এনআরবিসি ব্যাংকের ৪টি উপশাখার কার্যক্রম শুরু

স্টকমার্কেটবিডি ডেস্ক :

এনআরবি কমার্শিয়াল (এনআরবিসি) ব্যাংক লিমিটেড চাঁপাইনবাবগঞ্জ সদর, গাইবান্ধার গোবিন্দগঞ্জ, জয়পুরহাট সদর এবং কুমিল্লার চৌদ্দগ্রামে সকল ধরণের আধুনিক ব্যাংকিং সেবা নিয়ে শুরু করেছে ব্যাংকিং কার্যক্রম।

রবিবার (৩০ মে) ভিডিও কনফারেন্সে প্রধান কার্যালয় থেকে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে ব্যাংকের চেয়ারম্যান এস এম পারভেজ তমাল উপশাখাগুলোর উদ্বোধন করেন।

এসময় ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী গোলাম আউলিয়া, উপব্যবস্থাপনা পরিচালক ও চিফ ফিনান্সিয়াল অফিসার হারুনুর রশিদ, এফআই এন্ড বিডি ডিভিশনের প্রধান কাজী মো. শাফায়েত কবির কানন, সাপোর্ট সার্ভিস ও ব্রাঞ্চেস ডিভিশনের প্রধান মেজর (অব:) পারভেজ হোসেন ভিডিও কনফারেন্সে যুক্ত ছিলেন।

উদ্বোধনী অনুষ্ঠানে ব্যাংকের কর্মকর্তাগণ, গণ্যমান্য ব্যক্তিবর্গ, সম্মানিত গ্রাহকবৃন্দ, ব্যবসায়ীবৃন্দ উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে ব্যাংকের সম্মৃদ্ধি কামনায় দোয়া অনুষ্ঠিত হয়।

স্টকমার্কেটবিডি.কম/আহমেদ

রূপালী ব্যাংকের নতুন চেয়ারম্যান কাজী সানাউল হক

স্টকমার্কেটবিডি প্রতিবেদক :

রূপালী ব্যাংকের চেয়ারম্যান হিসেবে কাজী সানাউল হককে নিয়োগ দিয়েছে সরকার। পর পর তিনটি রাষ্ট্রায়ত্ত ব্যাংকের শীর্ষ নির্বাহীর দায়িত্ব বলিষ্ঠভাবে পালন করার স্বীকৃতিস্বরূপ এই অভিজ্ঞ ব্যাংকারকে রাষ্ট্রায়ত্ত রূপালী ব্যাংকের চেয়ারম্যান পদে নিয়োগ দেয়া হয়েছে। রোববার অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগ থেকে এ সংক্রান্ত একটি চিঠি রূপালী ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক বরাবর পাঠানো হয়েছে।

এর আগে ঢাকা স্টক একচেঞ্জের (ডিএসইসি) ব্যবস্থাপনা পরিচালক হিসেবে দায়িত্ব পালন করেন সানাউল হক। তার আগে তিনি ইনভেস্টমেন্ট করপোরেশন অব বাংলাদেশ (আইসিবি), কর্মসংস্থান ব্যাংক ও রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংকের এমডি ছিলেন এবং অগ্রণী ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক (অতিঃদায়িত্ব) ছিলেন।

এছাড়া বৈচিত্রপূর্ণ কর্মজীবনে বিভিন্ন আর্থিক প্রতিষ্ঠানের গুরুত্বপূর্ণ পদে কর্মরত ছিলেন সানাউল হক। তিনি অগ্রণী ব্যাংকের উপ-ব্যবস্থাপনা পরিচালক হিসেবে দায়িত্ব পালন করেছেন। বাংলাদেশ ডেভেলপমেন্ট ব্যাংক (বিডিবিএল) এবং রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংকের (রাকাব) মহাব্যবস্থাপক হিসেবে দায়িত্ব পালন করারও অভিজ্ঞতা রয়েছে তাঁর। একজন সত্ ও দক্ষ ব্যাংকার হিসেবে ব্যাংক খাতে সানাউল হকের যথেষ্ট সুনাম রয়েছে। আইসিবিকে একটি শক্ত প্রতিষ্ঠানে পরিণত করার ক্ষেত্রে সানাউল হকের ভূমিকা বেশ প্রশংসিত।

