ইসলামিক ফাইন্যান্সের ১০% লভ্যাংশ ঘোষণা

স্টকমার্কেটবিডি ডেস্ক :

শেয়ারবাজারে তালিকাভুক্ত নন ব্যাংকিং আর্থিক খাতের কোম্পানি ইসলামিক ফাইন্যান্স এন্ড ইনভেস্টমেন্ট লিমিটেডের পরিচালনা বোর্ড শেয়ারহোল্ডারদের জন্য ১০ শতাংশ নগদ লভ্যাংশ ঘোষণা করেছে। কোম্পানি সূত্রে এ তথ্য জানা গেছে।

গত ৩১ ডিসেম্বর সমাপ্ত ২০২০ অর্থবছরে নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করে এই লভ্যাংশ ঘোষণা করেছে কোম্পানিটি।

এ সময়ে কোম্পানিটির শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ১.৫৪ টাকা। একই সময়ে শেয়ার প্রতি সম্পদমূল্য (এনএভি) হয়েছে ১৪.৯৯ টাকা।

কোম্পানিটির বার্ষিক সাধারণ সভা (এজিএম) অনুষ্ঠিত হবে আগামী ২৪ জুন। এর জন্য রেকর্ড তারিখ নির্ধারণ করা হয়েছে ৫ মে।

স্টকমার্কেটবিডি.কম/রিমা

সরকারি চিনি’র দাম কেজিতে বাড়লো ৩ টাকা

স্টকমার্কেটবিডি প্রতিবেদক :

সরকারি চিনির দাম কেজিতে ৩ টাকা বাড়ানো হয়েছে। চিনি করপোরেশন খোলা চিনির নতুন দাম নির্ধারণ করেছে ৬৩ টাকা কেজি এবং প্যাকেটজাত চিনি’র দাম ৬৮ টাকা।
রাজকাহন

রবিবার (১১ এপ্রিল) সকালে, বিএসটিআই আয়োজিত এক ভার্চুয়াল সংবাদ সম্মেলনে এ তথ্য জানানো হয়। এসময় রমজানে নিত্যপণ্যের পর্যাপ্ত মজুদ রয়েছে বলে জানিয়ে ব্যবসায়ীদের দর না বাড়ানোর আহ্বান জানান শিল্পমন্ত্রী নূরুল মজিদ মাহমুদ হুমায়ুন।

মন্ত্রী বলেন, রমজানে মানসম্মত পণ্য নিশ্চিত করতে মাঠে থাকবে বিএসটিআই। এছাড়াও চিনির পর্যাপ্ত মজুদ আছে। চিনি করপোরেশন থেকে নেয়া ৬৮ টাকা দরের প্যাকেটজাত চিনি খুচরা বাজারে ৭৫ টাকার বেশি বিক্রি করতে পারবেন না ব্যবসায়ীরা। খুচরা বাজারে নির্ধারিত দামের চেয়ে বেশি দামে সরকারি চিনি বিক্রি করা হলে কঠোর ব্যবস্থা নেয়া হবে বলেও জানানো হয়।

শিল্পমন্ত্রী আরো বলেন, সারা বিশ্বে রমজানে ভোগ্যপণ্যের দাম কমলেও বাংলাদেশে তার ব্যতিক্রম হয়। রমজানের পবিত্রতা রক্ষায় ব্যবসায়ীদের কারসাজি না করারও আহ্বান জানান তিনি।

স্টকমার্কেটবিডি.কম/

সয়াবিন-পামওয়েল আমদানিতে কর প্রত্যাহার এনবিআরের

স্টকমার্কেটবিডি প্রতিবেদক :

অপরিশোধিত সয়াবিন তেল ও পামওয়েল আমদানিতে ধার্যকৃত ৪ শতাংশ অগ্রিম কর প্রত্যাহার করেছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)।

রবিবার (১১ এপ্রিল) এই সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়েছে। এতে স্বাক্ষর করনে এনবিআর চেয়ারম্যান আবু হেনা মো. রহমাতুল মুমিন।

তবে এই সুবিধা কত দিন পর্যন্ত কার্যকর থাকবে সেই বিষয়ে প্রজ্ঞাপনে কোনো তথ্য জানানো হয়নি। ৩০ জুন, ২০১৯ সালে জারিকৃত এস আরও নম্বর ২৩৯-আইন/২০১৯/৭৫ মূসক অধিকতর সংশোধন করা হলো বলে প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়।

