রবি আজিয়াটা কোনো লভ্যাংশ দিবে না

স্টকমার্কেটবিডি প্রতিবেদক :

শেয়ারবাজারে সদ্য তালিকাভুক্ত রবি আজিয়াটা সর্বশেষ হিসাববছরের জন্য কোম্পানিটি শেয়ারহোল্ডারদেরকে কোনো লভ্যাংশ দেবে না।

আজ সোমবার (১৫ ফেব্রুয়ারি) অনুষ্ঠিত কোম্পানির পরিচালনা পর্ষদের বৈঠকে আলোচিত বছরের আর্থিক প্রতিবেদন পর্যালোচনা ও অনুমোদনের পর লভ্যাংশ সংক্রান্ত এই সিদ্ধান্ত নেওয়া হয়।

কোম্পানি সূত্রে এ তথ্য জানা গেছে।

আর্থিক প্রতিবেদন অনুসারে, সর্বশেষ বছরে কোম্পানিটির শেয়ার প্রতি আয় বা ইপিএস হয়েছে ৩৩ পয়সা। আগের বছর ইপিএস হয়েছিল ৪ পয়সা।

গত ৩১ ডিসেম্বর ২০২০ তারিখে কোম্পানিটির শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য ছিল ১৩ টাকা ৯০ পয়সা।

আলোচিত বছরে কোম্পানিটির শেয়ার প্রতি ক্যাশ ফ্লো ছিল ৫ টাকা ৩৬ পয়সা। আগের বছর ক্যাশ ফ্লো ৬ টাকা ১০ পয়সা ছিল।

আগামী ২১ মার্চ ডিজিটাল প্ল্যাটফরমে কোম্পানিটির ২৫তম বার্ষিক সাধারণ সভা (এজিএম) অনুষ্ঠিত হবে। এর জন্য রেকর্ড তারিখ নির্ধারণ করা হয়েছে ৮ মার্চ।

স্টকমার্কেটবিডি.কম/

রাইট ও বোনাস শেয়ার সমন্বয় চায় বিএসইসি

স্টকমার্কেটবিডি প্রতিবেদক :

শেয়ারবাজার নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি ) ফ্লোর প্রাইস (Floor Price) বা গ্রহণযোগ্য সর্বনিম্ন মূল্য প্রথায় পরিবর্তন এনেছে। বোনাস বা রাইট ইস্যু করলে রেকর্ড ডেটের দরের সাথে সমন্বয় করা হবে। তবে এ ক্ষেত্রে সূচকে কোন ধরণের প্রভাব পড়বে না। সোমবার বিএসইসির ৭৬১তম কমিশন সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

এতোদিন ফ্লোর প্রাইসের কারনে বোনাস বা রাইট শেয়ার ইস্যুর ক্ষেত্রে ঠিকমতো সমন্বয় হতো না। কারন এই ফ্লোরের কারনে বোনাস বা রাইট ইস্যু করা হলেও তা সমন্বয়ের মাধ্যমে কমার সুযোগ ছিল না। তবে সেই সমস্যা কাটিয়ে তুলতে বোনাস ও রাইট শেয়ার পরবর্তী সমন্বিত দরকে সংশোধীত ফ্লোর প্রাইস বিবেচনা করার সিদ্ধান্ত নিয়েছে কমিশন।

বিএসইসির বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, শেয়ারবাজারের উন্নয়ন ও বিনিয়োগকারীদের স্বার্থে বোনাস ও রাইট শেয়ার ঘোষণার রেকর্ড ডেট পরবর্তী ডাইলুশন প্রভাব বিবেচনায় কোম্পানির সমন্বিত মূল্য সংশোধিত ফ্লোর প্রাইস হিসেবে বিবেচিত হবে।

স্টকমার্কেটবিডি.কম/

ব্লক মার্কেটে ৯৫ কোটি টাকার লেনদেন

স্টকমার্কেটবিডি প্রতিবেদক :

ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) ব্লক মার্কেটে সোমবার (১৫ ফেব্রুয়ারি) ৯৫ কোটি ৬০ লাখ ৭৭ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে।

