দেশের মাথাপিছু আয় ১ লাখ ৮৯ হাজার টাকা

স্টকমার্কেটবিডি প্রতিবেদক :

গত অর্থবছরের তুলনায় চলতি অর্থবছরে মাথাপিছু আয় বেড়েছে ১৬৩ ডলার বা ১৪ হাজার টাকা। এক বছরের ব্যবধানে মাথাপিছু আয় বেড়েছে ৯ শতাংশ।

মঙ্গলবার (১৮ মে) প্রধানমন্ত্রী ও জাতীয় অর্থনৈতিক পরিষদের (এনইসি) চেয়ারপারসন শেখ হাসিনার সভাপতিত্বে এনইসির ভার্চুয়াল সভায় এসব তথ‌্য জানানো হয়েছে। প্রধানমন্ত্রী গণভবন থেকে ভিডিও কানফারেন্সের মাধ্যমে সভায় যোগ দেন। শেরেবাংলা নগরস্থ এনইসি সম্মেলন কক্ষ ও সচিবালয়স্থ মন্ত্রিপরিষদ কক্ষ থেকে সংশ্লিষ্ট মন্ত্রী, সচিব ও অন‌্য কর্মকর্তারা ভার্চুয়ালি সভায় অংশ নেন।

বৈঠক শেষে পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান সাংবাদিকদের ব্রিফ করেন। তিনি জানান, বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর (বিবিএস) সাময়িক হিসাব অনুযায়ী, চলতি ২০২০-২১ অর্থবছরে মাথাপিছু আয় বেড়ে দাঁড়িয়েছে ২ হাজার ২২৭ ডলার বা ১ লাখ ৮৮ হাজার ৮৭৩ টাকা। গত ২০১৯-২০ অর্থবছরে মাথাপিছু আয়ের পরিমাণ ছিল ২ হাজার ৬৪ ডলার বা ১ লাখ ৭১ হাজার ৬০৮ টাকা।

স্টকমার্কেটবিডি.কম/

২০২১-২২ অর্থবছরে এডিপি ২ লাখ ৩৭ কোটি টাকা

স্টকমার্কেটবিডি প্রতিবেদক :

জাতীয় অর্থনৈতিক পরিষদের (এনইসি) সভায় নতুন অর্থবছরে (২০২১-২২) ১ হাজার ৫১৫টি প্রকল্পের জন্য ২ লাখ ৩৬ হাজার ৭৯৩ কোটি ৯ লাখ টাকা ব্যয় সম্বলিত বার্ষিক উন্নয়ন কর্মসূচি (এডিপি) অনুমোদন দেয়া হয়েছে। জাতীয় সংসদে এর চূড়ান্ত অনুমোদন দেয়া হবে।

মঙ্গলবার (১৮ মে) এনইসি সভার সভাপতিত্ব করেছেন এনইসির চেয়ারপারসন ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। মন্ত্রিসভার সদস্যরা এতে উপস্থিত ছিলেন। প্রধানমন্ত্রী গণভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে সভায় যুক্ত হন। সভা শেষে পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান সাংবাদিকদের সামনে এসব তথ্য তুলে ধরেন।

তিনি জানান, ২০২১-২২ অর্থবছরে এডিপি আওতায় ১ হাজার ৪২৬টি প্রকল্প এবং স্বায়ত্তশাসিত সংস্থা ও করপোরেশনের নিজস্ব অর্থায়নে ৮৯টি উন্নয়ন প্রকল্পের কাজ চলবে।

পরিকল্পনামন্ত্রী আরও জানান, নতুন অর্থবছরের জন্য ২ লাখ ২৫ হাজার ৩২৪ কোটি টাকা ব্যয় সম্বলিত এডিপি অনুমোদন করেছে এনইসি। তার মধ্যে দেশের অভ্যন্তরীণ উৎস থেকে ১ লাখ ৩৭ হাজার ২৯৯ কোটি ৯১ লাখ টাকা এবং বিদেশি উৎস থেকে ৮৮ হাজার ২৪ কোটি ২৩ লাখ টাকার জোগান দেয়া হবে।

এছাড়া স্বায়ত্তশাসিত সংস্থা বা করপোরেশনের প্রায় ১১ হাজার ৪৬৮ কোটি ৯৫ লাখ টাকার এডিপিও অনুমোদন করেছে এনইসি। তার মধ্যে অভ্যন্তরীণ উৎস থেকে ৬ হাজার ৭১৭ কোটি ৪৮ লাখ এবং বিদেশি উৎস থেকে ৪ হাজার ৭৫১ কোটি ৪৭ লাখ টাকার জোগান দেয়া হবে।

