১৪ এপ্রিলের লকডাউনেও খোলা থাকবে শেয়ারবাজার : বিএসইসি

স্টকমার্কেটবিডি প্রতিবেদক :

আগামী ১৪ এপ্রিল থেকে শুরু হতে যাওয়া সর্বাত্মক লকডাউনেও শেয়ারবাজারে লেনদেন হবে বলে বিনিয়োগকারীদের আশ্বস্ত করেছে নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)। শনিবার বিএসইসি সূত্রে এ তথ্য জানা যায়।

জানা গেছে, বিনিয়োগকারীদের স্বার্থে ব্যাংকের সঙ্গে সমন্বয় রেখে শেয়ারবাজারে লেনদেন চলবে।

লকডাউনে শেয়ারবাজারের লেনদেন নিয়ে বিনিয়োগকারীদের আতঙ্কিত বা বিভ্রান্ত না হওয়ার অনুরোধ আগে থেকেই করে আসছিল বি্এসইসি।

গতকাল জনপ্রসাশন মন্ত্রনালয় আগামী ১৪ এপ্রিল থেকে সারাদেশ কঠোর লক ডাউনের ঘোষণা দেয়। এসময় দেশের সকল সরকারী-বেসরকারী অফিস বন্ধ ঘোষণা করা হয়েছে। তবে জরূরী সেবা প্রতিষ্ঠানগুলো খোলা থাকবে।

বিএসইসি শেয়ারবাজার খোলা রাখলেও লেনদেনের সময় ও অফিস সময় আগামীকাল রবিবার প্রঞ্জাপন জারির পরে জানানো হবে বলে বিএসইসি সূত্রে জানা যায়।

স্টকমার্কেটবিডি.কম/

আলিবাবাকে ২.৭৫ বিলিয়ন ডলার জরিমানা

স্টকমার্কেটবিডি প্রতিবেদক :

বিশ্বের ই-কমার্স ভিত্তিক সবচেয়ে জনপ্রিয় প্রতিষ্ঠান আলিবাবাকে সর্বোচ্চ রেকর্ড ১৮ বিলিয়ন ইউয়ান বা ২৭৫ কোটি ডলার জরিমানা করেছেন চীনের নীতিনির্ধারণী কর্তৃপক্ষ। এই জরিমানা ২০১৯ সালে মোট মুনাফার মাত্র চার শতাংশ।

২০২০ সালের অক্টোবরে চীনের নীতিনির্ধারর্ণী ব্যবস্থার কড়া সমালোচনা করেছিলেন আলিবাবার প্রতিষ্ঠাতা ও ধনকুবের জ্যাক মা। এরই পরিপ্রেক্ষিতে চীন সরকারের কর্তৃক এই জরিমানা গুনতে হচ্ছে প্রতিষ্ঠানটিকে।

গত ডিসেম্বরে চীনের বাজার নিয়ন্ত্রণ প্রশাসন (এসএএমআর) আলিবাবার বিরুদ্ধে নীতিভঙ্গের অভিযোগে তদন্ত শুরু করে। এর আগে স্থগিত করা হয় আলিবাবার সহযোগী প্রতিষ্ঠান অ্যান্ট গ্রুপের ৩৭ বিলিয়ন ডলারের আইপিও পরিকল্পনা।

চীনা প্রশাসনের দাবি, আলিবাবার এ ধরনের কর্মকাণ্ড পণ্যের অবাধ চলাচল বাধাগ্রস্ত করে এবং ব্যবসায়িক স্বার্থের ক্ষতি করার মাধ্যমে চীনের একচেটিয়া বাজার-বিরোধী আইন লঙ্ঘন করছে। এ কারণে বিশ্বের অন্যতম বৃহত্তম ই-কমার্স প্ল্যাটফর্মটিকে অভ্যন্তরীণ ব্যবস্থা জোরদার এবং ভোক্তাদের অধিকার রক্ষার ক্ষেত্রে ‘পুরোপুরি সংশোধন’ আনার নির্দেশ দিয়েছে এসএএমআর।

আজ শনিবার এসএএমআর জানিয়েছে, আলিবাবা তার ব্যবসায়ীদের অন্য ই-কমার্স প্ল্যাটফর্ম ব্যবহার বন্ধ করে দিয়ে ২০১৫ সাল থেকে ‘একচেটিয়া বাজার আধিপত্য’ কায়েম করেছে বলে তদন্তে প্রমাণ পেয়েছে তারা।

