সাড়ে ৪ শতাংশের বেশি সুদ আরোপ না করার নির্দেশ

স্টকমার্কেটবিডি প্রতিবেদক :

সরকার ঘোষিত বড় শিল্প ও সেবা খাতের প্রণোদনা প্যাকেজের আওতায় বিতরণ করা ঋণের বিপরীতে সুদ আরোপের নতুন নির্দেশনা দিয়েছে বাংলাদেশ ব্যাংক। নতুন নির্দেশনা অনুযায়ী, বিতরণ করা ঋণের বিপরীতে শুধু গ্রাহক কর্তৃক প্রদেয় অংশই আরোপ করা যাবে। অবশিষ্ট অংশ পৃথক হিসাবে সংরক্ষণ করতে হবে। আজ মঙ্গলবার কেন্দ্রীয় ব্যাংকের ব্যাংকিং প্রবিধি ও নীতি বিভাগ থেকে এ সংক্রান্ত সার্কুলার জারি করা হয়।

নভেল করোনাভাইরানের প্রাদুর্ভাবের কারণে বাংলাদেশে সম্ভাব্য অর্থনৈতিক প্রভাব মোকাবেলায় স্বল্প সুদে ঋণ সুবিধা প্রদানের লক্ষ্যে গত ৫ এপ্রিল ক্ষতিগ্রস্ত বড় শিল্প ও সেবা খাতের প্রতিষ্ঠানগুলোর জন্য চলতি মূলধন ঋণ সুবিধা দিতে ৩০ হাজার কোটি টাকার আর্থিক সহায়তা প্যাকেজ ঘোষণা করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। পরবর্তীতে সচল রপ্তানীমুখি শিল্প-প্রতিষ্ঠানে কর্মরত শ্রমিক কর্মচারীদের জুলাই মাসের বেতন-ভাতা প্রদানের জন্য ৩০ হাজার কোটি টাকার আর্থিক সহায়তা প্যাকেজটি ৩ হাজার কোটি টাকা বৃদ্ধি করে ৩৩ হাজার কোটি টাকায় উন্নীত করা হয়। এর পর গত ২৯ অক্টোবর আর্থিক সহায়তার এ প্যাকেজটি ৩৩ হাজার কোটি টাকা হতে বৃদ্ধি করে ৪০ হাজার কোটি টাকায় উন্নীত করা হয়েছে। বাড়তি এই ৭ হাজার কোটি টাকা বাংলাদেশ
অর্থনৈতিক অঞ্চল কর্তৃপক্ষ (বেজা), বাংলাদেশ রপ্তানী প্রক্রিয়াকরণ অঞ্চল কর্তৃপক্ষ (বেপজা) এবং বাংলাদেশ হাই-টেক পার্ক কর্তৃপক্ষ-তে অবস্থিত ‘এ’, ‘বি’ ও ‘সি’ টাইপ শিল্প প্রতিষ্ঠানের চলতি মূলধন হিসেবে ঋণ সুবিধা প্রদানের জন্য বরাদ্দ দেওয়া হয়।

এ প্যাকেজের ঋণের সুদ নির্ধারণ করা হয় ৯ শতাংশ। এর মধ্যে সাড়ে ৪ শতাংশ গ্রাহক পরিশোধ করবে। বাকি সাড়ে ৪ শতাংশ গ্রাহকের পক্ষে সরকার ভর্তুকি হিসেবে দিবে। কিন্তু এ প্যাকেজের আওতায় বিতরণ করা ঋণের বিপরীতে ৯ শতাংশ সুদই গ্রাহকের হিসাবের বিপরীতে আরোপ করা হচ্ছে বলে এমন অভিযোগ উঠেছে। এর প্রেক্ষিতে নতুন সার্কুলার জারি করে বিষয়টি স্পস্ট করলো বাংলাদেশ ব্যাংক।

সার্কুলারে বলা হয়েছে, কিছু কিছু ব্যাংক এ প্যাকেজের আওতায় বিতরণ করা ঋণের বিপরীতে গ্রাহকের হিসাবে ৯ শতাংশ সুদ আরোপ করছে। যার ফলে গ্রাহক আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে।

স্টকমার্কেটবিডি. কম.