নতুন এডিপির বরাদ্দ মোট ১৫টি খাতে দেয়া হয়েছে। তার মধ্যে সর্বোচ্চ গুরুত্ব পাওয়া ১০টি খাতের মধ্যে পরিবহন ও যোগাযোগ খাত বরাদ্দ পেয়েছে প্রায় ৬১ হাজার ৬৩১ কোটি (২৭ দশমিক ৩৫ শতাংশ), বিদ্যুৎ ও জ্বালানি খাতে প্রায় ৪৫ কোটি ৮৬৮ কোটি (২০ দশমিক ৩৬ শতাংশ), গৃহায়ন ও কমিউনিটি সুবিধাবলি খাতে প্রায় ২৩ হাজার ৭৪৭ কোটি (১০ দশমিক ৫৪ শতাংশ), শিক্ষা খাতে প্রায় ২৩ হাজার ১৭৮ কোটি (১০ দশমিক ২৯ শতাংশ), স্বাস্থ্য খাতে প্রায় ১৭ হাজার ৩০৭ কোটি (৭ দশমিক ৬৮ শতাংশ), স্থানীয় সরকার ও পল্লী উন্নয়ন খাতে প্রায় ১৪ হাজার ২৭৪ কোটি (৬ দশমিক ৩৪ শতাংশ), পরিবেশ, জলবায়ু পরিবর্তন ও পানি খাতে প্রায় ৮ হাজার ৫২৬ কোটি (৩ দশমিক ৭৮ শতাংশ), কৃষি খাতে প্রায় ৭ হাজার ৬৬৫ কোটি (৩ দশমিক ৪০ শতাংশ), শিল্প ও অর্থনৈতিক সেবা খাতে প্রায় ৪ হাজার ৬৩৮ কোটি (২ দশমিক ০৬ শতাংশ) এবং বিজ্ঞান ও তথ্য প্রযুক্তি খাতে প্রায় ৩ হাজার ৫৮৭ কোটি টাকা (১ দশমিক ৫৯ শতাংশ)।

মন্ত্রণালয় ও বিভাগগুলোর মধ্যে সর্বোচ্চ বরাদ্দ পেয়েছে স্থানীয় সরকার বিভাগ। তারা পাচ্ছে প্রায় ৩৩ হাজার ৮৯৬ কোটি টাকা। তারপর সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগ প্রায় ২৮ হাজার ৪২ কোটি, বিদ্যুৎ বিভাগ প্রায় ২৫ হাজার ৩৪৯ কোটি, বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয় প্রায় ২০ হাজার ৬৩৪ কোটি, রেলপথ মন্ত্রণালয় প্রায় ১৩ হাজার ৫৫৮ কোটি, স্বাস্থ্য সেবা বিভাগ প্রায় ১৩ হাজার কোটি, মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগ প্রায় ১১ হাজার ৯২০ কোটি, সেতু বিভাগ প্রায় ৯ হাজার ৮১৩ কোটি, প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় প্রায় ৮ হাজার ২২ কোটি এবং পানিসম্পদ মন্ত্রণালয় প্রায় ৬ হাজার ৮৭১ কোটি টাকা বরাদ্দ পেয়েছে।

এনইসি সভা সূত্র আরও জানিয়েছে, নতুন প্রকল্পের জন্য ৪ হাজার ১৪৭ কোটি টাকা থোক বরাদ্দ রাখা হয়েছে। তার মধ্যে সরকার দেবে ২ হাজার ৮৯৩ কোটি টাকা এবং বিদেশ থেকে প্রকল্প ঋণ ১ হাজার ২৫৪ কোটি টাকা।

বরাদ্দবিহীনভাবে অননুমোদিত নতুন ৫৯৬টি প্রকল্প অন্তর্ভুক্ত করা হয়েছে। বিদেশি ঋণ-অনুদান পাওয়ার সুবিধার্থে বরাদ্দবিহীন অননুমোদিত নতুন ১৪১টি প্রকল্প অন্তর্ভুক্ত করা হয়েছে। পিপিপি প্রকল্প ৮৮টি অন্তর্ভুক্ত করা হয়েছে। ২০২২ সালের ৩০ জুনের মধ্যে সমাপ্তির জন্য ৩৫৬টি প্রকল্প নির্ধারণ করা হয়েছে। ২০২০-২১ অর্থবছরের আরএডিপিতে ২০২১ সালের জুন মেয়াদে সমাপ্তির জন্য নির্ধারিত ৫৭টি প্রকল্প ২০২১-২২ অর্থবছরের এডিপিতে অন্তর্ভুক্ত করা হয়েছে বলেও সভা সূত্র জানিয়েছে।

