ঘরে বসেই খোলা যাবে শেয়ারবাজারের বিও হিসাব

স্টকমার্কেটবিডি প্রতিবেদক :

শেয়ারবাজারে লেনদেনের জন্য ঘরে বসে বিও (বেনিফিশারি ওনার্স) হিসাব খোলার সুবিধা চালু হয়েছে। আজ মঙ্গলবার এ সুবিধা চালু করা হয়েছে। প্রথমে সংযুক্ত আরব আমিরাতের দুবাইয়ে বসবাসকারী একজন প্রবাসী বাংলাদেশি ও দেশে বসবাসকারী একজন বিনিয়োগকারীর হিসাব খোলার মাধ্যমে এ সুবিধা চালু করা হয়।

এ উপলক্ষে আজ দুপুরে রাজধানীর আগারগাঁওয়ের শেয়ারবাজার নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি) কার্যালয়ে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়। বিএসইসি কার্যালয়ে আয়োজিত অনুষ্ঠানে অনলাইনে বিও হিসাব খোলার সুবিধাটির আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করেন সংস্থাটির কমিশনার শেখ শামসুদ্দিন আহমেদ। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন স্বয়ংক্রিয় পদ্ধতিতে শেয়ার ও বিও হিসাব সংরক্ষণকারী প্রতিষ্ঠান সেন্ট্রাল ডিপোজিটরি বাংলাদেশ লিমিটেডের (সিডিবিএল) ব্যবস্থাপনা পরিচালক শুভ্র কান্তি চৌধুরী।

এর আগে আজই দুবাইয়ে আয়োজিত এক অনুষ্ঠানে প্রবাসী এক বাংলাদেশি বিনিয়োগকারীর বিও হিসাব খোলার এ কার্যক্রম চালু করেন বিএসইসির চেয়ারম্যান শিবলী রুবাইয়াত উল ইসলাম। সেখানে আজ শুরু হয়েছে শেয়ারবাজার নিয়ে চার দিনব্যাপী রোড শো।

জানা গেছে, সিডিবিএলের সহায়তায় অনলাইনে বিও হিসাব খোলার নতুন ব্যবস্থাটি চালু করা হয়েছে। নিয়ন্ত্রক সংস্থার নির্দেশনায় মূল্য সংযোজন সেবা বা ভ্যালু অ্যাডেড সার্ভিস হিসেবে সিডিবিএল এ ব্যবস্থা তৈরি করেছে।

জানা গেছে, বর্তমানে একেক ব্রোকারেজ হাউস বিও হিসাব খোলার ক্ষেত্রে একেক রকম ফি বা মাশুল নেয়। ব্রোকারেজ হাউসভেদে এ মাশুল ৫০০ থেকে ১০০০ টাকা পর্যন্ত। তবে অনলাইনে বিও হিসাব খোলার ক্ষেত্রে এ ফি হবে সর্বজনীন। মাত্র ৪৫০ টাকা। অর্থাৎ মাত্র ৪৫০ টাকা দিয়ে বিনিয়োগকারীরা ঘরে বসে তাঁদের পছন্দের ব্রোকারেজ হাউসে বিও হিসাব খোলার সুযোগ পাচ্ছেন।

স্টকমার্কেটবিডি.কম/জেড

ভারত থেকে পেঁয়াজ আমদানিতে ব্যবসায়ীদের অনিহা

স্টকমার্কেটবিডি প্রতিবেদক :

চলতি বছরের শুরুতে ভারত থেকে পেঁয়াজ আমদানি শুরু হয় দিনাজপুরের হিলি স্থলবন্দর দিয়ে। তবে পেঁয়াজ আমদানি করে ব্যবসায়ীদের গুনতে হচ্ছে মোটা অঙ্কের লোকসান। এ কারণে বন্দরের পেঁয়াজ আমদানিকারকরা গত এক সপ্তাহের বেশি সময় ধরে পেঁয়াজ আমদানি বন্ধ করে দিয়ে।

