৮ দিনে ই জেনারেশনের দাম বেড়েছে চার গুণ

স্টকমার্কেটবিডি ডেস্ক :

লেনদেন শুরুর পর থেকেই একটানা সর্বোচ্চ মূল্যবৃদ্ধি ঘটে চলেছে তথ্যপ্রযুক্তি খাতের কোম্পানি ই জেনারেশনের। তাতে মাত্র আট কার্যদিবসে কোম্পানিটির শেয়ারের দাম বেড়েছে প্রায় চার গুণ। এ মূল্যবৃদ্ধিকে অস্বাভাবিক বলেই মনে করছেন বাজারসংশ্লিষ্ট ব্যক্তিরা।

প্রাথমিক গণপ্রস্তাব বা আইপিওতে কোম্পানিটির প্রতিটি শেয়ার বিক্রি হয়েছিল ১০ টাকা অভিহিত মূল্যে। সেই ১০ টাকা শেয়ারবাজারে এসে ৮ দিনে ২৯৪ শতাংশ বেড়ে গতকাল বৃহস্পতিবার দিন শেষে দাঁড়িয়েছে ৩৯ টাকা ৪০ পয়সায়। প্রতিদিনই কোম্পানিটির শেয়ারের দিনের সর্বোচ্চ মূল্যবৃদ্ধি ঘটছে।

আইপিও প্রসপেক্টাসের তথ্য অনুযায়ী, ২০১৬ সালের জুনে কোম্পানিটির পরিশোধিত মূলধন ছিল মাত্র ৪২ লাখ টাকা। ২০১৭ সালের জুনে তা বেড়ে হয় প্রায় ১০ কোটি টাকা। ২০১৮ সালে তা বেড়ে হয় ৬০ কোটি টাকা। আইপিওর ১৫ কোটি টাকা যুক্ত হওয়ার পর তা বেড়ে ৭৫ কোটি টাকা হয়েছে।

স্টকমার্কেটবিডি.কম/

শ্রীপুরে ঢাকা গার্মেন্টসের কারখানায় আগুন

স্টকমার্কেটবিডি প্রতিবেদক :

গাজীপুরের শ্রীপুর উপজেলায় ঢাকা গার্মেন্টস অ্যান্ড ওয়াশিং লিমিটেডের পোশাক কারখানায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আজ শনিবার সকাল ১০টার দিকে উপজেলার দক্ষিণ ভাংনাহাটি এলাকায় ঢাকা গার্মেন্টস অ্যান্ড ওয়াশিং লিমিটেডে অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়।

শ্রীপুর ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার মো. মিয়া রাজ বলেন, ‘আজ সকাল ১০টার দিকে ঢাকা গার্মেন্টস অ্যান্ড ওয়াশিং লিমিটেডের পোশাক কারখানার ভেতরে কেমিক্যাল গোডাউনে অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়। আধাঘণ্টার চেষ্টায় ফায়ার সার্ভিসের কর্মীরা আগুন নিয়ন্ত্রণে আনে। অগ্নিকাণ্ডে কেউ দগ্ধ না হলেও ধোঁয়ায় অনেকে অসুস্থ হয়ে পড়েন। তাদের শ্রীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।’

শ্রীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক কেএম নাজমুল আহসান বলেন, ‘অসুস্থ অবস্থায় আসা ১০ জনকে স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি নেওয়া হয়েছে। অন্তত ২০ জনকে প্রাথমিক চিকিৎসা দিয়ে ছেড়ে দেওয়া হয়েছে। এ ছাড়া, ১২ জনকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। প্রত্যেকে ধোঁয়ায় অসুস্থ হয়ে পড়েছেন। তাদের শ্বাস নিতে সমস্যা হচ্ছে।’