প্যানটোনের কালার ২০২১-এ রিয়েলমি’র ভিজ্যুয়াল আইডেন্টিটির প্রতিফলন

স্টকমার্কেটবিডি প্রতিবেদক :

প্রফেশনাল কালার ইনস্টিটিউট প্যানটোন হলুদ (ইয়েলো) ও ধূসর (গ্রে) রঙকে কালার অব দ্য ইয়ার ২০২১ (বর্ষসেরা রঙ ২০২১) হিসেবে ঘোষণা দিয়েছে। তরুণদের পছন্দের ব্র্যান্ড রিয়েলমি’র সিগনেচার ভিজ্যুয়াল আইডেন্টিটি ’রিয়েলমি গ্রে’ এবং ’রিয়েলমি ইয়েলো’-তে প্যানটোনের বর্ষসেরা দু’টি রঙের প্রতিফলন ঘটেছে। এটি কোন কাকতালীয় ব্যাপার নয় বরং বিষয়টি গত বছরের শুরুতে বৈশ্বিকভাবে প্রশংসিত পেন্টাগ্রাম পার্টনার ও চিফ ডিজাইনার এডি অপারা’র সহযোগিতায় রিয়েলমি ভিজ্যুয়াল আইডেন্টিটির ক্ষেত্রে যে আপডেট নিয়ে এসেছিলো, এটি তারই ফলাফল।

ট্রেন্ডসেটিং প্রযুক্তি ব্র্যান্ড হিসেবে, রিয়েলমি সবসময় তরুণদের পছন্দ ও প্রয়োজনীয়তার বিষয়টিকে অগ্রাধিকার দিয়ে আসছে। এরই ধারাবাহিকতায়, বিশ্বব্যাপী তরুণ স্মার্টফোন ব্যবহারকারীদের জন্য রিয়েলমি সবসময় ট্রেন্ডসেটিং ডিজাইন ও দুর্দান্ত পারফরমেন্সের পণ্য নিয়ে আসতে সচেষ্ট।

সম্পূর্ণরূপে ভিআই ভিজ্যুয়াল ডিজাইন নিয়ে আসতে রিয়েলমি’র ডিজাইন দল ‘রিয়েলমি ডিজাইন স্টুডিও’র নেতৃত্বে ছিলো বিশ্বের শীর্ষস্থানীয় ডিজাইন স্টুডিও পেন্টাগ্রাম; যা ব্র্যান্ডটিকে করেছে আরো ট্রেন্ডি এবং এর পণ্যগুলোতে যুক্ত করা হয়েছে অত্যাধুনিক প্রযুক্তি।

ভাইব্রেন্ট গোল্ডেন ইয়েলো’র ওপর ভিত্তি করে এর ভিজ্যুয়াল আইডেন্টিটি সিস্টেম ও লোগো তৈরি করা হয়েছে। এই রঙটি’র নাম দেয়া হয়েছে ‘রিয়েলমি ইয়েলো’ – যা শক্তি, আধুনিকতা, তারুণ্য ও স্টাইলের প্রতিনিধিত্ব করে; একইসঙ্গে প্রাচ্য ও পশ্চিমা সংস্কৃতির ইতিবাচক বিষয়গুলোকেও সম্পৃক্ত করে। এর মধ্যে ইতিবাচকতা, আশাবাদ, বন্ধুত্ব, প্রাণচাঞ্চল্য, প্রজ্ঞা, ঐক্য, সমৃদ্ধি উল্লেখযোগ্য। এর প্রধান সাহায্যকারী রঙ গ্রে বা ধূসর – পেশাদারিত্ব, প্রশান্তি ও অন্তর্ভূক্তির বিষয়গুলোকে প্রতিনিধিত্ব করে এবং এগুলো রিয়েলমি’র সামগ্রিক ব্র্যান্ড ভিআইতে অন্যান্য সাহায্যকারী রঙ ক্ল্যাসিক ব্ল্যাক ও হোয়াইট এবং লাইট গ্রে টোনেও ব্যবহার করা হবে। ইন্ডাস্ট্রিয়াল ডিজাইন মাস্টার নাওতো ফুকাসাওয়ার ডিজাইনে তৈরি রিয়েলমি এক্স২ প্রো মাস্টার এডিশনটিতে ‘রিয়েলমি গ্রে’র ব্যবহার করা হয়, যা প্যানটোনের কালার অব দ্য ইয়ার ২০২১ ‘আল্টিমেট গ্রে’ এর সাথে সামঞ্জস্যপূর্ণ।