স্টকমার্কেটবিডি.কম/

পোশাক কারখানা লকডাউনে খোলা রাখার দাবি শিল্প মালিকদের

স্টকমার্কেটবিডি প্রতিবেদক :

রপ্তানিমুখী তৈরি পোশাক খাতসহ বস্ত্রখাতের সহযোগী শিল্পসমূহকে লকডাউনের বাইরে রাখার দাবি জানিয়েছেন এ খাতের শিল্পোদ্যোক্তারা।

রাজধানীর হোটেল সোনারগাঁওয়ে আজ রবিবার (১১ এপ্রিল) দুপুরে পোশাকখাতের বর্তমান অবস্থা নিয়ে বিজিএমইএ, বিকেএমইএ, বিটিএমইএ ও ইএবি’র যৌথ সংবাদ সম্মেলনে এই দাবি জানান তাঁরা।

সংবাদ সম্মেলনে বলা হয়, করোনা নিয়ন্ত্রণে ইউরোপ, আমেরিকা, ব্রাজিলের মতো রাষ্ট্রগুলো হিমশিম খাচ্ছে। সেখানে আমাদের সমন্বয়ের অভাব নেই। আমরা স্বাস্থ্যবিধি মেনেই কারখানায় উৎপাদন অব্যাহত রেখেছি। এতে আরো বলা হয়, সেন্টার ফর বাংলাদেশ, ইউকে বার্কলি ও ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের জরিপ মতে, ৯৪ শতাংশ শ্রমিক বলেছেন তারা স্বাস্থ্য সংক্রান্ত গাইডলাইন বিষয়ে সচেতন। ৯১.৪২ শতাংশ শ্রমিক বলেছেন, কারখানা থেকে তাদের কোভিড-১৯ মোকাবিলায় ব্যক্তিগত সুরক্ষা সামগ্রী সরবরাহ করা হয়েছে।

বিজিএমইএ’র ভারপ্রাপ্ত সভাপতি মোহাম্মদ আব্দুস সালামের সভাপতিত্বে সংবাদ সম্মেলনে আরো উপস্থিত ছিলেন এফবিসিসিআইএ-এর সাবেক সভাপতি ও সংসদ সদস্য শফিউল ইসলাম মহিউদ্দিন, এফবিসিসিআইএ-এর সাবেক সভাপতি এ কে আজাদ, বিজিএমইএ-এর সাবেক সভাপতি ও ইএবি-এর সভাপতি আব্দুস সালাম মুর্শিদী, বিজিএমইএ-এর নব-নির্বাচিত সভাপতি ফারুক হাসান, বিকেএমইএ-এর সভাপতি সেলিম উসমান, বিটিএমএ সভাপতি মোহাম্মদ আলী খোকন প্রমুখ।

স্টকমার্কেটবিডি.কম/

ব্লক মার্কেটে ৯০ কোটি টাকার লেনদেন

স্টকমার্কেটবিডি প্রতিবেদক :

ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) রোববার ব্লক মার্কেটে মোট ১৮ কোম্পানির শেয়ার লেনদেন হয়েছে। কোম্পানিগুলোর মোট ১ কোটি ৪ লাখ ২১ হাজার ৬৬৮টি শেয়ার লেনদেন হয়েছে। যার আর্থিক মূল্য ৯০ কোটি ১৫ লাখ টাকা।

ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

ব্লক মার্কেটে সবচেয়ে বেশি টাকার লেনদেন হয়েছে প্রভাতি ইন্স্যুরেন্স লিমিটেডের শেয়ার। কোম্পানিটি ৭৩ কোটি ৯৭ লাখ টাকার শেয়ার লেনদেন করেছে।

রেনেটা ৫ কোটি ৬৫ লাখ টাকার শেয়ার লেনদেন করে তালিকার দ্বিতীয় স্থানে রয়েছে।

যমুনা ব্যাংক ২ কোটি ৫৫ লাখ টাকার শেয়ার লেনদেন করে তালিকার তৃতীয় স্থানে রয়েছে।

ব্লক মার্কেটে লেনদেন করা অন্য কোম্পানিগুলো হচ্ছে- আর্গন ডেনিমস, বিবিএস কেবলস, বিডি ফিন্যান্স, বাংলাদেশ ন্যাশনাল ইন্স্যুরেন্স, সিভিও পেট্রোকেমিক্যাল রিফাইনারি, ডিবিএইচ, আইএফআইসি ব্যাংক, লংকাবাংলা ফিন্যান্স, লিবরা ইনফিউশন, নাহি অ্যালুমিনিয়াম কম্পোজিট প্যানেল, ওরিয়ন ফার্মা, প্রিমিয়ার ব্যাংক, রবি, সী পার্ল বীচ ও উত্তরা ব্যাংক লিমিটেড।