শ্রমিকরা অভিযোগ করেন, আগুন লাগার পরে বের হতে চাইলে কর্তৃপক্ষ গেট খুলে দিতে অস্বীকৃতি জানায়। শ্রমিক-কর্মচারীরা আগুন নেভাতে গিয়ে কেমিক্যালের গন্ধে অচেতন হয়ে পড়েন। এক পর্যায়ে শ্রমিকরা ভেঙে ফেলার চেষ্টা করলে কর্তৃপক্ষ গেট খুলে দিতে বাধ্য হয়।

স্টকমার্কেটবিডি.কম/

খাগড়াছড়ির রামগড় স্থলবন্দর চালু শীঘ্রই

স্টকমার্কেটবিডি ডেস্ক :

শতভাগ প্রস্তুত বাংলাদেশ-ভারত মৈত্রী সেতু। এখন শুধু উদ্বোধনের অপেক্ষা। ফেনী নদীর এপারে রামগড় এবং ওপারে ভারতের ত্রিপুরার সাব্রুমকে যুক্ত করেছে এই সেতু। সেখানে রামগড় স্থলবন্দর চালু হওয়া কেবলই সময়ের ব্যাপার, যা হবে ভারতের পূর্বাঞ্চলীয় সাতরাজ্যের গেটওয়ে। কাছাকাছি দূরত্বের মধ্যে চট্টগ্রাম সমুদ্রবন্দর এবং মীরসরাইয়ের বঙ্গবন্ধু শিল্পনগরে ভারতের শিল্পজোন। ফলে এই বন্দরটি দেশের অন্যতম ব্যস্ততম স্থলবন্দরে রূপ নেবে, এমনই আশা করা হচ্ছে। এছাড়া খুলে যাবে ব্যবসা বাণিজ্য এবং পর্যটনে অপার সম্ভাবনার দুয়ার।

এদিকে আগামী ২৬ মার্চ এই সেতু উদ্বোধন করার কথা। এর আগে ১৬ মার্চ দু’দেশের পানি সম্পদ সচিব পর্যায়ে বৈঠক অনুষ্ঠিত হবে।

জানা গেছে, খাগড়াছড়ির রামগড়ে চালুর অপেক্ষায় থাকা এ বন্দর দেশের ১৫তম এবং পার্বত্য এলাকার প্রথম স্থলবন্দর। দু’পাড়েই অধীর অপেক্ষা, কবে খুলছে এই প্রবেশদ্বার। অধিবাসীদের কর্মসংস্থান এবং ব্যবসা-বাণিজ্য ও জীবনমানের উন্নয়ন ঘটাবে এ বন্দর। ক্রমেই আগ্রহের কেন্দ্রবিন্দুতে পরিণত হচ্ছে রামগড় স্থলবন্দর। ভারতের ভূমিবদ্ধ সেভেন সিস্টারস-খ্যাত সাত রাজ্যের মানুষ মুখিয়ে আছে চট্টগ্রাম বন্দরের সুবিধা গ্রহণ এবং সাগরের খোলা হাওয়ায় বুকভরা শ্বাস নিতে।

চট্টগ্রামের বারৈয়ারহাট থেকে ঘণ্টাখানেকের পথ রামগড়। সেখানেই নির্মিত হয়েছে বাংলাদেশ-ভারত মৈত্রী সেতু-১। ২০১৭ সালের নবেম্বর মাসে শুরু হওয়া সেতুটির নির্মাণ কাজ শেষ হওয়ার কথা ছিল দু’বছরের মধ্যে। কিন্তু করোনা পরিস্থিতির কারণে তা বিলম্বিত হয়। তবে গত জানুয়ারি মাসে সেতুর কাজ পুরোপুরি সম্পন্ন হয়ে গেছে। দৃষ্টিনন্দন এ সেতু দেখতে প্রতিদিনই দু’পাড়ে ভিড় উভয় দেশের মানুষের। অচিরেই খুলে যাবে এই প্রবেশ পথ। নির্মাণের সঙ্গে সংশ্লিষ্ট দু’দেশের উচ্চপর্যায়ের কর্মকর্তারা একাধিকবার সেতু পরিদর্শন করে গেছেন। এখন দু’দেশের প্রধানমন্ত্রীর সিডিউল অনুযায়ী যে কোন সময়ে তা উন্মুক্ত হবে যানবাহন চলাচলের জন্য। সূত্র : জনকণ্ঠ

