এজিএমে লভ্যাংশ পরিবর্তন করলো আইডিএলসির

স্টকমার্কেটবিডি ডেস্ক :

শেয়ারবাজারে তালিকাভুক্ত আইডিএলসি ফাইন্যান্স ৩৫ শতাংশ নগদের পরিবর্তে কোম্পানির বার্ষিক সাধারণ সভায় (এজিএম) ১৫ শতাংশ নগদ ও ৫ শতাংশ বোনাস লভ্যাংশ অনুমোদিত হয়েছে। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা গেছে, কোম্পানিটির পরিচালনা পর্ষদ বোর্ড সভায় সমাপ্ত অর্থবছরের আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করে শেয়ারহোল্ডারদের ৩৫ শতাংশ নগদ লভ্যাংশ দেয়ার সিদ্ধান্ত নেয়। কিন্তু কোম্পানিটির এজিএমে ১৫ শতাংশ নগদ এবং ৫ শতাংশ বোনাস লভ্যাংশ অনুমোদিত হয়।

স্টকমার্কেটবিডি.কম/

২০২০-২১ অর্থবছরে প্রবৃদ্ধি বাড়বে ৩ দশমিক ৬ শতাংশ : বিশ্বব্যাংক

স্টকমার্কেটবিডি প্রতিবেদক :

বাংলাদেশের মোট দেশজ উৎপাদন বা জিডিপি চলতি ২০২০-২১ অর্থবছরে ৩ দশমিক ৬ শতাংশ বাড়বে বলে মনে করছে বিশ্বব্যাংক। কভিড-১৯ এর কারণে সংস্থাটি এর আগে জানুয়ারিতে প্রবৃদ্ধির যে পূর্বাভাস দিয়েছিল, তার তুলনায় এখনকার পূর্বাভাস দ্বিগুণ। অন্যদিকে সরকারের লক্ষ্যমাত্রার অর্ধেক।

বুধবার দক্ষিণ এশিয়ার হালনাগাদ অর্থনৈতিক পরিস্থিতির ওপর এক প্রতিবেদনে এমন পূর্বাভাস দেওয়া হয়েছে।

গত জানুয়ারিতে বিশ্বব্যাংকের ফ্লাগশিপ রিপোর্ট ‘গ্লোবাল ইকোনমিক প্রসপেক্টস’ এ চলতি অর্থবছরে বাংলাদেশের প্রবৃদ্ধির পূর্বাভাস ছিল মাত্র ১ দশমিক ৬ শতাংশ। সরকারের লক্ষ্যমাত্রা রয়েছে ৮ দশমিক ২ শতাংশ প্রবৃদ্ধি অর্জনের।

প্রতিবেদনে বলা হয়, দক্ষিণ এশিয়ার অর্থনীতির পুনরুদ্ধারের সম্ভাবনা জোরালো হচ্ছে। তবে তা ভঙ্গুর ও অসম প্রকৃতির। অর্থনীতিকে আগের জায়গায় ফিরিয়ে আনতে দ্রুত ও সমতিভিত্তিক টিকাদান এবং প্রতিরোধমূলক স্বাস্থ্যসেবায় বিনিয়োগ বাড়ানোর পরামর্শ দিয়েছে বিশ্বব্যাংক।

প্রতিবেদনে ২০২১ সালে দক্ষিণ এশিয়ায় ৭ দশমিক ২ শতাংশ এবং ২০২২ সালে ৪ দশমিক ৪ শতাংশ প্রবৃদ্ধির পূর্বাভাস রয়েছে।

স্টকমার্কেটবিডি.কম/

জিডিপি বিষয়ে বিশ্বব্যাংক আমাদের হিসাবটাই মেনে নেয় : অর্থমন্ত্রী

স্টকমার্কেটবিডি প্রতিবেদক :

