প্রিমিয়ার ব্যাংকের ১ম প্রান্তিক প্রতিবেদন প্রকাশ

স্টকমার্কেটবিডি প্রতিবেদক :

শেয়ারবাজারে তালিকাভুক্ত ব্যাংকিং খাতের প্রতিষ্ঠান প্রিমিয়ার ব্যাংক লিমিটেড চলতি বছরের প্রথম প্রান্তিকের (জানুয়ারি’২১-মার্চ’২১) অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে। ব্যাংক সূত্রে এই তথ্য জানা গেছে।

ব্যাংকটির চলতি হিসাববছরের প্রথম প্রান্তিকের আর্থিক প্রতিবেদন পর্যালোচনা ও অনুমোদনের পর তা প্রকাশ করা হয়।

এ বছরের প্রথম প্রান্তিকে (জানুয়ারি’২১-মার্চ’২১) কোম্পানিটির শেয়ার প্রতি আয় (Consolidated EPS) হয়েছে ৬০ পয়সা। গত বছর একই সময়ে কোম্পানিটির সমন্বিত ইপিএস হয়েছিল ৫৫ পয়সা।

এ সময় ব্যাংকটির শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য ছিল ২১ টাকা ৬২ পয়সা।

স্টকমার্কেটবিডি.কম/

সাউথইস্ট ব্যাংকের লভ্যাংশ ঘোষণা

স্টকমার্কেটবিডি প্রতিবেদক :

শেয়ারবাজারে তালিকাভুক্ত ব্যাংকিং খাতের প্রতিষ্ঠান সাউথইস্ট ব্যাংক লিমিটেড গত বছরের জন্য ১০ শতাংশ নগদ লভ্যাংশ ঘোষণা করেছে। ব্যাংক সূত্রে এ তথ্য জানা যায়।

গত ৩১ ডিসেম্বর সর্বশেষ হিসাববছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করে এ লভ্যাংশ ঘোষণা করা হয়।

এ সময় ব্যাংকটির সমন্বিত শেয়ার প্রতি আয় (Consolidated EPS) হয়েছে ১ টাকা ৮১ পয়সা। একই সময় ব্যাংকটির শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য ছিল ২৪ টাকা ৯৮ পয়সা।

আগামী ৩০ জুন ব্যাংকটির বার্ষিক সাধারণ সভা (এজিএম) অনুষ্ঠিত হবে। এর জন্য রেকর্ড তারিখ নির্ধারণ করা হয়েছে ৩ জুন ।

স্টকমার্কেটবিডি.কম/

এফবিসিসিআই’র সভাপতি হলেন জসিম উদ্দিন

স্টকমার্কেটবিডি ডেস্ক :

ব্যবসায়ী-শিল্পপতিদের শীর্ষ সংগঠন বাংলাদেশ শিল্প ও বণিক সমিতি ফেডারেশনের (এফবিসিসিআই) সভাপতি পদে নির্বাচিত হলেন মো. জসিম উদ্দিন। তিনি সংগঠনটির সাবেক প্রথম সহ-সভাপতি এবং বেঙ্গল গ্রুপ অব ইন্ডাস্ট্রিজের ভাইস চেয়ারম্যান।

রবিবার মতিঝিলের ফেডারেশন ভবনে নির্বাচনী ফলাফল ঘোষণা করে এ তথ্য জানিয়েছেন এফবিসিসিআই নির্বাচন পরিচালনা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক আলী আশরাফ এমপি।
এফবিসিসিআই-এর সিনিয়র সহ-সভাপতি নির্বাচিত হয়েছেন সংগঠনটির সাবেক সহ-সভাপতি, শিল্প মালিকদের সংগঠন বাংলাদেশ চেম্বার অব ইন্ডাস্ট্রিজ-বিসিআই ও রংপুর চেম্বারের সাবেক সভাপতি মোস্তফা আজাদ চৌধুরী বাবু।

এছাড়া সংগঠনটির অ্যাসোসিয়েশন এবং চেম্বার গ্রুপ থেকে তিনজন করে মোট ছয়জন সহ-সভাপতি নির্বাচিত হয়েছেন।

স্টকমার্কেটবিডি.কম/এহমেদ

সাউথ বাংলা ব্যাংকের ১০০ কোটি টাকার আইপিও অনুমোদন

স্টকমার্কেটবিডি প্রতিবেদক :

বেসরকারি খাতের নতুন ব্যাংক সাউথ বাংলা এগ্রিকালচার অ্যান্ড কমার্স (এসবিএসি) ব্যাংক লিমিটেডকে ১০০ কোটি টাকার আইপিও অনুমোদন দেওয়া হয়েছে।