স্টকমার্কেটবিডি.কম/

ডিএসইতে পিই রেশিও কমেছে ৩.৫৫%

স্টকমার্কেটবিডি ডেস্ক :

বিদায়ী সপ্তাহে ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সার্বিক মূল্য আয় অনুপাত (পিই রেশিও) কমেছে। আগের সপ্তাহের চেয়ে পিই রেশিও কমেছে ০.৬২ পয়েন্ট বা ১৭.৪৫ শতাংশ। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্র মতে, আলোচ্য সপ্তাহে ডিএসইতে পিই রেশিও অবস্থান করছে ১৬.৮৩ পয়েন্টে। এর আগের সপ্তাহে ডিএসইর পিই রেশিও ছিল ১৭.৪৫ পয়েন্টে।

খাতভিত্তিক হিসেবে পিই রেশিও বিশ্লেষণে দেখা যায়, ব্যাংক খাতের পিই রেশিও অবস্থান করছে ৮.১ পয়েন্টে, সিমেন্ট খাতে ২০.১ পয়েন্টে, সিরামিক খাতে ৫০ পয়েন্টে, প্রকৌশল খাতে ২১ দশমিক ১ পয়েন্টে, আর্থিক খাতে ২৪.১ পয়েন্টে, খাদ্য ও আনুষাঙ্গিক খাতে ২৮.৩ পয়েন্টে, জ্বালানি ও বিদ্যুৎ খাতে ১১.৬ পয়েন্টে, সাধারণ বিমা খাতে ১৭.৭ পয়েন্টে, তথ্য ও প্রযুক্তি খাতে ২১.৩ পয়েন্টে, পাট খাতে পিই রেশিও এক হাজার ৪৬৯.২ পয়েন্টে, বিবিধ খাতে ২৪.৬ পয়েন্টে, মিউচ্যুয়াল ফান্ড খাতে ২ পয়েন্ট, পেপার ‍ও প্রিন্টিং খাতে ৪৪ দশমিক ৩ পয়েন্টে, ওষুধ ও রসায়ন খাতে ১৭.৮ পয়েন্টে, সেবা ও আবাসন খাতে ১৭.২ পয়েন্টে, ট্যানারী খাতের ৬৩.৯ পয়েন্টে, টেলিকমিউনেকেশন খাতে ১৮.৩ পয়েন্টে, বস্ত্র খাতের ১৯.৩ পয়েন্টে এবং ভ্রমণ ও অবকাশ খাতে ৯৮.৯ পয়েন্টে অবস্থান করছে।

স্টকমার্কেটবিডি.কম/

বিশ্বের ১ম দ্রুতগতির ফাইভজি চালু করল রাশিয়া

স্টকমার্কেটবিডি ডেস্ক :

ফাইভজি নেটওয়ার্কের আওতাধীন এলাকায় যখন গ্রাহক অবস্থান করবেন, তাদের খুদেবার্তা পাঠিয়ে এ টেলিকম সেবা ব্যবহারের আমন্ত্রণ জানানো হবে।

বিশ্বের প্রথম দেশ হিসেবে দ্রুতগতির ফাইভজি নেটওয়ার্ক সেবা চালু করল রাশিয়া।

শুক্রবার রাশিয়ান টেলিকম অপারেটর এমটিএস জানায়, তারা রাজধানী মস্কো ও নগরীর প্রধান কিছু পর্যটন কেন্দ্র মিলিয়ে ১৪টি এলাকায় হটস্পট খুলেছে। এলাকাগুলোর মধ্যে অন্যতম রেড স্কোয়ারের নিকটবর্তী লুবায়ঙ্কা স্কয়ার,মস্কোর প্রধান বাণিজ্যিক অংশ এবং ভিডিএনকেএইচ প্রদর্শনী কেন্দ্র।

