মাইনুল সোহেলকে হুমকির ঘটনায় সিএমজেএফের উদ্বেগ

স্টকমার্কেটবিডি প্রতিবেদক :

ক্যাপিটাল মার্কেট জার্নালিষ্টস ফোরামের (সিএমজেএফ) সদস্য ও দৈনিক ইনকিলাবের সিনিয়র রিপোর্টার মাইনুল হাসান সোহেলকে হত্যার হুমকির ঘটনায় উদ্বেগ জানিয়েছে সিএমজেএফ। সংগঠনের পক্ষে সভাপতি হাসান ইমাম রুবেল ও সাধারণ সম্পাদক মনির হোসেন আজ রোববার (১০ জানুয়ারি, ২০২১) এক বিবৃতিতে এ উদ্বেগ জানান। একইসঙ্গে যারা হুমকি দিয়েছেন, তাদের দ্রুত সনাক্ত করে বিচারের মুখোমুখি করতে আইন-শৃঙ্খলা বাহিনীসহ সংশ্লিষ্টদের প্রতি আহবান জানান। নেতৃবৃন্দ মনে করেন, প্রযুক্তিদের কল্যাণে এ ধরনের অপরাধীদের চিহ্নিত করা দেশের আইন-শৃঙ্খলা বাহিনীর জন্য সময়ের ব্যাপার মাত্র। আর এ ধরনের দুস্কৃতিকারীদের বিচার না হলে স্বাধীন সাংবাদিকতা ও মুক্তগণমাধ্যম প্রতিষ্ঠা সংক্রান্ত সরকারের প্রতিশ্র“তির বাস্তবায়ন বাধাগ্রস্ত হবে।
ঘটনার বিবরণে জানা যায় মাইনুল হাসান সোহেল, গত ৮ জানুয়ারি ২০২১, শুক্রবার রাত পৌনে ৮টায় ডিআরইউ থেকে রিকশায় মগবাজার যাওয়ার পথে মৎস ভবনের কাছে ও বাংলাদেশ শিল্পকলা একাডেমির বিপরীতে হঠাৎ করে অজ্ঞাতনামা কিছু লোক তার রিকশা আটকে দেয়। তারা সোহেলকে রিকশা থেকে নামানোর চেষ্টা করে। এক পর্যায়ে দুর্বৃত্তরা তাকে প্রাণনাশের হুমকি দেয়। পরিস্থিতি খারাপ বুঝতে পেরে তিনি পাশর্^বর্তী বেসরকারি টিভি চ্যানেল জিটিভি ভবনে প্রবেশ করেন। এ বিষয়ে তিনি শাহবাগ থানায় একটি সাধারণ ডায়েরি(জিডি) দায়ের করেছেন। যার নং-৫২৬, তারিখ: ০৯/০১/২১ইং।

কনফিডেন্স সিমেন্টের নগদ ও বোনাস লভ্যাংশ ঘোষণা

স্টকমার্কেটবিডি ডেস্ক :

শেয়ারবাজারে তালিকাভুক্ত সিমেন্ট খাতের কনফিডেন্স সিমেন্ট লিমিটেডের পরিচালনা পর্ষদ শেয়ারহোল্ডারদের জন্য ২০ শতাংশ লভ্যাংশ ঘোষণা করেছে। এর মধ্যে ১৫ শতাংশ নগদ ও ৫ শতাংশ বোনাস। কোম্পানি সূত্রে এ তথ্য জানা গেছে।

৩০ জুন, ২০২০ সমাপ্ত অর্থবছরে নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করে এ লভ্যাংশ ঘোষণা করেছে।

এ সময়ে কোম্পানিটির শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ৮ টাকা ৩০ পয়সা। একই সময়ে শেয়ার প্রতি সম্পদমূল্য (এনএভি) হয়েছে ৬৬ টাকা ৭৩ পয়সা।

কোম্পানিটির বার্ষিক সাধারণ সভা (এজিএম) অনুষ্ঠিত হবে আগামী ২৮ ফেব্রুয়ারি। এর জন্য রেকর্ড তারিখ নির্ধারণ করা হয়েছে ৩১ জানুয়ারি।

স্টকমার্কেটবিডি.কম/

জিডিপিতে পর্যটন শিল্পের অবদান ১০ শতাংশ করার আহ্বান

স্টকমার্কেটবিডি প্রতিবেদক :

বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের নবনিযুক্ত সচিব মো. মোকাম্মেল হোসেন বলেছেন, বাংলাদেশের জিডিপিতে পর্যটন শিল্পের অবদান ন্যূনতম ১০ শতাংশ উন্নীতকরণে সকলকে সম্মিলিতভাবে কাজ করতে হবে।

তিনি বলেন, ‘বাংলাদেশের অর্থনীতি এখন টেক-অফ স্টেজে আছে। দেশের অর্থনৈতিক উন্নয়নে পর্যটন একটি গুরুত্বপূর্ণ শিল্প। আগামী ২০৪১ সালে বঙ্গবন্ধুর স্বপ্ন বাংলাদেশকে একটি উন্নত দেশ হিসেবে গড়ে তোলার জন্য বাংলাদেশ পর্যটন করপোরেশনের (বাপক) সব স্তরের কর্মকর্তাদের সততা ও নিষ্ঠার সঙ্গে কাজ করতে হবে। বাংলাদেশের পর্যটন শিল্পের উন্নয়নে অনেক চ্যালেঞ্জ রয়েছে। কিন্তু এসব চ্যালেঞ্জগুলোকে মোকাবিলা করেই আমাদের এগিয়ে যেতে হবে।’

রবিবার (১০ জানুয়ারি) বাংলাদেশে পর্যটন করপোরেশনের প্রধান কার্যালয় পর্যটন ভবন পরিদর্শন ও সংস্থার কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।

বাংলাদেশ পর্যটন করপোরেশনে চেয়ারম্যান রাম চন্দ্র দাস ফুলেল শুভেচ্ছা দিয়ে সচিবকে পর্যটন ভবনে স্বাগত জানান। মতবিনিময় সভায় বাংলাদেশ পর্যটন করপোরেশনের পক্ষ থেকে সংস্থার সামগ্রিক কার্যক্রম নিয়ে একটি ‘পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশন’ দেয়া হয়। সংস্থার পরিচালক (বাণিজ্যিক) মো. আব্দুস সামাদ এটি উপস্থাপন করেন। তারপর বাংলাদেশ পর্যটন করপোরেশনের চেয়ারম্যান সংস্থার বিভিন্ন উন্নয়নমূলক কর্মকাণ্ড এবং চলমান প্রকল্পসমূহ সম্পর্কে সচিবকে বিস্তারিত অবহিত করেন।

সচিব তার বক্তব্যের শুরুতে হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি বাংলাদেশের স্বাধীনতার মহান স্থপতি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেন এবং ১০ জানুয়ারি বঙ্গবন্ধুর ‘স্বদেশ প্রত্যাবর্তন দিবস’ উপলক্ষে তার অবদানের কথা তুলে ধরেন।

এরপর তিনি বলেন, ‘পর্যটন আমার একটি পছন্দের বিষয়। জাতীয় অর্থনৈতিক উন্নয়নে পর্যটন শিল্প নিয়ে কাজ করার সুযোগ অনেক বেশি। বাংলাদেশ ষড়ঋতুর দেশ হওয়ায় বাংলাদেশের পর্যটন আকর্ষণের বৈচিত্র্যও অনেক বেশি।’

তিনি পর্যটন শিল্প থেকে বাংলাদেশের জিডিপিতে অবদান ন্যূনতম ১০ শতাংশ উন্নীতকরণের জন্য সবাইকে সম্মিলিতভাবে কাজ করার জন্য নির্দেশনা প্রদান করেন।

নবনিযুক্ত সচিবকে বাংলাদেশ পর্যটন করপোরেশনের চেয়ারম্যান রাম চন্দ্র দাস ফুলেল শুভেচ্ছা জানানোর পর বাপক অফিসার্স অ্যাসোসিয়েশন এবং বাপক কেন্দ্রীয় কর্মচারী ইউনিয়নের পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছা জানানো হয়। সচিব পর্যটন ভবন পরিদর্শন করায় বাপকের চেয়ারম্যান তাকে আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জ্ঞাপন করেন।

স্টকমার্কেটবিডি.কম/এইচ

রেশম শিল্পের ঐতিহ্য ধরে রাখতে হবে : বস্ত্র ও পাটমন্ত্রী

স্টকমার্কেটবিডি ডেস্ক:

বস্ত্র ও পাট মন্ত্রী গোলাম দস্তগীর গাজী বীরপ্রতীক বলেছেন, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ১৯৭৪ সালে বাংলাদেশ রেশম উন্নয়ন বোর্ড প্রতিষ্ঠা করেছিলেন। বঙ্গবন্ধুর সেই স্মৃতিকে ধরে রেখে রেশম শিল্পকে এগিয়ে নিতে হবে। রেশম বাংলাদেশের ঐতিহ্য। মন্ত্রী রবিবার বিকালে রাজশাহী রেশম উন্নয়ন বোর্ডের সম্মেলন কক্ষে কর্মকর্তা-কর্মচারীদের সঙ্গে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তৃতায় এসব কথা বলেন।

মন্ত্রী বলেন, রেশমের উৎপাদন ব্যয় হ্রাস করে উন্নতমানের সুতা তৈরি করতে হবে। যাতে অল্প দামে ভালো মসৃণ কাপড় তৈরি করা যায়। জনগণ সাশ্রয়ী মূল্যে রেশমের কাপড় পড়তে পারে। রাজশাহী মানে রাজশাহীর সিল্ক। এটাকে ধরে রাখার আপ্রাণ চেষ্টা করতে হবে।
মন্ত্রী আরও বলেন, কিভাবে রেশম শিল্পকে লাভজনক শিল্প হিসেবে প্রতিষ্ঠা করা যায় এখন আমাদেরকে সে বিষয়ে সাধনা করতে হবে। এটা নিয়ে আমাদেরকে অনেক কাজ করে যেতে হবে। যেন আমরা রেশম ঐতিহ্য ধরে রাখতে পারি। তিনি বলেন, আমরা রেশম শিল্পকে একটি মডেল হিসেবে প্রতিষ্ঠিত করতে চাই। যাতে ভবিষ্যতে অনেকে এই মডেল অনুসরণ করতে পারে।

সভার শুরুতে বাংলাদেশ রেশম উন্নয়ন বোর্ডের মহাপরিচালক মু. আবদুল হাকিম পাওয়ার পয়েন্ট উপস্থাপনার মাধ্যমে রেশম বোর্ডের প্রধান কার্যাবলী, এই শিল্পের বিভিন্ন চ্যালেঞ্জ ও সমস্যাসমূহ, সম্ভাবনা, সমস্যা মোকাবিলায় বোর্ডের প্রস্তুতি ও ভবিষ্যৎ পরিকল্পনা তুলে ধরেন।

অনুষ্ঠানে রাজশাহী সদর আসনের এমপি ফজলে হোসেন বাদশা, বাংলাদেশ জাতীয় সংসদের সংরক্ষিত আসনের এমপি আদিবা আনজুম মিতা, বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের সচিব লোকমান হোসেন মিয়া উপস্থিত ছিলেন।

মতবিনিময় শেষে মন্ত্রী রেশম গবেষণা প্রশিক্ষণ ইন্সটিটিউট, পি-৩ কেন্দ্র ও রাজশাহী রেশম কারখানা ঘুরে দেখেন। এর আগে মন্ত্রী বেলা সাড়ে ১১ টায় মোহনপুর উপজেলার মৌগাছীর চাঁদপুরে রেশম ব্লক ও সম্প্রসারণ এলাকা এবং মোহনপুর চাকী সেন্টার পরিদর্শন করেন। মোহনপুর চাকী সেন্টার পরিদর্শনকালে মন্ত্রী সাংবাদিকদের জানান কম খরচে ভালো রেশম উৎপাদন আমাদের লক্ষ্য। সূত্র : বিডি প্রতিদিন

স্টকমার্কেটবিডি.কম/এইচ

সালভো কেমিক্যালসের পরিচালকের শেয়ার ক্রয় সম্পন্ন

স্টকমার্কেটবিডি ডেস্ক:

শেয়ারবাজারে তালিকাভুক্ত ঔষধ ও রসায়ন খাতের কোম্পানি সালভো কেমিক্যালস ইন্ডাস্ট্রিজ লিমিটেডের একজন পরিচালক ১ লাখ ৭০ হাজার শেয়ার ক্রয় সম্পন্ন করেছেন। ঢাকা স্টক একচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

মোঃ সালাম ওবায়দুল করিম নামে কোম্পানিটির এই পরিচালক ১ লাখ ৭০ হাজার শেয়ার বাজার দরে ক্রয় করলেন।