বাজারে বিস্তৃত পরিসরের ট্রেন্ডি স্মার্টফোন নিয়ে আসার ক্ষেত্রে রিয়েলমি বিশ্বব্যাপী খ্যাতি অর্জন করে নিয়েছে। একইসঙ্গে বিশ্বজুড়ে তরুণদের জন্য অত্যাধুনিক প্রযুক্তির ডিভাইসের সাথে তরুণ প্রযুক্তিপ্রেমীদের সম্মিলন ঘটানোর মাধ্যমে প্রতিষ্ঠানটি তাদের জীবনের সাথে ওতোপ্রোতভাবে মিশে গেছে। এরই ধারাবাহিকতায়, রিয়েলমি তাদের পণ্যসীমার পরিধি বিস্তৃত করছে এবং ট্রেন্ডি পণ্যের পোর্টফোলিওতে আইকনিক কুল ‘রিয়েলমি গ্রে’ এবং লাইভলি ‘রিয়েলমি ইয়েলো’ যুক্ত করেছে; যা ব্যবহারকারীদের রিয়েলমি’র ট্রেন্ডি পণ্য ব্যবহারের দুর্দান্ত অভিজ্ঞতার সুযোগ তৈরি করবে।

চলতি বছরের প্রথম প্রান্তিকে রিয়েলমি বিস্তৃত পরিসরের স্মার্টফোন ও আইওটি পণ্য উন্মোচন করার পরিকল্পনা নিয়েছে। এই পণ্যগুলো ব্যবহারকারীর স্মার্টফোন ব্যবহারের দুর্দান্ত অভিজ্ঞতা প্রদান করবে এবং তরুণ ব্যবহারকারীদের জীবনধারায় ইতিবাচক পরিবর্তন নিয়ে আসবে।

স্টকমার্কেটবিডি.কম/এইচ

পেপারফ্লাইয়ে ভারতীয় ইকম এক্সপ্রেসের বিনিয়োগ

স্টকমার্কেটবিডি ডেস্ক :

বাংলাদেশের পেপারফ্লাইয়ে এক শ কোটি টাকা বিনিয়োগ করেছে ভারতের প্রযুক্তিখাতের অন্যতম বিপণন প্রতিষ্ঠান ইকম এক্সপ্রেস। আজ মঙ্গলবার এক বিবৃতিতে ভারতীয় প্রতিষ্ঠান ওয়ারবার্গ পিনকাস এবং সিডিসি গ্রুপের আওতাধীন পণ্য সরবারহ প্রতিষ্ঠানটির সাথে বিনিয়োগ প্রক্রিয়া শেষ হবার খবর জানায় পেপারফ্লাই।

২০১৬ সালে চার সহপ্রতিষ্ঠাতা– শাহরিয়ার হাসান, রাজিবুল ইসলাম, রাহাত আহমেদ এবং শামসুদ্দিন আহমেদের উদ্যোগ, পেপারফ্লাই গত পাঁচ বছরে বাংলাদেশের ইকমার্সখাতের পণ্য বিলিকরনে নেতৃত্বস্থানীয় পর্যায়ে পৌছে গেছে।

স্বদেশের বাইরে প্রথম বিনিয়োগ করলো ইকম এক্সপ্রেস। ভারতে জুড়ে ২৯০০ ডেলিভেরি পয়েন্টের মাধ্যমে দৈনিক ১০ লক্ষ মানুষের কাছে পণ্য পৌছে দিচ্ছে উদ্ভাবনী প্রযুক্তি ভিত্তিক প্রতিষ্ঠানটি।