আইসিবির প্রধান কার্যালয়ে কর্মরত থাকাকালে তিনি পরিচালনা পর্ষদের সচিব এবং বাসত্মবায়ন ও ঋণ আদায় ডিভিশন-এর উপ-মহাব্যবস্থাপক হিসেবে দায়িত্ব পালন করেন। এছাড়া তিনি প্রধান কার্যালয়ের কর্মচারী বিভাগ, নিরীক্ষা বিভাগ, ইনভেস্টরস বিভাগ, ইকোনমিক ও রিসার্চ বিভাগ, কেন্দ্রীয় হিসাব বিভাগ, স্থানীয় কার্যালয়, ঢাকা, রাজশাহী ও খুলনা শাখায় বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব পালন করেন। কাজী সানাউল হক আইসিবি সিকিউরিটিজ ট্রেডিং কোম্পানি লিমিটেডের সিইও হিসেবেও কর্মরত ছিলেন। নীলফামারী জেলায় জন্মগ্রহণকারী এই গুণী ব্যাংকারের পিতা সাবেক মহকুমা জজ ছিলেন।

স্টকমার্কেটবিডি.কম/আহমেদ

শেয়ারবাজারের লেনদেন ১০টা হতে আড়াইটা পর্যন্ত

স্টকমার্কেটবিডি প্রতিবেদক :

চলমান বিধিনিষেধের মধ্যে সীমিত পরিসরে শেয়ারবাজারে লেনদেনের সময়সীমা বাড়ছে। নতুন সময়সীমা অনুযায়ী আগামীকাল (৩১ মে) সকাল ১০টা থেকে দুপুর ২টা ৩০ মিনিট পর্যন্ত শেয়ারবাজারের লেনদেন চলবে। বিএসইসি সূত্রে এ তথ্য জানা যায়।

জানা গেছে, আগামীকাল ৩১ মে হতে ৬ জুন পর্যন্ত ব্যাংকিং কার্যক্রম সকাল ১০ টা হতে দুপুর ৩টা পর্যন্ত চলবে।

এর প্রেক্ষিতে শেয়ারবাজারে সকাল ১০ টা হতে দুপুর ২ টা ৩০ মিনিট পর্যন্ত লেনদেন চলবে। উল্লিখিত সময়ে লেনদেন চলাকালে প্রি-ওপেনিং সেশন ৯টা ৪৫ মিনিট থেকে ১০ টা এবং পোস্ট ক্লোজিং সেশন ২ টা ৩০ মিনিট থেকে ২টা ৪৫ মিনিট পর্যন্ত চালু থাকবে।

এর আগে লকডাউনে গত ২৪ মে থেকে ৩০ মে পর্যন্ত পর্যন্ত ব্যাংকিং সময়সূচী সকাল ১০ টা থেকে দুপুর ২ টা ৩০ মিনিট পর্যন্ত নির্ধারণ করা হয়। এরই প্রেক্ষিতে শেয়ারবাজারে সকাল ১০ টা থেকে দুপুর ২ টা পর্যন্ত লেনদেন চলে।

উপরোল্লিখিত সময়ে লেনদেন চলাকালে প্রি-ওপেনিং সেশন ৯ টা ৪৫ মিনিট থেকে ১০ টা এবং পোস্ট ক্লোজিং সেশন ২ টা থেকে ২ টা ১৫ মিনিট পর্যন্ত চালু থাকে।

স্টকমার্কেটবিডি.কম/আহমেদ

সোমবার থেকে ব্যাংক লেনদেন বিকেল ৩টা পর্যন্ত

স্টকমার্কেটবিডি প্রতিবেদক :

করোনার সংক্রমণ রোধে সরকার ঘোষিত চলমান বিধিনিষেধের মেয়াদ আরও সাত দিন বাড়ানো হয়েছে। ফলে ৬ জুন পর্যন্ত বিধিনিষেধ বহাল থাকবে। এ সাতদিন ব্যাংক লেনদেনের সময় আগের চেয়ে আধা ঘণ্টা বাড়ানো হয়েছে। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, সোমবার সকাল ১০টা থেকে বিকেল ৩টা পর্যন্ত ব্যাংকে লেনদেন হবে। লেনদেন-পরবর্তী আনুষঙ্গিক কার্যক্রম শেষ করার জন্য ব্যাংক খোলা থাকবে বিকেল সাড়ে ৪টা পর্যন্ত।

আজ রবিবার বাংলাদেশ ব্যাংকের ডিপার্টমেন্ট অব অফ-সাইট সুপারভিশন বিভাগ থেকে নতুন এ নির্দেশনা জারি করা হয়েছে।