তিনি এই ঘোষণার পর ৩০ কার্যদিবসের মধ্যে উল্লেখিত পরিমাণ শেয়ার পাবলিক মার্কেট হতে ক্রয় করলেন বলে কোম্পানিটির পক্ষ থেকে জানানো হয়।

স্টকমার্কেটবিডি.কম/

প্রবাসীদের নিয়ে ২ দিনব্যাপী উদ্যোক্তা প্রশিক্ষণ ডিসিসিআইয়ের

স্টকমার্কেটবিডি প্রতিবেদক :

প্রবাসী বাংলাদেশীদের নিজ দেশে ব্যবসায়িক কার্যক্রম শুরু ও বিনিয়োগ বিষয়ক ধারণা প্রদানের লক্ষ্যে ঢাকা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি (ডিসিসিআই) এবং দক্ষিণ কোরিয়ায় অবস্থিত বাংলাদেশ দূতাবাস যৌথভাবে আয়োজিত ২ দিনব্যাপী উদ্যোক্তা সংক্রান্ত অনলাইন ভিত্তিক প্রশিক্ষণ কোর্সের উদ্বোধনী অনুষ্ঠান অদ্য ১০ জানুয়ারি, ২০২১ তারিখে অনুষ্ঠিত হয়। এ অনুষ্ঠানে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের ‘বাংলাদেশ ওভারসিজ এমপ্লয়মেন্ট অ্যান্ড সার্ভিসেস লিমিটেড (বোয়েসেল)’-এর ব্যবস্থাপনা পরিচালক মোঃ সাইফুল হাসান বাদল এবং পররাষ্ট্র মন্ত্রণালয়ের মহাপরিচালক (কনস্যুলার এবং ওয়েলফেয়ার উইং) এফ এম বোরহান উদ্দিন যথাক্রমে প্রধান অতিথি ও বিশেষ অতিথি হিসেবে যোগদান করেন।

অনুষ্ঠানের স্বাগত বক্তব্যে ঢাকা চেম্বারের সভাপতি রিজওয়ান রাহমান আশা প্রকাশ করে বলেন, বাংলাদেশের অব্যাহত প্রবৃদ্ধির অন্যতম নিয়াক হলো প্রবাসী আয় এবং আমরাদের প্রবাসীরা কোভিড মহামারীর সময় রেমিট্যান্স প্রবাহ অব্যাহত রেখেছে, যা আমাদের অর্থনীতিকে ঘুরে দাঁড়াতে কার্যকর ভূমিকা পালন করেছে। ডিসিসিআই সভাপতি জানান, ২০১৯-২০ অর্থবছরে ১.৩ কোটি প্রবাসী বাংলাদেশি রেকর্ড পরিমাণ প্রায় ১৮.২ বিলিয়ন মার্কিন ডলার রেমিটেন্স পাঠিয়েছে। তিনি বলেন, আজকের এ প্রশিক্ষণ কোর্সের মাধ্যমে প্রবাসী বাংলাদেশি, যার দেশে ব্যবসায়িক কার্যক্রম ও বিনিয়োগে আগ্রহী তাদের জন্য প্রয়োজনীয় তথ্য যেমন; লাইসেন্স সংগ্রহ, কোম্পানি রেজিস্ট্রেশন, ব্যবসার কৌশলগত পরিকল্পনা, কারখানার স্থান নির্বাচন, সাপ্লাইচেইন ব্যবস্থাপনা, হিসাবরক্ষণ এবং ব্যবসা সম্প্রসারণ ও ব্যবসা বন্ধকরণ পদ্ধতি ইত্যাদি সম্পর্কে বিস্তারিত ধারণা প্রদান করবে। তিনি এ কার্যক্রমে সহযোগিতা প্রদানের জন্য বাংলাদেশের সিউল দূতাবাস কে ধন্যবাদ জ্ঞাপন করেন।