বিদেশি বিনিয়োগ এবং অংশীদারিত্ব প্রসঙ্গে পেপারফ্লাইয়ের প্রধান নির্বাহী শাহরিয়ার হোসেন বলেন, বাংলাদেশের প্রযুক্তিখাতের প্রসারের সাথে সাথে ইকমার্স পণ্য সরবারহ সেবা কয়েকগুন বেড়ে যাবে।

প্রযুক্তি এবং উদ্ভাবনের সমন্বয়ে আমরা পণ্য ব্যবস্থাপনা গতানুগতিক ধারনা পাল্টে দিতে ইকম এক্সপ্রেসের সাথে অংশীদারিত্ব সহায়ক হবে বলে মন্তব্য করেন এই সহ-প্রতিষ্ঠাতা।

প্রধান পরিচলন কর্মকর্তা রাজিবুল ইসলাম বলেন, স্থানীয়ভাবে গড়ে ওঠা প্রতিষ্ঠান হিসেবে দেশে জুড়ে পেপারফ্লাই গত পাঁচ বছরে বিপণন ব্যবস্থাপনা গড়ে তুলেছে। প্রসারমান ই-কমার্স খাতে অবদান রাখতে বিদেশি প্রতিষ্ঠানের সাথে অংশীদারিত্ব ব্যবসায় প্রসারে সাহায্য করবে।

পেপারফ্লাইয়ের প্রধান বিপণন কর্মকর্তা রাহাত আহমেদের মতে, শুধুমাত্র ইকমার্স খাতে নয়, প্রযুক্তি ব্যবহারের মাধ্যমে প্রচলিত কুরিয়ার প্রতিষ্ঠানের গ্রাহক কেন্দ্রিক সেবা উন্নয়ন সম্ভব। ভারতীয় প্রতিষ্ঠান ইকমের অভিজ্ঞতা পেপার ফ্লাইয়ের মাধ্যমে বাংলাদেশে পণ্য সরবারহ সেবায় ভূমিকা রাখবে বলে আশা প্রকাশ করেন প্রধান প্রযুক্তি কর্মকর্তা শামসুদ্দিন আহমেদ।

ইকম এক্সপ্রেসের সহ-প্রতিষ্ঠাতা এবং প্রধান নির্বাহী টিএ কৃষনান বলেন, পণ্য ব্যস্থাপনায় অভিজ্ঞতা এবং উদ্যোক্তাদের নেতৃত্বের মাধ্যমে অনলাইন ব্যবসায় প্রতিষ্ঠিত হয়েছে পেপারফ্লাই। আমাদের বিনিয়োগ হল ডেলিভারি স্পেসে দ্রুত প্রবৃদ্ধি সরবরাহকারী সংস্থার সাথে অংশীদার হওয়ার একটি সুযোগ, যখন দীর্ঘ মেয়াদে একটি শক্তিশালী এবং টেকসই অপারেশন তৈরি করার সময়। ই-কমার্স, লজিস্টিক এবং প্রযুক্তি বাস্তুসংস্থানের মাধ্যমে সাপ্লাই চেইন দ্বারা উচ্চতর গ্রাহক অভিজ্ঞতা প্রদানে আমরা পেপারফ্লাইয়ের সম্ভাবনার দ্বার উন্মোচনের প্রত্যাশায় রয়েছি। সূত্র : কালের কন্ঠ

স্টকমার্কেটবিডি.কম/এইচ

ভর্তুকি সুদ গ্রাহকের ওপর চাপাচ্ছে কিছু ব্যাংক

স্টকমার্কেটবিডি প্রতিবেদক :

করোনাভাইরাসের কারণে গ্রাহকদের সুদে ভর্তুকি দিচ্ছে সরকার। তবে কিছু ব্যাংক তা গ্রাহকের ওপর চাপিয়ে দিচ্ছে। সুদসহ পুরো টাকা পরিশোধের জন্য গ্রাহকদের সময় বেঁধে দিচ্ছে। এ কারণে ভর্তুকি সুদকে আলাদা হিসাবে সংরক্ষণের নির্দেশ দিয়েছে বাংলাদেশ ব্যাংক। আজ মঙ্গলবার এ নিয়ে প্রজ্ঞাপন জারি করে দেশের সব ব্যাংকের কাছে পাঠানো হয়েছে।