স্টকমার্কেটবিডি.কম/

শেয়ারবাজারের উন্নয়নে বিএসইসিকে ডিএসইর অভিনন্দন

স্টকমার্কেটবিডি প্রতিবেদক :

বর্তমান কমিশনের মেয়াদের প্রথম বর্ষের সফল সমাপ্তির জন্য বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের চেয়ারম্যান এবং সব কমিশনারকে অভিনন্দন জানিয়েছে ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) লিমিটেডের পরিচালনা পর্ষদ এবং ব্যবস্থাপনার কর্তৃপক্ষ।

মঙ্গলবার (১৮ মে) দুপুরে বিএসইসির চেয়ারম্যান অধ্যাপক শিবলী রুবাইয়াত-উল-ইসলামের হাতে ডিএসইর ব্যবস্থাপনা পরিচালক (ইনচার্জ) এম সাইফুর রহমান মজুমদার এ অভিনন্দন বার্তা তুলে দেন৷

এ সময় ডিএসইর মহাব্যবস্থাপক মো. ছামিউল ইসলাম এবং উপ-মহাব্যবস্থাপক মো. শফিকুর রহমান উপস্থিত ছিলেন।

অভিনন্দন বার্তায় ডিএসইর চেয়ারম্যান মো. ইউনুসুর রহমান বলেন, বাজারকে শক্তিশালী করতে কমিশন বর্তমানে যে গতিতে এগোচ্ছে তা বজায় রাখতে প্রয়োজনীয় নীতিগত সহায়তার জন্য সংশ্লিষ্ট মন্ত্রণালয়, কেন্দ্রীয় ব্যাংক এবং অন্যান্য নিয়ন্ত্রক সংস্থার সঙ্গে যথাযথ সমন্বয় নিশ্চিত করে বাজারকে অধিকতর শক্তিশালীকরণের মাধ্যমে অদূর ভবিষ্যতে একটি প্রাণবন্ত এবং অত্যন্ত প্রয়োজনীয় ডেট মার্কেট প্রতিষ্ঠা করতে সক্ষম হবে।

আমরা নিশ্চিত যে, সরকার এবং সংশ্লিষ্ট সবার প্রত্যাশা অনুযায়ী আপনার সফল নেতৃত্ব, প্রজ্ঞা এবং দিক নির্দেশনায় শিগগিরই দেশের শেয়ারবাজার নতুন উচ্চতায় এবং সাফল্য অর্জন করবে৷

স্টকমার্কেটবিডি.কম/

ব্যাংকগুলোর প্রথম প্রান্তিকের আয় বেড়েছে

স্টকমার্কেটবিডি প্রতিবেদক :

শেয়ারবাজারে তালিকাভুক্ত ব্যাংকগুলোর চলতি বছরের প্রথম প্রান্তিকের আয় বেড়েছে। কোনো ব্যাংকের এই আয় বেড়েছে প্রায় দ্বিগুণ। সবচেয়ে বেশি বেড়েছে প্রাইম ব্যাংক লিমিটেডের আয়।

ডিএসই সূত্রে জানা যায়, শেয়ারবাজারে তালিকাভুক্ত ৩১টি ব্যাংকের মধ্যে ২১টি ব্যাংক চলতি বছরের প্রথম প্রান্তিকের (জানুয়ারি-মার্চ) আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে।

অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন অনুযায়ী ২১টির মধ্যে ১৫ টি ব্যাংকের শেয়ার প্রতি আয় বেড়েছে। আর ৫টি ব্যাংকের শেয়ার প্রতি আয় কমেছে। এছাড়া একটি ব্যাংকের লোকসান চলমান রয়েছে।

এর মধ্যে প্রাইম ব্যাংকের শেয়ার প্রতি আয় বেড়েছে সবচেয়ে বেশি। প্রথম প্রান্তিকের ব্যাংকটির এই আয় দাড়িয়েছে ১.৩৪ টাকা। যা গত বছরের এই প্রান্তিকে ছিল ০.৪৬ টাকা।

এবি ব্যাংকের প্রথম প্রান্তিকের শেয়ার প্রতি আয় দাঁড়িয়েছে ০.১৬ টাকা। যা গত বছরের এই প্রান্তিকে ছিল ০.০৮ টাকা।