অর্থমন্ত্রী আ হ ম মুস্তাফা কামাল বলেছেন, জিডিপি প্রবৃদ্ধির বিষয়ে আমাদের (সরকারের) হিসাবটাই বিশ্বব্যাংক সব সময় মেনে নেয়। তারা এককটা পূর্বাভাস দেয় কিন্তু শেষে আবার আমাদেরটাই মেনে নেয়। বছরের অনেকটা সময় এখনো বাকি আছে। আশা করি, আমরা আমাদের লক্ষ্য অর্জন করতে পারবো।

উল্লেখ্য বিশ্বব্যাংক গতকাল এক পূর্বাভাসে বলেছে, চলতি অর্থবছর শেষে বাংলাদেশের জিডিপি প্রবৃদ্ধি হবে ৩ দশমিক ৮ শতাংশ। আজ সরকারি ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির বৈঠক শেষে এক ভার্চুয়াল ব্রিফিংয়ে তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, দ্বিতীয় ডোজ ভ্যাকসিন পেতে কোন সংশয়ের খবর আমার কাছে নেই। এখানে স্বাস্থ্য মন্ত্রীও আজকের বৈঠকে ছিলেন। তিনিও এ ধরনের কোন তথ্য দেননি। ভ্যাকসিন অবশ্যই সবাই পাবেন।

তিনি আরও বলেন, দ্বিতীয় দফা করোনার আঘাতে বাংলাদেশের অর্থনীতি খুব একটা ক্ষতিগ্রস্ত হবে না। তবে বিশ্ব অর্থনৈতিক পরিস্থিতি যেদিকে যাবে বাংলাদেশের অর্থনীতিও যেদিকেই যাবে বলে তিনি মনে করেন। আল্লাহ মাফ করুন, যদি বিশ্ব পরিস্থিতি খুব একটা খারাপ না হয় তাহলে আমাদেরও ক্ষতি কম হবে। এখন ভ্যাকসিন চলে এসেছে। সব দেশেই ভ্যাকসিন প্রয়োগ চলছে। আমাদের এখানেও চলছে।

স্টকমার্কেটবিডি.কম/

তসরিফা ইন্ডান্ট্রিজের শেয়ার হস্তান্থরের ঘোষণা

স্টকমার্কেটবিডি ডেস্ক :

শেয়ারবাজারে তালিকাভুক্ত বস্ত্র খাতের কোম্পানি তসরিফা ইন্ডান্ট্রিজের উদ্দ্যোক্তা পরিচালক শেয়ার হস্তান্তর করার ঘোষণা দিয়েছেন। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা গেছে, কোম্পানিটির উদ্দ্যোক্তা পরিচালক মিসেস আঞ্জুমান আরা বেগম ১৮ লাখ শেয়ার হস্তান্তর করবেন। তার হাতে মোট ৩৫ লাখ শেয়ার রয়েছে।

এর মধ্যে থেকে উপহার হিসাবে ১৮ লাখ শেয়ারের মালিকানা হস্তান্তর করবেন তার স্বামী নাইম হাসানকে।

এই উদ্দ্যোক্তা আগামী ২৯ কর্মদিবসের মধ্যে উল্লেখিত পরিমাণ শেয়ার ঢাকা স্টক এক্সচেঞ্জের অনুমোদন সাপেক্ষে স্বামীকে উপহার স্বরূপ হস্তান্তর করবেন।

স্টকমার্কেটবিডি.কম/

ব্লক মার্কেটে লেনদেন ৫৩ কোটি টাকা

স্টকমার্কেটবিডি ডেস্ক :

ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) বুধবার ব্লক মার্কেটে মোট ২৯ কোম্পানির শেয়ার লেনদেন হয়েছে। কোম্পানিগুলোর মোট ১০১ লাখ ১৯ হাজার ৯৩৬টি শেয়ার লেনদেন হয়েছে। যার আর্থিক মূল্য ৫৩ কোটি ৮৭ লাখ টাকা ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

ব্লক মার্কেটে সবচেয়ে বেশি টাকার লেনদেন হয়েছে ইউনাইটেড পাওয়ার জেনারেশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেডের শেয়ার। কোম্পানিটি ৯ কোটি ৪৩ লাখ টাকার শেয়ার লেনদেন করেছে।