এদিকে স্থানীয় খুচরা বাজারে আমদানিকৃত পেঁয়াজের সরবরাহ না থাকায় দেশী পেঁয়াজের দাম কেজিতে ১০ টাকা বেড়েছে। ২৫ টাকা কেজির পেঁয়াজ বিক্রি হচ্ছে ৩৫ টাকা দরে।

হিলি স্থলবন্দরের ব্যবসায়ী আনোয়ার হোসেন জানান, ভারতের অভ্যন্তরে পেঁয়াজের দাম বেশি ও সরকার পেঁয়াজ আমদানিতে শুল্ক আরোপ করায় পেঁয়াজ আমদানি করে আমাদের লোকসান গুনতে হচ্ছে। এই মাসের শেষের দিকে ভারতের পেঁয়াজের দাম কমে আসবে তখন আবারো আমদানি শুরু হবে।

আমদানিকারক মাহফুজার রহমান বাবু জানান, আমদানি অনুমতি পাওয়ার থেকে প্রথমবার আমি এই বন্দর দিয়ে পেঁয়াজ আমদানি করেছি। পেঁয়াজ আমদানি করে প্রতি ট্রাকে আমাকে মোটা অঙ্কের লোকসান গুনতে হয়েছে। কারণ দেশের বাজারে আমদানিকৃত পেঁয়াজের থেকে দেশীয় পেঁয়াজের মান ভালো ও দাম কম থাকায় ভোক্তারা সেই পেঁয়াজের চাহিদা বেশি দেখায়।

স্টকমার্কেটবিডি.কম/জেড

ট্যাকসেস বার এসোসিয়েশনের সভাপতি আজিজুর ও সা: সম্পাদক মুস্তাফিজুর

স্টকমার্কেটবিডি প্রতিবেদক :

ঢাকা ট্যাকসেস বার অ্যাসোসিয়েশনের কার্যনির্বাহী কমিটির নির্বাচনে এ কে এম আজিজুর রহমান সভাপতি এবং মুস্তাফিজুর রহমান সাধারণ সম্পাদক পদে নির্বাচিত হয়েছেন।

নবনির্বাচিত এই কমিটি ২০২১-২০২২ ইং বর্ষে দায়িত্ব পালন করবে।

সোমবার ৮ ফেব্রুয়ারি অনুষ্ঠিত নির্বাচনে সভাপতি-সাধারণ সম্পাদকসহ ২৩ সদস্যবিশিষ্ট কমিটির সবাই বিনাপ্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হন।

নবনির্বাচিত কার্যনির্বাহী কমিটির নাম ঘোষণা করেন ঢাকা ট্যাকসেস বার এসোসিয়েশনের নির্বাচন কমিশনার ও ইনকাম ট্যাক্স প্রাকটিশনার হুমায়ুন কবীর।

এই নির্বাচনে আওয়ামী লীগ সমর্থিত সম্মিলিত কর আইনজীবী সমন্বয় পরিষদের প্যানেল সাধারণ সম্পাদকসহ সাতটি সম্পাদকীয় এবং আটটি কার্যনির্বাহী কমিটির সদস্য পদে নির্বাচিত হয়েছে। অন্যদিকে বিএনপি সমর্থিত জাতীয়তাবাদী কর আইনজীবী ফোরামের প্যানেল সভাপতিসহ একটি সম্পাদকীয় এবং পাঁচটি কার্যনির্বাহী কমিটির সদস্য পদে নির্বাচিত হয়েছে।

স্টকমার্কেটবিডি.কম/জেড

বিমসটেককে একযোগে কাজ করার আহ্বান পররাষ্ট্রমন্ত্রীর

স্টকমার্কেটবিডি প্রতিবেদক :