প্রধান অতিথি’র বক্তব্যে বাংলাদেশ ওভারসিজ এমপ্লয়মেন্ট অ্যান্ড সার্ভিসেস লিমিটেড (বোয়েসেল)-এর ব্যবস্থাপনা পরিচালক মোঃ সাইফুল হাসান বাদল বলেন, দক্ষিণ কোরিয়ায় বসবাতরত প্রবাসী বাংলাদেশীরা ইতোমধ্যে নিজেদের দক্ষতার পরিচয় দিয়েছেন, যা বর্হিবিশে^ দেশের ভাবমূতি উজ্জ্বল হয়েছে। তিনি দক্ষতা অর্জন না করে, বাংলাদেশিদের প্রবাসে না যাওয়ার আহ্বান জানান এবং প্রবাসীদের দক্ষতা উন্নয়নে নিজেদের আন্ত:ব্যক্তিক যোগাযোগ আরো বৃদ্ধির আহ্বান জানান। সাইফুল হাসান বাদল জানান, দক্ষতা অর্জন পূর্বক প্রবাস গমন নিশ্চিতকল্পে বোয়েসেল ইতোমধ্যে নানাবিধ কার্যক্রম গ্রহণ করেছে এবং এর সাথে সংশ্লিষ্ট সরকারের অন্যান্য সংস্থাসমূহও নিরলসভাবে কাজ করে যাচ্ছে।

বিশেষ অতিথি’র বক্তব্যে পররাষ্ট্র মন্ত্রণালয়ের মহাপরিচালক (কনস্যুলার এবং ওয়েলফেয়ার উইং)এফ এম বোরহান উদ্দিন বলেন, রেমিট্যান্স আহরণের ক্ষেত্রে বাংলাদেশ সারা পৃথিবীতে ৮ম স্থানে রয়েছে, তবে আরো দক্ষ মানব সম্পদ বিদেশে পাঠানো সম্ভব হলে, আমরা বেশি হারে রেমিট্যান্স আহরণে সক্ষম হবো। তিনি প্রবাসীদের দেশে ফেরত আসলে, প্রবাস জীবনের দক্ষতা কাজে লাগানোর উপর জোরারোপ করেন।

সমাপনী বক্তব্যে দক্ষিণ কোরিয়া নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত আবিদা ইসলাম বলেন, বর্তমানে দক্ষিণ কোরিয়া প্রায় ১০ হাজার প্রবাসী বাংলাদেশী রয়েছেন, যারা দেশের অর্থনীতিতে গুরুত্বপূর্ণ অবদান রাখছেন। তিনি জানান, দক্ষিণ কোরিয়া পৃথিবীর উন্নতদেশগুলোর মধ্যে একটি, যারা তথ্য-প্রযুক্তি সহ শিল্পের নানাবিধ খাতে উন্নতির শিখরে রয়েছে, এমতাবস্থায় দক্ষিণ কোরিয়ায় কর্মসংস্থানের সুযোগ তৈরির জন্য প্রবাসাী বাংলাদেশীদের দক্ষতা অর্জনের কোন বিকল্প নেই। এমন বাস্তবতায় তিনি বাংলাদেশীদের প্রবাসে কাজ করার সিদ্ধান্ত গ্রহণের ক্ষেত্রে সুনিদিষ্ট খাতের উপর দক্ষতা অর্জনের উপর জোরারোপ করেন। রাষ্ট্রদূত বলেন, একজন দক্ষ প্রবাসীর যেমন বিদেশে কাজ করার যথেষ্ট সুযোগ থাকে, তেমনই প্রবাস জীবন শেষে দেশে ফেরত আসলে নিজের কর্মসংস্থানের সুযোগ তৈরির পাশাপাশি ব্যবসায়িক কর্মকা- চালু করার মাধ্যমে অন্যান্যদের কর্মসংস্থানের সুযোগ তৈরি করতে সক্ষম হবেন।

দক্ষিণ কোরিয়ার বাংলাদেশ দূতাবাসের কমার্শিয়াল কাউন্সিলর ড. মো: মিজানুর রহমান অনুষ্ঠানটি সঞ্চালনা করেন, যেখানে দক্ষিণ কোরিয়ায় অবস্থিত প্রবাসী বাংলাদেশীসহ বেশকিছু শিক্ষার্থী অংশগ্রহণ করেন।

স্টকমার্কেটবিডি.কম/এইচ

দিনের লেনদেনের শীর্ষে বেক্সিমকো লিমিটেড

স্টকমার্কেটবিডি প্রতিবেদক :

ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) আজ রবিবার লেনদেনের শীর্ষে উঠে এসেছে বেক্সিমকো লিমিটেড। কোম্পানিটির মোট ১২২ কোটি ২ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