নির্দেশনায় বলা হয়, করোনাভাইরাসজনিত রোগ (কোভিড-১৯) এর বিস্তার রোধে সরকার ঘোষিত বিধিনিষেধের মধ্যে সীমিত পরিসরে ব্যাংকিং কার্যক্রম অব্যাহত রাখার লক্ষ্যে আগামী ৬ জুন পর্যন্ত সীমিত পর্যায়ে ব্যাংকিং কার্যক্রম পরিচালিত হবে। এ সময় দৈনিক ব্যাংকিং লেনদেন হবে সকাল ১০টা থেকে বিকেল ৩টা পর্যন্ত। লেনদেন পরবর্তী আনুষঙ্গিক কার্যক্রম সম্পাদনের জন্য সংশ্লিষ্ট ব্যাংক শাখা এবং প্রধান কার্যালয়ের সংশ্লিষ্ট বিভাগ বিকেল সাড়ে ৪টা পর্যন্ত খোলা রাখা যাবে।

এতে আরও বলা হয়, এ সাতদিন প্রতিটি ব্যাংকের উপজেলা শহরের একটি শাখা খোলা থাকবে বৃহস্পতিবার, রবিবার ও মঙ্গলবার এবং সিটি কর্পোরেশনের এলাকার দুই কিলোমিটারের মধ্যে একটি শাখা প্রতি কর্মদিবস খোলা রাখতে হবে।

স্টকমার্কেটবিডি.কম/

কনফিডেন্স সিমেন্টের ৯ মাসের ইপিএস ১৪.১৬ টাকা

স্টকমার্কেটবিডি ডেস্ক :

শেয়ারবাজারের তালিকাভুক্ত সিমেন্ট খাতের কোম্পানি কনফিডেন্স সিমেন্ট লিমিটেড চলতি বছরের তৃতীয় প্রান্তিকের অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে। কোম্পানি সূত্রে এ তথ্য জানা গেছে।

কোম্পানিটির ৩য় প্রান্তিকের আর্থিক প্রতিবেদন অনুযায়ী, তিন মাসে (জানুয়ারি-মার্চ,২১) কোম্পানিটির শেয়ার আয় (ইপিএস) হয়েছে ৭.৮০ টাকা। গত বছরের এ সময়ের কোম্পানিটির শেয়ার প্রতি আয় (ইপিএস) ছিল ২.২৫ টাকা।

নয় মাসে (জুলাই,২০-মার্চ,২১) কোম্পানিটির শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ১৪.১৬ টাকা। গত বছরের এ সময়ে কোম্পানিটির শেয়ার প্রতি আয় (ইপিএস) ছিল ৬.২৫ টাকা।

এই প্রান্তিকে কোম্পানিটির শেয়ার প্রতি প্রকৃত সম্পদের মূল্য (এনএভি) দাঁড়িয়েছে ৭৪.৪৬ টাকা।

স্টকমার্কেটবিডি.কম/রিমা

এক্সিম ব্যাংকের ৫০০ কোটি টাকার বন্ড অনুমোদন

স্টকমার্কেটবিডি প্রতিবেদক :

শেয়ারবাজার নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ এন্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি) তালিকাভুক্ত এক্সিম ব্যাংক লিমিটেডের ৫০০ কোটি টাকার নন-কনভারটেবল সাবর্ডিনেটেড বন্ড প্রস্তাব অনুমোদন দিয়েছে। বিএসইসি সূত্রে এই তথ্য জানা গেছে।

আজ রবিবার অনুষ্ঠিত বিএসইসির ৭৭৫তম কমিশন সভায় এই অনুমোদন দেওয়া হয়েছে।

আলোচিত বন্ডটির মেয়াদ হবে ৭ বছর। মেয়াদ শেষে এর পূর্ণ অবসায়ন ঘটবে।

বন্ডটি অন্যান্য বৈশিষ্ট্যের মধ্যে রয়েছে- নন-কনভার্টেবল, আনসিকিউরড ও ফ্লোটিং রেট, মুদারাবা সাব-অর্ডিনেটেড বন্ড।