করোনা পরিস্থিতির চ্যালেঞ্জ মোকাবিলায় বঙ্গোপসাগরীয় অঞ্চলে বহুমাত্রিক প্রযুক্তিগত ও অর্থনৈতিক সহযোগিতা সংস্থা (বিমসটেক) ভুক্ত দেশগুলোকে একযোগে কাজ করার আহ্বান জানিয়েছেন বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ড. এ. কে. আব্দুল মোমেন।

মঙ্গলবার (৯ ফেব্রুয়ারি) পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, সোমবার (৮ ফেব্রুয়ারি) রাতে ‘বে বেঙ্গল ইকোনমিক ডাইলগে করোনা চ্যালেঞ্জ’ শীর্ষক চারদিনব্যাপি ভার্চুয়াল অনুষ্ঠানের উদ্বোধন পর্বে প্রধান অতিথির বক্তব্যে পররাষ্ট্রমন্ত্রী এ আহ্বান জানান।

করোনা মহামারি মোকাবিলায় বিমসটেক একটি লাগসই ফোরাম উল্লেখ করে উদ্বোধনী অনুষ্ঠানে ড. মোমেন বলেন, করোনা পরিস্থিতির মধ্যে সদস্য দেশগুলোকে আরও দৃঢ়তা নিয়ে কাজ করতে হবে এবং করোনা পরবর্তী চ্যালেঞ্জ মোকাবিলায় নতুন নতুন কৌশল প্রণয়ন ও তা বাস্তবায়নে উদ্যোগ নিতে হবে।

পররাষ্ট্রমন্ত্রী বলেন, বাংলাদেশ বিমসটেকভুক্ত অঞ্চলের আর্থ-সামাজিক উন্নয়ন ও উৎকর্ষে গুরুত্ব দিয়ে থাকে। এ লক্ষ্যে আসিয়ান ও সার্কের সদস্যভুক্ত সাতটি রাষ্ট্রের সমন্বয়ে গঠিত বিমসটেক ফোরামে বাংলাদেশ প্রতিষ্ঠাকালীন সদস্য হিসেবে ১৯৯৭ সালে যোগদান করে। তারপর থেকে এ অঞ্চলের ব্যবসা-বাণিজ্য, কানেক্টিভিটি, কৃষি, সংস্কৃতি, মানুষে মানুষে যোগাযোগ প্রভৃতির উন্নয়নে অন্যান্য সদস্য দেশের সঙ্গে বাংলাদেশ একযোগে কাজ করে যাচ্ছে।

ড. মোমেন বলেন, বিমসটেক ফোরামের ব্যবসা-বাণিজ্য ও উন্নয়নের নেতৃত্বদানকারী দেশ হিসেবে বাংলাদেশ সদস্য দেশগুলোর সঙ্গে যুগপৎভাবে এ অঞ্চলের ব্যবসা-বাণিজ্যের উন্নয়নে কাজ করে যাচ্ছে। এ লক্ষ্যে একটি কার্যকর মুক্তবাণিজ্য অঞ্চল প্রতিষ্ঠায় বাংলাদেশ অগ্রসর ভূমিকা পালন করছে।

একটি সম্ভাবনাময় ফোরাম হিসেবে বিমসটেক সম্মিলিত যোগাযোগের মাধ্যমে এ অঞ্চলে নতুন নতুন ব্যবসার ক্ষেত্রে সুযোগ অনুসন্ধান ও তার কার্যকর ব্যবহারে সচেষ্ট থাকবে বলে পররাষ্ট্রমন্ত্রী আশাবাদ ব্যক্ত করেন।

স্টকমার্কেটবিডি.কম/জেড

দেশ ইন্স্যুরেন্সের আইপিও আবেদন শুরু ১৪ ফেব্রুয়ারি

স্টকমার্কেটবিডি প্রতিবেদক :

