ইস্টার্ণ হাউজিংয়ের তৃতীয় প্রান্তিক প্রকাশ

স্টকমার্কেটবিডি ডেস্ক :

শেয়ারবাজারে তালিকাভুক্ত কোম্পানি ইস্টার্ণ হাউজিং লিমিটেড সমাপ্ত তৃতীয় প্রান্তিকের আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে।

বৃহস্পতিবার (২৭ মে) অনুষ্ঠিত কোম্পানির পরিচালনা পর্ষদের বৈঠকে চলতি হিসাববছরের তৃতীয় প্রান্তিকের আর্থিক প্রতিবেদন পর্যালোচনা ও অনুমোদনের পর তা প্রকাশ করা হয়।

চলতি হিসাববছরের তৃতীয় প্রান্তিকে (জানুয়ারি’২১-মার্চ’২১) কোম্পানিটির শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ১ টাকা ২ পয়সা। গত বছর একই সময়ে কোম্পানিটির ইপিএস ছিল ৫২ পয়সা।

অন্যদিকে চলতি হিসাববছরের প্রথম তিন প্রান্তিকে (জুলাই’২০-মার্চ’২১) কোম্পানিটির শেয়ার প্রতি আয় হয়েছে ২ টাকা ৯৯ পয়সা। গত বছর একই সময়ে কোম্পানিটির শেয়ার প্রতি আয় ছিল ২ টাকা ৭৭ পয়সা।

স্টকমার্কেটবিডি.কম/

সপ্তাহের ব্যবধানে পিই ২.৩০% বেড়েছে

স্টকমার্কেটবিডি প্রতিবেদক:

বিদায়ী সপ্তাহে (২৩-২৭ মে) প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) সার্বিক মূল্য আয় অনুপাত (পিই রেশিও) ২.৩০ শতাংশ বেড়েছে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা গেছে, গত সপ্তাহের শুরুতে ডিএসইর পিই ছিল ১৭.৮৩ পয়েন্টে। যা সপ্তাহ শেষে ১৮.২৪ পয়েন্টে অবস্থান করছে। অর্থাৎ সপ্তাহের ব্যবধানে পিই রেশিও ০.৪১ পয়েন্ট বা ২.৩০ শতাংশ বেড়েছে।

সপ্তাহ শেষে ব্যাংক খাতের পিই রেশিও অবস্থান করছে ৭.৯৩ পয়েন্টে। এছাড়া তথ্যপ্রযুক্তি খাতের ২০.৭৪ পয়েন্টে, বস্ত্র খাতের ২৯.২৫ পয়েন্টে, ওষুধ ও রসায়ন খাতের ১৯.০৪ পয়েন্টে, প্রকৌশল খাতের ১৪.৪২ পয়েন্টে, বীমা খাতের ২৩.১৯ পয়েন্টে, বিবিধ খাতের ৫৬.৬৮ পয়েন্টে, খাদ্য খাতের ৭.২৩ পয়েন্টে, বিদ্যুৎ ও জ্বালানি খাতের ১১.৮৮ শতাংশ, চামড়া খাতের (-) ১২.৫৪ পয়েন্টে, সিমেন্ট খাতের ১৩.৭৪ পয়েন্টে, আর্থিক খাতের ৪৩.৯৭ পয়েন্টে, ভ্রমণ ও অবকাশ খাতের ৫২.০৫ পয়েন্টে, পেপার খাতের ৮১.৭৪ পয়েন্টে, টেলিযোগাযোগ খাতের ১১.৩৭ পয়েন্টে, সেবা ও আবাসন খাতের ১৮.২৫ পয়েন্টে, সিরামিক খাতের ২৬.৬২ পয়েন্টে এবং পাট খাতের পিই (-) ৪২.০৫ পয়েন্টে অবস্থান করছে।

স্টকমার্কেটবিডি.কম/

সাপ্তাহিক দর বাড়ার শীর্ষে সালভো কেমিক্যাল

স্টকমার্কেটবিডি ডেস্ক :

গত সপ্তাহে ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) দর বাড়ার শীর্ষে রয়েছে সালভো কেমিক্যাল ইন্ডাস্ট্রি লিমিটেড। সপ্তাহজুড়ে শেয়ারটির দর ৩৬.৯২ শতাংশ বেড়েছে। ডিএসই সূত্রে এ তথ্য জানা যায়।

ডিএসই সূত্রে জানা যায়, উক্ত সপ্তাহে শেয়ারটির ২৩ কোটি ৭১ লাখ টাকার লেনদেন হয়। যা গড়ে প্রতিদিন ৫ কোটি ৯২ লাখ টাকা ছিল।