স্থানীয় উচ্চ সম্পদশালী ব্যক্তি, করপোরেট প্রতিষ্ঠান, ব্যাংক, নন-ব্যাংকিং আর্থিক প্রতিষ্ঠান, মিউচুয়াল ফান্ড,ইসুরেন্স কোম্পানি, তালিকাভুক্ত ব্যাংক, সমবায় ব্যাংক, আঞ্চলিক রুরাল ব্যাংক, সংগঠন, ট্রাষ্ট, স্বায়ত্তশাসিত কর্পোরেশনসহ অন্যান্য যোগ্য বিনিয়োগকারীদেরকে প্রাইভেট প্লেসমেন্টের মাধ্যমে এই বন্ড বরাদ্দ দেওয়া হবে। এর প্রতি ইউনিটের অভিহিত মূল্য ১ কোটি টাকা।

টিয়ার-২ মূলধন ভিত্তি শক্তিশালী করার লক্ষ্যে এই বন্ড ইস্যুর মাধ্যমে অর্থ সংগ্রহ করছে ব্যাংকটি।

এই বন্ডের ট্রাস্টি হিসেবে রয়েছে সেনা কল্যাণ ইন্স্যুরেন্স কোম্পানি ও লিড অ্যারেঞ্জার হিসেবে রয়েছে স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংক লিমিটেড।

স্টকমার্কেটবিডি.কম/

ফারইষ্ট স্টকের পরিচালনা বোর্ড পূণ:গঠনের নির্দেশ

স্টকমার্কেটবিডি প্রতিবেদক :

ফারইষ্ট স্টক এন্ড বন্ড লিমিটেডের পরিচালনা বোর্ড পূণ:গঠনের নির্দেশনা দিয়েছে বাংলাদেশ সিকিউরিটিজ এন্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)।

আজ রবিরার (৩০ মে) রাজধানীর আগারগাঁয়ে অবস্থিত বিএসইসি ভবনে অনুষ্ঠিত কমিশনের ৭৭৫তম নিয়মিত সভায় এই নির্দেশনা দেওয়া হয়।

নির্দেশনায় বলা হয়েছে, কমিশনের নির্দেশনা পরিপালনে ব্যর্থ হওয়ায় ও বিনিয়োগকারীদের স্বার্থ রক্ষায়
ফারইষ্ট স্টক এন্ড বন্ড লিমিটেডের পরিচালনা বোর্ডকে পূণ:গঠনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

সিকিউরিটিজ এন্ড এক্সচেঞ্জ অর্ডিন্যান্স-১৯৬৯ এর ২০এ ধারা অনুযায়ী এই পরিচালনা বোর্ড পূণ:গঠন করার নির্দেশ দেওয়া হয়েছে।

স্টকমার্কেটবিডি.কম/জেড

ব্লক মার্কেটে লেনদেন ৭১ কোটি টাকা

স্টকমার্কেটবিডি ডেস্ক :

ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) রবিবার ব্লক মার্কেটে মোট ৩৯ কোম্পানির শেয়ার লেনদেন হয়েছে। কোম্পানিগুলোর মোট ২ কোটি ১২ লাখ ৩২ হাজার ৬৯৪টি শেয়ার লেনদেন হয়েছে। যার আর্থিক মূল্য ৭১ কোটি ৩৬ লাখ টাকা। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

ব্লক মার্কেটে সবচেয়ে বেশি টাকার লেনদেন হয়েছে এনআরবিসি ব্যাংক লিমিটেডের শেয়ার। কোম্পানিটি ১৯ কোটি ৮০ লাখ টাকার শেয়ার লেনদেন করেছে।

ইউনিাইটেড কমার্শিয়াল ব্যাংক ১৯ কোটি ১২ লাখ টাকার শেয়ার লেনদেন করে তালিকার দ্বিতীয় স্থানে রয়েছে।

পাইওনিয়র ইন্স্যুরেন্স ৮ কোটি ৬১ লাখ টাকার শেয়ার লেনদেন করে তালিকার তৃতীয় স্থানে রয়েছে।