ব্যাংক এশিয়া ৮ কোটি ৬০ লাখ টাকার শেয়ার লেনদেন করে তালিকার দ্বিতীয় স্থানে রয়েছে।

এশিয়া প্যাসিফিক ইন্স্যুরেন্স ৬ কোটি ৬৩ লাখ টাকার শেয়ার লেনদেন করে তালিকার তৃতীয় স্থানে রয়েছে।

ব্লক মার্কেটে লেনদেন করা অন্য কোম্পানিগুলো হচ্ছে-বার্জার পেইন্টস, বেক্সিমকো, বাংলাদেশ জেনারেল ইন্স্যুরেন্স, বাংলাদেশ ন্যাশনাল ইন্স্যুরেন্স, ব্রাক ব্যাংক, সেন্ট্রাল ইন্স্যুরেন্স, সিটি ব্যাংক, ডিবিএইচ, ঢাকা ব্যাংক, ইস্টার্ন ইন্স্যুরেন্স, জিবিবি পাওয়ার, জেনেক্স ইনফোসিস, জিপিএইচ ইস্পাত, কোহিনুর কেমিক্যাল, লংকাবাংলা ফিন্যান্স, লিন্ডেবিডি, ন্যাশনাল পলিমার, ন্যাশনাল টিউবস, প্রভাতি ইন্স্যুরেন্স, আরএকে সিরামিকস, রেনেটা, রিপাবলিক ইন্স্যুরেন্স, রবি, আরএসআরএম স্টিল, সী পার্ল বীচ ও সিঙ্গারবিডি লিমিটেড।

স্টকমার্কেটবিডি.কম/

আইএফআইসি ব্যাংকের বাৎসরিক বোর্ড সভা পুনঃনির্ধারিত

স্টকমার্কেটবিডি ডেস্ক :

শেয়ারবাজারে তালিকাভুক্ত ব্যাংকিং খাতের প্রতিষ্ঠান আইএফআইসি ব্যাংক লিমিটেডের বাৎসরিক বোর্ড সভার সময় পুনঃনির্ধারিত করা হয়েছে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্র থেকে জানা যায়, বোর্ড সভাটি আজ বেলা ৪ টায় রাজধানীর প্লটনে প্রধান কার্যালয়ে বোর্ড সভাটি অনুষ্ঠিত হবার কথা ছিল। তবে বোর্ড সভার সময় সময় পরিবর্তন করে বিকাল ৪টার পরিবর্তে সন্ধ্যা ৭টায় অনুষ্ঠিত করা হয়েছে।

আসন্ন বোর্ড সভায় ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) লিস্টিং রেগুলেশন ২০১৫ এর ১৯(১) অনুযায়ী ৩০ জুন শেষ হওয়া ২০২০ সালের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করা হবে।

এ বোর্ড সভায় এজিএমের দিন ও রেকর্ড ডেট ঘোষণা করা হবে।

এছাড়া এ সভায় শেয়ারহোল্ডারদের জন্য লভ্যাংশ ঘোষণা করবে ব্যাংকটি। গত বছর ব্যাংকটি ১০ শতাংশ বোনাস লভ্যাংশ ঘোষণা করেছিল।

স্টকমার্কেটবিডি.কম/

দিনশেষে লেনদেনের শীর্ষে বেক্সিমকো

স্টকমার্কেটবিডি প্রতিবেদক :

সপ্তাহের চতুর্থ কার্যদিবস বুধবার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেনের শীর্ষে উঠে এসেছে বাংলাদেশ এক্সপোর্ট ইমপোর্ট কোম্পানি (বেক্সিমকো) লিমিটেড। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা গেছে, এদিন কোম্পানিটির ৮৯ কোটি ২ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। এদিন মোট ১ কোটি ১৮ লাখ ৮ হাজার ২৪২টি শেয়ার লেনদেন হয়।

দ্বিতীয় স্থানে উঠে আসা বেক্সিমকো ফার্মা লিমিটেডের শেয়ার লেনদেন হয়েছে ৩৪ কোটি ৬৬ লাখ টাকার।