শেয়ারবাজার থেকে অর্থ সংগ্রহের অনুমোদন পাওয়া দেশ জেনারেল ইন্স্যুরেন্সের প্রাথমিক গণপ্রস্তাবের (আইপিও) আবেদন গ্রহণ রোববার (১৪ ফেব্রুয়ারি) থেকে শুরু হবে। এ আবেদন গ্রহণ চলবে ১৮ ফেব্রুয়ারি পর্যন্ত। কোম্পানি সূত্রে এ তথ্য জানা গেছে।

এসময়ের মধ্যে আগ্রহী বিনিয়োগকারীরা ৫০০ শেয়ারের জন্য উল্লেখিত সময়ের মধ্যে এই আবেদন করতে পারবে। প্রতি লটের দর ধরা হয়েছে ৫ হাজার টাকা।

গত ২ ডিসেম্বর কমিশনের ৭৫১তম নিয়মিত সভায় বিমাটিকে প্রাথমিক গণপ্রস্তাবের (আইপিও) মাধ্যমে শেয়ারবাজার থেকে অর্থ উত্তোলনের অনুমোদন দিয়েছে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)।

সূত্রে জানা যায়, দেশ জেনারেল ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেডকে শেয়ারবাজারে ১.৬ কোটি সাধারণ শেয়ার ছেড়ে ১৬ কোটি টাকা উত্তোলন করবে। কোম্পানিটি ১০ টাকা ইস্যু মূল্যে শেয়ার ইস্যু করবে।

উত্তোলিত অর্থ দিয়ে কোম্পানিটি সরকারী ট্রেজারি বন্ড, ফিক্সড ডিপোজিট, শেয়ারবাজারে বিনিয়োগ ও আইপিও খরচ খাতে ব্যয় করবে।

৩১ ডিসেম্বর ২০১৯ বছরের নিরীক্ষিত আর্থিক বিবরণী অনুযায়ী কোম্পানিটির শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ১.৩৬ টাকা এবং শেয়ার প্রতি সম্পদের পরিমাণ (এনএভিপিএস) দাঁড়িয়েছে ১১.৬২ টাকায়।

কোম্পানিটির ইস্যু ম্যানেজার হিসেবে কাজ করছে প্রাইম ফাইন্যান্স ক্যাপিটাল ম্যানেজমেন্ট লিমিটেড।

স্টকমার্কেটবিডি.কম/জেড

অডিটের মাধ্যমে সমবায়ে স্বচ্ছতা প্রতিষ্ঠা সম্ভব

স্টকমার্কেটবিডি ডেস্ক :

নিয়মিত অডিটের মাধ্যমে সমবায়ে স্বচ্ছতা ও জবাবদিহিতা প্রতিষ্ঠা করা সম্ভব বলে জানিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী স্বপন ভট্টাচার্য্য।

মাঠ পর্যায়ের কর্মকর্তাদের উদ্দেশে তিনি বলেছেন, পরিদর্শনের মাধ্যমে উদঘাটিত ক্রুটি বিচ্যুতি, অনিয়ম চিহ্নিত করে সমাধানের উদ্যোগ গ্রহণ করতে হবে।

মঙ্গলবার (৯ ফেব্রুয়ারি) আগারগাঁওয়ে সমবায় অধিদফতরের সম্মেলন কক্ষে অডিট কার্যক্রমে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিতে সমবায় অডিটিং বিষয়ক দুদিনব্যাপী প্রশিক্ষণের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

সমবায়ের প্রতি জাতির পিতার বিভিন্ন অবদানের কথা স্মরণ করে প্রতিমন্ত্রী বলেন, ১৯৫৪ সালের প্রাদেশিক নির্বাচনে যুক্তফ্রন্ট সরকারের কৃষি ও সমবায় মন্ত্রণালয়ের দায়িত্বে ছিলেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। তখন থেকেই মূলত সমবায় নিয়ে বিভিন্ন প্রকল্প পরিকল্পনা গ্রহণ করা হয়। স্বাধীন বাংলাদেশের অর্থনীতিকে ঢেলে সাজানোর জন্য বঙ্গবন্ধু সমবায় দর্শনকে বেছে নিয়েছিলেন। সমবায়ের মাধ্যমে কীভাবে মানুষের আর্থ সামাজিক উন্নয়ন করা যায় তারও পদক্ষেপ নিয়েছিলেন তিনি।