কোম্পানিটি মোট ১ কোটি ৮৩ লাখ ৩৩ হাজার শেয়ার হাতবদল করেছে।

তালিকার দ্বিতীয় স্থানে রয়েছে লংকাবাংলা ফিন্যান্স লিমিটেড। কোম্পানিটির ২ কোটি ৬২ লাখ ৯১ হাজার ৪৩৮টি শেয়ার লেনদেন হয়েছে। যার বাজার মূল্য ১০২ কোটি ৮৪ লাখ টাকা।

লাফার্জহোলসিম তালিকার তৃতীয় স্থানে রয়েছে। কোম্পানিটির ১ কোটি ৬২ লাখ ৪০ হাজার টি শেয়ার লেনদেন হয়েছে। যার আর্থিক মূল্য ৯৫ কোটি ২২ লাখ টাকা।

লেনদেনের তালিকায় থাকা অন্য কোম্পানিগুলো হচ্ছে- বেক্সিমকো ফার্মা, আইএফআইসি, ন্যাশনাল হাউজিং ফিন্যান্স,আইপিডিসি, কনফিডেন্স সিমেন্ট, পাওয়ার গ্রীড ও অ্যাক্টিভ ফাইন লিমিটেড।

স্টকমার্কেটবিডি.কম/জেড

অর্থ ও বিনিয়োগ সপ্তাহ উদযাপন করবে সিজিআইএ ইনস্টিটিউট

স্টকমার্কেটবিডি প্রতিবেদক :

বাংলাদেশে ২০২১ সালের মার্চ মাসে বিশ্বব্যাপী ‘ফাইন্যান্স অ্যান্ড ইনভেস্টমেন্ট উইক’ তথা অর্থ ও বিনিয়োগ সপ্তাহ উদযাপনের ঘোষণা করেছে ফাইন্যান্স ও ইনভেস্টমেন্ট পেশাদারদের আন্তর্জাতিক সংস্থা সিজিআইএ ইনস্টিটিউট।

অর্থ ও বিনিয়োগ ব্যবস্থাপনা শিল্পের সব প্লেয়ার’দের সঙ্গে বিশ্বব্যাপী ইনস্টিটিউটের মেম্বার নেটওয়ার্কগুলোতে অর্থ ও বিনিয়োগ সপ্তাহ অনুষ্ঠিত হবে। এবারই প্রথম আগামী ২২ মার্চ-২৭ মার্চ, ২০২১ বিশ্বব্যাপী অর্থ ও বিনিয়োগ সপ্তাহ উদযাপিত হতে যাচ্ছে।

‘Get Involved’ বা ‘জড়িত হোন’ এমন থিম’কে সামনে রেখে ‘বিশ্ব অর্থ ও বিনিয়োগ সপ্তাহ’ উদযাপিত হতে যাচ্ছে।

সিজিআইএ ইনস্টিটিউটের মেম্বার নেটওয়ার্কগুলিও তাদের নিজ অঞ্চলে পেশাদার এবং সামাজিক ক্রিয়াকলাপে নিযুক্ত থাকবে। এছাড়া বিশ্বব্যাপী অর্থ ও বিনিয়োগ সপ্তাহে বিভিন্ন মিডিয়া চ্যানেল জুড়ে শিল্পে নৈতিকতা প্রচারের পাশাপাশি বিনিয়োগকারীদের স্বার্থ সুরক্ষার কার্যক্রম জড়িত থাকবে।

সিজিআইএ ইনস্টিটিউট অনুসারে ‘আমাদের শিল্পের প্রবৃদ্ধি এবং সুরক্ষা করা আমাদের সম্মিলিত দায়িত্ব। বিশ্বব্যাপী অর্থ ও বিনিয়োগ সপ্তাহ আমাদের সবাইকে সেই প্রতিশ্রুতি প্রদর্শনের এক অনন্য সুযোগ করে দেবে।’

‘একটি ইনস্টিটিউট হিসেবে, আমাদের শিল্পের প্রচারের লক্ষ্যে প্রাসঙ্গিক কথোপকথন এবং অনুষ্ঠানগুলোতে জড়িত হওয়ার জন্য সব স্টেকহোল্ডার এবং গ্লোবাল মেম্বার ও অংশীদারদের সমাবেশ করার জন্য প্রথম এবং প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করতে পেরে আমরা আনন্দিত’।