ডিএসই সূত্রে জানা গেছে, ব্লক মার্কেটে সবচেয়ে বেশি লেনদেন হয়েছে বেক্সিমকোর। কোম্পানিটির ৩২ কোটি ৬৮ লাখ ৯৯ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে।

এ মার্কেটে লেনদেনে দ্বিতীয় অবস্থানে রয়েছে ব্রিটিশ আমেরিকান ট্যোবাকো। কোম্পানিটির ৩১ কোটি ৫ লাখ ২০ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে। এছাড়া ১৬ কোটি ৬৬ লাখ ৫০ হাজার টাকার শেয়ার লেনদেন হয়ে ব্লক মার্কেটে তৃতীয় অবস্থানে রয়েছে বেক্সিমকো ফার্মা।

ব্লক মার্কেটে লেনদেন হওয়া অন্য কোম্পানিগুলোর মধ্যে- প্যারামাউন্ট ইন্স্যুরেন্সের ৪ কোটি ২ লাখ ৮১ হাজার টাকার, বারাকা পাওয়ারের ৭ লাখ ১৩ হাজার টাকার, বিডি ফাইন্যান্সের ১৮ লাখ ৬০ হাজার টাকার, বিডি থাইয়ের ৪২ লাখ ৭৪ হাজার টাকার, বিকন ফার্মার ৮ কোটি ৬৯ লাখ ৫৬ হাজার টাকার, কনফিডেন্স সিমেন্টের ৩৭ লাখ ১৪ হাজার টাকার, সিভিও পেট্রোকেমিক্যালের ১৪ লাখ ১৯ হাজার টাকার, মীর আক্তারের ৫ লাখ ২৩ হাজার টাকার, মুন্নু সিরামিকের ৫ লাখ ৮৪ হাজার টাকার, নিউ লাইন ক্লোথিংসের ৮ লাখ ৫৫ হাজার টাকার, ন্যাশনাল ফিড মিলসের ১০ লাখ ৫০ হাজার টাকার, ওয়ান ব্যাংকের ৮ লাখ ৫৯ হাজার টাকার ও রেনাটার ৮৯ লাখ ১৯ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে।

স্টকমার্কেটবিডি.কম/

চালু হচ্ছে বিমানের টরন্টো, টোকিও ও চেন্নাই ফ্লাইট

স্টকমার্কেটবিডি প্রতিবেদক :

বেসামরিক বিমান চলাচল ও পর্যটন প্রতিমন্ত্রী মো. মাহবুবুর রহমান বলেছেন, আগামী মার্চে চালু হচ্ছে বিমানের টরন্টো, টোকিও ও চেন্নাই ফ্লাইট।

এছাড়া ঢাকা-নিউইয়র্ক সরাসরি ফ্লাইট পরিচালনার ব্যাপারেও দ্রুত সুখবর দেয়ার ব্যাপারে আশাবাদ ব্যক্ত করেন প্রতিমন্ত্রী।

সোমবার (১৫ ফেব্রুয়ারি) রাজধানীর ফার্মগেটের ৮১, কাজী নজরুল ইসলাম এভিনিউতে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের মুদ্রণ ও প্রকাশনা বিভাগের বাণিজ্যিক সেবা উদ্বোধন অনুষ্ঠানে বক্তৃতাকালে তিনি এসব কথা বলেন।

স্টকমার্কেটবিডি.কম/

দেশের বাজারে শীর্ষ চারে উঠে আসলো রিয়েলমি

স্টকমার্কেটবিডি প্রতিবেদক :

দেশের তরুণদের পছন্দের স্মার্টফোন ব্র্যান্ড রিয়েলমি কাউন্টারপয়েন্টের পর এবার ২০২০ সালের চতুর্থ প্রান্তিকের ক্যানালিস গ্লোবাল স্মার্টফোন রপ্তানির প্রতিবেদন অনুযায়ী, বাংলাদেশের শীর্ষ চার মোবাইল ব্র্যান্ডের ১-টিতে পরিণত হয়েছে। পাশাপাশি, রিয়েলমি বিশ্বের ১৫টি অঞ্চলের শীর্ষ পাঁচ স্মার্টফোন ব্র্যান্ডের তালিকায় জায়গা করে নিয়েছে।

