ইসলামিক ফাইন্যান্সের ১ম প্রান্তিকের আয় বেড়েছে

স্টকমার্কেটবিডি প্রতিবেদক :

শেয়ারবাজারের তালিকাভূক্ত নন ব্যাংকিং আর্থিক খাতের কোম্পানি ইসলামিক ফাইন্যান্স এন্ড ইনভেস্টমেন্ট লিমিটেড চলতি বছরের প্রথম প্রান্তিকের অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে। কোম্পানি সূত্রে এ তথ্য জানা গেছে।

কোম্পানিটির ১ম প্রান্তিকের আর্থিক প্রতিবেদন অনুযায়ী, তিন মাসে (জানুয়ারি-মার্চ,২১) কোম্পানিটির শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ০.৪১ টাকা। গত বছরের এ সময়ের কোম্পানিটি শেয়ার প্রতি আয় (ইপিএস) ছিল ০.৩৮ টাকা। এ হিসাবে এই প্রান্তিকে কোম্পানিটির আয় বেড়েছে।

এই প্রান্তিকে কোম্পানিটি শেয়ার প্রতি প্রকৃত সম্পদের মূল্য (এনএভি) দাঁড়িয়েছে ১৫.৪১ টাকা। যা গত বছরের ৩০ জুন ছিল ১৪.৮৪ টাকা।

স্টকমার্কেটবিডি.কম/রিমা

ধান-চাল কেনার জন্য যৌক্তিক দাম নির্ধারণ করা হয়েছে: কৃষিমন্ত্রী

স্টকমার্কেটবিডি প্রতিবেদক :

গত বছরের সার্বিক পরিস্থিতি বিবেচনায় নিয়ে এ বছর ধান-চালের অত্যন্ত যৌক্তিক দাম নির্ধারণ করা হয়েছে বলে জানিয়েছেন কৃষিমন্ত্রী ড. মো. আব্দুর রাজ্জাক।

তিনি বলেন, সরকারিভাবে ধান-চাল সংগ্রহ কর্মসূচি অত্যন্ত গুরুত্বপূর্ণ।

গতবছর নানা কারণে লক্ষ্যমাত্রা অনুযায়ী ধান-চাল সংগ্রহ করা সম্ভব হয়নি। এ বছর ধান চালের যে দাম নির্ধারণ করা হয়েছে তা বাজারের সঙ্গে খুবই সঙ্গতিপূর্ণ। ফলে লক্ষ্যমাত্রা অনুযায়ী এ বছর ধান-চাল সংগ্রহ করা সম্ভব হবে।

বুধবার (০৫ মে) সকালে সচিবালয়ের অফিস কক্ষ থেকে ভার্চ্যুয়ালি খুলনা জেলায় ‘কৃষকের অ্যাপ’ এ সরাসরি কৃষকের কাছ থেকে লটারির মাধ্যমে ধান ক্রয় কার্যক্রমের উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

কৃষিমন্ত্রী বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা কৃষি ও কৃষকবান্ধব। কৃষকের মুখে হাসি ফোটানোই তাঁর লক্ষ্য। তাই তিনি কৃষিকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে কৃষির উন্নয়ন ও কৃষকের কল্যাণে নানামুখী পদক্ষেপ গ্রহণ করেছেন। তাঁর নেতৃত্ব, দূরদর্শিতা ও প্রজ্ঞার ফলেই অতি অল্প সময়ে বাংলাদেশ খাদ্যে স্বয়ংসম্পূর্ণ হয়েছে। খাদ্য উৎপাদন ও খাদ্য নিরাপত্তায় এই অভূতপূর্ব সাফল্য সারা পৃথিবীর কাছে আজ এক বিস্ময়ে পরিণত হয়েছে।