দর বাড়ার তালিকায় দ্বিতীয় স্থানে রয়েছে গ্রীণ ডেল্টা ইন্স্যুরেন্স লিমিটেড। গত সপ্তাহে শেয়ারটির দর বেড়েছে ৩৫.২০ শতাংশ। সপ্তাহজুড়ে শেয়ারটির ৯৪ কোটি ৪৭ লাখ টাকা লেনদেন হয়। যা গড়ে প্রতিদিন ২৩ কোটি ৬১ লাখ টাকা ছিল।

নর্দার্ণ ইসলামী ইন্স্যুরেন্স লিমিটেড দর বাড়ার তৃতীয় স্থানে রয়েছে। সপ্তাহে শেয়ারটির দর বেড়েছে ৩৩.১৯ শতাংশ। সপ্তাহজুড়ে শেয়ারটি ১০৩ কোটি ৩ লাখ টাকা লেনদেন করে। যা গড়ে প্রতিদিন ২৫ কোটি ৭৫ লাখ টাকা ছিল।

এই তালিকায় থাকা শীর্ষ ১০ কোম্পানির মধ্যে অন্য কোম্পানিগুলো হচ্ছে- এবি ব্যাংকের ৩০.৮৩ শতাংশ, আমান ফিডের ৩০.৬৩ শতাংশ, এনআরবিসি ব্যাংকের ২৯.৬৪ শতাংশ, কাট্টালি টেক্সটাইলের ২৯.৬৩ শতাংশ, জিএসপি ফাইন্যান্সের ২৯.৩৮ শতাংশ, রিলায়েন্স ইন্স্যুরেন্সের ২৭.৩৬ শতাংশ ও আমান কটনের শেয়ার দর ২৫.৮৫ শতাংশ দর বেড়েছে।

স্টকমার্কেটবিডি.কম/রিমা

সাপ্তাহিক দর কমার শীর্ষে কন্টিনেন্টাল ইন্স্যুরেন্স

স্টকমার্কেটবিডি ডেস্ক :

গত সপ্তাহে ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) দর কমার শীর্ষে রয়েছে কন্টিনেন্টাল ইন্স্যুরেন্স লিমিটেড। গত সপ্তাহে শেয়ারটির সর্বোচ্চ দর কমেছে ১২.৮২ শতাংশ। ডিএসই সূত্রে এ তথ্য জানা যায়।

সূত্র থেকে জানা যায়, সপ্তাহজুড়ে কোম্পানিটির মোট ৫৮ কোটি ১ লাখ টাকা লেনদেন হয়। যা গড়ে প্রতিদিন ১৪ কোটি ৫০ লাখ টাকা ছিল।

দর কমার তালিকায় দ্বিতীয় স্থানে রয়েছে সুরিদ ইন্ডাস্ট্রিজ লিমিটেড। গত সপ্তাহে শেয়ারটির দর কমেছে ৬.৯৮ শতাংশ। সপ্তাহজুড়ে শেয়ারটি মোট ৭ কোটি ৮৯ লাখ টাকার লেনদেন হয়। যা গড়ে প্রতিদিন ১ কোটি ৯৭ লাখ টাকা ছিল।

এমএল ডাইং লিমিটেড তালিকার তৃতীয় স্থানে রয়েছে। গত সপ্তাহে শেয়ারটির দর কমেছে ৬.৭৩ শতাংশ। সপ্তাহজুড়ে শেয়ারটি মোট ২৯ কোটি ৮১ লাখ টাকা লেনদেন হয়। যা গড়ে প্রতিদিন ৭ কোটি ৪৫ লাখ টাকা ছিল।

এই তালিকায় থাকা শীর্ষ ১০ কোম্পানির মধ্যে অন্য কোম্পানিগুলো হচ্ছে- রহিমা ফুডের ৬.৩৬ শতাংশ, জিল বাংলা সুগারের ৬.২১ শতাংশ, ন্যাশনাল ফিড মিলের ৬.০৩ শতাংশ, জিকিউ বলপেনের ৫.৬৩ শতাংশ, বেক্সিমকোর ৫.৬২ শতাংশ, সাভার রিফ্রাক্টরিজের ৫.৩৫ শতাংশ ও শ্যামপুর সুগারের শেয়ার দর ৫.৩৫ শতাংশ দর কমেছে।

স্টকমার্কেটবিডি.কম/রিমা

সাপ্তাহিক লেনদেনের শীর্ষে বেক্সিমকো লিমিটেড

স্টকমার্কেটবিডি প্রতিবেদক :