স্টকমার্কেটবিডি.কম/

ইসলামিক ফাইন্যান্সের বাৎসরিক বোর্ড সভা আজ

স্টকমার্কেটবিডি ডেস্ক :

শেয়ারবাজারে তালিকাভুক্ত আর্থিক খাতের প্রতিষ্ঠান ইসলামিক ফাইন্যান্স ও ইনভেস্টমেন্ট লিমিটেডের বাৎসরিক বোর্ড সভা আজ ১১ এপ্রিল অনুষ্ঠিত হবে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্র থেকে জানা যায়, আজ বেলা ৩টায় রাজধানীর তেঁজগাঁওয়ে প্রধান কার্যালয়ে বোর্ড সভাটি অনুষ্ঠিত হবে।

আসন্ন বোর্ড সভায় লিস্টিং রেগুলেশন ২০১৫ এর ১৯(১) অনুযায়ী, ৩১ ডিসেম্বর শেষ হওয়া ২০২০ সালের প্রতিবেদন পর্যালোচনা করা হবে।

এ বোর্ড সভায় এজিএমের দিন ও রেকর্ড ডেট ঘোষণা করা হবে।

এ বোর্ড সভায় শেয়ারহোল্ডারদের জন্য লভ্যাংশ ঘোষণা করবে কোম্পানিটি। গত বছর কোম্পানিটি ১০ শতাংশ নগদ লভ্যাংশ ঘোষণা করেছিল।

স্টকমার্কেটবিডি.কম/রিমা

ম্যাকসন গ্রুপের চেয়ারম্যান বিটিএমএ’র নতুন সভাপতি

স্টকমার্কেটবিডি প্রতিবেদক :

বাংলাদেশ টেক্সটাইল মিলস অ্যাসোসিয়েশনের (বিটিএম) সভাপতি পুন:নির্বাচিত হয়েছেন ম্যাকসন গ্রুপের চেয়ারম্যান মোহাম্মদ আলী খোকন। দ্বিতীয়বারের মতো বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হন তিনি।

গতকাল শনিবার সংগঠনের বার্ষিক সাধারণ সভায় (এজিএম) তাকে সভাপতি হিসেবে ঘোষণা করেন নির্বাচন পরিচালনা বোর্ড। রাজধানীর কারওয়ান বাজারে সংগঠনের কার্যালয়ে এজিএম অনুষ্ঠিত হয়।

মোহাম্মদ আলী খোকন শেয়ারবাজারে তালিকাভুক্ত ম্যাকসন স্পিনিং মিলস ও মেট্রো স্পিনিং মিলস লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক।

সহ-সভাপতি নির্বাচিত হয়েছেন আহম্মেদ গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক মো. ফজলুল হক। ইশরাক স্পিনিংসহ এই গ্রুপের অধীনে বেশ কয়েকটি টেক্সটাইল এবং তৈরি পোশাক কারখানা আছে। নির্বাচিত অন্য দুই সহ-সভাপতি হচ্ছেন, আবেদ টেক্সটাইল প্রসেসিং মিলসের ব্যবস্থাপনা পরিচালক আব্দুল্লাহ আল মামুন এবং রিদিশা গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক রেজাউল করিম।

বিটিএমএর নির্বাচন পরিচালনা বোর্ডের সভাপতি আবুল বাশার নির্বাচিতদের নাম ঘোষণা করেন। বিটিএমইএর নেতা নির্বাচন সাধারণত সমঝোতা এবং মনোয়নের ভিত্তিতে হয়ে থাকে। নির্বাচিত পরিচালকরা হচ্ছেন, মোশারফ হোসেন, মনির হোসেন, হোসেন মেহমুদ, সালেহ উজ্জামান খান, মাসুদ রানা, এম সোলায়মান, সৈয়দ এনায়েত কবীর, রাজিব হায়দার, ইশতিয়াক আহাম্মেদ শৈকত, মোনালিসা মান্নান, আবদুল্লাহ জুবায়ের, জোবায়ের আহম্মেদ, এম রহিম চৌধুরী, এএসএম রাকিবুল হাসান, সৈয়দ নুরুল ইসলাম, হাফিজুর রহমান খান, ফাইজুর রহমান ভুইয়া, মহিউদ্দিন আহম্মেদ, কামরুল হাসান, আবদুল ওয়াদুদ চৌধুরী, মো. এহসিন, আজহার খান ও রাশেদুল হাসান। এই কমিটি আগামী দুই বছরের জন্য বিটিএমএর পরিচালনা পর্যদের দায়িত্ব পালন করবে।