আজ রবিবার (৯ মে) অনুষ্ঠিত বিএসইসির ৭৭৩তম কমিশন সভায় ব্যাংকটিকে এই আইপিও অনুমোদন দেয় শেয়ারবাজার নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)।

সূত্র অনুসারে, অভিহিত মূল্য তথা ১০ টাকা দরে ১০০ কোটি টাকার ১০ কোটি সাধারণ শেয়ার ইস্যু করবে ব্যাংকটি।

শেয়ারবাজার থেকে ব্যাংকটি অর্থ উত্তোলন করে সরকারি সিকিউরিটিজ ক্রয় এবং আইপিও খরচ খাতে ব্যয় করবে।

কোম্পানিটির ২০২০ সালের ৩০ সেপ্টেম্বর নিরীক্ষিত আর্থিক বিবরণী অনুযায়ী পুন:মূল্যায়ন ছাড়া নেট অ্যাসেট ভ্যালু হয়েছে ১৩.১৮ টাকা। আর ওই বছরের ৯ মাসে ইপিএস হয়েছে ০.৯৪ টাকা। যা বিগত ৫ বছরের ভারিত গড় হারে হয়েছে ১.২৪ টাকা।

স্টকমার্কেটবিডি.কম/

ন্যাশনাল হাউজিংয়ের ১ম প্রান্তিকের প্রতিবেদন প্রকাশ

স্টকমার্কেটবিডি ডেস্ক :

শেয়ারবাজারের তালিকাভুক্ত নন ব্যাংকিং আর্থিক খাতের প্রতিষ্ঠান ন্যাশনাল হাউজিং ফাইন্যান্স অ্যান্ড ইনভেস্টমেন্টস লিমিটেডের চলতি বছরের প্রথম প্রান্তিকের অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করা হয়েছে। কোম্পানি সূত্রে এ তথ্য জানা গেছে।

কোম্পানিটির ৩য় প্রান্তিকের আর্থিক প্রতিবেদন অনুযায়ী, তিন মাসে (জানুয়ারি-মার্চ,২১) কোম্পানিটির শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ০.৭২ টাকা। গত বছরের এ সময়ের কোম্পানিটি শেয়ার প্রতি আয় (ইপিএস) ছিল ০.৪৮ টাকা।

এই প্রান্তিকে কোম্পানিটি শেয়ার প্রতি প্রকৃত সম্পদের মূল্য (এনএভি) দাঁড়িয়েছে ১৮.৬৪ টাকা। যা গত বছরের ৩১ মার্চ ছিল ১৬.৬৪ টাকা।

স্টকমার্কেটবিডি.কম/রিমা

কবির ও বি রিচ হাউজকে ডিজিটাল বুথ অনুমোদন

স্টকমার্কেটবিডি ডেস্ক :

চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের দুই ব্রোকারেজ হাউজকে ৩টি ডিজিটাল বুথ খোলার অনুমোদন দিয়েছে নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন। বিএসইসি সূত্রে এ তথ্য জানা গেছে।

রবিবার বিএসইসির ৭৭৩তম কমিশন সভায় এ অনুমোদন দেয়া হয়েছে।

সূত্র জানায়, কবির সিকিউরিটিজকে (সিএসই ট্রেক-৫৬) চট্টগ্রামের নাজিরহাট ও খাতুনগঞ্জে ডিজিটাল বুথ খোলার অনুমোদন দেওয়া হয়েছে। আর বি রিচ লিমিটেডকে (সিএসই ট্রেক-২৭) সিলেট শহরের উত্তর ধূপার দিঘীর পার এলাকায় ১টি ডিজিটাল বুথ খোলার অনুমোদন দেওয়া হয়েছে।

স্টকমার্কেটবিডি.কম/

 

খান ব্রাদার্সের ৩য় প্রান্তিকের প্রতিবেদন প্রকাশ

স্টকমার্কেটবিডি ডেস্ক :

শেয়ারবাজারের তালিকাভুক্ত বস্ত্র খাতের কোম্পানি খান ব্রাদার্স পি.পি. ওভেন ব্যাগ ইন্ডাস্ট্রিজ লিমিটেডের চলতি বছরের তৃতীয় প্রান্তিকের অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করা হয়েছে। কোম্পানি সূত্রে এ তথ্য জানা গেছে।