তিনি আরও বলেন, স্বাধীনতার পর বঙ্গবন্ধুকে হত্যা করে সমবায়কে নিয়ে তার স্বপ্ন ধ্বংস করা হয়েছে। দীর্ঘ ২১/২২ বছর পর আওয়ামী লীগ সরকার ক্ষমতায় এসে সমবায়ের নির্দিষ্ট লক্ষ্য অর্জনের জন্য এ সরকার কাজ করছে।

সমবায় অধিদফতরের সব স্তরের কর্মকর্তাদের উদ্দেশে প্রতিমন্ত্রী বলেন, আধুনিক এবং যুগোপযোগী সমবায় প্রতিষ্ঠা করতে হলে সমবায় আইন এবং সংশ্লিষ্ট বিধিমালার ওপর প্রশিক্ষণ অত্যন্ত গুরুত্বপূর্ণ। প্রশিক্ষণ ছাড়া দক্ষ হওয়া কঠিন। আপনারা প্রশিক্ষণের মাধ্যমে নিরীক্ষা কাজে নিজেদের যোগ্য করে গড়ে তুলবেন। সুচিন্তিতভাবে নিজেদের বিবেক, চিন্তা ও দক্ষতার মাধ্যমে সময় নিয়ে বিবেচনা করে সমবায় সমিতি নিবন্ধনের সিদ্ধান্ত নিতে হবে।

তিনি বলেন, সমবায় সমিতির কার্যক্রমকে আরও যুগোপযোগী ও গতিশীলতা আনয়নের জন্য এরইমধ্যে সমবায় সমিতি বিধিমালা, ২০০৪ হালনাগাদ করা হয়েছে। দীর্ঘদিন পরে হলেও আমার সময়ে এটি বাস্তবায়ন করা হয়েছে। আশা করি এতে আপনারা উপকৃত হবেন এবং কার্যক্রমে গতিশীলতা আসবে।
দেশে বর্তমানে প্রায় দুই লক্ষের মত সমবায় সমিতি রয়েছে। সংখ্যার দিকে গুরুত্ব না দিয়ে গুণগতমান ও কার্যকর সমবায় সমিতি শনাক্ত করে সমবায়ীদের স্বার্থ রক্ষার্থে ব্যবস্থা নেয়ারও আহ্বান জানান তিনি।

সমবায় অধিদফতরের নিবন্ধন ও মহাপরিচালক মো. আমিনুল ইসলাম বলেন, আইন ও বিধি-বিধানের পাশাপাশি আমাদের কাজে স্বচ্ছ ও দক্ষ হতে হবে। প্রাচীন কাল থেকে মানুষের আর্থ সামাজিক উন্নয়নে সমবায় অবদান রাখছে। নবীন প্রজন্মের কাছে সমবায়ের সাফল্য উপস্থাপন করতে হবে। তাহলে যুব সমাজ সমবায়ের প্রতি আরও আগ্রহী হবে।

সমবায় অধিদফতরের নিবন্ধক ও মহাপরিচালকের সভাপতিত্বে অনুষ্ঠিত প্রশিক্ষণ কোর্সে আরও বক্তব্য দেন- সমবায় অধিদফতরের অতিরিক্ত নিবন্ধক, অঞ্জন কুমার সরকার, কোর্স পরিচালক ও যুগ্ম নিবন্ধক মো. নবীরুল ইসলাম ও উপ-নিবন্ধক মুহাম্মদ গালীব খান প্রমুখ। সূত্র : জাগো নিউজ

স্টকমার্কেটবিডি.কম/

ভালোবাসা দিবসে দারাজে রিয়েলমি’র অবিশ্বাস্য অফার

স্টকমার্কেটবিডি প্রতিবেদক :