এদিকে, সামাজিক যোগাযোগমাধ্যম উইবোতে প্রকাশিত এক বিবৃতিতে আলিবাবা জানিয়েছে, ‘তারা এই জরিমানার বিষয়টি গ্রহণ করছে এবং চীনা প্রশাসনের নীতি পুরোপুরি কার্যকর করবে।’

স্টকমার্কেটবিডি.কম/

শেখ কবির বিআইএর সভাপতি পুনর্নির্বাচিত

স্টকমার্কেটবিডি প্রতিবেদক :

বাংলাদেশ ইন্স্যুরেন্স অ্যাসোসিয়েশনের (বিআইএ) সভাপতি পদে পুনর্নির্বাচিত হয়েছেন সোনার বাংলা ইন্স্যুরেন্সের চেয়ারম্যান শেখ কবির হোসেন। প্রথম সহসভাপতি পদে সান লাইফ ইন্স্যুরেন্সের চেয়ারম্যান অধ্যাপক রুবিনা হামিদ এবং সহসভাপতি নিটল ইন্স্যুরেন্সের চেয়ারম্যান এ কে এম মনিরুল হক নির্বাচিত হয়েছেন। গত বুধবার ঢাকা ক্লাবে এ নির্বাচন অনুষ্ঠিত হয়।

শেখ কবির হোসেন বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি ও বাংলাদেশ মানবাধিকার কাউন্সিলের সাবেক চেয়ারম্যান, বাংলাদেশ প্রাইভেটাইজেশন কমিশনের সদস্য এবং বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের মেম্বার অব গভর্নরস। এ ছাড়া তিনি চেয়ারম্যান হিসেবে প্রাইভেট ইউনিভার্সিটি অ্যাসোসিয়েশন, সোনার বাংলা ক্যাপিটাল ম্যানেজমেন্ট, সিডিবিএল ও ফারইস্ট ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির ট্রাস্টি বোর্ডে রয়েছেন। রুবিনা হামিদ ঢাকা বিশ্ববিদ্যালয়ের ব্যবস্থাপনা বিভাগের অধ্যাপক এবং বিডি থাই গ্রুপের চেয়ারপারসন। এ কে এম মনিরুল হক এফবিসিসিআই, আইবিসিসিআই, বিএমসিসিআই ও এমসিসিআইর সদস্য।

বিআইএর নির্বাহী কমিটির ১৬ জন সদস্য হলেন- মোজাফফর হোসেন পল্টু, আবদুল্লাহ আল মাহমুদ, নজরুল ইসলাম, এ কে এম আজিজুর রহমান, নাসির উদ্দিন আহমেদ, ইসমাইল নওয়াব, পি. কে. রায়, বি এম ইউসুফ আলী, ফারজানা চৌধুরী, ইমাম শাহীন, জামাল এম এ নাসের, জালালুল আজিম, আদিবা রহমান, শামসুল আলম, এম এম মনিরুল আলম এবং ড. বিশ্বজিৎ কুমার মণ্ডল।

স্টকমার্কেটবিডি.কম/

রবি আজিয়াটার অন্তর্বর্তীকালীন লভ্যাংশ ঘোষণা

স্টকমার্কেটবিডি প্রতিবেদক :

শেয়ারবাজারে তালিকাভুক্ত টেলিকম খাতের কোম্পানি রবি আজিয়াটা লিমিটেড ৩ শতাংশ নগদ অন্তবর্তীকালীন লভ্যাংশ ঘোষণা করেছে। কোম্পানি সূত্রে এ তথ্য জানা যায়।

কোম্পানিটির ৩১ মার্চ শেষ হওয়া ২০২১ সালের প্রথম প্রান্তিকের তথ্য পর্যালোচনা করে এ লভ্যাংশ প্রদান করা হয়।

এই প্রান্তিকে কোম্পানিটির শেয়ার প্রতি আয় (ইপিএস) এসেছে ০.০৭ পয়সা। যা আগের বছর ছিল ৩৩ পয়সা।

এই প্রান্তিকে কোম্পানিটির শেয়ার প্রতি সম্পদ মূল্য (এনএভি) দাঁড়িয়েছে ১২.৬৬ টাকা। যা ৩১ ডিসেম্বর ২০২০ সালে ছিল ১৩.৯০ টাকা।

স্টকমার্কেটবিডি.কম/

ডিএসইতে পিই রেশিও বেড়েছে ০.১৪ শতাংশ

স্টকমার্কেটবিডি প্রতিবেদক:

সর্বশেষ সপ্তাহে প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) সার্বিক মূল্য আয় অনুপাত (পিই রেশিও) ০.১৪ শতাংশ বেড়েছে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা গেছে, গত সপ্তাহের শুরুতে ডিএসইর পিই রেশিও ছিল ১৬.৮৮ পয়েন্টে। যা সপ্তাহ শেষে ১৬.৯০ পয়েন্টে অবস্থান করছে। অর্থাৎ সপ্তাহের ব্যবধানে পিই রেশিও ০.০২ পয়েন্ট বা ০.১৪ শতাংশ বেড়েছে।

সপ্তাহ শেষে ব্যাংক খাতের পিই রেশিও অবস্থান করছে ৭.৪৯ পয়েন্টে। এছাড়া তথ্যপ্রযুক্তি খাতের ১৪.৪৭ পয়েন্টে, বস্ত্র খাতের ২৪.৭৯ পয়েন্টে, ওষুধ ও রসায়ন খাতের ১৭.৬৫ পয়েন্টে, প্রকৌশল খাতের ১৮.৭৯ পয়েন্টে, বীমা খাতের ১৯.৯৮ পয়েন্টে, বিবিধ খাতের ৪৯.৬৬ পয়েন্টে, খাদ্য খাতের ১২.২৮ পয়েন্টে, বিদ্যুৎ ও জ্বালানি খাতের ১০.৬৮ শতাংশ, চামড়া খাতের (-) ১৩.৫৯ পয়েন্টে, সিমেন্ট খাতের ৩৮.৫১ পয়েন্টে, আর্থিক খাতের ৫১.৬০ পয়েন্টে, ভ্রমণ ও অবকাশ খাতের ৪৭.৪৭ পয়েন্টে, পেপার খাতের ৬৫.২১ পয়েন্টে, টেলিযোগাযোগ খাতের ১২.৯৩ পয়েন্টে, সেবা ও আবাসন খাতের ১৫.৩৪ পয়েন্টে, সিরামিক খাতের ২৮.২৪ পয়েন্টে এবং পাট খাতের পিই (-) ৪১.৮২ পয়েন্টে অবস্থান করছে।

স্টকমার্কেটবিডি.কম/রিমা

সাপ্তাহিক দর কমার শীর্ষে মার্কেন্টাইল ব্যাংক

স্টকমার্কেটবিডি ডেস্ক :

গত সপ্তাহে ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) দর কমার শীর্ষে রয়েছে মার্কেন্টাইল ব্যাংক লিমিটেড। গত সপ্তাহে শেয়ারটির সর্বোচ্চ দর কমেছে ১৬.১৮ শতাংশ। ডিএসইর সূত্রে এ তথ্য জানা যায়।

সূত্র থেকে জানা যায়, সপ্তাহজুড়ে কোম্পানিটির মোট ১১ কোটি ৩১ লাখ টাকা লেনদেন হয়। যা গড়ে প্রতিদিন ২ কোটি ২৬ লাখ টাকা ছিল।

দর কমার তালিকায় দ্বিতীয় স্থানে রয়েছে শাহজালাল ইসলামী ব্যাংক লিমিটেড। গত সপ্তাহে শেয়ারটির দর কমেছে ১০.৯১ শতাংশ। সপ্তাহজুড়ে শেয়ারটি মোট ১ কোটি ৪৫ লাখ টাকার লেনদেন হয়। যা গড়ে প্রতিদিন ২৯ লাখ টাকা ছিল।

রহিমা ফুড কর্পোরেশন লিমিটেড তালিকার তৃতীয় স্থানে রয়েছে। গত সপ্তাহে শেয়ারটির দর কমেছে ১০.১০ শতাংশ। সপ্তাহজুড়ে শেয়ারটি মোট ২৯ কোটি ৫৬ লাখ টাকা লেনদেন হয়। যা গড়ে প্রতিদিন ৫ কোটি ৯১ লাখ টাকা ছিল।

এই তালিকায় থাকা শীর্ষ ১০ কোম্পানির মধ্যে অন্য কোম্পানিগুলো হচ্ছে- এমএল ডাইংয়ের ১০ শতাংশ, এএফসি এগ্রো বায়োটেকের ১০ শতাংশ, সেন্ট্রাল ফার্মা ফার্মাসিউটিক্যালসের ১০ শতাংশ, কুইন সাউথ টেক্সটাইলের ১০ শতাংশ, নাহি অ্যালুমিনিয়াম কোম্পোসাইট প্যানেলের ৯.৯৮ শতাংশ, মিউচুয়াল ট্রাস্ট ব্যাংকের ৯.৯৬ শতাংশ এবং সিনোবাংলা ইন্ডাস্ট্রিজ শেয়ার দর ৯.৯৬ শতাংশ কমেছে।