খুলনার কৃষিতে বিপ্লব আনা হবে উল্লেখ করে মন্ত্রী বলেন, খুলনাসহ দক্ষিণাঞ্চলের লবণাক্ত জমিতে কৃষির আমূল পরিবর্তনে সরকার কাজ করছে। লবণাক্ত জমিতে চাষের উপযোগী ফসলের বিভিন্ন জাত ও প্রযুক্তি ইতোমধ্যে উদ্ভাবিত হয়েছে। এগুলো চাষের মাধ্যমে লবণাক্ত জমিতে অনেক সাফল্য এসেছে। আরও নতুন জাত ও প্রযুক্তি উদ্ভাবন অব্যাহত থাকবে যাতে করে দক্ষিণাঞ্চলের লবণাক্ত জমিতে কৃষি বিপ্লব ঘটানো যায়।

সভাপতির বক্তব্যে খুলনা জেলা প্রশাসক মোহাম্মদ হেলাল হোসেন বলেন, গত বছর খুলনা জেলাতে ডিজিটালি লক্ষ্যমাত্রা অনুযায়ী শতভাগ ধান-চাল সংগ্রহ করা সম্ভব হয়েছিল। চলতি বছরেও লক্ষ্যমাত্রা অর্জন করা সম্ভব হবে। এসময় তিনি কৃষিমন্ত্রীর পক্ষে কৃষকের হাতে ধান ক্রয়ের প্রতীকী মূল্য তুলে দেন।

খুলনার জেলা প্রশাসক মোহাম্মদ হেলাল হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে স্থানীয় সংসদ সদস্য নারায়ন চন্দ্র চন্দ, খাদ্যসচিব ড. মোছাম্মৎ নাজমানারা খানুম, খুলনার বিভাগীয় কমিশনার মো. ইসমাইল হোসেন প্রমুখ বক্তব্য রাখেন।

স্টকমার্কেটবিডি.কম/

অলিম্পিক এক্সেসরিজের ৩য় প্রান্তিকের প্রতিবেদন প্রকাশ

স্টকমার্কেটবিডি প্রতিবেদক :

শেয়ারবাজারের তালিকাভক্ত প্রকৌশল খাতের কোম্পানি অলিম্পিক এক্সেসরিজ লিমিটেডের চলতি বছরের তৃতীয় প্রান্তিকের অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে। কোম্পানি সূত্রে এ তথ্য জানা গেছে।

কোম্পানিটির ৩য় প্রান্তিকের আর্থিক প্রতিবেদন অনুযায়ী, নয় মাসে (জুলাই,২০-মার্চ,২১) কোম্পানিটির শেয়ার প্রতি লোকসান (ইপিএস) হয়েছে ০.৩৩ টাকা। গত বছরের এ সময়ের কোম্পানিটি শেয়ার প্রতি লোকসান (ইপিএস) ছিল ০.৪৩ টাকা।

তিন মাসে (জানুয়ারি-মার্চ,২১) কোম্পানিটির শেয়ার প্রতি লোকসান (ইপিএস) হয়েছে ০.১২ টাকা। গত বছরের এ সময়ের কোম্পানিটি শেয়ার প্রতি লোকসান (ইপিএস) ছিল ০.০৯ টাকা।

এই প্রান্তিকে কোম্পানিটি শেয়ার প্রতি প্রকৃত সম্পদের মূল্য (এনএভি) দাঁড়িয়েছে ১৩.৬৪ টাকা। যা গত বছরের ৩০ জুন ছিল ১৩.৯৮ টাকা।

স্টকমার্কেটবিডি.কম/রিমা

করোনা টিকা উৎপাদন করতে চায় ওরিয়ন ফার্মা

স্টকমার্কেটবিডি প্রতিবেদক :

শেয়ারবাজারে তালিকাভুক্ত রসায়ন ও ঔষুধ খাতের কোম্পানি ওরিয়ন ফার্মা লিমিটেড কোভিড-১৯ টিকা উৎপাদন করতে চায়। এজন্য কোম্পানিটি রাশিয়া সঙ্গে যোগাযোগ করেছে। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

সম্প্রতি রাশিয়া নিজস্ব উদ্ভাবিত করোনা টিকা বাংলাদেশের ঔষুধ কারখানাগুলোতে উৎপাদন করার কথা জানিয়েছে। রাশিয়ার এই প্রস্থাবে ইতোমধ্যে সম্মতি দিয়েছে বাংলাদেশ সরকার।