ভালোবাসা দিবস উপলক্ষে ৭-১৪ ফেব্রুয়ারী পর্যন্ত দারুণ অফার থাকছে রিয়েলমি স্মার্টফোনে। অফার চলাকালে দারাজে রিয়েলমি’র বিভিন্ন হ্যান্ডসেট পাওয়া যাবে স্পেশাল প্রাইসে।

দেশের সবচেয়ে দ্রুত চার্জিং ৬৫ ওয়াটের ফ্ল্যাগশিপ স্মার্টফোন রিয়েলমি ৭ প্রো পাওয়া যাবে ২০০০ টাকা কমে স্পেশাল প্রাইসে মাত্র ২৫,৯৯০ টাকায়। এটি সম্পূর্ণ চার্জ হতে সময় লাগে মাত্র ৩৪ মিনিট। পাশাপাশি রয়েছে সনির ৬৪ মেগাপিক্সেল কোয়াড ক্যামেরা, সুপার অ্যামোলেড ডিসপ্লে, ৮জিবি র্যাশম, ১২৮ জিবি পর্যন্ত স্টোরেজ। মিডরেঞ্জে একমাত্র ৬৪ মেগাপিক্সেল কোয়াড ক্যামেরার স্মার্টফোন রিয়েলমি ৭ আই এর বাজারমূল্য মাত্র ১৭,৯৯০ টাকা হলেও দারাজে এই বিশেষ সপ্তাহে পাওয়া যাবে মাত্র ১৬,৯৪০ টাকায়।

বাংলাদেশে গ্লোবালি সবার আগে লঞ্চ হওয়া রিয়েলমি সি ১৭ এই অফারের সময়কালে মাত্র ১৪,৭৯০ টাকায় পাওয়া যাবে। এতে রয়েছে ৯০ হার্জ ডিসপ্লে রিফ্রেশ রেট, ৬জিবি র্যাম, ১২৮ গিগাবাইট স্টোরেজ এবং মেগা ৫০০০ এমএএইচ ব্যাটারি।

এর পাশাপাশি জিওমেট্রিক গ্রেডিয়েন্ট ডিজাইন, অক্টা-কোর প্রসেসর, হাই স্ক্রিন-টু-বডি রেশিওর ৬.৫-ইঞ্চির এলসিডি ফুল স্ক্রিন, আল্ট্রা-ওয়াইড কোয়াড ক্যামেরা এবং মেগা ৬০০০ এমএএইচ ব্যাটারি সুবিধাযুক্ত রিয়েলমি সি ১৫ কোয়ালকম স্ন্যাপড্রাগন সংস্করণ এর দুটি ভেরিয়েন্ট স্পেশাল প্রাইসে পাওয়া যাবে। এর ৪জিবি+৬৪জিবি ভেরিয়েন্টের বাজারমূল্য ১২,৯৯০ টাকা, যা ১২,১৯০ টাকায় এবং ৪জিবি + ১২৮জিবি ভেরিয়েন্টের বাজারমূল্য ১৩,৯৯০ টাকা, যা অফার চলাকালে ১৩,২৯০ টাকায় গ্রাহকেরা কিনতে পারবেন। রিয়েলমি সি ১৫ কোয়ালকম স্ন্যাপড্রাগন সংস্করণ দিয়ে টানা ৪৪ ঘন্টা কথা বলা যায়।

এছাড়াও, ডুয়াল নাইটস্কেপ আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স ক্যামেরা, ৫০০০ এমএএইচ ব্যাটারি এবং ৬.৫ ইঞ্চি ডিসপ্লে সম্বিলিত রিয়েলমি সি ১১ এর বাজারমূল্য ৮,৯৯০ টাকা, কিন্তু এই ফোন ফেব্রুয়ারি ৭-১৪ তারিখের মধ্যে দারাজ থেকে মাত্র ৮,৬৯০ টাকায় কেনা যাবে।

