজ শুরু করি৷

অনেক বাধা বিপত্তি সত্ত্বেও পরিচালনা পর্ষদ ডিএসই’র আয়ের খাতসমূহে বৈচিএ আনতে বহুবিধ উদ্যোগ গ্রহণ করেছে। এর মধ্যে রয়েছে: ডেটা বিক্রি, বিজ্ঞাপন, তালিকাভুক্তির ফি, প্রকাশনা, কৌশলগত অংশীদারদের কাছ থেকে সহায়তা চূড়ান্ত করার পর বিদেশি সেবা প্রদানকারীদের সাথে চুক্তি বাতিল করার মাধ্যমে অর্থ সাশ্রয়, ডিএসই টাওয়ার, কাপাসিয়ার জমি এবং ডিএসই’র মতিঝিল বিল্ডিং এর মতো সম্পত্তির যথাযথ ব্যবহার ইত্যাদি।

তবে আমাদের কাছে ডিএসই’র সর্বাধিক গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে দক্ষ বিনিয়োগকারী গড়ে তোলার পাশাপাশি স্মার্ট, ত্রুটিহীন ট্রেডিং প্লাটফর্ম প্রদানের মাধ্যমে এর ভাবমূর্তি বৃদ্ধি এবং বিনিয়োগকারীদের আস্থা অর্জন করা। বিশ্বায়ন এবং তথ্যপ্রযুক্তির অভূতপূর্ব উন্নয়ন ও বিকাশের ফলে বিনিয়োগ, ব্যবসা-বাণিজ্য মডেল এবং অর্থনৈতিক লেনদেনের প্রেক্ষাপট ও গতিপ্রকৃতি প্রতিনিয়ত দ্রুত পরিবর্তিত হচ্ছে৷ পুঁজিবাজারের সুশাসন ও স্বচ্ছতা নিশ্চিতের ক্ষেএে সরকারের ডিজিটাল বাংলাদেশ গড়ার প্রত্যয়ের সাথে তাল মিলিয়ে ঢাকা স্টক এক্সচেঞ্জের লেনদেন ব্যবস্থাসহ সকল ক্ষেএেই ডিজিটালাইজেশনের ওপর ব্যাপক প্রস্তুতি শুরু হয়েছে৷ বাজারের গতিকে ধরে রাখতে পণ্যের বৈচিএ আনয়নে-অল্টারনেটিভ ট্রেডিং বোর্ড, এসএমই, Fixed Income Securities (Treasury bond, Treasury bill) করপোরেট বন্ড নিয়ে ঢাকা স্টক এক্সচেঞ্জ কাজ করছে৷

ইতোমধ্যে উন্নত বিশ্বের স্টক এক্সচেঞ্জের সাথে তাল মিলিয়ে ডিএসই প্রিওপেনিং ও পোষ্ট ক্লোজিং সেশনও চালু করেছে৷

রহমান আরো বলেন, ডিএসই থেকে ৫টি ট্রেকহোল্ডার কোম্পানিকে এপিআই ইউএটি সংযোগ প্রদান করা হয়েছে৷ এতে অচিরেই এই সকল কোম্পানি নিজস্ব অর্ডার ম্যানেজমেন্ট সিস্টেম (ওএমএস) এর মাধ্যমে সরাসরি ট্রেডিং কার্যক্রম চালু করতে পারবে৷ এরই ধারাবাহিকতায় পর্যায়ক্রমে সকল ট্রেকহোল্ডার কোম্পানিকে এ সুযোগের আওতায় আনার পরিকল্পনা রয়েছে৷ এছাড়াও সেন্ট্রাল কাউন্টারপার্টি বাংলাদেশ লিমিটেড (সিসিবিএল) নামে একটি কোম্পানি গঠিত ও নিবন্ধিত হওয়ায় এর পরিচালনা পর্ষদ গঠিত হয়েছে এবং পর্ষদের অধিনে কিছু গুরুত্বপূর্ণ কার্যক্রমও ইতোমধ্যে শুরু হয়েছে৷

সকলের সর্বাত্মক সমর্থন এবং সহযোগিতা অবশ্যই যেকোন সমস্যা দূর করতে কার্যকর৷ ইতোমধ্যে সরকার একটি গতিশীল পুঁজিবাজার নিশ্চিত করতে বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করেছে৷ দেশ-বিদেশের বিনিয়োগকারীদের আস্থা ফিরিয়ে আনতে উন্নয়নমূলক পদক্ষেপের মধ্য দিয়ে উদ্যোগী বিনিয়োগকারীগণ ট্রেডিং ফ্লোরে সক্রিয় থাকায় ঢাকা স্টক এক্সচেঞ্জ চমত্কার লেনদেন পর্ব উপভোগ করছে৷ বর্তমানে নিম্ন সুদের হার, ক্রমবর্ধমান রফতানি ও রেমিট্যান্স এবং তুলনামুলক অর্থনৈতিক সক্রিয়তার ফলে ডিএসই প্রাণবন্ত হয়ে উঠেছে৷

আপনারা সকলে আজকের এই ৫৯তম বার্ষিক সাধারণ সভায় ভার্চুয়ালি অংশগ্রহনের মাধ্যমে আমাদের চলার পথকে আরও উত্সাহিত করেছেন৷ আমি বিশ্বাস করি আগামীতেও যে কোন কর্মতত্পরতায় দেশের পুঁজিবাজার উন্নয়নে আমরা একযোগে কাজ করার সুযোগ পাব৷

