করপোরেট গভর্ন্যান্স পুরস্কার পেল আইটি কনসালটেন্টস

স্টকমার্কেটবিডি প্রতিবেদক :

শেয়ারবাজারে তালিকাভুক্ত আইটি খাতের কোম্পানি আইটি কনসালটেন্টস লিমিটেড করপোরেট সুশাসনের জন্য আইটি কোম্পানিজ ক্যাটাগরিতে ইনস্টিটিউট অব চার্টার্ড সেক্রেটারিজ অব বাংলাদেশ (আইসিএসবি) প্রদত্ত ৭ম করপোরেট গভর্ন্যান্স পুরস্কার-২০১৯ অর্জন করেছে।

গত শনিবার এক অনুষ্ঠানে বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি এমপির কাছ থেকে এ ব্রঞ্জ অ্যাওয়ার্ড গ্রহণ করে কোম্পানিটি।

বাণিজ্য সচিব ড. মো: জাফর উদ্দীন, আইসিএসবির প্রেসিডেন্ট মোজাফফর আহমেদ, এফসিএস এ সময় উপস্থিত ছিলেন।

স্টকমার্কেটবিডি.কম/

জেএমআইয়ের আরো সিরিঞ্জ কিনবে স্বাস্থ্য অধিদপ্তর

স্টকমার্কেটবিডি প্রতিবেদক :

শেয়ারবাজারে তালিকাভুক্ত কোম্পানি জেএমআই সিরিঞ্জ অ্যান্ড মেডিক্যাল ডিভাইসেস লিমিটেডের কাছ থেকে আরো ৩৯ কোটি ৬৪ লাখ টাকার সিরিঞ্জ কিনবে স্বাস্থ্য অধিদপ্তর। স্বাস্থ্য অধিদপ্তর সূত্রে এই তথ্য জানা গেছে।

ইতিমধ্যে এ লক্ষ্যে স্বাস্থ্য অধিদপ্তর কোম্পানিটকে একটি কার্যাদেশ দেওয়া হয়েছে।

চুক্তির আওতায় যে সব সিরিঞ্জ সরবরাহ করা হবে – Auto Disable AD Syringe-0.05ml, Auto Disable AD Syringe-0.5ml, Auto Disable AD Syringe-3ml ও Auto Disable AD Syringe-5ml.

সূত্র জানিয়েছে, ইপিআই কার্যক্রমের জন্য চারটি ধাপে ওই সিরিঞ্জ সরবরাহ করবে জেএমআই। প্রথম লটের সিরিঞ্জ সরবরাহ করা হবে ৩১ আনুয়ারি। এরপর যথাক্রমে ২৫ মার্চ, এরপর ২৯ এপ্রিল ২০ জুন তারিখে বাকী সিরিঞ্জগুলো সরবরাহ করা হবে।

গত সপ্তাহে কোম্পানিটির কাছ থেকে মোট ১৭ কোটি ৮২ লাখ টাকা মূল্যের সিরিঞ্জ কেনার আরেকটি ক্রয় আদেশ দেওয়া হয়।

করোনার টিকা প্রয়োগের জন্য পাঁচটি ধাপে এসব সিরিঞ্জ সরবরাহ করবে জেএমআই। জেএমআই সিরিঞ্জের কাছ থেকে প্রতিটি সিরিঞ্জ ৫ টাকা ৪০ পয়সা দরে কেনা হচ্ছে।

স্টকমার্কেটবিডি.কম/

ওয়ালটন হাইটেক ইন্ডাস্ট্রিজের বোর্ড সভার দিন পরিবর্তন

স্টকমার্কেটবিডি ডেস্ক :

শেয়ারবাজারে তালিকাভুক্ত কোম্পানি ওয়ালটন হাইটেক ইন্ডাস্ট্রিজ লিমিটেডের পরিচালনা বোর্ড সভার দিন পরিবর্তন করা হয়েছে। ডিএসই সূত্রে এ তথ্য জানা যায়।