ব্লক মার্কেটে লেনদেন করা অন্য কোম্পানিগুলো হচ্ছে- আমান কটন ফাইবার্স, অ্যাডভেন্ট ফার্মা, এশিয়া ইন্স্যুরেন্স, বিএটিবিসি, বিবিএস কেবলস, বিডি ফিন্যান্স, বিকন ফার্মা, বাংলাদেশ ন্যাশনাল ইন্স্যুরেন্স, বাংলাদেশ সাবমেরিন কেবল, সিটি জেনারেল ইন্স্যুরেন্স, ক্রিস্টাল ইন্স্যুরেন্স, ডিবিএইচ, ডেল্টা স্পিনার্স, ডোমিনেজ, ইস্টার্ন ইন্স্যুরেন্স, জেনারেশন নেক্সট, গ্রীণডেল্টা ইন্স্যুরেন্স, ইফাদ অটোস, ইসলামী ইন্স্যুরেন্স, কোহিনুর কেমিক্যাল, কাট্টালি টেক্সটাইল,এলআর গ্লোবাল মিউচ্যুয়াল ফান্ড ওয়ান, এম.এল ডাইং, মুন্নু সিরামিক, নিউ লাইন ক্লোথিংস, ন্যাশনাল ফিড, নর্দার্ণ ইন্স্যুরেন্স, ন্যাশনাল পলিমার, ওয়ান ব্যাংক, পিএফফার্স্ট মিউচ্যুয়াল ফান্ড, প্রাইম ব্যাংক ফার্স্ট মিউচ্যুয়াল ফান্ড, প্রাইম ইসলামী লাইফ ইন্স্যুরেন্স, প্রগ্রেসিভ লাইফ ইন্স্যুরেন্স, প্রভাতি ইন্স্যুরেন্স, আরডি ফুড ও উত্তরা ব্যাংক লিমিটেড।

স্টকমার্কেটবিডি.কম/রিমা

রিজেন্ট টেক্সটাইলের বোর্ড সভা ২ জুন

স্টকমার্কেটবিডি ডেস্ক :

শেয়ারবাজারে তালিকাভুক্ত বস্ত্র খাতের প্রতিষ্ঠান রিজেন্ট টেক্সটাইল মিলস লিমিটেডের তৃতীয় প্রান্তিকের বোর্ড সভা আগামী ২ জুন আহবান করা হয়েছে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

ঢাকা স্টক এক্সচেঞ্জ (লিস্টিং) রেজুলেশন ২০১৫ এর ১৬(১) ধারা অনুযায়ী, এই বোর্ড সভায় কোম্পানিটির ২০২১ সালের ৩য় প্রান্তিকের অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করা হবে।

এদিন বেলা ৩টায় অনুষ্ঠিত রাজধানীতে কোম্পানিটির নিজস্ব অফিসে অনুষ্ঠিত এ সভায় কোম্পানিটির ৩য় প্রান্তিকের ইপিএস ও ন্যাভসহ অন্যান্য আর্থিক তথ্য শেয়ারহোল্ডারদের জানিয়ে দেওয়া হবে।

স্টকমার্কেটবিডি.কম/রিমা

দিনশেষে লেনদেনের শীর্ষে বেক্সিমকো

স্টকমার্কেটবিডি প্রতিবেদক :

সপ্তাহের প্রথম কার্যদিবস রবিবার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেনের শীর্ষে উঠে এসেছে বাংলাদেশ এক্সপোর্ট ইমপোর্ট কোম্পানি (বেক্সিমকো) লিমিটেড। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা গেছে, এদিন কোম্পানিটির ১১৬ কোটি ৫০ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। এদিন মোট ১ কোটি ৩২ লাখ ৭ হাজার ৮৪৭টি শেয়ার লেনদেন হয়।

দ্বিতীয় স্থানে উঠে আসা পাইওনিয়ার ইন্স্যুরেন্স লিমিটেড শেয়ার লেনদেন হয়েছে ৮৯ কোটি ৩৫ লাখ টাকার।

তৃতীয় স্থানে উঠে এসেছে ইফাদ অটোস লিমিটেড ৬৯ কোটি ১৬ লাখ টাকার শেয়ার লেনদেনের মাধ্যমে।

লেনদেনের তালিকায় থাকা অন্যান্য কোম্পানিগুলোর মধ্যে- এবি ব্যাংকের ৫২ কোটি ৪১ লাখ, নর্দার্ণ ইন্স্যুরেন্সের ৩৭ কোটি ৪৫ লাখ, জিএসপি ফাইন্যান্স কোম্পানি বাংলাদেশের ৩৫ কোটি ৫ লাখ, লংকা বাংলা ফাইন্যান্সের ৩৪ কোটি ৯৫ লাখ, ওয়ান ব্যাংকের ৩৪ কোটি ২৮ লাখ, আএফআইসি ব্যাংকের ৩৩ কোটি ৩৮ লাখ ও যমুনা ব্যাংক লিমিটেডের লেনদেন হয়েছে ৩১ কোটি ১ লাখ টাকা শেয়ার।

স্টকমার্কেটবিডি.কম/রিমা