তৃতীয় স্থানে উঠে এসেছে রবি আজিয়াটা লিমিটেড ৩০ কোটি ২০ লাখ টাকার শেয়ার লেনদেনের মাধ্যমে।

লেনদেনের তালিকায় থাকা অন্যান্য কোম্পানিগুলোর মধ্যে- লংকা বাংলা ফাইন্যান্সের ২৪ কোটি ৩৫ লাখ, স্কয়ার ফার্মার ২১ কোটি ৬০ লাখ, লাফার্জ হোলসিমের ১৩ কোটি ৪ লাখ, গ্রামীনফোন লিমিটেডের ১২ কোটি ২ লাখ, রহিমা ফুডের ১১ কোটি ৪৯ লাখ, বিএটিবিসির ১১ কোটি ও প্রিমিয়ার ব্যাংক লিমিটেডের ১০ কোটি ৯৮ লাখ টাকা শেয়ার।

স্টকমার্কেটবিডি.কম/

১.বেক্সিমকো লিমিটেড
২.বেক্সিমকো ফার্মা
৩.রবি আজিয়াটা
৪.লংকা বাংলা ফাইন্যান্স
৫.স্কয়ার ফার্মা
৬.লাফার্জ হোলসিম
৭.গ্রামীনফোন লিমিটেড
৮.রহিমা ফুড
৯.বিএটিবিসি
১০.প্রিমিয়ার ব্যাংক লিমিটেড।

 

উভয় শেয়ারবাজারে কমেছে সূচক ও লেনদেন

স্টকমার্কেটবিডি প্রতিবেদক :

দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) দিনের শেষে সূচকের পতন হয়েছে। এদিন সেখানে লেনদেন আগের দিনের চেয়ে কমেছে। আর চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জেও (সিএসই) সূচক ও লেনদেন কমেছে। ডিএসই ও সিএসই সূত্রে এ তথ্য জানা যায়।

সোমবার দিন শেষে ডিএসইতে প্রধান সূচক ডিএসইএক্স ৯৪.৯৬ পয়েন্ট কমে অবস্থান করছে ৫,২৭৮ পয়েন্টে। আর শরীয়াহ সূচক ১৬.৯০ পয়েন্ট কমে অবস্থান করছে ১২০৪ পয়েন্টে এবং ডিএসই-৩০ সূচক ৪২.২২ পয়েন্ট কমে অবস্থান করছে ১৯৯৪ পয়েন্টে।

এদিন ডিএসইতে লেনদেন হয়েছে ৫৬০ কোটি ২৫ লাখ টাকা। গত সোমবার সেখানে লেনদেনের পরিমাণ ছিল ৬৩৪ কোটি ৬৮ লাখ টাকা।

ডিএসইতে আজ ৩৪৮টি কোম্পানি ও মিউচুয়াল ফান্ডের শেয়ারের লেনদেন হয়। এর মধ্যে ১১টির শেয়ারের দর বেড়েছে, কমেছে ২৫৭টির। আর দর অপরিবর্তিত আছে ৮০টির।

এদিন ডিএসইতে লেনদেনে এগিয়ে থাকা ১০টি কোম্পানি হলো- বেক্সিমকো লিমিটেড, বেক্সিমকো ফার্মা, রবি আজিয়াটা, লংকা বাংলা ফাইন্যান্স, স্কয়ার ফার্মা, লাফার্জ হোলসিম,
গ্রামীনফোন লিমিটেড, রহিমা ফুড, বিএটিবিসি ও প্রিমিয়ার ব্যাংক লিমিটেড।

অন্যদিকে দেশের অপর বাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) ব্রড ইনডেক্স ৩০১.৬৪ পয়েন্ট কমে অবস্থান করছে ১৫ হাজার ২৬৪ পয়েন্টে।

দিনভর লেনদেন হওয়া ২২৯টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ১৫টির, কমেছে ১৬৯টির ও দর অপরিবর্তিত রয়েছে ৪৫টির।