ব্র্যাক ব্যাংকের প্রথম প্রান্তিকের শেয়ার প্রতি আয় দাঁড়িয়েছে ০.৯৩ টাকা। যা গত বছরের এই প্রান্তিকে ছিল ০.৬৬ টাকা।

দ্যা সিটি ব্যাংকের প্রথম প্রান্তিকের শেয়ার প্রতি আয় দাঁড়িয়েছে ০.৯৮ টাকা। যা গত বছরের এই প্রান্তিকে ছিল ০.৭৫ টাকা।

সাউথইষ্ট ব্যাংকের প্রথম প্রান্তিকের শেয়ার প্রতি আয় দাঁড়িয়েছে ১.২২ টাকা। যা গত বছরের এই প্রান্তিকে ছিল ০.৯৬ টাকা।

ইষ্টার্ণ ব্যাংকের প্রথম প্রান্তিকের শেয়ার প্রতি আয় দাঁড়িয়েছে ১.২৮ টাকা। যা গত বছরের এই প্রান্তিকে ছিল ১.০৩ টাকা।

মার্কেন্টাইল ব্যাংকের প্রথম প্রান্তিকের শেয়ার প্রতি আয় দাঁড়িয়েছে ০.৬৪ টাকা। যা গত বছরের এই প্রান্তিকে ছিল ০.৫৫ টাকা।

পূবালী ব্যাংকের প্রথম প্রান্তিকের শেয়ার প্রতি আয় দাঁড়িয়েছে ০.৯৮ টাকা। যা গত বছরের এই প্রান্তিকে ছিল ০.৮৬ টাকা।

যমুনা ব্যাংকের প্রথম প্রান্তিকের শেয়ার প্রতি আয় দাঁড়িয়েছে ১.৬০ টাকা। যা গত বছরের এই প্রান্তিকে ছিল ১.৪২ টাকা।

মিউচ্যুয়াল ট্রাস্ট ব্যাংকের প্রথম প্রান্তিকের শেয়ার প্রতি আয় দাঁড়িয়েছে ০.৮১ টাকা। যা গত বছরের এই প্রান্তিকে ছিল ০.৭২ টাকা।

অন্যদিকে স্টান্ডার্ড ব্যাংকের প্রথম প্রান্তিকের শেয়ার প্রতি আয় সর্বাধিক ৫৩ শতাংশ কমে দাঁড়িয়েছে ০.১৭ টাকা।

ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংকের প্রথম প্রান্তিকের শেয়ার প্রতি আয় ৫২ শতাংশ কমে দাঁড়িয়েছে ০.৩২ টাকা।

উত্তরা ব্যাংক, এনসিসি ব্যাংক ও ব্যাংক এশিয়ার প্রথম প্রান্তিকের শেয়ার প্রতি আয় যথাক্রমে ৩৭ শতাংশ, ৩৩ শতাংশ ও ৯.৫০ শতাংশ কমেছে।

আইসিবি ইসলামিক ব্যাংকের প্রথম প্রান্তিকের শেয়ার প্রতি লোকসান (ইপিএস) দাঁড়িয়েছে ০.১৫ টাকা। যা গত বছরের এই প্রান্তিকে ছিল ০.০৯ টাকা।

স্টকমার্কেটবিডি.কম/

দিনশেষে লেনদেনের শীর্ষে বেক্সিমকো

স্টকমার্কেটবিডি প্রতিবেদক :

সপ্তাহের তৃতীয় কার্যদিবস মঙ্গলবার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেনের শীর্ষে উঠে এসেছে বাংলাদেশ এক্সপোর্ট ইমপোর্ট কোম্পানি (বেক্সিমকো) লিমিটেড। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা গেছে, এদিন কোম্পানিটির ১১৪ কোটি ৫২ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। এদিন মোট ১ কোটি ৩২ লাখ ৯৫ হাজার ২টি শেয়ার লেনদেন হয়।

দ্বিতীয় স্থানে উঠে আসা প্রাইম ব্যাংক লিমিটেড শেয়ার লেনদেন হয়েছে ৭২ কোটি ১২ লাখ টাকার।

তৃতীয় স্থানে উঠে এসেছে বিএটিবিসি লিমিটেড ৬৮ কোটি ৬৭ লাখ টাকার শেয়ার লেনদেনের মাধ্যমে।