সূত্র জানায়, কোম্পানিটির বোর্ড সভা আগামীকাল ২৭ জানুয়ারির পরিবর্তে ১০ ফেব্রুয়ারি বিকাল ৩টায় অনুষ্ঠিত হবে।

এই বোর্ড সভায় ৩১ ডিসেম্বর, ২০২০ তারিখে সমাপ্ত হিসাববছরের দ্বিতীয় প্রান্তিকের অনীরিক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করা হবে। পর্ষদ আলোচিত প্রতিবেদন অনুমোদন করলে তা প্রকাশ করবে কোম্পানিটি।

স্টকমার্কেটবিডি.কম/

ইনডেক্স এগ্রোর আইপিও আবেদনের তারিখ নির্ধারণ

স্টকমার্কেটবিডি প্রতিবেদক :

শেয়ারবাজারে আসার প্রক্রিয়ায় থাকা ইনডেক্স এগ্রো ইন্ডাস্ট্রিজ লিমিটেডের আইপিও আবেদনের তারিখ ঘোষণা করা হয়েছে। আগামী ২২ ফেব্রুয়ারি আইপিও আবেদন জমা নেওয়া শুরু হবে। চলবে ২৮ ফেব্রুয়ারি পর্যন্ত চলবে। কোম্পানি সূত্রে এই তথ্য জানা গেছে।

গত ৩০ জুন, ২০১৯ সমাপ্ত সমন্বিত আর্থিক প্রতিবেদন অনুযায়ী পুনর্মূল্যায়ন সঞ্চিতিসহ কোম্পানির শেয়ার প্রতি নিট সম্পত্তি মূল্য ছিল ৪৫.০৩ টাকা এবং পুনর্মূল্যায়ন সঞ্চিতি ব্যতীত শেয়ার প্রতি নিট সম্পত্তির মূল্য ৪৪.০৬ টাকা। আলোচিত হিসাববছরে কোম্পানিটির শেয়ারপ্রতি আয় (ইপিএস) ছিল ৭.০৭ টাকা।

বিগত ৫টি আর্থিক বিবরণী অনুযায়ী কর পরবর্তী নীট মুনাফার ভারিত গড় হারে শেয়ারপ্রতি আয় (ওয়েটেড এভারেজ ইপিএস) ৫.৬০ টাকা।

উল্লেখ্য, কোম্পানিটির ইস্যু ব্যবস্থাপনার দায়িত্ব পালন করছেইবিএল ইনভেস্টমেন্ট লিমিটেড ওএএফসি ক্যাপিটাল।

স্টকমার্কেটবিডি.কম/

জেনেক্স ইনফোসিসের বোর্ড সভা আহবান

স্টকমার্কেটবিডি ডেস্ক :

শেয়ারবাজারে তালিকাভুক্ত তথ্য-প্রযুক্তি খাতের কোম্পানি জেনেক্স ইনফোসিস  লিমিটেডের পরিচালনা পর্ষদের বোর্ড সভা ৩০ জানুয়ারি  দুপুর ৩ টা ৩০ মিনিটে অনুষ্ঠিত হবে।

ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা গেছে, কোম্পানিটির সভায়, ৩১ ডিসেম্বর, ২০২০ সমাপ্ত সময়ের দ্বিতীয় প্রান্তিকের অনীরিক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনার পাশাপাশি প্রকাশ করা হবে।

স্টকমার্কেটবিডি.কম/

প্যাসিফিক ডেনিমসের বোর্ড সভা ৩০ জানুয়ারি

স্টকমার্কেটবিডি ডেস্ক :

শেয়ারবাজারে তালিকাভুক্ত বস্ত্র খাতের কোম্পানি প্যাসিফিক ডেনিমস লিমিটেডের পরিচালনা পর্ষদের বোর্ড সভা ৩০ জানুয়ারি দুপুর ২ টা ৩০ মিনিটে অনুষ্ঠিত হবে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা গেছে, কোম্পানিটির সভায়, ৩১ ডিসেম্বর, ২০২০ সমাপ্ত সময়ের দ্বিতীয় প্রান্তিকের অনীরিক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনার পাশাপাশি প্রকাশ করা হবে।