কোম্পানিটির ৩য় প্রান্তিকের আর্থিক প্রতিবেদন অনুযায়ী, নয় মাসে (জুলাই,২০-মার্চ,২১) কোম্পানিটির শেয়ার প্রতি লোকসান (ইপিএস) হয়েছে ০.১২ টাকা। গত বছরের এ সময়ের কোম্পানিটি শেয়ার প্রতি লোকসান (ইপিএস) ছিল ০.০৯ টাকা।

তিন মাসে (জানুয়ারি-মার্চ,২১) কোম্পানিটির শেয়ার প্রতি লোকসান (ইপিএস) হয়েছে ০.০৩ টাকা। গত বছরের এ সময়ের কোম্পানিটি শেয়ার প্রতি লোকসান (ইপিএস) ছিল ০.০২ টাকা।

এই প্রান্তিকে কোম্পানিটি শেয়ার প্রতি সম্পদের প্রকৃত মূল্য (এনএভি) দাঁড়িয়েছে ১২.৩০ টাকা। যা গত বছরের ৩০ জুন ছিল ১২.৫৫ টাকা।

স্টকমার্কেটবিডি.কম/রিমা

নিয়ালকো এলয়সের সাবস্ক্রিপশন চলবে ১৬-২০ মে

স্টকমার্কেটবিডি প্রতিবেদক :

ক্ষুদ্র ও মাঝারি ব্যবসা (এসএমই) খাতের কোম্পানি নিয়ালকো এলয়স লিমিটেড ১০ টাকা দামে ৭৫ লাখ শেয়ার বিক্রি করে শেয়ারবাজার থেকে সাড়ে সাত কোটি টাকার মূলধন উত্তোলন করবে। কোম্পানিটির ইলেক্ট্রোনিক্স সাবক্রিপশন শুরু হবে আগামী ১৬ মে। কোয়ালিফাইড বিনিয়োগকারীদের এই সাবস্ক্রিপশন শেষ হবে ২০ মে।

গত ১৫ এপ্রিল এই কোম্পানিটিকে অর্থ উত্তোলনের অনুমোদন দেয় নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি)।

বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) নিয়ম অনুযায়ী, শুধু যোগ্য বিনিয়োগকারী বা প্রতিষ্ঠানিক বিনিয়োগকারীরা এই কোম্পানির শেয়ারে বিনিয়োগ করতে পারবেন।

বিএসইসির পক্ষ থেকে জানানো হয়েছে ক্ষুদ্র ও মাঝারি খাতকে দীর্ঘমেয়াদী অর্থায়নের সরকারি পরিকল্পনা বাস্তবায়নেই নিয়ালকো এলয়সকে টাকা তোলার অনুমোদন দেওয়া হয়েছে।

কোম্পানিটি এ অর্থ দিয়ে ভূমি উন্নয়ন, যন্ত্রপাতি ক্রয় এবং আইপিও খরচ খাতে ব্যয় করবে।

কোম্পানিটির ইস্যু ব্যবস্থাপনার দায়িত্বে আছে এমটিবি ক্যাপিটাল।

স্টকমার্কেটবিডি.কম/

আল-হাজ্ব টেক্সটাইলের ৩য় প্রান্তিকের প্রতিবেদন প্রকাশ

স্টকমার্কেটবিডি ডেস্ক :

শেয়ারবাজারের তালিকাভুক্ত বস্ত্র খাতের কোম্পানি আল-হাজ্ব টেক্সটাইল মিলস লিমিটেডের চলতি বছরের তৃতীয় প্রান্তিকের অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করা হয়েছে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

কোম্পানিটির ৩য় প্রান্তিকের আর্থিক প্রতিবেদন অনুযায়ী, নয় মাসে (জুলাই,২০-মার্চ,২১) কোম্পানিটির শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ০.৩৮ টাকা। গত বছরের এ সময়ের কোম্পানিটি শেয়ার প্রতি লোকসান (ইপিএস) ছিল ০.৭৬ টাকা।

তিন মাসে (জানুয়ারি-মার্চ,২১) কোম্পানিটির শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ০.২০ টাকা। গত বছরের এ সময়ের কোম্পানিটি শেয়ার প্রতি লোকসান (ইপিএস) ছিল ০.৭৩ টাকা।

এই প্রান্তিকে কোম্পানিটি শেয়ার প্রতি সম্পদের প্রকৃত মূল্য (এনএভি) দাঁড়িয়েছে ৮.৭৩ টাকা। যা গত বছরের ৩০ জুন ছিল ৮.৪৫ টাকা।

স্টকমার্কেটবিডি.কম/রিমা