লেনদেনের তালিকায় থাকা অন্যান্য কোম্পানিগুলোর মধ্যে- সাইফ পাওয়ারটেকের ৬৬ কোটি ১২ লাখ, ন্যাশনাল ফীড মিলের ৪৮ কোটি ১১ লাখ, ক্রিস্টাল ইন্স্যুরেন্সের ৩৭ কোটি ১৪ লাখ, পাইওনিয়ার ইন্স্যুরেন্সের ৩৩ কোটি ৯৭ লাখ, রবি আজিয়াটার ৩১ কোটি ৯৮ লাখ, সিটি জেনারেল ইন্স্যুরেন্সের ২৭ কোটি ৮৯ লাখ ও লংকা বাংলা ফাইন্যান্স লিমিটেডের ২৭ কোটি ৩২ লাখ টাকা শেয়ার।

স্টকমার্কেটবিডি.কম/রিমা

ইনফর্মেশন সার্ভিসের বোর্ড সভা ২৩ মে

স্টকমার্কেটবিডি ডেস্ক :

শেয়ারবাজারে তালিকাভুক্ত তথ্যপ্রযুক্তি খাতের কোম্পানি ইনফর্মেশন সার্ভিসেস নেটওয়ার্ক লিমিটেডের তৃতীয় প্রান্তিকের বোর্ড সভা আগামী ২৩ মে আহবান করা হয়েছে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

ঢাকা স্টক এক্সচেঞ্জ (লিস্টিং) রেজুলেশন ২০১৫ এর ১৬(১) ধারা অনুযায়ী, এই বোর্ড সভায় কোম্পানিটির ২০২১ সালের ৩য় প্রান্তিকের অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করা হবে।

এদিন বেলা ৫টায় অনুষ্ঠিত রাজধানীতে কোম্পানির নিজস্ব অফিসে অনুষ্ঠিত এ সভায় কোম্পানিটির ৩য় প্রান্তিকের ইপিএস ও ন্যাভসহ অন্যান্য আর্থিক তথ্য শেয়ারহোল্ডারদের জানিয়ে দেওয়া হবে।

স্টকমার্কেটবিডি.কম/রিমা

  1. বেক্সিমকো লিমিটেড
  2. প্রাইম ব্যাংক
  3. বিএটিবিসি
  4. সাইফ পাওয়ারটেক
  5. ন্যাশনাল ফীড মিল লিমিটেড
  6. ক্রিস্টাল ইন্স্যুরেন্স
  7. পাইওনিয়ার ইন্স্যুরেন্স
  8. রবি আজিয়াটা
  9. সিটি জেনারেল ইন্স্যুরেন্স
  10. লংকা বাংলা ফাইন্যান্স লিমিটেড।

ডিএসইতে ১৭১৯ ও সিএসইতে ৬০ কোটি টাকার লেনদেন

স্টকমার্কেটবিডি প্রতিবেদক :

দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) দিনের শেষে সূচকের পতন হয়েছে। এদিন সেখানে লেনদেনও আগের দিনের চেয়ে বেড়েছে। আর চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জেও (সিএসই) সূচক ও লেনদেন কমেছে। ডিএসই ও সিএসই সূত্রে এ তথ্য জানা যায়।

মঙ্গলবার দিন শেষে ডিএসইতে প্রধান সূচক ডিএসইএক্স ১০.৮৫ পয়েন্ট কমে অবস্থান করছে ৫,৮২৯ পয়েন্টে। আর ডিএসই শরীয়াহ সূচক ৩.৯৫ পয়েন্ট কমে অবস্থান করছে ১২৮১ পয়েন্টে এবং ডিএসই-৩০ সূচক ৪.৪৯ পয়েন্ট কমে অবস্থান করছে ২১৯৪ পয়েন্টে।

এদিন ডিএসইতে লেনদেন হয়েছে ১৭১৯ কোটি ৬৩ লাখ টাকা। গতকাল সোমবার সেখানে লেনদেনের পরিমাণ ছিল ১৫৩৪ কোটি ৬২ লাখ টাকা।

ডিএসইতে আজ ৩৬৫টি কোম্পানি ও মিউচুয়াল ফান্ডের শেয়ারের লেনদেন হয়। এর মধ্যে ১০৩টির শেয়ারের দর বেড়েছে, কমেছে ২১৫টির, আর দর অপরিবর্তিত আছে ৪৭টির।