স্টকমার্কেটবিডি.কম/রিমা

 

সাপ্তাহিক দর বাড়ার শীর্ষে দেশ জেনারেল ইন্স্যুরেন্স

স্টকমার্কেটবিডি ডেস্ক :

গত সপ্তাহে ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) দর বাড়ার শীর্ষে রয়েছে দেশ জেনারেল ইন্স্যুরেন্স লিমিটেড। সপ্তাহজুড়ে শেয়ারটির দর ৩৯.৬৮ শতাংশ বেড়েছে। ডিএসই সূত্রে এ তথ্য জানা যায়।

ডিএসই সূত্রে জানা যায়, উক্ত সপ্তাহে শেয়ারটির ৪০ কোটি ৪৭ লাখ টাকার লেনদেন হয়। যা গড়ে প্রতিদিন ৮ কোটি ৯ লাখ টাকা ছিল।

দর বাড়ার তালিকায় দ্বিতীয় স্থানে রয়েছে বাংলাদেশ ন্যাশনাল ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড। গত সপ্তাহে শেয়ারটির দর বেড়েছে ৩৪.১৯ শতাংশ। সপ্তাহজুড়ে শেয়ারটির ২৭ কোটি ২৪ লাখ টাকা লেনদেন হয়। যা গড়ে প্রতিদিন ৫ কোটি ৪৪ লাখ টাকা ছিল।

প্রভাতি ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড দর বাড়ার তৃতীয় স্থানে রয়েছে। সপ্তাহে শেয়ারটির দর বেড়েছে ৩২.২৯ শতাংশ। সপ্তাহজুড়ে শেয়ারটি ৬৭ কোটি ১১ লাখ টাকা লেনদেন করে। যা গড়ে প্রতিদিন ১৩ কোটি ৪২ লাখ টাকা ছিল।

এই তালিকায় থাকা শীর্ষ ১০ কোম্পানির মধ্যে অন্য কোম্পানিগুলো হচ্ছে – পূরবী জেনারেল ইন্স্যুরেন্স কোম্পানির ২১.৩২ শতাংশ, নর্দান ইসলামী ইন্স্যুরেন্স লিমিটেডের ২০.৯২ শতাংশ, রূপালী ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেডের ২০.৮৮ শতাংশ, আরএকে সিরামিকস বিডি লিমিটেডের ১৮.৯৪ শতাংশ, সোনার বাংলা ইন্স্যুরেন্সের ১৮.৭২ শতাংশ, ফেডারেল ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেডের ১৭.৯৯ শতাংশ ও কন্টিনেন্টাল ইন্স্যুরেন্স লিমিটেডের ১৭.৭০ শতাংশ দর বেড়েছে।

স্টকমার্কেটবিডি.কম/রিমা

 

সাপ্তাহিক লেনদেনের শীর্ষে বেক্সিমকো

স্টকমার্কেটবিডি প্রতিবেদক :

সপ্তাহের ব্যাবধানে ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেনের শীর্ষে রয়েছে বেক্সিমকো লিমিটেড। সপ্তাহজুড়ে কোম্পানিটির ২৩৬ কোটি ৬৩ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

তালিকার দ্বিতীয় স্থানে রয়েছে রবি আজিয়াটা লিমিটেড। কোম্পানিটির শেয়ার লেনদেন হয়েছে ১৫৩ কোটি ৪৭ লাখ টাকার।

এশিয়া প্যাসিফিক জেনারেল ইন্স্যুরেন্স লিমিটেড তালিকার তৃতীয় স্থানে রয়েছে। কোম্পানিটির লেনদেন হয়েছে ১০২ কোটি ৩ লাখ টাকার।

এই তালিকায় থাকা শীর্ষ ১০ কোম্পানির মধ্যে অন্য কোম্পানিগুলো হচ্ছে- বেক্সিমকো ফার্মার ৭২ কোটি ৫০ লাখ, প্রভাতী ইন্স্যুরেন্সের ৬৭ কোটি ১১ লাখ, লংকাবাংলা ফাইন্যান্সের ৬৬ কোটি ১৬ লাখ, লাফার্জহোলসিম বিডির ৫২ কোটি ৭৫ লাখ, সামিট পাওয়ারের ৪৬ কোটি ৪৮ লাখ, ব্রিটিশ আমেরিকান টোব্যাকো বাংলাদেশ লিমিটেডের ৪২ কোটি ৪ লাখ ও দেশ জেনারেল ইন্স্যুরেন্স লিমিটেডের ৪০ কোটি ৪৭ লাখ টাকা লেনদেন হয়েছে।