জানা যায়, করোনাভাইরাসের কারণে ভর্তুকি সুদে বিভিন্ন ঋণ প্যাকেজ ঘোষণা করে সরকার। এর মধ্যে সবচেয়ে বড় প্যাকেজ হলো ক্ষতিগ্রস্ত শিল্প ও সেবা খাতের জন্য। ইতিমধ্যে এই প্যাকেজের ঋণসীমা বাড়িয়ে ৪০ হাজার কোটি টাকা করা হয়েছে। এই ঋণের সুদ ৯ শতাংশ, তবে সরকার ভর্তুকি দেবে সাড়ে ৪ শতাংশ। ফলে গ্রাহকদের সাড়ে ৪ শতাংশ সুদ পরিশোধ করতে হবে।

বাংলাদেশ ব্যাংকের প্রজ্ঞাপনে বলা হয়েছে, কিছু ব্যাংক আলোচ্য প্যাকেজের আওতায় দেওয়া ঋণের বিপরীতে নির্ধারিত সুদ গ্রাহকের ঋণের বিপরীতে আরোপ করছে। ফলে গ্রাহক আর্থিকভাবে ক্ষতির সম্মুখীন হচ্ছে। ব্যাংক পর্যায়ে একই হিসাবায়ন নিশ্চিত করার লক্ষ্যে এবং অতিরিক্ত সুদ আরোপের ফলে গ্রাহক যাতে আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত না হয়, সে জন্য নতুন সুদ আরোপের ক্ষেত্রে নতুন নির্দেশনা মানতে হবে।
বিজ্ঞাপন

নতুন নির্দেশনায় বলা হয়েছে, ঋণের ওপর আরোপযোগ্য নির্ধারিত সুদের মধ্যে গ্রাহক কর্তৃক প্রদেয় অংশ গ্রাহকের ঋণ হিসাবের বিপরীতে আরোপ করা যাবে এবং অবশিষ্ট অংশ পৃথক হিসাবে সংরক্ষণ করতে হবে। তবে ঋণগ্রহীতা কর্তৃক প্রদেয় সুদ যথাসময়ে পরিশোধিত না হলে ব্যাংক সমুদয় সুদ গ্রাহকের ঋণ হিসাবের বিপরীতে আরোপ করতে পারবে এবং তা গ্রাহকের দায় হিসেবে বিবেচিত হবে।

ব্যাংকাররা বলছেন, অনেক ব্যাংক ৯ শতাংশ সুদ ধরে গ্রাহকের ঋণ পরিশোধের সময় বেঁধে দিয়েছে। নতুন নির্দেশনার ফলে সাড়ে ৪ শতাংশ সুদ ধরে ঋণ পরিশোধের সময় দিতে হবে। এতে কমে আসবে ঋণের পরিমাণ ও মাসিক কিস্তি, যা গ্রাহকদের স্বস্তি দেবে।

স্টকমার্কেটবিডি.কম/এইচ

ব্লক মার্কেটে ৬৯ কোটি টাকার লেনদেন

স্টকমার্কেটবিডি প্রতিবেদক :

ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই)  ব্লক মার্কেটে মোট ৪১ কোম্পানির শেয়ার লেনদেন হয়েছে। কোম্পানিগুলোর মোট ১৪০ কোটি ৭৮ লাখ  ৩২৯টি শেয়ার লেনদেন হয়েছে। যার আর্থিক মূল্য ৬৯ কোটি ৬১ লাখ টাকা। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

মঙ্গলবার ব্লক মার্কেটে সবচেয়ে বেশি টাকার লেনদেন হয়েছে বেক্সিমকো লিমিটেডের শেয়ার। কোম্পানিটি ৩০ কোটি ৮ লাখ টাকার শেয়ার লেনদেন করেছে।