‘২০২১ সালের মার্চে অর্থ ও বিনিয়োগ সপ্তাহের উদযাপন উপলক্ষে বিভিন্ন কার্যক্রম পরিচালনায় অ্যাসেট অ্যান্ড পোর্টফোলিও ম্যানেজমেন্ট ফার্ম, কমার্শিয়াল অ্যান্ড ইনভেস্টমেন্ট ব্যাংকিং ফার্ম, ইন্স্যুরেন্স অ্যান্ড পেনশন কোম্পানিজ, প্রাইভেট ইক্যুইটি অ্যান্ড ভেনচার ক্যাপিটাল ফার্ম, ফান্ড ম্যানেজমেন্ট অ্যান্ড ইনভেস্টমেন্ট হাউজ প্রভৃতি থেকে ইন্ডাস্ট্রির সব ‘কি প্লেয়ার’কে স্বাগত জানান একইসঙ্গে বিশ্ব অর্থ ও বিনিয়োগ সপ্তাহ-২০২১কে যথাযথভাবে উদযাপনের আহ্বান জানান সিজিআইএ নেটওয়ার্ক বাংলাদেশের কান্ট্রি রিপ্রেজেনটিটিভ এম নুরুল আলম সিজিআইএ, এফসিএস।

উল্লেখ্য যে, সিজিআইএ নেটওয়ার্ক বাংলাদেশ মূলত দি চার্টার্ড গ্লোবাল ইনভেস্টমেন্ট অ্যানালিস্ট (সিজিআইএ) ইনস্টিটিউট, ইউএসএ এর বাংলাদেশ চ্যাপ্টার। সিকিউরিটিজ, ইনভেস্টমেন্ট ব্যাংকিং, ওয়েলথ ম্যানেজমেন্ট, অ্যাকাউন্টিং, স্ট্যাটিস্টিকস, ইন্স্যুরেন্স, ফাইন্যান্সিয়াল প্লানিং, ইকোনোমিকস, ইনভেস্টমেন্ট, স্টক ব্রোকারিং, ফাইন্যান্সিয়াল ম্যানেজমেন্ট, বিজনেস ম্যানেজমেন্ট এবং অ্যাকচুরিয়াল সায়েন্স পেশাদারদের জন্য স্বীকৃত পেশাদার পদবী সিজিআইএ। ফাইন্যান্স এবং ইনভেস্টমেন্ট প্রফেশনালসদের জন্য বিশ্বব্যাপী নেটওয়ার্কের প্রবেশদ্বার হিসেবে স্বীকৃত ডিগ্রি সিজিআইএ।

স্টকমার্কেটবিডি.কম/জেড

হিলি বন্দর দিয়ে ভারত থেকে চাল আমদানি শুরু

স্টকমার্কেটবিডি প্রতিবেদক :

‘দীর্ঘ ৩৫ মাস পর হিলি বন্দর দিয়ে দেশে চাল আসছে। এই বন্দর দিয়ে চাল আমদানির জন্য ৩৫৬ ডলারে এলসি খোলা হয়েছে।’
ছবিটি সংগৃহীত ও প্রতীকী

দীর্ঘদিন বন্ধ থাকার পর দিনাজপুরের হিলির স্থলবন্দর দিয়ে চাল আমদানি শুরু হয়েছে। বাজার স্বাভাবিক রাখতে প্রথম চালানেই এসেছে ১১২ মেট্রিক টন চাল।

শনিবার দুপুর থেকে হিলি স্থলবন্দর দিয়ে বাংলাদেশে ৩টি চালবাহী ট্রাক প্রবেশ করে। এই চাল আমদানি করেছেন মেসার্স জগদিশ চন্দ্র রায় নামে হিলির এক প্রতিষ্ঠান।

প্রতিষ্ঠানটি সরকারের শর্তাবলী মেনে ১০ হাজার মেট্রিক টন চাল আমদানির অনুমতি পেয়েছে। প্রথম চালানে নিয়ে আসবে স্বর্ণা-৫ জাতের ৬০০ মেট্রিক টন চাল।

প্রতিষ্ঠানের ব্যবস্থাপক শ্রীপদ জানান, প্রথম চালানের ৬০০ মেট্রিক টনের মধ্যে ১১২ মেট্রিক টন চাল প্রবেশ করেছে। আগামী দুয়েকদিনের মধ্যেই বাকি চাল বন্দর দিয়ে দেশে প্রবেশ করবে। এসব চাল দেশের বিভিন্ন স্থানে সরবরাহ হলেই অভ্যন্তরীন বাজারে চালের দাম কমে আসবে।