স্টকমার্কেটবিডি.কম/রিমা

 

৫ দিনে ডিএসইতে বাজার মূলধন বেড়েছে ৫৫৯ কোটি টাকা

স্টকমার্কেটবিডি প্রতিবেদক :

সর্বশেষ সপ্তাহে প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) বাজার মূলধন আগের সপ্তাহের চেয়ে ৫৫৯ কোটি টাকা বেড়েছে। এসময় গত সপ্তাহের তুলনায় সূচকের মিশ্র প্রতিক্রিয়ায় বেড়েছে লেনদেন। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

ডিএসই সূত্রে জানা গেছে, বিদায়ী সপ্তাহে মোট ৫ কার্যদিবসে ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) মোট লেনদেন হয়েছে ২ হাজার ৩২৪ কোটি ৬৩ লাখ টাকার। যা আগের সপ্তাহের ৪ দিনে হয়েছিল ২ হাজার ২৮ কোটি ৮১ লাখ টাকার। অর্থাৎ সপ্তাহের ব্যবধানে ডিএসইতে লেনদেন ১৪.৫৮ শতাংশ বেড়েছে।

ডিএসইতে সর্বশেষ সপ্তাহে গড় লেনদেন ৪৬৪ কোটি ৯২ লাখ টাকার হয়েছে। যা আগের সপ্তাহ থেকে ৮.৩৪ শতাংশ কমেছে। আগের সপ্তাহে লেনদেন হয়েছিল ৫০৭ কোটি ২০ লাখ টাকার উপরে।

বিদায়ী সপ্তাহে ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স ১৫.৭৬ পয়েন্ট কমে অবস্থান করছে ৫ হাজার ২৫৪ পয়েন্টে। আর ডিএসই-৩০ সূচক ৭.০৯ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ১৯৯০ পয়েন্টে। আর শরিয়াহ সূচক ৪.৮৮ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ১১৯৭ পয়েন্টে।

ডিএসইতে গত সপ্তাহে ৩৭৫টি প্রতিষ্ঠানের শেয়ার লেনদেনে অংশ নিয়েছে। প্রতিষ্ঠানগুলোর মধ্যে শেয়ার দর বেড়েছে ১০৮টির, কমেছে ২০৫টির এবং অপরিবর্তিত রয়েছে ৫৪টির শেয়ার ও ইউনিটের দর। আর ৮টি শেয়ারের কোনো লেনদেন হয়নি।

গত সপ্তাহের প্রথম দিন ডিএসইতে বাজার মূলধন ছিল ৪ লাখ ৫৮ হাজার ৬৮০ কোটি টাকা। আর সপ্তাহের শেষ দিনে এই মূলধন দাঁড়িয়েছে ৪ লাখ ৫৯ হাজার ২৩৯ কোটি টাকা। এই হিসাবে গত সপ্তাহে ডিএসইতে বাজার মূলধন ৫৫৯ কোটি টাকা বা ০.১২ শতাংশ বেড়েছে।

স্টকমার্কেটবিডি.কম/রিমা

লিন্ডে বিডির নগদ লভ্যাংশ ঘোষণা

স্টকমার্কেটবিডি প্রতিবেদক:

শেয়ারবাজারে তালিকাভুক্ত জ্বালানি ও বিদ্যুৎ খাতের কোম্পানি লিন্ডে বাংলাদেশ লিমিটেডের পরিচালনা বোর্ড শেয়ারহোল্ডারদের জন্য ৪০০ শতাংশ নগদ লভ্যাংশ ঘোষণা করেছে। কোম্পানি সূত্রে এ তথ্য জানা গেছে।

৩১ ডিসেম্বর, ২০২০ সমাপ্ত অর্থবছরে নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করে এই লভ্যাংশ ঘোষণা করেছে কোম্পানিটি।

এ সময়ে কোম্পানিটির শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ৭০.৫৫ টাকা। একই সময়ে শেয়ার প্রতি সম্পদমূল্য (এনএভি) হয়েছে ৩৫৫.৭৫ টাকা।

আগামী ২৭ মে, বৃহস্পতিবার সকাল ১১টায় অনলাইনে কোম্পানিটির বার্ষিক সাধারণ সভা (এজিএম) অনুষ্ঠিত হবে। এর জন্য রেকর্ড তারিখ নির্ধারণ করা হয়েছে ২৯ এপ্রিল।

স্টকমার্কেটবিডি.কম/রিমা