এসএস স্টিল ৯ কোটি ৬৯ লাখ টাকার শেয়ার লেনদেন করে তালিকার দ্বিতীয় স্থানে রয়েছে।

স্কয়ার ফার্মা ৯ কোটি ২৯ লাখ টাকার শেয়ার লেনদেন করে তালিকার তৃতীয় স্থানে রয়েছে।

ব্লক মার্কেটে লেনদেন করা অন্য কোম্পানিগুলো হচ্ছে- অ্যাসোসিয়েটেড অক্সিজেন, বিডিকম অনলাইন, বিকন ফার্মা, বাংলাদেশ ন্যাশনাল ইন্স্যুরেন্স, ব্রাক ব্যাংক, বাংলাদেশ সাবমেরিন কেবলস, বেক্সিমকো ফার্মা, সিএপিএমআইবিবিএল মিউচ্যুয়াল ফান্ড, সিটি ব্যাংক, কনফিডেন্স সিমেন্ট, ড্যাফোডিল কম্পিউটার্স, ডিবিএইচ, ডেল্টা লাইফ, গ্রামীণস্কিম-২, আইডিএলসি ইন্ট্রাকো, কেপিসিএল, লংকাংলা ফিন্যান্স, লাফার্জহোলসিম, এম.এল ডাইং, এনসিসি ব্যাংক, ন্যাশনাল হাউজিং ফিন্যান্স অ্যান্ড ইনভেস্টমেন্ট, ন্যাশনাল পলিমার, ফার্মা এইডস, প্রগতি লাইফ ইন্স্যুরেন্স, রহিম টেক্সটাইল, রিপাবলিক ইন্স্যুরেন্স, রবি, সায়হাম কটন, সায়হাম টেক্সটাইল, সী পার্ল বীচ, সিমটেক্স, এসকে ট্রিমস, স্কয়ার ফার্মা, ইউসিবি, ইউনাইটেড ফিন্যান্স, ইউপিজিডিসিএল, ওয়ালটন হাইটেক ও ইয়াকিন পলিমার লিমিটেড।

স্টকমার্কেটবিডি.কম/এম

ইষ্টার্ণ লূব্রিকেন্টসের নতুন হলেন এমডি আকতারুল হক

স্টকমার্কেটবিডি ডেস্ক :

শেয়ারবাজারে বিদ্যুৎ ও জ্বালানি খাতে তালিকাভুক্ত ইষ্টার্ণ লূব্রিকেন্টস কোম্পানিতে এমডি বা ব্যবস্থাপনা পরিচালক নিয়োগ দেওয়া হয়েছে। মঙ্গলবার (১২ জানুয়ারি) ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

তথ্য মতে, গত ৭ জানুয়ারি ইষ্টার্ণ লূব্রিকেন্টস কোম্পানির পরিচালনা বোর্ডে তিনি এমডি হিসেবে যোগদান করেন।

স্টকমার্কেটবিডি.কম/

পদ্মা ওয়েলের নতুন চেয়ারম্যান আনিসুর রহমান

স্টকমার্কেটবিডি ডেস্ক :

শেয়ারবাজারে বিদ্যুৎ ও জ্বালানি খাতে তালিকাভুক্ত পদ্মা অয়েল কোম্পানিতে চেয়ারম্যান নিয়োগ দেওয়া হয়েছে। মঙ্গলবার (১২ জানুয়ারি) ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

তথ্য মতে, বিদ্যুৎ জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের সিনিয়র সচিব মো. আনিসুর রহমানকে পদ্মা অয়েল কোম্পানির চেয়ারম্যান হিসেব নিয়োগ দেওয়া হয়।

গত ৫ জানুয়ারি পদ্মা অয়েল কোম্পানির পরিচালনা পর্ষদে তিনি চেয়ারম্যান হিসেবে যোগদান করেন।

স্টকমার্কেটবিডি.কম/

ই-জেনারেশনের আইপিও আবেদন শুরু

স্টকমার্কেটবিডি প্রতিবেদক :

ই-জেনারেশন লিমিটেডের প্রাথমিক গণপ্রস্তাবের (আইপিও) আবেদন জমা শুরু হয়েছে। আজ ১২ জানুয়ারি থেকে এই আবেদন ১৯ জানুয়ারি পর্যন্ত জমা নেওয়া হবে। কোম্পানি সূত্রে এ তথ্য জানা যায়।