বিশ্বের অন্যতম শীর্ষস্থানীয় প্রযুক্তি বাজার বিশ্লেষণকারী প্রতিষ্ঠান ক্যানালিসের মতে এ অঞ্চলগুলো হলো: ভারত, ইন্দোনেশিয়া, বাংলাদেশ, কম্বোডিয়া, থাইল্যান্ড, মালয়েশিয়া, পাকিস্তান, ফিলিপাইন, রাশিয়া, মিশর, চেক প্রজাতন্ত্র, গ্রিস ও বৃহত্তর দক্ষিণ- পূর্ব এশিয়ার সবগুলো অঞ্চল।

২০২০ সালের চতুর্থ প্রান্তিকে দক্ষিণ-পূর্ব এশিয়ার বাজারে শীর্ষ পাঁচ স্মার্টফোন প্রতিষ্ঠানের মধ্যে চার নম্বর স্থান অর্জন করেছে রিয়েলমি। অন্যদিকে, ১২ শতাংশ শেয়ার নিয়ে ভারতের বাজারে পাঁচ নম্বর স্থান অর্জন করেছে রিয়েলমি; তবে, শীর্ষ চারটি ব্র্যান্ডের সাথে রিয়েলমি’র ব্যবধান ছিলো খুবই কম। গ্রিস, চেক প্রজাতন্ত্র, রাশিয়া’র মতো ইউরোপীয় দেশগুলোর বাজারে রিয়েলমি শীর্ষ পাঁচ ব্র্যান্ডের তালিকায় জায়গা করে নিয়েছে। এর মধ্যে রাশিয়াতে চতুর্থ প্রান্তিকে রিয়েলমি’র বার্ষিক প্রবৃদ্ধি ছিলো ৩৩৮ শতাংশ।

এ বিষয়ে রিয়েলমি’র প্রতিষ্ঠাতা এবং সিইও স্কাই লি বলেন, “ডেয়ার টু লিপ প্রতিপাদ্যে উদ্বুদ্ধ হয়ে রিয়েলমি সবসময় আকর্ষণীয় মূল্যে দুর্দান্ত পারফরমেন্স ও নান্দনিক নকশার স্মার্টফোন বাজারে নিয়ে আসে। এই প্রতিকূল সময়েও আমাদের পণ্য ও বিপণন কৌশলগুলো বেশ কার্যকর রয়েছে বলে আমাদের বিশ্বাস। আগামী দিনগুলোতে তরুণ প্রজন্মের চাহিদা পূরণের জন্য আমরা সফটওয়্যার এবং হার্ডওয়্যারের মধ্যে দুর্দান্ত সমন্বয়ের মাধ্যমে উদ্ভাবনী ও চমৎকার নকশাসমৃদ্ধ স্মার্টডিভাইস বাজারে নিয়ে আসবো।”

বিশ্বের দ্রুততম বর্ধনশীল স্মার্টফোন ব্র্যান্ড হিসেবে সামনের দিকে এগিয়ে চলছে রিয়েলমি। সম্প্রতি, কাউন্টারপয়েন্ট রিসার্চের তথ্য মতে, রিয়েলমি গত বছরের তৃতীয় প্রান্তিকে স্মার্টফোন রপ্তানির ক্ষেত্রে ‘টপ ১০ টিডব্লিউএস ব্র্যান্ডস’ এ জায়গা করে নিয়েছে। কাউন্টার পয়েন্টের মতে, ‘রিয়েলমি চলতি বছরও স্মার্টফোনসহ বিভিন্ন প্রযুক্তি পণ্য রপ্তানির ক্ষেত্রে তাদের পূর্ববর্তী বছরের সাফল্য ধরে রাখতে পারবে।’

তরুণদের পছন্দের ব্র্যান্ড রিয়েলমি ‘ডেয়ার টু লিপ’ প্রতিপাদ্যে উদ্বুদ্ধ হয়ে ধারাবাহিকভাবে অত্যাধুনিক প্রযুক্তির স্মার্টফোন ও উন্নতমানের পণ্য বাজারে নিয়ে আসছে এবং আগামী দিনগুলোতেও স্মার্টফোনপ্রেমীদের প্রয়োজনীয় সেবা প্রদানে তাদের অঙ্গীকারসমূহ বাস্তবায়নে কাজ করবে।