শিগগিরই এ নেটওয়ার্কের আওতায় আরো নতুন নতুন এলাকাকে সংযুক্ত করা হবে ।

স্টকমার্কেটবিডি.কম/

সাপ্তাহিক দর বাড়ার শীর্ষে ই-জেনারেশন

স্টকমার্কেটবিডি ডেস্ক :

গত সপ্তাহে ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) দর বাড়ার শীর্ষে রয়েছে ই-জেনারেশন লিমিটেড। সপ্তাহজুড়ে শেয়ারটির দর ৫৯.৫১ শতাংশ বেড়েছে। ডিএসই সূত্রে এ তথ্য জানা যায়।

ডিএসই সূত্রে জানা যায়, উক্ত সপ্তাহে শেয়ারটির ২৮ কোটি ২ লাখ টাকার লেনদেন হয়। যা গড়ে প্রতিদিন ৫ কোটি ৬০ লাখ টাকা ছিল।

দর বাড়ার তালিকায় দ্বিতীয় স্থানে রয়েছে আনোয়ার গ্যালভানাইজিং লিমিটেড। গত সপ্তাহে শেয়ারটির দর বেড়েছে ১৮.৬৮ শতাংশ। সপ্তাহজুড়ে শেয়ারটির ১০ কোটি ৫৫ লাখ টাকা লেনদেন হয়। যা গড়ে প্রতিদিন ২ কোটি ১১ লাখ টাকা ছিল।

জিকিউ বলপেন ইন্ডাস্ট্রিজ দর বাড়ার তৃতীয় স্থানে রয়েছে। সপ্তাহে শেয়ারটির দর বেড়েছে ১৮.৩৬ শতাংশ। সপ্তাহজুড়ে শেয়ারটি ১০ কোটি ৬৭ লাখ টাকা লেনদেন করে। যা গড়ে প্রতিদিন ২ কোটি ১৩ লাখ টাকা ছিল।

এই তালিকায় থাকা শীর্ষ ১০টি কোম্পানি হচ্ছে- জিবিবি পাওয়ারের ১৬.০৮ শতাংশ, বিকন ফার্মাসিটিক্যালসের ১৬.০৬ শতাংশ, কাশেম ইন্ডাস্ট্রিজের ১২.৭৭ শতাংশ, লিবরা ইনফিউশনের ১১.২৮ শতাংশ, ফাইন ফুডসের ১১.২৪ শতাংশ, তাওফিকা ফুডস অ্যান্ড অ্যাগ্রো ইন্ডাস্ট্রিজের ১০.৬২ শতাংশ ও এআইবিল ফার্স্ট ইসলামিক মিউচ্যুয়াল ফান্ডের ১০.৫৯ শতাংশ দর কমেছে।

স্টকমার্কেটবিডি.কম/

সাপ্তাহিক দর কমার শীর্ষে বিএটিবিসি

স্টকমার্কেটবিডি ডেস্ক :

গত সপ্তাহে ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) দর কমার শীর্ষে রয়েছে ব্রিটিশ আমেরিকান টোব্যাকো বাংলাদেশ কোম্পানি লিমিটেড। গত সপ্তাহে শেয়ারটির সর্বোচ্চ দর কমেছে ৬৩.৫৪ শতাংশ। ডিএসইর সূত্রে এ তথ্য জানা যায়।

সূত্র থেকে জানা যায়, সপ্তাহজুড়ে কোম্পানিটির মোট ২৪১ কোটি ৬৪ লাখ টাকা লেনদেন হয়। যা গড়ে প্রতিদিন ৪৮ কোটি ৩২ লাখ টাকা ছিল।