পরে শেয়ারহোল্ডারদের উপস্থিতিতে বার্ষিক সাধারণ সভায় ২০২০ সালের ৩০ শে জুন তারিখে সমাপ্ত অর্থবছরের কোম্পানির পরিচালকমন্ডলীর প্রতিবেদন, নিরীক্ষকবৃন্দের প্রতিবেদন, নিরীক্ষিত আর্থিক বিবরণী গ্রহণ, বিবেচনা ও সর্বসম্মতিভাবে অনুমোদিত হয়। এছাড়াও ৩০ জুন ২০২০ তারিখে সমাপ্ত অর্থবছর পরিচালনা পর্ষদের সুপারিশকৃত ৩ শতাংশ লভ্যাংশ ঘোষণা সর্বসম্মতিক্রমে অনুমোদিত হয় এবং পরবর্তী অর্থবছরের জন্য নিরীক্ষক নিয়োগ ও তাদের পারিতোষিক নির্ধারণ করা হয়। এছাড়াও ২৪ ডিসেম্বর ২০২০ তারিখে ডিএসই’র পরিচালনা পর্ষদ নির্বাচনে মোঃ সিদ্দিকুর রহমান নির্বাচনের জন্য মনোনয়ন পত্র জমা দেন৷ ২৪ ডিসেম্বর ২০২০ তারিখ মনোনয়ন পত্র জমাদানের শেষ দিনে একটিমাএ মনোনয়ন পএ জমা পড়ে৷ আর কোন প্রার্থী না থাকায় নির্বাচন কমিশনের সদস্য হারুনুর রশিদ নব নির্বাচিত পরিচালক মোঃ সিদ্দিকুর রহমানকে পরিচালক হিসেবে নির্বাচিত ঘোষণা করে৷ ৫৯তম বার্ষিক সাধারণ সভায় আনুষ্ঠানিক ভাবে মোঃ সিদ্দিকুর রহমান ডিএসই’র পরিচালক হিসেবে পরিচালনা পর্ষদে অন্তর্ভুক্ত হন৷

সভায় বক্তব্য রাখেন মোঃ শহীদুল্লাহ সিকিউরিটিজ লিঃ এর ব্যবস্থাপনা পরিচালক শরীফ আনোয়ার হোসেন, শ্যামল ইকু্ইটি ম্যানেজমেন্ট লিঃ এর ব্যবস্থাপনা পরিচালক মোঃ সাজেদুল ইসলাম, এন.এল.আই সিকিউরিটিজ এর প্রধান নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ শাহেদ ইমরান, মডার্ন সিকিউরিটিজ লিঃ এর ব্যবস্থাপনা পরিচালক খুজিস্তা নূর-ই-নাহরীন, ইনভেস্টমেন্ট প্রমোশন সার্ভিসেস লিঃ এর ব্যবস্থাপনা পরিচালক মোস্তাক আহমেদ সাদেক, রশিদ ইনভেস্টমেন্ট সার্ভিসেস লিঃ এর ব্যবস্থাপনা পরিচালক আহমেদ রশিদ লালী, প্রুডেনশিয়াল সিকিউরিটিজ লিমিটেড এর ব্যবস্থাপনা পরিচালক আহমেদুল হক, বুলবুল সিকিউরিটিজ লিঃ এর ব্যবস্থাপনা পরিচালক এ এস শাহুদুল হক বুলবুল এবং গ্রীনল্যান্ড ইকুইটিজ লিঃ এর ব্যবস্থাপনা পরিচালক এম রাজিব আহসান৷

এছাড়াও ডিএসই পরিচালনা পর্ষদের পক্ষে আরো বওব্য রাখেন পরিচালক মোঃ রকিবুর রহমান এবং নব নির্বাচিত পরিচালক মোঃ সিদ্দিকুর রহমান৷

পরে ডিএসই টাওয়ার প্রজেক্ট, নতুন প্রোডাক্টসহ শেয়ারহোরল্ডারদের বিভিন্ন প্রশ্নের দেন ডিএসই’র ব্যবস্থাপনা পরিচালক কাজী ছানাউল হক৷

স্টকমার্কেটবিডি.কম/

বিবিএস ক্যাবলসের ঋণমান প্রকাশ

স্টকমার্কেটবিডি ডেস্ক :

শেয়ারবাজারে তালিকাভুক্ত তথ্যপ্রযুক্তি খাতের কোম্পানি বিবিএস ক্যাবলস লিমিটেডের দীর্ঘ মেয়াদী ঋণমান এসেছে “এ”। একই সময় কোম্পানিটির স্বল্প মেয়াদী ঋণমান এসেছে এসটি-৩। ডিএসই সূত্রে এ তথ্য জানা যায়।

সম্প্রতি এই ঋণমান প্রকাশ করেছে ন্যাশনাল ক্রেডিট রেটিং লিমিটেডের (এনসিআর)।

২০২০ সমাপ্ত হিসাব বছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন এবং আর্থিক উপাত্তের ভিত্তিতে এ সিদ্ধান্তে উপনীত হয়েছে এনসিআর।

স্টকমার্কেটবিডি.কম/এম