মার্সেল পণ্য কিনে লক্ষ লক্ষ টাকাসহ নানা সুবিধা

ক্যাপশন : ঈদুল আযহা উপলক্ষ্যে ডিজিটাল ক্যাম্পেইন সিজন-১১ এর আওতায় ‘মার্সেল ঈদ সেলিব্রেশন অফার’ -এ দেয়া বিভিন্ন ক্রেতাসুবিধা সম্বলিত প্ল্যাকার্ড হাতে প্রতিষ্ঠানটির ঊর্ধ্বতন কর্মকর্তারা।

স্টকমার্কেটবিডি প্রতিবেদক :

ঈদুল আযহাকে সামনে রেখে শুরু হলো ‘মার্সেল ঈদ সেলিব্রেশন অফার’। এ উপলক্ষ্যে দেশের অন্যতম জনপ্রিয় ইলেকট্রনিক্স ব্র্যান্ড মার্সেল শুরু করলো ‘ডিজিটাল ক্যাম্পেইন সিজন-১১’। ক্যাম্পেইনে ফ্রিজ, টিভি, এসি, ওয়াশিং মেশিন, গ্যাস স্টোভ ও রাইস কুকার ক্রেতাদের নানা সুবিধা দিচ্ছে মার্সেল। যার মধ্যে রয়েছে লক্ষ লক্ষ টাকা পাওয়ার সুযোগ, ফ্রি ডিপ ফ্রিজ, টিভি, এসি, মোবাইল ফোন, নিশ্চিত ছাড় ও ক্যাশ ভাউচারসহ অসংখ্য সুবিধা।

এ উপলক্ষ্যে শনিবার (২২ মে ২০২১) বিকালে রাজধানীতে মার্সেল করপোরেট অফিসে যথাযথ স্বাস্থ্যবিধি অনুসরণ করে এক ডিক্লারেশন প্রোগ্রামের আয়োজন করা হয়। এতে ডিজিটাল ক্যাম্পেইন সিজন-১১ চালুর ঘোষণা করে মার্সেল কর্তৃপক্ষ। অনলাইনে সারা দেশের মার্সেল পণ্যের পরিবেশকগণ অনুষ্ঠানে যোগ দেন।

সে সময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন মার্সেলের হেড অব সেলস ড. মোহাম্মদ সাখাওয়াৎ হোসেন, ব্র্যান্ড অ্যাম্বাসেডর আমিন খান, এক্সিকিউটিভ ডিরেক্টর এস এম জাহিদ হাসান, আরিফুল আম্বিয়া, শাহজালাল হোসেন লিমন, রাকিব উদ্দীন, সিএইচআরও মোহাম্মদ কামরুজ্জামান, সিনিয়র ডেপুটি এক্সিকিউটিভ ডিরেক্টর রবিউল আলম ভুঁইয়া, ডিজিটাল ক্যাম্পেইনের কো-অর্ডিনেটর নাজমুল হোসাইন ইভান প্রমুখ।

উল্লেখ্য, কাস্টমার ডাটাবেজ তৈরির মাধ্যমে আরো দ্রুত বিক্রয়োত্তর সেবা দিতে সারা দেশে ডিজিটাল ক্যাম্পেইন চালাচ্ছে মার্সেল। এ পদ্ধতিতে ক্রেতার নাম, মোবাইল নম্বর এবং বিক্রি করা পণ্যের মডেল ও বারকোডসহ বিস্তারিত তথ্য মার্সেলের সার্ভারে সংরক্ষণ করা হচ্ছে। ফলে, ওয়ারেন্টি কার্ড হারিয়ে গেলেও দেশের যেকোনো মার্সেল সার্ভিস সেন্টার থেকে দ্রুত সেবা পাচ্ছেন গ্রাহক। অন্যদিকে সার্ভিস সেন্টারের প্রতিনিধিরাও গ্রাহকের ফিডব্যাক জানতে পারছেন। এ কার্যক্রমে ক্রেতাদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে উদ্বুদ্ধ করতে ক্যাম্পেইনের প্রতিটি সিজনেই আকর্ষণীয় উপহারসহ লক্ষ লক্ষ টাকার নিশ্চিত ক্যাশ ভাউচার দেয়া হচ্ছে। ইতোমধ্যেই দশটি সফল সিজন পেরিয়ে একাদশ সিজন শুরু করলো মার্সেল।

অনুষ্ঠানে জানানো হয়, আসন্ন ঈদুল আযহা বা কোরবানির ঈদ উপলক্ষ্যে দেশব্যাপী শুরু হয়েছে ‘মার্সেল ঈদ সেলিব্রেশন অফার’। বাংলাদেশের অন্যতম বৃহত্তম ধর্মীয় এ উৎসবে ক্রেতাদের আনন্দ বাড়িয়ে দিতে ডিজিটাল ক্যাম্পেইনের আওতায় মার্সেল পণ্যের ক্রেতাদের নানা সুবিধা দেয়া হচ্ছে। পরবর্তী ঘোষণা না দেয়া পর্যন্ত এ সুযোগ থাকছে।