একনজরে ভালোবাসা দিবস উপলক্ষে রিয়েলমি স্মার্টফোনগুলো দারাজে নিম্নোক্ত স্পেশাল প্রাইসে পাওয়া যাবেঃ

হ্যান্ডসেটের নাম                                     বাজারমূল্য (টাকা)                      দারাজে স্পেশাল প্রাইস (টাকা)

রিয়েলমি ৭ প্রো                                            ২৭,৯৯০                                                  ২৫,৯৯০
রিয়েলমি ৭ আই                                            ১৭,৯৯০                                                  ১৬,৯৪০
রিয়েলমি সি ১৭                                             ১৫,৪৯০                                                   ১৪,৭৯০
রিয়েলমি সি ১৫ (৪+১২৮ জিবি)                   ১৩,৯৯০                                                  ১৩,২৯০
রিয়েলমি সি ১৫ (৪+৬৪ জিবি)                     ১২,৯৯০                                                   ১২,১৯০
রিয়েলমি সি                                                   ১১ ৮,৯৯                                                    ৮,৬৯০

স্পেশাল প্রাইজের পাশাপাশি থাকছে ডিসকাউন্ট ভাউচার, প্রি-পেমেন্টে আরো ৫০০ টাকা ছাড় এবং ০% ইএমআই সুবিধা। ভালোবাসা দিবস উপলক্ষে রিয়েলমি সপ্তাহব্যাপী দারাজে তরুণদের জন্য আসলেই দুর্দান্ত অফার নিয়ে এসেছে। স্পেশাল অফারে রিয়েলমি স্মার্টফোন কিনতে ক্লিকঃ https://rebrand.ly/realme_V_Week_Special_Offer
গত বছরের ফেব্রুয়ারিতে বাংলাদেশে যাত্রা শুরু করে ১ বছরের মধ্যেই রিয়েলমি কাউন্টার পয়েন্টের সমীক্ষা অনুসারে বাংলাদেশের শীর্ষ চার মোবাইল ব্র্যান্ডের ১-টিতে পরিণত হয়েছে। ‘ডেয়ার টু লিপ’ স্পিরিটে বিশ্বাসী তরুণ প্রজন্ম-কেন্দ্রিক ব্র্যান্ড রিয়েলমি উদ্ভাবনী প্রযুক্তি, আকর্ষনীয় ডিজাইনের স্মার্ট ডিভাইসেস নিয়ে এসে নিত্যনতুন ট্রেন্ড করছে।

স্টকমার্কেটবিডি.কম/

ব্লক মার্কেটে ১১৬ কোটি টাকার লেনদেন

স্টকমার্কেটবিডি প্রতিবেদক :

ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) মঙ্গলবার ব্লক মার্কেটে মোট ১৯ কোম্পানির শেয়ার লেনদেন হয়েছে। কোম্পানিগুলোর মোট ১ কোটি ১৪ লাখ ৪৫ হাজার ২৪৬টি শেয়ার লেনদেন হয়েছে। যার আর্থিক মূল্য ১১৬ কোটি ৯৫ লাখ টাকা।

ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

ব্লক মার্কেটে সবচেয়ে বেশি টাকার লেনদেন হয়েছে ব্রিটিশ আমেরিকান টোব্যাকো কোম্পানি লিমিটেডের শেয়ার। কোম্পানিটি ৫২ কোটি ৯৯ লাখ টাকার শেয়ার লেনদেন করেছে।

ইস্টার্ন ব্যাংক ২৩ কোটি ৮০ লাখ টাকার শেয়ার লেনদেন করে তালিকার দ্বিতীয় স্থানে রয়েছে।

রেকিট বেনকিজার ৫ কোটি ৪২ লাখ টাকার শেয়ার লেনদেন করে তালিকার তৃতীয় স্থানে রয়েছে।