আগ্রহী বিনিয়োকারীদের প্রতিটি আবেদনের সাথে ১০ টাকা দরে এক লট (৫০০টি) শেয়ারের জন্য ৫ হাজার করে জমা দিতে হবে।

এর আগে ২১ অক্টোবর কমিশনের ৭৪৫তম নিয়মিত সভায় আইপিওটি অনুমোদন দেওয়া হয়েছে।

সূত্রে জানা যায়, ই-জেনারেশন লিমিটেডকে শেয়ারবাজারে ১.৫ কোটি সাধারণ শেয়ার ছেড়ে ১৫ কোটি টাকা উত্তোলন করবে। কোম্পানিটি ১০ টাকা ইস্যু মূল্যে শেয়ার ইস্যু করবে।

উত্তোলিত অর্থ দিয়ে কোম্পানিটি বাণিজ্যিক স্পেস ক্রয়, ব্যাংক ঋণ পরিশোধ, ডিজিটাল হেলথ কেয়ার ফ্লাটফর্ম তৈরি এবং আইপিও খরচ খাতে ব্যয় করবে।

৩০ জু ২০১৯ বছরের নিরীক্ষিত আর্থিক বিবরণী অনুযায়ী কোম্পানিটির শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ১.৮২ টাকা এবং শেয়ার প্রতি সম্পদের পরিমাণ (এনএভিপিএস) দাঁড়িয়েছে ২০.৫৬ টাকায়।

কোম্পানিটির ইস্যু ম্যানেজার হিসেবে কাজ করছে এনআরবি ইক্যুইটি ম্যানেজমেন্ট লিমিটেড।

স্টকমার্কেটবিডি.কম/জেড

দিনশেষে লেনদেনের শীর্ষে লংকা বাংলা ফাইন্যান্স

স্টকমার্কেটবিডি প্রতিবেদক :

ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেনের শীর্ষে উঠে এসেছে বাংলাদেশ লংকা বাংলা ফাইন্যান্স । ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা গেছে, মঙ্গলবার কোম্পানিটির ১১৯ কোটি ৩৯ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। দ্বিতীয় স্থানে উঠে আসা বেক্সিমকো ফার্মার শেয়ার লেনদেন হয়েছে ১১৪কোটি ৬৯ লাখ টাকার।

তৃতীয় স্থানে উঠে এসেছে বেক্সিমকো লিমিটেড ১১১ কোটি ৩৭ লাখ টাকার শেয়ার লেনদেনের হয়েছে ।

লেনদেনের তালিকায় থাকা অন্যান্য কোম্পানিগুলোর মধ্যে- লাফার্জ হোলসিম বাংলাদেশের ৮২ কোটি ৭৪ লাখ টাকার, আইএফআইসি ব্যাংকের ৭৩ কোটি ৬৫ লাখ টাকার, সামিট পাওয়ারের ৬৬ কোটি ৪১ লাখ টাকার, পাওয়ার গ্রিড কোম্পানির ৩৮ কোটি ৩৪ লাখ টাকার, আইডিএলসি ফাইন্যান্সের ৩৭ কোটি ২৮ লাখ টাকার, সাইফ পাওয়ারটেকের ২৯ কোটি ৯১ লাখ টাকার ও স্কয়ার ফার্মাসিউটিক্যালস লিমিটেডের ২৮ কোটি ৯১ লাখ টাকার।

স্টকমার্কেটবিডি.কম/এম

  1. লংকা বাংলা ফাইন্যান্স
  2. বেক্সিমকো ফার্মা
  3. বেক্সিমকো লিমিটেড
  4. লাফার্জহোলসিম বাংলাদেশ
  5. আইএফআইসি ব্যাংক
  6. সামিট পাওয়ার
  7. পাওয়ার গ্রিড কোম্পানি
  8. ইডিএলসি ফাইন্যান্স
  9. সাইফ পাওয়ারটেক
  10. স্কয়ার ফার্মাসিউটিক্যালস লিমিটেড।