এদিন ডিএসইতে লেনদেনে এগিয়ে থাকা ১০টি কোম্পানি হলো- বেক্সিমকো লিমিটেড, প্রাইম ব্যাংক, বিএটিবিসি, সাইফ পাওয়ারটেক, ন্যাশনাল ফীড মিল লিমিটেড, ক্রিস্টাল ইন্স্যুরেন্স, পাইওনিয়ার ইন্স্যুরেন্স, রবি আজিয়াটা, সিটি জেনারেল ইন্স্যুরেন্স ও লংকা বাংলা ফাইন্যান্স লিমিটেড।

অন্যদিকে দেশের অপর বাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) ব্রড ইনডেক্স ২৮.৪২ পয়েন্ট কমে অবস্থান করছে ১৬ হাজার ৮৯৪ পয়েন্টে।

দিনভর লেনদেন হওয়া ২৮৯টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ৮৯টির, কমেছে ১৬৮টির ও দর অপরিবর্তিত রয়েছে ৩২টির।

এদিন সিএসইতে লেনদেন হয়েছে ৬০ কোটি ৭৪ লাখ টাকা। গতকাল সোমবার সেখানে লেনদেন হয়েছে ১১৫ কোটি ২৭ লাখ টাকা।

দিনশেষে সিএসইতে লেনদেনের শীর্ষে রয়েছে এক্সিম ব্যাংক ও সাইফ পাওয়ারটেক লিমিটেড।

স্টকমার্কেটবিডি.কম/রিমা

বিএসআরএমের দুই কোম্পানির বোর্ড সভা স্থগিত

স্টকমার্কেটবিডি ডেস্ক :

শেয়ারবাজারে তালিকাভুক্ত দুই কোম্পানি বাংলাদেশ স্টিল রি-রোলিং মিলস ও বিএসআরএম স্টিলস লিমিটেডের ৩য় প্রান্তিক বোর্ড সভা আগামী ২০ মে আহবান করা হয়েছিল। বোর্ড সভাটি স্থগিত করা হয়েছে। ডিএসই’র ওয়েবসাইটে এ তথ্য জানা গেছে।

ঢাকা স্টক এক্সচেঞ্জ (লিস্টিং) রেজুলেশন ২০১৫ এর ১৯(১) ধারা অনুযায়ী, এই বোর্ড সভায় কোম্পানিগুলোর ২০২১ সালের অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করা হবে।

এদিন বেলা ৪টা ও ৫টায় চট্টগ্রামে অবস্থিত নিজস্ব অফিসে বোর্ড সভাটি অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। বোর্ড সভার নতুন তারিখ ও সময় পরবর্তিতে জানানো হবে।

এ সভায় ৩য় প্রান্তিকে কোম্পানির ইপিএস ও ন্যাভসহ অন্যান্য আর্থিক তথ্য শেয়ারহোল্ডারদের জানিয়ে দেওয়া হবে।

স্টকমার্কেটবিডি.কম/রিমা

মার্কেন্টাইল ইন্স্যুরেন্সের বাৎসরিক বোর্ড সভা পুন:নির্ধারন

স্টকমার্কেটবিডি ডেস্ক :

শেয়ারবাজারে তালিকাভুক্ত বিমা খাতের প্রতিষ্ঠান মার্কেন্টাইল ইন্স্যুরেন্স লিমিটেডের বাৎসরিক বোর্ড সভা আগামী ২৩ মে পুন:নির্ধারন করা হয়েছে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্র থেকে জানা যায়, বোর্ড সভাটি গত ২৪ মে,২০২১ এ অনুষ্ঠিত হবার কথা ছিল। তবে বোর্ড সভাটি পুনঃনির্ধারিত করা হয়েছে।

এছাড়া ২৩ মে বেলা ২:৪৫টায় রাজধানীর মতিঝিলে প্রধান কার্যালয়ে বোর্ড সভাটি অনুষ্ঠিত হবে।

আসন্ন বোর্ড সভায় ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) লিস্টিং রেগুলেশন ২০১৫ এর ১৯(১) অনুযায়ী ৩১ ডিসেম্বর শেষ হওয়া ২০২০ সালের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করা হবে।

এ বোর্ড সভায় এজিএমের দিন ও রেকর্ড ডেট ঘোষণা করা হবে।

এ বোর্ড সভায় শেয়ারহোল্ডারদের জন্য লভ্যাংশ ঘোষণা করবে বিমাটি। গত বছর বিমাটি ৭ শতাংশ নগদ লভ্যাংশ ঘোষণা করেছিল।

একইদিনে চলতি বছরের প্রথম প্রান্তিকের বোর্ড সভা  বেলা ৩:৩০টায় অনুষ্ঠিত হবে।

স্টকমার্কেটবিডি.কম/রিমা