তাদের নিজস্ব উৎপাদন প্লান্টে এই করোনা টিকা উৎপাদনের জন্য রাশিয়ান ডিরেক্ট ইনভেস্টমেন্ট ফান্ড কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ শুরু করেছে কোম্পানিটি। এছাড়া কোম্পানিটি এই বিষয়টি গত ২ মে ঔষুধ প্রশাসন অধিদপ্তরকে আর ৪মে স্বাস্থ্য মন্ত্রণালয়ের হেলথ সার্ভিস বিভাগকে অবহিত করেছে।

এটাকে ব্যবসার হিসেবে দেখতে চায় ওরিয়ন ফার্মা কর্তৃপক্ষ। আর এই ব্যবসাটি নির্ভর করছে রাশিয়ান ডিরেক্ট ইনভেস্টমেন্ট ফান্ড ও বাংলাদেশ সরকারের সিদ্ধান্তের উপরে।

স্টকমার্কেটবিডি.কম/

৯ হাজার পরিবারকে খাদ্যসামগ্রী দিবে আইডিএলসি

স্টকমার্কেটবিডি প্রতিবেদক :

করোনা মোকাবেলায় গত ১৪ এপ্রিল থেকে দেশব্যাপী চলছে সর্বাত্মক লকডাউন। দেশের এই সাময়িক অচলাবস্থায় সবচেয়ে বেশি ক্ষতির সম্মুখীন হচ্ছে সমাজের নিম্ন মদ্ধবিত্ত ও শ্রমজীবী মানুষ। ক্ষতিগ্রস্থ এ মানুষগুলোর পাশে দাঁড়ানোর জন্য দেশের সর্ববৃহৎ আর্থিক প্রতিষ্ঠান আইডিএলসি ফাইন্যান্স লিমিটেড। গত ৫মে থেকে শুরু করে একমাস ব্যাপি দেশের প্রতন্ত অঞ্চলে বসবাসরত প্রায় ৯,০০০ নিম্ন মদ্ধবিত্ত, স্বল্প আয়ের পরিবারের মাঝে বিনামূল্যে নিত্য প্রয়োজনীয় বিভিন্ন খাদ্যসামগ্রী বিতরন করবে।

এই কার্যক্রমটিতে আইডিএলসিকে সহায়তা করছে দেশের স্বনামধন্য ৪টি সেচ্ছাসেবী সংস্থা যারা দীর্ঘদিন ধরে সুবিধা বঞ্চিত মানুষের নানান সমস্যা নিয়ে কাজ করে যাচ্ছে।

সেচ্ছাসেবী সংস্থাগুলো হলো “অভিযাত্রিকফাউন্ডেশন”, “সিএসআরউইন্ডোবাংলাদেশ”, “মাস্তুলফাউন্ডেশন”, ও “সম্ভাবনা”। যারা ঢাকা ও চট্টগ্রামসহ মোট ৩০টি জেলায় আইডিএলসি ফাইন্যান্স লিমিটেডের অর্থায়নে নিম্ন মদ্ধবিত্ত ও শ্রমজীবী এ মানুষগুলোর জন্য খাদ্যসামগ্রী বিতরণ করছে যার মাধ্যমে ৯ হাজার পরিবারের অন্তত ১০ দিনের খাবার যোগান দেয়া হবে বলে আশা করা হচ্ছে।

প্রতিটি পরিবারের জন্য এক একটি ব্যাগে ১০ দিনের খাবার হিসেবে থাকছে চাল, ডাল, তেল, আলু, পিঁয়াজ সহ নিত্য প্রয়োজনীয় নানান খাদ্যসামগ্রী।