হিলি স্থলবন্দরে আমদানি-রপ্তানিকারক গ্রুপের সভাপতি হারুন-উর-রশিদ বলেন, ‘দীর্ঘ ৩৫ মাস পর হিলি বন্দর দিয়ে দেশে চাল আসছে। এই বন্দর দিয়ে চাল আমদানির জন্য ৩৫৬ ডলারে এলসি খোলা হয়েছে।’

আমদানি পুরোদমে শুরু হলে বাজারে চালের দামও কমে আসবে বলে অভিমত তার।

স্টকমার্কেটবিডি.কম/জেড

ব্লক মার্কেটে ২৫ কোম্পানির লেনদেন

স্টকমার্কেটবিডি প্রতিবেদক :

সপ্তাহের প্রথম কার্যদিবস রোববার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) ব্লক মার্কেটে ২৫টি কোম্পানির ২৮ কোটি টাকার শেয়ার লেনদেন হয়েছে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা গেছে, কোম্পানিগুলোর ৭০ লাখ ৭৫ হাজার ৫৬২টি শেয়ার ৬৭ বার হাত বদল হয়েছে। এর মাধ্যমে কোম্পানিগুলোর ২৮ কোটি ১৬ লাখ ৪৫ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে।

কোম্পানিগুলোর মধ্যে সবচেয়ে বেশি অর্থাৎ ৭ কোটি ২৪ লাখ ২০ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে ইস্টার্ন কেবলসের। দ্বিতীয় সর্বোচ্চ ৪ কোটি ২৬ লাখ ৬৭ হাজার টাকার এসএস স্টিলের এবং তৃতীয় সর্বোচ্চ ৩ কোটি ৬১ লাখ ৭০ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে বেক্সিমকো ফার্মার।

এছাড়া বারাকা পাওয়ারের ৬ লাখ ৪২ হাজার টাকার, বাংলাদেশ ন্যাশনাল ইন্স্যুরেন্সের ১৪ লাখ ৭৬ হাজার টাকার, সিএপিএম আইবিবিএল মিউচ্যুয়াল ফান্ডের ৭ লাখ ১৬ হাজার টাকার, ডিবিএইচের ১৫ লাখ ৪৫ হাজার টাকার, ফাইন ফুডসের ৫ লাখ ৮৯ হাজার টাকার, আইএফআইসির ২ কোটি ২৩ লাখ ১৬ হাজার টাকার, আইএফআইসি ফার্স্ট মিউচ্যুয়াল ফান্ডের ৭ লাখ ৮০ হাজার টাকার, ইসলামিক ফাইন্যান্সের ২০ লাখ ৪৫ হাজার টাকার, লাফার্জহোলসিমের ৮৫ লাখ ২৪ হাজার টাকার, ম্যাকসন্স স্পিনিংয়ের ১ কোটি ৪১ লাখ ৫০ হাজার টাকার, এনসিসি ব্যাংকের ২৮ লাখ ৩৫ হাজার টাকার, ন্যাশনাল পলিমারের ২০ লাখ ৩০ হাজার টাকার, ন্যাশনাল টিউবসের ১৩ লাখ ৮ হাজার টাকার, ফনিক্স ইন্স্যুরেন্সের ২৫ লাখ ৬২ হাজার টাকার, পাইওনিয়ার ইন্স্যুরেন্সের ১ কোটি ৯৮ লাখ ৩৫ হাজার টাকার, পাওয়ার গ্রীডের ২৫ লাখ ৫০ হাজার টাকার, প্রগ্রেসিভ লাইফ ইন্স্যুরেন্সের ১ কোটি ৬৭ লাখ ২৮ হাজার টাকার, কাশেম ইন্ডাস্ট্রিজের ২৪ লাখ ৬০ হাজার টাকার, রবি আজিয়াটার ১ কোটি ৯ লাখ ৯২ হাজার টাকার, এসকে ট্রিমসের ৯২ লাখ ৫৯ হাজার টাকার, স্ট্যান্ডার্ড সিরামিকের ৫ লাখ ৮ হাজার টাকার এবং ইউনাইটেড পাওয়ারের ৬৫ লাখ ৩৭ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে।

স্টকমার্কেটবিডি.কম/জেড