স্টকমার্কেটবিডি.কম/

ওয়ালটনের পরিচালক মাহবুবুল আলম মৃদুলের কুলখানি অনুষ্ঠিত

স্টকমার্কেটবিডি প্রতিবেদক :

ওয়ালটন গ্রুপের সদ্যপ্রয়াত পরিচালক ও তরুণ উদ্যেক্তা মাহবুবুল আলম মৃদুলের কুলখানি সোমবার (২৫ জানুয়ারি ২০২১) দুপুর ১২:৩০ মিনিটে মরহুমের গ্রামের বাড়ি টাঙ্গাইল সদরের গোসাই জোয়াইরে অনুষ্ঠিত হয়। সেসময় মরহুমের আত্মার মাগফিরাত কামনায় বিশেষ মোনাজাত কার হয়েছে।

তরুণ পরিচালক মাহবুব আলম মৃদুলের আকস্মিক মৃত্যুতে শোকাহত ওয়ালটন পরিবার। মরহুমের প্রতি শোক প্রকাশে গত শনিবার (২৩ জানুয়ারি) ওয়ালটন গ্রুপে সাধারণ ছুটি ঘোষণা করা হয়। রোববার দুপরে (বাদ জোহর) মরহুমের আত্মার মাগফিরাত কামনায় দেশব্যাপী ওয়ালটন কার্যালয়গুলোতে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। ওয়ালটন গ্রুপের সব অঙ্গপ্রতিষ্ঠানের সদস্যরা কালো ব্যাজ পরিধান করে প্রিয় পরিচালকের মৃত্যুতে শোক পালন করেন।

উল্লেখ্য, মাহবুব আলম মৃদুল গত ২১ জানুয়ারি (বৃহস্পতিবার) সন্ধ্যা ৬টা ২৩ মিনিটে হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে শেষ নিশ্বাস ত্যাগ করেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। পরদিন শুক্রবার বাদ জুমা মরহুমের গ্রামের বাড়িতে নামাজে জানাজার পর তাঁকে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়।

মাহবুব আলম মৃদুল ১৯৯৭ সালের ২৫ জানুয়ারি টাঙ্গাইল সদর উপজেলার গোসাই জোয়াইর গ্রামে এক সম্ভান্ত মুসলিম ব্যবসায়ী পরিবারে জন্মগ্রহণ করেন। তাঁর পিতা এস এম শামছুল আলম ওয়ালটন হাই-টেক ইন্ডাস্ট্রিজ লিমিটেডের ভাইস চেয়ারম্যান। মাহবুব আলম মৃদুল ২০১৯ সালের ১ সেপ্টেম্বর ওয়ালটন গ্রুপে পরিচালক হিসেবে যোগদানের পর সংক্ষিপ্ত সময়ের মধ্যে তাঁর মেধার স্বাক্ষর রাখেন।

স্টকমার্কেটবিডি.কম/

দিনশেষে লেনদেনের সাথে সূচকের বড় পতন

স্টকমার্কেটবিডি প্রতিবেদক :

ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সূচকের ব্যাপক পতনে লেনদেন শেষ হয়েছে। একই সঙ্গে কমেছে লেনদেনে অংশ নেয়া বেশিরভাগ প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিট দর এবং টাকার পরিমাণে লেনদেনও কমেছে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

মঙ্গলবার দিনশেষে ডিএসই ব্রড ইনডেক্স আগের দিনের চেয়ে ৯৪ পয়েন্ট কমে অবস্থান করছে ৫৬৯৫ পয়েন্টে। আর ডিএসই শরিয়াহ সূচক ১৭ পয়েন্ট কমে অবস্থান করছে ১২৭৯ পয়েন্টে এবং ডিএসই–৩০ সূচক ৩৯ পয়েন্ট কমে অবস্থান করছে ২২৬২ পয়েন্টে।