আইডিএলসি সবসময় তাদের সামাজিক দায়বদ্ধতায় অটল থেকেছে, তারই ধারাবাহিকতায় গতবছর করোনা মোকাবেলায় প্রায় ৩০ হাজার মানুষের ১ সপ্তাহের খাবার বিনা মূল্যে বিতরণসহ প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলে অনুদানস্বরূপ ২ কোটি ৪০ লক্ষ টাকা প্রদান করে। বিশ্বের এই ক্রান্তি লগ্নে এই উদ্যোগ আইডিএলসি এর সিএসআর কার্যক্রমেরই একটি অংশ।

স্টকমার্কেটবিডি.কম/

বিএটিবিসির নগদ লভ্যাংশ বিতরণ

স্টকমার্কেটবিডি ডেস্ক :

শেয়ারবাজারে তালিকাভুক্ত খাদ্য ও আনুষঙ্গিক খাতের কোম্পানি ব্রিটিশ আমেরিকান টোবাকো বাংলাদেশ লিমিটেড গত অর্থবছরের জন্য ঘোষিত নগদ লভ্যাংশ বিতরণ করেছে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

কোম্পানিটি গত ৩১ ডিসেম্ববর শেষ হওয়া ২০২০ অর্থবছরে ঘোষিত নগদ লভ্যাংশটি নিজ নিজ ব্যাংক হিসেবে বাংলাদেশ ইলেক্ট্রনিক ফান্ড ট্রান্সফার নেটওয়ার্ক (বিইএফটিএন) মাধ্যমে জমা দিয়েছে।

আর যেসব প্রবাসী এবং স্থানীয় শেয়ারহোল্ডারদের হিসাবে ডিভিডেন্ড এখনো জমা হয়নি তাদের কোম্পানির রেজিস্টার্ড অফিসে যোগাযোগ করতে বলা হয়েছে।

স্টকমার্কেবিডি.কম/রিমা

আরএকে সিরামিক্সের নগদ লভ্যাংশ বিতরণ

স্টকমার্কেটবিডি ডেস্ক :

শেয়ারবাজারে তালিকাভুক্ত সিরামিকস খাতের কোম্পানি আরএকে সিরামিক্স (বাংলাদেশ) লিমিটেড গত অর্থবছরের জন্য ঘোষিত নগদ লভ্যাংশ বিতরণ করেছে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

কোম্পানিটি গত ৩১ ডিসেম্ববর শেষ হওয়া ২০২০ অর্থবছরে ঘোষিত নগদ লভ্যাংশটি নিজ নিজ ব্যাংক হিসেবে বাংলাদেশ ইলেক্ট্রনিক ফান্ড ট্রান্সফার নেটওয়ার্ক (বিইএফটিএন) মাধ্যমে জমা দিয়েছে।

আর যেসব প্রবাসী এবং স্থানীয় শেয়ারহোল্ডারদের হিসাবে ডিভিডেন্ড এখনো জমা হয়নি তাদের কোম্পানির রেজিস্টার্ড অফিসে যোগাযোগ করতে বলা হয়েছে।

স্টকমার্কেবিডি.কম/রিমা

 

লুব-রেফ বিডির বোর্ড সভা আহবান

স্টকমার্কেটবিডি ডেস্ক :

শেয়ারবাজারে তালিকাভুক্ত জ্বালানি ও বিদ্যুৎ খাতের কোম্পানি লুব-রেফ (বাংলাদেশ) লিমিটেডের তৃতীয় প্রান্তিকের বোর্ড সভা আগামী ৯ মে আহবান করা হয়েছে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

ঢাকা স্টক এক্সচেঞ্জ (লিস্টিং) রেজুলেশন ২০১৫ এর ১৬(১) ধারা অনুযায়ী, এই বোর্ড সভায় কোম্পানিটির ২০২১ সালের ৩য় প্রান্তিকের অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করা হবে।

এদিন বেলা ১২টায় অনুষ্ঠিত রাজধানীতে কোম্পানির নিজস্ব অফিসে অনুষ্ঠিত এ সভায় কোম্পানিটির ৩য় প্রান্তিকের ইপিএস ও ন্যাভসহ অন্যান্য আর্থিক তথ্য শেয়ারহোল্ডারদের জানিয়ে দেওয়া হবে।

স্টকমার্কেটবিডি.কম/রিমা