স্টকমার্কেটবিডি.কম/

দিনের লেনদেনের শীর্ষে বেক্সিমকো

স্টকমার্কেটবিডি প্রতিবেদক :

সপ্তাহের দ্বিতীয় কার্যদিবস সোমবার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেনের শীর্ষে উঠে এসেছে বাংলাদেশ এক্সপোর্ট ইমপোর্ট কোম্পানি (বেক্সিমকো) লিমিটেড। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা গেছে, এদিন কোম্পানিটির ২৩৮ কোটি ১৬ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। দ্বিতীয় স্থানে উঠে আসা ব্রিটিশ আমেরিকান টোবাকোর শেয়ার লেনদেন হয়েছে ৯৮ কোটি ১৪ লাখ টাকার।

৮২ কোটি ৪৬ লাখ টাকার শেয়ার লেনদেনের মাধ্যমে তৃতীয় স্থানে উঠে এসেছে লংকাবাংলা ফাইন্যান্স লিমিটেড।

লেনদেনের তালিকায় থাকা অন্যান্য কোম্পানিগুলোর মধ্যে- বেক্সিমকো ফার্মা, রবি, স্কয়ার ফার্মা, ওয়ালটন, সামিট পাওয়ার, লাভেলো আইসক্রীম ও বিডি ফাইন্যন্স লিমিটেড।

স্টকমার্কেটবিডি.কম/এইচ

৪ শতাংশ সুদে ঋণ পাবেন সিনেমা হল মালিকরা

স্টকমার্কেটবিডি প্রতিবেদক :

সিনেমা হলগুলোর সংস্কার, আধুনিকায়ন ও নতুন হল নির্মাণের জন্য সিনেমা হল মালিকদের স্বল্প সুদে দীর্ঘমেয়াদে ঋণ দেওয়া হবে। এ জন্য ১ হাজার কোটি টাকার বিশেষ পুনঃঅর্থায়ন স্কিম গঠন করেছে বাংলাদেশ ব্যাংক।

রবিবার পুনঃঅর্থায়ন তহবিলের সুদের হার নির্ধারণ করে নীতিমালা জারি করে বাংলাদেশ ব্যাংক। মেট্রোপলিটন এলাকার হল মালিকরা ৫ শতাংশ সুদে ঋণ পাবেন। আর মেট্রোপলিটন এলাকার বাইরের হল মালিকরা সাড়ে ৪ শতাংশ সুদে ঋণ পাবেন।
এর আগে গত ২৬ জানুয়ারি এই তহবিলের অনুমোদন দেয় বাংলাদেশ ব্যাংকের পরিচালনা পর্ষদ।

নীতিমালা অনুযায়ী, বাংলাদেশ ব্যাংক বাণিজ্যিক ব্যাংকগুলোকে ১ দশমিক ৫ শতাংশ সুদে এই ঋণ দেবে। ব্যাংকগুলো আবার গ্রাহক পর্যায়ে সর্বোচ্চ ৫ শতাংশ সুদে এই ঋণ বিতরণ করতে পারবে। একটি সিনেমা হলের বিপরীতে সর্বোচ্চ ৫ কোটি টাকা ঋণ বিতরণ করতে পারবে ব্যাংকগুলো।

প্রথম বছর এই ঋণের কোনো কিস্তি দিতে হবে না হল মালিকদের। ঋণ পরিশোধের জন্য সর্বোচ্চ সময় পাওয়া যাবে ৮ বছর।

স্টকমার্কেটবিডি.ক

  1. বেক্সিমকো লিমিটেড
  2. বিএটিবিসি
  3. লংকা বাংলা ফাইন্যান্স
  4. বেক্সিমকো ফার্মা
  5. রবি আজিয়াটা
  6. স্কয়ার ফার্মা
  7. ওয়ালটন হাইটেক
  8. সামিট পাওয়ার
  9. তাওফিকা ফুডস
  10. বিডি ফাইন্যান্স লিমিটেড।

সূচকের বড় উত্থানে বেড়েছে লেনদেন

স্টকমার্কেটবিডি প্রতিবেদক :

দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) দিনের শেষে সূচকের উত্থান হয়েছে। এদিন সেখানে লেনদেন আগের দিনের চেয়ে বেড়েছে। আর চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জেও (সিএসই) সূচক ও লেনদেন বেড়েছে। ডিএসই ও সিএসই সূত্রে এ তথ্য জানা যায়

সোমবার দিন শেষে ডিএসইতে প্রধান সূচক ডিএসইএক্স ৯৭.৪৪ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ৫৪৪৫ পয়েন্টে। আর ডিএসই শরীয়াহ সূচক ২১.৬০ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ১২৬০ পয়েন্টে এবং ডিএসই-৩০ সূচক ৪৬.১৫ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ২১৪৬ পয়েন্টে।

এদিন ডিএসইতে লেনদেন হয়েছে ১০৮২ কোটি ২৭ লাখ টাকা। গতকাল রবিবার সেখানে লেনদেনের পরিমাণ ছিল ৮০১ কোটি ৬৬ লাখ টাকা।

ডিএসইতে আজ ৩৫১টি কোম্পানি ও মিউচুয়াল ফান্ডের শেয়ারের লেনদেন হয়। এর মধ্যে ২২৬টির শেয়ারের দর বেড়েছে, কমেছে ৩৪টির। আর দর অপরিবর্তিত আছে ৯১টির।

এদিন ডিএসইতে লেনদেনে এগিয়ে থাকা ১০টি কোম্পানি হলো- বেক্সিমকো লিমিটেড, বিএটিবিসি, লংকা বাংলা ফাইন্যান্স, বেক্সিমকো ফার্মা, রবি আজিয়াটা, স্কয়ার ফার্মা, ওয়ালটন হাইটেক, সামিট পাওয়ার, তাওফিকা ফুডস ও বিডি ফাইন্যান্স লিমিটেড।

অন্যদিকে দেশের অপর বাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) ব্রড ইনডেক্স ২৯৭.৭৭ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ১৬ হাজার ৮৪ পয়েন্টে।

দিনভর লেনদেন হওয়া ২২৮টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ১৪৩টির, কমেছে ৪৫টির ও দর অপরিবর্তিত রয়েছে ৪০টির।

এদিন সিএসইতে লেনদেন হয়েছে ৩৯ কোটি ৯১ লাখ টাকা। গতকাল রবিবার সেখানে লেনদেন হয়েছে ১৪ কোটি ৪০ লাখ টাকা।

দিনশেষে সিএসইতে লেনদেনের শীর্ষে রয়েছে তাওফিকা ফুডস ও রবি আজিয়াটা লিমিটেড।

স্টকমার্কেটবিডি.কম/এইচ

জাপানের অর্থনীতি সঙ্কুচিত হয়েছে ৪.৮%

স্টকমার্কেটবিডি ডেস্ক :

মহামারী করোনাভাইরাস বিশ্ব অর্থনীতিতে নেতিবাচক প্রভাব ফেলেছে। ব্যতিক্রম হয়নি বিশ্বের তৃতীয় অর্থনীতির দেশ জাপানের ক্ষেত্রেও। করোনার কারণে দেশটির অর্থনীতি ২০০৯ সালের তুলনায় ২০২০ সালে সঙ্কুচিত হয়েছে ৪.৮%। সোমবার জাপান সরকারের পক্ষ থেকে এ তথ্য প্রকাশ করা হয়েছে।

২০২০ সালে অক্টোবর থেকে ডিসেম্বরে জাপানের প্রবৃদ্ধি বেড়েছে মাত্র ৩%। অথচ এর আগের বছর এটা ছিল ৫.৩ %।
মহামারী করোনাভাইরাসের কারণে কঠোর নিষেধাজ্ঞা আরোপ করেছিল জাপান। এছাড়া ২০১৯ সালে কর বৃদ্ধি করা হয়েছিল। এ কারণে দেশটির অর্থনীতিতে মন্দা নেমে আসে। গত বছরের নভেম্বরে সে মন্দা কাটিয়ে উঠে জাপান। কিন্তু নেতিবাচক প্রবৃদ্ধি ঠেকাতে তা যথেষ্ট ছিল না।

সূত্র: ব্যাংকক পোস্ট

স্টকমার্কেটবিডি.কম/