স্টকমার্কেটবিডি.কম/

এ্যাপেক্স ফুটওয়ারের ৩য় প্রান্তিকের বোর্ড সভা ২৬ এপ্রিল

স্টকমার্কেটবিডি ডেস্ক :

শেয়ারবাজারে তালিকাভুক্ত চামড়া শিল্প খাতের কোম্পানি এ্যাপেক্স ফুটওয়ার লিমিটেড চলতি বছরের তৃতীয় প্রান্তিকের বোর্ড সভা আগামী ২৬ এপ্রিল আহবান করেছে। ডিএসই’র ওয়েবসাইটে এ তথ্য জানা গেছে।

ঢাকা স্টক এক্সচেঞ্জ (লিস্টিং) রেজুলেশন ২০১৫ এর ১৬(১) ধারা অনুযায়ী, এই বোর্ড সভায় কোম্পানিটির ২০২১ সালের ৩য় প্রান্তিকের অনিরীক্ষিত এই আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করা হবে।

এদিন বেলা ২:৩০টায় রাজধানীতে কোম্পানির নিজস্ব অফিসে অনুষ্ঠিত এ সভায় কোম্পানিটির ৩য় প্রান্তিকের ইপিএস ও ন্যাভসহ অন্যান্য আর্থিক তথ্য শেয়ারহোল্ডারদের জানিয়ে দেওয়া হবে।

স্টকমার্কেটবিডি.কম/রিমা

মেঘনা কনডেন্সড মিল্কের ৩য় প্রান্তিকের বোর্ড সভা আহবান

স্টকমার্কেটবিডি ডেস্ক :

শেয়ারবাজারে তালিকাভুক্ত খাদ্য ও আনুষঙ্গিক খাতের কোম্পানি মেঘনা কনডেন্সড মিল্ক ইন্ডাস্ট্রিজ লিমিটেড চলতি বছরের তৃতীয় প্রান্তিকের বোর্ড সভা আগামী ২৮ এপ্রিল আহবান করেছে। ডিএসই’র ওয়েবসাইটে এ তথ্য জানা গেছে।

ঢাকা স্টক এক্সচেঞ্জ (লিস্টিং) রেজুলেশন ২০১৫ এর ১৬(১) ধারা অনুযায়ী, এই বোর্ড সভায় কোম্পানিটির ২০২১ সালের ৩য় প্রান্তিকের অনিরীক্ষিত এই আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করা হবে।

এদিন বেলা ২:৩৫টায় রাজধানীতে কোম্পানির নিজস্ব অফিসে অনুষ্ঠিত এ সভায় কোম্পানিটির ৩য় প্রান্তিকের ইপিএস ও ন্যাভসহ অন্যান্য আর্থিক তথ্য শেয়ারহোল্ডারদের জানিয়ে দেওয়া হবে।

স্টকমার্কেটবিডি.কম/রিমা

 

মেঘনা পেট ইন্ডাস্ট্রিজের ৩য় প্রান্তিকের বোর্ড সভা আহবান

স্টকমার্কেটবিডি ডেস্ক :

শেয়ারবাজারে তালিকাভুক্ত খাদ্য ও আনুষঙ্গিক খাতের কোম্পানি মেঘনা পেট ইন্ডাস্ট্রিজ লিমিটেড চলতি বছরের তৃতীয় প্রান্তিকের বোর্ড সভা আগামী ২৮ এপ্রিল আহবান করেছে। ডিএসই’র ওয়েবসাইটে এ তথ্য জানা গেছে।

ঢাকা স্টক এক্সচেঞ্জ (লিস্টিং) রেজুলেশন ২০১৫ এর ১৬(১) ধারা অনুযায়ী, এই বোর্ড সভায় কোম্পানিটির ২০২১ সালের ৩য় প্রান্তিকের অনিরীক্ষিত এই আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করা হবে।

এদিন বেলা ৩টায় রাজধানীতে কোম্পানির নিজস্ব অফিসে অনুষ্ঠিত এ সভায় কোম্পানিটির ৩য় প্রান্তিকের ইপিএস ও ন্যাভসহ অন্যান্য আর্থিক তথ্য শেয়ারহোল্ডারদের জানিয়ে দেওয়া হবে।

স্টকমার্কেটবিডি.কম/রিমা