এদিন সিএসইতে লেনদেন হয়েছে ৩৬ কোটি ৯৭ লাখ টাকা। গত সোমবার সেখানে লেনদেন হয়েছে ৪০ কোটি ৫৯ লাখ টাকা।

দিনশেষে সিএসইতে লেনদেনের শীর্ষে রয়েছে আইএফআইসি ও রবি আজিয়াটা লিমিটেড।

স্টকমার্কেটবিডি.কম/

নতুন উদ্যোক্তাদের জন্য ৫০০ কোটি টাকার তহবিল

স্টকমার্কেটবিডি প্রতিবেদক :

বাংলাদেশ ব্যাংক ৫০০ কোটি টাকার ‘স্টার্ট আপ ফান্ড’ নামে একটি পুনঃঅর্থায়ন তহবিল গঠন করেছে।

এ তহবিল থেকে নতুন উদ্যোক্তাদের ব্যবসা শুরু করার জন্য কম সুদে, সহজ শর্তে ও জামানতবিহীন ঋণ দেওয়া হবে। নতুন উদ্যোক্তা তৈরি ও কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যেই কেন্দ্রীয় ব্যাংক এ উদ্যোগ নিয়েছে।

এ বিষয়ে গত রবিবার বাংলাদেশ ব্যাংক থেকে একটি সার্কুলার জারি করে বাণিজ্যিক ব্যাংকগুলোর প্রধান নির্বাহীদের কাছে পাঠানো হয়েছে। এতে ব্যাংকগুলোকে এ তহবিলের আওতায় দ্রুত ঋণ বিতরণ কার্যক্রম শুরু করার নির্দেশ দেওয়া হয়েছে। এর আগে এ মাসের শুরুর দিকে কেন্দ্রীয় ব্যাংকের পর্ষদ সভায় এ তহবিল গঠনের প্রস্তাব অনুমোদন করা হয়।

সার্কুলারে বলা হয়, এ তহবিল থেকে উদ্যোক্তাদের সর্বোচ্চ ৪ শতাংশ সুদে ঋণ দেওয়া হবে। ৫ বছর মেয়াদি এ ঋণের গ্রেস পিরিয়ড হবে সর্বোচ্চ এক বছর। নতুন নতুন উদ্যোগ, তথ্যপ্রযুক্তি, ক্ষুদ্র ও কুটির শিল্পের পণ্য উৎপাদন খাতে অগ্রাধিকার পাবে। ২১ থেকে ৪৫ বছরের উদ্যোক্তারা ঋণ পাবেন। কোনো ঋণখেলাপি ঋণ পাবেন না। সর্বোচ্চ এক কোটি টাকা ঋণ দেওয়া যাবে।

এতে আরও বলা হয়, বাংলাদেশ ব্যাংক এ তহবিল থেকে বাণিজ্যিক ব্যাংকগুলোকে শূন্য দশমিক ৫০ শতাংশ সুদে ঋণ দেবে। ব্যাংকগুলো গ্রাহকদের কাছ থেকে আরও সাড়ে তিন শতাংশসহ সর্বোচ্চ চার শতাংশ আদায় করতে পারবে। তবে কোনো ব্যাংক ইচ্ছা করলে এর চেয়ে কম সুদে ঋণ দিতে পারবে। এর বাইরে অন্য কোনো সুদ বা চার্জ আরোপ করা যাবে না। কোনো ব্যাংক এ তহবিল ব্যবহারের অনিয়ম করলে তাদেরকে আরও দুই শতাংশ হারে জরিমানা করা হবে।

তহবিলটি হবে ঘূর্ণায়মান। সুদসহ মূল ঋণ আদায় হলে এর পরিমাণ আরও বাড়তে থাকবে। কেন্দ্রীয় ব্যাংক বাণিজ্যিক ব্যাংকগুলোকে এ তহবিল থেকে ঋণ নিলে পুনঃঅর্থায়ন করবে।

স্টকমার্কেটবিডি.কম/