দিনভর লেনদেন হওয়া ৩৫৭টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ২৭ টির, দর কমেছে ২৫৫ টির এবং দর অপরিবর্তিত রয়েছে ৭৫ টির।

ডিএসইতে ১ হাজার ১২৫ কোটি ৪৬ লাখ টাকার লেনদেন হয়েছে। যা আগের দিন থেকে ৪৫৯ কোটি ৭৬ লাখ টাকা কম। আগের দিন লেনদেন হয়েছিল ১ হাজার ৫৮৫ কোটি ২২ লাখ টাকার।

অপরদিকে, চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সার্বিক সূচক সিএএসপিআই ২৯৯.৩৩ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ১৬ হাজার ৫৭৮.৭০ পয়েন্টে।

সিএসইতে ২৫১টি প্রতিষ্ঠান লেনদেনে অংশ নিয়েছে। এসব প্রতিষ্ঠানের মধ্যে ২২টির দর বেড়েছে, কমেছে ১৭৯টির আর ৫০টির দর অপরিবর্তিত রয়েছে। সিএসইতে ৬৬ কোটি ৪৯ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে।

স্টকমার্কেটবিডি.কম/

এসোসিয়েটেড অক্সিজেনের বোর্ড সভা ২৮ জানুয়ারি

স্টকমার্কেটবিডি ডেস্ক :

শেয়ারবাজারে তালিকাভুক্ত কোম্পানি এসোসিয়েটেড অক্সিজেন লিমিটেডের দ্বিতীয় প্রান্তিকের বোর্ড সভা আগামী ২৮ জানুয়ারি আহবান করা হয়েছে। ডিএসই’র ওয়েবসাইটে এ তথ্য জানা গেছে।

ঢাকা স্টক এক্সচেঞ্জ (লিস্টিং) রেজুলেশন ২০১৫ এর ১৬(১) ধারা অনুযায়ী, এই বোর্ড সভায় কোম্পানিটির ২০২০ সালের ৩১ ডিসেম্বর পর্যন্ত অনিরীক্ষিত এই আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করা হবে।

এদিন বেলা সাড়ে ৩টায় রাজধানীতে অবস্থিত নিজস্ব অফিসে অনুষ্ঠিত এ সভায় কোম্পানিটির দ্বিতীয় প্রান্তিকের ইপিএস ও ন্যাভসহ অন্যান্য আর্থিক তথ্য শেয়ারহোল্ডারদের জানিয়ে দেওয়া হবে।

স্টকমার্কেটবিডি.কম/

এসএস স্টিলের বোর্ড সভা ৩০ জানুয়ারি

স্টকমার্কেটবিডি ডেস্ক :

শেয়ারবাজারে তালিকাভুক্ত ইস্পাত শিল্প খাতের কোম্পানি এসএস স্টিল লিমিটেডের দ্বিতীয় প্রান্তিকের বোর্ড সভা আগামী ৩০ জানুয়ারি আহবান করা হয়েছে। ডিএসই’র ওয়েবসাইটে এ তথ্য জানা গেছে।

ঢাকা স্টক এক্সচেঞ্জ (লিস্টিং) রেজুলেশন ২০১৫ এর ১৬(১) ধারা অনুযায়ী, এই বোর্ড সভায় কোম্পানিটির ২০২০ সালের ৩১ ডিসেম্বর পর্যন্ত অনিরীক্ষিত এই আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করা হবে।

এদিন বেলা সাড়ে ৫টায় রাজধানীতে অবস্থিত নিজস্ব অফিসে অনুষ্ঠিত এ সভায় কোম্পানিটির দ্বিতীয় প্রান্তিকের ইপিএস ও ন্যাভসহ অন্যান্য আর্থিক তথ্য শেয়ারহোল্ডারদের জানিয়ে দেওয়া হবে।

স্টকমার্কেটবিডি.কম/