দর কমার তালিকায় দ্বিতীয় স্থানে রয়েছে ইউনিলিভার কনজিউমার কেয়ার লিমিটেড। গত সপ্তাহে শেয়ারটির দর কমেছে ১২.৪২ শতাংশ। সপ্তাহজুড়ে শেয়ারটি মোট ৮ কোটি ৯৬ লাখ টাকার লেনদেন হয়। যা গড়ে প্রতিদিন ১ কোটি ৭৯ লাখ টাকা ছিল।

ওয়ালটন হাইটেক ইন্ডাস্ট্রিজ তালিকার তৃতীয় স্থানে রয়েছে। গত সপ্তাহে শেয়ারটির দর কমেছে ৫.৫৯ শতাংশ। সপ্তাহজুড়ে শেয়ারটি মোট ৫১ কোটি ৯৪ লাখ টাকা লেনদেন হয়। যা গড়ে প্রতিদিন ১০ কোটি ৩৮ লাখ টাকা ছিল।

এই তালিকায় থাকা শীর্ষ ১০টি কোম্পানি হচ্ছে- রূপালী ব্যাংকের ৫.২৪ শতাংশ, প্রাইম ফাইন্যান্স অ্যান্ড ইনভেস্টমেন্টের ৫.২২ শতাংশ, গোল্ডেন সনের ৪.০৮ শতাংশ, বাংলাদেশ এক্সপোর্ট ইমপোর্টের ৩.৯৮ শতাংশ, ইউনাইটেড ইন্স্যুরেন্সের ৩.৯১ শতাংশ, পদ্মা ইসলামী লাইফ ইন্স্যুরেন্সের ৩.৭৮ শতাংশ ও পাইওনিয়র ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেডের ৩.৪৮ শতাংশ দর কমেছে।

স্টকমার্কেটবিডি.কম/

সাপ্তাহিক লেনদেনের শীর্ষে বেক্সিমকো লিমিটেড

স্টকমার্কেটবিডি প্রতিবেদক :

সপ্তাহের ব্যবধানে ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেনের শীর্ষে রয়েছে বেক্সিমকো লিমিটেড। সপ্তাহজুড়ে কোম্পানিটির ৫৬৩ কোটি ৩৬ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

তালিকার দ্বিতীয় স্থানে রয়েছে রবি আজিয়াটা লিমিটেড। কোম্পানিটির শেয়ার লেনদেন হয়েছে ২৭৬ কোটি ৮৬ লাখ টাকার।

ব্রিটিশ আমেরিকান টোব্যাকো বাংলাদেশ লিমিটেড তালিকার তৃতীয় স্থানে রয়েছে। কোম্পানিটির লেনদেন হয়েছে ২৪১ কোটি ৬৪ লাখ টাকার।

লেনদেনের তালিকায় থাকা অন্য কোম্পানিগুলো হচ্ছে- বেক্সিমকো ফার্মার ২০৬ কোটি ৬৭ লাখ, লংকাবাংলা ফাইন্যান্সের ১৫৩ কোটি ৩৫ লাখ, সামিট পাওয়ারের ১২৯ কোটি ৩৪ লাখ, জেবিবি পাওয়ারের ১০৮ কোটি ৭৪ লাখ, লাফার্জহোলসিম বিডির ৯৭ কোটি ১৭ লাখ, ওরিয়ন ফার্মার ৮০ কোটি ৮৯ লাখ, স্কয়ার ফার্মার ৫৩ কোটি ৩৪ লাখ টাকা লেনদেন হয়েছে।

স্টকমার্কেটবিডি.কম/এইচ

ডাচ বাংলা ব্যাংকের বাৎসরিক বোর্ড সভা আজ

স্টকমার্কেটবিডি ডেস্ক :

শেয়ারবাজারে তালিকাভুক্ত ব্যাংকিং খাতের প্রতিষ্ঠান ডাচ বাংলা ব্যাংক লিমিটেডের বাৎসরিক বোর্ড সভা আজ ৬ মার্চ অনুষ্ঠিত হবে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্র থেকে জানা যায়, আজ বেলা ১০টায় রাজধানীর মতিঝিলে ব্যাংকটির প্রধান কার্যালয়ে বোর্ড সভাটি অনুষ্ঠিত হবে।