সপ্তাহের ব্যাবধানে ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেনের শীর্ষে রয়েছে বেক্সিমকো লিমিটেড। সপ্তাহজুড়ে কোম্পানিটির ৫২৩ কোটি ৫৪ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

তালিকার দ্বিতীয় স্থানে রয়েছে প্রাইম ব্যাংক লিমিটেড। কোম্পানিটির শেয়ার লেনদেন হয়েছে ২১৪ কোটি ৪৪ লাখ টাকার।

লংকাবাংলা ফাইন্যান্স লিমিটেড তালিকার তৃতীয় স্থানে রয়েছে। কোম্পানিটির লেনদেন হয়েছে ১৬৫ কোটি ৩৮ লাখ টাকার।

এই তালিকায় থাকা শীর্ষ ১০ কোম্পানির মধ্যে অন্য কোম্পানিগুলো হচ্ছে- এনঅারবিসি ব্যাংকের ১৬৪ কোটি ২ লাখ, পাইওনিয়ার ইন্স্যুরেন্স ১৫৭ কোটি ৯০ লাখ, সাইফ পাওয়ার টেকের ১৫৫ কোটি ৬৪ লাখ, বিএটিবিসির ১২১ কোটি ৪৫ লাখ, অইএফঅাইসি ব্যাংকের ১১১ কোটি ৫২ লাখ, বিএসসিসিএলের ১১১ কোটি ৩৮ লাখ ও ন্যাশনাল ফিড মিলের ১০৬ কোটি ৭৪ লাখ টাকা লেনদেন হয়েছে।

স্টকমার্কেটবিডি.কম/রিমা

৪ দিনে ডিএসইতে বাজার মূলধন বেড়েছে ১০,৪৫১ কোটি টাকা

স্টকমার্কেটবিডি প্রতিবেদক :

সর্বশেষ সপ্তাহে প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) বাজার মূলধন আগের সপ্তাহের চেয়ে ১০,৪৫১ কোটি টাকা বেড়েছে। এসময় গত সপ্তাহের তুলনায় সূচক ও লেনদেন বেড়েছে। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

ডিএসই সূত্রে জানা গেছে, বিদায়ী সপ্তাহে মোট ৪ কার্যদিবসে ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) মোট লেনদেন হয়েছে ৭ হাজার ৬৮৩ কোটি ৭৮ লাখ টাকার। যা আগের সপ্তাহের ৫ দিনে হয়েছিল ৮ হাজার ৪২৪ কোটি ৪৬ লাখ টাকার। অর্থাৎ সপ্তাহের ব্যবধানে ডিএসইতে লেনদেন ৮.৭৯ শতাংশ কমেছে।

ডিএসইতে সর্বশেষ সপ্তাহে গড় লেনদেন ১ হাজার ৯২০ কোটি ৯৪ লাখ টাকার হয়েছে। যা আগের সপ্তাহ থেকে ১৪.১ শতাংশ বেড়েছে। আগের সপ্তাহে লেনদেন হয়েছিল ১ হাজার ৬৮৪ কোটি ৮৯ লাখ টাকার উপরে।

বিদায়ী সপ্তাহে ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স ১৭২.৭৫ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ৫ হাজার ৯৮৫ পয়েন্টে। আর ডিএসই-৩০ সূচক ১১.২৬ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ২১৮৯ পয়েন্টে। আর শরিয়াহ সূচক ১২.২০ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ১২৮৫ পয়েন্টে।

ডিএসইতে গত সপ্তাহে ৩৭৫টি প্রতিষ্ঠানের শেয়ার লেনদেনে অংশ নিয়েছে। প্রতিষ্ঠানগুলোর মধ্যে শেয়ার দর বেড়েছে ২৩৭টির, কমেছে ৯২টির এবং অপরিবর্তিত রয়েছে ৪১টির শেয়ার ও ইউনিটের দর। আর ৫টি শেয়ারের কোনো লেনদেন হয়নি।

গত সপ্তাহের প্রথম দিন ডিএসইতে বাজার মূলধন ছিল ৪ লাখ ৯২ হাজার ২৯২ কোটি টাকা। আর সপ্তাহের শেষ দিনে এই মূলধন দাঁড়িয়েছে ৫ লাখ ২ হাজার ৭৪৩ কোটি টাকা। এই হিসাবে গত সপ্তাহে ডিএসইতে বাজার মূলধন ১০,৪৫১ কোটি টাকা বা ২.১২ শতাংশ বেড়েছে।

স্টকমার্কেটবিডি.কম/রিমা