জানা গেছে, মার্সেল ফ্রিজ, টিভি ও ওয়াশিং মেশিন কিনে ডিজিটাল রেজিস্ট্রেশন করলেই ক্রেতারা পেতে পারেন লক্ষ লক্ষ টাকা, নিশ্চিত ছাড় কিংবা ক্যাশ ভাউচার। রয়েছে যেকোনো ব্র্যান্ডের পুরনো ফ্রিজ বদলে মার্সেলের নতুন ডিপ ফ্রিজ কেনার সুবিধা।

এদিকে, মার্সেল এসির ক্রেতাদের জন্য রয়েছে ডিপ ফ্রিজ ফ্রি পাওয়ার সুযোগ। আছে বিভিন্ন অংকের নিশ্চিত ক্যাশব্যাক। আর মার্সেল গ্যাস স্টোভ ও রাইস কুকার কিনে ক্রেতারা ডিজিটাল রেজিস্ট্রেন করে পেতে পারেন এসি, টিভি এবং মোবাইল ফোনসহ লক্ষ লক্ষ টাকার পণ্য ফ্রি।

স্টকমার্কেটবিডি.কম/

স্ট্যান্ডার্ড ইন্স্যুরেন্সের নগদ লভ্যাংশ ঘোষণা

স্টকমার্কেটবিডি ডেস্ক :

শেয়ারবাজারে তালিকাভুক্ত বিমা খাতের প্রতিষ্ঠান স্ট্যান্ডার্ড ইন্স্যুরেন্স লিমিটেডের পরিচালনা বোর্ড শেয়ারহোল্ডারদের জন্য ১২.৫০ শতাংশ নগদ লভ্যাংশ ঘোষণা করেছে। কোম্পানি সূত্রে এ তথ্য জানা গেছে।

গত ৩১ ডিসেম্বর সমাপ্ত ২০২০ অর্থবছরে নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করে এই লভ্যাংশ ঘোষণা করেছে বিমাটি।

এ সময়ে বিমাটির শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ২.০৭ টাকা। একই সময়ে শেয়ার প্রতি সম্পদমূল্য (এনএভি) হয়েছে ১৯.০৯ টাকা।

বিমাটির বার্ষিক সাধারণ সভা (এজিএম) অনুষ্ঠিত হবে আগামী ৮ জু্লাই। এর জন্য রেকর্ড তারিখ নির্ধারণ করা হয়েছে ১৩ জুন।

স্টকমার্কেটবিডি.কম/রিমা

স্ট্যান্ডার্ড ইন্স্যুরেন্সের ১ম প্রান্তিকের প্রতিবেদন প্রকাশ

স্টকমার্কেটবিডি ডেস্ক :

শেয়ারবাজারের তালিকাভুক্ত বিমা খাতের কোম্পানি স্ট্যান্ডার্ড ইন্স্যুরেন্স লিমিটেড চলতি বছরের প্রথম প্রান্তিকের অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে। কোম্পানি সূত্রে এ তথ্য জানা গেছে।

বিমাটির ১ম প্রান্তিকের আর্থিক প্রতিবেদন অনুযায়ী, তিন মাসে (জানুয়ারি-মার্চ,২১) বিমাটির শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ০.৬৭ টাকা। গত বছরের এ সময়ের বিমাটির শেয়ার প্রতি আয় ছিল ০.৫৫ টাকা।

এই প্রান্তিকে বিমাটির শেয়ার প্রতি প্রকৃত সম্পদের মূল্য (এনএভি) দাঁড়িয়েছে ১৯.৭৬ টাকা। যা গত বছরের ৩১ মার্চ ছিল ১৯.০৯ টাকা।

স্টকমার্কেটবিডি.কম/রিমা

 

শেয়ারবাজারে লেনদেনের সময় বাড়ল আধা-ঘণ্টা

স্টকমার্কেটবিডি প্রতিবেদক :

শেয়ারবাজারে লেনদেনের সময় আধ-ঘণ্টা বাড়িয়েছে শেয়ারবাজারের নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)। আগামীকাল সোমবার থেকে শেয়ারবাজারে আধ-ঘণ্টা বেশি লেনদেন হবে।

ব্যাংক লেনদেনের সময় বাড়ার প্রেক্ষিতে শেয়ারবাজারের লেনদেনের সময় বাড়িয়ে দুপুর ২টা পর্যন্ত করেছে শেয়ারবাজারের নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন। এর ফলে শেয়ারবাজারে লেনদেনের সময়সীমা আধ-ঘণ্টা বাড়ল।

নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের নির্বাহী পরিচালক ও মূখপাত্র মোহাম্মদ রেজাউল করিম এ তথ্য জানিয়েছেন।

এখন থেকে সকাল ১০টা থেকে দুপুর ২টা ৩০ মিনিট পর্যন্ত শেয়ারবাজারে লেনদেন চলবে।

মহামারি করোনাভাইরাসের সংক্রমণ নিয়ন্ত্রণে সরকার চলমান বিধিনিষেধের মেয়াদ আরও এক সপ্তাহ বাড়িয়ে ৩০ মে পর্যন্ত করায় ব্যাংকের লেনদেনের সময়সীমা সকাল ১০টা থেকে দুপুর আড়াইটা পর্যন্ত নির্ধারণ করেছে বাংলাদেশ ব্যাংক।

এই লেনদেনে বর্তমান নিয়ম অনুযায়ী ১৫ মিনিট প্রি-ওপেনিং সেশন থাকবে এবং লেনদেন শেষে ১৫ মিনিটের পোস্ট-ক্লোজিং সেশন চালু থাকবে।

স্টকমার্কেটবিডি.কম/

ব্লক মার্কেটে লেনদেন ১৪৪ কোটি টাকা

স্টকমার্কেটবিডি ডেস্ক :

ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) রবিবার ব্লক মার্কেটে মোট ৪৪ কোম্পানির শেয়ার লেনদেন হয়েছে। কোম্পানিগুলোর মোট ২ কোটি ২১ লাখ ৬৫ হাজার ৬৪৪টি শেয়ার লেনদেন হয়েছে। যার আর্থিক মূল্য ১৪৪ কোটি ৭৬ লাখ টাকা। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

ব্লক মার্কেটে সবচেয়ে বেশি টাকার লেনদেন হয়েছে রেনেটা লিমিটেডের শেয়ার। কোম্পানিটি ৬৮ কোটি ৯০ লাখ টাকার শেয়ার লেনদেন করেছে।

সামিট পাওয়ার ২২ কোটি ৬৫ লাখ টাকার শেয়ার লেনদেন করে তালিকার দ্বিতীয় স্থানে রয়েছে।

লিন্ডেবিডি ১৩ কোটি ১০ লাখ টাকার শেয়ার লেনদেন করে তালিকার তৃতীয় স্থানে রয়েছে।

ব্লক মার্কেটে লেনদেন করা অন্য কোম্পানিগুলো হচ্ছে- ফার্স্ট জনতা ব্যাংক মিউচ্যুয়াল ফান্ড, আমান কটন ফাইবার্স, বিএটিবিসি, বিডি থাই অ্যালুমিনিয়াম, বিকন ফার্মা, বাংলাদেশ ন্যাশনাল ইন্স্যুরেন্স, ব্রাক ব্যাংক, বাংলাদেশ সাবমেরিন ক্যাবল কোম্পানি, বিএসআরএম স্টিল, সিভিও পেট্রো কেমিক্যাল, ঢাকা ডাইং, ডিবিএইচ, ঢাকা ব্যাংক, ঢাকা ইন্স্যুরেন্স, ই-জেনারেশন, জেনেক্স ইনফোসিস, আইডিএলসি, কর্ণফুলী ইন্স্যুরেন্স, কেপিসিএল, কাট্টালি টেক্সটাইল, লংকাবাংলা ফিন্যান্স, লিগ্যাসি ফুটওয়্যার, লুব-রেফ, মার্কেন্টাইল ইন্স্যুরেন্স, ন্যাশনাল ফিড মিল, নর্দার্ণ জুট, ন্যাশনাল পলিমার, এনআরবিসি ব্যাংক, অলিম্পিক ইন্ডাস্ট্রিজ, প্যারামাউন্ট ইন্স্যুরেন্স, প্রগতি ইন্স্যুরেন্স, প্রগতি লাইফ ইন্স্যুরেন্স, প্রাইম ব্যাংক, প্রগ্রেসিভ লাইফ ইন্স্যুরেন্স, প্রভাতি ইন্স্যুরেন্স, আরডি ফুড, রেনেটা, রবি, রূপালী লাইফ ইন্স্যুরেন্স,সমতা লেদার কমপ্লেক্স, স্ট্যান্ডার্ড ইন্স্যুরেন্স ও সানলাইফ ইন্স্যুরেন্স লিমিটেড।

স্টকমার্কেটবিডি.কম/

ন্যাশনাল হাউজিংয়ের কর্পোরেট উদ্যোক্তার শেয়ার বিক্রয়ের ঘোষনা

স্টকমার্কেটবিডি ডেস্ক:

শেয়ারবাজারে তালিকাভুক্ত ন্যাশনাল হাউজিং ফাইন্যান্স এন্ড ইনভেস্টমেন্ট লিমিটেডের কর্পোরেট উদ্দ্যোক্তা পরিচালক শেয়ার বিক্রয়ের ঘোষণা দিয়েছেন। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্র জানায়, শ ওয়ালস বাংলাদেশ লিমিটেডের কাছে ন্যাশনাল হাউজিংয়ের মোট ৪২ লাখ ৮৮ হাজার ৯১০টি শেয়ার ছিল। এর মধ্যে ১০ লাখ শেয়ার বিক্রয়ের ঘোষনা করা হয়েছে।

শ ওয়ালস বাংলাদেশ লিমিটেড ঢাকা স্টক এক্সচেঞ্জের মাধ্যমে ঘোষণা অনুযায়ী ৩০ কার্যদিবসের মধ্যে উল্লেখিত পরিমাণ শেয়ার চলমান বাজার দরে পাবলিক মার্কেটে বিক্রয় করবেন।

স্টকমার্কেটবিডি.কম/রিমা

 

নাহি অ্যালুমিনিয়ামের বোর্ড সভা আহবান

স্টকমার্কেটবিডি ডেস্ক :

শেয়ারবাজারে তালিকাভুক্ত প্রকৌশল খাতের প্রতিষ্ঠান নাহি অ্যালুমিনিয়াম কোম্পোসাইট প্যানেল লিমিটেডের তৃতীয় প্রান্তিকের বোর্ড সভা আগামী ২৭ মে আহবান করা হয়েছে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

ঢাকা স্টক এক্সচেঞ্জ (লিস্টিং) রেজুলেশন ২০১৫ এর ১৬(১) ধারা অনুযায়ী, এই বোর্ড সভায় কোম্পানিটির ২০২১ সালের ৩য় প্রান্তিকের অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করা হবে।

এদিন বেলা ৩টায় অনুষ্ঠিত রাজধানীতে কোম্পানিটির নিজস্ব অফিসে অনুষ্ঠিত এ সভায় কোম্পানিটির ৩য় প্রান্তিকের ইপিএস ও ন্যাভসহ অন্যান্য আর্থিক তথ্য শেয়ারহোল্ডারদের জানিয়ে দেওয়া হবে।

স্টকমার্কেটবিডি.কম/রিমা

দিনশেষে লেনদেনের শীর্ষে বেক্সিমকো

স্টকমার্কেটবিডি প্রতিবেদক :

সপ্তাহের প্রথম কার্যদিবস রবিবার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেনের শীর্ষে উঠে এসেছে বাংলাদেশ এক্সপোর্ট ইমপোর্ট কোম্পানি (বেক্সিমকো) লিমিটেড। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা গেছে, এদিন কোম্পানিটির ১৪৭ কোটি ২ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। এদিন মোট ১ কোটি ৬৩ লাখ ৫৪ হাজার ৯২৬টি শেয়ার লেনদেন হয়।

দ্বিতীয় স্থানে উঠে আসা প্রাইম ব্যাংক লিমিটেড শেয়ার লেনদেন হয়েছে ৪৮ কোটি ৫২ লাখ টাকার।

তৃতীয় স্থানে উঠে এসেছে সাইফ পাওয়ারটেক লিমিটেড ৩৭ কোটি ৬৯ লাখ টাকার শেয়ার লেনদেনের মাধ্যমে।

লেনদেনের তালিকায় থাকা অন্যান্য কোম্পানিগুলোর মধ্যে- বিএসসিসিএলের ৩৬ কোটি ৬৪ লাখ, এনআরবিসি ব্যাংকের ৩৩ কোটি ৮০ লাখ, পাইওনিয়ার ইন্স্যুরেন্সের ৩৩ কোটি ৩৭ লাখ, জেনেক্স ইনফোসিসের ২৬ কোটি ৯৫ লাখ, লংকা বাংলা ফাইন্যান্সের ২৫ কোটি ৭৬ লাখ, এবি ব্যাংকের ২৫ কোটি ৩৯ লাখ ও ম্যাকসন্স স্পিনিং মিলস লিমিটেডের ২৪ কোটি ৮৯ লাখ টাকা শেয়ার।

স্টকমার্কেটবিডি.কম/রিমা

  1. বেক্সিমকো লিমিটেড
  2. প্রাইম ব্যাংক
  3. সাইফ পাওয়ারটেক
  4. বিএসসিসিএল
  5. এনআরবিসি ব্যাংক
  6. পাইওনিয়ার ইন্স্যুরেন্স
  7. জেনেক্স ইনফোসিস
  8. লংকা বাংলা ফাইন্যান্স
  9. এবি ব্যাংক
  10. ম্যাকসন্স স্পিনিং মিলস লিমিটেড।