আসন্ন বোর্ড সভায় ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) লিস্টিং রেগুলেশন ২০১৫ এর ১৯(১) অনুযায়ী ৩০ জুন শেষ হওয়া ২০১৮ সালের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করা হবে।

এ সভায় বিনিয়োগকারীদের জন্য লভ্যাংশ ঘোষণা করা হবে। এছাড়া রেকর্ড ডেট ও এজিএমের দিন ঘোষণা করা হবে।

এ বোর্ড সভায় শেয়ারহোল্ডারদের জন্য লভ্যাংশ ঘোষণা করবে ব্যাংকটি। গত বছর ব্যাংকটি ১৫ শতাংশ নগদ ও ১০ শতাংশ বোনাস লভ্যাংশ ঘোষণা করেছিল।

স্টকমার্কেটবিডি.কম/বি

৫ দিনে ডিএসইতে বাজার মূলধন বেড়েছে ৬১৪০ কোটি টাকা

স্টকমার্কেটবিডি প্রতিবেদক :

সর্বশেষ সপ্তাহে প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) বাজার মূলধন আগের সপ্তাহের চেয়ে ৬১৪০ কোটি টাকা বেড়েছে। এসময় গত সপ্তাহের তুলনায় লেনদেন ও সূচক দুটোই বেড়েছে। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

ডিএসই সূত্রে জানা গেছে, বিদায়ী সপ্তাহে মোট ৫ কার্যদিবসে ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) মোট লেনদেন হয়েছে ৩৫৯৫ কোটি ৯৭ লাখ টাকার। যা আগের সপ্তাহের ৪ দিনে হয়েছিল ২৩৩৫ কোটি ২৮ লাখ টাকার। অর্থাৎ সপ্তাহের ব্যবধানে ডিএসইতে লেনদেন ৫৩.৯৮ শতাংশ বেড়েছে।

ডিএসইতে সর্বশেষ সপ্তাহে গড় লেনদেন ৭১৯ কোটি ১৯ লাখ টাকার হয়েছে। যা আগের সপ্তাহ থেকে ৫৩.৯৮ শতাংশ কমেছে। আগের সপ্তাহে লেনদেন হয়েছিল ৪৬৭ কোটি ৫ লাখ টাকার উপরে।

বিদায়ী সপ্তাহে ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স ৯৯.৩৯ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ৫ হাজার ৫১৫ পয়েন্টে। আর ডিএসই-৩০ সূচক ৪৬.৮৯ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ২১১২ পয়েন্টে। আর শরিয়াহ সূচক ২২.৭২ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ১২৪৮ পয়েন্টে।

ডিএসইতে গত সপ্তাহে ৩৭১টি প্রতিষ্ঠানের শেয়ার লেনদেনে অংশ নিয়েছে। প্রতিষ্ঠানগুলোর মধ্যে শেয়ার দর বেড়েছে ১৯৯টির, কমেছে ১০০টির এবং অপরিবর্তিত রয়েছে ৬৮টির শেয়ার ও ইউনিটের দর। আর ৪টি শেয়ারের কোনো লেনদেন হয়নি।

গত সপ্তাহের প্রথম দিন ডিএসইতে বাজার মূলধন ছিল ৪ লাখ ৬৬ হাজার ৯৫৫ কোটি টাকা। আর সপ্তাহের শেষ দিনে এই মূলধন দাঁড়িয়েছে ৪ লাখ ৭৩ হাজার ৯৫ কোটি টাকা। এই হিসাবে গত সপ্তাহে ডিএসইতে বাজার মূলধন ৬১৪০ কোটি টাকা বা ১.৩১ শতাংশ বেড়েছে।

স্টকমার্কেটবিডি.কম/এইচ