ব্লক মার্কেটে লেনদেন করা অন্য কোম্পানিগুলো হচ্ছে- অ্যাডভেন্ট ফার্মা, বার্জার পেইন্টস, ব্রাক ব্যাংক, সিটি ব্যাংক, কনফিডেন্স সিমেন্ট, গ্রামীণফোন, ইবনে সিনা, কোহিনুর কেমিক্যাল, লংকাবাংলা ফিন্যান্স, লিন্ডেবিডি, নাহি অ্যালুমিনিয়াম, ন্যাশনাল পলিমার, ন্যাশনাল টিউবস, প্রগ্রেসিভ লাইফ ইন্স্যুরেন্স, রেনেটা ও এসইবিএল ফার্স্ট মিউচ্যুয়াল ফান্ড।

স্টকমার্কেটবিডি.কম/জেড

তাওফিকা ফুডসের ২য় প্রান্তিকের প্রতিবেদন প্রকাশ

স্টকমার্কেটবিডি ডেস্ক :

শেয়ারবাজারে লেনদেন শুরু হতে যাওয়া তাওফিকা ফুডস অ্যান্ড এগ্রো ইন্ডাস্ট্রিজের চলতি অর্থবছরের দ্বিতীয় প্রান্তিকের আর্থিক প্রতিবেদন প্রকাশ করা হয়েছে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা গেছে, কোম্পানিটির চলতি অর্থবছরের দ্বিতীয় প্রান্তিকে তিন মাসে (অক্টোবর-ডিসেম্বর’২০) শেয়ারপ্রতি মুনাফা (ইপিএস) হয়েছে ০.১৩ টাকা। আগের অর্থবছরের একই সময়ে মুনাফা হয়েছিল ০.০৪ টাকা। এ হিসাবে কোম্পানিটির মুনাফা ০.০৯ টাকা বা ২২৫ শতাংশ বেড়েছে।

এদিকে কোম্পানিটির চলতি অর্থবছরের ৬ মাসে (জুলাই-ডিসেম্বর’২০) শেয়ারপ্রতি মুনাফা (ইপিএস) হয়েছে ০.৫০ টাকা। যার পরিমাণ আগের অর্থবছরের একই সময়ে হয়েছিল ০.৫৮ টাকা। এ হিসাবে কোম্পানিটির মুনাফা ০.০৮ টাকা বা ১৪ শতাংশ কমেছে।

৩১ ডিসেম্বর ২০২০ কোম্পানিটির শেয়ারপ্রতি সম্পদ (এনএভিপিএস) দাঁড়িয়েছে ১৩.২৪ টাকায়।

স্টকমার্কেটবিডি.কম/এস

দিনশেষে লেনদেনের শীর্ষে বেক্সিমকো

স্টকমার্কেটবিডি ডেস্ক :

সপ্তাহের তৃতীয় কার্যদিবস মঙ্গলবার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেনের শীর্ষে উঠে এসেছে বাংলাদেশ এক্সপোর্ট ইমপোর্ট কোম্পানি (বেক্সিমকো) লিমিটেড।

ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা গেছে, এদিন কোম্পানিটির ৮৭ কোটি ৬৯ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। দ্বিতীয় স্থানে উঠে আসা বেক্সিমকো ফার্মার শেয়ার লেনদেন হয়েছে ৪৫ কোটি ৪৪ লাখ টাকার।

৪০ কোটি ৩১ লাখ টাকার শেয়ার লেনদেনের মাধ্যমে তৃতীয় স্থানে উঠে এসেছে রবি লিমিটেড।

লেনদেনের তালিকায় থাকা অন্যান্য কোম্পানিগুলোর মধ্যে- ব্রিটিশ আমেরিকান টোবাকো, লংকাবাংলা ফাইন্যান্স, সামিট পাওয়ার, লাফার্জ হোলসিম, এনার্জিপ্যাক, স্কয়ার ফার্মা ও মীর আখতার হোসাইল লিমিটেড।

স্টকমার্কেটবিডি.কম/এস